এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিক্ষার বেসরকারীকরন অথবা ধ্বংশ পক্রিয়া

    Biplab
    অন্যান্য | ১৮ জুন ২০১২ | ৯৯৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৮:১৬559493
  • "ভারতের মত বিশাল জনসংখ্যার গরীব দেশে" টায় সেন্টি খেলাম। কিন্তু ভেবেচিন্তে ঠিকঠাক পাঠক্রম চালু করলে, ভারত অতটা গরীব দেশ না ও থাকতে পারে। বিশাল জনসংখ্যার গরীবরা তখন থাকবে না। নামতা মুখস্থের ভয়েই কত ছেলের পাশ দেওয়া হয় না।
  • Reshmi | 129.226.173.2 | ৩১ মার্চ ২০১৪ ১৮:১৯559494
  • সে কে একটা প্রশ্ন। যে মেয়েটি অঙ্ক প্রায় জানে না বলছেন, সে কি ঘড়ি (ঘন্টা মিনিটের কাঁটাওয়ালা) দেখতে পারে? পারলে কি করে? আমার এটা জানা দরকার, একজনকে শেখাতে হবে।
  • hu | 12.135.59.28 | ৩১ মার্চ ২০১৪ ১৮:২০559496
  • সে নামতা নিয়ে অবসেসড হয়ে গেছেন ;-) নামতা মুখস্থতে কেউ জোর দেয়নি। একদম বিদ্যাহস্ত বলছি ঃ-) আর আমি কিন্তু খুউউব সাধারণ - বছরে উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা মাইনের স্কুলে পড়েছি।
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৮:২০559495
  • আচ্ছা, এমন মনে হয় না যে কম্পিউটারটা আবশ্যিক হোক? প্রোগ্রামিং নয় - ব্যবহার করতে শেখা, সঙ্গে ইংরিজিতে টাইপ করতেও শিখবে, ইন্টারনেটে ব্রাউজ করা? আবারো লিখলাম নাগরিকের নিজস্ব অধিকার? দেশের প্রয়োজনীয় আইন? সেক্স এডুকেশন? ফার্স্ট এইড?
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৮:২৪559497
  • রেশমি,
    মেয়েটি এখন ইউনিভার্সিটিতে পড়ে। ঘড়ি দেখতে জানে ছোটোবেলা থেকেই। এর সঙ্গে নামতা বা যোগবিয়োগের সম্পর্ক নেই।
    দেয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা সব জানে। এটা দিনের পর দিন দেখছে। এর জন্যে যোগ বিয়োগ লাগে না, পাঁচের ঘরের নামতাও লাগে না। পয়সাও গুনতে জানে। ৫ টা বিশ পয়সায় যে একটা টাকা হয়। দুটো পঞ্চাশের কয়েনে একটাকা হয়।
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৮:২৫559499
  • হু,
    আরে না না ঃ-))))) অবসেস্‌ড্‌ নই। আমিও ফ্রি স্কুল।
  • hu | 12.135.59.28 | ৩১ মার্চ ২০১৪ ১৮:২৫559498
  • হ্যাঁ, নাগরিকের অধিকার, সংবিধানে কি আছে এসব জানার জন্যই সিলেবাসে একটু পলিটিকাল সায়েন্স থাকা দরকার। কম্পিঊটার মনে হয় এখন সব স্কুলেই শেখানো হচ্ছে। উপরোক্ত উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা মাইনের স্কুলেও। ফার্স্ট এইড আমাদের শেখানো হয়েছিল কর্মশিক্ষায়। যদিও ব্যান্ডেজ ইত্যাদি যা শিখিয়েছিল সব ভুলে গেছি। সেক্স এডুকেশন শেখায়নি। বায়োলজি ক্লাসের দিদিমনি একটু বলেছিলেন। তবে সে ওনার দয়া। সিলেবাসে ছিল না।
  • hu | 12.135.59.28 | ৩১ মার্চ ২০১৪ ১৮:৩১559500
  • পাঁচের ঘরের নামতা না জেনে ঘড়ি দেখাটা কিন্তু ইন্টারেস্টিং। তাহলে কি ও পজিশনগুলো মুখস্থ করে ফেলেছে? আমি ধরে নিচ্ছি ডায়ালে ৫, ১০ ইত্যাদি মার্ক করা নেই এমন ঘড়িও সে দেখতে পারে।
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৮:৩৩559501
  • ফার্স্ট এইড - তখন যা শিখেছিলেন ভুলে যেতে পারেন। এখন অনেক কিছুই বদলে গেছে। ঐ পুড়ে গেলে বরফ না জল সেইটা যেমন। তেমনি ব্যান্ডেজ। এটা প্রায় উঠেই গেছে। দারুন দারুন ব্যান্ডেজের কোনো ক্রেডিট নেই এখন। এখন ইলেক্ট্রিকাল কিট লাগে ও তার ব্যবহার। আর্টিফিশিয়াল রেস্পিরেশনের পদ্ধতিও বদলে গেছে।

    ইতিহাসের মধ্যে যেটুকু পোলিট্ক্যাল সায়েন্স, সেটা নগ্য মাত্রায় ছিলো।
    নাগরিক অধিকার, দেশের আইন, এগুলো সবার আগে প্রাধান্য পাওয়া উচিৎ, তার পরে পাস্ট টেন্সে ইতিহাস। আমি মোগল সম্রাটদের নাম জানি অথচ বিপদে পড়লে কোন ফোন নম্বরে ফোন করতে হয় বা থানায় গিয়ে কি করে এফ আই আর করতে হয়, সেটা জানি না - এই বিদ্যা ইম্‌প্র্যাক্টিক্যাল।
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৮:৩৪559503
  • হ্যাঁ ঘুরে ফিরে পোজিশন মুখস্থ হয়ে গিয়েছে। সেই মুখস্থ বিদ্যা, সেই সনাতন বৈদিক শিক্ষা ঃ-))))))))))))
    আমি ফেল করে গেলাম।
  • Ekak | 24.99.91.67 | ৩১ মার্চ ২০১৪ ১৮:৩৫559504
  • না , কম্পিউটার আবশ্যিক হোক মনে হয়না । সবাইকে কেন বাক্স বাজিয়ে কাজ করতে হবে । বরং কম্পিউটার সায়েন্স এর ইউএক্স নিয়ে এমন গবেষণা জরুরি যাতে মানুষ নিজের মতই কাজ করে যাবে কম্পিউটার বাকিটা বুঝে নেবে । সবাইকে কম্পিউটার চালাতে শিখতে বলাটা জাস্ট সময় দেখতে শেখার সঙ্গে ঘড়ি বানাতে শেখা গুলিয়ে ফেলার মত । কারণ কম্পিউটার চালাতে অনেক বেশি ইনভলভমেন্ট লাগে যেটা একদম অকারণ । অবশ্য এইনিয়ে আলাদা করেবলার কিছু নেই , যেভাবে ইন্তালিজেন্ট সিস্টেম দিসেন হচ্ছে বা ন্যাচারাল ল্যন্গুএজ নিয়ে কাজ হচ্ছে তাতে এই "কম্পিউটার শেখা" ব্যাপারটা আসতে আসতে "সবার জন্যে দরকারী " জায়গায় থাকবেনা । তার আবার খারাপ দিক ও আছে ।
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৮:৪০559505
  • কম্পিউটার তো ঘরে ঘরে অ্যামেরিকায়। সেটা কেন খারাপ? সবাই কম্পিউটার দিয়েই কমিউনিকেশন (ইমেল), টাকা পয়সার ট্র্যান্সাকশান, টিকিট কেনা, এসমস্ত করে। এটা ভারতের লোকে কেন করবে না শুনি? গরীব বলে না সনাতন বলে?
  • Ekak | 24.99.91.67 | ৩১ মার্চ ২০১৪ ১৮:৪৯559506
  • "খারাপ " না , প্রিমিটিভ । অনেকদিন হলো কম্পিউটার আবিস্কার হয়েছে । এখনো অবধি বাক্স বাজিয়ে অর্ডার দিতে হয় বা আলাদা করে "শিখতে " হয় এটা প্রিমিটিভ । একচুয়ালি কাজ কমানোর আশ্বাস দিয়ে বাড়াচ্ছে । আমাদের আর্গোনোমিক্স -লাইফ্স্তৈল সব এই যন্ত্রটার পেছনে নষ্ট হচ্ছে । যদি খুব দ্রুত উন্নত না হয় । ন্যাচারাল ল্যন্গুএজ-বিহেভিয়ার -অর্ডার এসব বুঝতে না পারে তাহলে এর কোনো ভবিষ্যত নেই । ফালতু বাক্স বাজানো ।
  • π | ৩১ মার্চ ২০১৪ ১৮:৫৫559507
  • মজাটা হচ্ছে, বিয়াল্লিশের সাথে আট যোগ করতে জানার কাজটা প্রয়োজনীয়, কিন্তু সেটা সেরকম শিক্ষা না পেয়েই শেখা হয়ে যেতে পারে। আমাদের দেশের মুদি কি সব্জিওয়ালাদেরই ধরা যাক। তাঁদের মত সরাদিন ধরে মুখে মুখে দ্রুত হিসেব কমজনকেই কষতে হয়। এটুকু কিন্তু অনেকটা স্বাভাবিকভাবেই মানুষ শিখে ফেলতে পারে।মেন্টাল ম্যাথ করার অনেক প্রক্রিয়াও মানুষ নিজেই বের করে ফেলতে পারে, করে এবং কাজে লাগায়। বরং ইস্কুলের মুখস্থ বিদ্যার অভ্যাস ( মানে বহু স্কুলে পাতি মুখ্স্থ করানৈ শেখানো হয়, সেসব স্কুলের কথা বলছি) অনেক সময় সে ক্ষমতা কেড়ে নেয়। নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি। মুম্বইয়ের বস্তির এক স্কুলের পাঁচ ছয় ক্লাস থেকে আমরা পড়া দেখাতাম। তাদের 'ইংলিশ' স্কুলে সব কিছুই ধরে ধরে মুখস্থ করানো হত। মায় অঙ্কও। বইয়ের থেকে কোন অঙ্ক দিলে বলে দিত অমুক পাতার অঙ্ক তো, তাহলে এই উত্তর, কীভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ মুখস্থ। তাদের স্কুলের ক্লাসে এভাবেই করানো হত, বাড়ি ফিরে একটা কোচিং সেন্টারে যেত, সেখানে আরেকদফা মুখস্থপর্ব চলত। এদিকে আলাদ করে গুণ ভাগ করতে দিলে দেখা যেত পদে পদে হোঁচট খাচ্ছে। এমনকি বিয়োগ টিয়োগও। মেন্টাল ম্যাথ তো কিছুতে পারতো না।
    যাহোক, মজা হল, আমদের ঐ ঘরেই ক্লাস ওয়ান টু র বাচ্চারাও থাকতো, খেলতো। ওদেরই দিদি দাদাদের করা আমাদের প্রশ্নগুলোর টুকটাক উত্তর কিন্তু ওরাই টুকটাক দিব্বি দিয়ে দিয়ে দিতে পারতো ! মানে হিসেব নিকেশের ব্যাপার স্যাপার।

    তাই কাজ চালানোর মত যেটুকু যা দরকার, সেটুকু খুব সহজেই শিখিয়ে দেওয়া যায়।
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৯:০০559509
  • "কম্পিউটার প্রিমিটিভ...বাক্স বাজিয়ে অর্ডার দিতে হয়...কাজ কমানোর আশ্বাস দিয়ে বাড়াচ্ছে...ফালতু বাক্স বাজানো"

    শিখতে হলে কম্পিউটার ব্যবহার করতে শেখায় লাভ আছে। কাজ কমল কেমনে? ইমেল, মেসেজিং, স্কাইপ, ..., টাজ্কা পয়সার ট্র্যানজাকশান, টিকিট কেনা, খবর পাওয়া, সমস্তই তো হচ্ছে। গরীবরাও এই সুবিধে পেলে আমাদের ক্ষতি তো হচ্ছে না তেমন।
    তারপরে উন্নত যন্ত্র আবিষ্কার হয়ে গেলে সেটায় রোল আউট করে নেয়া যাবেখন।
    ঠিক তেমনি, ইন্টার্ন্যাশাল স্কুলের শিক্ষা এখন কিনছেন পয়সাওয়ালারা, খারাপ জিনিস জেনে শুনে কিনছেন বলে মনে হয় না। এই একই জিনিস চেষ্টা চরিত্র করে দেশের গরীবদের জন্যেও করা হোক না কেন? আরো উন্নত ভালো শিক্ষা এসে গেলে সেটায় নাহয় রোলাউট করা যাবে।
  • π | ৩১ মার্চ ২০১৪ ১৯:০০559508
  • একক, ছোটবেলা থেকে স্পেশালিস্ট তৈরীর শিক্ষা আবার কোথায় বললাম ? এইট তো খুব ছোট ক্লাস নয়। এইট অব্দি সব বিষয় পড়ানো হোক না। তারপর পছন্দ মত বিষয়। সেটাও একটা দুটো বিষয়ই হতে হবে , এমনও নয়। দরকার লাগলে পরে বদলাতেও পারে, এমন হোক না। কম্বিনেশনও যেমন ইচ্ছ নিতে দেওয়া হোক। আমি চাইলে চেমিস্ট্রির সাথে হিস্ট্রি নিয়ে পড়তে পারবো না, এরকমটা কেন হতে হবে ?
  • hu | 12.135.59.28 | ৩১ মার্চ ২০১৪ ১৯:০৫559510
  • পাই, আমার সন্দেহ হয় এই মুখস্থ করার চাপটা শুধু পেডগজির গলদ না। কম্পিটিশন এত বেশি, যেন তেন প্রকারেণ টপ করতে হবেই এমন একটা প্রেশার এসে গেছে। যে মুখস্থ করে নিচ্ছে সে তো তাৎক্ষণিক একটা অ্যাডভান্টেজ পাচ্ছেই। অন্যদের তুলনায় কম সময়ে উত্তর লিখে ফেলছে। হয়তো অন্যদের থেকে বেশি উত্তর লিখতে পারছে সেজন্য। যে এটা করছে তাকে এটা করতে হবেই। অনেক অনেক প্রতিযোগী। এত বেশি লোক না হলে হয়তো ব্যাপারটা সোজা হত। তুমি খোঁজ নিয়েছিলে ঐ ছোট বাচ্চাগুলো যখন উঁচু ক্লাসে উঠলো তখন কি করত?
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৯:০৬559511
  • এটায় একমত হলাম। কম্পিটিশান।
  • π | ৩১ মার্চ ২০১৪ ১৯:০৮559512
  • ঐ ছোট বাচ্চারা বড় হওয়া অব্দি তো ওখানে থাকিনি। তবে এটাই শুনেছিলাম যে ঐ পাঁচ ছয় ক্লাসের বাচ্চারাও ছোটবেলায় ওগুলো পারতো। উঁচু ক্লাসে যত উঠেছে, মানে, ঐ স্কুলের মুখস্থ বিদ্যার সিস্টেমে যত বেশি পড়েছে, তত ঐসব সহজাত ক্ষমতা হারিয়েছে।
  • hu | 12.135.59.28 | ৩১ মার্চ ২০১৪ ১৯:১০559514
  • আমি এগারো-বারোতে ফিজিক্স-কেমিস্ট্রি-ম্যাথের সাথে ভূগোল রাখতে চেয়েছিলাম। কলেজ অ্যাকোমোডেট করতে পারেনি। ইকুয়েশনটা ঠিক কি আমি জানি না। ছাত্রসংখ্যা আরো বাড়ালে এইসব অড কম্বিনেশন পড়ার মত আরো লোক জুটতো হয়তো। কিন্তু তাহলে আবার স্টুডেন্ট-টিচার রেশিও ঠিক থাকে না।
  • Arpan | 125.118.72.42 | ৩১ মার্চ ২০১৪ ১৯:১১559515
  • "কম্পিউটার প্রিমিটিভ।।।বাক্স বাজিয়ে অর্ডার দিতে হয়।।।কাজ কমানোর আশ্বাস দিয়ে বাড়াচ্ছে।।।ফালতু বাক্স বাজানো"

    - এখন এসব প্রচুর কাজ মোবাইলে হয়ে যায়। ফালতু তিরিশ হাজারের বাক্স না কিনে চার-পাঁচ হাজারের সস্তা চাইনিজ হ্যান্ডসেটে লোকে এসব করবে। এখন খুব সীমিত সংখ্যায় করলেও ট্রেন্ডটা স্পষ্ট।
  • π | ৩১ মার্চ ২০১৪ ১৯:১২559518
  • তবে আমাদের দেশের সিবিএসসি র পদ্ধতি কেমন ? মুখস্থ করার উপর বেশি জোর দেওয়া হয় কি ? যেটুকু যা দেখেছিলাম, ভালোই লেগেছিল। যাঁরা আরো কাছ থেকে দেখেছেন, লিখলে ভালো লাগবে।
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ১৯:১২559517
  • পুষ্টিকর খাবার পাচ্ছিলো ওরা?
  • hu | 12.135.59.28 | ৩১ মার্চ ২০১৪ ১৯:১২559516
  • তাহলে হয়তো আমার সন্দেহ ঠিক। যত বড় হয়েছে কম্পিটিশন সম্পর্কে নিজেরাও সচেতন হয়েছে, সচেতন করানোও হয়েছে।
  • π | ৩১ মার্চ ২০১৪ ১৯:১৬559519
  • আমি পুরো কোলকাতা ঘুরে দুটিমাত্তর স্কুলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে ভূগোল পেয়েছিলাম , এবং নিয়েছিলাম। না দেবার কারণ মূলতঃমাইণ্ডসেটই। আর ঝামেলা এড়াতে চাওয়া। ঐ নানাবিধ কম্বি হলে রুটিন তৈরি করতে অনেক বেগ পেতে হবে। টিচার স্টুডেন্ট রেশিও খুব কিছু ম্যাটার করে বলে মনে হয় না, কারণ হরে দরে সব বিষয় মিলিয়ে মোটামুটি একটা রেশিও মেইনটেইন্ড হবে।
  • hu | 12.135.59.28 | ৩১ মার্চ ২০১৪ ১৯:২৯559520
  • বল্লাম তো! সিবিএসসির সিলেবাসে ইকোনমিক্স আর সিভিক্স থাকে। সেটা আমার বেশ ভালো লেগেছে। তবে চাপ কম বলে তো মনে হয়না। প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। এক দিদির মেয়ে পড়ে। শুনেছি তার থেকে।
  • (0/10) | 69.160.210.2 | ৩১ মার্চ ২০১৪ ১৯:৪০559521
  • সিবিএস ই টেন এ উঠে নাইনের পড়া ভুলে যায়। প্রচন্ড সুপারফিশিয়াল। আমি একদা ৯-১০-১১-১২ কেমিস্ট্রি পড়িয়ে দেখেছি। অ্যাভারেজ স্টুডেন্টের কথা বললাম। ভালো স্টুডেন্ট সবসময়েই ভালো। তাতে ওদের সিলেবাসে খুব অসুবিধে হয় না। কিন্তু কেমিস্ট্রি ব্যাচেলর কোর্সে পড়তে গেলে কলকাতা ইউনিভার্সিটিতে, সিবিএসই কে পঃবঃকাঃঅঃহাঃসেঃ অনেক পিছনে ফেলে দেবে। যদিও ওদের সিলেবাসে বি এস সি র অনেক কিছু থাকে। ঐ, ডেপথ নেই। আই সি এস সি র বোধয় ডেপথ বেশি , ওটা জানিনা।
  • (0/10) | 69.160.210.2 | ৩১ মার্চ ২০১৪ ১৯:৪২559522
  • তবে এখন নাকি মাধ্যমিক ও টিক মার্ক হয়ে গেছে? এই কৌন বনেগা ক্রোড়পতি অ্যাটেন্ড করার পড়াশুনো "শিক্ষার ধ্বংশ পক্রিয়া "ই বটে।
  • সে | 188.83.87.102 | ৩১ মার্চ ২০১৪ ২০:০২559523
  • ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে ভূগোল (ফোর্থ সাবজেক্ট) ছিলো আমার মায়ের কম্বো আই এস সি তে, ব্রেবোর্ণ।

    হিস্ট্রির সাথে কেমিস্ট্রি ছিলো বিএ তে দিদিমার বড়ো জ্যাঠামশাইয়ের, ক্যালকাটা ইউনি তখন এরম কম্বো মেনে নিতো।
  • Reshmi | 192.68.22.245 | ৩১ মার্চ ২০১৪ ২০:০৭559526
  • CBSE সিলেবাস এখন পর্যন্ত যা দেখেছি, তাতে আমরা যা পড়ে এসেছি তার থেকে অনেক বেটার মনে হয়েছে। বিশেষতঃ civics-এর মত কোন সাবজেক্ট তো আমাদের ছিলই না। আমার ছেলেকে পড়াতে গিয়ে দেখলাম ওদের ক্লাস সিক্সেই অর্গ্যানাইজড সেক্টর, আনঅর্গ্যানাইজড সেক্টর নিয়ে চ্যাপ্টার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন