এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুর প্রোটোটাইপ

    Ishan
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১২ | ১৬০২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | 127.194.192.236 | ০২ মে ২০১২ ২১:২৬543836
  • তাহলে তো একদম নতুন প্রোডাক্ট, জিঞ্জারব্রেড ও এস আছে নিশ্চয়ই। skyfire ব্রাউজার ডাউনলোড করে দেখো, আমি তো ওটাই ইউজ করি জিঞ্জারব্রেডে। তোমার প্রবলেমটা আমিও ফেশ করেছি অপেরা মোবাইল ব্রাউজারে।
  • siki | 132.177.16.128 | ০২ মে ২০১২ ২২:০৩543837
  • না রে, অপেরাতে রেন্ডারিং ঠিকঠাক হয়, কেবল পোস্ট করা যায় না।

    মোবাইলে কীভাবে বোঝা যায় এটা জিঞ্জারব্রেড না আইসক্রিম স্যান্ডুইচ?

    স্কাইফায়ার কি আরেক রকম ব্রাউজার? তাতে বাংলায় পোস্ট করা যাচ্ছে?
  • শ্রী সদা | 127.194.192.236 | ০২ মে ২০১২ ২২:৪৩543838
  • হ্যাঁ স্কাইফায়ার আলাদা ব্রাউজার।

    ও এস ভার্সান পাবে সেটিংস মেনু তে, অ্যাবাউট ফোন অপশনে।

    আমার ফোনটা একবার ফর্ম্যাট করতে হবে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ঝুলে গেছে। পেজে জাভাস্ক্রিপ্ট থাকলেই ক্র্যাশ করছে।
  • Zzzz | 84.115.197.34 | ০৩ মে ২০১২ ০১:৩৫543839
  • অ্যান্ড্রয়েড ডিফল্ট ব্রাউজারে বাতিল বাটন দেখা যাচ্ছে না। skyfire এখন কাজ করছে না তাই ওটার কি অবস্থা জানিনা।
  • Zzzz | 109.227.143.99 | ০৩ মে ২০১২ ০১:৫০543840
  • সিকি,

    ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে দেখ কি ভার্সান দেখাচ্ছে। ২.০.৩ দেখালে জিঞ্জারব্রেড আর ৪.০.২ দেখালে আইসক্রিম। ফোন রুট করা থাকলে নিজে ভার্সান আপডেট করতে পারবে। কাকু মনে হয় ইন্ডিয়ার জন্য আইসিএস আপডেট ছাড়েনি।

    ডিফল্ট ব্রাউজারে গুরু লে আউটে রেন্ডারিং নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু গুগুল লে আউট বা নিজস্ব সফটয়্যার-এ মায়াবী কীবোর্ড ব্যবহার করলে রেন্ডারিং চটকে যাচ্ছে। এর বেশি এখনও দেখার সময় পাইনি।

    পাই,

    অ্যান্ড্রয়েড ব্রাঊজার নিয়ে সমস্যাগুলো বা প্রশ্নগুলো আমাকে একটু মেল করে দেবে?
  • Zzzz | 109.227.143.99 | ০৩ মে ২০১২ ০২:২৬543841
  • স্কাইফায়ারে একি রেন্ডারিং সমস্যা হচ্ছে। তবে সমস্যাটা খালি লেখার সময় হচ্ছে।
  • pi | 138.231.237.4 | ০৩ মে ২০১২ ০৭:৩৯543842
  • আরে আমার কোন প্রশ্ন নেই। আমার মোবাইলে এসব কিছু করা যায় বলে মনে হয়না, দরকার ও নেই। লোকজন যারা মোবাইল থেকে নেট করে, তারা কেউ কেউ বলছে। তাদের অ্যান্ড্রয়েড না গ্যালাক্সি, পাউরুটি না আইসক্রীম, এসব কিছুই জানিনা ঃ(
  • Zzzz | 109.227.143.99 | ০৩ মে ২০১২ ০৯:৪২543843
  • পাই

    যারা বলছে তাদের বল একটু কষ্ট করে মোবাইল-এর ওএস ভার্সানটা লিখে দিতে। তাহলে সুবিধে হয়। আপেল আর আইসক্রিমের আলাদা হেল্পলাইন। :)
  • কেলো | 127.254.254.216 | ০৩ মে ২০১২ ১০:২৯543844
  • সিকিদা ও অন্যান্য টেলিফোন উত্সাহীরা,
    টেলিফোন সম্পর্কে আমার মোটে শ্রী সদা বা Zzzz এর মত পড়াশুনো নেই। তবে গত তিনবছর ধরে একটা অ্যান্ড্রয়েড থাকার সুবাদে কিছু ঘাঁটাঘাঁটি আছে। সেই ঘাঁটাঘাঁটির জোরে দু একটি কথা বলে যাই এই সুযোগে..

    সিকিদার প্রশ্নের জবাব তো পেয়েই গেছেন দেখছি। কিন্তু আমি সিকিদাকে একটু সাবধান করে রাখলাম – ফোনটা বৌদির হলে এবং ওনার পেয়ারের ফোন হলে ওটাকে বেশী ঘাঁটাবেন না। কারন আমার নিজের ফোনটা গত ক বছর ধরে আমি চটকে ৪৪ করে দিয়েছি। তাতে ওই আদ্যিকালের ফোন প্রায় সুপারকম্পিউটারের মত চলছে। মানে একটা ইউনিক্স মেশিনে টার্মিনালে যা করা যায় তার সবই ওটা দিয়ে করা যায়। কিন্তু অত ঘাঁটাঘাঁটির ফলে টেলিফোনের মূল যে উদ্দেশ্য, মানে - ফোন করা ও ফোন ধরা, সেটা আর তত ভাল হয় না। মানে মাঝে মাঝে বিট্রে করে আর কি। তাই বৌদির ফোন ঘাঁটবার আগে একটু ভেবেচিন্তে এগোবেন।

    নিজে নিজে ফোন কোম্পানী OS এর যে আপডেট দেয়, তার জন্য বসে না থাকতে চাইলে টেলিফোনটাকে আপনাকে রুট করতেই হবে। অবশ্য রুট না করলে জীবনে কোন কিছুতেই মজা নেই। তা নেহাতই রুট যদি করেন, তো সায়নোজেন মড এর এই ROM খানি পরিয়ে দেখতে পারেন -
    http://www.cyanogenmod.com/devices/samsung-galaxy-s
    এটি বৌদির ফোনের জন্যেই টেলর মেড। ফলে ফিটিং এর সমস্যা হবে না বিশেষ। তবে বাংলা কদ্দুর আসবে সেটা বলতে পারছি না।

    বাংলা ইউনিকোড না আসাটা অ্যান্ড্রয়েড এর রেন্ডারিং ইঞ্জিনের প্রবলেম বলে মনে হয়। লিনাক্সেও ২০০৩ নাগাদ ছিল। পরে Cairo রেন্ডারিং ইঞ্জিন এসে সমস্যা দূর করে। আগে আমার ফোনে বাংলা বিলকুল আসত না। আমি গেল বছর পুজোর ছুটিতে টেলিফোনে বাংলা আনার জন্য কিছু সময় ব্যয় করেছিলাম। তার ফলাফলটা এই পোস্টে লিপিবদ্ধ আছে -
    https://plus.google.com/u/0/115419218155455436369/posts/GWbjpf211mc
    লেখাটিতে বেশ কিছু ভুল ভ্রান্তি আছে। ভুলের চেয়েও ভ্রান্তি বেশী, যেমন ধরুন তখন গুরুচন্ডালীর ডিফল্ট বাংলা প্লেন ছিল, কিন্তু আমি ওটাকে ইউনিকোড বলে ভুল করেছিলাম .. ইত্যাদি ইত্যাদি..

    পাইদিদি যেমন বলেছেন – উনি টেলিফোন থেকে গুরু করেন না, এবং অন্য লোকের ফোনে পাঁউরুটি না ঝোলাগুড় তা নিয়ে ওনার মাথাব্যাথাও নেই, সেটা আজকের জন্য ঠিক বটে কিন্তু কাল পরিস্থিতি পাল্টে যেতে পারে। কারন টেলিফোন থেকে নেট ব্রাউজ করা কষ্টকর হলেও ট্যাবলেট থেকে তা নয়। ট্যাবলেটের দামও দিন দিন কমছে এবং পপুলার হচ্ছে। বেশীভাগ ট্যাবলেটই অ্যান্ড্রয়েড। কাজেই শুধু ফোনের জন্য নয় ট্যাবলেটের কথাও ভেবে অ্যান্ড্রয়েডে গুরু ঠিকমত আনার জন্য যা করা যায় তার সবই করা উচিত। টেকনিকাল লোক, মানে সিকিদা, শ্রী সদা বা Zzzz এবং অন্যান্যরা যা করছেন তা ঠিকই করছেন। তাঁদের ভরপুর সাপোর্ট দিলাম।

    বিশেষ করে সহানুভুতি রইল কমরেড সিকিদার প্রতি, যিনি প্রাণটি হাতে করে গুরুচন্ডালীর স্বার্থে, বৌ এর মোবাইল ঘাঁটতে চলেছেন...
  • pi | 138.231.237.4 | ০৩ মে ২০১২ ১০:৩২543846
  • আরে না না, অনেকে ব্যবহার করেন বলেই তো জানতে চাইছি ! এই নিয়ে নিত্যি মেইল আসে। কোন os, কী ব্রাইজার, কী স্পেসিফিক সমস্যা, সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না, কারণ আমি ব্যবহার করিনা, এটাই বলেছি।
  • কেলো | 127.254.254.216 | ০৩ মে ২০১২ ১০:৩৫543847
  • এই প্রথম আমি গুরুচন্ডালীতে আস্ত লিঙ্ক দিতে পারলাম। :)

    নতুন গুরুকে সেলাম...
  • a | 135.16.135.194 | ০৩ মে ২০১২ ১০:৪০543848
  • বেশিরভাগ ট্যাবলেট andriod? আপেল শুনলে মামলা ঠুকে দেবে গুরু
  • ক্যাপ্টেন কোলো | 24.96.159.65 | ০৩ মে ২০১২ ১০:৫৭543849
  • গুচ লে-আউটে বঙ্গলিপি টেস্ট

    গুজ্জব গাইজ
  • কেলো | 127.254.254.216 | ০৩ মে ২০১২ ১১:০৯543850
  • এ দাদা ঠিক বলেছেন।
    আপেলের মামলার হাত থেকে বাঁচবার জন্য আমি আমার আগের পোস্টে 'বেশীভাগ' কথাটি প্রত্যাহার করে 'সিংহভাগ' কথাটি ব্যবহার করলাম। সিংহের ঠিক কতটা ভাগ, সেটা নিয়ে দীর্ঘদিন লড়াই করা যাবে। তাই আপেল মামলা করতে সাহস পাবে না।

    আর হ্যাঁ ক্যাপ্টেন কোলো কিন্তু আমি না। আমি হলাম প্রোঃ কী. কেলো। যেমন প্রোঃ টি. শঙ্কু।
  • কুমু | 132.160.159.184 | ০৩ মে ২০১২ ১১:১৬543851
  • এসব অপোপোচার,শ্যামলদার সব ফোনই আমার ফোন।মানে উনি প্রায়ই পার্সোনাল ফোনটি হারান,(একসঙ্গে দুটি হারানোর রেকর্ডও আছে),তবে আপিসের দেয়াটি কখনোই হারান না।

    তখন আমি হাসিমুখে আমার ফোনটি ওনাকে ধার/বরাবরের জন্য দিই।।
  • শ্রী সদা | 69.97.138.95 | ০৩ মে ২০১২ ১৩:৫৭543852
  • কেলোদা যে ক্ষী বলেন। আপনার মতো টেকনিক্যাল অনুসন্ধিৎসা থাকলে বর্তে যেতাম।
    আমার ফোন রুট করেছিলাম কেনার সাতদিনের মাথায়। সায়ানোজেনমড ফার্মওয়ার দিয়ে। তার পর আরো বেশ কয়েকবার ফার্মওয়ার চেঞ্জ করেছি। কিন্তু এই বাংলার সমস্যাটা থেকেই গেছে। কোনো ব্রাউজারে দেখা যায়, লেখা যায় না, কোথাও লেখা যায় পড়া যায় না, আবার কোথাও সব ভালো কিন্তু যখন তখন ক্র্যাশ করে।
  • Zzzz | 109.227.143.99 | ০৩ মে ২০১২ ১৭:৫৭543853
  • আমি টেকনিকাল!!! অত লজ্জা দিয়েন না কেলোদা। আমি টেকনিকাল শুনলে ঘোড়াতেও অবাক হয়ে হাসতে ভুলে যাবে।
  • Biplob Rahman | 212.164.212.14 | ০৩ মে ২০১২ ১৯:২৮543854
  • মোবাইল থেকে (স্যামসং-চ্যাম্প) গুরু বেশ ভালো করে পড়া যাচ্ছে। তবে টই বা ভাটে লগইন করা যাচ্ছে না; লেখা যাচ্ছে না। অন্যলেখাতেও মতামত লেখা যাচ্ছে না। :S
  • Biplob Rahman | 212.164.212.14 | ০৩ মে ২০১২ ১৯:৩২543855
  • "পাইদিদি যেমন বলেছেন – উনি টেলিফোন থেকে গুরু করেন না, এবং অন্য লোকের ফোনে পাঁউরুটি না ঝোলাগুড় তা নিয়ে ওনার মাথাব্যাথাও নেই, সেটা আজকের জন্য ঠিক বটে কিন্তু কাল পরিস্থিতি পাল্টে যেতে পারে। কারন টেলিফোন থেকে নেট ব্রাউজ করা কষ্টকর হলেও ট্যাবলেট থেকে তা নয়। ট্যাবলেটের দামও দিন দিন কমছে এবং পপুলার হচ্ছে। বেশীভাগ ট্যাবলেটই অ্যান্ড্রয়েড। কাজেই শুধু ফোনের জন্য নয় ট্যাবলেটের কথাও ভেবে অ্যান্ড্রয়েডে গুরু ঠিকমত আনার জন্য যা করা যায় তার সবই করা উচিত।"

    আশা করা যায়, গুরু'র পাঠককূলগণ অচিরেই একটি করে ট্যাব ফ্রি পাবেন! খিকজ। :D
  • সিকি | 132.177.16.128 | ০৩ মে ২০১২ ২১:০৬543857
  • কেলোদাদা,

    ঘেঁটেঘুঁটে পেলাম সিকিনীর মোবাইলে ভার্সন 2.3.2। ফ্রয়ো। এইবার গেলম সফটওয়্যার আপডেটে। সেখানে বারতিনেক চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারেই বলল, ফেইলড টু কানেক্ট দা সার্ভার।

    সবাই কথায় কথায় খুব বলে ফোন রুটিং করানোর কথা। এই রুটিং কেং কয়ে করে? কী এর উপায়? কোনও মেড ইজ়ি পাওয়া যাবে এ ব্যাপারে?

    দুই নং ব্যাপার। মোবাইল স্ক্রিনের স্ক্রিনশট কীভাবে নেয়?
  • পাই | 138.231.237.4 | ০৩ মে ২০১২ ২১:১৪543859
  • সিকি, ফেবুক গ্রুপে দেখো। একজন বাক্সের একটা স্ক্রীনশট দিয়েছে। তবে ঐটুকু বাক্সো এলে মনে হয় কোন অসুবিধা নাই। পড়া তো দিব্বি যাচ্ছে।
  • সিকি | 132.177.16.128 | ০৩ মে ২০১২ ২১:২৭543860
  • সদাকে ধন্যবাদ। ফ্রয়োতে স্ক্রিনশট নিতে পেরেছি। এই যে, এই রকম বাংলা আসছে অ্যানড্রয়েডের ডিফল্ট ব্রাউজ়ারে।

    https://plus.google.com/u/0/photos/109619061153939324777/albums/5738334795219492849

    কিন্তু প্রশ্ন আরও আসছে। মায়াবী ইনস্টলায়িত নেই। আমি যদি গুচ লেআউটে লিখতে চাই, তা হলে অপেরা মিনিতে লেখা যাচ্ছে না। মানে লেখা যাচ্ছে, কিন্তু ডানদিকের জানলায় আসছে না, আর যেহেতু লেখা ছাপাবার সময়ে ডানদিকের জানলা থেকেই পড়ে, তাই লিখে দিচ্ছে কিছু লেখেননি তাই আপডেটে অসমর্থ।

    সিম্বিয়ান, অ্যানড্রয়েড, দুটোতেই অপেরা মিনিতে এই জিনিস হচ্ছে। সিম্বিয়ানের ডিফল্ট ব্রাউজার তো ছেড়েই দিলাম, ও জালি মাল। অ্যানড্রয়েডের ডিফল্ট ব্রাউজারের স্ক্রিনশট ওপরে দিলাম।
  • siki | 132.177.16.128 | ০৩ মে ২০১২ ২১:২৮543861
  • কেলোদা,

    সায়ানোজেন মড টা কী জিনিস? কী হয় এটা দিয়ে?

    আমি মোবাইলে একেবারে গোমুখ্যু, একটু মিস্তিরির ভাষায় বোঝান।
  • sda | 127.194.192.236 | ০৩ মে ২০১২ ২১:৩১543862
  • সিকিদা, স্কাইফায়ার কি বলে ? আর নেহাত দরকার না পড়লে রুট করতে যেও না, দোকানদার দায়িত্ব নেবে না খারাপ হলে। তখন আবার নেট ঘেঁটে ঘেঁটে ঠিক করতে হবে ।
  • কেলো | 127.252.92.253 | ০৩ মে ২০১২ ২১:৩৩543863
  • সিকিদা,

    রুটিং এর হাজার একটা উপায় আছে, গুগলালেই পাবেন। তবে ওসব কিছুই করতে হবে না। Z4root বলে একটা সফটওয়্যার আছে সেটা ট্রাই করতে পারেন।

    http://www.addictivetips.com/mobile/z4root-is-one-click-root-app-for-samsung-galaxy-s-android-phones/

    ফেলড টু কানেক্ট দ্য সার্ভার বলছে কেন? ফোনটাতে কি নেট নেই? GPRS বা WiFi ? নেট থাকলে স্রেফ Z4root সফটওয়্যারটা ইনস্টল করে ফেলুন। তারপর সেটা চালালে দুটো অপশন দেবে - এক) রুট দুই) পার্মানেন্ট রুট। আপনি পার্মানেন্টলি রুট করে ফেলবেন।

    রুট হলে পরে XDA forum এ গিয়ে আপনার ওই গ্যালাক্সী ওয়াই এর ROM নিয়ে একটু পড়াশোনা করেই আমার আগের দেওয়া লিঙ্কে গিয়ে সায়ানোজেনমড টা পরানোর চেষ্টা করুন।
    **ব্যাকাপ নিতে ভুলবেন না।
    **আর আমার লিঙ্ক দেওয়া সায়নোজেন মডের আপনার/বৌদির ফোনের মডেলের পেজে দেখছি একটা সতর্কবানী দেওয়া আছে। সেই সতর্কবানীটা খেয়াল রাখবেন। বানীটা হল- "Official CyanogenMod support for ONLY for the International Version (GT-I9000), Bell Vibrant (GT-I9000M), and Telcel Galaxy S (GT-I9000T), NOT the any other Samsung Galaxy S variant."

    সায়নোজেন ভরলেই স্ক্রীনশট নিতে পারবেন এমনি এমনি। রুটেড ফোন ছাড়া স্ক্রীনশট বোধহয় নেওয়া যায় না।
    ...............................................................................................
    নাঃ...চিরকালই দেখছি কুমুদিদিই শেষ হাসিটা হাসেন। :(
  • কেলো | 127.252.92.253 | ০৩ মে ২০১২ ২১:৪৩543864
  • শ্রী সদার র Date:03 May 2012 -- 09:31 PM নম্বর পোস্টের সঙ্গে ভীষন একমত। তাইই তো আমি আমার পোস্টে লিখেছিলাম। কুমুদিদি কি সব বলে সব গুলিয়ে দিলেন।

    তাই বলি -- শ্যামলদাকে কুমুদিদির দেওয়া ওইসব আনস্মার্ট টেলিফোন আর সিকি-বৌদির গ্যালাক্সী এস এক হল নাকি?
  • কেলো | 127.252.92.253 | ০৩ মে ২০১২ ২১:৫৭543865
  • সায়নোজেনমড কি জিনিস সেটা আপনাকে বোঝাবার ধৃষ্টতা আমার নেই সিকিদা।

    http://www.cyanogenmod.com/ এটুকু দেখলেই আপনি আমার ১০ গুন বুঝতে পারবেন।

    আমার ফোন স্পাইস কোম্পানীর দেওয়া ফার্মওয়্যারে যা চলত তার চেয়ে এই সায়নোজেন মড রমে ঢের বেশী ভাল চলে। আমি মাঝখানে উবুন্তু কার্নেলে সায়নোজেন পরিয়েছিলাম। এখন আবার সায়নোজেনের নিজস্ব কার্নেলে ফিরে গেছি।

    স্যামসুঙ্ ও সোনি এরিকসনের কিছু মডেলে বাংলা দারুন আসে। কোন কারিকুরি না করেই।
  • siki | 132.177.16.128 | ০৩ মে ২০১২ ২২:২১543866
  • ফোনটায় সিম নেই। ওটা গৃহশোভা। তবে ওয়াই ফাই দিয়ে নেট করা যায়। মেনলি সেই পারপাসেই বাড়িতে রয়েছে। তবে নেট কানেকশন থাকা সত্বেও ফোন আপডেট নিচ্ছে না, অথচ জিমেল ফেসবুক এই ওই তাই সবকিছুর আপডেট নিজে নিজেই ডাউনলোডিয়ে নিচ্ছে।

    আর স্ক্রিনশট তো নিতে পারছি। ওপরে লিং দিলাম। স্ক্রিনশট নেবার জন্য সায়ানোজেন মড যদি হয়, তা হলে দরকার নেই। আমার দরকার হল ঠিকঠাকভাবে বাংলা ফন্ট রেন্ডারিং। অথবা অপেরা মিনিতে লিখতে পারা।

    সদা, স্কাইফায়ার এখনও নামাই নি।
  • siki | 132.177.16.128 | ০৩ মে ২০১২ ২২:২৫543868
  • এঃ, কেলোদা টাইমে টাইমে অ্যামোন বিনয় করেন না, আলু-চানা চালানোই যায় না :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন