এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুর প্রোটোটাইপ

    Ishan
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১২ | ১৬২০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sda | 117.194.193.29 | ১৮ এপ্রিল ২০১২ ২২:৩৫544062
  • অ্যান্ড্রয়েডে নতুন গুরু ঠিকঠাক দেখাচ্ছে, ফন্টটাও সুদৃশ্য। কিন্তু গুরুচন্ডালী লেয়াউটে লিখতে যেতেই ব্রাউজার ক্র্যাশ করলো। ক্লায়েন্ট সাইডে জাভার গল্প আছে না কি ?
  • Zzzz | 99.228.82.46 | ১৮ এপ্রিল ২০১২ ২২:৩৭544063
  • সিকিবাউ,

    অ্যান্ড্রয়েড ডিফল্ট ব্রাউজারে আগে ইউনিকোডে বাংলা আসত না। রিসেন্ট ICS ভার্সান আপগ্রেড হওয়ার পর আসছে।

    মায়াবী বাংলা কীবোর্ড। ফোনেটিকালি টাইপায়। অ্যাপস্টোরে পেয়ে যাবে।
  • sda | 117.194.193.29 | ১৮ এপ্রিল ২০১২ ২২:৩৯544064
  • আমার তো ICS না, froyo। দিব্যি বাংলা ইউনিকোড খোলে।
  • Zzzz | 99.228.82.46 | ১৮ এপ্রিল ২০১২ ২২:৪১544065
  • এই তো সদা লিখে দিয়েছে।

    সদা,

    কৈ আমার ফোনে ব্রাউজার ক্র্যাশ করেনি তো? কোন হ্যান্ডসেট?
  • sda | 117.194.193.29 | ১৮ এপ্রিল ২০১২ ২২:৪৩544066
  • Zzzz, স্যামসাং গ্যালাক্সি ACE
  • Zzzz | 99.228.82.46 | ১৮ এপ্রিল ২০১২ ২২:৪৫544067
  • আমার nexus s। আগে OS gingerbread ছিল। আগের মাসে আপগ্রেড করল গুগুল থেকে টু ICS। এখন তো সব ঠিকঠাক আসছে।
  • Blank | 59.93.255.40 | ১৮ এপ্রিল ২০১২ ২৩:০১544068
  • ম্যাক এয়ার
    OS 10.7.2
    গুগল ক্রোম

    ১। ভাটের ৫ নং পাতার লাস্ট এϾট্র খানি ISH এর, তার লেখাটা পড়া যাচ্ছে না
    ২। সাবমিট করার পর ৪০৪ এররের ওপরে যে গুরুচন্ডালী লেখা হচ্ছে সেটা পড়া যাচ্ছে না (অঙ্কুর কি বোর্ডে লেখা)

    দেখতে ভালো ই লাগছে নতুনটা
  • aka | 168.26.215.13 | ১৮ এপ্রিল ২০১২ ২৩:০৫544069
  • ম্যাক ফ্যাকে না দেখার বন্দোবস্তই ভালো। ওসব বুর্জোয়া ওএস গুরুর জন্য নয়। জানলা এবং আইই ছাড়া আর কিছুই অ্যালাও করা উচিত না।
  • Blank | 59.93.255.40 | ১৮ এপ্রিল ২০১২ ২৩:২৭544070
  • এতো মিডিয়া সেন্সরসিপ
  • aka | 168.26.215.13 | ১৮ এপ্রিল ২০১২ ২৩:৩০544072
  • বুদ্ধি থাকলে সবই করা যায়। এইভাবেই গুরুর ভাটকে আমরা লংডং বানাব।
  • sayan | 115.184.100.48 | ১৮ এপ্রিল ২০১২ ২৩:৫৯544073
  • এইমাত্র টেস্টালাম, অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড আর আইসক্রিম স্যান্ডুইচ - দুটোতেই ফন্ট ঠিকঠাক রেন্ডার করছে। তবে মোবাইলের জন্য একটা লাইটার ভার্সন হলে ভালো হত।
  • kelo | 117.254.254.48 | ১৯ এপ্রিল ২০১২ ০১:০৩544074
  • আমার টেলিফোনের রেজাল্ট এখানে তুলে দিলাম-

    http://postimage.org/gallery/153n2vxy/

    প্রথম তিনটে ছবি অ্যান্ড্রয়েডের ডিফল্ট ব্রাউজারে। পরের তিনটে ছবি ডলফিন HD ব্রাউজারে। পানিনি বাংলা কীবোর্ড ও ডিফল্ট কীবোর্ড ব্যবহার করে। ছবি দেখলেই কোনটা কি-তা পরিস্কার হয়ে যাবে।

    ফোনটি হল ২০০৯ সালের SpiceMi300. যা কিনা আসলে কমটিভা Z71,ওরফে বোস্টন অরেঞ্জ। কেনার সময় অ্যান্ড্রয়েড ১.৬ ছিল, বর্তমানে সায়নোজেন ৭, যা কিনা অ্যান্ড্রয়েড ২..৭ এর ওপর আধারিত। ফোনটি অবশ্যই রুটেড। ওতে বর্তমানে লোহিত বাংলা ফন্ট ভরা আছে ওর ডিফল্ট ফলব্যাক ফন্টটাকে সরিয়ে।

    কমপ্লেক্স ইন্ডিক ফন্ট রেন্ডারিং কোনকালেই কোন কার্নেলেই করে উঠতে পারি নি। XDAUbuntu র বহু কার্নেল ট্রাই করা হয়ে গেছে।

    ইন্ডিক কমপ্লেক্স ফন্ট রেন্ডারিং ছাড়া নতুন গুরুর আর সব কিছু ওতে ঠিকঠাক চলছে। ফন্ট রেন্ডারিং ফোনের প্রবলেম - গুররুর নয়। আশাকরি AndroidICS/Cyanogen-9 হলে এ সমস্যা মিটে যাবে।

  • Siddhartha | 131.104.241.62 | ১৯ এপ্রিল ২০১২ ০১:১২544075
  • শিল্পবিপ্লব আনার জন্য ম্যাক অপরিহার্য
  • Ben Arfa | 117.194.229.143 | ২১ এপ্রিল ২০১২ ১৪:১৬544076
  • পাওয়ারবুক জি৪, OSX 10.5.8

    সাফারি - আগে যাহা বলিয়াছিলাম, তাহাই হইতেছে। এবং যথারীতি ফাফ-তে সবই ঠিকংঠাকং। শুধু লেখার বক্সটা টেনে লম্বা করা যাচ্ছে না।

    তবে এই মেশিনে টেস্ট করে লাভ নাই - OSX 10.6-ও অবসলিট হতে চললো।
  • siki | 122.177.16.128 | ২১ এপ্রিল ২০১২ ১৪:৩০544077
  • অ্যানড্রয়েডে আসছে বাংলা। কিন্তু রেন্ডারিং ঠিক হচ্ছে না। ঐ এ-কার, ই-কার সব অক্ষরের পরে এসে যাচ্ছে। এটা কীভাবে ঠিক করে অ্যানড্রয়েডে, কেউ জানে?

    মতামত দিনে গুগুল ট্র্যানসলিটারেট কাজ করছে, কিন্তু চৌকো বাক্স হয়ে যাচ্ছে। গুরুচন্ডালি লেআউট কাজ করছে, কিন্তু ঐ, ডানদিকের বাংলায় রেন্ডারিংয়ের একই প্রবলেম হচ্ছে।

    রেন্ডারিংয়ের ঝামেলাটা মিটে গেলেই সব ঠিক হয়ে যায়।

    অ্যানড্রয়েড নিয়ে কার ফান্ডা আছে এখানে? Zzzz?
  • Zzzz | 99.228.82.46 | ২১ এপ্রিল ২০১২ ১৮:০৪544078
  • নো আইডিয়া সারজী। ফন্ট রেন্ডারিং এর সমস্যা আমারো হচ্ছে। তবে ট্র্যান্সলিটারেটে চৌকো বাক্সো আসছে না। বাংলাই দেখাচ্ছে। এটা মনে হয় ডিফল্ট ফন্টের সমস্যা। সোলেইমান লিপি লাগিয়ে দেখতে পারো কিন্তু ফোন রুট করতে হবে।
  • Ishan | 60.82.180.165 | ৩০ এপ্রিল ২০১২ ০২:০৪544079
  • এখানে যা যা সমস্যার কথা বলা হয়েছিল, তার বেশিরভাগই অ্যাড্রেস করার চেষ্টা হয়েছিল। কিছু বাদ থেকে গেলে বা নতুন কোনো সমস্যা দেখা গেলে এইখানেই লিস্টি করুন। একটু একটু করে ঠিক করে দেওয়া হবে।

    আজকে আর কিছু হবেনা। আজকে ছুটি। এখন বিশ্রাম। ঃ)
  • Sudipta | 79.132.108.212 | ৩০ এপ্রিল ২০১২ ০২:২৮544080
  • প্রাথমিক ভাবে গেটাপ বেশ ভালো হয়েছে! Ishan ও গুরুর টিম কে কন্গ্র্যা!

    ১) ভাটিয়া৯ আর টইপত্তর কে প্রথম পাতার বাঁদিকের পেন-এ একটু ওপর দিকে রাখলে ভালো হয়;
    ২) আপনার নাম বাইরে অমন না রেখে যদি এডিটর এর সাথে এক-ই ইউজার কন্ট্রোল এ রাখা যায়।
  • Sudipta | 79.132.108.212 | ৩০ এপ্রিল ২০১২ ০২:৩১544081
  • ৩) ভাটিয়া৯ তে Mail আর Country রাখার আর দরকার আছে কি?
  • Sudipta | 79.132.108.212 | ৩০ এপ্রিল ২০১২ ০২:৪৪544083
  • ৪) ধর প্রথম পাতা থেকে ভাটিয়া৯ বা টইপত্তর এ এলুম; সেই সঙ্গে ওপরে ট্রাভারসাল পাথ টাও দেখানো হচ্ছে এভাবে প্রথম পাতা >> টইপত্তর; এবার সেখানে যদি প্রথম পাতা-য় ক্লিক করো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি টইপত্তর এ ক্লিক করো রিসোর্স নট ফাউন্ড চলে আসছে, এটা কে পেজ লোড দেওয়া হবে কিনা বা টইপত্তর এর মূল পাতায় ফেরৎ নিয়ে যাওয়া হবে কিনা জানি না, তবে অবজার্ভেশন
  • Sudipta | 79.132.108.212 | ৩০ এপ্রিল ২০১২ ০২:৪৭544084
  • ৫) বইপত্তর এ ক্লিক করলে ওপরে হেডিং আসছে আমাদের পাতা, কসমেটিক চেঞ্জ ;)
  • ananyo | 127.201.113.99 | ৩০ এপ্রিল ২০১২ ০২:৫৫544085
  • বাহ বেশ হয়েছে
  • Sudipta | 79.132.108.212 | ৩০ এপ্রিল ২০১২ ০৩:০০544086
  • ৬) আমাদের পাতা খুল্লে মাঝের মূল অংশের ওপরে স্ক্রিপ্টের কিছুটা চলে আসছে বোধ হয় (category ইত্যাদি) Search হেডিং সহ। তাছাড়া Title বা Date/Time এই কলাম নেম গুলো বাংলায় লিখলে হয় না?
  • Tim | 108.249.6.161 | ৩০ এপ্রিল ২০১২ ০৩:১৬544087
  • আমার বেশ ভালো লাগলো নতুন লে-আউট।
  • pi | 82.83.81.233 | ৩০ এপ্রিল ২০১২ ০৩:৩৭544088
  • মামুর কথামতন এখানেই একটা লিস্ট করছি। বাকিরা যোগ করতে থাকুন।

    ১। বাংলা লিখুন, গুরুচণ্ডালি লেআউটের সাথে কিম্যাপটা দিতে হবে।

    ২।বাংগল লিখুন, গুগল লেআউট না লিখে রোমান টাইপ করে বাংলা, এরকম কিছু দেওয়া হোক। গুগল লেআউট কি অনেকে জানেন না

    ৩।নিজস্ব সফ্টওয়ারের পাশে অভ্র/ বঙ্গলিপি জুড়ে দেওয় হোক।

    ৪।সার্চ জুড়তে হবে।

    ৫।১০ এর জায়গায় ২৫/৩০ টা আপডেটেড টই।

    ৬। টই ভাটের পাতায় বাঁদিকের লিস্টটা উপরে দিলে ( প্রথম পাতার মত), মাঝখানে জায়গাটা বেশি পাওয়া যাবে। তবে এটা কে কেমন দেখছে জানিনা। আমার এই ক্রোমে মাঝখানের জায়গাটা একটু ছোট দেখাচ্ছে। আর উপরে সুদীপ্ত যেটা লিখেছে, প্রথম পাতার উপরে আড্ডা মারুন, তর্ক করুন এর সাথে ভাটিয়ালি , টইপত্তর নামগুলো জুড়ে দিলে ভাল হয়।

    ৭। মেইল, কান্ট্রির পাশে অপশনাল , এটা জুড়ে দিতে হবে।

    ৮।আসল আইপি ডিস্প্লে হচ্ছেনা, কিন্তু স্টোর করা থাকছে, এটা প্রথম পাতায়, উপরে দিয়ে দিতে হবে। গুরু কী কেন, ইত্যাদি টেক্সটের সাথে। বিভিন্ন ব্রাউজার/ সিস্টেমের জন্য কী করতে হবে (যথা, আইপ্যাডের জন্য অপেরা মিনি ইত্যাদি ), সেগুলো ও ওখানেই লেখা থাকলে সুবিধা হয়।

    ৯। দুটো পাতা একসাথে খুললে যেকোন একটা থেকে পোস্ট করা যাচ্ছে। মনে হয়, প্রথম যেটা খোলা হয়েছিল, কেবল সেটা থেকে। বাকিরা এটা একটু টেস্ট করে দেখলে ভাল হয়।

    ১০।ভাটে অক্ষদার পোস্ট থেকে জুড়ে দি। ভাট পাতার টেক্স্টে 'মতামমত দিন' বদলাতে হবে।

    টেক্স্টে আরো অদলবদল, যোগ বিয়োগ হবে, তা নিয়ে এখনে আর লিখছি না।
  • Shumbha | 79.132.108.212 | ৩০ এপ্রিল ২০১২ ০৪:০৩544089
  • টেস্ট
  • Sudipta | 79.132.108.212 | ৩০ এপ্রিল ২০১২ ০৪:০৫544090
  • পাইদির ৯ নম্বর! দিব্যি করা গেল তো!
  • pi | 82.83.81.233 | ৩০ এপ্রিল ২০১২ ০৪:০৭544091
  • হ্যাঁ, গুরু এখন এই আবার চালু হবার পর করা যাচ্ছে।
  • Sudipta | 79.132.108.212 | ৩০ এপ্রিল ২০১২ ০৪:০৮544092
  • আর মেল বা কান্ট্রির দরকার সত্যি আছে কি? মেল তো কেউ টাইপ করেও দিতে পারে, আর কান্ট্রি র জন্যে আই পি তো আছেই, এক যদি না কেউ কোনো গেটওয়ে থ্রু হয়ে অ্যাক্সেস করে (মানে দোকান থেকে ইত্যাদি)। টই তে তো তুলেই দেওয়া হয়েছে দেখছি, ভাটে-ও তুলে দিলেই হয়
  • pi | 82.83.81.233 | ৩০ এপ্রিল ২০১২ ০৪:৫৩544094
  • পুজো ইস্পেশালের লেখাগুলোর নাম উড়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন