এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রবীন্দ্রনাথের মালপত্র

    Somnath
    অন্যান্য | ১৬ মে ২০০৬ | ৭৮০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 202.56.231.117 | ১৭ মে ২০০৬ ১১:৩৬559701
  • মায়ার খেলা অতি ঝুল। হাজার বার পড়েও ভাল লাগাতে পারি নি।
  • dd | 59.93.64.203 | ১৭ মে ২০০৬ ১২:৩১559702
  • রবি ঠাগুরের ছবি অত্যন্ত ভালো।

    কে বলেচে ? আমি বলিচি। ছোটোবেলায় ভাল্লগতো না। এখন বড্ড ভাল্লাগে। কি কোরবো ?
  • r | 212.138.64.180 | ১৭ মে ২০০৬ ১২:৩৭559703
  • তার মানে পারোলিন বড়ো হলে ওঁয়ারও ভালো লাগবে।
  • Somnath | 59.145.225.101 | ১৭ মে ২০০৬ ১৩:২৫559704
  • এমনকি সন্দীপনের ও ভালো লাগে। গান আর ছবি।

    আর বলল, লোকটার পদবী ঠাকুর না হয়ে হালদার হলে এত তাড়াতাড়ি ঠাকুর হতেন না।

    আরো বলল, লোকটা কিৎসু না করে ভুবনডাঙার মাঠে ঐ কখানা গাছ পুঁতে পুঁতে মাত্র স্কুলটুকু বানালেও, আহা, যেন একটা হামাগুচি ব্যপার।

    কোটেশন দেবার বই আনি নাই।
  • tan | 131.95.121.251 | ১৮ মে ২০০৬ ০০:৩০559705
  • গাছগুলো পোঁতার অন্তত কিছু কৃতিত্ব দেবেন্দ্রনাথের।
  • shyamal | 64.47.121.98 | ২৪ জুন ২০০৮ ২৩:০১559707
  • অতিশয় লজ্জার কথা, তিন চ -- চার অধ্যায়, চতুরঙ্গ আর চোখের বালি পড়িনি। গোরা দারুন লেগেছিল যখন পড়েছি। শেষের কবিতা কৃত্রিম লেগেছে। সেটা সেই বয়েসের জন্য হতে পারে। আবার পড়ব।

    কাল আর আজ মিলিয়ে (আপিসে কাজ নেই) নেটে চার অধ্যায় শেষ করলাম। ছোট উপন্যাস। কি বলব, মুগ্‌ধ হয়ে গেছি। ঠিক ট্র্যাডিশনাল উপন্যাস নয় কারণ গল্প তো প্রায় নেইই। কিন্তু যা আছে, ভদ্রলোক যে কি ভাবে ব্যক্ত করতে পারেন, ভাবা যায়না। পড়লে মনে হয়, ঠিক তো, এমন করে তো ভাবিনি।

    যা লিখে গেছেন ১৯৩৪ এ, আজ ২০০৮এও পুরো রেলেভেন্ট। সেটা শুধু ওনার ন্যারো দেশপ্রেম সম্বন্ধে বিরূপ ধারণার জন্যই নয়, মেয়ে ও ছেলেদের ইন্টার‌্যাকশন নিয়ে, মেয়েদের বাইরের জগতের প্রতি রিয়্যাকশন নিয়ে যা লিখেছেন সব।

  • cam | 131.95.219.50 | ২৪ জুন ২০০৮ ২৩:০৯559708
  • হে হে।
  • cam | 131.95.219.50 | ২৪ জুন ২০০৮ ২৩:১০559709
  • শ্যামলবাবু এরপরে নৌকাডুবি পড়ুন।
  • shyamal | 64.47.121.98 | ২৪ জুন ২০০৮ ২৩:৪৯559711
  • নৌকাডুবি আর বৌঠাকুরানীর হাট কমবয়েসের লেখা। দুটো ই পড়া। কিন্তু রবীন্দ্রনাথ তখনও রবীন্দ্রনাথ হয়ে ওঠেননি। বঙ্কিমের ইনফ্লুয়েন্স প্রচন্ড।
  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ০০:০৯559712
  • যিনি কবি তাঁর পেছনে বাঁশ দিয়ে উপন্যাস লেখালে যেমন দাঁড়ায়, বেশীরভাগ উপন্যাসই তাই হয়েছে।গোরা তো উপন্যাসের নামে লম্বা প্রবন্ধ,নৌকাডুবি কে লেখাডুবি ও বলা যায়,চার অধ্যায় যে বস্তু...

  • ranjan roy | 122.168.4.92 | ২৫ জুন ২০০৮ ০০:২৮559713
  • আর "" ল্যাবরেটরি'', "রবিবার''?
    নাটকের কথা বল্লে "" বাঁশরী'', "" অচলায়তন'' "রাজা''? "" মালিনী''।
    অপেরাগুলোতে "" চন্ডালিকা'', "" চিত্রাঙ্গদা''?
    --"" সঙ্গীবিহীন চিরদু:খরাতি, কাটাবো কি নির্জন শয়ন পাতি''?
    আর চন্ডালিকার "পাপীজনশরণ প্রভূ, ক্ষম হে মম দীনতা'------ক্ষমিবে না, ক্ষমিবে না, আমার ক্ষমা হীনতা''।
    এই গানের লাইনটা --"" আঁধাররাতে একলা পাগল যায় কেঁদে।
    বলে ডেকে---- বুঝিয়ে দে, বুঝিয়ে দে'। আমি যে তোর আলোর ছেলে , আমার সামনে দিলি আঁধার মেলে''।
    শেষের কবিতায় ইঙ্গবঙ্গ সমাজের চমৎকার ক্যারিকেচার। আর শ্রেয় ও প্রেয়র দ্বন্দ্ব।
    লাবণ্যর ঐ কটা লাইন।
    "" মোর লাগি করিওনা শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে নিত্যলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই পণ বহিব সদাই। উৎকন্ঠিত মোর লাগি যদি কেহ প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে।
    শুক্লপক্ষ থেকে আনা রজনীগন্ধার মালাখানি ,
    আনি যেপারে সাজাতে , অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে,
    সে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায়,ভালোমন্দ মিলায়ে সকলি
    এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।
    ভার তার রহিবেনা, না রহিবে দায়,
    হে বন্ধু, বিদায়।''
    যতিশংকরকে অমিতের ব্যাখ্যা করে বলা--- কেতকী হল বাড়ির দীঘির জল। রোজ কলসি ভরবো, চান করবো--। আর লাবণ্য হল পুরীর সমুদ্র, বছরে একবার ---।
    এই থিওরি ক্লাস টেনে পড়ে মুগ্‌ধ হলাম। কলেজে দুই বান্ধবীকে বোঝালাম, দুজনকেই হারালাম। রবিবাবু আমার অনেক ক্ষতি করেছেন। গত মাসে হিপ পকেটে পার্স রেখে কাউন্টারে মাথা গলিয়ে রেলের মান্থলি বানাচ্ছি, এমনসময় পেছনে সুড়সুড়ি মত। ফিরে দেখি একজন গরীব গাঁয়ের লোক, গুটিসুটি হয়ে লাইনে দাঁড়িয়ে। সন্দেহের চোখে তাকালাম। ভাবলাম পার্স সামনের পকেটে আনি। তক্ষুণি মনে পড়ল রবিবাবু বলেছেন--মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।
    আমার পাপ মন। কাজেই মন দিয়ে ফর্ম ভরে পয়সা বের করতে গিয়ে দেখি--পার্স নেই, লাইনে ঐ লোকটিও নেই।

  • ranjan roy | 122.168.4.92 | ২৫ জুন ২০০৮ ০০:৪০559714
  • এটা " অনুষ্টুপ'' পত্রিকার সমর সেন সংখ্যায় আছে। কিন্তু ঠিক এরকম নয়। রবিবাবুর সামনে তুমুল তর্কাতর্কি করার মত না এদের স্ট্যাচার ছিলো, না শান্তিনিকেতনে অমন পরিবেশ ছিল।
    যদ্দুর মনে পড়ছে এরা পয়ে হাত দিয়ে প্রণাম করবে না ও গুরুদেব বলবে না ঠিক করে গেছিলো। আর আগে বোধ হয় কোন পত্রিকায় ওনার লেখার কোন "" আধুনিক'' সমালোচনা করেছিলো। এব্যাপারে ঐ বয়সে রবীন্দ্রনাথ অনেক স্পর্শকাতর ছিলেন। আর সমর সেন রবিবাবু বলে সম্বোধন করেছিলেন। কিন্তু বাকিরা চট্‌পট ওনার পায়ে হাত দিয়ে সমর সেন কে বকরা বা মুর্গি বানিয়েছিলেন।
    উৎসাহীরা ঐ পত্রিকা দেখে ভেরিফাই করে জানান। আমি বাড়ি বদলেছি। নইলে আমার কাছেও আছে। খুঁজতে হবে।
    মালখাবার ব্যাপারটা তো মনে পড়ছে না।
    তবে সমর সেন ওনার নিজের কথায় "" বাগবাজারী বখাটেপনায়'' অভ্যস্ত ছিলেন। ওনার ন'কাকার বছর-বছর ছেলেপুলে হত। ওনারা কাকাকে এই নিয়ে বল্লে কাকা বল্লেন-- কি করবো? ভগবানের হাত।
    সমর সেন বল্লেন-----ভগবানের হাত এত ছোট?
  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ০০:৪১559715
  • কী ভয়ংকর! ওটা তো শ্যামা!
    "ক্ষমিবে না ক্ষমিবে না ...."এইসব বলে তো বজ্রসেন গাইছিলো!
    চন্ডালিকা তো অন্য,"একটি গন্ডুষ জল..."
  • ranjan roy | 122.168.4.92 | ২৫ জুন ২০০৮ ০০:৪৬559716
  • ঠিক বলেছেন। ওটা শ্যামায় বজ্রসেনের শেষ গান। চন্ডালিকায় মায়ের নাগিনী জাগলো, জাগলো--। প্রকৃতির ""ফুল বলে--'' শ্যমায় উত্তীয়ের গান---"" ন্যায়-অন্যায় জানিনে জানিনে জানিনে, শ্‌ধুতোমারে জানি, তোমারে জানি ওগো সুন্দরি।
  • ranjan roy | 122.168.4.92 | ২৫ জুন ২০০৮ ০০:৫৪559718
  • উপন্যাস নিয়ে কথা বল্লে-- "" যোগাযোগ'' নিয়ে কেউ কিছু বলুন। কুমু-মধুসূদন-বিধবা বৌদি শ্যামার সম্পক্ক নিয়ে কিছু বলুন। ঐ উপন্যাসের স্ট্রাকচার নিয়ে কিছু বলুন।
    আর ছবি? ""হে মাধবী, দ্বিধা কেন?'' গানের সংগে আঁকা নারী প্যওলিনের মতই ছোটবেলায় পেত্নী মনে হয়েছিলো।
    বুড়োবয়সে ব্যাপক লাগে। অবচেতনের থেকে উঠে আসা ভয়ংকরকে অশুভকে দেখতে পাই।
    ডি: লাস্ট লাইনটা বড় কারুর থেকে ঝেড়ে দেয়া। কিন্তু মাইরি বলচি-- আমারও ওমনি মনে হয়।
  • shyamal | 64.47.121.98 | ২৫ জুন ২০০৮ ০০:৫৪559717
  • লোকে রবীন্দ্রনথের নাটক বলতে শুধু রক্তকরবী, মুক্তধারা বলে আর করে কিন্তু অচলায়তন বলেনা কেন জানিনা। গোঁড়ামির গোড়ায় আঘাত করেছেন।
  • nyara | 67.88.241.3 | ২৫ জুন ২০০৮ ০১:০২559719
  • আমারও মনে হচ্ছে সমর সেনের গল্পটা খুব রং চড়ানো। বাবু-বৃত্তান্তে যা ছিল (মানে যদ্দুর মনে আছে), তা আজকের স্ট্যান্ডার্ডে অতি নিরামিষ। ঐ উঠতি কবিকুল শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে বাতচিত করেছিলেন। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে। অন্য সবাই বোধহয় গুরুদেব-টেব বলে সম্বোধন করেছিলেন। বুদ্ধদেব, বিষ্ণু দে - এনারা। সমরবাবু পাকামি করে 'রবিবাবু' বলে সম্বোধন করায় রবীন্দ্রনাথ ক্ষুণ্ন হয়ে বলেছিলেন, 'সমরবাবু আপনার বাবা আমার ছাত্র ছিলেন।'

    তবে সমর সেনের যে হাজির জবাব ছেলেবয়েসে পড়ে খুব মজা পেয়েছিলাম সেটা ওনার দাদু দীনেশ চন্দ্র সেনকে দেওয়া। দাদুর সঙ্গে খুব খোলামেলা সম্পর্ক ছিল সমরবাবুর। দীনেশবাবু নাতিকে জিগেস করেছিলেন, 'কিরে, বিয়ে করবি? শ্বশুর বিলেত পাঠাবে বলেছে।" সমর সেন বলেছিলেন, 'না, দাদু পুরুষাঙ্গ বাঁধা দিয়ে বিলেত যাব না।' এ একেবারে বাগবাজারী জবাব।
  • shyamal | 64.47.121.98 | ২৫ জুন ২০০৮ ০১:০৭559720
  • উইকিপিডিয়াতে বলছে, ১৯১৬তে সান ফ্রানসিস্কোয় রবীন্দ্রনাথকে খুন করার প্ল্যান করে কিছু চরমপন্থী ভারতীয়। চার অধ্যায় পড়লে তাদের উত্তরসুরীদেরও সেরকম কিছু করার ইচ্ছে হতে পারে।
    তৎকালীন উগ্রবাদী আর পরে স্বাধীন ভারতের উগ্রবাদীদের একই সমস্যা। টানেল ভিশন। তার বাইরে দেখতে পায়না। আর সিক্রেট সোসাইটি করার একটা নাবালক চার্ম আছে।
  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ০১:১৩559722
  • অতি ঝুল উপন্যাস।
    কেন জানি মধুউদনকে কালো মোষের মতন একটা মহিসাসুরমার্কা লোক বলে মনে হয়,অত্যন্ত বিশ্রী করে তাকে সবদিকে বাজেফাজে দেখানো হয়েছে। আর বিপ্রদাস কে ন্যাকাচূড়ামণি সেই ব্রাহ্ম সুপবিত্রবাবু যে কিনা ন্যাকা কোঁচা দুলিয়ে হেক্সাগোগানাল চশমা পড়তো তার কথা মনে হয়। অথচ একে খুব ভালো করে একেবারে কালিমাচিহ্নহীন দেখাতে চেয়েছে লেখক।দাঁড়িয়েছে কি? কাজকর্মহীন বড়ো বড়ো কথা বলা একটা লোক,ফুটো আঁতেল।
    রবিবাবুর কোনো উপন্যাস লেখাই উচিত হয় নি। গান গাইতেন,কবিতা লিখতেন নাটক লিখতেন নৃত্যনাট্য করতেন, সব ঠিক আছে, সবই ভালো হয়েছে। কিন্তু উপন্যাস! হে হরি!
  • shyamal | 64.47.121.98 | ২৫ জুন ২০০৮ ০১:১৭559723
  • আপনি কোত্থেকে মধুসূদন আর বিপ্রদাস হাজির করলেন? হচ্ছে চার অধ্যায় : এলা আর অতীনের কথা।
    রবীন্দ্রনাথের লেভেলের উপন্যাস (সব নয়) আজ অবধি অন্য কোন বাঙালী লেখকের লেখায় পড়িনি। আমার মত।
  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ০১:২৪559724
  • শ্যামল,
    আজ্ঞে যোগাযোগ, মশাই। আগে রঞ্জনের লেখা দেখুন, উনি যোগাযোগের কথা কইছিলেন।
    পড়ে দেখে লিখুন।খালি আয়না ঘিরে থাকলে চলবে?
  • Blank | 170.153.62.251 | ২৫ জুন ২০০৮ ০১:৪৭559725
  • ঔপ্যনাসিক রবীন্দ্রনাথের লেভেল মাইরি হয় না। শেষের কবতের মতন ন্যাকা জিনিস জগতে দুটো পড়িনি। গোরা তো এক ভয়ানক বাজে বাংলা সিরিয়াল মার্কা গপ্প। কোনোটাই হজম হয় নি। শুধু উপন্যাস কেন, ওনার এত্ত এত্ত প্রবন্ধ লেখার ও চেষ্টা করার কোনো মানে হয় নি। আর্ধেক ই অতি ঝুল, পোবন্ধের বদলে হিতোপদেশের গপ্প হয়েচে।
  • Sudipta | 121.245.39.154 | ২৫ জুন ২০০৮ ০২:০৮559726
  • দাড়িবুড়োর গান-ই বোধ হয় ওনার প্রথম ও শেষ পরিচয়, বাকি সব-ই আছে, তবে ঐ সূর্যরূপী গানের আশেপাশে আবর্তিত গ্রহসকলের মত; এই যেমন ধর না কেন, আজ রাতে হঠাৎ বিষ্টি নামল ঝমঝমিয়ে, আর কোনো কিছু নয়, সবার আগে একটা গান-ই মনে এলো,
    "এমন-ও দিনে তারে বলা যায়
    এমন ঘন ঘোর বরিষায়
    এমন দিনে মন খোলা যায়..."
    কি বিপত্তি!!
  • Paramita | 63.82.71.141 | ২৫ জুন ২০০৮ ০২:১৪559727
  • অথবা -

    উ লা লা উ লা লা উ লা লা লা
    পাগলা হাওয়ার বাদল দিনে
    উ লা লা উ লা লা ..
  • Sudipta | 121.245.39.154 | ২৫ জুন ২০০৮ ০২:৪৭559728
  • অথবা, একটু রক স্টাইলে
    আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে :-)
    সঙ্গে জিমি হেন্ড্রিক্সের গিটার! কেমন জমবে!!
  • shyamal | 64.47.121.98 | ২৫ জুন ২০০৮ ০২:৫৯559729
  • এটার আবার দুটো সুর আছে। একটা আরতি মুখোর গাওয়া। অন্যটা অশোকতরু আর নীলিমা সেন গেয়েছেন।
  • lcm | 128.48.203.128 | ২৫ জুন ২০০৮ ০৫:২৯559730
  • শ্যামল ঠিক ওপরের কোন গানটার কথা বলছে বুঝতে পারছি না। কিন্তু, যে কোনো গানেই আরো একটা সুর আছে, সেটা আমি গাইলেই প্রকাশ পায়। শুধু তাই নয়, কথারও আর একটা করে ভারশন আছে :-)
  • aja | 207.47.98.129 | ২৫ জুন ২০০৮ ০৫:৩৩559731
  • আসলে সুর ও কথা, দুই-এরই অনেকগুলো করে টাইম ডিপেনডেন্ট ভার্সন আছে। শুধু সমস্যা, টাইম বদলে গেলে সেই ভার্সনগুলো আর খুঁজে পাওয়া যায় না।
  • shyamal | 67.60.254.15 | ২৫ জুন ২০০৮ ০৫:৪৪559733
  • আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে। এই গানটা আমার জ্ঞানত: প্রথম শুনি ছোটবেলায় আরতির গলায় বোধ হয় ষাটের দশকে। তারপরে অশোকতরু এটা রেকর্ড করেন। আরতিরটা ছিল দ্রুত লয়ের। অশোকতরুরটা রাগাশ্রয়ী ঢিমে লয়ের। তারপরে নীলিমা সেনও এটা ঐ অশোকতরুর ভার্সনেই গেয়েছিলেন।
    দুটোর সুরে বিরাট ফারাক। যেন দুটো আলাদা গান। আর কোন রবীন্দ্রসঙ্গীতের এরকম দুটো ভার্সন শুনিনি। দুটোই কিন্তু রবীন্দ্রনাথের সুর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন