এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইংল্যান্ডের রানীর হীরক জয়ন্তী

    Su
    অন্যান্য | ০৩ জুন ২০১২ | ১৪৫৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০২:২৮549946
  • তোমার পাশের বাড়ির লোক মদ খেয়ে ছ্ড়ালে তুমি খিল্লি করতেই পার, কিন্তু তুমি যদি তাকে মদ কিনতে হেল্প কর (যেমন আম্রিকান ক্লায়েন্টের জন্য কাজ করে এফেক্টিভলি আম্রিকান সরকারকে হেল্প করা) তাহলে আর তাকে খিল্লি করতে পার না, করলে সেটা ভণ্ডামি হয়।
    ইকনমিকাল কারণে আম্রিকান প্রজেক্ট কাটানোর কথা তো হচ্ছে না, আদর্শের জন্য কাটানোর কথা হচ্ছে। ধর , ইকনমিকালি ইংলণ্ড হট রিজিয়ন। তো যুদ্ধ বিরোধিতা করতে হলে, ইংলণ্ড-কেও কাটাতে হবে, ন্যাটোর অন্য দেশগুলোকেও কাটাতে হবে - এই আর কি।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০২:৩১549947
  • আরে আম্রিকান দের যুদ্ধু করার লোক মারার দায় আমার না। আমি পাশের বাড়ির লোক কে মদ কিনে দিলেও দায় আমার না। আম্রিকা ভারত attack না করা অব্দি আমার কিস্যু দায় নাই। জোর করে দায় চাপানোর চেষ্টা। ওর চেয়ে এই টাইম টা সোশাল মিডিয়া তে প্রতিবাদ করলেও কাজ দেবে
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০২:৩৬549949
  • তোমার বেসিক জায়গা তে বুঝতে ভুল হচ্ছে। আমি যুদ্ধ বিরোধি কিনা সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হলো আম্রিকান রা যুদ্ধের পক্ষে কিনা। সব তথ্য বলছে ওরা যুদ্ধবাজ (ম্যাক্সিমাম)। তো তারপরেও তারা বোম টোম নিয়ে লজ্জা পেলে ওটা হিপক্রেসি
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০২:৩৬549948
  • ভারতের এই সংখ্যালঘু 'কমি'-রা, যারা ভারত সরকারের কাশ্মীর পলিসির বিরোধিতা করে, তারাই অনেকে আবার ছোট আঙারিয়া, গড়বেতা-য় সিপিআইএম-এর কিছু লোকের ঘটানো গণহত্যার বিরোধিতা করে না; ভোটব্যাংকে টান পড়ছে না বোঝা অব্দি নন্দীগ্রামে গণহত্যার সমালোচনা করে না - আজীব দুনিয়া।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০২:৩৮549950
  • সে যা করে করুক। তারাও না হয় হিপোক্রিট। কিন্তু আম্রিকান গুলো যুদ্ধবাজ অথবা রাম ন্যাকা এইটাতে সমস্যা কই ?
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০২:৪০549951
  • ফের আর একটা প্রশ্ন,
    গনতান্ত্রিক দেশে যে কোনো সরকারি নীতির দায় কেন জনগনের নয় ? তাহলে কি গনতন্ত্র নাই !!!
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০২:৪২549952
  • এই তো ব্ল্যাংকি, এই বার ঠিক বলেছ, এসব কোন কিছুরই দায় তোমার নয়, যদিও তুমি আম্রিকান ক্লায়েন্টের জন্য কাজ আগেও করেছ, ভবিষ্যতেও হয়ত করবে, ইকনমিকালি সেটা যদি লোভনীয় হয়। তোমার ওপর দায় চাপাতে গেলে সেটা হবে 'জোর করে দায় চাপানোর চেষ্টা'।
    আমার ওপর দায় চাপানোর ব্যাপারটাও exactly তাই, 'জোর করে দায় চাপানোর চেষ্টা' ।
  • একক | 24.99.69.92 | ০৬ জুন ২০১২ ০২:৪৪549954
  • আমেরিকান দের ক্ষেত্রে শরত বাবুর মাতাল সংক্রান্ত এনেকডট স্মরনীয়.
    "মাতাল তাহার মাতাল বন্ধু কে যতই ভালোবাসুক , বিশ্বাস করিবার সময় তাকেই করে যে মাতাল নয়"

    ওদের বিশ্বপ্রেম ওরকম . ভোট -টা শেষ অবধি যুদ্ধবাজ কেই দেয় .
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০২:৪৪549953
  • নাহ তুমি যতক্ষন আম্রিকায় ভোট দাও, ততক্ষন তোমার দায়। ভোটার না হলে ক্যাজ কাটাও।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০২:৪৫549956
  • ক্কক্ক
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০২:৫০549957
  • এবার আমি হাল ছেড়ে দিচ্ছি। 'আম্রিকান গুলো' যুদ্ধবাজ অথবা রাম ন্যাকা - এরকম ব্ল্যাংকেট স্টেটমেন্ট করা যায় না। তুমি তো প্রতিটি আমেরিকানের ইন্টারভিউ নাও নি এই ব্যাপারে।
    'সিপিএম এর লোকেরা মানুষ খুন করে' বা 'মানুষ খুন সমর্থন করে' - এ ধরণের জেনেরালাইজড কমেন্ট যেমন জাস্ট করা যায় না।
    তুমি বড় জোর বলতে পার 'মেজরিটি আম্রিকান' যুদ্ধবাজ, তাও প্রমাণসাপেক্ষে।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০২:৫৪549960
  • Name: ব্ল্যাঙ্ক

    IP Address : 69.93.247.21 (*) Date:06 Jun 2012 -- 02:36 AM

    তোমার বেসিক জায়গা তে বুঝতে ভুল হচ্ছে। আমি যুদ্ধ বিরোধি কিনা সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হলো আম্রিকান রা যুদ্ধের পক্ষে কিনা। সব তথ্য বলছে ওরা যুদ্ধবাজ (ম্যাক্সিমাম)। তো তারপরেও তারা বোম টোম নিয়ে লজ্জা পেলে ওটা হিপক্রেসি

    - এর ডেটা পাবে প্পন দার পোস্টে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার ডেটা পাবে যে কোনো ইতিহাসের বই তে। ওটা অন্তত প্রমান সাপেক্ষ না।
    আর কেউ তো আমাকে বলুক আফগান যুদ্ধ, তার পরে ২০০এ এর ইরাক যুদ্ধ, তারপরেও ২০০৪ বুশ বিপুল ভোটে জেতে কি ভাবে? রিগিং নাকি !!!
  • একক | 24.99.69.92 | ০৬ জুন ২০১২ ০২:৫৪549959
  • অরণ্যর পোস্ট পড়লুম

    আমেরিকার হয়ে শুধু কোড কেন মিসাইল এর ফর্মুলা লিখে দিলেও তার সমলোচনা করতে আটকবে না.

    আমি যদি কাওকে কন্ডম বেছি আর সে সেটা পরে রেপ করে ,সে দোষ আমার নাকি ?

    সেলিং সার্ভিস হ্যাস নাথিং টু ডু উইথ কয়েস্চেনিং মরালিটি . ইট'স বিসনেস . এই কারণেই আমি যে কোনো দেশের ওপর যে কোনো রকম অর্থনৈতিক অবরোধ তৈরী কে ছাগলাম মনে করি. সে দেশ পাকিস্তান হলেও .
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০২:৫৮549961
  • আমি আম্রিকায় ভোট দিলেই আম্রিকান সরকারের যুদ্ধযাত্রার দায় আমার হবে এটা আমার বিশ্বাস নয়, তোমার বিশ্বাস। আমার বিশ্বাস হল এই যে এমতি অদ্ভুত ধারণা যদি কেউ পোষণ করে তবে তার মাথায় এটাও ঢোকা উচিত যে 'ভোট দিলে সরকারের কাজের দায় ভোটদাতার' এই যুক্তি মানলে 'সরকার বানায় যে কোম্পানীরা, সেই কোম্পানিদের জন্য কাজ করা মানে সেই সরকারের হাত শক্ত করা' - এমন যুক্তিও মানতে হবে।

    কাটাতে আমারও আপত্তি নেই, ক্লান্তিকর হয়ে যাচ্ছে।
  • একক | 24.99.69.92 | ০৬ জুন ২০১২ ০৩:০০549962
  • "সবাই যুদ্ধবাজ" এটা কোনো দেশেই হয়না . কিন্তু গণতন্ত্রে ভোট হলো এমন একটা সিস্টেম যা দিয়ে
    সেই দেশের ভালো লোক -খারাপ লোকের রেসালত্যান্ট বোঝা যায়. আমেরিকার রেসাল্ত্যান্ট হলো যুদ্ধবাজ মানসিকতা . এর পর ওখানে অবস্যই ভালো লোক থাকতে পারেন, যারা সংখ্যালঘু .

    এই যে মমতা নোংরামি করছে , অন্য প্রভিন্স এর বন্ধুরা এটা নিয়ে বল্লে তো চুপ করে শুনে নিচ্ছি . আমি কাকে ভোট দিয়েছি ,কেন দিয়েছি এসব ওরা শুনবে ক্যানো ? ওরা কাগজে মমতার জোকার-গিরি পরছে. ইতে রেসালত্যান্ট . ফলাফল আমাকে দুটো বাজে কথা শুনতে হবে . ব্যাস.
  • aka | 178.26.215.13 | ০৬ জুন ২০১২ ০৩:০১549963
  • ওরে ফাগোল ব্ল্যাংকি এক, ভোট দিয়ে একটা ইস্যুতে সমর্থন অসমর্থন বোঝা যায় না, দুই, ইরাক যুদ্ধ থাক হাউ অ্যাবাউট আফগানিস্তান যুদ্ধ?

    আফগানিস্তান যুদ্ধের কথা তুললাম তার কারণ এক বড় সংখ্যক আমেরিকান ইনক্লুডিং বর্তমান রাস্ট্রপতি মনে করে আফগান যুদ্ধ ভালো যুদ্ধ। তার মানে এই নয় যে র‌্যাণ্ডমলি কোন আমেরিকানকে তুলে বলব শালা যুদ্ধবাজ জাত কারণ তোরা অ্যাটম ফাটিয়েছিস, ইরাকে যুদ্ধ করছিস ইত্যাদি, দ্যাট ইজ রেসিস্ট ইন নেচার - রিভার্স রেসিজমও বলা যায়।

    আর ভালো লাগছে না। নতুন করে কিছু জানার থাকলে বলতে পারি পরে। আপাতত চল্লুম।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০৩:০৩549964
  • August 2004
    An August 2004 poll showed that two-thirds (67%) of the American public believe the U.S. went to war based on incorrect assumptions.
    - অর্থাৎ assumption টা ঠিক হলে যুদ্ধ নিয়ে সমস্যা নাই
    May 2005
    A Gallup poll from May 2005 showed that the American public has more confidence in the military than in any other institution. Seventy-four percent of those surveyed said they have "a great deal" or "quite a lot" of confidence in the military.
    June 2005
    A Washington Post/ABC poll finds that almost 60% of Americans think the war should not have been fought in the first place. For the first time since the war started, over half of Americans polled believe the war has not made America safer. - দেড় বছর পর

    April 2006
    A CBS news poll was conducted from 28–30 April 2006, nearly three years after President Bush's "Mission Accomplished" speech. 719 adults were polled nationwide, with a margin of error of plus or minus four percent. 30% of those polled approved of the way Bush was handling the Iraq situation, 64% disapproved, and 6% were unsure. 51% of those polled felt America should have stayed out of Iraq, 44% said the invasion was the right thing to do, with 5% unsure ৩ বছর পর তখনো ৪৪% ডাইরেক্ট সাপোর্টার

    December 2008
    On December, 11-14, An ABC News/Washington Post Poll of 1,003 adults nationwide, found 64% felt the Iraq War was not worth fighting, with 34% saying it was worth fighting, with 2% undecided. The margin of error was 3%
    বলে নাকি not worth of fighting !!! হাব ভাব দেখো। এরা নিজেদের ভাবে কি কে জানে !!
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০৩:০৫549965
  • সরকার বানাবে কোং। আর আমি শুধু ভোট দেবো !! একি যাত্রা পালা !! একেই ন্যাকামি বলে
  • riddhi | 74.134.148.140 | ০৬ জুন ২০১২ ০৩:০৭549967
  • ব্ল্যান্কি , ইয়ারকি মারছেন বোঝা গেল। পাই আর প্প্ন বাবুও কি তাই?
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০৩:০৮549970
  • রিদ্ধি র অদ্ভুত বোঝার ক্ষমতা
  • S | 139.115.2.75 | ০৬ জুন ২০১২ ০৩:০৮549969
  • দাদাগিরি করতে চায় না এমন কোনো দেশ আছে নাকি। যারা করে না, তাদের ক্ষমতা নেই বলে করেনা।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০৩:০৮549968
  • আকাদা, তোমার কথা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি একটু অন্য ভাবে লিখি। randomly কোনো আম্রিকান কে চুজ করলে তার যুদ্ধবাজ হওয়ার প্রোবাবিলিটি খুব হাই
  • aranya | 154.160.226.53 | ০৬ জুন ২০১২ ০৩:১৩549971
  • সরকার বানাবে কোং। আমি ডলারের জন্য সেই কোং-এর পা চাটব, তার জন্য কোড লিখব। তারপর সেই সরকারকে গাল দিয়ে তো ধুইয়ে দেবই, যে দেশের সরকার, সেই দেশের জনতাকেও তুড়ে গাল দেব- এটাকে ন্যাকামি তো বলেই, ভন্ডামিও বলে।
  • riddhi | 74.134.148.140 | ০৬ জুন ২০১২ ০৩:১৪549972
  • আপনার ৬ জুন ৩ ঃ০৩ পোস্টের রেজাল্ট্গুলোর ভিত্তিতে যদি বলেন বেশীর্ভাগ অমেরিকান যুদ্ধবাজ, তালে বলব হয় খুব নোংরা রকম নেশা করছেন, নয়্তো ইয়ারকি মারছেন। দুটৈ ফাইন।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০৩:১৭549974
  • অরন্য দা একটা ভাট তর্ক করছে।
    যে কোং এর কথা হচ্ছে সেই কোং আমার দেশের সরকার বানাচ্ছে না। সে অন্য দেশের সরকার বানাচ্ছে। সেই অন্য দেশে যদি কোং সরকার বানায় তো ভোট দেওয়াটা কেন ন্যাকামি না???? ওক্কে লাও আপাতর ধরে নিলাম আমি সেই কোং এর পা চেটে হেব্বি ন্যাকামি করেছি। তো তাও আমাকে বোঝানো হোক যে সেই দেশে ভোট দেওয়া কেন ন্যাকামি না?
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০৩:১৭549973
  • অরন্য দা একটা ভাট তর্ক করছে।
    যে কোং এর কথা হচ্ছে সেই কোং আমার দেশের সরকার বানাচ্ছে না। সে অন্য দেশের সরকার বানাচ্ছে। সেই অন্য দেশে যদি কোং সরকার বানায় তো ভোট দেওয়াটা কেন ন্যাকামি না???? ওক্কে লাও আপাতর ধরে নিলাম আমি সেই কোং এর পা চেটে হেব্বি ন্যাকামি করেছি। তো তাও আমাকে বোঝানো হোক যে সেই দেশে ভোট দেওয়া কেন ন্যাকামি না?
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০৩:২০549975
  • না বস, ঐ ডেটা থেকে এটুকুই শুধু বোঝা যায় যে যুদ্ধের গতি প্রকৃতি ম্যাক্সিমাম আম্রিকানের পছন্দ হয় নি। সেটা না বুঝে না থাকলে বলতে হয় ডেটা ইন্টাপ্রিটেশানে তোমার সমস্যা আছে।
  • ব্ল্যাঙ্ক | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০৩:২১549976
  • আর এই সকল জনগন এখনো কেউ বোঝাচ্ছে না যে ২০০৪ এ বুশ জিতল কি করে !!
  • Blank | 69.93.247.21 | ০৬ জুন ২০১২ ০৩:২৩549978
  • http://en.wikipedia.org/wiki/George_W._Bush

    The Bush campaign continuously criticized Kerry's seemingly contradictory statements on the war in Iraq,[49] and argued that Kerry lacked the decisiveness and vision necessary for success in the War on Terror.
    In the election, Bush carried 31 of 50 states, receiving a total of 286 electoral votes. He won an outright majority of the popular vote (50.7% to his opponent's 48.3%).
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন