এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইংল্যান্ডের রানীর হীরক জয়ন্তী

    Su
    অন্যান্য | ০৩ জুন ২০১২ | ১৪৫৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 82.83.85.246 | ০৫ জুন ২০১২ ২২:১৩549913
  • কার্গিলের পর তাহলে তো বিজেপির দিল্লি মসনদে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবার কথা।
  • xi | 161.141.84.239 | ০৫ জুন ২০১২ ২২:১৩549912
  • জয় হিন্দ আকা। ঃ-)
  • riddhi | 118.218.136.234 | ০৫ জুন ২০১২ ২২:১৪549914
  • এই আশা তো আপনার ব্যক্তিগত ধারণা। আমেরিকার আর্থ-সামজিক সুবিধা শিক্ষা তো ভারতের একটা সেক্সান পাই। তারা কি খুব প্রতিবাদী জনতা?
    বাংলাদেশের নিয়ে জলের ঝামেলাটার ব্যাপারে আর্ধেকের বেশী লোক জানেও না, কেয়ার ও করে না। ভাল ভাল কলেজ পাশ লোকদের কথা বলছি।

    আর 'বোকার মত আশা' নয় কেন? গুরুতে কি বোকা থাকতে পারে না?
  • riddhi | 118.218.136.234 | ০৫ জুন ২০১২ ২২:১৫549915
  • আগের্টা পাইয়ের ১০ঃ০৭ এর উত্তরে।
  • xi | 161.141.84.239 | ০৫ জুন ২০১২ ২২:১৬549916
  • পাই, জিতেছিলো কি?
  • aka | 178.26.215.13 | ০৫ জুন ২০১২ ২২:১৭549917
  • ওক্কে।

    কমরেড প্পন - দায় ১ - ইতিহাস থেকে শেখা এবং পুনরাবৃত্তি হতে না দেওয়া।

    বলছি। ব্ল্যাংক বাউর আর পাইয়ের "দায়" জানলেই বলছি।
  • প্পন | 122.133.206.25 | ০৫ জুন ২০১২ ২২:১৮549918
  • এইবার পোলের স্ট্যাট কী করে পার্সেপশন হয়ে যায় সেই প্রশ্নটার উত্তর আশা করব। না পেলে একটা জয় ওবামাই না হয় বলব অবশ্য।
  • pi | 82.83.85.246 | ০৫ জুন ২০১২ ২২:২১549919
  • আমি আমার পোস্টে ক্লিয়ার করেই লিখেছি বলে আমার ধারণা ঃ)
  • pi | 82.83.85.246 | ০৫ জুন ২০১২ ২২:২৫549922
  • রিদ্ধি, বাংলাদেশের ইস্যুটা ঠিক করে হাইলাইট করলে প্রতিবাদ অনেকেই করবে। মিডিয়া এব্যাপারে অদ্ভুতভাবে নীরব। এখন নেটের দৌলতে
    আর এখানে কিছু ট্রিকি ব্যাপারও আছে। খুব সোজা সাপ্টা নয়। ওখানে জল দিলে আমাদের নিজেদের পায়ে কুড়ুল মারা হবে, দেশের গরীব লোকের পেটে টান হবে, এধারণাও অনেকেই পোষণ করেন।
    কিন্তু আম্রিগার ফরেন পলিসি নিয়ে সারা দুনিয়ায় যেভাবে চেঁচামেচি চলে সেখানে শুনতে না পাওয়াটা জেগে ঘুমানোর মত কেস।
  • S | 139.115.2.75 | ০৫ জুন ২০১২ ২২:২৫549920
  • ফরেন প্লিসি তো দেশে দেশে একটাইঃ বড় মাছ হয়ে ছোটো মাছকে গিলে ফেলো। যুগে যুগে হয়ে আসছে - চলছে - চলবে। ভারতের বা অন্যান্য দেশের এতো মিসাইল, বোমা কর্মসুচির তো একটাই লক্ষ্যঃ- ক্রমশঃ বৃহত্তর মাছ হয়ে ওঠা। সেখানে আজকে বড় দেশগুলো যা করছে, কালকে কোনো ছোটো দেশ (ধরা যাক ভারত) বড় হয়ে তাইই করবে বলেই তো মনে হয়। পোখরান হওয়ার পরে তো আমরাও জশান মানিয়েছিলাম নাকি। এখন আবার শুরু হয়েছে অগ্নি - অগ্নি ৩ আর ৫ এর রেন্জের মধ্যে মুল পার্থক্য হোলো রাশিয়া। তাহলে ভারতও পুরো পৃথিবীকে ঘিড়তে চাইছে।
  • pi | 82.83.85.246 | ০৫ জুন ২০১২ ২২:৪৯549923
  • আম্রিকান ফরেন পলিসি আর আম্রিগান লোকজন পুরো মিচ্যুয়ালি এক্ষক্লুসিভ সেট, এই বক্তব্যটা আমি গুরুতে বহুবার দেখেছি। সোজা কথায়, আমার এটা নিয়ে আপত্তি আছে।
  • প্পন | 122.133.206.25 | ০৫ জুন ২০১২ ২৩:০৩549924
  • নাঃ, শুয়েই পড়ি। জ্জয় ওবামা! ঃ)
  • riddhi | 118.218.136.234 | ০৫ জুন ২০১২ ২৩:১১549925
  • পাই, ঐ ঠিক করে হাইলাইট বা ইম্প্যাক্ট ই তো ইস্যু। আমেরিকার আম জনতা, ফরেন পলিসির কি কেন হচ্ছে, সব জেনে বসে আছে, আপনি শিওর?অনেকেরি ভাসা ভশা ধারণা।
    ভারতের বাকি জনতা কাশ্মীরে মিলিটারী যা করে তা নিয়ে ফেটে পড়ে না কেন? ওটাও তো আন্তর্জাতিক ইস্যু। আদিবাসীদের নিয়ে যা পলিসি, সেই নিয়ে যদি একি সরকার বার বার আসে, তার দায় তাহলে বাদ বাকি ভারতের?
    ইংরেজ আমলে ইংলয়ান্ডের ওয়ার্কিং ক্লাস কি ভারতের অনাচারের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল? প্রতিবাদ করেছিল, ঠিকি। কিন্তু যে স্কেলে লোচ্চামি চলছিল, সে তুলনায় কতখানি?
  • aka | 178.26.215.13 | ০৫ জুন ২০১২ ২৩:৪৫549926
  • পাই, আমি যা বুঝেছি, একই ফরেন পলিসি নিয়ে একের পর এক সরকার ক্ষমতায় আসবে না? সেটাই হল দায় নেওয়া? রাইট?
  • pi | 147.187.241.5 | ০৬ জুন ২০১২ ০০:০৮549927
  • ক্ষমতায় আসা না আসাও পুরোটা হাতে থাকেনা। কিন্তু পোলের মাধ্যমে যদি জানাই, সমর্থন করছি, তাহলে তো ঐ ঘটনার সরাসরি দায় থাকছেই।
    আর সেটা না হলেও এটা নিয়ে জোরদার প্রতিবাদ , বা ইলেকশনের আগে অন্তত সেগুলো বড়সড় ইস্যুগুলো হয়ে ওঠা।
    দায় থেকে পুরো মুক্ত হতে গেলে তো অনুতপ্র হতে হয়, ক্ষমা চাইতে হয়।
    জার্মানী চেয়েছে।
    একাত্তর নিতে পাকিস্তান চায়নি। তাই ও নিয়েও ঘুরেফিরে পাকিস্তানকে দায়ী করা আসেই।

    রিদ্ধি, ইংলণ্ডের লোকজনের কোন দায় নেই, একথা আবার কবে বলা হয় ?
    আর আদিবাসী নিয়ে ভারত সরকারের ঘোষিত পলিসিটা কী শুনি ?
    জলবণ্টনের উদাঃ তে মনে পড়লো, সে তো ভারতের মধ্যেও নানা অংগরাজ্যের মধ্যে এই সমস্যা হয়ে চলেছে। এই ইস্যুটা ট্রিকি। নিজের জল গেল, ভাত গেল এই ভাবনাও সেখানে কাজ করে।
  • pi | 147.187.241.5 | ০৬ জুন ২০১২ ০০:১৭549928
  • ও হ্যাঁ। ১০ঃ৪৯ এর একটা ডিসক্লেইমার দিয়ে দি। এর মানে এও নয় যে, আমেরিকার সাধারণ জনগণকে বুশের সমতুল্য বলা হচ্ছে।
  • aka | 178.26.215.13 | ০৬ জুন ২০১২ ০০:৩৭549929
  • মানে কি সাধারণ জনগণ ধরে ধরে যখনই সুযোগ পাবে বলবে

    আমাদের ক্ষমা করে দাও আমরা অ্যাটম বোম মেরেছি

    আমাদের ক্ষমা করে দাও আমরা ইরাকে যুদ্ধে গেছি

    এইসব? এখনও ক্লিয়ার হল না, আমেরিকান জনগণ তো একটাও সিদ্ধান্ত নেয় নি তাহলে এই জিনিষ তাদের করতে হবে কেন?
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০১:২৬549930
  • প্পন দাকে ক ( Date:05 Jun 2012 -- 10:12 PM)
    আকাদা একটা অদ্ভুত তর্কে গেছে,
    দায় নিতে পারলে হিরোসিমার পার ভিয়েতনাম হবে না। আর ভিয়েতনাম ও যদি হয়, আফগান, ইরাক হবে না। নইলে শুনতেই হবে যে আম্রিকান গুলো War Lover। দাদাগিরি ভালবাসে। যুদ্ধু করতে, বোম মারতে, সর্বোপরি অন্য দেশে কাঠিবাজি করে বাঁচতে ভালবাসে। যেটা এখনো অব্দি পাওয়া তথ্যানুসারে সত্যি।
  • ব্ল্যাঙ্ক। | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০১:২৮549931
  • আর আকাদা কি বোঝাতে চাইছে জানিনা - যুদ্ধের বিরুদ্ধে এত লোক থাকলে ২০০৪ এ বুশ জেতে কিভাবে সেই উত্তর আগে আকাদা দিক, তারপর বাকি কথা।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০১:৩৩549934
  • রিদ্ধির পোস্ট

    Name: riddhi

    IP Address : 118.218.136.234 (*) Date:05 Jun 2012 -- 09:01 PM

    ব্ল্যান্কের লাইন ভুলভাল। আমি কাউকে নির্বাচন করলাম, সে কি করবে আমি আগে থেকে জেনে বসে থাকব? পাই কেও একি কথা বলার।
    এই লাইনে ভাবলে, দুনিয়ার সব লোক দুনিয়ার সব বদমায়েশীর জন্য দায়ী। সব গণ্তান্ত্রিক দেশের গরিব র মার খা্চ্ছে, গরীবরা নিজেরাই প্যাসিভ বলে। দেশের স্বাধীনতা আগে আসেনি, দেশের অধিকাংশ লোক এ ব্যাপারে প্যাসিভ ছিল, তাই ওরা সাম্রাজ্যবাদের সমর্থক, এরকম।

    -----------
    ১। নির্বাচনের agenda থেকে বুঝবো।
    ২। তার পরেও সে যদি ম্যাক্সিমামের পছন্দের বিপক্ষে যায় তো পরের ভোটে মেরে দেবো।
    - তা সত্তেও ২০০৪ বুশ জেতে কিভাবে, তাও বিপুল ভোটে ?
    - বার বার যুদ্ধ হয় কি ভাবে ? আম্রিকার দাদাগিরি, যুদ্ধগিরি, কাঠিগিরি তো সারাক্ষন, exceptional case না।
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০১:৩৮549935
  • এখানে একটা ক্লারিফিকেশন দেওয়া উচিত - রাস্তায় নেমে প্রতিবাদকে আমি খুবই সম্মান করি, ব্যাপক ভীতু লোক বলে নিজে তাতে যোগ দিই না।
    তবে এই দায় চাপানোর খেলা চলতে থাকলে তার কোন শেষ নেই। আম্রিকান সরকারের নীতি অনেকাংশেই কর্পোরেট সেক্টর নিয়ন্ত্রণ করে, কর্পোরেট হাউসগুলো বিশাল টাকা খাটে প্রতিটি নির্বাচনে। ভারতীয় আইটি-ওলারা যারা ইরাক/আফগানিস্তান যুদ্ধের বিরোধী এবং কগনিজেন্ট, ইনফোসিস,উইপ্রো, টিসিএস প্রমুখ কম্পানিতে কাজ করছেন তাদের তাহলে উচিত আম্রিগান ক্লায়েন্টের প্রজেক্ট রিফিউজ করা, আম্রিগায় অনসাইট কাজ করতে না আসা - কারণ আম্রিগান ক্লায়েন্টের জন্য কিছু করা মানেই খুনী আমেরিকার হাত শক্ত করা।
  • Tim | 138.173.38.159 | ০৬ জুন ২০১২ ০১:৪০549936
  • একটা ভালো সংখ্যক আম্রিকান যুদ্ধ চায়। যে $%^# গুলো সরকারে বসে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে তারা তো আর আকাশ থেকে উড়ে আসেনি। হাওয়া বুঝেই এগুলো হয়েছে।
    সর্বোপরি, যুদ্ধে যাওয়ার জন্য আজ পর্যন্ত কেউ ভোটে হারেনি। বরং সরকার ভোটে জিততেই যুদ্ধ করে। চিরকাল।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০১:৪৯549937
  • অরন্য দা
    এই যাদের কথা বল্লে , তারা বা আমরা কেউ আম্রিগান ও না, ইরাকি ও না। আমাদের বয়ে গেছে। আমরা আম্রিগা কে খিস্তি মারবো, খিল্লি করবো, আর কেউ যদি বলে আম্রিগান রা ভালো লোক- যুদ্ধু চায় না, তো আরো খিল্লি করবো। আর আম্রিকা কে বিশ্বাস করবো না। পরমানু চুক্তি কেসে আমরা আম্রিকান দের সাপোর্ট দেবো না।
    আর যদি, আমার দিক থেকে বলো, তো ভারত সরকারের কাশ্মির কি মনিপুর নীতির সবরকম ভাবে প্রতিবাদ করবো। সে যে ভাবেই হোক। করতে না পারলে সেই দায় আমার। চুপ করে ঘরে বসে থেকে লজ্জা লজ্জা মুখ করে প্যাসিভ প্রতিবাদ করবো না।
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০১:৫৩549938
  • ব্ল্যাংকি, কিন্তু তাও আম্রিগান ক্লায়েন্টের জন্য কাজ করব আর আম্রিগায় অনসাইটে যাবার অফার পেলে লুফে নেব - তাই তো?
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০১:৫৮549939
  • হ্যা ডলারের দাম তো বেশি। এমনকি লাদেন ও বেশি বিলিং দিলে তার হয়ে দুটো কোড লিখে দেবো ঃ) এদের সাথে আমার প্রফেশনাল সম্পর্ক ছারা আর কোন সম্পর্ক নাই।
    আর সেই জন্যই আমি ইচ্ছে মতন এদের প্রশ্ন করতে পারি, খিল্লি করতে পারি। গদো গদো হতে হয় না।
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০২:০২549940
  • সমস্যাটা হচ্ছে যে ঐ প্রফেশনাল সম্পর্কের মাধ্যমে ড্লার কামাতে গিয়ে তুমি খুনী আমেরিকান সরকারের হাত সলিডলি শক্ত করছ। এদিকে বিবেক পরিস্কার রাখার জন্য খিল্লি করছ - এটাতো ভণ্ডামি হচ্ছে।
  • riddhi | 138.62.100.62 | ০৬ জুন ২০১২ ০২:০৩549941
  • ঘোষিত পলিসি আবার কি? ভারত সরকার গরীবের গাড় মারে , মিলিটারি কাশ্মীরের লোকদের পেছনে হ্যম্পু দেয়, এটা গ্রামে গ্রামে ধ্যাড়া পিটিয়ে ঘোষনা না করেলে, ভারতের মধ্যবিত্ত জানতে পারবে না?? এটা কোন কথা হল?
    ভারতে ইংরেজ শাষনের জন্য কোন ঐতিহাসিক ইংলয়ান্দ এর মানুষ কে দায়ী করেছে শুনি?? আর ক্ষমা যে চাই ,সে তো সরকার চাই বরাবর। সাধারন মানুষ আবার কবে ক্ষমা চেয়েছে?
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০২:০৯549942
  • আমি আপাতত অপেক্ষায় আছি, কবে অন্তত জনা পাঁচেক বিবেকবান ভারতীয় আইটিওলা আম্রিকান ক্লায়েন্টের কাজ করতে অস্বীকার করবেন। সেই দিন আমিও ঘরে বসে লজ্জা লজ্জা মুখ করে প্যাসিভ প্রতিবাদ না করে রাস্তায় নেমে যুদ্ধের প্রতিবাদ করব।
    অনন্ত অপেক্ষা .....
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০২:১৪549943
  • আমার ভন্ডামি তে কিস্যু যায় আসে না। আমি আম্রিকান নই। আমার পাশে বাড়ির লোক মদ খেয়ে ছরালে আমি খিল্লি করতেই পারি। তাতে আমার মদ খাওয়া টা ভন্ডামো না। আমি আম্রিকান পাসপোর্ট হোল্ড করলে ভন্ডামির জায়গা থাকতো। যতক্ষন আমি সেই দেশে ভোট না দিচ্ছি ততক্ষন সেই দেশের নীতি তে আমার অফিসিয়ালি কোনো বক্তব্য নাই। শুধু মাত্র পার্সোনাল পছন্দ অপছন্দ আছে।

    ভারতের সব বিত্তের লোক কাশ্মিরের কথা জানে। আর কাশ্মীর কেসে সরকার চোখ বুজে বিশাল জন সমর্থন পাবে। আশে পাশে এই সংখ্যালঘু কিছু লোক, কিছু 'কমি' আছে যারা কাশ্মির পলিসির বিরুদ্ধে।
    ভারতে ইংরেজ শাসনের জন্য ইংরেজ দায়ী কে করেছে সে আমি কোত্তেকে জানবো ? আমি কলোনি বানাবার বিরুদ্ধে। এই নীতির বিরুদ্ধে। কিন্তু ভারত ভুখন্ডে ইংরেজ শাসন আসার দায় তৎকালীন রাজাদের ওপর বর্তায়।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০২:১৫549945
  • আর অরন্য দা, ইকনমিকাল কারনের জন্য আজকাল প্রচুর আইটি গাই আম্রিকান প্রজেক্ট কাটিতে দেয়। এখন ইউরোপ/ এপ্যাক হলো হট রিজিয়ন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন