এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইংল্যান্ডের রানীর হীরক জয়ন্তী

    Su
    অন্যান্য | ০৩ জুন ২০১২ | ১৪৫৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.99.134.105 | ০৭ জুন ২০১২ ১৬:১৫550145
  • এঃ যা মনে মনে ভাবছিলাম, কিন্তু ঠিক করে গুছিয়ে লিখতে পারছিলাম না, এই একশো দশ বছরের প্রাজ্ঞ সেইটা বলে দিল। একেবারে হক কথা - দায় স্বীকারের মধ্যেই শুষুসার সঙ্কেত থাকে।

    ডিডি, একটা কারণ হতে পারে যুদ্ধে একটা প্রত্যক্ষ হারজিৎ হয়, ব্রিটিশ চলে যাওয়ার পর ভারতীয়র নিজেদের দেশটা পেয়েছিল, একটা ট্যানজিবল কিছু, তাই হয়ত বিদ্বেষ সেইভাবে থাকে না। কিন্তু ধর্মীয় বা জাতপাতের বিভেদের মধ্যে একটা অপ্রাপ্তি রয়ে যায়। আর কয়েকটা হিন্দু/মুসলমান/শিয়া/সুন্নি/বাঙালি/পাঞ্জাবী মারতে পারলেই এলাকাটা আমাদের হতে পারত ---- ঠিক আছে পরেরবার --- এমন কথা অবচেতনে কোথাও খেলা করে বলেই হয়ত বিদ্বেষটা ধিকি ধিকি জ্বলে।
  • | 24.99.134.105 | ০৭ জুন ২০১২ ১৬:১৬550146
  • *শুশ্রুষা
  • Toon Army | 131.241.218.132 | ০৭ জুন ২০১২ ১৬:১৯550147
  • বিদ্বেষ একদমই কি থাকে না? ছোটবেলায় ইতিহাস পড়ে প্রবল অ্যান্টি-ব্রিটিশ ছিলুম। ওই মুল্লুকে না গেলে হয়তো সেটা রয়েই যেত! এখনো তো দেখি - আম-কলকাতাবাসীকে জিগ্গেস করো - ব্রিটিশ সম্পর্কে - খিস্তিই দেবে।
  • r | 213.91.201.54 | ০৭ জুন ২০১২ ১৬:২৮550148
  • @Toon তা ঐ মুল্লুকে গিয়ে কি দেখলেন/ শুনলেন/ বুঝলেন যে বিদ্বেষ কেটে গেল ?
  • 110 | 132.248.183.1 | ০৭ জুন ২০১২ ১৬:৫১550149
  • কোনটা থাকবে আর কোনটা চলবে তার পুরোটাই সেই নির্দিষ্ট ইতিহাসের কনটেক্সটনির্ভর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ক্যাম্পের ভাগাভাগিটা পাল্টে গিয়েছিল। অক্ষ-মিত্র থেকে দাঁড়াল ওয়ার্শ বনাম ন্যাটো। শত্রুমিত্রের হিসেবটাও সেই হিসেবে পাল্টাল। এক যুদ্ধ শেষ হয়ে আর এক যুদ্ধের শুরু। যদি এই কমিউনিস্ট জুজুটা না থাকত তাহলে আমেরিকার সঙ্গে জার্মানি বা জাপানের সম্পর্কটা কি দাঁড়াত বলা মুশকিল। সামাজিক ও রাজনৈতিক অদলবদল হতে থাকে। তার সঙ্গে বিদেশনীতিরও। পঞ্চাশের দশকের আমেরিকা সুয়েজ ক্যানাল ক্রাইসিসের সময়ে যে যুদ্ধবিরোধী ভূমিকা নিয়েছিল চলতি দশকে তা কল্পনার অতীত। আমেরিকান সমাজ তখনো ইসলামী সন্ত্রাসবাদের ভূত দেখতে শুরু করে নি। কাজেই সামাজিক কন্সেন্সাসও ছিল না।

    ঔপনিবেশিকতা একটু অন্য মাত্রার সমস্যা। শাসক ও শাসিতের মধ্যে নিয়মিত আদানপ্রদানের জন্য সবসময়ই একটা মিশ্র অনুভূতি থাকে। বিদ্বেষ থাকে, আবার মোহও থাকে। শাসক ও শাসিতের স্থানগত নৈকট্যের কারণে কিছুটা সাংস্কৃতিক ও সামাজিক নৈকট্যও তৈরি হয়। বিদ্বেষের আসল রাজনৈতিক কারণটা চলে গেলে নস্টালজিয়া ছাড়া আর বিশেষ কিছুই হারাবার থাকে না। তবে ইতিহাস তো থাকে- দুর্ভিক্ষের, গণহত্যার বা অর্থনৈতিক শোষণের। তাই বিদ্বেষ না থাকলেও উদ্বাহু হয়ে নৃত্য করার মানসিকতাও থাকে না।

    জাতিগত বা ধর্মগত বিদ্বেষের ইতিহাসও পাল্টায়। আঠেরো শতাব্দীতেও পশ্চিমী দুনিয়ায় এতো তীব্র মুসলিম-বিদ্বেষ ছিল না। আবার উত্তর-হলোকস্ট সময়ে পশ্চিমী দুনিয়ায় অ্যান্টি-সেমিটিজ্‌ম অনেক স্তিমিত। বিশেষতঃ মধ্যপ্রাচ্যে বন্ধুতা ও শত্রুতার সমীকরণ তো ক্রমাগত বদলাতে থাকে।

    সেই নির্দিষ্ট ইতিহাস বিশ্লেষণ না করে গোদাভাবে কোনো একটি কমন সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল।
  • pi | 82.83.85.246 | ০৭ জুন ২০১২ ১৭:৪৬550150
  • ১১০ এর কিছু কথায় ক।

    একটা কথা জোড়ার ছিল। আম্রিগার লোক্জন জেনেটিক্যালি বদখত, যুদ্ধ তাদের রক্তে শিরায়....এরকম কোন কথা বলা হচ্ছে না। পোলে যখন হ্যাঁ বলছে, তখন লোকজন অন্য দেশের লোকের রক্ত মাখাতেই আনন্দ, কি তাদের লুটেপুটে মো্ছব করবো, এরকম কিছু ভেবেও বলছে না। হ্যাঁ বলছে, বেশিরভা ক্ষেত্রেই নিজেদের সিকিওরিটির জুজুর ভয়ে কি অন্য কোনো প্রোপাগাণ্ডা খেয়ে। আর হ্যাঁ, একটা প্রবল ন্যাশানিলিজম এবং আমরাই সর্বসেরা, আমাদেরই সবাইকে দেখতে হবে, এই মনোভাব তো আছেই। অন অ্যাভারেজ কনজার্ভেটিভ, অতি প্রবল ন্যাশালিজম, এগুলো আমি অক্ষদার পোস্ট থেকেই নিলাম কিন্তু ঃ)
    আমার বক্তব্য আমেরিকান সরকারের তৈরি সিস্টেমটা নিয়েই , যাতে অ্যাভারেজে এরকম মানসিকতা তৈরি হচ্ছে, এই প্রোপাগান্ডা বাজির স্থূল ও নানা সূক্ষ্ণ টুলপত্তর নিয়ে।
    হিরোশিমার কথা বারবার একারণেই জিগাচ্ছি। হলোকস্ট নিয়ে জার্মানীর তুলনাও চলে আসছে একারণে। দুটোর কারণই সে দেশের সরকার। সাধারণ জনগণ নয়। একথা বলার পরেও বলা যায়, এনিয়ে জার্মানীর সাধারণ জনগণও লজ্জিত। আর দায় স্বীকার তো আপিসিয়ালিও হয়েছে।
    এখানে সেটা হয়েছে কী ? বল্লাম তো, এদেশের আনাচে কানছে হলোকস্ট মিউজিউঅম, হলিউড থেকে এনিয়ে কত সিনেমা, এখান থেকে কত্ত বই, গুনে গেঁথে শেষ করা যাবে না। ওদিকে গুনতে গিয়ে হিরোশিমা নিয়ে যে প্রায় কিছুই পাচ্ছি না ! স্কুলে পড়ানো হয়, এটা আমেরিকান সরকারের দায় বলে ? যদ্দুর যা বুঝলাম, না। এগুলো সবাই দেশের স্বার্থে 'প্রয়োজন' ছিল।
    অন্য যুদ্ধ অপরাধগুলো তো ছেড়েই দিলাম। এই টইতেই চম্স্কির একটা লেখাও আছে।
  • Toon Army | 24.96.54.214 | ০৭ জুন ২০১২ ১৭:৫৩550151
  • ডিসি-তে ভিয়েতনাম ওয়ার মেমোরিয়াল দেখতে গিয়ে আমার ধারণা হয়েছিলো যে যারা ওখানে যায়, দেওয়ালের গায়ে লেখা নামগুলোতে হাত বুলোয়, তাদের মধ্যে একটা বড় অংশই গর্বিত, ভিয়েতনাম নিয়ে লজ্জিত নয়। দেখে মনে হয়েছিলো - হয়তো ভুল, কে জানে।
  • pi | 82.83.85.246 | ০৭ জুন ২০১২ ১৭:৫৬550153
  • *অনেকে।
  • pi | 82.83.85.246 | ০৭ জুন ২০১২ ১৭:৫৬550152
  • *চমস্কি

    বেশিরভাগই গর্বিত ই । আর অনেকে ক্ষুব্ধ, বিরক্ত, নিজেদের ক্ষতির জন্য। ইরাক নিয়েও তাই।
    হিরোশিমা নিয়ে সেভাবে জানিনা।
  • aka | 178.26.215.13 | ০৭ জুন ২০১২ ১৮:০৪550156
  • বাকি কথা পরে। দেয়ালের গায়ে লেখা নামগুলোতে অনেকেই হাত বুলোয় যে আর্মিরা মারা গেছে তাদের প্রতি ইমোশন বশত। আর্মিদের কবরে তাদের সাথে রিলেটেড নয় এমন অনেকেই ফুল দিয়ে আসে, দু এক ফোঁটা চোখের জল ফেলে।
  • প্পন | 214.138.240.254 | ০৭ জুন ২০১২ ১৯:০৭550157
  • আকার এন্ডে প্রচুর জিনিস পেন্ডিং।

    দায়-১-এর উত্তর পাইনি।

    ইরাক যুদ্ধে সিভিলিয়ান আর মিলিটারি কন্ট্রাক্টররা কীভাবে বেনিফিটেড না হয়ে আরো গরীব হয়ে গেল সেই নিয়ে লেখা বাকি।

    বাকিরা বাকিগুলোর হিসেব দেবে।

    সব পরে আর পরে। কবে আসবে সেই দিন?
  • aka | 178.26.215.13 | ০৭ জুন ২০১২ ২০:২৫550158
  • ভাই, আমার ওরাকলটা কেউ দেখে দিলে আমি এসব মন দিয়ে করতে পারি। হালার কনসালটেন্ট ডিবাগ অবধি করতে জানে না। এহন দেহি জন্মে অবধি সবাই ম্যানেজার, কোন শালা প্রবলেম হলে হাতা গুটোতে জানে না। তো যাদের হাতা গুটিয়ে অভ্যেস তাদেরই বাঁশ।

    আমার ইমিডিয়েট প্রবলেম হল রিটেনশন কাউন্টে বড় বড় গলতা, সেটা বাদ দিয়ে ম্যাক্রো জিনিষ অর্থাৎ আম্রিগার ফরেন পলিসি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিতে পারছি না। কিন্তু তাতে কি প্রমাণিত হল? আমি আমেরিকার ফরেন পলিসি ঠিক বলে মনে করি? হ্যাঁ ধর্মাবতার? হ্যাঁ মাননীয় জুরি?
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুন ২০১২ ২০:৪৬550159
  • হ্যাঁ, প্রথম প্যারায় ক্ক।

    আর কিস্যু প্রমাণ হয় নাই। যদ্দিন না লিখে জমা করে যাবেন একবার করে খুঁচিয়ে যাবো। ঃ)
  • aranya | 154.160.130.16 | ০৭ জুন ২০১২ ২০:৪৮550160
  • রাজদীপ, তোমার প্রশ্নটা মিস করে গেছিলাম। আম্রিকান পুলিশ মাঝে মাঝে 'আত্মরক্ষার' জন্য গুলি চালিয়েছে, ভিক্টিম বেশীর ভাগই আফ্রিকান আমেরিকানরা। আত্মরক্ষাটা উইদিন কোট লিখলাম, কারণ ওটা মিথ্যা অজুহাত হতে পারে অনেক ক্ষেত্রেই। আম্রিকান সৈন্য, কোস্ট গার্ড - এরা নিজের দেশের লোক মেরেছে বলে মনে পড়ছে না।
    গত পঁচিশ বছর আমেরিকান মিডিয়াতে যা দেখেছি, তার ভিত্তিতে বললাম, তবে আমি কিছু ঘটনা মিস করে গেছি বা ভুলে গেছি এমন হতেই পারে।
    তর্কের সময় একটু বেশী রুড হয়ে গেছিলাম, মনে হচ্ছে এখন, বিশেষতঃ ব্ল্যাঙ্কির সাথে কথা বলার সময়। ব্ল্যাঙ্কি, সরি, মাপ চেয়ে নিচ্ছি।
  • S | 84.96.172.151 | ০৭ জুন ২০১২ ২০:৫৫550161
  • ইরাক যুদ্ধে মিলিটারি কন্ট্রাক্টর রা লাভবান হয়েছে বটে তবে সিভিলিয়ান মানে আমজনতা আরো গরীব হয়েছে। কারণ যুদ্ধ করতে গিয়ে আমেরিকার পাহাড় প্রমাণ দেনা হয়েছে। ন্যাশনাল ডেট এখন প্রায় ১৬ ট্রিলিয়ন। এর ফল হল স্পেন্ডিং কাট এবং এন্টাইটলমেন্ট রিফর্ম। মানে সোসাল সার্ভিসে কাট, বেকার ভাতা বন্ধ, গরীব দের জন্যে নিউট্রিশনাল প্রোগ্রামে কাট, এরপর আসবে সোসাল সিকিউরিটি, মেডিকেয়ার আর মেডিকেডে কাট। ফলশ্রুতি, দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাওয়া।
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুন ২০১২ ২১:০৩550162
  • সিভিলিয়ান না, সিভিলিয়ান কন্ট্রাক্টর।

    আগেই তো লিখেছি, প্ল্যানটা তো দারুণ সাক্সেসফুল হত যদি না এক্সিট প্ল্যান খেটে যেত।
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুন ২০১২ ২১:০৬550163
  • * যদি এক্সিট প্ল্যান খেটে যেত
  • s | 84.96.172.151 | ০৭ জুন ২০১২ ২১:০৯550164
  • সিভিলিয়ান কন্ট্রাক্টার বলতে কাদের কথা বলা হচ্ছে ?
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুন ২০১২ ২১:২২550167
  • আরো আছে, বড় কনস্ট্রাকশন আর অয়েল কোংপানি দেশটা পুনর্গঠনের সরকারি কন্ট্রাক্ট পাবে না?
  • a x | 138.249.1.194 | ০৭ জুন ২০১২ ২১:৪৭550168
  • দায়ের সাথে যে আইডেন্টিটির কথাটা বারবার এসে যাচ্ছে, সেই আইডেন্টিটিকে যে মানেনা, সে দায় নেবে কিভাবে? আর শুশ্রুষা ইত্যাদির জন্য একটি বিশেষ বা বিপ্রতীপ আইডেন্টিটির প্রয়োজন কিসের? আমি আম্রিকায় ভোট দিইনা, আমার সবুজপত্রও নাই, কিন্তু আমি যদি দেখি একজন "ইল্লিগাল ইম্মিগ্র্যান্ট" কে পুলিশ পেটাচ্ছে, তাতে আমার আজ যা রাগ হবে, সেই রাগ আমি যদি কাল আম্রিকার নাগরিক হয়ে যাই, কিভাবে অন্যরকম হবে? আইডেন্টিটির মধ্যে দিয়ে যদি কালেক্টিভ প্রাইড থাকে, তাহলেই দায়ের কথা আসে। শুশ্রুষা ইত্যাদির জন্য দরকার ন্যায়বোধ, সেটা আইডেন্টিটি নির্ভর নাও হতে পারে।
  • a x | 138.249.1.202 | ০৭ জুন ২০১২ ২১:৪৯550169
  • পাই হয়নি। হলোকস্ট নিয়ে যেভাবে সারা পৃথিবীতে তুলকালাম হয়েছে, সেইভাবে কোনো কিছু নিয়েই হয়নি। এটা অন্যদের ইগ্নোরের সাথে সাথে জিউ লবির রাজনৈতিক ক্ষমতার গল্পও। বাংলাদেশ, আর্মেনিয়া, কঙ্গো, হিরোশিমা, কোনো কিছু নিয়েই হয়নি।
  • xi | 161.141.84.239 | ০৭ জুন ২০১২ ২১:৫৪550171
  • একটা দিয়েই সেরে দিয়েছে, সব কিছু নিয়ে এত দেখাতে গেলে কী যেন সব হয়, ইকোনোমি টমি ঘেঁটে যায় এইসব।
    নইলে বাংলদেশের গণহত্যায় ৩০ লাখ লোক মরেছে, সুদানে গণহত্যায় কর মারা গেছে তার হিসাবই পাওয়া যায় না ঠিক করে, আর চলেছে ২০ বছর---কোনো খবর পজ্জন্ত আসে নি।
    মাঝে মাঝে মনে হয় কোনো মূল্যই নেই আসলে মানুষের, কোনো মূল্য নেই। কিছু কিছু বাছা বাছা "মোর ইকুয়াল" ছাড়া কারুর কোনো মূল্য নেই। সংখ্যামাত্র, আসে থাকে যায়।
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুন ২০১২ ২১:৫৮550172
  • অরণ্যদা, এইটা আমেরিকা ব্যাশিঙের টই নয়। জনমত প্রসঙ্গে এল।

    নিচের লিংটা দেখো। ইন্ডিয়াতে মনে হয় সরকার কোনভাবে এরকম কিছু করতে চাইলেও জনমতের চাপে এটা আটকে যেত।

    http://articles.timesofindia.indiatimes.com/2012-05-23/india/31826102_1_legal-recourse-deportation-proceedings-indian-girl
  • lcm | 138.48.127.32 | ০৭ জুন ২০১২ ২২:০৫550173
  • a_x এর সাথে একদম একমত। ইদানীংকালের বড় যুদ্ধ চলছে আফ্রিকার দেশগুলোতে। আভ্যন্তরীন যুদ্ধ - বড় বড় বোমবাজি নেই, ড্রোন নেই - কিন্তু লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া, ইন্টারন্যাল/কম্যুনাল কনফ্লিক্ট, নিজেদের মধ্যে খুনোখুনি, অয়েল পলিটিক্‌স, তার ওপরে আছে অস্বাভাবিক ফুড শর্টেজ - সব মিলিয়ে ঘোরতর ক্রাইসিস।
    তাহলে আফ্রিকানরা কি যুদ্ধবাজ?
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুন ২০১২ ২২:১৩550174
  • গৃহযুদ্ধ আর পরের দেশে wmd খুঁজতে হানা দেওয়া দুটো এক হল নাকি!
  • lcm | 138.48.127.32 | ০৭ জুন ২০১২ ২২:১৭550175
  • অ, গৃহযুদ্ধ ইস্‌ ওকে - যুদ্ধবাজ নয়। ১৯৪৫-৪৮ ভারতে আনফিসিয়ালি ১০ লাখ লোক গৃহচ্যুত হয়, ২ লাখ খুন হয় - এগুলো সব অহিংস কাজকম্মো!
    আরে বাবা, যুদ্ধ ইস যুদ্ধ। লোক মারা যায়, লোকের ক্ষতি হয়।
  • lcm | 138.48.127.32 | ০৭ জুন ২০১২ ২২:২৪550176
  • টুন, a_x,
    এই অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। দেশ ছেড়ে অন্য দেশে যাবার পর অনেক কিছুই অন্য অ্যাঙ্গেল থেকে দেখা যায়।
    যেমন, পাকিস্তানী দের সম্পর্কে আমার ধারনা একটু বদল হয় এখানে এসে পাকিস্তানীদের দেখে, তাদের কাছ থেকে পাকিস্তানের জীবনযাত্রার গপ্পো শুনে।
  • aranya | 154.160.226.53 | ০৭ জুন ২০১২ ২২:৩৩550178
  • প্পন, ঐ ডিপোর্টেশনের ঘটনাটা আমি জানি। আমেরিকা সরকার বহু খারাপ কাজ করে, এ নিয়ে কোন দ্বিমত নেই।

    অক্ষ, ১৯৭০-এ কেন্ট স্টেট শুটিং-এর এই ঘটনাটা আমি জানতাম না। ১৯৮৭-তে এদেশে এসেছি, তারপর থেকে, মানে গত ২৫ বছরে, এমন কোন ঘটনা চোখে পড়ে নি, তবে আবারও বলছি কিছু মিস করে যেতেই পারি।

    ৪ -ই মে, ১৯৭০ এ নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালানোর এই ঘটনাটা একটা নৃশংস গণহত্যার নিদর্শন, কোন সন্দেহ নেই। খুবই জোরালো প্রতিবাদ হয়েছিল, এর পর - ৪ মিলিয়ন স্টুডেন্ট স্ট্রাইক করেছিল, এটা দেখে ভাল লাগল -

    ' There was a significant national response to the shootings: hundreds of universities, colleges, and high schools closed throughout the United States due to a student strike of four million students '
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন