এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রবীন্দ্রনাথের মালপত্র

    Somnath
    অন্যান্য | ১৬ মে ২০০৬ | ৭৮০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kyle | 63.192.82.30 | ২৫ জুন ২০০৮ ০৫:৫৫559734
  • রবীন্দ্রসঙ্গীতের এরকম দুটো সুরের ভার্সন অনেক আছে। এর মধ্যে একটি সুর বিখ্যাত হয়েছে, অন্যটা অতটা নয়।
    দুএকটা উদাহরন
    খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে - যদিও এটা কবিতা, এটাকে গান হিসাবে অন্তত ৩টে সুরে গাওয়া হয়েছে।
    কৃষ্ণকলি আমি তারেই বলি - সুচিত্রা মিত্র এটা দুটো সম্পূর্ণ আলাদা সুরে গেয়ে শুনিয়েছেন।
  • pi | 128.231.88.7 | ২৫ জুন ২০০৮ ০৫:৫৮559735
  • সুতোর রাবীন্দ্রিকতাকে একটু ডিরেইল করছি।
    ঝরো ঝরো র রাগাশ্রয়ী রূপ আমি শুনি নাই, তবে হিন্দী গানেও ঠিক এইরকম ছিলো ঐ হামে তুমসে প্যার কিতনা গানটিতে। কিশোরের গলায় শুনতে অভ্যস্ত গানটিকে পরভীন সুলতানার ঢিমে ও অতিমাত্রায় ধ্রুপদী ( ধ্রুপদ নহে) মেজাজে শুনে ভারি অন্যরকম লেগেছিলো।
  • nyara | 67.88.241.3 | ২৫ জুন ২০০৮ ০৬:০১559736
  • 'মাঝে মাঝে তব দেখা পাই'-এরও দুটো সুর আছে। একটা মুক্তছন্দে, বেশি প্রচলিত। দ্বিতীয়টা তালবদ্ধ কীর্তন, আখর-টাখর দিয়ে। ঋতু গুহর রেকর্ড আছে।

    অশোকতরু 'আমার যদিই বেলা'-ও একটু অন্যভাবে গেয়েছেন। সুর একই, কিন্তু লাইনগুলো ভেঙে ভেঙে। বেশ অন্যরকম এবং চমৎকার শুনতে লাগে।

    'বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক'-এর না অন্য কোন একটা বসন্তের গানের দুটো সুর আছে বোধহয়। অপ্রচলিত সুরে শান্তিদেবের রেকর্ড আছে।
  • shyamal | 67.60.254.15 | ২৫ জুন ২০০৮ ০৭:০৬559737
  • আজি ঝরো ঝরো মুখর
    স্বাগতালক্ষ্মী রাগাশ্রয়ী সুরে গেয়েছেন।
    http://tinyurl.com/5lstqf

    আরতির গলায় পপুলার সুরটাতো অনেকেই শুনেছেন।
    এখানে দেখুন
    http://tinyurl.com/6ezeeq

  • r | 198.96.180.245 | ২৫ জুন ২০০৮ ১৫:৪৭559738
  • গপ্পোটা বলে দিই। আরেন্টি স্যার শান্তিনিকেতনী দলবল নিয়ে কলকাতায় "বর্ষামঙ্গল" করতে এসেছেন। প্রথম দিনে গাওয়া হল ঐ ঢিমে লয়ে সেমি-খেয়ালাঙ্গে "আজি ঝরো ঝরো"। পাবলিক একদম খেল না। স্যার পাবলিকের রিঅ্যাকশন দেখেই বুঝেছিলন। সেদিন রাতেই লয় বাড়িয়ে সুরটাকে ক্যাচি করে একই গানের একটা পেপি ভার্শন বানালেন। পরের দিন যথারীতি পাবলিক গানটাকে লুফে নিল।
  • r | 198.96.180.245 | ২৫ জুন ২০০৮ ১৫:৫৩559739
  • বঙ্কিমের মত ভালো উপন্যাস পরে কেউই লিখতে পারেন নি। শুধু স্যারকে দোষ দিয়ে লাভ নেই। ইন ফ্যাক্ট, বহু দশক বাংলায় ভালো উপন্যাস লেখাই হয় নি। গত দশ বছরে একমাত্র "হারবার্ট" ঠিকঠাক নেমেছে।
  • kallol | 220.226.209.5 | ২৫ জুন ২০০৮ ১৬:১৯559740
  • র, ইয়ে, শাহ্‌জাদ ফিরদৌস পড়েছো ?
    ব্যাস, মহাভার, পালট মুদ্রা, প্লেগ.... আমার তো খুব ভালো লেগেছে।
    আর রাঘব বন্দ্যোপাধ্যায়ের শৈশব। অবশ্য, শৈশব বোধহয় দশ বছরের বেশী। এবং অবশ্যই কমল চক্রবর্তির ব্রহ্মকৈবর্ত পুরান।
  • r | 125.18.17.16 | ২৫ জুন ২০০৮ ১৬:৩৪559741
  • নাহ, পড়ি নাই। বাংলা গপ্পো উপন্যাসে আমি আবাপর ট্যাগলাইনের জলজ্জ্যান্ত নমুনা- পড়ি নি, তাই পিছিয়ে পড়েছি। :-P
  • S | 202.140.54.181 | ২৫ জুন ২০০৮ ১৬:৩৯559742
  • আমাদের পাড়ার দুগ্‌গাপুজোয় একবার বিজয়ার দিন তাসাপার্টি বাজিয়েছিল, নদী আপনবেগে পাগলপারা। ঝিংকুচিকু মিউজিকের সাথে পাবলিকের সে কী নাচ!

    স্যারের আলটিমেট গল্প, ঐ প্রাসঙ্গিকতা ইত্যাদি বিচার করে টরে, আমার ঘ্যামা লাগে, তোতাকাহিনী। ... পাখি নড়েও না, চড়েও না।
  • Suvajit | 60.229.7.148 | ২৫ জুন ২০০৮ ১৯:০৮559744
  • শমীককে ডিটো। ছোটোগল্পের ক্ষেত্রে আরেন্টি এখনো বেঞ্চমার্ক। এক থেকে পাঁচ নম্বরে। ছয় নম্বরে বোধহয় সুনীল আসতে পারে।
    কবিতার কথা ধরছি না। ওখানে ওনার পাকাপাকি টপ টেন। যিনি 'দেবতার গ্রাসের' মতো ছন্দ মিলিয়ে ৬ পাতার কবিতা লিখতে পারেন, তাঁর ফুটডাস্ট সরআঁখোপর।
    তবে প্রবন্ধগুলো ধৈর্য ধরে বুঝে পড়তে পারলে ঝাক্কাস :-)
    ডি: সব মতামতই ব্যক্তিগত।
  • r | 125.18.17.16 | ২৫ জুন ২০০৮ ১৯:১৭559745
  • স্যারকে নিয়ে এত আলোচনা কেন? প্রায় সব তো অলরেডি লেখা হয়ে গেছে। যা যা লেখা হয় নি:

    রবীন্দ্রসাহিত্যে কীটপতঙ্গ
    রবীন্দ্রনাথের কেশচর্চা
    রবীন্দ্রনাথের জীবনে প্লেন
    রবীন্দ্রনাথের ছোটো গল্পে "ও" আর "এবং"- একটি তুলনামূলক আলোচনা
    প্রাণবন্ধু সমাদ্দারকে লেখা রবীন্দ্রনাথের অপ্রকাশিত চিঠিপত্র
  • shyamal | 64.47.121.98 | ২৫ জুন ২০০৮ ২০:০৩559747
  • সবার সব জিনিষ ভাল লাগতেই হবে , তাতো নয়। কাজেই রবীন্দ্রনাথের উপন্যাস,প্রবন্ধ কারোর ভাল না লাগতেই পারে। আমি নিশ্চিত যে আমার প্রাক্তন ড্রাইভার কানাই, যে প্রসেনজিত বলতে অজ্ঞান, তার চার অধ্যায়, চোখের বালি ভাল লাগবেনা।
  • bhabuk | 198.80.153.5 | ২৫ জুন ২০০৮ ২০:০৩559746
  • 'গত দশ বছরে একমাত্র 'হারবার্ট' ঠিকঠাক নেমেছে'? নবারুণ-নেত্য করুন গে ক্ষতি নাই তবে এক বাক্স হজমোলা দেবেন স্যর?
  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ২০:১০559748
  • আমাদের ড্রাইভার কেষ্টার আবার "নিহত অশ্বের স্বরলিপি" পড়ে ভালো লাগে নি।"আমার উন্মন বাদ্যকর" সে পড়তেই পারেনি এক প্যারার পরে।
    পছন্দ-অপছন্দ যার যার।
  • r | 198.96.180.245 | ২৫ জুন ২০০৮ ২০:১২559749
  • হজমোলা ক্যানো? জেলুসিলে কি অরুচি ধরেচে স্যার? তবে যার হজমোলা ভালো লাগে তার জেলুসিল ভালো নাই লাগতে পারে। সবার সব জিনিষ ভালো লাগতেই হবে, তাতো নয়।
  • r | 198.96.180.245 | ২৫ জুন ২০০৮ ২০:২০559750
  • কিন্তু প্রাণবন্ধু সমাদ্দারকে লেখা রবীন্দ্রনাথের অপ্রকাশিত পত্রাবলী কেউ সিরিয়াসলি না নিলে বড় দু:খ পাব। জাগুলিয়ার মেজোতরফের প্রাণবন্ধুবাবুর লেখা "শ্রীশ্রী পতঞ্জলিবাবার দর্শনের আলোকে রবীন্দ্রনাথ" প্রবন্ধটি পড়ে এই পত্রালাপ শুরু হয়েছিল।
  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ২০:২৫559751
  • জাগুলিয়া টা কোথায়? জাগুয়ার এর দেশ?
  • sinfaut | 117.195.194.135 | ২৫ জুন ২০০৮ ২০:৩৮559752
  • আমার আবার আজকাল চিরঞ্জিত বলতে অজ্ঞান হয়ে যাওয়ার ধাত হয়েছে। আমি কি ড্রাইভারের চাকরি পাবো?
  • S | 122.162.81.79 | ২৫ জুন ২০০৮ ২০:৪০559753
  • হুঁ। পরবাসে সেই ভদ্রলোক তা হলে ঠিকই লিখেছিলেন। রবি ঠাকুর এখনও অপ্রকাশিত লিখে চলেছেন। পুজোর সময়ে দেশ পত্রিকা ছাপায়।
  • r | 198.96.180.245 | ২৫ জুন ২০০৮ ২০:৪২559755
  • চিরঞ্জিতে ড্রাইভার হবে না, প্রাইভেট সিকিওরিটি গার্ড হবে।
  • arjo | 168.26.215.54 | ২৫ জুন ২০০৮ ২০:৪৬559756
  • সিঁফো নাইদার নেসেসারি নর সাফিশিয়েন্ট।

    আর জাগুলির মোড় থেকে এন এইচ ৩৪ শুরু হয়। কল্যাণী রোড থেকে নৈহাটি থেকে ডানদিকে ১০-১৫ কিমি হবে। ভালো কচুরি পাওয়া যায়।
  • umesh | 62.254.196.200 | ২৫ জুন ২০০৮ ২০:৫৭559757
  • রবি ঠাকুর এর নাম নিয়ে হেনস্থা করা, এখন বাংলার কিছু লেখকের অভ্যাস হয়ে দাড়িয়েছে।
    তারা সেটা করে ঈর্ষা থেকে সেটা পরিষ্কার।
    রবি ঠাকুর চলে যাবার ৬৭ বছর পরেও মানুষ তাকে পুজো করে এটা তাদের সহ্য হয় না।
    কিন্তু গু চ এর কিছু জনতা কেন রবি ঠাকুর কে নিয়ে পড়লো। তাদের কিসের ঈর্ষা?
  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ২১:০৯559758
  • আহা উমেশ,সত্যি তো! কারণটা কি খুঁজে বার করুন দিকি?
  • nyara | 64.105.168.210 | ২৫ জুন ২০০৮ ২১:১২559759
  • র-বাবু বললেই হবে? কত কাজ এখনও পড়ে আছে রবীন্দ্রনাথকে নিয়ে। আমারই একটা অসমাপ্ত কাজ আছে, 'রবীন্দ্রসাহিত্যে থানকুনি পাতার প্রভাব' বলে।

    আর ঐ বর্ষামঙ্গলের কেস যা বললেন, পেছনের লোক শুনতে পাইনি বলে দ্যাট সেম নাইট দা সেম গাই অলসো রোট অ্যান্ড কম্পোজড 'থামাও রিনিকি ঝিনিকি বরিষণ' হুইচ মাস্ট বে সাং ইন তারস্বর সো দ্যাট দা পেছনের ফোকস ক্যান হিয়ার।
  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ২১:১৪559760
  • এইটা দুই বচ্ছর আগের থ্রেড উমেশ, টাইন্যা বার করsএ সে'জদা।

  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ২১:২০559761
  • আর এই যে আমাদের বাঙালিদের এত পুজো পুজো বাতিক-বিবেকান্দকে পুজো রামকৃষ্ণকে পুজো (জীবদ্দশায় তো যাতা বলতো এদের বিবিকা আনন্দ, গঙ্গার পাড়ে বসে ম্যা ম্যা করে ইত্যা:,র ভালো বলতে পারবেন),অথচ এখন তেড়ে পুজো। পুজো কল্লে একদিকে ভালো দেবতা পর্যায়ে তুলে দিলে তো আর আদর্শ রূপায়িত করার দায় থাকে না,তেনারা দ্যাবতা, আমরা মনুষ্য, আমরা কি ওদের অনুসরণ কত্তে পারি বা ওদের থেকে ভালো কিছু কত্তে পারি? অথচ আয়রনি যে ওঁরা সেটাই চেয়েছিলেন যে মানুষে ওঁদের ছাপিয়ে যাক।
    আর এই রবীন্দ্রনাথকে "ঠাকুর" করে তুলে একেবারে ফুলচন্দন পুজো,কাজের ব্যালা ঢনঢন, ঠনঠনে কালিবাড়ী।
    এই ব্যাপারটা সুভাষচন্দ্রকে নিয়েও।
    এই আইকন করে তোলা কি আলস জাতির লক্ষণ? এই ব্যাপারে পো কো পোমো রা কি বলেন?

  • cam | 131.95.121.107 | ২৫ জুন ২০০৮ ২১:২৭559762
  • "রবীন্দ্রসাহিত্যে নিমপাতার রস" নিয়ে কাজ বোধহয় হয়ে গেছে, তাই না? ঈশ, মিস হলো আমার!

  • shyamal | 64.47.121.98 | ২৫ জুন ২০০৮ ২১:৩৮559763
  • বাঙালী তথা ভারতীয়দের এই দোষটা আছে হিরো ওয়ারশিপ। কেউ রবীন্দ্রনাথ, বিবেকানন্দকে করেন তো কেউ নির্বান দত্তচৌধুরীকে। দ্বিতীয়জনের নাম যেহেতু কেউ শোনেনি ( এক্ষেত্রে আমার বানানো) , কাজেই তাঁকে পুজো করে অনেকে আত্মপ্রসাদ লাভ করেন।
    এতে লোককে পেডেস্টালে তোলা হয়। শুধু সংস্কৃতি নয়, বিজ্ঞানেও এই জিনিষ আছে। উনি দুটো অ্যালগরিদম বানিয়েছেন (যথা ডাইক্সট্রা) , কাজেই উনি মানুষ নন, দেবতা। আরে, ওটা ওনার চাকরী। ঐ কাজ করেছেন নিজের চাকরীর উন্নতির জন্য। না করলে আর কেউ করত। নো বিগ ডিল।

    এর সঙ্গে কিন্তু কারুর কাজ অ্যাপ্রিশিয়েট করার তফাৎ আছে। যারা রবি ঠাকুরের ছবি টাঙ্গিয়ে রাখে আর না পড়ে রচনবলীর সেট বুককেসে রাখে স্ট্যাটাসের জন্য, তারা ঐ ব্যাক্তিপুজার দলে। কিন্তু আমি রবীন্দ্রনাথের গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ পড়ে যা পেয়েছি তা আজ অবধি অন্য কোন লেখকের লেখায় পাইনি। রবি ঠাকুরের আমি একজন স্যাটিসফায়েড কাস্টমার।

    ফলে আমার মনে হয়েছে ওনার ইন্টেলেক্ট অন্য লেখক ও রাজনীতিকদের চেয়ে ঢের বেশী( ইন্টেলেকচুয়াল শব্দটা ব্যবহার করলামনা হ্যাকনীড হয়ে গেছে বলে)।
  • agantuk | 128.48.203.91 | ২৫ জুন ২০০৮ ২৩:৩৮559764
  • রবীন্দ্র গবেষনা নিয়ে এই তীর্যক মন্তব্যটা পড়েছিলাম জয়দেব বসুর একটা উপন্যাসে, আনন্দলোক পুজো সংখ্যায় বেরিয়েছিল বহুযুগ আগে। এক রবীন্দ্রভক্ত আক্ষেপ করছেন, 'সবাই গুরুদেবের বুকের ওপর বসে ওনার দাড়ি ওপড়াচ্ছে। শেষ হয়ে গেলে কি করবে?' শ্রোতার নিরাসক্ত উত্তর - 'ঘুরে বসবে'।
  • Rabindranath | 24.214.28.245 | ২৬ জুন ২০০৮ ০২:২৫559766
  • সবাই আমাকে লইয়া বুলি না কপচাইয়া বসিয়া ভালো উপন্যাস লিখিয়া দেখাও না হে।

    এই যে আজকাল দেখি
    সৌরভকে দাদা দাদা করিয়া মস্তকে তুলিয়া , পটাটো কাউচ হইয়া ঘাড় গুঁজিয়া দিনরাত নিজেদের কাজ অন্যের ঘাড়ে চাপাইয়া বছরে তিনশোদিন খেলা দেখিয়া, বাকি দিনগুলো সেইসকল খেলা লইয়া কবোষ্ণ আলোচনা করিয়া সময় কাটাইতেছে বাঙালী। ইহা না করিয়া মাঠে নামিয়া দাদার মতন খেলার চেষ্টা করিলে দাদা না হউক, অন্তত ছোটোভ্রাতা হইতে পার।

    বৎস! পূজাও যাহা, অসার সমালোচনাও তাহা। একই মূদ্রার এপিঠ ওপিঠ মাত্র।

    ক্ষমতা থাকে লিখিয়া প্রমাণ কর আমি খারাপ লিখিতাম। কথা দিতেছি ভূত হইয়া ঘাড় মটকাইব না।

    ইতি
    কবিগুরু
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন