এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউরো কাপ ২০১২

    a
    অন্যান্য | ০৬ জুন ২০১২ | ১২৩৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 78.38.243.161 | ০২ জুলাই ২০১২ ০৯:২৭549742
  • গান্ধী, টিম প্রমুখ বাচ্চারা যারা এখনও চুটিয়ে ফুটবল খেলে, তাদের যে মাঝেসাঝে একটু হিংসে হয় না এমনও নয় - সত্যের খাতিরে স্বীকার করা উচিত।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০২ জুলাই ২০১২ ০৯:৪৭549743
  • ধুর বালঃ-(

    তবে এটা ওই গত বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালের স্টাইলে খেলা নয়। এটা অনেকটা SBR যেটাকে কার্পেট ফুটবল (পাস অ্যান্ড মুভ) বলতেন - সেই স্টাইল। কাল শুধু পাসে আটকে থাকেনি, গোলে অ্যাটেম্পট নিয়েছে।
  • গান্ধী | 213.110.246.230 | ০২ জুলাই ২০১২ ০৯:৫৭549744
  • অরণ্যদা

    কালকের খেলা দেখে সত্যিই হেব্বি ভালো লেগেছে। ফ্রাস্টুও খেয়েছি, হিংসাও হয়েছে ।

    কিন্তু স্পেন তো এই খেলাটা এখন প্রতিদিন খেলতে পারেনা, কোনো দল কড়া ট্যাকল করলে বা স্পিডে অ্যাটাকে উঠলেই স্পেনের চাপ হয়ে যায়। স্পেনের খেলা বাকি ম্যাচগুলোয় এতোটাই বাজে খেলেছে যে এই দলটা এবার ইউরো জিতলেও নেওয়া যাচ্ছেনা। শুধু ফাইনালের কথা ধরলে অবশ্য সেরা ।
  • গান্ধী | 213.110.246.230 | ০২ জুলাই ২০১২ ০৯:৫৮549745
  • * স্পেন বাকি ম্যাচগুলোয় এতোটাই বাজে খেলেছে যে এই দলটা এবার ইউরো জিতলেও নেওয়া যাচ্ছেনা।
  • y | 71.12.12.84 | ০২ জুলাই ২০১২ ১১:০৯549746
  • yawn
  • T | 24.139.128.15 | ০২ জুলাই ২০১২ ১১:২১549747
  • গান্ধী, স্পেন বাদ দিয়ে বাকীরা বুঝি হেব্বি খেলছিল? তারা জিতলে নেওয়া যেত বুঝি।
    স্পিডে অ্যাটাকে উঠলে যেকোন টিমেরই চাপ হয়ে যায়। এরপর শুনবো একবার গোল করে দিলে স্পেনের চাপ হয়ে যায়, তারপর ক্রমে ক্রমে, একবার ম্যাচ জিতে গেলে স্পেনের চাপ হয়ে যায়।
  • গান্ধী | 213.110.246.230 | ০২ জুলাই ২০১২ ১১:২৪549748
  • পর্তুগাল ম্যাচ বা ইটালীর সাথে গ্রুপ লিগের ম্যাচটা মনে করো। কালকের স্পেন নিয়ে বলার কিছু নেই, এই খেলাটা গোটা ইউরোয় খেললে কারোর কিছু বলার ছিলোনা। কিন্তু পর্তুগাল-ইটালী (গ্রুপ লিগ ) ম্যাচে স্পেন যথেষ্ট খারাপ পজিশনে ছিল
  • ০৭৭ | 94.235.75.95 | ০২ জুলাই ২০১২ ১৫:৩৩549749
  • "They never wavered in the face of great scrutiny and Vicente del Bosque's formation, however unorthodox, was shown ultimately to be based on the strongest of foundations, to the extent it feels bizarre in the extreme that a team of this brilliance could ever be accused of not entertaining.

    Boring Spain? The debate is so ridiculous it should be put in a box and kept in a place where it does not come out to trouble us again."

    http://www.guardian.co.uk/football/2012/jul/01/euro-2012-spain-italy-final
  • aka | 178.26.215.13 | ০২ জুলাই ২০১২ ১৮:২৫549750
  • গান্ধী, সারা টুর্ণামেন্টে স্পেনের বিরুদ্ধে কটা গোল?

    স্পেন ম্যাচে স্পেনের বল পজেশন কত?
  • নেতাই | 131.241.98.225 | ০২ জুলাই ২০১২ ১৮:৩১548687
  • স্কোরবোর্ড দেখলে হবেনা।
    রাত জেগে স্পেনের ছ টা খেলা যারা দেখেছে তারা জানে এই টুর্নামেন্টে সবচে বোরিং ফুটবল খেলেছে স্পেন।
    অবশ্যই ফাইনাল বাদে।
  • প্পন | 214.138.240.254 | ০২ জুলাই ২০১২ ১৮:৪৮548688
  • আকা তো আবার স্ট্যাটিসশিয়ান। ভুলে গেছিলাম। ঃ)
  • প্পন | 214.138.240.254 | ০২ জুলাই ২০১২ ১৮:৫২548689
  • ধুর *%$*&%^

    * স্ট্যাটিসটিশিয়ান

    এই ধরুন, চেলসি আগামী তিনবছর এইবারের মত আল্ট্রা ডিফেন্সিভ খেলে তিনবার চ্যাঃ লিঃ জিতল। তাতে দারুণ মহান ক্লাব অবশ্যই হয়ে গেল, কিন্তু রাত জেগে দেখতে বহুত বোরিং লাগবে।
  • গান্ধী | 213.110.243.22 | ০২ জুলাই ২০১২ ১৯:৪০548690
  • আকাদা

    স্ট্যাট দেখলে অনেক সময়ই বোকা বনতে হয়, তাহলে মিডফিল্ডাররা কোনোদিন জাতের প্লেয়ারই হতনা। কদিন বাদে জার্মানীর সেরা প্লেয়ার তাহলে ক্লোসে আর বেকেনবাওয়ার বা ম্যাথেউস ?? ঐ খেলতো জার্মানীর হয়ে, ক্যাপ্টেন হয়ে বিশ্বকাপ জিতিয়েছে । জিদান কোনো প্লেয়ারই নয়।

    নেতাইদার সাথে একমত। তবে স্পেনের ৫ খানা খেলা দেখলে স্পেন যে কতটা বিরক্তিকর সেটা বোঝা যেত (৫ বল্লাম, ফাইনালের স্পেন অসাধারন, একটুয়ো বিরক্তিকর নয়)। স্পেন জিতেছে অনেকটাই চান্স ফ্যাক্টরে। কালকের ম্যাচ বাদ দিলে কোনোম্যাচই চ্যাম্পিয়নের মতো খেলেনি।

    চেলসীর খেলা কি আপনার খুব ভালো লাগে ?? সে তো চ্যাম্পিয়ন। আর টোরেস ইউরোর সেরা স্ত্রাইকার ??
  • aka | 178.26.215.13 | ০২ জুলাই ২০১২ ১৯:৪৪548691
  • হামি স্পেনের দুইখান খেলা দেখেছি, তাতে আমার দারুণ লেগেছে। ইনিয়েস্তা, জাভি দুর্দান্ত।
  • T | 24.139.128.15 | ০২ জুলাই ২০১২ ১৯:৪৬548692
  • আসলে স্পেন খুব হিংসুটে, অলস কুঁড়ে টাইপের। কাউকে বল দেবে না, খালি নিজেরা নিজেরা খেলবে। তাপ্পর ঐ হচ্ছে হবে করে কোনমতে উল্টোদিকে গিয়ে চান্স ফ্যাক্টর খুঁজবে। এদিকে চ্যাম্পিয়নের মতো খেলতেও চাইবে না
  • Tirthang | 150.247.255.27 | ০২ জুলাই ২০১২ ২১:২২548693
  • অরণ্যর 6:47-এর পোস্টের সাথে সম্পূর্ণ একমত। একটা টিম যদি ফাইনালে এমন ফুটবল খেলে তাহলে তার আগে তারা পাঁচটা বোরিং ম্যাচ খেললেও আমার আপত্তি নেই।

    আর ইউরোর সব খেলা দেখিনি, কিন্তু গ্রুপ লীগে আয়ারল্যান্ড ম্যাচে তো স্পেন খুবই ভালো খেলেছিল বলে পড়েছিলাম মনে হচ্ছে। তাছাড়া কোয়ার্টার ফাইনালেও স্পেনের খেলা আমার খারাপ লাগেনি, এবং স্পেন-পর্তুগাল ম্যাচে এক্স্ট্রা টাইমের সেকেন্ড হাফেও কিন্তু স্পেনের খেলা আমার দুর্দান্ত লেগেছিল - মনে হচ্ছিল এই খেলাটা এতক্ষণ কোথায় ছিল! সুতরাং ফাইনাল বাদে স্পেন চূড়ান্ত বোরিং - এটা ঠিক মানতে পারলাম না।

    গতকাল খেলার শেষে যখন আলেক্সি লালাস আর মাইকেল বালাক এবারের ইউরোর পর্যালোচনা করছিল, তখন একটা কথা উঠে আসছিল - an era of total invincibility - not only that you cannot beat them - but you cannot score against them - you cannot even have ball possession against them।

    যার ইচ্ছে দেখোনা, আমি কিন্তু বাপু স্পেনের খেলা দেখবই দেখব। পাঁচটা ম্যচ অন্তর একটা এমন ম্যাচ খেললেও দেখব।
  • | 223.210.236.146 | ০২ জুলাই ২০১২ ২২:৩০548694
  • স্পেনের জন্য দাবী কি বোঝা যাচ্ছে না। ম্যাচ জিতবে নাকি উত্তেজক ক্যাবারে নেচে পাবলিককে আনন্দ দেবে! আর কোনটা বোরিং কোনটা নয় সেটা তো ব্যক্তিগত পছন্দ অপছন্দ। এগারোটা প্লেয়ারের বাইশটা জাদু-পা দেখতে যে কোনো খেলা ছেড়ে স্পেনের খেলা দেখব- গোল হোক কি নাই হোক।
  • aka | 178.26.215.13 | ০৩ জুলাই ২০১২ ০২:৩৭548695
  • আমার ঐ পাস আর পাস আর তার মায়াজাল দেখতে ভালো লাগে। তিকিতাকা দিব্য লাগে।
  • Tim | 208.82.18.159 | ০৩ জুলাই ২০১২ ০২:৪৯548696
  • আকাদারে ক।
    কিন্তু প্পন, গান্ধি ওরা সারাক্ষণ ফুটবল দেখে তো, বার্সার তিকিতাকা দেখে দেখে বোর হয়ে গেছে।

    পাসের ম্যাজিক দেখতে আমারো ভালো লাগে। কিন্তু স্কোর না করে পজেসিভ ফুটবল ভালো লাগেনা। স্পেন কিন্তু মোটের ওপর অ্যাটাকিং ফুটবলই খেলেছে। বরং বিশ্বকাপে এর থেকে অনেক খারাপ খেলেছিলো। ইউরোতে বেশ ভালোই লেগেছে।
  • নেতাই | 131.241.98.225 | ০৩ জুলাই ২০১২ ০৯:৫৯548698
  • দাদারা, দাবী কিছুই নাই। নেতাই ফুটবলের মহাজ্ঞানী হতে পারেন কিন্তু শেষ কথা নন। ওনার পছন্দ অপছন্দ আপনার মতই ব্যাক্তিগত পছন্দ অপছন্দ।
  • নেতাই | 131.241.98.225 | ০৩ জুলাই ২০১২ ১০:০৫548699
  • অধুনিক যুগের সবচে লম্বা টই হিসেবে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেলো??
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৩ জুলাই ২০১২ ১০:০৬548700
  • "কিন্তু স্কোর না করে পজেসিভ ফুটবল ভালো লাগেনা।"

    ব্যাস্‌ এটাই মূল বক্তব্য। তবে একটা কথা যোগ করবো - স্কোর ছাড়াও গোল অ্যাটেম্পট বলা যায়। নব্বই মিনিটে ৭০% পজেশন, গোল অ্যাটেম্পট ৪ - এটা বোরিংই (ব্যক্তিগত চয়েজ)।
  • গান্ধী | 213.110.246.230 | ০৩ জুলাই ২০১২ ১০:১৩548701
  • হুম্ম।। এই ঝামেলা থামুক।

    মোদ্দা কথা টিমদা বলে দিয়েছে

    "কিন্তু স্কোর না করে পজেসিভ ফুটবল ভালো লাগেনা।"

    যে কারনে ফাইনালে স্পেনকে বোর বলিনি।।। (ব্যক্তিগত মত)
  • ঊমেশ | 90.254.147.148 | ০৩ জুলাই ২০১২ ১৩:০৬548702
  • স্পেন এর খেলার সময় যদি 'রাগবি' খেলার রুল চালু করা উচিত, তাহলে মনে হয় খেলাটা অনেক ভালো লাগতো।
    বড্ডো মাঝমাঠে খেলতে থাকে, অসংখ্য পাস খেলে কিন্তু বেশীর ভাগ পাশাপাশি বা ব্যাক পাস, ফরোয়ার্ড পাস খুব কম।
    আর সামনে মেসি থাকে না বলে ইনিয়েস্তা, জাভিরা বল দেবার লোক পায় না। আরো বোরিং হয়ে যায়।
    'রাগবি' তে ব্যাকপাস পুরোপুরি অ্যালাউ নেই, সেটা হলে ফুটবলে বেশ চাপ হয়ে যাবে, তাই স্পেন কে বলা হবে পরপর তিনতে ব্যাক্পাস খেলতে পারবে না।
  • stoic | 170.103.2.224 | ০৩ জুলাই ২০১২ ১৫:০৫548703
  • আমি আবার উইকেন্ডে ইতালি গেসলাম, ফাইনাল টা ওখানে দেখব বলে।
    ঃ((
  • aranya | 154.160.226.53 | ০৪ জুলাই ২০১২ ০০:২৯548704
  • সত্যি কথা বলতে, পাসের মায়াজালের সাথে আমার একটু দ্রুত গতি ড্রিবলিং দেখারও সাধ হয়, ৮৬-র মারাদোনার মত - সে আর কেউ পারে না।
  • প্পন | 122.133.206.25 | ০৪ জুলাই ২০১২ ০১:০৬548705
  • ওর জন্যই মেসি বা রোনাল্ডোকে লোকে ধন্য ধন্য করে। ড্রিবলিং স্কিলে মেসি এগিয়ে, গতিতে রোনাল্ডো।
  • aka | 178.26.215.13 | ০৪ জুলাই ২০১২ ০১:১৪548706
  • জাভি আর ইনিয়েস্তা তো ভালো স্কিলফুল প্লেয়ার। মারাদোনা নয় এমনকি মেসিও নয়, কিন্তু ভালই ভাঁজায় তো।
  • T | 24.139.128.15 | ০৪ জুলাই ২০১২ ০১:২২548707
  • কেউ শেষ ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে মেসির গোলটা দেখে নি। মেসি গতিতে পিছিয়ে এমন ভাবনা মুছে যাবে।
  • গান্ধী | 213.110.243.22 | ০৪ জুলাই ২০১২ ০১:৩৪548709
  • মেসি এই মুহুর্তের সেরা। কোন কতা হবেনা। তবে স্পীডের দিক থেকে রোনাল্ডো মেসির থেকে এগিয়ে।।

    কিন্তু ব্রাজিলের ঐ ম্যাচের ডিফেন্সটা ছিল অনুর্দ্ধ-২৩ ঃ) অলিম্পিক টীমের
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন