এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউরো কাপ ২০১২

    a
    অন্যান্য | ০৬ জুন ২০১২ | ১২৩৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.139.128.15 | ২৯ জুন ২০১২ ১৬:০০549643
  • ধুস্‌, আর্জেন্টিনার সাপোর্টারদের সেই দুর্দিন এসেছে নাকি যে ইংল্যান্ডের ফুটবল (!) নিয়ে কথা শুনে জ্বালা ধরবে। ও তো শুধু মনে করিয়ে দেওয়া।
    আর আকাশকুসুম তো কতই হয়, যেমন এবারের ইউরোতে ইয়ং এবং কোল পেনাল্টি না মিস করলে, এতক্ষণে সেমিফাইনালে হয়ত জার্মানীকেই একগোলে হারিয়ে ফাইনালে গিয়ে হয়ত স্পেনকে তুলোধোনা করে...ইত্যাদি ইত্যাদি। ২০৬৬ এর জন্য অপেক্ষা করুন। মেওয়া যদি ফলে।
  • গান্ধী | 213.110.246.230 | ২৯ জুন ২০১২ ১৬:০১549644
  • আমার জন্মের আগের ঘটনাঃ( আমি নেই আলোচনায়
  • T | 24.139.128.15 | ২৯ জুন ২০১২ ১৬:০৩549645
  • যা বলেছেন, খালি যুগে যুগে এমন কতই না বিচ্ছিরি টার্ণিং পয়েন্টে এসে ইংরেজরা ভুল রাস্তায় ঠেলে দেয়।
  • T | 24.139.128.15 | ২৯ জুন ২০১২ ১৬:০৪549646
  • * ইংরেজদের
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৯ জুন ২০১২ ১৬:০৬549647
  • না না, ভগবান ভগবান বলেই না হাত দিয়ে গোল করেছিলেন। ব্লাসফেমি বলে ক্ষমাঘেন্না কইরা দিয়েন।
  • T | 24.139.128.15 | ২৯ জুন ২০১২ ১৬:১১549648
  • ভাল। একটা লোক সারাজীবন গুছিয়ে চোখ ধাঁধানো গোল করে গেল, আর জনগণ সবছেড়ে হ্যান্ড অফ গড নিয়েই লড়ে যাচ্ছে।
    যাক গে, খামোখা ঝগড়ায় যেতে চাই না।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৯ জুন ২০১২ ১৬:১৪549649
  • খুব বেসিক ব্যাপার - ওই গোলটা আনস্পোর্টিং, এবং ব্ল্যাটান্ট চুরি, এবং ভগবান হাত দিয়ে করার ব্যাপারটা স্বীকার করলেও এটা কখনো মানেননি যে ওটা ভুল ছিলো - উনি এখনো ওটাকে ডিফেন্ড করেন। So it doesn't matter whether he is God or not - he was a cheat, end of story.
  • T | 24.139.128.15 | ২৯ জুন ২০১২ ১৬:১৬549650
  • বেশ তো, খুবই ভাল কথা।
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৬:২২549651
  • জানি না বাকি রা জানে কিনা।
    একবার মারাদোনা একটা ইন্টারভিউ তে ওয়ার্ল্ড-কাপের ওর করা বেস্ট গোলটা নিয়ে বলেছিল যে
    "টিমটা ইংল্যান্ড বলেই গোলটা করতে পেরেছিলাম, অন্য কোনো টিম হলে আমাকে অনেক আগেই ফাউল করে ফেলে দেওয়া হতো"।
    মনে হয় ইন্টারভিউ টা নিয়ে ছিল সেই ওয়ার্ল্ড-কাপের ট্প স্কোরার।
  • কল্লোল | 129.226.79.139 | ২৯ জুন ২০১২ ১৬:৪২549653
  • আরে, ফাউল করতে গেলে ওর পায়ের বা গায়ের কাছাকাছি পৌঁছতে হবে তো - ;-)
  • নেতাই | 131.241.98.225 | ২৯ জুন ২০১২ ১৭:০৪549654
  • ইংল্যান্ড কি কখনো ফাউল করেনি?
  • প্পন | 214.138.240.254 | ২৯ জুন ২০১২ ১৭:১০549655
  • T, ভুল করছেন। ইংল্যান্ড আমার প্রথ্ম পাঁচ পছন্দের টিমের মধ্যে আসে না। কিন্তু যেটুকু ক্রেডিট পাবার কথা সেইটুকুই আমি দিয়েছি।

    আর হাত দিয়ে গোল করা তো হাত দিয়ে গোল করাই। সে অঁরি করলেও যা, ভগা করলেও তাই। পেনাল্টি মিস আর চুরি করে গোল এক হল নাকি। ঃ)
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৭:২৭549656
  • লোকজন আবার ভাবছে না তো যে আমি ইংল্যান্ডের বিশাল ফ্যান।
    মোটেই নয়।
    তবে ইংল্যান্ড খাজা টিম বলে ভাবতে পারি না, তাই একটু তর্ক করলাম।
    রুনি কে আমিও একদম সহ্য করতে পারিনা।
    আমার মোস্ট হেটেড প্লেয়ার লিস্টে রুনি আছে, তাই ভেবো না ওর হয়ে আমি গলা ফাটাচ্ছি।
    তবে আমি লিনেকার কে প্লেয়ার হিসাবে বেশ পছন্দ করতাম, আজও করি খুব ভালো প্রোগ্রাম হোস্ট হিসাবে।
    আমার দেখা ওয়ান ওফ বেস্ট জেন্টেলম্যান ফুটবল প্লেয়ার আর ফুটবল প্রোগ্রাম হোস্ট।
  • প্পন | 214.138.240.254 | ২৯ জুন ২০১২ ১৭:৩০549657
  • লিনেকার নিয়ে ক্ক।
  • গান্ধী | 213.110.246.230 | ২৯ জুন ২০১২ ১৭:৪৩549659
  • ইপিএল আর ইংল্যান্ডের সামনে আমার অনুর্দ্ধ ২২ এর বাচ্ছাদের নিয়ে করা পোস্টটা উবে গেল। কেউ পাত্তাও দিলনাঃ(
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৭:৪৩549658
  • একটা প্লেয়ার পনের বছর ফুটবল খেলে কখনো হলুদ কার্ড পর্যন্ত দেখেনি ভাবা যায়!
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৯ জুন ২০১২ ১৭:৪৭549660
  • লোকজন হয়তো আমাকেও ইংল্যান্ড ফ্যান ভাবে। পাড়ার ছেলে বলে দুর্বলতা থাকা আর ফ্যান হওয়া এক নয়। সে যাই হোক...

    রুনি আমার হেটেড লিস্টে না থাকলেও পছন্দের লিস্টে নেই। বিশেষ করে ম্যান ইউয়ের প্লেয়ার যখন। তবে লিনেকার এবং শিয়ারারকে আমার বিয়াপ্পক পছন্দ - ওল্ড স্কুল স্ট্রাইকার হিসেবে। গাসকোয়েনের মত প্রতিভা খুব কম প্লেয়ারের থাকে - কিন্তু গাঁজা খেয়ে ভোগে গেল। আরেকজন ছিলো - পিটার বিয়ার্ডস্লে - না দেখে থাকলে ইউটিউবে দেখে নিন - ওরকম ড্রিবল ওই সময়ে খুব কম লোকের ছিলো। প্লেয়ার এবং ম্যানেজার হিসেবে কেভিন কীগান আমার পছন্দের (নিউক্যাসল কানেকশন)। এই আর কী। তবে স্কিলের পাশাপাশি স্পোর্টিং স্পিরিট চাই, যে কারণে আমার অল টাইম ফেভারিট লিস্টে ভগবান নেই (সরি)।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৯ জুন ২০১২ ১৭:৪৮549661
  • লিনেকারের নাম আবার weird পেনাল্টির লিস্টেও আছে;-)
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৮:০০549662
  • আমরা গুরু'র বেশির ভাগ জনগন ইংলিশ লিগ টা ফলো করি, তাই মনে হয় ইংলিশ ফুটবলে একটু দুর্বলতা আছে।

    ইতালি ফাইনালে খেলবে, কিন্তু আমায় বলতে বললে আমি ইতালি'র ১১ জন প্লেয়ার এর নাম বলতে পারবো না, কিন্তু ইংল্যান্ডের ১১ জন কেন ২০ জনের নাম বলে দিতে পারবো।
    স্পেন, জার্মানী, হল্যান্ডের প্লেয়ার দের চিনি কারন ওরা বেশির ভাগ রিয়েল, বার্সা, বেয়ার্ন বা ইংলিশ লিগের প্লেয়ার বলে।
    এর বাইরে হলেই চিনতে পারি না।

    গান্ধী, তোমার পোস্টটা পড়েছি।
  • নেতাই | 131.241.98.225 | ২৯ জুন ২০১২ ১৮:২৫549664
  • পসন্দ তো আপনা আপনা।
    কিন্তু হাত দিয়ে করেছিল বলে মারাদোনার স্কিল তো আর মিথ্যে হয়ে যায়না। হলুদ কার্ড তো আমিও খাইনি, তাই বলে কি আমি বালাতেলির চেয়ে ভালো খেলি?
  • umesh | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৮:৩৮549665
  • নেতাই, একজন প্লেয়ার ১৫ বছর ইন্টারন্যাশনাল ফুটবল খেললো আর জীবনে একবারও হলুদ দেখলো না, সেটা যদি তোমার কাছে হাস্যকর হয় তাহলে কিছু-ই বলার থাকে না।
  • নেতাই | 131.241.98.225 | ২৯ জুন ২০১২ ১৮:৫৩549666
  • উমেশদা, হাস্যকর বলছিনা। অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। বড় অ্যাচিভমেন্ট।
    কিন্তু একজন ফুটবলার কতটা ভালো ফুটবল খেলে তার বিচার নিশ্চই ঐ দিয়ে করা হবেনা।

    অন্যদিক দিয়ে দেখলে, এটাকে কমিটমেন্টের অভাবও বলা যায়। গোলি যখন পেনাল্টি বক্সে বাইরে হাত দিয়ে বল আটকায় তখন সে জানে সে লাল কার্ড খাবে। কিন্তু আগে দল না আগে নিজের ভাবমুর্তি পরিছন্ন রাখার তাগিদ সে প্রশ্নে আমি সহমতের আশা না করেই বলি, আমি দ্বিতীয় দলে।
  • প্পন | 214.138.240.254 | ২৯ জুন ২০১২ ১৮:৫৫549668
  • * হাত
  • প্পন | 214.138.240.254 | ২৯ জুন ২০১২ ১৮:৫৫549667
  • মারাদোনার স্কিল নিয়ে কি কেউ কথা তুলেছে রে ভাই? ভগার সাপোটাররা ভগাকে নিয়ে কোন কথা উঠলে সেশমেস ঐদিকে তক্কোটাকে নিয়ে যান।

    কথাখান কইসিলাম কল্লোলদারে, অ্যাদ্দিন পরে রেজাল্ট দেখলে মনে হয় ইংল্যান্ড ২-১ গোলে হেরেছে কোঃ ফাঃ তে, রেকর্ড বুক তাই বলে, কিন্তু ভগার হত দিয়ে গোলটা বাতিল হলে আউটকাম অন্য হতেই পারত। আর ঐদিকে আর্জেন্তিনা বা ইংল্যান্ড যেই উঠত না কেন, বেলজিয়াম সেমির বেশ এগোতে পারত না।

    সেই নিয়ে এত ক্ষান্ডো!
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৯:১০549669
  • লিনেকার নিজের ভাব্মুর্তি ভালো বানাতে গিয়ে হলুদ/লাল কার্ড না দেখে দল কি ডুবিয়েছে, এরকম কিছু হলে অন্য কথা।
    কিন্তু এরকম কিছু হয়েছে বলে শুনিনি।
    মানুশটা বাস্তবিক দারুন ভাবে ভদ্রলোক।
    আমি লিনেকার কে হামবড়াই করতেও দেখিনি আর কোনো দিন কোনো প্লেয়ার নিয়ে আজে বাজে মন্তব্য করতেও শুনিনি।

    "পেলে" তো চিরদিন নিজের ঢাক নিজে পিটিয়ে এলো, বাকিরাও যে ফুটবল খেলতে পারে সেটাও স্বীকার করলো না।
    ভালো প্লেয়ার দের কি করে সম্মান দিতে হয় সেটা লিনেকার এর কাছে "পেলে" এর মতো খেলোয়াড় শিখতে পারে।
  • গান্ধী | 213.110.243.22 | ২৯ জুন ২০১২ ২০:০২549670
  • আচ্ছা ইউরোতে কেন ৩র্ড প্লেস নেই ??? আমাদের পছন্দের ফাইনাল তো ৩র্ড প্লেসের ম্যাচেই হবে
  • T | 24.139.128.15 | ২৯ জুন ২০১২ ২০:০৮549671
  • আমরা ছোটোবেলায় লিনেকার, গ্যাসকোয়েনের ছবি দেওয়া কার্ড জমাতাম। মার্কো ফান বাস্তেন, গুলিত, হাজি, রাইকার্ড, শিলাচি, বাজ্জো,... আহা কি সব প্লেয়ার। ইতালিয়া ৯০ টা চরম ছিল।
  • Tim | 108.249.6.161 | ২৯ জুন ২০১২ ২০:৩৩549672
  • T কে ক। হল্যান্ড আমার দ্বিতীয় পছন্দের দল ছিলো। বাস্তেন আমার সবচেয়ে পছন্দের স্ট্রাইকার। বেচারা বিশ্বকাপটা খেলতেই পারলোনা।

    মারাদোনার চোখ ধাঁধানো স্কিল ইঃ র পরেও আমার চুরিগুলোকে চুরিই মনে হয়। গোল করা বাদেও গোল বাঁচানো আছে হাত দিয়ে।

    বালোতেলির রাগটা প্পনের লিংক দেখার আগে বুঝতে পারছিলাম না। এখন বুঝেছি। কিন্তু ওকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে হবে। নইলে ভাইটাল ম্যাচে বসে গিয়ে দলকে ডোবাবে। নেতাইয়ের কথা অদ্ভুৎ লাগলো। দু গোলে জিতছে এই অবস্থায় মাথা গরম করে হলুদ কার্ড দেখা , না মাথা ঠান্ডা রেখে ফাইনালটা খেলা, কোনটা দলের বেশি প্রয়োজন?
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ২০:৪৪549673
  • হাজি কে তো ভুলেই গিয়েছিলাম।
    দুর থেকে আচমকা গোলে শট নিত। এরকম দারুন কিছু গোল আছে ১৯৯৪ এর বিশ্ব্কাপে।
    বাজ্জিও, দারুন দেখতে ছিল, ফুটবলের রাজপুত্র বলা হতো তখন।
  • সায়ন | 125.242.199.16 | ২৯ জুন ২০১২ ২১:২১549675
  • ঘিয়র্ঘি হাজি, ভুলেই গেছিলাম। রোমানিয়া টিমটা গেল কই?
    ইতালিয়া ৯০ একটা যুগান্তকারী ওয়ার্ল্ডকাপ। আর্জেন্টাইন গোলি গায়কোচিয়া। ফ্রাঙ্কো বারেসি আর মালদিনি। দোনাদোনি। রজার মিল্লা, স্কিলাচি... ক্যানিজিয়া। ক্যামেরনের দুই ভাই ওমাম বিয়িক আর আন্দ্রে কানা বিয়িক (এটা প্রথম ম্যাচেই রেড কার্ড দেখেছিল)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন