এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুর প্রোটোটাইপ

    Ishan
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১২ | ১৬২০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 50.82.180.165 | ১৮ এপ্রিল ২০১২ ১০:০৭543711
  • http://www.guruchandali.com/test/newguru.html

    ১। পড়তে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখুন।
    ২। ভাটিয়ালিতে লিখতে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখুন। সাবমিট করা যাবেনা।
  • Ben Arfa | 121.241.218.132 | ১৮ এপ্রিল ২০১২ ১০:১১543822
  • উবুন্টু লিনাক্স, ফায়ারফক্স ১১:

    ফন্ট ঠিক আছে, গুগুল/গুচ/থার্ড পার্টি(বঙ্গলিপি) চলছে এবং লেখা দেখা যাচ্ছে।

    তবে ফরম্যাট বা লে-আউটটা সুবিধের নয়। মাঝখানটা সরু হয়ে গেছে।
  • lcm | 69.236.168.55 | ১৮ এপ্রিল ২০১২ ১০:১৪543933
  • চমৎকার হইসে। ভারী সহজবোধ্য। সব ল্যাখা দ্যাখতে পাইলাম। আমার হেই মেশিনডায় নিজস্ব সফ্‌টওয়ার নাই। কিন্তু, মাথা না ঘামাইয়া ল্যাখার ব্যাপারডা ঠিক মাথায় ঢুকল না।

    লেখা কল বাদে, পেজ ফরমাটে - - বেন ঠিক ধরেছে।

    উইন্ডো ছোট করলে মাঝের কলামটা দেখা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে স্ক্রোল করে নীচে গেলে, ওটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বোধহয় মিড্‌ল এ আছে, টপ হইব।
    অথবা, সবথেকে ভালো হয় যদি মাঝের কলামটির একটা মিনিমাম উইড্‌থ সেট করে দিতে পারো।
  • Abhyu | 97.81.99.80 | ১৮ এপ্রিল ২০১২ ১০:১৯544038
  • বেশ কিছু প্রবলেম আছে। ঈশানদার জিমেলে মেল করেছি স্ক্রীন শট তিনটে।
  • shrabani | 124.124.86.27 | ১৮ এপ্রিল ২০১২ ১০:২১544049
  • দুবার আলাদা আলাদা না লিখে "আড্ডা মারুন ভাটিয়ালীতে" বা "আলোচনা টইপত্তরে" এরকম কিছু লিখলে হয়না?:)
  • quark | 14.139.199.1 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৩২544060
  • ইয়ে, মানে পরিবত্তোনটা ঠিক কী, ধরতে পাল্লুম না। এও কি সেই মানে যেমন পরিবত্তোন হয় তেমনই?
  • kallol | 119.226.79.139 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৩৬544071
  • ভালোই তো লাগছে। লেখাও যাচ্ছে। দিব্যি হয়েছে।

  • lcm | 69.236.168.55 | ১৮ এপ্রিল ২০১২ ১০:৪৫544082
  • ওহে কোয়ার্ক ভাইডি,
    লেখার কলেই হইসে অনেক কায়্‌দা। অনেক অপশন হইসে এখন। তারপরে কি বলে, উইনিকোড হইসে। আরো কত কি হইসে, সে সব ঈশান জানে, সিকি জানে, আরো কারা কারা সব জানে।
  • Arin | 119.224.108.139 | ১৮ এপ্রিল ২০১২ ১১:১৩544093
  • Macbook10.7.2
    Safari

    কয়েকটা লিঙ্ক দেখা যাচ্ছে, কয়েকটা যাচ্ছে না,
    ওপরের ব্রেডক্রাম্ব টাতে লিঙ্ক গুলো পড়া যাচ্ছে, কিন্তু ক্লিক করলে হাবিজাবি ফন্টে কি সব আসছে, পড়া যাচ্ছে না |
    গুগ্ল লেআউটে লেখা যাচ্ছে, কিন্তু পোস্ট করলে 404 এরর আসছে,
    টৈপত্তরের লিঙ্ক টা ডানদিকার তলা থেকে বাদিকে ওপরে নিয়ে এলে ভাল হত না?
    এই অবধি দেখে আর ট্রাই করিনি

    সাইট-টা এমনিতে দেখতে বেশ ভাল হয়েছে, চালিয়ে যান!

  • Arin | 119.224.108.139 | ১৮ এপ্রিল ২০১২ ১১:১৪543712
  • Sorry, shouldbe:

    MacbookPro
    OSX10.7.2
  • Ben Arfa | 121.241.218.132 | ১৮ এপ্রিল ২০১২ ১১:২০543723
  • ম্যাকে বাংলা ইউনিকোড রেন্ডারিং ঠিকমত হয় না - স্পেশ্যালি সাফারিতে। কারণ, এই ফন্টগুলো aat নয়। ফায়ারফক্সে দেখুন, আর তার আগে অঙ্কুর বাংলা কীবোর্ড (উইথ ফন্ট) ইনস্টল করে নিন।

    সাফারি বা ফায়ারফক্সে বাংলাপ্লেন (গুচ ফন্ট) দিয়ে দেখা/লেখা যায়, ফন্টটা ইনস্টল করে নিন।
  • maximin | 59.93.199.95 | ১৮ এপ্রিল ২০১২ ১১:৩৩543734
  • দেখলাম। পরিবর্তন যা বুঝলাম বাংলাপ্লেন বাদ। অল থ্রি অপশনস ইউনিকোড। প্রথমটায় (গুগল লে আউট) অক্ষর বেশ একটু লম্বা পরের দুটোয় ছোট।
  • lcm | 69.236.168.55 | ১৮ এপ্রিল ২০১২ ১১:৫৪543745
  • ম্যাকে ফায়ারফক্স, ক্রোম, সাফারি তে দেখলাম। লেখা যাচ্ছে।
    কিন্তু, অরিন আর বেন যা লিখেছে, ইউনিকোড ফন্ট রেন্ডারিং ম্যাক্‌ ক্রোম/সাফারি তে খুব বাজে হচ্ছে। ফায়ারফক্সে বেটার।
  • maximin | 59.93.199.95 | ১৮ এপ্রিল ২০১২ ১২:১০543756
  • প্রথম পাতাটা অন্য নানা ব্লগসাইটের মতন দেখাচ্ছে। এখনকারটা আমার খুব পছন্দের ছিল।
  • d | 14.96.58.80 | ১৮ এপ্রিল ২০১২ ১২:১৩543767
  • বা: বেশ আকাশি-সাদা হয়ে গেছে মাথাটা। :-)

    মাঝখানের লেখা অংশটুকু কেমন রোগা শুঁটকো।

    windows XP SP-4:: IE-8 ঠিকঠাকই আসছে। অভ্র দিয়েও দেখলাম, ঠিকই লাগল, তবে কিছু জটিল যুক্তাক্ষরওয়ালা বানান লিখে দেখতে হবে।

    ক্রোম-এ কি জঘন্য দেখতে লাগছে বাংলা অক্ষরগুলো।
  • S | 99.26.200.89 | ১৮ এপ্রিল ২০১২ ১২:২৩543778
  • আমারো এখনকারটা বড্ড ভালো লাগতো। নতুনটা বড্ড ইস্মার্ট বড্ড কর্পো, আমার মতন গেঁয়ো পাবলিকের জন্যে নয়।
  • maximin | 59.93.199.95 | ১৮ এপ্রিল ২০১২ ১২:৩১543789
  • আকাশি সাদা ভালো লাগে নাই। সকলকে সন্তুষ্ট করা অসম্ভব। প্রশ্ন ছিল ভাটিয়ালিতে লেখা যাচ্ছে কিনা, উত্তর, যাচ্ছে।
  • Somnath | 59.160.210.2 | ১৮ এপ্রিল ২০১২ ১২:৫১543811
  • মাথা না ঘামিয়ে লিখুন এ আন্ডারলাইন আর হাইপারলিংক দেখে ক্লিক করে দেখি কিছু হল না।
    আপনার নাম - বাক্সটা কি সবসময়েই জ্বলজ্বল করবে? বাংলা / ইংরিজি লিখুন এ ক্লিক না করলেও?

    যাই হোক, প্রথম পাতার নিচে login দেখে ঝাঁট জ্বলে চৌপাট হয়ে গেল। নতুন গুরুতে লিখতে গেলে রেজিস্টার করতে হবে? ওটা অ্যাডমিন লগইন হলে আপত্তি নেই।
  • shrabani | 124.124.86.27 | ১৮ এপ্রিল ২০১২ ১২:৫১543800
  • ভাট ও টই "ঝরাপাতা" এরর দিচ্ছে কেন? অবশ্য পরে সময়ে ভালো করে দেখব!
  • d | 14.96.58.80 | ১৮ এপ্রিল ২০১২ ১৩:১২543823
  • আমার অবশ্য নতুন গেটাপটা বেশ পছন্দ হয়েছে।
  • siki | 141.0.10.97 | ১৮ এপ্রিল ২০১২ ১৪:০৪543834
  • nokiasymbianthekekorchhi.Operamini6.5

    Pagerenderingisfine, but
    -.Googlelayoutisnotworkinginopera.
    -.Banglaplainlayoutdoesn'tshowbengalitransliteratedtextinrightwindow
    -.Unicodeisoutofquestioninmobile, sothethirdoptionalsodoesn'thelptowriteandseeinbengali.
  • zulu | 14.99.192.166 | ১৮ এপ্রিল ২০১২ ১৪:৫৪543845
  • গুরুচণ্ডালী লেআউটে
    "প্রত্যক্ষ" "প্রৎয়ক্ষ" হয়ে যাচ্ছে।
    "সঙ্কÄ" "সত্ব" হয়ে যাচ্ছে।
  • Somnath | 59.160.210.2 | ১৮ এপ্রিল ২০১২ ১৪:৫৫543856
  • গুরুচন্ডালি লে আউটে লেখার অপশনটা বাজে হয়েছে। ছোট্টো জায়গা। একটু লিখলেই স্ক্রলবার এসে যায়। অন-টাইম ট্রান্সলিটেরেশন হয়ে বাংলা দেখার খোপটায় সবসময় প্রথম লাইনটা দেখাতে চেয়ে স্ক্রলবার উপরে উঠে যায়। যদিও ইংরিজি লেখার খোপটায় , যেমনটি দরকার কারসর-এ ফোকাস করে স্ক্রলবার নিচে থাকে। তাই বড় লেখা লিখলে যা টাইপাচ্ছি তার এগেনস্টে কি লেখা হচ্ছে সেটা দেখতে বারবার স্ক্রলবার টেনে নামাতে হবে। বাজে। এখন যেমন আলাদা উইন্ডো আসে, যাতে অনেক বড় বড় লেখা যায় সেরকমটা না হলে লেখার কোয়ালিটি কমে যাবে। জান নিশ্চয়ই, কবিতার খাতা ছোটো হলে লোকে ছোটো ছোটো কবিতা বেশি লেখে। খাতা আকারে বড় হলে কবিতার আকার ও বেশ গায়ে গতরে বেশি হয়।

    আর বড় বাংলিশ মাল নোটপ্যাড থেকে কপি করে পেস্ট করলে, ট্রান্সলিটারেটেড বাংলা আনতে অনেক লড়তে হচ্ছে ব্যাকস্পেস ও ডিলিট বোতাম সহ।
  • Somnath | 59.160.210.2 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:০৮543867
  • মেনু টা উপরে দিলে সব পাতাতেই উপরে দাও। পাশে জায়গা বেঁচে যাবে।আর মেনু সব পাতায় বাঁ পাশে দিলে প্রথম পাতায় মেনু উপরেও দেওয়ার কি লজিক?

    ভাটিয়ালিতে করবটা কি জিনিসটা বরং উপরে বা মেনুর দিকে (ভালো অপশন নয়,কারণ প্রথমেই চোখে পড়বে না)দিলে পাতাটা খানিক চওড়া হত।
    বর্তমানে গুরুর লেখার স্পেসটা চওড়া বলে মূলত পড়াটা ফোকাসড থাকে। সচল, সামহোয়ারইন, এমনকি বাংলালাইভও প্রচুর হাবিজাবি জিনিস পাতায় গুঁজতে গিয়ে রিডিং স্পেসটা সরু করে ফেলেছে। বলা উচিত নিরুপায় হয়েই। গুরু সেই সরু হয়ে যাওয়াটা উপায় থাকতেও ফলো করলে দূ:খজনক।

    সরু রিডিং স্পেস এ মূল ঝামেলা, কম লিখলেও অনেকটা বড় দেখায়। চওড়া রিডিং স্পেসে অনেক বড় লেখাও ততটা বড় দেখায় না বলে পড়ে ফেলতে বেশি বাধা আসে না মনের দিক থেকে।
  • sinfaut | 121.241.218.132 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:২৩543878
  • আমার নেভিগেশন পছন্দ হইচে। লেআউট পছন্দ হইচে।
    লেখার জায়গা তেমন সরু মনে হচ্ছে না। আর আশপাশে যতক্ষন আরামদায়্‌ক সাদা ফাঁকা আছে, ততক্ষন সরু লেখা জায়গাটা প্রবলেম না। ঐ দুপাশের ফাঁকা মাঠ ভরে গেলে দেখতে খারাপ লাগবে।
    এত মেনুই যখন হলো, তখন একটা সাইটম্যাপ টাইপের বস্তু কী থাকবেনা? তলায় দিকে লিঙ্ক দেওয়া?
    বাংলা বা ইংরাজী লিখুন (নিজস্ব সফটওয়্যার) ব্যাপারটা কী? কার নিজস্ব?

  • Somnath | 59.160.210.2 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:২৪543889
  • মেনুর ফন্ট সাইজ বড্ড বড়। মোবাইলের কথা ভেবে? নীল রং নিয়ে আপত্তি নেই। গুরুর আদি রং।
    ভাটিয়ালির পোস্ট এ কপি পেস্ট করলে একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটের বেশি নিচ্ছে না। প্রথম গুচ-র মতামতে এই কাউন্টটা ছিল।
    বাংলা লিখুন (গুগুল এর পরে লেআউট এর মধ্যে গ্যাপটা বেশি হয়েছে, ভালো দেখাচ্ছে না। ওগুলোর লাইন ব্রেক এর স্পেস কমানো হোক।
  • Somnath | 59.160.210.2 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:২৬543900
  • নিজস্ব তে বঙ্গলিপি দিয়ে লিখলুম। অভ্র দিয়ে লেখা যাবে ই:।
  • Somnath | 59.160.210.2 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:২৮543911
  • নির্দিষ্ট ওয়ার্ড লিমিটের বেশি নিচ্ছে না মানে ট্রান্সলিটারেট করছে না, গুরুলেআউটে, কপিপেস্ট করলে।
  • aka | 75.76.118.96 | ১৮ এপ্রিল ২০১২ ১৫:৫৬543922
  • এ কেমন বান্‌গ্‌লা যা পড়া যায় না? (আইপ্যাড থেকে)

    এমন করলে সব ভীড়ে হাড়াবে। একটা গুগুল ডক করে বাগ রিপোর্ট বানান। নইলে সব হারাবে এই বলে রাখলাম।
  • sayan | 160.83.96.83 | ১৮ এপ্রিল ২০১২ ১৭:৪৩543934
  • মোজিলা আর আইই থেকে ঠিকঠাক। ক্রোমে ফন্ট ঠিকঠাক রেন্ডার করছে না। নতুন অবতারের ভাটপাতা থেকে টপ-লেফ্‌ট কোণের ইউআরেলগুলোয় ক্লিকালে পুরনো গুচ/ভাটে নিয়ে যাচ্ছে এগুলো জানি ঠিকঠাক পয়েন্ট করা হবে।
    পাতার উপরে বা বাম দিকের মেন্যু অপশন থাক কিন্তু ডানদিকের ইনস্ট্রাকশনটিকে পুনর্বাসিত করা হোক, কন্টেন্ট একটু মোটা হয় তাইলে, অবশ্য না হলেও খুব্যাক্টা ক্ষতি নেই।
    মতামত দেবার বিভিন্ন অপশনগুলি, প্রথমবার ক্লিকিয়ে খোলার পর আরেকবার ক্লিকালে বন্ধ হয়ে যাবে - এমন হলে ভালো হয়। আর লেখার পরিসর এত ছোট কেন? লিখতে লিখতে এমন স্ক্রোল করতে হলে মুশকিল। বক্সগুলো রি-সাইজ করার অপশন থাকুক অন্তত যাতে টেনেটুনে সুবিধামত বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়।
    "তঙ্কÄ', "কর্তৃপক্ষ' ইত্যাদি ডানদিকে ঠিক দ্যাখা যাচ্ছে কিন্তু পোস্ট করলে কী হবে সেটা দেখার।

    বাদবাকি পরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন