এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউরো কাপ ২০১২

    a
    অন্যান্য | ০৬ জুন ২০১২ | ১২৩৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.246.230 | ২৯ জুন ২০১২ ১১:৫২549609
  • এই টিমে ঠিক লিডার নেই মাঠে। একটা বালাক বা কান দরকার ছিল টিমে। লাম ভালো প্লেয়ার কিন্তু লিডার হিসেবে ঐ লেবেলের নয়। খেদিরা-সোয়াইনস্টেইগারকেই এই জায়্গাটা নিতে হবে।
  • নেতাই | 131.241.98.225 | ২৯ জুন ২০১২ ১২:০২549610
  • আবাপতে ট্রেভর মর্গানের লেখা পড়েছো? এইসব অক্ষম রাগ দেখলে হাসি পায়। ভদ্রলোক মনে হচ্ছে ২০০৬ বিশ্বকাপের শোক এখনো ভুলতে পারেননি।
    http://www.anandabazar.com/29khela2.html
  • গান্ধী | 213.110.246.230 | ২৯ জুন ২০১২ ১২:০৪549611
  • ধুর। ও ব্যাটা তো ইংরেজ। রোনাল্ডোর উপর হেব্বি রাগ, সেই চোখ টেপার কথা আগেরদিন লিখেছিল ।
  • নেতাই | 131.241.98.225 | ২৯ জুন ২০১২ ১২:১০549612
  • রোনাল্ডো বিশ্বের প্রথম পাঁচজন ফুটবলারের মধ্যে আছেন কিনা তা নিয়েও ভদ্রলোকের সংশয়। রোনাল্ডো না থাকলে কে থাকবে? রুনি? মর্গান নিজে একটা লিস্টি করে দিতে পারতেন। নানি আর রোনাল্ডো প্লে অ্যাকটিং করছে বলে সারাক্ষন কান্নাকাটি করে গেলেন আর কয়দা করে বলেও দিলেন মর্গান নিজে খেলার সময় রোনাডোর চেয়ে কত মহান ছিলেন। কি সব দাবি দাওয়া।
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১২:৩০549613
  • আমি যেদিন প্রথম বালোতেলি'র খেলা দেখি, সেদিন থেকে ওর ফ্যান। ম্যান সিটি'র খেলা দেখি বালোতেলি'র জন্যে।

    দুর্দান্ত পজিশন নেয়, অনেক আগে থেকে বুঝে যায় বল কোথায় আসবে।

    আজকাল ফুটবল দুনিয়া তে ভালো স্ট্রাইকারের খুব অভাব। বালোতেলি, ইব্রামোভিচ রা যেন দিন দিন বিরল প্রজাতি হয়ে যাচ্ছে।
  • গান্ধী | 213.110.246.230 | ২৯ জুন ২০১২ ১২:৩৫549614
  • ফাইনালের আগে একটা ইউরোর সেরা ১১ হয়ে যাক ??? এখনো অব্দি ???
  • কল্লোল | 129.226.79.139 | ২৯ জুন ২০১২ ১২:৫৮549615
  • আরেঃ ইংরেজগুলো ঐরকমই। যেই হেরে গেলো ওমনি রোনাল্ডো প্রথম পাঁচেই আসে না, পুরো ভাট। সত্যি কথা বলতে ওদের কথা না ধরাই ভালো । ঐ যে বল্লুম, কোন খেলাতেই কিছু করতে পারে না। নিজের দেশে একবার চোরামী করে জিতেছে। এতোই যদি সব দুর্দান্ত পেলেয়ার, তো তাদের খেলোয়ার জীবন কি ১৯৬৬এই আটকে ছিলো? ১৯৬২তে ববি মূর, ববি চার্লটন, জিমি গ্রিভস নিয়ে দৌড় কোঃফাঃ ব্রাজিলের কাছে ৩-১।
    ১৯৭০এ পঃজার্মানীর কাছে ৩-২ সেই কোঃফাঃ। তার্ক সাপেক্ষে ১৯৬৬র টিমটাই এখন পর্যন্ত ইংল্যান্ডের শ্রেষ্ঠ টিম। তাদেরও জিততে পেলের ঠ্যাং খোঁড়া করে, ইউসোবিওকেও মেরে বসিয়ে দিয়ে, এবং শেষ পর্যন্ত ফাইনালে সেই কুখ্যাত চোরামী করতে হয়।
    কিন্তু হৈ চৈ-এ কমতি নেই। গাসকোয়েন প্রায় পেলে হয়ে গিয়েছিলো, রুনি তো নেহাৎ ভাগ্য খারাপ - নইলে রোনাল্ডো/মেসির চেয়ে কম কিসে। লিনেকার আওয়েন নিয়েও মাতামাতি কম হয় নি। আর বেকহ্যাম তো ক্লাসিক কেস অফ মিডিয়া হাইপ।
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৩:২৩549616
  • কল্লোলদা, ইংল্যান্ড টিম যে মিডিয়া-হাইপ টিম এটা ঠিক তবে তুমি যতোটা ছ্যাঃ ছ্যাঃ করছো ততোটা বোধহয় নয়।

    কেন সেটা পরে লিখছি।
  • গান্ধী | 213.110.243.22 | ২৯ জুন ২০১২ ১৩:৪৪549617
  • ইংল্যান্ডের লোকগুলোর একটা জিনিস সত্যিই ভালো, লোকগুলো ফুটবল পাগোল। নিজের দেশের হতাশা মেটাতে এসব বলে।।
  • Toba Tek Singh | 24.99.179.43 | ২৯ জুন ২০১২ ১৩:৫৯549619
  • মুশকিলটা হল ট্রেভর মর্গ্যান ইংলিশ সাপোর্টারদের রিপ্রেজেন্টেটিভ নয়। হয়তো ওকে বরাত দেওয়া হয়েছিলো এসব লিখতে। সেদিনও মনে হয় লিখলাম - যে এই মিডিয়া হাইপ জিনিসটাই একটা হাইপ। কজন প্রপার ব্রিটিশ মিডিয়া কি লেখে/লিখছে পড়ে কমেন্ট করছে এখানে? বার্নে রনে, রিচার্ড উইলিয়ামস, ড্যানিয়েল টেলর, ফিল ম্যাকনাল্টি, জর্জ কল্কিন - কজন পড়ে? এমনকি ক্লাব ফোরামগুলোতেও রীতিমতন ক্রিটিসিজম থাকে। সেসব না পড়েই পাতি পোস্ট-কলোনিয়াল হ্যাংওভার থেকে চাট্টি বক্তব্য রাখলে বোকাবোকা ব্যাপার হয়।

    রোনাল্ডোর সেই চোখ টেপা-কে অবশ্যই পাতি ইংলিশ ফ্যানেরা ভালো চোখে নেয়নি। অনেকে এও ভেবেছিলো যে পরের সীজনে রোনাল্ডো বেদম আওয়াজ খাবে, এমনকি রুনির সাথে খাড়াখাড়ির ফলে কোনো একজন ম্যানিউ ছাড়বে। পরের সীজনে বরং আরো সাংঘাতিক পার্টনারশিপ তৈরী হয়েছিলো ইপিএলে। এবং সেই ইংলিশ সাপোর্টাররাই চোখ টেপা ভুলে সেই পার্টনারশিপকে চীয়ার করেছিলো।
  • Toba Tek Singh | 24.99.179.43 | ২৯ জুন ২০১২ ১৪:১০549620
  • ধাঁধাটা হল শুধু মিডিয়া-হাইপড প্লেয়ার নিয়ে ফিফা ranking কী করে ৬ হয়! ইউরোর পর অবশ্য কিছুটা বদলাবে - দেড়শো মতন পয়েন্ট যোগ হচ্ছে - হয়তো ৭/৮ হবে, নির্ভর করবে অন্যদের পয়েন্ট কত বাড়ে/কমে। তাও। তাহলে ধরে নিতে হয় ফিফার সিস্টেমটা বাল। কে জানে।
  • গান্ধী | 213.110.243.22 | ২৯ জুন ২০১২ ১৪:২৪549621
  • র‌্যান্কিং সম্বন্ধে একটু প্রবলেম আছে, ফ্রেন্ডলী ম্যাচের রেসাল্টে অনেক র‌্যান্কিং পাল্টায়। নাহলে আর্জেন্টিনা কি করে ৭ হয় ?? (আর্জেন্টিনার সাপোর্টাররা রাগবেন না। )

    আসলে প্রতিটা টুর্নামেন্ট খেলে কোয়ার্টারে উঠলেই র‌্যাংক প্রচুর ভালো থাকে, আর্জেন্টিনা-ডেনমার্ক-ক্রোয়েশিয়া-ইংল্যান্ড এদের দেখলেই বোঝা যায়। প্রথম ১-৫ বাদ দিলে বাকিদের মধ্যে কি বিশাল ডিফারেন্স আছে??

    এটা র‌্যান্কিং নিয়ে প্রশ্ন নয়, এই মুহুর্তে দাঁড়িয়ে এই র‌্যান্কিংটাই ঠিক, কারন যে ৫টা দেশকে সবাই শক্তিশালী বলে মানে তারা প্রথম ৫য়েই আছে

    স্পেন-উরুগুয়ে-জার্মানী-হল্যান্ড-ব্রাজিল

    হয়্ত ইউরোর পর অনেক চেন্জ হবে, পর্তুগাল-ইটালী আবার এগিয়ে আসবে।

    ইংল্যান্ড নো-ডাউট ভালো টিম। কিন্তু এদের সাথে তুলোনায় আসেনা। খেলার মান দেখলে হয়্তো স্প্যানিশ লিগ অনেক ভালো, কিন্তু আমাদের ইপিএল দেখতেই ভালো লাগে, সেটা কলোনিয়াল হ্যাংওভার না খেলাপাগল দেশের খেলা বলে জানিনা।
  • গান্ধী | 213.110.243.22 | ২৯ জুন ২০১২ ১৪:২৬549622
  • কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলোকে বা ফ্রেন্ডলীগুলোকে আমরা যারা দুর থেকে খেলা দেখি তারা পাত্তা দিইনা। কিন্তু ডেনমার্ক-রশিয়া-ক্রোয়েশিয়া-ইংল্যান্ড-সুইডেন এসব দেশগুলোর পারফর্মেন্স এগুলোতে খুবই ভালো। কিন্তু আমরা তো দেশের খেলা বলতে ওয়ার্ড কাপ-ইউরো-আর কোপা আমেরিকা বুঝি?? তাই আমাদের কাছে ইংল্যান্ড অত বড় টিম নয়
  • Toba Tek Singh | 24.99.179.43 | ২৯ জুন ২০১২ ১৪:৩২549623
  • ইপিএল ভালো লাগাটা কলোনিয়াল হ্যাংওভার আর ইংল্যান্ডের সবকটা মিডিয়া-হাইপ বলে হাইপ দেওয়া হল পোস্ট-কলোনিয়াল হ্যাংওভার;-)

    রুনিকে ববি মুর বা গাসকোয়েন বা লিনেকারের সাথে এক ব্র্যাকেটে রাখা পোস্ট নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। তবে কিনা বাকি অনেক টইয়ের মত এটাকেও খামচাখামচির জায়গা করে ফেললে মুশকিল। যাওয়ার জায়গা থাকবে না।
  • গান্ধী | 213.110.243.22 | ২৯ জুন ২০১২ ১৪:৩৫549625
  • যাহ বাবা !!

    খামচাখামচি যেন না হয়। এখানে পোস্ট পড়ে পড়ে অনেক কিছু শেখা যায়। আর তোমাদের বিপক্ষে কিছু লিখতে গেলে একটু-অধ্টু পড়তেও হয়ঃ) নো খামচাখামচি। জাস্ট আলোচনা
  • গান্ধী | 213.110.243.22 | ২৯ জুন ২০১২ ১৪:৩৫549624
  • যাহ বাবা !!

    খামচাখামচি যেন না হয়। এখানে পোস্ট পড়ে পড়ে অনেক কিছু শেখা যায়। আর তোমাদের বিপক্ষে কিছু লিখতে গেলে একটু-অধ্টু পড়তেও হয়ঃ) নো খামচাখামচি। জাস্ট আলোচনা
  • Umesh | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৪:৩৮549627
  • কল্লোলদাকে,
    প্রথমে আমি স্বীকার করে নিই, আমিও বিশ্বাস করি ৬৬ এর ইংল্যান্ডের এর জেতাতে অনেক জল ছিল আর ইংল্যান্ড কোনো দিনই বিশ্বের সেরা ফুটবল টিম নয়।
    কিন্তু তুমি যে বলো ইংল্যান্ড টিম কে বাল-ছাল টিম, পুরো মিডিয়া হাইপ সেটাও মেনে নিচ্ছি না।
    ৬২ তে কোঃ ফাঃ এ তখনকার ব্রাজিলের কাছে হারাটা মোটে-ই লজ্জার নয়, আর তাতে প্রমান হয় না ইংল্যান্ড খাজা টিম।
    ৭০ এর জার্মানী (তখন পশ্চিম) এর কাছে কোঃ ফাঃ হার টাও তাই।
    তারপর আমার দেখা ৮৬ এর কথা, কোঃ ফাঃ এ হারলো মারাদোনা'র কাছে, খুব খারাপ টিম ছিল কি, না খারাপ খেলেছিল? ৯০ তে সেমি তে ইতালি'র কাছে, তাতেও খারাপ খেলেনি।

    আমার মনে হয় তারপর থেকে ইংল্যান্ড টিমের অবনতি শুরু। ৯০ এর পর থেকে আজকের ইংল্যান্ড টিমের প্লেয়ার দের দেখে মনে হয় ওরা কেউ দেশের হয়ে খেলতে ইচ্ছুক নয়, জোর করে খেলানো হয়। সেই শিয়েরার থেকে শুরু হয়ে রুনি পর্যন্ত একই গল্প। এরা EPL খেলেই খুশী তার বেশি কিছু চাই না। লিনেকার, গ্যাসকোয়েন পর্যন্ত এটা ছিল না।

    মিডিয়া একটু হাইপ করে কিন্তু একদম বাল-ছাল হলে EPL আর চ্যাঃ লিঃ এ কি করে ভালো খেলে? তাহলে ও দুটো-ও বাল-ছাল টুর্নামেন্ট?

    আমি মনে করি ইংল্যান্ড সবসময় বিশ্বের ৫ থেকে ৬ এ থাকার মতো টিম ছিল। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানী, ইতালি আর ফ্রান্সের আর সম্প্রতি স্পেন এর পর। ওদের আগে যাবার ক্ষমতা ইংল্যান্ড এর নেই, সেটা ব্রিটিশ মিডিয়াও জানে।

    ওয়ার্ল্ড-কাপ যদি ফুটবলার দের ক্ষমতা বিচার করার মাপকাঠি হয় তাহলে ২০১০ এর হিরো ফরলান কে তারপর খুজে পাওয়া গেলো না কেন? ২০০২ এর হিরো রিভাল্ডো একই কেস।
  • Toba Tek Singh | 24.99.179.43 | ২৯ জুন ২০১২ ১৪:৩৮549626
  • কারো কাছেই বড় টিম - মানে কাপ জেতার মত টিম নয়। ওদের কাছেও নয়। আমার সেটাই বলার।

    এই নিউক্যাসল নিয়েও এই রকম হয়। একটা প্রচার আছে যে নিউক্যাসলের সাপোর্টাররা deluded - সেই কবে ঘি খেয়েছিলো, এখনো তার গন্ধ শোঁকে - মানে ভাবে যে বিরাট বড় দল, এবার লীগ জিতেই ফেলবে। কিন্তু এটা ওই ডেইলি মেল/মিরর-এর জার্নালিজম। বাস্তবে, নিউক্যাসল ফ্যানের হার্ডলি ০.১% এরকম ভাবলেও ভাবতে পারে, বাদবাকি সবাই যথেষ্ট sane - যারা এবছর দশের মধ্যে থাকলেই খুশি হত, পাঁচ তো উপরি।

    ইংল্যান্ড কেসটাও তাই। এগুলো খুব কাছ থেকে দেখা বলে ভাটস্য ভাট কমেন্টগুলোতেও মুখ থেকে একটা reaction বেরিয়ে আসে।
  • গান্ধী | 213.110.243.22 | ২৯ জুন ২০১২ ১৪:৪১549630
  • উমেশদা

    ফোরল্যান কিন্তু কোপা-১১ তেও দারুন খেলেছিল। ওর খেলা দেশের হয়ে ভালো লাগে। ক্লাবে দারুন লাগেনা, সে ম্যান ইউতেই হোক বা অ্যাথলেটিকো বা ইন্টার
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৪:৪১549628
  • আমি হল্যান্ডের কথা লিখতে ভুলে গেছি, ইংল্যান্ড তার পরে আসবে।
  • ঊমেশ | 90.254.147.148 | ২৯ জুন ২০১২ ১৪:৫২549632
  • আমি সেটাও বলতাম কিছু দেশ আছে তাদের প্লেয়াররা দেশের হয়ে খেলার সময় জীবন দিয়ে খেলে।
    যেমন ব্রাজিল, জার্মানী, ইতালি, আর্জেন্টিনা বাদে বাকি কোপা টিম গুলো।
    কিন্তু ফ্রান্স, ইংল্যান্ড, সম্প্রতি হল্যান্ড এদের প্লেয়াররা যেন দেশের খেলার প্রতি খুব একটা মোটিভেটেড নয়।
    কেন জানি না।
    ২০০২ এর ফ্রান্স টিম এর স্ট্রাইকার লাইন তখনকার দিনে বিশ্বের সেরা। অথচ তিনটে ম্যাচে একটা গোল করতে পারিনি। EPL, লা লিগা, ইতালি লিগে ভুরি ভুরি গোল করা লোকেরা একটা গোলও করতে পারিনি।
  • Toba Tek Singh | 24.99.179.43 | ২৯ জুন ২০১২ ১৪:৫২549631
  • ৬৬ কাপে জার্মানির সাথে বিতর্কিত গোল নিয়ে তর্ক করে লাভ নাই। এই কিছুদিন আগেও একই ঘটনা ঘটেছে - সেই দুটো একই দল, শুধু গোলটা উল্টোদিকের বাতিল হয়েছিলো। মোদ্দা ব্যাপার হল এত টেকনোলজি সত্ত্বেও হয়েছে - আর ৬৬ তে তো সেই টেকনোলজির ট-ও ছিলো না।

    বাকিটা উমেশের সাথে ক। শুধু আবার যোগ করবো যে ইংলিশ প্লেয়ারদের নিয়ে হাইপটা ইটসেল্ফ একটা হাইপ। ডেইলি মেল/মিররের জার্নালিজম নিয়ে হাইপ হাইপ করে চেঁচিয়ে কাজ নাই।

    গাসকোয়েন-শিয়ারার-বিয়ার্ডস্লেদের পর, ওয়েনের কেরিয়ারের প্রথম দিক - ওই অবধি এখনকার মার্সিনারি ব্যাপারটা ছিলো না। এর সাথে ইপিএলে হঠাৎ করে প্রচুর টাকা (বি-স্কাই-বি-র ডীল প্রিমিয়ার লীগের সঙ্গে) এসে যাওয়ার টাইমলাইনটা ম্যাচ করে যায়। এখন টাকাটাই বড় - তাই ক্লাবগুলো অ্যাকাডেমির দিকে নজর দেয় না (অল্প কয়েকটা ক্লাব ছাড়া), কাজেই নীচু লেভেলে স্কিলফুল ইংলিশ প্লেয়ার তৈরীই হয় না। ৬/৭ - এই আপাতত আছে/থাকবে, যতক্ষণ না গ্রাসরুট লেভেলে কিছু বদলাচ্ছে। ভালো স্পোর্টস রাইটরেরা মোটামুটি সকলেই এই ব্যাপারে একমত।
  • কল্লোল | 129.226.79.139 | ২৯ জুন ২০১২ ১৫:২৯549633
  • আমি কখনোই বলিনি যে ইংল্যান্ড ফুটবলে ভারতের চেয়েও খারাপ।
    বিশ্বকাপের কোঃফঃ ইয়ার্কির জায়গা নয়।
    কিন্তু।
    এদের নিয়ে যে লাফালাফিটা হয় সেটা ফালতু বাড়াবাড়ি। বেকহ্যাম, লিনেকার, গ্যাসকোয়েন, রুনি নিয়ে যে লাফালাফিটা হয় এরা তার যোগ্য নয়। তার মানে আমি এটা বলছিনা যে এরা সবাই এক মানের প্লেয়ার। এদের মধ্যে মিল যেটা, সেটা হলো এদের নিয়ে লাফালাফি। গ্যাসকোয়েন তো প্রায় পেলে হয়ে গেছিলো।
    ধরো পির্লো। কে যেন লিখলো, এতোদিন কোথায় ছিলেন? তাতে উত্তর এলো কেন অমুক ওয়ার্ল্ড কাপে তৃতীয় শ্রেষ্ঠ প্লেয়ার। অথচ দ্যাখো একজন যে অতটা ফুটবল ফলো করে না সে কিন্তু এটা রুনিকে নিয়ে বলবে না। অথচ তুলনা হয় কি এদের?
  • প্পন | 214.138.240.254 | ২৯ জুন ২০১২ ১৫:৪৫549634
  • লা লিগায় দুটো জায়ান্ট টিম বাদে বাকিরা দুদুভাতু।

    এই জন্যই ইপিএল ভালো লাগে।
  • প্পন | 214.138.240.254 | ২৯ জুন ২০১২ ১৫:৫০549635
  • আর ৮৬ তে ভগবান হাত দিয়ে গোল না করলে ইংল্যান্ড সেমিতে চলেও যেতে পারত। সেখানে হয়ত বেলজিয়ামকে হারালেও হারাতে পারত।
  • প্পন | 214.138.240.254 | ২৯ জুন ২০১২ ১৫:৫৪549636
  • কল্লোলদার পোস্টে উত্তর হল ইপিএল ও (কিছুটা) লা লিগার সফল মার্কেটিঙের জন্য।

    মিলান বা জুভেন্টাসের খেলা মাঝেসাঝে চ্যাঃলিঃ ছাড়া কে দেখে?
  • T | 24.139.128.15 | ২৯ জুন ২০১২ ১৫:৫৫549637
  • ভগবান পা দিয়েও একটা গোল করেছিলেন, যেটা আবার শতাব্দীর সেরা গোল।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ২৯ জুন ২০১২ ১৫:৫৭549639
  • সেই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিলো ভগবানের হাত দিয়ে করা গোলটা। কাজেই ভগবান পা দিয়ে যত অসাধারণ কীর্তিই করে থাকুন না কেন, *স্পোর্টসম্যানশিপ*-এর লিস্টে জায়গা পাবেন না।
  • প্পন | 214.138.240.254 | ২৯ জুন ২০১২ ১৫:৫৭549638
  • জান্তাম কারো কারো গায়ে জ্বালা ধরবে। ঃ)

    যতই সেরা গোল হোক, তাতে একটা গোলই হয়। হাত দিয়ে গোলটা না করলে ফল ১-১ ই থাকত।
  • গান্ধী | 213.110.246.230 | ২৯ জুন ২০১২ ১৫:৫৯549642
  • অন্য ফুটবলের টইতে না গিয়ে এখানেই লিখলাম। অন্য প্রসঙ্গে যদিও

    অনুর্দ্ধ-২২ এশিয়া কাপের কোয়ালিফাইং-এ ভারতের (র‌্যান্ক ১৬৪ ) টিম বেশ ভালো খেলছে। প্রথম ম্যাচে লেবাননকে (১৪৩) ৫-২ এ হারিয়েছে, ইরাকের (৭৪) কাছে ২-১ এ হেরেছে, আর আরব-আমীরসাহীর (১১৯) সাথে ১-১ ড্র।

    ৬ দেশের মধ্যে ৪ এ আছে। মুলপর্বে যেতে পারবেনা ঠিকই। কিন্তু টিমটা নাকি ভালো খেলছে।

    ভারতের ইন্টারন্যাশনাল রেকর্ড আরো খারাপ হাওয়ার একটা অন্যতম কারন আমাদের জোন চেন্জ করে এখন পশ্চিম এশিয়ার সাথে ফেলেছে। যদি ইস্টের সাথে থাকতো তাহলে মায়ানমার-সিঙ্গাপুর এরকম দেশগুলোর সাথে ফাইট করলে র‌্যান্ক কিছুটা এগত। ক্লাব চ্যাম্পিয়ানশিপেও একই হাল। ঐ টিমগুলোর সাথে স্ট্যামিনা বা শক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে আমরা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন