এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুর প্রোটোটাইপ

    Ishan
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১২ | ১৬০২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • test | 60.82.180.165 | ২৮ মে ২০১২ ১০:৫২543969
  • টেস্ট।
  • প্পন | 226.52.215.232 | ২৮ মে ২০১২ ১১:১৮543970
  • দেখি https-এ লিং দেখায় কিনা।

    https://www.google.com
  • Toon Army | 131.241.218.132 | ২৮ মে ২০১২ ১১:১৯543971
  • ধুর আবার ধ্যাবড়া ফন্টঃ-(
  • test | 60.82.180.165 | ২৮ মে ২০১২ ১১:২৪543972
  • আরেকবার।
  • কাদা | 24.99.121.40 (*) | ২৮ মে ২০১২ ১৩:৫৩543973
  • IP Address : 24.99.121.40 (*) Date:28 May 2012 -- 02:21 AM এর নাম ব্রুনেইএর সুলতানের থেকেও বড়।

    এই ফন্ট ছোট/বড় সমস্যাটা বুঝতে পারছি না। ছোট হ'লে তো জুম করে নিলেই হয়। আমার চোখটা গেছে, আমাকে অক্ষরগুলো তো দামড়া দামড়া করে পড়তে হয়।

    আইপ্যাড থেকে পোস্ট করতে অ্যাপ-স্টোর থেকে গুগল-বাংলা ডাউনলোড করে তাতে লিখে কাট-পেস্ট করছি। কোন বেটার অল্টার্নেটিভ আছে কি?
  • Toon Army | 131.241.218.132 | ২৮ মে ২০১২ ১৪:০০543974
  • সে তো আমিও Ctrl-- করে ছোট করে নিয়েছি। কিন্তু প্রশ্ন হল সেটা করতে হবে কেন? ফন্ট কি জীবন্ত কিছু নাকি যে দুমদাম সাইজ পাল্টাবে?
  • সায়ন | 125.241.45.12 | ৩০ মে ২০১২ ১৬:২১543975
  • জানিনা অন্য কেউ এগুলো অলরেডি কভার করেছে নাকি -

    ১) গুচ লেআউটে লেখার সময় অক্ষরগুলো এমন উঁচুনীচু লাগছে কেন?
    ২) হসন্ত দিলে পোস্ট করার পর সেটা একটা আন্ডারস্কোরের মত দেখাচ্ছে।
    ৩) পাইপ ব্যবহার করলে আগে যে ফুটকিটা অক্ষরের নীচে ঠিকঠাক পড়তো সেটা এখন অক্ষরের পাশে একটা ক্যারেক্টার স্পেস নিচ্ছে।
  • sinfaut | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১৭:৫৬543976
  • ব্র্যাকেট না দিয়েও R লিখলে R দেখায় কেন?
  • সায়ন | 125.241.45.12 | ৩০ মে ২০১২ ১৮:১২543977
  • R, আর K দুটোই ব্র্যাকেট ছাড়া দ্যাখায়। মামুর KKR প্রীতি সম্ভবত ;-)
  • Abhyu | 107.81.99.89 | ০৩ জুন ২০১২ ১৯:৩৮543979
  • আমার মনে হয় গুরুচণ্ডালি লেআউট প্রথমে আর গুগুল লেআউট তার পরে এলে ভালো। হবে, মামু?
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ১৯:৪৫543980
  • "এ হল আমাদের সাপ্তাহিক বিভাগ" - ঐ দুলাইনে লেখার বাঁদিকে মার্জিনের স্পেস ছাড়া নেই। বাজে লাগে দেখতে।
  • Achintyarup | 69.93.240.23 | ০৪ জুন ২০১২ ০৪:০০543981
  • নতুন কাউকে বাংলা লেখার সহজপাঠ কোত্থেকে দেখে নিতে বলব?
  • পাই | 82.83.85.246 | ০৪ জুন ২০১২ ০৪:১৬543982
  • মামু, এখানেই লিস্টটা করছি। বাকিরাও জুড়ুক।

    ১।গুরু লে আউটে বাংলা লেখার সহজপাঠটা লাগবে।

    ২।এখনো কেউ কেউ সাইট বাক্সময় দেখছেন বলে জানিয়েছেন। তাঁদের জন্য কোথা থেকে কোন ফন্ট নামাতে হবে ইত্যাদি বলতে হবে।

    ৩।ভাটের আর্কাইভ সাইটে দিতে হবে।

    ৪। সার্চ সম্বন্ধে দু এক কথা জুড়তে হবে।

    ৫। সম্ভব হলে প্রতি পাতার উপরে প্রথম পাতার মেনু।
  • ranjan roy | 24.96.10.155 | ০৪ জুন ২০১২ ১৬:৩৭543983
  • ধন্যবাদ! সিকিবাবু, মামুবাবু, অপ্পনবাবু, পাইবাবু --- সব্বাইকে।
    দুদুটো জায়গায় "অনুসন্ধান", মানে সার্চ? আমি প্রথমে শক্তিসামন্তের সিনিমা ভেবেছিলাম, এখন ইউজ করে দেখলাম। খুব সহজ, গিলা-শিকুয়া নেহি হ্যায়!
  • Arin | 129.224.108.139 | ১৬ জুন ২০১২ ০৫:২৪543984
  • গতকাল opera ব্রাউজারের নতুন ভার্সান বেরিয়েছে। এ ভার্সানটা বেশ ভালো হয়েছে - খুব স্পীডি, hardware accelaration সাপোর্ট করে, সরাসরি ওয়েবক্যাম থেকে ছবি তোলা যায়, এইসব নিয়ে বেশ ভালো।
    ম্যাকবুক প্রো তে (OSX 10.7.2) অপেরাতে গুরুচন্ডালী পড়ার চেষ্টা করতে গিয়ে দেখলাম কতগুলো ছোটখাটো অসুবিধে আছে। প্রথমত, গুরুচন্ডালীর প্রথম পাতাতে সব ফন্ট আসছে না (এই ছবিটা দেখলে বোঝা যাবে কি লিখতে চাইছিঃ
    https://picasaweb.google.com/117270655453846612117/Operaproblems#5754091011174354930

    গুরুচন্ডালীর প্রথম পাতায় বিভিন্ন সেকশনের লিন্কের জায়গায় যদি ছবির ব্যবস্থা রাখা যায়, মনে হয় এই অসুবিধে হবে না, অপেরা র মত ব্রাউজারেও গুরুচন্ডালী পড়তে সুবিধা হবে।
  • su | 82.83.90.116 | ০৫ আগস্ট ২০১২ ০৮:৫০543985
  • আমি কি করে লিখতে পরবো ipad থেকে! সাহায্য চাই । তাড়াতাড়ি! ঃ)
  • Ishan | 60.82.180.165 | ০৫ আগস্ট ২০১২ ০৯:৪০543986
  • পড়া যাবে অপেরা মিনি দিয়ে। সেটা ফ্রি অ্যাপ।

    লেখার ব্যাপারে অঙ্কুর টঙ্কুর কিসব আছে বলে লোকে। আমি ঠিক জানিনা।
  • pi | 82.83.90.116 | ০৫ আগস্ট ২০১২ ০৯:৫৩543987
  • ipad থেকে পোস্ট হচ্ছে না দেখলাম। লিখলে বাংলা হচ্ছে না। আর তারপরেও ঐ ইংরাজী এক দু'বার হয়তো পোস্ট হচ্ছে, বেশিরভাগ সময়ই পোস্ট করতে অসমর্থ বলছে, এরর দেখাচ্ছে।
  • kc | 204.126.37.78 | ০৫ আগস্ট ২০১২ ১০:০০543988
  • আইপ্যাড থেকেই তো লিখলাম এটা। এবার দেখিতো পোস্ট হয় কিনা!!
  • siki | 12.50.25.26 | ০৫ আগস্ট ২০১২ ১০:৩৯543990
  • হল তো! এইবার রহস্যটা একটু শেয়ার করে ফেলুন স্যার। আমরা ঝুনো নারকোলের দল, আইপ্যাড কেনা তো আর এ জন্মে হবে না :(
  • kc | 188.61.96.29 | ০৫ আগস্ট ২০১২ ১২:১৬543991
  • অপেরা মিনি দিয়ে পড়া যাবে। আর লেখার জন্য বাংলা ট্রান্সলিটারেশন বা বাংলা এডিটার টাইপের গুচ্ছ ফ্রি অ্যাপ আছে। তাই দিয়ে লিখে তারপর কপি করে গুগল লেআউটে ফেলে দিলে বাংলা হিন্দি তামিল সবকিছুই হুশহুশ পোস্ট হবে।

    আর আইপ্যাডে গুচ লেআউটে বাংলা লেখার জন্য একটূ ওয়েট করুন। মামুকে আইপ্যাডটা কিনতে দিন। তারপর সঅঅঅঅব ঠিক হয়ে যাবে।
  • maximin | 69.93.243.17 | ০৫ আগস্ট ২০১২ ১৪:০৬543992
  • fresher দের জন্যে -- যদি অভ্র ব্যবহার করেন আর সেইসঙ্গে যদি ইংরেজি-শব্দ ইংরেজি-ফন্টে লিখতে চান, তাহলে নিজস্ব-software এ লিখবেন, অর্থাৎ তিন নম্বর অপশন।
  • siki | 12.50.51.186 | ০৫ আগস্ট ২০১২ ১৫:০৯543993
  • মোবাইল থেকে অভ্র ব্যবহার করা যায় না।

    ওমিক্রনল্যাব কি এই নিয়ে ভাবছে কিছু? অভ্রর অ্যান্ড্রয়েড ভার্সন?
  • বিপ্লব রহমান | 127.18.231.9 | ০৫ আগস্ট ২০১২ ১৫:২৫543994
  • ইংরেজীতে নাম লেখার দরকারটা কী? এখন তো বাংলাতেই নাম লেখা যায়। ইমেইল-টিমেইল দেওয়ার বালাই নেই। মন্তব্য ঘরটিও বেশ আগের চেয়ে অনেক অভিনব, পাঠক বান্ধব।

    আমার আপত্তি আইপি ঠিকানা নিয়ে। এটি প্রত্যেকের একান্ত ব্যক্তিগত বিষয়। অথচ গুচ কেমন অবলীলায় সব মন্তব্যের সূত্রে সবার আইপি ঠিকানা ফাঁস করে দিচ্ছে। এটি নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে। গুচ’র টেকি মাস্টারদের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে আইপি প্রকাশ বন্ধ রাখুন। এটি প্রকাশ বেশ খানিকটা বিব্রতকরও বটে।
  • বিপ্লব রহমান | 127.18.231.9 | ০৫ আগস্ট ২০১২ ১৫:৩২543995
  • সিকি,

    অভ্র-উদ্ভাবক মেহেদীর সঙ্গে কিছুদিন আগে কথা হয়েছে। মোবাইল-অভ্র নিয়ে ওরা কাজ করছে, এ জন্য সময় লাগবে।

    তবে বাংলাদেশে নোকিয়া, মাইক্রোম্যাক্স, সিম্ফনিসহ বেশ কিছু মোবাইল ফোনে কোম্পানিই শুরু থেকে বাংলা ফন্ট ইন্সটল করে দেয়। আগে দেখেছি, সে সব মোবাইল থেকে ফেবু ও ব্লগে বাংলায় লেখা যায়। আশাকরছি, এ সব ফোন থেকে গুচ’তেও বাংলায় লেখা সম্ভব।
  • সিকি | 12.50.51.186 | ০৫ আগস্ট ২০১২ ১৫:৩৮543996
  • বিপ্লব,

    ধন্যবাদ। তবে নোকিআর প্ল্যাটফর্ম তো অ্যান্ড্রয়েড নয়। ওরা সিম্বিয়ান ইউজ করে। আর সিম্বিয়ান ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। উইথ নো ফিউচার।

    মাইক্রোম্যাক্স বোধ হয় অ্যান্ড্রয়েড ইউজ করে। তারা কীভাবে মোবাইল থেকে বাংলা লেখে এই বিষয়ে হাল্কা করে কোনও লেখাটেখা জোগাড় করে দিতে পারবেন?
  • বিপ্লব রহমান | 127.18.231.9 | ০৫ আগস্ট ২০১২ ১৬:১৭543997
  • সিকি,

    তাই? আমি নিজে টেকনো কানারে ভাই...জিঞ্জার বিজনেস ম্যানও বলতে পারেন। :)

    নোকিয়া ফোন কোম্পানি তাদের যে সব ফোন সেটে বাংলা ফন্ট আছে, সে সব সেটের সঙ্গে বাংলা লেখার সহজ উপায় জানিয়ে ছোট্ট একটি লিফলেট দেয়। সম্প্রতি বাংলাদেশ সরকার দেশের সব মোবাইল ফোন কোম্পানিকে বাংলা ফন্ট চালু করার আদেশ দিয়েছে। এ নিয়ে খুব দেন-দরবার চলছে।

    ফন্ট থাকলে মোবাইল থেকে বাংলা লেখা খুব সোজা। তবে অনেক বেশী বোতাম টিপতে হয়। সস্তার সেটগুলোতেও এই সুবিধা দেখেছি। বাংলায় এসএমএস ও ফিচার ব্যবহারের জন্যই বোধহয় এসব করা। লিফলেট ছাড়াই আমি নিজে সামান্য চেষ্টা করেই এটি লেখার রপ্ত করেছিলাম। সেটি এক বছর আগের কথা। এখন যতদূর মনে পড়ছে, বলছি:

    বাংলা ফন্ট ব্যবহারের জন্য ল্যাঙ্গুয়েজ সেটিংস-এ গিয়ে ‘বাংলা’ বাছাই করতে হবে। আর কি-প্যাডে এ-বি-সি-ডি এর সঙ্গে ক-খ-গ-ঘ ইত্যাদি ইংরেজী ও বাংলায় মূদ্রণ করাই থাকে। সাধারণত, নং ২ এ এবিসি-র সঙ্গে থাকে অ-এ-ঐ-ও-ঔ, নং ৩ এ থাকে ই-ঈ-উ-ঊ, নং ৪ থেকে নং ০-এ বাদবাকী বর্ণমালাগুলো থাকে। নং ১ এ থাকে চন্দ্রবিন্দু ইত্যাদি।

    মোবাইল ফোন থেকে “সিকি” লিখতে জিরো বা শুন্য (০) মূদ্রিত কি-প্যাডে গিয়ে ওই বোতামটি পাঁচবার টিপতে হবে। সেখানে আছে য-র-ল-হ-স। পাঁচবার বোতামটি টিপলে আমি পাবো দন্তস্য (স)। এরপর নং ৩ একবার চিপলে হ্রসই (ই) সহ সেটি হবে “সি”। ৪ নং বোতামে আছে ক-খ-গ-ঘ-ঙ। তাই এই বোতামটি একবার টিপলে আমি পাচ্ছি “ক”। এরপর আগের মতো নং ৩ একবার চিপলে হ্রসই (ই) সহ সেটি হবে “কি”...মানে “সিকি”।

    প্রথম প্রথম খুব ঝামেলার মনে হলেও পরে খুব সোজা মনে হয়। তবে মোবাইল ফোন থেকে বাংলা টাইপ করতে অনেক সময় লাগে। আগেই বলেছি, অনেকবার একেকটি বোতাম টিপতে হয়, এটিই এর প্রধান কারণ।
  • বিপ্লব রহমান | 127.18.231.9 | ০৫ আগস্ট ২০১২ ১৬:১৭543998
  • সিকি,

    তাই? আমি নিজে টেকনো কানারে ভাই...জিঞ্জার বিজনেস ম্যানও বলতে পারেন। :)

    নোকিয়া ফোন কোম্পানি তাদের যে সব ফোন সেটে বাংলা ফন্ট আছে, সে সব সেটের সঙ্গে বাংলা লেখার সহজ উপায় জানিয়ে ছোট্ট একটি লিফলেট দেয়। সম্প্রতি বাংলাদেশ সরকার দেশের সব মোবাইল ফোন কোম্পানিকে বাংলা ফন্ট চালু করার আদেশ দিয়েছে। এ নিয়ে খুব দেন-দরবার চলছে।

    ফন্ট থাকলে মোবাইল থেকে বাংলা লেখা খুব সোজা। তবে অনেক বেশী বোতাম টিপতে হয়। সস্তার সেটগুলোতেও এই সুবিধা দেখেছি। বাংলায় এসএমএস ও ফিচার ব্যবহারের জন্যই বোধহয় এসব করা। লিফলেট ছাড়াই আমি নিজে সামান্য চেষ্টা করেই এটি লেখার রপ্ত করেছিলাম। সেটি এক বছর আগের কথা। এখন যতদূর মনে পড়ছে, বলছি:

    বাংলা ফন্ট ব্যবহারের জন্য ল্যাঙ্গুয়েজ সেটিংস-এ গিয়ে ‘বাংলা’ বাছাই করতে হবে। আর কি-প্যাডে এ-বি-সি-ডি এর সঙ্গে ক-খ-গ-ঘ ইত্যাদি ইংরেজী ও বাংলায় মূদ্রণ করাই থাকে। সাধারণত, নং ২ এ এবিসি-র সঙ্গে থাকে অ-এ-ঐ-ও-ঔ, নং ৩ এ থাকে ই-ঈ-উ-ঊ, নং ৪ থেকে নং ০-এ বাদবাকী বর্ণমালাগুলো থাকে। নং ১ এ থাকে চন্দ্রবিন্দু ইত্যাদি।

    মোবাইল ফোন থেকে “সিকি” লিখতে জিরো বা শুন্য (০) মূদ্রিত কি-প্যাডে গিয়ে ওই বোতামটি পাঁচবার টিপতে হবে। সেখানে আছে য-র-ল-হ-স। পাঁচবার বোতামটি টিপলে আমি পাবো দন্তস্য (স)। এরপর নং ৩ একবার চিপলে হ্রসই (ই) সহ সেটি হবে “সি”। ৪ নং বোতামে আছে ক-খ-গ-ঘ-ঙ। তাই এই বোতামটি একবার টিপলে আমি পাচ্ছি “ক”। এরপর আগের মতো নং ৩ একবার চিপলে হ্রসই (ই) সহ সেটি হবে “কি”...মানে “সিকি”।

    প্রথম প্রথম খুব ঝামেলার মনে হলেও পরে খুব সোজা মনে হয়। তবে মোবাইল ফোন থেকে বাংলা টাইপ করতে অনেক সময় লাগে। আগেই বলেছি, অনেকবার একেকটি বোতাম টিপতে হয়, এটিই এর প্রধান কারণ।
  • বিপ্লব রহমান | 127.18.231.9 | ০৫ আগস্ট ২০১২ ১৬:১৯543999
  • উফ! আবারো বার বার মন্তব্য আসছে!! যন্ত্রণা :(
  • সিকি | 12.50.51.186 | ০৫ আগস্ট ২০১২ ১৬:৩০544001
  • আহারে। ভারতে কোনও সরকার এমন চাপ দেবে না। ভারতের হ্যান্ডসেটগুলোতে হিন্দি সাপোর্ট পাওয়া যায়। নোকিয়ার স্মার্টফোনেও হিন্দি দিব্যি ঠিকঠাক আসে, বাংলা আসে না।

    নোকিয়ার সেই লিফলেট একটু স্ক্যানিয়ে দেওয়া যাবে?

    তবে আবার, হ্যান্ডসেট থেকে বাংলা ভাষা চুজ করারও কোনও অপশন নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন