এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইংল্যান্ডের রানীর হীরক জয়ন্তী

    Su
    অন্যান্য | ০৩ জুন ২০১২ | ১৪৫৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০৩:২৪549979
  • ব্ল্যাংক, তুমি ইরাক যুদ্ধের বিরোধিতা করছ কেন - ইরাকের মানুষ মরছে বলে তো। তা সেই যুদ্ধের কাজে বিরাট সাহায্য আসছে তো আম্রিকান কোং গুলো থেকে - ডিরেক্টলি আসছে, ইন্ডিরেক্টলি থ্রু সরকার আসছে। এই আম্রিকান কোং গুলোকে হেল্প করা মানে ইরাক যুদ্ধে সাহায্য করা - এটা তো বুঝতে খুব অসুবিধা হবার কথা নয়।
  • riddhi | 74.134.148.140 | ০৬ জুন ২০১২ ০৩:২৭549980
  • তাই??
    তা ' ম্যাক্সিমাম ... পচন্দ হয়্নি' থেকে 'ম্যাক্সিমাম যুদ্ধবাজ' এই কনক্লুশান টা ঠিক কোন ইন্টার্প্রেটেশান থেকে আসে, যদি একটু বলেন।
  • riddhi | 74.134.148.140 | ০৬ জুন ২০১২ ০৩:২৯549981
  • আর একদম প্রথম দিকে, জাপানে এটম বোমা ফেলার দায় আমেরিকানদের-, সেটাও। সেখানে তো রি-ইলেক্সানের ব্যপার নেই।
  • একক | 24.99.146.60 | ০৬ জুন ২০১২ ০৩:৩৫549982
  • ওরকম ট্রাইএঙ্গল -এর উপপদ্যের মতো কষ্টকর হিসেব করার কী দক্কার ?
    ভারত তার বৈদেশিক ও বানিজ্যিক নীতির মাধ্যমে আমেরিকার সামনে ব্যবসার সুযোগ খুলে দিয়েছে. ইনসোর্সিং করে ওদের কোটি কোটি ডলার কমাবার সুযোগ করে দিয়েছে . সেই টাকায় ওরা যুদ্ধু করছে !!

    ব্যাস , হয়ে গেলো . আসলে দোষ ভারতের .কে বিদেশ গেছে কোন আমেরিকান কোং হয়ে কাজ করেছে দেখার দক্কার কী ? দোষ ভারতবাসী দের . ১% হলেও . আমেরিকান রা কিনা বাপের বোখা ছেলে . এইসব ব্যবসার টাকা না পেলে যুদ্ধু মোটেই করতো না . আমরাও ওদের মাথা বিগরেছি.

    আসুন সবাই দেয়াল এ নিজ নিজ মাথা ঠুকে নিয়ে ঘুমিয়ে পরি !!
  • একক | 24.99.146.60 | ০৬ জুন ২০১২ ০৩:৫০549983
  • একটা তৃতীয় বিশ্বের নাগরিক হয়ে আমরা যাই করিনা কেন , কোডিং থেকে বিড়ি বাঁধা .... তা আসলে প্রথম বিশ্বের হাত শক্ত করবে . করবেই. আপনারা একটু ভাবলেই এটা বুঝবেন .

    কিন্তু যারা প্রথম বিশ্বের ভোটার তারা চাইলে পরিস্থিতি বদলাতে পারে . সেটা তারা চায় কী চায় না ( অবস্যই সংখ্যাগুরু কে চাইতে হবে ,কারন নাম্বার গেম ) সেটাই বড় কথা . যদি দেখা যায় যে ফলাফল যুদ্ধের দিকে যাচ্ছে বারবার ( আন্ডারলাইন) তাহলে এটাই স্পষ্ট যে তারা চায় না .
  • a x | 138.249.1.194 | ০৬ জুন ২০১২ ০৪:১৭549984
  • আমেরিকার ভোটটা তো আমেরিকা ইরাকে/আফগানিস্থানে যুদ্ধ করতে যাবে কিনা তার জন্য হচ্ছেনা। হচ্ছে পাব্লিক খেতে পাবে কিনা, পাব্লিক বাড়ি কিনতে পারবে কিনা, পাব্লিক চাকরি পাবে কিনা, পাব্লিকের ছানা ভগবান জানবে না ডারউইন জানবে কিনা, তেলের দাম কত হবে, আলুর দাম কত হবে ইত্যাদি। ঠিক যেমন দিল্লীতে কে যাবে তা আদৌ কাশ্মীর স্ট্যান্ড দিয়ে হয়না।

    আর আম্রিকার কোনো সরকারের বাপের বুকের পাটা নেই যে হঠাৎ করে কাল সকালে উঠে সব মিলিটারি উইথড্র করে নেবে। দেশটা চলে যুদ্ধ করে, সাস্টেইন করবে কিভাবে? মানে কোন সরকার এই প্রমিস দেবে? আগে তো সেই দাবীওয়ালা কাউকে দরকার যাকে লোকে ভোট দেবে? তো ভোট যদি হয় তৃণমূল ও সিপিএমে, সেখানে লালগড়ে আজও লোক মরলে শুধু ভোট দিয়ে সাধারণ জনতা কতটা দায় নিতে পারে?
  • a x | 138.249.1.202 | ০৬ জুন ২০১২ ০৪:২১549985
  • আর এইজন্যই পার্লামেন্টারি ডেমোক্র্যাসি ... ইত্যাদি ইত্যাদি ;-)
  • pi | 147.187.241.7 | ০৬ জুন ২০১২ ০৪:২৩549986
  • যে দেশ চলেই যুদ্ধ করে, সে দেশের লোককে যুদ্ধবাজ বলা যাবে না ? ঃ)

    এমন তো না, যে লোকে সেটা জানেই না। আর, তাছাড়া, আরেকটা কথাও মনে হয়েছে, এই সুপারপাওয়ার স্ট্যাটাসটা এদেশের লোকজন হেব্বি এনজয় করেন। মানে দাদাগিরিটাও ঃ)
    নট নেসেসারিলি, লোক মারা। কিন্তু ওটা তো কোল্যাটারাল ড্যামেজ।
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০৪:৩২549987
  • আমার দিক থেকে একটা সামারি নামানোর চেষ্টা করি -
    ১। আমি আমেরিকার মাটিতে ভোট দিলেই আমেরিকান সরকারের সব কাজের দায় আমাতে বর্তায় না।
    ২। যদি কেউ জোর করে আমার ঘাড়ে সেই দায় চাপানোর চেষ্টা করেন তাহলে বাধ্য হয়ে তাকে বলতে হয় - বাপু হে, আমার যদি দায় হয় তবে তোমারও তো দায় - কারণ তুমিও আম্রিকান কোং-এর জন্য কাজ কর ইত্যাদি। বস্তুত এটা কোন যুক্তি-ই নয়, ঠিক যেমন আম্রিকান নাগরিকদের ঘাড়ে জোর করে দোষ চাপানোর চেষ্টাটা কোন যুক্তি নয়
    ৩। ২০০৪-এর পপুলার ভোটেও, ব্ল্যাংকির স্ট্যাট অনুযায়ী প্রায় অর্ধেক লোক (৪৮.৩%) বুশের বিরুদ্ধে ভোট দিয়েছে
    ৪। বুশ মানেই কিন্তু শুধু হারে-রে-রে করে যুদ্ধযাত্রা নয়, বুশের/রিপাবলিকানদের ইকনমিক পলিসি আছে, হেলথ পলিসি, এডুকেশন পলিসি আছে - অনেক ভোটার-ই বিদেশ নীতি পছন্দ না হলেও ডোমেস্টিক পলিসির ওপর বুশ-কে ভোট দিয়েছে। সুতরাং বুশ যে ৫০.৭% ভোট পেয়েছে তার মধ্যেও সবাই যে যুদ্ধ সমর্থন করে এমন নয়।
    ৫। যে ভারতীয় বামপন্থীরা আম্রিকার বিদেশ নীতির সমালোচনা করছেন, তারা আগে একবার নিজের ঘরের দিকে তাকালে ভাল হয়। মরিচঝাঁপি-তে উদ্বাস্তুদের ওপর গুলিচালনা, বিজনসেতুতে আনন্দমার্গীদের পুড়িয়ে মারা, কেশপুর, গড়বেতা, ছোট আঙারিয়া, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই - এই বামপন্থীদের ভোটে জেতানো সরকার একের পর এক নরহত্যা, অত্যাচার, ধর্ষণ করে গেছে - ভোটে গদি না যাওয়া পর্যন্ত কজন সিপিএম সমর্থক এসবের প্রতিবাদ করেছেন ?
    এখন ভোটে হেরে কেউ কেউ বলছেন সব দায় আমাদের। অথচ তার আগে বহু বহুদিন , বহু বছর কোন প্রতিবাদ নেই।
    নিজের দেশের মানুষ মরলে ক্ষতি নেই, কারণ মানুষের আগে পার্টি। এরা ইরাক/আফগানিস্তানের লোকেদের জন্য চোখের জল ফেললে, না হাসি পায় না, জাস্ট ক্লান্ত লাগে।
  • a x | 138.249.1.202 | ০৬ জুন ২০১২ ০৪:৩৭549989
  • সেতো সব দেশের লোকই করে। মানে যে যার ওপর দাদাগিরি করতে পারে। ভারতীয়রা হরদম বাংলাদেশকে করে। নিজেদেরকে দাদা ভাবে। হ্যাঠা করে। শ্রীলংকার লোকেদেরও করে। নেপালীদের ওপর দাদাগিরি বাঙ্গালীরা এনজয় করে। চান্স পেলে সবাই দাদাগিরি ফলায় ও এনজয় করে। গভর্নমেন্ট আর পিপলকে আলাদা করেই দেখি আমি। নইলে পৃথিবীটা আমি ভারতীয়, তুমি আমেরিকান, তুমি ইরাকি, তুমি নাইজেরিয়ান এইভাবে দেখতে হয়।

    আর ব্ল্যাংককে - ২০০০-এর প্রেসিডেন্সিয়াল ইলেকশন তো হাইলি কন্ট্রোভার্সিয়াল, সেখানে বুশকে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছে এটা বলা ভুল।
  • pi | 147.187.241.7 | ০৬ জুন ২০১২ ০৪:৪৫549990
  • এটা পেলাম।

    Positive views about the military have risen substantially, and today, the military is the most respected institution in American life. Americans are not eager to cut funds for the military nor are they eager to expand them. A new question from the bipartisan Battleground poll shows that 82 percent of Americans would oppose "cutting spending on defense programs, including programs for soldiers and veterans."

    সরকারকেই যুদ্ধবাজ বলব, লোকজনকে বলা যাবে না ?
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০৪:৪৬549991
  • অক্ষ, গভর্নমেন্ট আর পিপল-কে আলাদা করে দেখা দরকার - এই ওয়ানলাইনার-টাই আমারও প্রতিপাদ্য, আর কিছুই নয়।

    এদিকে আমেরিকান সরকার নিজের দেশে গুলি চালিয়ে মানুষ মারে না, যেটা ভারতের কেন্দ্রীয় সরকার তো করেই, এমন কি প্রাদেশিক বামপন্থী সরকারও করে। কে ভাল কে খারাপ কে তার বিচার করবে।
  • a x | 138.249.1.194 | ০৬ জুন ২০১২ ০৪:৪৯549992
  • ভারতীয় (মানে মধ্য, উচ্চ-বিত্ত ভারতীয়)-দের মধ্যে আর্মির প্রতি অসীম ভক্তি কি পাই দেখেনি? আমাদের দেশের হিট হিন্দি সিনেমা তো চলেই এই ভক্তি ভাঙ্গিয়ে!

    আর ইকনমির ফল ভোগ করলে দায়ও ভোগ করতে হবে বললে আমাদের কারুরই বোধহয় পালাবার রাস্তা থাকবেনা। আমেরিকার ইকনমি যুদ্ধ দিয়ে চলছে বলে আমেরিকানরা যুদ্ধবাজ যদি হয়, তাহলে রাজরহাটে যাদের ফ্ল্যাট কিম্বা চাকরি, তাদেরকে কি বলবে?
  • a x | 138.249.1.202 | ০৬ জুন ২০১২ ০৪:৫১549993
  • এরকম যদি NDTV মারফত একটা SMS poll করা হয়, যে পাক সীমান্তে আর্মি মোতায়েন ও সেই খাতে টাকা কমানো উচিৎ কিনা - কি ফল পাওয়া যাবে বলে মনে হয়?
  • riddhi | 34.153.229.221 | ০৬ জুন ২০১২ ০৪:৫৫549994
  • পাই, ২০০৪ এর কিছু আগে পর্যন্ত ওয়ার নিয়ে ডেমোক্র্যাট দের স্টান্স কি ছিল? যুদ্ধ-বিরোধী কোন ঐক্যমত ছিল? লোকে ভোট টা দেবে কাকে? আর এ এক্স যেটা বললেন, গুচ্ছের ইস্যু আছে,যা দিয়ে ভোট হয়।

    বাকী থাকে যুদ্ধ নিয়ে ওপিনিঅয়্ন পোল। পোলের রেসাল্ট কি, ব্ল্যান্ক বাবু নিজের করা পোস্টেই লিখে দিয়েছেন।
    তবে জাপানে এটম বোমায় আমেরিকান রা কিভাবে দায়ী সেটা ব্ল্যানক বাবু একা দিফেন্দ করবেন। আমরা সবাই সেই চিত্তাকর্ষক ডিফেন্স টা দেখব।
  • a x | 138.249.1.194 | ০৬ জুন ২০১২ ০৪:৫৬549995
  • দিনের পর দিন খবর/ছবি/ভিডিও আসে বর্ডারে কি মর্মান্তিক পৈশাচিক কাজ চালাচ্ছে বিএসএফ - কটা ভারতীয় ভারত-বাংলাদেশ সীমান্তের পলিসি কি সেই দেখে তারপর ভোট দেয়?

    অ্যাভারেজ অ্যামেরিকান কনসার্ভেটিভ, এবং তাদের সিকিওরিটি কনসার্ণ আর্টিফিসিয়ালি হাইটেনড্‌। সারাক্ষণ এই কে মারতে এল বলে যাদের মনের অবস্থা তৈরি করা হয়েছে সেখানে আমার তো বরঞ্চ মনে হয় তারাও ভিক্টিম এই পুরো খেলাটার।
  • pi | 147.187.241.7 | ০৬ জুন ২০১২ ০৫:০৩549996
  • এটা খুঁজছিলাম। নানা ইস্যুতে পোলের কমপাইলেশন।
    এটা পড়ে মনে হচ্ছে, অনেকেই হয়তো সমর্থন করেন না।
    http://www.aei.org/article/what-do-americans-really-think-about-us-foreign-policy/
    কিন্তু এটাকে সেভাবে ইস্যু না করাটা অবাকই করে। এখানে অ্যান্টি ইজরায়েল, অ্যান্টি ইরাক যুদ্ধ নিয়ে যেসব লোকজন সংগঠিত ভাবে কিছু করার চেষ্টা করেন, তাঁদেরও বক্তব্য লোকজন এনিয়ে বেশ উদাসীন। বিশেষ করে ইয়ং জেনেরেশন।
    তবে সেটা অকুপাই মুভমেন্টের আগের কথা বলছি।

    আমি বুঝতে পারিনা, লোকজন কি সংখ্যাগুলো নিয়েই সচেতন নয়, আম্রিগার এই বিদেশ নীতির ফলে কোথায় কতজন মরেছে, কী ক্ষতি হয়েছে, নাকি জানলেও সেভাবে ম্যাটার করে না ? পোলে তো সেই প্রশ্নগুলো আসেনা।
  • a x | 138.249.1.202 | ০৬ জুন ২০১২ ০৫:০৪549997
  • অরণ্য, আম্রিকান পুলিশ হামেশাই গুলি চালায়। তারচেয়েও বড় কথা, আমেরিকান পাব্লিকই গুলি চালায়। তাদেরকে আইন দিয়ে সুবিধাও করে দেওয়া হয়েছে তো, সন্দেহ হলেই গুলি চালাতে পারে ঃ-) all i am saying is all countries are alike - more or less, and more or less, all people are alike.
  • pi | 147.187.241.7 | ০৬ জুন ২০১২ ০৫:০৯549998
  • বি এস ফের কাজকম্মো নিয়ে আমাদের চালু মিডিয়ায় কতটা কী আসে ?

    তবে অ্যাভারেজ আমেরিকানদের মনোভাব নিয়েই আমার প্রশ্ন। আমার মনে হয়েছে, তারা ভীষণভাবে নিজেদের নিয়ে এনগ্রসড। একটু বেশি মাত্রায়। ঐ অন্য কোথায় কী হল , তাই নিয়ে বিশেষ কেয়ার করি না টাইপ অ্যাটিচুড। সেটার জন্য নিজের দেশ দোষী হলেও তা নিয়ে নয় অ্যাওয়ার নই, নই তেমন বদারড নই। আমি এই অ্যাটিচুডটা নিয়ে কথা বলছি। আর এটা আমি বলে না, আরো অনেকের সাথে কথা বলেছি। ইউরোপের, লাতিন আমেরিকার। তাদেরও আমেরিকানদের নিয়ে এরকমই ধারণা। না, বাইরে থেকে নয়। এদেশে এসে দেখেই।
  • pi | 147.187.241.7 | ০৬ জুন ২০১২ ০৫:১৫550000
  • অন অ্যাভারেজ, এখানকার ইউনি গুলোতে গেলে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়। দেশের থেকে আলাদা।

    ইউনি অব মেরিল্যান্ডের ছোটোখাটো কিছু গ্রুপ আছে। যুদ্ধবিরোধী। ইজরায়েল প্যালেস্তাইন ইস্যুতে কথা টথা বলে। তাদের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ডেন্স দেখার মত হয় ঃ)
    দেশে এমনি দেখিনি।

    গোধরা নিয়ে বলা হচ্ছিল যখন বলি। আমি তখন মুম্বইতে। কী পরিমাণ মিটিং মিছিল লেখালেখি হয়েছে, নিজের চোখেই দেখা।
  • S | 109.26.200.89 | ০৬ জুন ২০১২ ০৫:৪৩550001
  • ২০০৪ এ বুশকে জেতানোর একটা কারন তখন দু দুটো যুদ্ধ চলছে - এবং খুবেকটা ভালো পরিস্থিতি ছিলোনা দুইপ্রান্তেই - তাই টিম চেন্জ না করাই ভালো। তার সাথে সাথে আবার এটাও সত্যি যে ইরাকে যুদ্ধ অনেক মর্কিনিরাই চায়নি।

    এবারে মিট তো বলেই দিয়েছে - ইরানকে শক্ত হাতে দমন করবে। তার পরিবর্তে রন পল তো বলেছিলো কিচ্ছু করবো না - ইরাকের ভুল আবারো করতে চাইনি। ইয়াঙ্গ জনগন রন পলকে চাইলেও, সবাই মিলে মিটকেই চুস করেছে। একটা বড় কারন - অনেকেরই মতে সব থেকে বড় চিন্তার বিষয় ইকনমি।

    ভারতের কোনো সরকার বলতে পারবে যে কাশ্মির আজাদ করে দেবো (জানিনা সেটা কতটা ঠিক হবে) বা পরমানু আর বানাবো না? ওরোকম দুম করে আগের সরকারের পলিসি থেকে সরে যাওয়া যায়্না এইসব ব্যাপারে। তবুও তো এখন মার্কিনি সেনা সরে যাচ্ছে দুই দেশ থেকে।

    জনগন আর সরকার যে আলাদা তার প্রমান তো মার্কিনিরাই দিচ্ছে - শুধু গদ্দাফিকে মেরে ছেড়ে দিলো, যুদ্ধ বাধাতে যায়নি। এরাই মনে হয় প্রথম র‌্যাদার জনগনের সহায়তা নিয়ে সেই দেশের শাসকদের সরাতে চেয়েছে।
  • aka | 85.76.118.96 | ০৬ জুন ২০১২ ০৬:১৫550002
  • অক্ষর Date:06 Jun 2012 -- 04:56 AM একটা পার্সেপশন।

    আমারও এরকম পার্সেপশন আছে।

    সব দেশেরই অধিকাংশ নাগরিক কনজারভেটিভ (যে অর্থে অক্ষ বলেছে, ধরে নিচ্ছি বুঝেছি) এবং সদা সর্বদা ভয়ে থাকে। যার পাওয়ার যত বেশি সে অন্যকে বেশি কাঠি করে। আমেরিকার পাওয়ার বেশি তাই বেশি কাঠি করে, ভারতের পাওয়ার কম, টাকা কম তাই বেশিদুর কাঠি করতে পারে না।

    ব্ল্যাংকি তুমি বলতেই পারো র‌্যাণ্ডমলি যেকোন একজন আমেরিকানকে তুললে তার যুদ্ধবাজ হবার সম্ভাবনা বেশি। এটা আমার কাছে লম্বা দাড়ি এবং মুসলিম নাম দেখেই উগ্রপন্থী দাগিয়ে দেবার মতন একই রকম শ্যালো।
  • riddhi | 118.218.136.234 | ০৬ জুন ২০১২ ০৭:৩৭550003
  • পাই, আপনার ইউরোপ আর ল্যাতিন আমেরিকার বন্ধুদের একটু আমেরিকা টামেরিকা ছেড়ে আশির দশকের শেষ থেকে দক্ষিন কলকাতার কিছু ছেলেপুলেদের ট্র্যাক করতে বল্বেন। ওরা যাদি এনগ্রাস্ড পাবকিক দের নিয়ে স্টাডি নামান তো একেবারে গোল্ড-মাইন। আমি এখন কার আমেরিকান তিন -এজার আর কুড়ি বছর আগের সেই সব বন্ধুদের ওয়ান টো ওয়ান ম্যাপিং পাই। (ঠিক এই জন্য এই মহাবাল গুলো , যারা এখন ২৫-৩০ এর কোঠায়, যখন গান্ধী বা আম-এর বয়্সী লোকদের বিশ্ব-মানবতা নিয়ে জ্ঞান ঝারতে আসে , তখন হাসি পাই, কেননা ওদের পোদে যে পরিমাণ গু তা আমার নিজের চোখে দেখা)

    অপনি যদি এ এক্সের ভারতে আর্মি রিলেটেদ পোল এর উত্তরে হ্যান বলেন বা মেনে নেন ভারতের সম-পরিমাণ চর্বি হলে একি জিনিস দেখা যাবে, তাহলে আর কোন তর্ক থাকে না। সেই চর্বি এখন নেই, তাই প্রক্সি হিসেবে প্রিভিলেজ্ড ক্লাসের কথা আনছি। সেটা না মানলে, বা আর কোন কারণ না আনলে যা পড়ে থাকে তা হল, একটা জনগোষ্ঠী পাতি খারাপ । সেটা ফরমুলাতে আটকাই। মার্ক্সের ফরমুলা নয়, তার থেকেও ডিপ কিছুতে।
  • ঝিকি | 229.83.85.197 | ০৬ জুন ২০১২ ০৮:০২550004
  • পাই বারবার গোধরা গোধরা বলছ কেন, গোধরা কান্ড তো এটা, দোষীরাও সব্যক্ত হয়ে গেছে।
    http://www.dnaindia.com/india/report_post-godhra-massacre-an-ode-to-justice-23-guilty-23-let-off_1673848
    এটা নিয়ে তো বাঙালীদের কোন প্রতিবাদ কোনদিন চোখে পরে নি!

    প্রতিবাদ হয় শুধু গোধরা পরবর্তী গুজরাট দাঙ্গার, যেটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু সবরমতী এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনাটা বাঙালীরা কেন ভুলে যায় সে বিষয়ে কিছু জান?
  • bb | 127.195.176.13 | ০৬ জুন ২০১২ ০৮:৩৫550005
  • কতকি শিখছি -
    ১) হিরোশিমায় বোমা ফেলার দায় আমেরিকার জনগণের নয় -
    ২) বছর বছর যুদ্ধ চালায় যে দেশ- যেখানে গণতন্ত্র অনুযায়ী ভোট হয়- সরকারের নীতির তারজন্য বদল হয় না- তবু মানতে হবে সেখানকার লোকে যুদ্ধ চায় না -
    ৩) এমনকি ভারতে BSF এর সীমান্ত অত্যাচার আর অন্যদেশ অধিকার করে তার দেশের নাগরিককে মারা - তাও নাকি একই ব্যাপার।

    মগজ ধোলাই এর আর কত নিদর্শন দেখব!!!
  • aka | 85.76.118.96 | ০৬ জুন ২০১২ ০৮:৪০550006
  • বিবি দায় বলতে?
  • অবাস্তব | 24.139.163.29 | ০৬ জুন ২০১২ ০৮:৪৭550007
  • দাড়িওয়ালা মুসলিমরা আজকাল ভোটের মাধ্যমে উগ্রপন্থার নীতি নির্ধারণ করছে বুঝি?
  • a x | 138.249.1.194 | ০৬ জুন ২০১২ ০৮:৫১550009
  • আরে শিখুন না। এই যেমন ব্যক্তিগত আক্রমণ না করেও ভিন্ন মত রাখা যায়, এটা এখনও আপনার শেখা বাকি। শিখতে লজ্জা করলে চলে? ঃ-)
  • প্পন | 122.133.206.25 | ০৬ জুন ২০১২ ০৮:৫১550008
  • এবং স্বর্গরাজ্যকেন্দ্রিক যেকোন ব্যাশিঙের কাউন্টার ভারতের প্যারালাল টেনে সেশ হয়। ঃ)
  • aka | 85.76.118.96 | ০৬ জুন ২০১২ ০৮:৫৩550011
  • আমেরিকান জনগণও ভোটের মাধ্যমে যুদ্ধ হবে কিনা ঠিক করে না তো। একটাই তো ভোট কত কি ঠিক করবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন