এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুর প্রোটোটাইপ

    Ishan
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১২ | ১৬০২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Zzzz | 109.227.143.99 | ০৩ মে ২০১২ ২২:৪৮543869
  • স্ক্রিনশট নিতে গেলে ফোন রুট করতে হবে কেন? এভবেও তো হয় - http://www.nexussforum.net/nexus-s-troubleshooting/how-to-take-screenshots-from-nexus-s-without-rooting/

    আর ফোনে আইসিএস আপডেট থাকলে down volume key & power button একসঙ্গে প্রেস করলে স্ক্রিনশট নেওয়া যায়। আমার ফোনের ডিফল্ট ব্রাউজারের ছবি - https://plus.google.com/u/0/photos/108917650147506607919/albums/posts

    হ্যাঁ, মোবাইল থেকে লিখতে গেলে লেখার সময় রেন্ডারিং-এর সমস্যা হচ্ছে কিন্তু পোস্ট হলে ঠিকঠাক আসছে।
  • কেলো | 127.252.92.253 | ০৩ মে ২০১২ ২৩:২৫543870
  • শুধু স্ক্রীনশট নেবার জন্য সায়নোজেন পরাতে বলি নি। রুট করে বা সায়নোজেন পরিয়ে কোন লাভ হবে না। যদি না ফোনটাকে আইসক্রীম স্যান্ডুইচ করা যায়।

    আমার ফোনটা দীর্ঘদিন ধরে রুটেড তাই ভুলেই গেছি যে রুটিং করার আগে স্ক্রীনশট নিতে পারতাম কিনা। মনে হয় পারতাম না। তখন এমন কোন সফটওয়্যার পাই নি যেটা রুটিং ছাড়া স্ক্রীনশট নিতে পারে। তাই আমার মনে সেই ধারনাটাই রয়ে গেছে যে স্ক্রীনশট নিতে রুটিং করতে হয়।

    অবশ্য রুটিং বা স্ক্রীনশটের সঙ্গে বাংলা ফোটানোর কোন সম্পর্ক নেই। স্যামসাং ও সোনি এরিকসনের বেশ কিছু ফোনে এমনিতেই বাংলা আসে। বিপ্লবদার স্যামসাং চ্যাম্পে যেমন বাংলা আসছে ঠিকঠাক। আমার ফোনে বাংলা একেবারেই আসত না। তাই গুপী করে বাংলা ফন্ট ভরে তাই দিয়ে কিছুটা বাংলা এনেছি। সেই অভিজ্ঞতার কথাই আমার গুগল প্লাসের পোস্টে বলা। যাঁদের বাংলা ফন্ট আছে কিন্তু ইউনিকোড ঠিকমত রেন্ডারিং হচ্ছে না তাঁদের কাছে ওই পোস্ট অর্থহীন। কারন ওতে রেন্ডারিং ঠিক করার কোন দিশা নেই। রুটিং না করলে ফন্ট ইনস্টল করাও যায় না। তাই বারে বারে রুটিং এর কথা বলেছি। কিন্তু রুটিং করে কোন লাভ নেই যদি না ফন্ট রেন্ডারিং ইঞ্জিনটা পাল্টানো যায়। ICS এ রেন্ডারিং ইঞ্জিন আলাদা, তাই ঠিকঠাক বাংলা ফোটে।

    সিকিদার ওই ঘর সাজানোর ফোনটার ব্যাপারে কয়েকটা প্রশ্ন ছিল, ওটাতে সিম নেই বুঝলাম। কিন্তু ওটা কার গুগুল অ্যাকাউন্টে চলছে ? সিকিদার? নাকি বৌদির? অ্যান্ড্রয়েড ফোন প্রথম সুইচ অন করলেই তো একটা গুগল অ্যাকাউন্ট চায়, সেটা কার দিয়েছিলেন?

    যাঁর অ্যাকাউন্ট ফোনটায় খাওয়ানো, তাঁর অ্যাকাউন্টে কম্পিউটার থেকে লগইন করে যে কোন গুগল অ্যাপসের ওই ফোনে কম্প্যাটিবিলিটি আছে কিনা সেটা চেক করে নিতে পারেন। বা কম্পিউটার থেকেই সোজা ওই ফোনে কোন অ্যাপ ইনস্টল বা আনইনস্টল করতে পারেন। ফোনটা অনলাইন থাকলেই হবে। তা - সে ফোনটা দুনিয়ার যেখানেই থাক না কেন। ফোনে টিপে টিপে অ্যাপ খুঁজে করার চেয়ে এভাবে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ফোনের অ্যাপ ম্যানেজমেন্ট অনেক সহজ লাগে আমার কাছে, তাই আমি এভাবেই করি। পদ্ধতি নিচে বলে দিলাম-
    ১) প্রথমে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে https://play.google.com/apps এ যান। যে অ্যাকাউন্ট আপনার ওই ফোনে খাওয়ানো আছে সেই অ্যাকাউন্টে লগইন করুন।
    ২) আপনি এখন কম্পিউটার থেকেই আপনার ফোনটা ম্যানেজ করতে পারছেন।

    এটা করেও অবশ্য বাংলা ঠিকভাবে আসবে না, কিন্তু ওই কী বোর্ড ফী বোর্ড বা স্কাইফায়ার টাইফায়ার যা যা ইনস্টল/ আনইনস্টল করছেন সেটা করতে সুবিধে হবে।
  • কেলো | 127.252.92.253 | ০৩ মে ২০১২ ২৩:৩০543871
  • ওপরের লিঙ্কটার চেয়ে এই লিঙ্কটা বেশী কাজের হবে-
    https://play.google.com/store/account
    এখানে লগইন করে দেখুন।
  • sda | 127.194.192.236 | ০৩ মে ২০১২ ২৩:৪৯543872
  • আমি তো অ্যাপ নামাই কিউ আর কোডের ছবি তুলে। বেশ সাই-ফাই টাইপ লাগে ঃ-)
  • Zzzz | 109.227.143.99 | ০৩ মে ২০১২ ২৩:৫৭543873
  • সিকি,

    দেশের জন্য কাকু এখনও অফিসিয়ালি আইসক্রিম আপডেট মনে হয় ছাড়েনি (এটা সদা বা কেলোদা ভালো বলতে পারবে)। যদি তাই হয় তাহলে তোমার ফোন আপডেট নেবে না।
  • kumu | 132.161.37.205 | ০৪ মে ২০১২ ০০:৪৫543874
  • ই কী অপোমান!আনস্মার্ট ফোন দিইচি কে কইল?ফোনের মডেল বলেচি কি?কোতায় বলেচি দেকাও।
  • কেলো | 127.254.250.175 | ০৪ মে ২০১২ ০০:৪৮543875
  • সবাই ছবি দিচ্ছে।
    আমি তো সেই কব্বে Date:19 Apr 2012 -- 01:03 AM এর পোস্টে ছবি দিয়ে দিয়েছিলাম।
    আবার সেগুলো ফিরে দেখুন-
    http://postimage.org/gallery/153n2vxy/

    আর হ্যাঁ - Zzzz এর কথামত স্কাইফায়ারও ট্রাই করলাম। একই জিনিস হচ্ছে। স্কাইফায়ারের সঙ্গে ওপরের পুরোনো ছবিগুলোর কোন তফাত নেই। রেন্ডারিং ঠিক হচ্ছে না। লিখতে বা পড়তে গেলে একই যুক্তাক্ষরের সমস্যা থাকছে।
  • কেলো | 127.254.250.175 | ০৪ মে ২০১২ ০০:৫৫543876
  • রাগ কর্বেন না কুমুদিদি, বলেন্নি বলেই তো আনস্মার্ট বলার সুযোগ পেলাম।
    স্মার্টফোন কেউ জোড়ায় জোড়ায় হারাচ্ছে এমন কথা কেউ কোত্থাও বিশ্বেস করবে না।
  • Zzzz | 151.0.8.184 | ০৪ মে ২০১২ ০১:১৮543877
  • কেলোদা,

    অপেরা থেকে মায়াবী কিবোর্ড দিয়ে।
  • sda | 127.194.192.236 | ০৪ মে ২০১২ ০১:৩০543879
  • কেলোদার থেকে অনুপ্রাণিত হয়ে অনেকদিন পরে ফার্মওয়্যার আপডেট করতে বসলাম। কিন্তু সায়ানোজেনমড লেটেস্ট ভার্সান কেন জানি নিলো না, আপডেট এর পর রিবুট করলে ANDROID দেখিয়ে আটকে যাচ্ছে। OMEGA-ICS বলে একটা রম নামাচ্ছি, দেখি কি হয়।
  • কেলো | 233.176.238.108 | ০৪ মে ২০১২ ০১:৩২543880
  • স্কাইফায়ার থেকে
    পানিনি কীবোর্ড দিয়ে
  • কেলো | 127.254.250.175 | ০৪ মে ২০১২ ০১:৪১543881
  • বলেন কি মশাই!

    যে যা খুশী করছেন - আর কেলোর ঘাড়ে নিজের কীর্তি চাপিয়ে দিচ্ছেন। ফোন টোন সব থানইঁট হয়ে গেলে আমি জানিনে বাপু। আগেই বলে রাখলুম। আমি আবার কখন অনুপ্রেরনা/প্ররোচনা দিলাম?

    আমি আর এদিকপানে আসছি না বাবা মাস ছয়েক। আপনি বাঁচলে বাপের নাম...
  • শ্রী সদা | 122.79.36.33 | ০৪ মে ২০১২ ০১:৫১543882
  • না ব্রিক হবে কেন ।ব্যাকাপ আছে।
    মায়াবী দিয়ে লিখলুম । ডলফিন ব্রাউজার ।
  • Zzzz | 151.0.9.175 | ০৪ মে ২০১২ ০২:৩৬543883
  • পানীনী দিয়ে অপেরা থেকে.
  • কুমু | 132.160.159.184 | ০৪ মে ২০১২ ১৪:৫১543884
  • @কেলো,১২-৫৫
    মানুষ জিনিসপত্র হারায় অসাবধানতা,অতিব্যস্ততা,ভুলোমন ইত্যাদি কারণে, সম্পূর্ণ অনিচ্ছায়,জিনিসটি দামী হোক আর নাই হোক।দামী জিনিস(ফোন) হলেই তা হারাবে না/চুরি হবে না,এটা ঠিক নয়।
    জোড়ায়(জোড়ায় জোড়ায় নয়) স্মার্টফোন হারানো কেউ বিশ্বাস করবে না,এই শেষকথা আপনি বলেই দিয়েছেন,তাই সে বিষয়ে কিছু লিখলাম না।

    টইএর মূল বিষয়ের সাথে এই কথাগুলো(যা গতকাল আমারি মজা করে লেখা ১১-২৫ পোষ্টের সূত্রে এসেছে)একেবারেই সম্পর্কহীন,তাই এই প্রসঙ্গ এখানেই শেষ।
  • kodu | 127.194.164.163 | ০৫ মে ২০১২ ১৮:৩৩543886
  • ফোন থেকে তো দিব্যি পড়া যাচ্ছে, কিন্তু লেখা তো যাচ্ছে না... স্যামসাঙ চ্যাম্প ফোন থিকা লিখুম ক্যামনে? ইঞ্জিরি তো লেখা যায় কিন্তু হালার মাতৃভাষা তো নাই :(
  • পাগলু | 127.194.202.8 | ০৫ মে ২০১২ ২২:১১543887
  • আমার ফোনটার iemi নম্বর উড়ে গেছে। সিম রেজিস্ট্রেশন করছে না আর তাই। লোকজনকে সফটওয়ার চালাতে দিয়ে এটা হয়েছে। সামান্য সমস্যা ছিল, বুট হচ্ছিল না। startup failed, please contact your retailer এই মেসেজ দিচ্ছিল। তা, যা গেছে তা যাক। এবার এইসব রুটিং ইত্যাদি করলে কি সে ফিরে আসবে? বাংলা লেখা, পড়া ইত্যাদি ইউটিলিটি সহ, আর এসব আদৌ আমার ফোনে হবে কি? নোকিয়া E52।

    - পাগলু
  • Zzzz | 109.227.143.99 | ০৫ মে ২০১২ ২২:২৪543888
  • অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু টিপ্সঃ

    ১। যদি আপনার মোবাইল ভার্সান আইসিএস হয় তাহলে আপনি অলরেডি গুরুর সাইটে বাংলা দেখতে অ লিখতে পারছেন। বাকি টিপসগুলো আপনার জন্য নয়।
    ২। অ্যান্ড্রয়েড ভার্সান যদি জিঞ্জারব্রেড, ফ্রয়ো ইত্যাদি হয় তাহলে অপেরা মিনি, স্কাইফায়ার বা ডলফিন ব্রাউজার ডাউনলোড করে নিন। ইউনিকোডে বাংলা দেখতে পাবেন গুরু সহ সমস্ত সাইটেই।
    ৩। মায়াবী বা পানিনি কীবোর্ড ডাউনলোড করে লিখতে থাকুন। লেখার সময় ফন্ট রেন্ডারিং-এর সমস্যা হতে পারে। চিন্তা করবেন না। বিন্দাস লিখতে থাকুন। পোষ্ট হলে দেখবেন লেখা ঠিকঠাকই পোষ্ট হয়েছে।
    ৪। ভার্সান কি করে জানবেন? ফোন সেটিংস--অ্যাবাউট ফোন--ভার্সান। যদি ৪।০।ক্ষ দেখায় তাহলে আইসিএস আর যদি ২।০।ক্ষ দেখায় তাহলে জিঞ্জারব্রেড বা ফ্রয়ো।
    ৫। মায়াবী বা পানিনি কীবোর্ড অভ্র-র মতই আইএমই বা ইনপুট মেথড ব্যবহার করে। এটা দিয়ে গুরু, গুগুল বা নিজস্ব সফটওয়্যার - যে কোনো লে আউটেই লিখতে পারবেন। শুধু লেখার সময় ফোন সেটিংসে গিয়ে ল্যাঙ্গুএজ অ্যান্ড ইনপুট-এ মায়াবী বা পানিনি কীবোর্ড সিলেক্ট করে নেবেন। তারপরে পছন্দ মত লে আউটে গিয়ে লিখতে শুরু করুন।
    ৬। এর পরেও যদি পাই আমাকে না খাওয়ায় তাহলে ঃ(
  • Zzzz | 109.227.143.99 | ০৫ মে ২০১২ ২২:২৭543891
  • টাইপোঃ
    *অলরেডি
    **4.0.x আর 2.0.x
  • পাই | 82.83.81.233 | ০৫ মে ২০১২ ২২:২৭543890
  • ঃ) । কিন্তু, খাওয়া তো তোমার হাতের মুঠোতেই ! পানিনি, জিঞ্জারব্রেড, আইস্ক্রিম, স্যান্ডিউইচ , কত্ত কি ! ঃ)
  • Zzzz | 109.227.143.99 | ০৫ মে ২০১২ ২২:২৮543892
  • পাইকে একবার হাতে পাই ঃ(
  • i | 134.168.56.153 | ০৬ মে ২০১২ ১২:০১543893
  • এই নতুন সাজের পরে, বড় লেখা টাইপ করতে গিয়ে দেখছি মাঝে মাঝেই অসম্ভব শ্লথগতি হয়ে যাচ্ছে ডানদিকের বাংলা অক্ষর আসার গতি।
  • পাই | 82.83.81.233 | ০৯ মে ২০১২ ০৮:৪৬543894
  • টইয়ের পাতায় বুবুভার আপডেট চলে এসেছে !
    প্রথম পাতায়, প্রথম পাতার লেখার আপডেটগুলো ( মানে, আগে যেটা টইপত্তরের পাতায় ছিল) দিয়ে দেওয়া যায় ?

    তবে ওপর নিচে এবার বেশ হাত পা ছড়িয়ে পড়া যাচ্ছে ঃ)

    কয়েকজন বলছিলেন।, নতুন টইপত্তর খোলার লিংকটা নীলে বা অন্য কালিতে করে দেবার জন্য।
  • পাই | 82.83.81.233 | ০৯ মে ২০১২ ১৪:৩৫543895
  • যাচ্চলে , এই টইটা কাল আপডেটই হয়নি।
  • sinfaut | 131.241.218.132 | ০৯ মে ২০১২ ১৬:১৭543896
  • কোনোদিন এইসব স্মার্ট ফোন কিনলে এই টইটা পড়ে বোঝার চেষ্টা করব।
  • S | 139.115.2.75 | ১০ মে ২০১২ ০৪:১৬543897
  • নিজের মতামত। এই গুরুটা বড্ডো কর্পো। আগেরটার একটা মেঠো গন্ধ ছিলো। মনে হতো যদুপুরের মাঠে বিকেলের পড়ে আসা মিষ্টি রোদে বসে ভাঁট মারছি। কোনো চাপ নেই। ভুল বললেও কেউ ধরিয়ে দেবে না, হ্যাঠা দেবে না। সবার সাথে বসে আমিও ল্যাদ খাচ্ছি। কোনো কম্পিটিশন নেই, কোনো দৌড় নেই, কোনো চাপ নেই। এই মোবাইল ফোন-ইন্টারনেট-ইএমআই-শপিঙ্গ মল-পারফর্মেন্স সর্বস্ব জীবন থেকে পালিয়ে এক-দেড় দশক আগের জীবনে একটু ঘুরে আসা। একটু হাঁফ ছেড়ে দম নিয়ে নেওয়া।
  • সিঁফো | 127.194.243.13 | ১০ মে ২০১২ ০৮:১৬543898
  • নতুন গুরুতে বেশি হ্যাটা বা বেশি ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে এ কেমন কথা। গেটআপ বদলেছে, লোকগুলো তো আর বদলায়নি।
  • anandaB | 60.135.90.11 | ১০ মে ২০১২ ০৮:৫১543899
  • নতুন version আসার পর আমি virtually আর গুরু পড়তে পারছি না....

    office-er machine-টা Windows XP এবং firefox 3.6 (upgrade-এর কোনো চান্স নেই নিকট ভবিষ্যতে, কিছু করা সম্ভব কি?

    এই লেখাটা লিখছি বৌ-এর ল্যাপটপ থেকে (IE 9/Windows 7)

    বাকি রইল ম্যাক,তো সেটাতেও দেখা যায় না, safari বা chrome দুটো-ই ফেল

    হেল্প
  • sinfaut | 131.241.218.132 | ১০ মে ২০১২ ১০:৪০543901
  • আমার এই আপিসের আইই ৬ এ দেখছি সব ইংরাজি হরফ চৌকো আসছে। কিন্তু বাটনের লেখাগুলো তো বাংলায় নাকি? সেগুলোও চৌকো আসছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন