এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউরো কাপ ২০১২

    a
    অন্যান্য | ০৬ জুন ২০১২ | ১২৩৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.139.128.15 | ০৪ জুলাই ২০১২ ০১:৪২548710
  • গান্ধী, মেসির লাস্ট গোলটা কি দেখেছ! বল পায়ে অতটা ঐ গতিতে দৌড় তারপর ঐ সোয়ার্ভিং শট! কমবয়সী বা বেশীবয়সী অভিজ্ঞ কারো পক্ষেই আটকানো সম্ভব ছিল না।
  • aranya | 154.160.226.53 | ০৪ জুলাই ২০১২ ০১:৫৪548711
  • টি, শুধু বল পায়ে দ্রুত গতির দৌড় না কি মারাদোনার মত বল পায়ে হাই স্পীডে ডিফেন্ডারদের কাটাতে কাটাতে দৌড় ?
  • T | 24.139.128.15 | ০৪ জুলাই ২০১২ ০২:১৪548712
  • বল পায়ে দ্রুত গতির দৌড়টাও চাপের। তাছাড়া মারাদোনার করা শতাব্দীর সেরা গোলটার মতো প্রায় আইডেন্টিকাল গোল মেসিরও রয়েছে কিন্তু। ইউটিউবে পাবেন।
  • Tim | 208.82.21.188 | ০৪ জুলাই ২০১২ ০২:৪২548713
  • মেসির গোলটা আমি দেখেছি। অনূর্দ্ধ তেইশ দলের বিরুদ্ধে পোড়খাওয়া মেসির গোল দেখে মারাদোনার সাথে একাসনে বসাতে ইচ্ছে করেনি। যদিও শটটা বেশ ভালো, যেকোনো স্তরেই গোল হবে। ড্রিবলিং এ কে এগিয়ে বলার মত বিদ্যে আমার নেই, কিন্তু মারাদোনার ড্রিবলিং আমার চোখে বেশি সুন্দর লাগে। তুলির টানের মতজ। মেসি নিশ্চই এখনকার দের মধ্যে সেরা, কিন্তু তাও অত দূর্দান্ত লাগেনা। বরং জিদানের ড্রিবলিং আমার বেশি ভালো লাগতো।
  • T | 24.139.128.15 | ০৪ জুলাই ২০১২ ০২:৪৯548714
  • আরে না না, অনূর্দ্ধ তেইশের বিরুদ্ধে মেসির ঐ গোলটা দিয়ে মারাদোনার সাথে তুলনা টানছিলাম না। মেসির অন্য আরেকটা গোল আছে, প্রায় একইরকম ড্রিবল করে গোল। সেইটার কথা বলছিলাম, যদিও তুলনা টানতে চাই না। সিমিলারিটি আছে তাই বলেছিলুম আর কি!
  • aranya | 154.160.226.53 | ০৪ জুলাই ২০১২ ০৩:৪১548715
  • হ্যাঁ, বল পায়ে জোরে দৌড়নো ও চাপের। তবে মেসিকে আমি যেটুকু দেখেছি, স্লো ড্রিবলার বলেই মনে হয়েছে। তুলনা হয় না জানি, কিন্ত্তু কৃশানু কিছুটা ঐ রকম ড্রিবল করত, দারুণ পায়ের কাজ, তবে স্লো।
  • গান্ধী | 213.110.246.230 | ০৪ জুলাই ২০১২ ১০:২২548716
  • দেখেছি গোলটা।। মারাদোনার মত করা গোলটাও দেখেছি। কিন্তু মেসিকে সেই লেভেলে ভাবতে পারিনি। মাইকেল ওয়েনের ও ওরকম একটা গোল আছে, তো ????
  • গান্ধী | 213.110.243.22 | ০৪ জুলাই ২০১২ ১৮:৩৮548718
  • হুম।। উপরে উঠেছে। তো ??

    উঠেছে কারন নেদারল্যান্ডের বিখ্যাত ছড়ানো আর ব্রাজিলের শেষ দুই ম্যাচে হার, যে দুটো ব্রাজিল অলিম্পিকের প্রস্তুতির জন্য খেলেছে অনুর্দ্ধ-২৩ দল নিয়ে।।।ঃ) ফ্রেন্ডলী গুলোকে এতো গুরুত্ব দেয়াটা কি ঠিক ? যদিও আমার থেকে অনেক বেশী বোদ্ধারাই এই রুল বানিয়েছে, তবু
  • S | 139.115.2.75 | ০৫ জুলাই ২০১২ ০২:৩০548720
  • ভারত নেপালেরও পিছনে।
  • aka | 85.76.118.96 | ০৫ জুলাই ২০১২ ০৩:২২548721
  • মারাদোনা একা একটা বিশ্বকাপ জিতিয়েছে। একদম একা। সেবারে মারাদোনাকে রোখা ভ্গবানের পক্ষেও অসম্ভব ছিল। সেরা ফর্মের মারাদোনা সবার আগে, এমনকি জর্জ বেস্টও তারপরে, বাকিরা কয়েক যোজন দুরে।
  • lcm | 79.236.170.152 | ০৫ জুলাই ২০১২ ০৮:৫১548722
  • ইতালি ক্লাব লিগেও নাপোলি-র হয়ে মারাদোনা অনেক ওরকম গোল করেছে, কিন্তু সে ছিল অন্য যুগ, কেবল টেলিভিশনের পৃথিবীব্যপী নেটওয়ার্ক ছিল না। ইতালিয়ান ফুটবল লিগের তখন ছিল দাপট, পৃথিবীর সেরা প্লেয়াররা খেলত ওখানে।
    মারাদোনা যখন নাপোলি-তে যায়, ঐ ছিল একমাত্র স্টার প্লেয়ার। ধার দেনা করে নাপোলি মারাদোনাকে আনে। কৌলিন্য, অর্থ, যশে নাপোলি ইতালির বড় ক্লাব গুলোর (মিলান, জুভেন্তাস) ধারে কাছে ছিল না, লিগে ওদের স্থানও হত নীচের দিকে। কলকাতা লিগে উয়াড়ি ছিল যেমন। সেখান থেকে নাপোলি একবার লিগ চ্যাম্পিয়ন, দুবার ইতালিয়ান লিগে দ্বিতীয় স্থানে যায়। ১৯৮৯ তে নাপোলি uefa কাপ জিতে ইউরোপের সেরা হয়।
    মারাদোনা এবং পেলে গত শতাব্দীর দুই কিংবদন্তী ফুটবলার। কিন্তু, একার কাঁধে টিম নিয়ে যাওয়া মারাদোনা এতবার করেছে...।
    মারাদোনা - এক এবং অদ্বিতীয়ম।
  • Tim | 108.249.6.161 | ০৫ জুলাই ২০১২ ০৯:২৪548723
  • এই খেলাগুলো দেখতাম রাত জেগে, বা যখনই দেখাতো। এক এক সময় কম্পাইল করে দেখাতো একসাথে হাইলাইটস। পিকে খেলার আগেপরে খানিকটা বিশ্লেষণ করতেন। মালদিনি বারেসি দের সেরা ডিফেন্স ছিলো মিলানের। সেই ডিফেন্স ভাঙা সোজা ছিলোনা। মারাদোনার সাথে ছিলো কারেকা, মোটামুটি ভালো স্ট্রাইকার, গোলটা ভালো চিনতো। তাই নাপোলিকে রোখা যায়নি।

    আর ক্লাবের হয়ে ফ্রিকিকে ঐ সময় মারাদোনা যা সব গোল করেছে শুধু সেইগুলোর জন্যই কোন প্লেয়ার ইতিহাসে থেকে যেত।
  • aranya | 78.38.243.161 | ০৫ জুলাই ২০১২ ০৯:৪৭548724
  • পেলের খেলা সেভাবে কখনও দেখা হল না ঃ-( । একটা সিনেমা দেখেছিলাম, কি যেন নাম ছিল, বোধহয় 'জায়ান্টস অব ব্রাজিল'।
  • bhatta | 132.175.22.198 | ০৫ জুলাই ২০১২ ১০:২৫548725
  • পেলে গুড; মারাদোনা বেটার; জর্জ BEST.

  • stoic | 170.103.2.224 | ০৫ জুলাই ২০১২ ১২:৪১548726
  • এলসিএম,
    নাপোলি দুটো স্কুদেত্তো (ইতালিয়ান লীগ চ্যাম্পিয়নশিপ) জেতে, 86-87 আর 89-90 এই দুটো সীজনে। এর মাঝের বছরগুলোতে রানার্স আপ হয়েছিল। সেই সময় নাপোলির স্কোয়াড খুবই ভাল ছিল, আর মারাদোনা একমাত্র স্টার ছিল না, যদিও সবচেয়ে বড় স্টার ছিল। অন্যান্য স্টার প্লেয়ার যারা ঐ সময় নাপোলিতে খেলেছে, তারা হল ক্যারেকা, আলেমাও, জোলা।
  • প্পন | 226.52.215.232 | ০৫ জুলাই ২০১২ ১৮:১৭548727
  • সেরমভাবে দেখলে তো ৯৮-এর ফ্রান্সকেও একা জিদান জিতিয়েছে। ওই টিমের আর একটা প্লেয়ারের নাম বলুন দিকি যে যাকে কুড়ি বছর পরে লোকে চিনবে।

    মারাদোনার মত জিদানও আরেকবার দেশকে ফাইনালে তুলেছিল। সেইবার জিতলে পেলের সাথে এক আসনে বসত।

    আবার বলছি, এইভাবে গ্রেটনেস বিচার করলে।
  • প্পন | 226.52.215.232 | ০৫ জুলাই ২০১২ ১৮:২৩548728
  • ২০০০-এর ইউরোটাও আছে এর সাথে।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৫ জুলাই ২০১২ ১৮:২৩548729
  • বার্থেজকে চিনবে, ন্যাড়া মাথার জন্যে;-)

    আরো কয়েকজনকে চিনতেও পারে - Deschamps, Desaily, Thuram - মানে এই তিনটে নাম এখনো মনে পড়লো।
  • প্পন | 226.52.215.232 | ০৫ জুলাই ২০১২ ১৮:৩২548731
  • না না, সেতো লিজারাজু, জোরকায়েফ, পেতি, ব্লাঁ, ত্রেজেগুয়ে, দুগারি এরাও ছিল।

    যেমন ওই টিমে ছিল বাতিস্তা, বুরুচাগা, ভালদানো ইত্যাদি।

    কিন্তু ক্যাপার বিচারে এরা কেউ কি অলটাইম গ্রেট/হল অফ ফেম টাইপের লিস্টে ঢুকবে?
  • stoic | 170.103.2.224 | ০৫ জুলাই ২০১২ ১৯:১৩548732
  • ফ্রান্স ওয়ার্ল্ড কাপ ৯৮ আর ইউরো ২০০০ টিম খুবই ভাল ছিল। জিদান সুপারস্টার নিঃসন্দেহে, তবু বাকি প্রচুর ভাল প্লেয়ার ছিল ঐ টিমে। একা জিদান জিতিয়েছে টা মানা গেল না।
    ঃ)
  • stoic | 170.103.2.224 | ০৫ জুলাই ২০১২ ১৯:১৪548733
  • অল টাইম গ্রেট্স এর লিস্টে অবিশ্যি জিদান আসবে, বাকি কেউ আসবে কিনা সেটা তো সেই পুরনো নেভারেন্ডিং তক্কো।
    ঃ)
  • প্পন | 214.138.240.254 | ০৫ জুলাই ২০১২ ১৯:১৭548734
  • ঃ)

    সে কি বুরুচাগা, ভালদানো, ব্রাউন, অস্কার এরা খারাপ ছিল? নেহাত এরা বেশিরভাগ তখন মনে হয় ইওরোপে খেলত না।

    পাসারেলাও তো ছিল, সারা টুর্নামেন্টে খেলেনি! মানে বিলার্দো খেলায়নি।
  • ঊমেশ | 90.254.147.148 | ০৫ জুলাই ২০১২ ১৯:২২548736
  • আমি কিন্তু এখনো বিশ্বাস করি যে, যদি ১৯৯৮ ব্রাজিল টিমে রোমারিও থাকতো তাহলে ফ্রান্সের বিশ্বকাপ জেতা হতো না।

    বাকি রা গালি দিলেও আমার এই বিশ্বাস কোনো দিন যাবে না।
  • গান্ধী | 213.110.243.22 | ০৫ জুলাই ২০১২ ১৯:২২548735
  • প্পনদার সাথে একমত ২০ বছর পর জিদান ছাড়া কাউকেই কেউ চিনবে না। মনে করবেই যে জিদান একা জিতিয়েছে।

    আমার দেখ সেরা প্লেয়ার জিদান। অল টাইম গ্রেট লিস্টে ও তো থাকবেই
  • প্পন | 214.138.240.254 | ০৫ জুলাই ২০১২ ১৯:৩২548737
  • হ্যাঁ, ৯৪-২০০২ এই সময়্টা ব্রাজিল অপ্রতিদ্বন্দ্বী। স্পেনকে নিয়ে হইচইয়ের সময় এটা মাথায় রাখা দরকার।

    ফ্রান্সের হাতে ফাইনালে হারাটা ডেভিডের হাতে গোলিয়াথ বধের মতনই।
  • stoic | 170.103.2.224 | ০৫ জুলাই ২০১২ ২১:০১548738
  • রোমারিওর ব্যাপারে উমেশের সাথে এক্কেবারে ক্ক।
  • aka | 178.26.215.13 | ০৫ জুলাই ২০১২ ২১:০২548739
  • আমি এই পোস্টটার জন্য ওয়েট করছিলাম। ঃ)
  • aranya | 154.160.226.53 | ০৫ জুলাই ২০১২ ২১:২২548740
  • রোমারিওর ব্যাপারে আমিও ক।
  • ranjan roy | 24.96.147.140 | ০৫ জুলাই ২০১২ ২১:২৯548742
  • রোমারিও'র ব্যাপারে ক। তার আগের কাপে বেবেতো আর রোমারিওর কম্বি চোখে লেগে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন