এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আই আই টি - একটি নির্মোহ ব

    shanku
    অন্যান্য | ২৬ মার্চ ২০১২ | ৮৫৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sda | 117.194.194.7 | ৩০ মার্চ ২০১২ ০১:১৩541188
  • a বাবু, ট্রাজেডি টা কি জানেন, আপনি- আমি কিন্তু সেই ইনজিনিয়ারিং পড়তেই ঢুকেছি, মাছ বেচতে বা গাড়ী চালাতে যাইনি। বাস্তবকে মেনে নেওয়াই ভালো, যতক্ষন না আমি সেটাকে চেন্‌জ করতে পারছি। পলিটিক্যাল কারেক্টনেস খুব চাপের জিনিস, ওতে বড্ড বদহজম হয়।

    আর আপনার বর্ণিত ঐ হায়ারার্কি আছে বলেই লোকজন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ক্যাম্পাসিংএ বসে একটা কিছু করার চেষ্টা করে। না থাকলে কি হত ভাবতেই ভয় করে !

    পুনশ্চ : আমিও প্রাইভেট কলেজের আউট্‌পুট। সিস্টেমের বাইরে বসে খিস্তি মারার হ্যাবিট নেই।

    সায়নদা, আমি KPO গুরু দের কথা বলছি না, কিন্তু এটা তো মানবে যে একটা ফ্রেশার ব্যাচের অ্যাটলিস্ট ৬০% ছেলেকে ট্রেনিং দিয়ে কল সেন্টারে বসানো যায় ? ক্রিম লোকজন তো সব সেক্টরেই আছে, তাদের কথা ধরছি না।
  • riddhi | 64.134.149.54 | ৩০ মার্চ ২০১২ ০৫:৩০541189
  • অ বাবু একটু ধন্দে রয়েছেন প্রতিভা ইত্যাদি নিয়ে, তাই ক্লিয়ার করে দি, মাছ বেচার জন্য কোন বিশেষ প্রতিভা লাগে না, কিন্তু যে মাছ বেচছে, সে টোটাল পাঁঠা নাও হতে পারে, হতেই পারে লোক তার বাপের পয়সা ছিল না স্কুলে পড়ানোর।
    সব কাজ ছোট নয়/সব কাজেই বিশাল প্রতিভা লাগে, এ দুটো আলাদা আলাদা রচনার টপিক। এখানে ফিউডাল/ক্যাপিটাল/কমিউন কোন ইসমেরি কোন সিন নেই।
  • abastab | 14.139.163.29 | ৩০ মার্চ ২০১২ ০৮:৪৭541190
  • মাছ ধরতে কিন্তু প্রতিভা লাগে। একদিন ছিপ ফেলে বসলেই বোঝা যায়।
  • Ben Arfa | 121.241.218.132 | ৩০ মার্চ ২০১২ ০৯:৩৫541191
  • লে হালুয়া, a যদি অয়ন হয় তাইলে আবার প্রাইভেট কলেজে কবে পড়লো? নাকি অন্য কেউ?
  • a | 65.204.229.11 | ৩০ মার্চ ২০১২ ১০:০৮541192
  • আমি ই, এমনি ই বলছিলুম, সলিডারিটি
  • Bratin | 14.99.162.153 | ৩০ মার্চ ২০১২ ১০:১৫541193
  • অয়ন :-))। মাছ ধরতে প্রতিভা লাগে তো বটেই। আমার মামা র কাছ থেকে শেখা।

    ১। অসীম ধৈর্য্য
    ২। চার তৈরী করা।মাছের মুখে সব সময় এক জিনিস ভালো লাগে না। পিঁপড়ের ডিম, কেন্নো আরো কত বিচিত্র জিনিস দিয়ে তৈরী করতে হয় এই চার।
  • Bratin | 14.99.162.153 | ৩০ মার্চ ২০১২ ১০:১৭541194
  • সদা , তো ঠিক ই বলেছে। কল সেন্টার এ সেরকম হাতিঘোড়া কাজ হয় কি?

    আমরা IT তেও বেশীর ভাগ ভুলভাল স্টিরিও টাইপ কাজ করি। তাতে ইনোভেশনের সুযোগ কোথায়?
  • cb | 192.193.164.9 | ৩০ মার্চ ২০১২ ১০:৩৬541195
  • আমি যে আবার জটিল কাজ একেবারেই পারি না, এই বেশ ভাল আছি, ইনোভেট টিনোভেট না করে :)
  • PT | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ১৮:১২541196
  • এই ইনফো-টি মজার:

    সাম্প্রতিক কালে কোন এক বছরে রাজ্যভিত্তিক qualified candidate-এর আংশিক তালিকা:

    অন্ধ্র: ১৭%
    রাজস্থান: ১৫%
    উ: প্রদেশ: ১২%
    দিল্লী: ১০%
    গুজরাত: ২%
    প: বঙ্গ: ৩%

    এর সঙ্গে মেধার কোন সম্পর্ক কেউ খুঁজে পাচ্ছেন?
  • nk | 151.141.84.239 | ৩০ মার্চ ২০১২ ২১:১৪541198
  • কী বিষয়ে কোয়ালিফাইড ক্যান্ডিডেট এনারা? কীসের ভিত্তিতে এই পারসেন্টেজগুলো?
  • PT | 203.110.243.21 | ৩০ মার্চ ২০১২ ২২:৪৬541199
  • IIT-তে ভর্তি হওয়ার জন্য যারা JEE-তে qualify করেছে হয়েছে তাদের মধ্যে ১৭% ছাত্র অন্ধ্রের, ২% বাংলার ইত্যাদি।
  • santanu | 86.99.212.166 | ৩০ মার্চ ২০১২ ২৩:৩৬541200
  • এই ভদ্রলোককে খুব তাড়াতড়ি আই আই টির চাকরি থেকে তাড়ানো উচিত।
  • aka | 168.26.215.13 | ৩০ মার্চ ২০১২ ২৩:৩৭541201
  • মানে? এই স্ট্যাট থেকে মেধার সম্পর্ক খুঁজবই বা কি করে? এতো শুধু কয়েকটা %
  • PT | 203.110.243.21 | ৩০ মার্চ ২০১২ ২৩:৫৭541202
  • প্রশ্নটা হচ্ছে যে IIT-র এক-তৃতিয়াংশ ছাত্ররা কি করে অন্ধ্র আর রাজস্থান থেকে আসছে? এই দুটো রাজ্যে কি অন্য রাজ্যগুলোর তুলনায় বেশী উচ্চমেধার সন্তানেরা জন্ম গ্রহণ করছে?
  • aka | 168.26.215.13 | ৩১ মার্চ ২০১২ ০০:০৬541203
  • না হওয়ার আছেটা কি? এই % থেকে কি করে বুঝলেন নেই?
  • PT | 203.110.243.21 | ৩১ মার্চ ২০১২ ০০:১০541204
  • অ:! অন্ধ্র আর রাজস্থান তাইলে সারা ভারতের মধ্যে মেধার শীর্ষে আছে? উত্তরটা অত সহজ হলে তো আর গোল নাই।
  • PT | 203.110.246.22 | ৩১ মার্চ ২০১২ ১৩:১১541205
  • আরেকটা interesting তথ্য। বাবা-মার বার্ষিক আয়ের সঙ্গে ছাত্রদের IIT-JEEcrack করার সম্পর্ক:

    ১ লাখের নীচে: ১.৫% (মানে ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে দেড় জন পাশ করেছে)
    ১-৩ লাখের মধ্যে: ২.৩%
    ৩-৬ লাখের মধ্যে: ৪.৫%
    ৬-১০ লাখের মধ্যে: ৬.৫%
    ১০ লাখের বেশী: ৮.৭%

    অর্থাৎ বাবা-মার আয় যত বেশী ছাত্রদের মেধাও তত বেশী!!!!!!
  • SC | 96.235.41.93 | ৩১ মার্চ ২০১২ ১৩:৩৮541206
  • অনেক পিছনে পড়ে গিয়েছি। S কিছু বক্তব্য রেখেছেন যে আই আই টি র লোকজনের সাফল্য টেকনিকাল ফিল্ডে কিনা?
    এ কথা সত্যি যে আই আই টি থেকে পাশ করে অনেকেই ব্যাবসা, ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে প্রবলভাবে সফল। রজত গুপ্ত, বিনোদ খোসলা ইত্যাদিরা সেই তালিকায় আসবেন।
    কিন্তু আই আই টির প্রাক্তনীরা টেকনিকাল ফিল্ডে উৎকর্ষের পরিচয় রাখেননি সেভাবে, এটা মানা গেলো না। এম আই টি, হার্ভার্ড, বার্কলির ইঞ্জিনিয়ারিং বিভাগগুলির দিকে চোখ রাখলে সেখানে আই আই টির প্রাক্তনী অনেকে রয়েছেন, স্বীয় স্বীয় রিসার্চ এরিয়াতে খুব বড় মাপের বিজ্ঞানী হিসাবে যাদের নাম আছে। এম আই টি তে অরুপ চক্রবর্তী, হার্ভার্ডে এল মহাদেবন, ক্যালটেকে কৌশিক ভট্টচার্য্য, এরকম অনেকেই আছেন। খুব দু:খের বিষয়, নিজেদের ক্ষেত্রে সেরা হয়েও একাডমিক্ষের লোকজন সেভাবে মিডিয়ার প্রচারের আলোয় আসেন না। মিডিয়া মূলত বিনোদ খোসলাদের কথা বলতেই ভালোবাসে। এর থেকেই হয়ত একটা ধারণা তৈরী হয়েছে, যে আই আই টি র প্রাক্তনীরা টেকনিকাল ফিল্ডে সফল নয়। কিন্তু যেমনি আগে বললাম, পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি লিস্ট কিন্তু অন্য কথা বলে।

    হ্যাঁ, এই কথাটা সত্যি, যে আই আই টি র প্রাক্তনীরা অনেকেই আর ইঞ্জিনিয়ারিং নিয়ে পরবর্তীকালে পড়াশুনো করেন না। অনেকেই ফিনান্স, বা ভেঞ্চার ক্যাপিটাল ইত্যাদিতে যান। কিন্তু সেটা যে শুধু আই আই টির জন্য সত্যি, তা নয়। হার্ভার্ড থেকে প্রতি বছর কত % লোক ওয়াল স্ট্রীট যায়, দেখবেন। কিংবা এম আই টি থেকে। এটা আই আই টি স্পেসিফিক কোনো ব্যাপার বলে মনে করি না। মানুষের নেচার বলব অনেক বেশী।

    আই আই টি তে খাজা ছাত্র থাকবে না কেন। অবশ্যই আছে। সব জায়গাতেই আছে। আমার এম আই টির আন্ডারগ্‌র্‌যাড করা লোকজনের সাথেও পড়ার অভিজ্ঞতা হয়েছে। তাদের মধ্যে দু একজনকে তো আমার বেশ খাজা মনে হয়েছে। তবে ঐ আর কি, স্ট্যাটিস্টিক্স।

    আর পিটি যে তথ্য দিলেন, তার জবাব দেব, কিন্তু তথ্যের সূত্র জানতে পারি?

  • PT | 203.110.246.22 | ৩১ মার্চ ২০১২ ১৩:৪২541207
  • সূত্র দেওয়ার সমস্যা আছে। আমাকে সম্পুর্ণ বিশ্বাস করতে পারেন।
  • SC | 96.235.41.93 | ৩১ মার্চ ২০১২ ১৩:৫২541209
  • আচ্ছা, প্রাদেশিক হিসেবটা অবশ্য চোখের দেখার সাথে বেশ ভালৈ মেলে। এর অনেক কারণ আছে, লিখছি বড় করে পরে।
  • | 86.99.212.166 | ৩১ মার্চ ২০১২ ২৩:৩৫541210
  • বাকি 100-1.5+2.3+4.5+6.5+8.7 = 76.5% ছেলেপুলের বাবা মা কতো মাইনে পায়?
  • lcm | 69.236.169.38 | ৩১ মার্চ ২০১২ ২৩:৫১541211
  • ফ্যামিলি ইন্‌কামের সঙ্গে আইআইটি জেইই-র রেজাল্টের যে সম্পর্ক পিটি-র চার্টে রয়েছে, সেটা তো ঠিকই মনে হচ্ছে।
  • santanu | 86.99.212.166 | ৩১ মার্চ ২০১২ ২৩:৫৭541212
  • আমার প্রশ্নটা ভুল আছে, ইগনোর।
  • aka | 75.76.118.96 | ০১ এপ্রিল ২০১২ ০০:১৭541213
  • আইআইটি, জেইই যেকোনো পরীক্ষাই বলুন না কেন প্রস্তুতি তো লাগেঅই।

    যাদের পারিবারিক ইনকাম বেশি তাদের পরীক্ষার প্রস্তুতি, খাবার দাবার, পুষ্টি যার সাথে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ।

    মেধা + প্রস্তুতি ধরলেই মনে হয় অনেক কিছুয়ে এক্সপেইন করা যায় যদি না পিটি র কাছে কোনো ইনসাইডার্স ইনফো থাকে।
  • PT | 203.110.243.21 | ০১ এপ্রিল ২০১২ ০০:৪৯541214
  • @নামহীন
    যাদের বাবা-মার ১ লাখ টাকা রোজগার সেইরকম ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে দেড় জন ছাত্র IITJEE তে সফল হয়েছে।

    সেভাবে, যাদের বাবা-মার ১০ লাখ টাকা রোজগার সেইরকম ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে সারে আট জন ছাত্র IITJEE তে সফল হয়েছে।
    .... ইত্যাদি
  • nk | 151.141.84.239 | ০১ এপ্রিল ২০১২ ০৩:২৩541215
  • বা:, বেশ তো। বড়লোকের চালাক ছেলেপিলে সব। যত বড়লোক বাবামা তত চালাক তাদের ছেলেমেয়ে। কী মেধা, কীবা বুদ্ধি!

    :-)
  • Arin | 119.224.108.139 | ০১ এপ্রিল ২০১২ ০৪:৩৯541216
  • দেখুন, খড়গপুরের প্রফেসর(?) কেমন চমত্‌কার journalabstractlikhechhen,

    http://www.improbable.com/2011/10/14/ig-nobel-winner-writes-best-abstract-ever/
  • Biplab Pal | 68.33.140.55 | ০১ এপ্রিল ২০১২ ০৬:৩৪541217
  • খরগপুর আই আই টি তে ১০ বছর কাটিয়েছি। ৯১-৯৫ ইয়ে ঢুকলাম ইন্টিগ্রেটেড ফিজিক্সে, তার পরে ৯৬-২০০১ ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পি এই চ ডি করে টানা ১০ বছর ম্যারাথন কাটিয়েছি। আমার ব্যাচেলর, মাস্টার , পি এই চ ডি, সব কিছুই ওখানে। একসময় মনে হত, না, আর যাব না কোথাও, ওখানেই অধ্যাপক হয়ে কাটিয়ে দিই। ঐ জায়গাটা আমার জন্মস্থানের থেকেও প্রিয়। আগের মাসেই গিয়েছিলাম।

    আমি বর্তমানে আই আই টি এলুমিনিটি নেটওয়ার্কের স্যোশাল মিডিয়াটা দেখি। এটা প্যান আই আই টির অফিশিয়াল নেটোয়ার্ক এখন যেটা আমি নিজে তৈরী করেছিলাম আরেক জন বিখ্যাত প্রাত্তনীর আর্থিক অনুদানে।

    সেই সুত্রে নামী দামি অনেক আই আই টিয়ানকে ইন্টারভিঊ নেওয়ার সুযোগ মেলে। সুযোগ মেলে প্যান আই টির মিটিং গুলো থেকে মনোভাবটা জানার। এবার বাকিদের জন্যে একটা সামারী দিচ্ছি-যা আমার একান্ত নিজের মতামত।

    [] আই আই টি থেকে সব ধরনের চিজ বেড়োয়- সেটা ভাল দিক। আমার ব্যাচের একজন [ সৌগত বসু] পদার্থবিদ্যার অধ্যাপক [ এখন লন্ডন বিশ্বাবিদ্যালইয়ে অধ্যাপক] হিসাবে বিরাট নাম করেছে। বিকাশ কোলে, আমাদের ব্যাচের ছেলে এখন গুগুলের চিফ নেট ওয়ার্ক আর্কিটেক্ট। আমেরিকার প্রতিটা টেকনোলজি কোম্পানীর কি পজিশনে আই আই টির লোকেরা আছে। আবার স্যোশাল ওয়ার্ক করছে ভারতে এরকম ও অনেক অনেক আছে। আমি সদ্য জেনেছি। তাদের জন্যে ফান্ডিং ড্রাইভ ও করছি। মিলিয়নার হঔয়ার পরে শুধু নাচ ভালবাসে বলে নাচের স্কুল এবং স্যোশাল মিডিয়া চালায় এমন ও দেখেছি। হরেক টাইপের ছাত্র। আই লাভ ইট।

    [] আই আই টি নেটোয়ার্ক হেল্প করে? ইয়েস। দারুন হেল্প করে। ইনডিড আমার ব্যবসার বাকী দুই পার্টনার আই আই টির এবং আই আই টি নেটোয়ার্ক না থাকলে অন্য কলেজের গ্রাজুয়েট হলে, আমার কাজটা অনেক কঠিন হত। জবে সেটা হেল্প করে। আমাকে করে নি কোন দিন, কারন আমি একটু অড ফিল্ডে ছিলাম যেখানে আই আই টিয়ান খুব বেশী ছিল না। তবে আমাকে ব্যাবসার ক্ষেত্রে এটা দারুন সাহায্য করেছে প্রথম দিকে। আর আমি এখন আই আই টি প্রোর মাধ্যমে আই আই টিউয়ান দের জন্যে সেরা সেরা চাকরি গুলো মেইল করছি। আই আই টিইয়ানরা যাতে সেরা চাকরি পায়, অন্য আই আই টিয়ানদয়ের কাছ থেকে, সেটার জন্যে সদ্য একটা জব বোর্ড তৈরী হচ্ছে। এটা হলে আই আই টিউয়ান নেটৌয়ার্কের মাধ্যমে আরো বেশী চাকরী দেওয়া যাবে।

    [] আই আই টিয়ানরা ব্যবসার দিকে যায় বেশী। এটা একদম ঠিক করে। ইঞ্জিনিয়ারিং ব্যবসা ছাড়া কিছু না। আর ব্যবসাতে চাকর হওয়া অর্থহীন। এটা আমার মত। একটা পরিসংখ্যনা দেখেছিলাম। ভারতে আই আই টিয়ানরা ম্যানেজমেন্ট গ্রাজুয়েটদয়ের চেয়ে অনেক বেশী ব্যাবসা এবং চাকরী সৃষ্টি করেছে। আমি কানওয়াল রেখি বা বিনোদ খোসলাদের সাথে এলুমনি ফাংশনে কথা বলেছি। ওরাও চান আই আই টিয়ান রা আরো স্টার্টাপ তৈরী করুক। উনারা সাহায্য করবেন। আই আই টিয়ান তৈরী স্টার্টাপ গুলোকে সাহায্যের জন্যেও একটা চেষ্টা করা হচ্ছে। আই আই টিয়ান ভিসিদের কাছে যাতে সহযে সবাই পৌছাতে পারে, তার জন্যে আই আই টি প্রোতে একটা গ্রুপ আছে।

    [] মেধা ফেধা ফালতু ব্যাপার। আমি জীবনে যত চাকরী করেছি কোথাও কোন মেধা লাগে নি। কারুর লাগে না। মেধা তিনটে স্থানে লাগে-লেখা, ব্যবসা আর শীর্ষ স্থানীয় স্বাধীন গবেষণা। আই আই টিয়ানরা এই তিন ক্ষেত্রেই নিজেদের প্রমান করেছে। সেটাই আসল ব্যাপার।

    [] আই আই টিয়ানদয়ের সেক্সুয়াল ফাস্ট্রেশন বেশী। কারন ক্যামপাসে মেয়ে পায় না। তার ওপর ক্রিয়েটিভ লোক। কি আর করা যাবে।

    [] ল অব এভারেজে, আম প্রাউড টুবি আন আই আই টিয়ান। হ্যা আই আই টিয়ান রা চুরি ধর্ষঞ, খুন সব কিছু করতে গিয়েই ধরা পড়েছে। কিন্ত আই আই টি থেকে যে স্পেকট্রাম বেড়োয়, সেটা কোথাও পাওয়া যাবে না।
  • Arin | 119.224.108.139 | ০১ এপ্রিল ২০১২ ০৭:২৫541218
  • PTর স্ট্যাটিস্টিক-টা দেখায় যে পারিবারিক আয় বা সংগতির সংগে আই আই টি এ¾ট্রান্সে পাশ করার একটা সম্পর্ক আছে হয়ত, কিন্তু সেটা পরিবার বা বি্‌য়্‌ক্‌তবিশেষে খাটে না, এর মধ্যে অনেক০গুলো ফ্যাকটর কাজ করে | রাজ্যের হিসেবটা দেখতে গিয়ে মনে হল, যে সব রাজ্যে শিল্প বেশী, সেখান থেকে কি বেশী সংখ্যায় ছাত্র আই আই টি তে চান্স পায়? না কি, অন্য কিছু?
    এটা কত বছরের হিসেব?

  • b | 125.20.82.165 | ০১ এপ্রিল ২০১২ ০৮:৪৯541220
  • আর ঐ রাজ্যগুলি থেকে কতজন IIT-র পরীক্ষায় বসছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন