এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আই আই টি - একটি নির্মোহ ব

    shanku
    অন্যান্য | ২৬ মার্চ ২০১২ | ৮৫৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 74.125.59.177 | ২৮ মার্চ ২০১২ ০১:১৬541155
  • নতুন স্কুল/কলেজ খোলা উচিত, কিন্তু সেগুলো প্রাইভেট ফর প্রফিট হওয়া উচিত নয়।
  • sda | 117.194.205.34 | ২৮ মার্চ ২০১২ ০১:১৮541156
  • একমত।
  • S | 129.115.2.75 | ২৮ মার্চ ২০১২ ০৫:৩১541157
  • আইআইটি তে তিন ধরনের ছেলেরা যায়। ১) খুব স্মার্ট তুখোর ছেলে, ২) যদুপুরে যেমন ছেলে দেখা যায়, সেরকমই কিন্তু খেটে খুটে পরীক্ষা ভালো দিয়ে চলে গেছে, ৩) ঐ কোটার মতন স্কুল থেকে উত্তর মুখস্থ করে চলে গেছে। এই গ্রুপের ছেলেরা কিকরে পায়, সেই নিয়ে অনেক সন্দেহ আছে। আমার ধারনা ক্রমে তিন নম্বরের আধিক্য বাড়ছে।

    আমার এক ক্লাসমেট মুম্বাইতে পড়ায় তার মুখ থেকে যা শুনলাম যে পড়াশুনা মোটামুটি অপশনাল হয়ে গেছে। আর পিটির কথাটা তো ঠিকই। ভালো চাকরি পেয়ে গেল ইত্যাদি, কিন্তু তেমন কোনো বিশাল কোনো কϾট্রব্যুশন তো তেমন দেখলাম না। তবে একটা জিনিস দেখেছি, সাধারনত আইআইটির ছেলেরা সকলেই জীবনে খুব ভালো করেছে - অলমোস্ট উইদাউট এক্সেপশন। প্রথম গ্রুপের ছেলেরা মোটামুটি সবেতেই খুব ভালো হয় - অংক করা, কোড লেখা, এসে লেখা, প্রেজেন্টেশন দেওয়া, হার্ডওয়ার্ক করা সবেতেই সবাইকে টেক্কা দেয়। সেকেন্ড গ্রুপের ছেলেরা প্রচুর লড়াই চালায়।

    কিন্তু একটা ব্যাপার দেখেছি, আইআইটির মধ্যে যে অ্যালুমনাই নেটোয়ার্ক আছে, সেটা ভারতের কোথাও নেই। দুটো ছেলে সামনে থাকলে, আর আইআইটির প্রাক্তন ইন্টার্ভিউ নিলে সাধারণত: এটা খুব কাজে দেয়। আমি অনেক চাকরির অ্যাড দেখেছি যেখানে প্রথমেই জিগ্গেস করে আইআইটি থেকে আন্ডারগ্র্যাড কিনা, নইলে ইন্টার্ভিউতে ডাকবেও না। অথচ চাকরিটা একেবারেই অন্য ফিল্ডে, নো লিন্‌ক উইথ আইআইটি। ফলে প্রথমেই অন্য কলেজের ভালো ছেলেদেরও সরিয়ে দেওয়া হয়। এটা আইআইটির ছেলেদের পক্ষে খুব কাজে দেয়।
  • abastab | 14.139.163.29 | ২৮ মার্চ ২০১২ ০৮:৫৩541158
  • গোড়ার গলদ হল অসাম্য বজায় রাখা। নইলে এত ইঞ্জিনীয়ারিং কলেজের দরকারই নেই। ওর থেকে গানের স্কুল, ছবি আঁকার স্কুল বেশি দরকার। ২০০০০০০ বছর আগেও মানুষের সারা দিন যেত দুমুঠো ভাত জোটাতে আর আজ এত উন্নতির পরেও নইলে সারা দিন ঐ একই লড়াই। এতেই বোঝা যায় খুব একটা উন্নতি হয় নাই।
  • santanu | 217.164.218.154 | ২৮ মার্চ ২০১২ ০৯:০২541159
  • জয়েন্টে ১৫০০০ এর বেশি র‌্যান্‌ক নেগেটিভ মার্ক্সে, ব্যাপারটা কি?
  • Ben Arfa | 121.241.218.132 | ২৮ মার্চ ২০১২ ০৯:৫১541160
  • মাঝখানে আমারও কোশ্চেন জাগছিলো - দাদা আইআইটি কই?

    যাই হোক - অফ টপিক - সদা - r&d-তে ইন্টারেস্ট থাকলে আমাকে একটা সিভি পাঠাতে পারো। টিসিএসেই একটি এক্সক্লুসিভ গ্রুপ আছে - যাকে বাংলায় বলে ইনোভেশন ল্যাব, আর কর্পোরেট ভাষায় CTO - বাকি টিসিএস থেকে একদম আলাদা, পিওর r&d ল্যাব।
  • SC | 96.235.41.93 | ২৮ মার্চ ২০১২ ০৯:৫৯541161
  • দু একটি কথা না লিখে পারছি না। কেউ একজন লিখেছে যে আই আই টির এলুম্নির সেরকম কোনো উৎকর্ষের নজির নেই। এটা মনে হয় ফ্যাকচুয়ালি ঠিক নয়। এম আই টির ডিন শুভ্র সুরেশ, কিংবা সান মাইক্রোসিস্টেমসের প্রতিষ্ঠাতা বিনোদ খোসলা অনেকের চোখেই স্বীয় স্বীয় ক্ষেত্রে বেশ সফল। অবশ্য সাফল্যের মাপকাঠি অন্যরকমভাবে ডিফাইন করতে চাইলে অন্য কথা।

    দ্বিতীয়ত,বিটেকের ছাত্র প্রসঙ্গে। কোটা থেকে আসা ছাত্রদের ব্যাপারে এখানে S উল্লেখ করেছে দেখলাম। আমারও একই রকমের ধারণা ছিলো, কিন্তু আদের অনেকের সাথে মেশার ফলে সেই ধারণা কিছুটা অন্তত বদলেছে। কারণ, কোটা থেকে যেমন আই আই টি র আগের ৩০০০ জন সিটের প্রায় ১৫০০ সীট আসত, তেমনি এটাও সত্যি, যে উত্তর ভারতের অনেকেই, যাদের আই আই টি দেওয়ার ইচ্ছে থাকত, তারা কোটাতে পড়াশুনা করতে যেতেন। মধ্যপ্রদেশ, বিহার,পাঞ্জাব, হরিয়ানা(রাজস্থান তো বটেই)থেকে শয়ে শয়ে লোকে কোটাতে তাঁবু খাটাত। সুতরাং, সেই দিক দিয়ে দেখলে কোটা থেকে বেশী সংখ্যক ছাত্র আসাটা খুব একটা অদ্ভুত নয়। এবং এটা হলফ করে বলতে পারি, কোটা থেকে আসা বেশ কিছু ছেলে অসম্ভব শার্পও বটে।অশুধুমাত্র কোটা থেকে এসেছে বলে ফালতু, এই ধারণাটা হয়ত ঠিক নয়।

    আই আই টি নিয়ে আরো অনেক কিছু লেখা যায়। এখন ঘুমোতে যাব, পরে এসে লিখব। কাকতলীয় কিনা জানিনা, গুরুতে আজকে দুটো ট্রেন্ডিং টপিক, আম্রিকা ও আই আই টি, যে দুটো জিনিসকে খিস্তি না মারলে বাম বাঙ্গালির ঠিক চায়ের সাথে টা হয়না।অরাগ করবেন না, মজা করলাম। :)
  • Ben Arfa | 121.241.218.132 | ২৮ মার্চ ২০১২ ১০:০৮541162
  • শুধু কোটা থেকে এসেছে বলেই ফালতু - এই ধারণা (যদি কেউ করে থাকে) যেমন ভুল, তেমনি মোটামুটি কমন পার্সেপশন যে আইআইটি মানেই জিনিয়াস - সেটাও এক্কেরে ভুল। মাইরি বলছি - এই পার্সেপশন আছে - এট্টু খোঁজ নিয়ে দ্যাখেন রাস্তাঘাটে।

    ফেসবুক যেমন বছরে ৭৫ লাখ মাইনে দেওয়ার মত ছেলে পায়, তেমনি সদ্য সেমিস্টারে পড়া সাবজেক্টের বেসিক জিনিস জানে না - সেরকমও হয়। মনে হয় এটা সব ইনস্টিটিউটেই সত্যি - একটা ভালো ছেলেমেয়ের গ্রুপ থাকে, একদল খাটিয়ে থাকে আর একদল ঢেঁকি থাকে। কোন ইনস্টিটিউট তার ওপর নির্ভর করে কোনটার পার্সেন্টেজ কত। বিশেষ করে নতুন আইআইটিগুলোর কোয়ালিটি মোটেও ভালো না।
  • Bratin | 14.99.192.159 | ২৮ মার্চ ২০১২ ১০:০৯541163
  • TCS,Infy,IBM এরা R & D পেছনে অনেক টা টাকা খরচা করে। সব কোম্পানী কিন্তু নয়। আমার এক বন্ধু কে জানি সেট TCSCTS এ পেয়েছিল। CTS বলেছিল তুমি TCS র ট্রেনিং টা করে এস ( যেটা ২.৫ মাসের মতো ছিল), তারপরে আমাদের কোম্পানী তে ঢুকবে।
  • Bratin | 14.99.192.159 | ২৮ মার্চ ২০১২ ১০:১৪541165
  • অন্য IIT গুলোর কথা জানি না আমার এক ব্যাচ মেট IIT K তে ছিল। (এর আগে ও IIT Gauhati তে ছিল।)ও স্ট্যাটিস্টিক্স হলেও ম্যাথস ডিপে ছিল। বললো কাজ করার সুযোগ তেমন নেই। জুনিয়ার ছেলে পিলে রা খানিক টা চেষ্টা করে কিন্তু সিনিয়ার নানারকম তত দরকারী নয় এক্মন বিষয়ে মেতে থাকেন। আমার বন্ধু পুনে তে একটা IISC টাইপের হয়েছে সেখানে চলে গেছে লিয়েন নিয়ে। ফিরতে নাও পারে।
  • Ben Arfa | 121.241.218.132 | ২৮ মার্চ ২০১২ ১০:২৩541166
  • সিটিএস/ইনফি ইত্যাদির কথা জানি না, তবে আইবিএম-এর অনেকগুলো ল্যাব আছে - ওয়াটসন, হাইফা যেগুলোর মধ্যে অন্যতম। হাইফা তে রীতিমত হাইফাই কাজ হয়। ভারতে IRL-এর ল্যাব আছে গুরগাঁও আর লুরু-তে।

    টিসিএসে ল্যাবের পিছনে ইনভেস্টমেন্টটা তুলনামূলকভাবে রিসেন্ট। আমার আগের স্টিন্টে (১৯৯৭-২০০০) জানতাম শুধু TRDC পুনে-ই আছে। এই কয়েক বছর হল অন্যান্য অনেক জায়গায় ল্যাব তৈরী হয়েছে - থীমভিত্তিক। এবং এই ল্যাবগুলো CSIR এবং ভারত সরকার অনুমোদিত প্রপার রিসার্চ ল্যাব। কাস্টমার প্রোজেক্ট বলে অ্যাজ সাচ কিছু নেই, তবে অনেক প্রোজেক্টের দেশী/বিদেশী কাস্টমার আছে। মোটামুটি হাই-টেক জিনিসপত্র নিয়েই কাজ হয়। টার্গেট বলতে পাব্লিকেশন/পেটেন্ট/অ্যাকাডেমিক অ্যালায়েন্স ইত্যাদি। নিজের কাজের থীম বা এক্সটেন্ট নিজেদেরই ঠিক করতে হয়। যে কোনো কনফারেন্সে (দেশী/বিদেশী) যাওয়ার স্কোপ আছে - পেপার অ্যাকসেপ্ট হলে তো অবশ্যই, না হলেও শুধুমাত্র অ্যাটেন্ড করতেও যেতে হয় মাঝেমাঝে। বেশ কয়েকজন হস্তি এখন ল্যাবের অ্যাডভাইজরি বোর্ডে - যেমন উলম্যান, ভিএস সুব্রমনিয়ন ইত্যাদি।
  • S | 129.115.2.75 | ২৮ মার্চ ২০১২ ১০:৩২541167
  • কোটা থেকে আসছে মানেই খারাপ তা নয়। কিন্তু বিগত বছর পাঁচেক এমন কিছু সত্যি কথা বাইরে বেরিয়েছে যে সন্দেহ হয় যে ঐ জয়েন্ট নামক বস্তুটির কতটা ঠিকঠাক ভাবে হয়। না আইআইটিকে গালি দেওয়ার স্পর্ধা বা ইচ্ছে আমার নেই। তবে মনে হয়েছে যে ভালো ছেলেগুলো ভালো, আইআইটির তেমন কোনো রোল নেই।

    আর বিনোদ খোসলার নাম অনেকেই করেন। উনি মুলত ভেনচার ক্যাপিটালিস্ট, টেকনলজিতে অবদান কতটা জানিনা। উনি সান মইক্রো তৈরী করেছিলেন বটে, কিন্তু উনার রোলটা মুলত স্ট্র্যাটেজিকাল ছিলো বলে জানি।

    তবে বিগত কয়েক দশক ধরে যে হাজার হাজার আইআইটি গ্র্যাড বেরিয়েছে তাদের মধ্যে এইরকম লোকের নাম খুব কম। আর কেন জানিনা মনে হয় যে আইআইটিতে যাওয়ার একটা বড় কারণ হোলো ওখান থেকে বেশি পয়সার চাকরি পাওয়া যায়, আর ব্রান্ডটা পরেও কাজে দেয়। ইনফ্যাক্ট আইআইটি থেকে পাশ করা অনেক বেশি ছেলে সাফল্য পেয়েছে অন্য ফিল্ডে। মনে হয়েছে যে ভারতে যদি উকিলদের পসার অনেক বেশি হত, তাহলে এই ছেলেগুলো ওকালতি পড়তেই যেত।
  • amit | 18.60.12.108 | ২৮ মার্চ ২০১২ ২০:৩০541168
  • ব্রতীন এর পোস্ট প্রসঙ্গে: IITK তে থেকে কাজ (গবেষণা) করা যায় না, এটা মানতে পারলাম না। শোনা কথা নয়, বছর পাঁচেক কাটিয়েছি, ছাত্র হিসাবে, তাই বললাম। Experimental কাজের ক্ষেত্রে বেশ কিছু infrastructure facility আবশ্যক। বেশ কিছু যন্ত্রপাতি central facility হিসাবে না থাকলে কাজ শুরু করা বেশ চাপের। কিন্তু ম্যাথস এর ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য যুক্তি কিনা জানি না। সিনিয়র রা কাজ না করলেও আমর করতে আপত্তি কোথায়! আর কোন ইনস্টিটিউট ছেড়ে যাওয়ার পিছনে অনেক কারণ থাকে। এই যেমন ধর, আমার এক বন্ধু, সে দেশে ফেরার সময়, IITK পেল, IISc ও পেল। কিন্তু IITK গেলে IIT এর বাইরে টা তো মোটেই ভদ্র গোছের পরিবেশ নয়, তার স্ত্রী এর কোন chemical industry তে চাকরি পাওয়াও চাপ। তা ও IISc চলে গেল।এটা জাস্ট উদাহরণ দিলাম, তোমার উদাহরণের কাউন্টার হিসাবে নয়।

    অরিজিত দার পোস্ট প্রসঙ্গে: নতুন IIT গুলো কতবছর ই বা হয়েছে। একটু সময় তো লাগে , নাকি। একটা ইনস্টিটিউট কি ৫-৬ বছরেই IISc বা IITK বা TIFR হয়ে যাবে। অনেক নতুন ছেলে পিলে faculty হিসাবে ঢুকছে,তারা কিছুই করবে না এমনটা ভাবতে আমি এখনই প্রস্তুত নই।
  • tatin | 117.197.67.232 | ২৮ মার্চ ২০১২ ২১:০৬541169
  • নতুন আইআইটি নিয়ে দুচার কথা:
    ১) ভালো ফান্ডিং, প্রোজেক্ট না লিখেও রিসার্চ করা যাচ্ছে, আগামী দু-তিন বছর যাবে মনে হয়।
    ২) প্রথম বছরের ছেলেরা খুব সাফার করেছে, কয়েকটা জায়গায় এস্টাব্লিশড আইআইটির ক্যাম্পাসে ক্লাস শুরু হয়েছে। কিন্তু যেখানে নিজেদের ক্যাম্পাসে ক্লাস শুরু হয়েছে, প্রথম দুবছর খুবই খারাপ গ্যাছে ছেলেদের
    ৩)এভারেজ স্টুডেন্ট কোয়ালিটি দশবছর আগের পুরোনো আইআইটির সংগে জাস্ট কম্পেয়ারেবল নয়। সেইটা কিছুটা ২ নং পয়েন্টের ফলেও

    ভাবছি ইঞ্জিনিয়ারিং নিয়ে নির্মোহ খুললে কেমন হয়?
  • tatin | 117.197.67.232 | ২৮ মার্চ ২০১২ ২১:০৮541170
  • ব্রতীনদা কোন ডিপার্টমেন্টের কথা বলছেন জানিনা, কিন্তু আইআইটি কানপুরে রিসার্চ করা যাচ্ছে না এটা খুবই সিংগুলার ঘটনা হবে।
  • aka | 168.26.215.13 | ২৮ মার্চ ২০১২ ২১:০৯541171
  • এই দ্যাখো, ২০০০০০০ বছর আগে মানুষ কই ছিল। তখন জীবন ছিল জলের তলায় মাৎস্যন্যায়।
  • Tim | 198.82.25.157 | ২৮ মার্চ ২০১২ ২১:১৭541172
  • নতুন আইআইটি নিয়ে আমারো দুপয়সা দেবার ছেলো।
    যা দেখলাম, নতুনদের মধ্যেও কাজ করার পরিবেশ এবং সদিচ্ছা খুব ভ্যারি করছে। এইবার বাড়ি গিয়ে দুটো নতুন আইআইটিতে গেলাম, তার একটায় ভীষনভাবে সরকারী আপিসের মত পরিবেশ, কাজের ইচ্ছে বা সুযোগ দুটোরই অভাব মনে হলো (নাম করছিনা এইটা কোন আইআইটি)। খুবই ঢিলেঢালা ব্যাপার।

    আবার অন্যটায় (তাতিনদের) দেখলাম লোকজন প্রবল উৎসাহে কাজের কথা বলছে। নতুন গবেষণার চেষ্টায় কোন খামতি নেই। রিসার্চের জন্য সবাই খাটছে খানিকটা স্বত:প্রবৃত্ত হয়ে মনে হলো, আনন্দের সাথেই। প্রায় সবাই অল্পবয়সী ফ্যাকাল্টি এবং বেশ কজন বিদেশফেরত, সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। তো, এই তফাৎটা বেশ চিন্তার। সম্ভবত: মেন্টর আইআইটিগুলোর জন্যই এই তফাৎটা তৈরী হচ্ছে।
  • PT | 203.110.243.23 | ২৮ মার্চ ২০১২ ২১:৪৩541173
  • নতুন IIT-গুলোতে কি হতে পারে সেটা অলোচনার আগে well established IIT-গুলোতে গত ২০-৩০ বছরে কোন মানের রিসার্চ হয়েছে সে সম্পর্কে কিছু তথ্য পেলে আলোকিত হওয়া যায়।
  • SN | 202.54.102.201 | ২৮ মার্চ ২০১২ ২১:৪৩541174
  • আমিও মানতে পারলাম না ব্রতীনের পোস্ট IITK নিয়ে। যে ডিপার্টমেন্ট নিয়ে মন্তব্য, সেখানে অনেক গুলো বছর কাটিয়েছি। কিছু সিনিয়ররা তেমন কাজ করেননা একবার প্রোফেসর হয়ে গেলে ঠিকই। কিন্তু যাঁরা কাজ কর্তে চান তাতে তাদের আটকায় না।
    তাছাড়া কোন কাজ করেন না, এমন লোক সব জায়গায় তেই আছে।
  • Bratin | 14.96.58.16 | ২৮ মার্চ ২০১২ ২৩:০৪541176
  • আমি ম্যাথস ডিপের কথা বলেছি। IIT K । আর আমি আমার বন্ধুর কথাই লিখেছি( আমার MSc class mate । অমি কোনো দিন ও ই ডিপে ছিলাম না।

    কারোর ইগো কে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। যেটা জানি সে টুকু ই লিখেছি।
  • sda | 117.194.202.86 | ২৯ মার্চ ২০১২ ০০:৩৯541177
  • বন্ধুদের মধ্যে কয়েকজন আই আই টি তে বিটেক পড়েছে, তাদের সঙ্গে মিশে যা বুঝেছি -

    ১। আই আইটির সিলেবাস খুব ভালো। আমাদের WBUT র মতো জ্যাক অব অল ট্রেড বানানোর চেষ্টা নেই , বরং ফান্ডা ক্লিয়ার করার দিকে বেশী মনোযোগ।
    ২। খুব ভালো অ্যালামনি নেটওয়ার্ক যার জন্যে চাকরি বা সামার ট্রেনিং এ খুব সুবিধে হয়।
    ৩। অসম্ভব ভালো পরিকাঠামো (ল্যাব, লাইব্রেরি ইত্যাদি)।
    ৪। ক্লাসে ছেলে : মেয়ে রেশিওটা অশ্লীলরকম বেশী বলে জনতা হোলসেল ফ্রাস্ট্রেটেড :)

    তো এই নিয়ে নির্মোহ ব লেখার মতো কি আছে বুঝলাম না। ভারতের যে কোন প্রথম সারির টেক কোম্পানির R&D তে আই আই টি র জনতা গিজগিজ করছে। নিশ্চয়ই মুখ দেখে চাকরি দেয়না।
  • a | 65.204.229.11 | ২৯ মার্চ ২০১২ ১০:২৭541178
  • নির্মোহ ব লেখার মত এটাই আছে যে
    - আইআইটি হলেই বিশাল ভালো ফান্ডু জনতা হয় না, সে নতুন পুরনো যাই হোক
    - আইআইটি না হলে বা প্রাইভেট কলেজ পাশ করে এলেই যে সে ছড়ু হবে সেটা একটা মিথ।

    এগুলো জেনেরালি আইআইটি পাওয়া বা চেষ্টা করে না পাওয়া জনতার বানিয়ে তোলা বাজে কথা
  • tatin | 122.252.251.244 | ২৯ মার্চ ২০১২ ১০:৩৬541179
  • আমার ধারণায়, জেনারেলইজেশনগুলো জেনারেলাইজেশন হলেও খুব ভুলভাল না। অবশ্যই পুরোনো আইআইটিগুলোর কথা বলছি। এম টেক করতে গিয়ে বিটেকের অনেক ছেলের লেভেল দেখে জাস্ট মুগ্‌ধই হয়েছিলাম।
  • Shanku | 117.241.67.21 | ২৯ মার্চ ২০১২ ১০:৫৪541180
  • ষাট বা সত্তর দশকের আই আই টি ? কিছু স্মৃতি, কিছু অ্যানেকডোট ? পাওয়া যাবে ?

    শিরীষ যাদব কে ? কোথায় ?
  • Bratin | 122.248.183.1 | ২৯ মার্চ ২০১২ ১১:০৩541181
  • উনি তো এখন মহারাজ। বিবেকানন্দ ইউনি , বেলুড়ে আছেন।
  • S | 99.26.200.89 | ২৯ মার্চ ২০১২ ১২:১৪541182
  • আমি কিন্তু দেখেছি যে a-র লেখা কথাগুলো ঠিক। মানে ফার্দার স্টাডিজে কিছু স্যাম্পেল সার্ভে করলেই বেরিয়ে যাবে (নিজে দেখেছি)। তেমনি চাকরি ক্ষেত্রে গিয়ে দুএকজনকে দেখে বিশ্বাস হয়নি আইআইটি। আবার চমকে না হলেও ইম্প্রেস করার মতন ছেলেও দেখেছি। এটা অবশ্য এখন মনে হয় আইআইটির ছেলেরাও বুঝছে - যেগুলো a বাবু লিখলেন। তবে আইআইটিয়ানরা বেশ ঢাক ঢোল পিটিয়ে ব্র্যান্ডটাকে জাহির করে, মানে ভ্যালুটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে - যেটা ভারতের আর কোনো ইনস্টিট্যুটের ছেলেরা করতে পারে না।
  • a | 65.204.229.11 | ২৯ মার্চ ২০১২ ১৩:৫২541183
  • আরেকটা কথা, সদা বাবুকে। কল সেন্টার নিয়ে, চিপ জব বল্লেন, মুড়ি মিছরির এক দর। একটু ইলাবোরেট করা যাবে?
    বেসিকালি আপ্নার বক্তব্য বোঝার চেষ্টার পাশাপাশি এটাও বুঝতে চাই যে আপনি এবিষয়ে ঠিক কতটা জানেন ( বা জানেননা)
  • sda | 117.194.202.86 | ২৯ মার্চ ২০১২ ২১:১৬541184
  • a বাবু, সিম্পল সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের গল্প। কল সেন্টারে বসার জন্যে হাই ফাই স্কিল লাগে না, যাকে হোক ট্রেনিং দিয়ে বসিয়ে দেওয়া যায়। চিপ জব এই কারণে বল্লাম। আমি নিজে সার্কিট বানিয়ে রোজগার করি, একজন নিউক্লিয়ার ফিজিসিস্টের কাছে আমার জবটা চিপ জব মনে হতেই পারে, আমার কোনো আপত্তি নেই, মেনেই নিচ্ছি যে ফিজিসিস্ট হওয়ার জন্যে যে ডেডিকেশন আর প্রতিভা দরকার ছিল সেটা আমার নেই। ফেয়ার এনাফ। তেমনি আমারো কল সেন্টার গাইদের দেখে করুণা হয়।
    দ্বিতীয়ত:, কল সেন্টারে ফ্রেশারদের যা মাইনে দেয় তার জন্যে পয়সা দিয়ে ইনজিনিয়ারিং পড়া পোষায় না। আই টি তেও ইনজিনিয়ারিংএর ফান্ডা যে খুব বেশী লাগে তা বলবো না , তবে একটা ভদ্রস্থ স্যালারী দেয়।
    আর আই আই টি প্রসঙ্গে , কোর সেক্টরে অন্তত:, আই আই টি থেকে যা ট্যালেন্ট বেরোয়, প্রাইভেট ই: কলেজগুলো থেকে তার একটা পার্সেন্টেজও আসে না, আমার মতে তার কি কি কারণ সেগুলো ও লিখেছি কয়েকটা পোস্ট আগে। আই আই টি তে ছড়ু পাবলিক নিতান্তই এক্সেপশন (সিলেকশন প্রসেসের সৌজন্যে)।
  • a | 65.204.229.11 | ২৯ মার্চ ২০১২ ২৩:৫৩541185
  • অ, তার মানে যে লোকটা ড্রাইভারি করে, যে লোকটা বাজারে মাছ বেচে তার ডেডিকেশন আর প্রতিভা আরো কম? এতেও স্কিল তো জাস্ট শিখিয়ে নেওয়া যায়!!!

    তো, আপনার এই জীবিকার হায়রার্কিটা দিয়ে দেবেন এখানে সময় সুযোগ মত, প্রিন্ট করে রেখে দেব!!

    মুশকিল কি জানেন, যত বেশি শিক্ষা, তত বেশি অহংকার, আর তত বার বার প্রমাণ করা যে আসলে শিক্ষা এখনো আমাদের মনে কিছু ডিগ্রির চাপ হয়েই রয়ে গেছে!!

    আরো একটা কথা বলি, কিছু মনে করবেন না। এটা আদতে কলোনিয়াল তথা ফিউডাল মেন্টালিটির অবদমিত প্রকাশ বলে মনে হয়। সেই ট্রাফিক পুলিশের গপ্পের মত, যার জীবনে বেস্ট থ্রিল ছিল জে সে বাঁশি বাজালে চিফ মিনিস্টারের গাড়িও থেমে যায়। আর, দিনের শেষে, এটাই আমার মতে জাতি হিসাবে ভারতীয়দের সবচেয়ে দুর্লন্‌ঘ মানসিক বাধা। এদেশে প্রতি মূহুর্তে ডিফারেনশিয়েট করা শেখানো হয়। নিজেকে ভালো প্রমাণ করতে হলে আর দশজনকে খারাপ প্রমাণ করতে হয়।

    টাইম ছিল, তাই কিছু লিখে ফেল্লাম। মনে নেবেন না। আমি নিতান্তই কল সেন্টারের এক চাকুরে, তায় আবার প্রাইভেট কলেজ পাশ। তাই একটু আবেগপ্রবণ এসব বিষয়ে।
  • sayan | 115.241.117.52 | ৩০ মার্চ ২০১২ ০০:২৫541187
  • সদা, সফ্‌ট স্কিল খুব্যাক্টা সহজলভ্য নয়, মানে যাকে তাকে ট্রেনিং দিলেই হয়ে যায় না। যদিও বাইরে থেকে দেখলে তাই মনে হতে পারে, অন্তত: একজন কোর-আইটি/রিসার্চ ডোমেইনের রিসোর্সের কাছে। কল সেন্টার মানেই ফোন করে প্রডাক্ট বেচা নয়। কল সেন্টার জব'এর খুব কাছেই আছে কেপিও বলে একটি ইন্ডাস্ট্রী প্র্যাকটিস যেখানে অ্যানালিটিক্সের ছেলেপুলেরা তোপবিশেষ হয়। খুব কাছ থেকে দেখা। কল সেন্টার জব নিয়ে নাক সিঁটকানো এদেশে জনপ্রিয়। কিন্তু তার মানেই এই নয় যে সেই জনপ্রিয়তা জাস্টিফায়েড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন