এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • Y2K বা সেক্স ক্রমে আসিতেছে

    r
    সিনেমা | ০৪ এপ্রিল ২০০৬ | ৩৮০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 202.144.91.204 | ০৪ এপ্রিল ২০০৬ ১০:৪২563553
  • চোন্দিল নির্মিত এই সেক্সুয়ালি অব্‌সেসিভ ফাজলামি দেখিবার পর তিন প্রকারের মন্তব্য সম্ভব। ছেলেছোকরারা একটি আঁতেল পন্ডি দেখিবার লোভে বলিবে: গুরু, আবার হোক। গুরুজনেরা মুখ লাল করিয়া বলিবেন: মেরে মুখ লাল করে দিতে হয়। আমি বলিব: ধুর বাল।

    ছবিটির ন্যারেটিভও নাই, নন-ন্যারেটিভও নাই। চোন্দিলমার্কা ওয়ান-লাইনার আছে যা শিখিয়া লইলে পরে কাজে লাগাইতে পারিবেন। শিলাজিতের মাথামুন্ডুহীন রোয়াবি আছে। চন্দোবিন্দুর যথারীতি গান আছে। রজতাভ, শ্রীলেখা, দ্বিজেন ইত্যাদি অধুনা টিভি স্টার আছেন। অতিথি শিল্পী মিস জোজো। তিনটি যৌনদৃশ্য আছে যাহা পানুপ্রেমীদের জন্য ছবিটির মূল অ্যাসেট। বর্ণনা দিব না কারণ তাহা হইলে ছবিটিতে আর কিছুই পড়িয়া রহিবে না।

    একটি বিশদ যৌন বাঁদরামি যাহাকে চোন্দিল কাল্টে বিশ্বাসী লোকজন পরাবাস্তব কহিতে পারেন। আমার কাছে যাহা বাস্তব তাহা হইল- একটি ক্যামেরা পাইলে আমিও কত কি না করিতে পারিতাম!
  • sumeru | 59.93.199.59 | ০৭ এপ্রিল ২০০৬ ১৬:২৯563570
  • হুম।

    ম্যাগী আছে। পানু আছে।কাজল আছে। গার্গী আছে। লতা আছে, পাতা আছে। ভগমান আছেন। কিম্বা তাকে নিয়ে প্রশ্ন নেই, ফাজলামি আছে। শিলাজিৎ বিভিন্ন লেয়ারে আছে। গানের মধ্যে বিপ আছে। গ্লাস ভাঙার আওয়াজ আছে। টিভি আছে। বান্ধবীর মাকে চুমু খাওয়ার মত সুইট ক্রসিংওভার আছে। এন্ড স্ক্রোলের মধ্যে গোদার আছে। বাষ্টার্ডদেরও ফাদার আছে।

    সিনেমা নেই। সুচিত্রা নেই। মোহনবাগান নেই। সৌরভ নেই। হাওয়ার শব্দ নেই। আগুন নেই। মিছিল নেই। ঢেউ নেই। সমুদ্দুর নেই। কলকাতা নই। জঙ্গল নেই। শেয়াল নেই। গল্প নেই। কথকতা নেই। ভাত নেই। রুটি নেই। প্রশ্ন নেই। উত্তর নেই। প্রেম নেই। ভালবাসা নেই। ঘৃনা নেই। শীত নেই। গৃষ্ম নেই। বসন্ত নেই। বাসন্তী নেই। ঝড় নেই। কালবৈশাখী নেই। ডিস্যাচুরেশান নেই। সে¾ট্রালিটি নেই। পাঁচালী নেই। সিমিলাক্রা নেই। হৃদয়ের বাঁ দিক নেই। রক্ত নেই।

    সুমেরু
  • r | 202.144.91.204 | ০৭ এপ্রিল ২০০৬ ১৬:৩৮563581
  • এই সব দেখিয়া হুমেরুর হুম আছে। :-)
  • vikram | 134.226.1.194 | ১১ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৯563592
  • গোলা লাগলো। বোঝাই যাচ্ছে, জেনারেশান গ্যাপ।

    বিক্রম
  • `' | 117.195.194.36 | ১১ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০৮563603
  • আজ্ঞে না। জেনারশন গ্যাপ কি করে হইল? আমার তো পাতি লেগেছিলো, যদিও চন্দ্রিলের ল্যাখ আমার ভালো লাগতো। তাইলে তুমি লেখো কি কারণে ভালো লেগেছে।
  • vikram | 134.226.1.194 | ১১ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:২৪563614
  • মেনলি ভালো লেগেছে কারণ এইসব ক্যারেকটারগুলি আমি চাদ্দিকে কিলবিল করতে দেখেছি। তাই বহুত মস্তি হয়েছে।
    আর হুঁ, ভাল্লেগেছে মানে ভাল্লেগেছে। কেনো জানবো কি করে?

    বিক্রম
  • Somnath | 61.14.13.7 | ১১ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:৪২563625
  • স্মার্টনেস। একটা বাংলা ভাষার সিনেমায় যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব দেখা যায় সাধারণত। বাওয়ালি, খিল্লি, চাটাচাটি, খচরামো সবগুলো ইন দেয়ার পিওরেস্ট ফর্ম। ভগবান নেমে আসার ফাণ্ডাটা জাস্ট গোলা। ফ্যান্টাসি। আর এ সবের নিচে দিয়ে চোরাস্রোতের মত, দেখা-যাচ্ছে-না-কিন্তু-আছে পরিচালকের একটা বক্তব্য, আদতে প্রবন্ধ, যার যুক্তি ও উদাহরণগুলো শুধু বিভিন্ন ফিকশনটুকরোয় মোড়া, কমেডিমুখর বলে মুচমুচেও।

    সলিড করেছে। এ ছাড়া আর কি ই বা বলার থাকে! সোডোম ও গোমোরা-র রেফারেন্সটা নিয়ে অনেক কচলানো হয়ে গেল বন্ধুমহলে। রানা আবার রাতে এসএমএস করে তার ইন্টারপ্রিটেশন লিখছে দেখে খোরাক করার এন্থু ও হারিয়ে ফেললাম। হেভি সিরিয়াস হয়েও দেখা যায় এটা, নির্ঘাৎ।
  • Blank | 59.93.199.124 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২২563636
  • বাজে ভাট লেগেছিল এটা। ভগবানের জায়গা টা তে মজা পেয়েছিলাম। বাকি সব ফালতু। পানু বানালেই পারতো..এসব ফালতু বানাবার কি দরকার
  • debu | 71.134.147.215 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ০৬:৫৭563647
  • আমার কাছে 'মাল' টা অসা-ধারন লেগেছে
    চন্দ্রিল কি সত্যজিত এর(আত্মা হোতে পারে) কাছে direction শিখেছে?
    তহোলে ওকে oscar জন্য কি নমিনেট করা হবে?
  • Ranjan | 202.81.18.30 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:৫৩563554
  • এই মুভিটার আসল নাম কি? এটা কি শুধু কলকাতাতেই দেখাচ্ছে? নেটে কি পাওয়া যাবে?

    খুব বেশী প্রশ্ন হয়ে গেল কি?
  • vikram | 134.226.1.194 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:১৬563561
  • ইউটিউবে আছে।

    বিক্রম
  • Ranjan | 124.170.76.33 | ১২ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:০৫563562
  • বিক্রম - লিংকটা দেবেন প্লিজ ইউটিউবের? ধন্যবাদ
  • ramen | 117.99.31.116 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৭563564
  • তুমি আমার প্রিয়া,
    তোমার জন্য আমার সকল ,
    রাতের কর্ম-ক্রিয়া--------
    তোমার কথা মধুর,
    য্যানো মিস্টি প্রেমের balad,
    তোমার শরীর sexy,
    য্যনো থাল ভর্তি salad
    --------------------------কেউ চাইলে আরো কিছু লাইন addকরো।আমি আর পার লাম না।
  • pp | 141.80.168.31 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ০১:১৩563565
  • দেখলাম। জাস্ট বমনোদ্রেক হল।
  • JB | 71.134.147.215 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ০৫:৩২563566
  • নাহ! মানতে পারলামনা, বমনের(ওপরে) মতো নয়,আমিতো পুরোটা দেখে্‌ত পেরেছি কিন্তুক রাম গোপল ভার্মা কি আগ পুরোটা দেখে্‌তই পারিনি তার আগেই হাগা পেয়ে ছিলো।
    চন্দ্রিল র গান সত্যি ই আমার ভালো লাগে কিন্তু এটা(Y2K...) যে ও কি কোরতে চাইছিলো বুঝতে পারলামনা
    ওর নরেন্দ্রপুরের বন্ধুর কাছে শুন্‌লাম যে ও ৩৫মিমি ফিলিম বানাচ্ছে
    জয় হোক
  • trq | 59.167.197.253 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ০৬:৫৫563567
  • এই সিনেমায় ভালো লাগার মত কিছু খুঁজে পাই নি।
    তবে শেষ পর্যন্ত দেখে যেতে পেরেছি- ভেবেছি এই বুঝি একটা কিছু পাবো যা দেখে চন্দ্রিল-মুগ্‌ধতা বজায় রাখতে পারবো। তো সেই অন্ধের ষষ্ঠী শেষতক হলো- এইরকম একটা আজিব কিসিমের 'ভিডিও'কে সিনেমা হিসেবে বাজারে আনবার 'সাহস। আর কিছু না।
    কথা সইত্য যে এই প্রজাতির মানুষেরা আমাদের চারিপাশে বিরাজমান। তবে আশ্চর্য এই যে তাদের সবকয়টাকে চন্দ্রিল এক জায়গায় কেমন করে বেঁধে আনলো? এই রকম ঘনবসতি তাঁদের নেই- যতদুর জানি।
    বাকি রইলো স্মার্টনেস। তা বটে। এই জিনিস মোটের ওপর জোর করে করে গেলানো হয়েছে প্রতিটি অভিনেতাকে। ধারণা করি পরিচালক নিজেও কিয়দংশ আগেই গিলিয়াছেন, কিছু দিয়েছেন ক্যামেরাম্যানকে- আর বাকি অংশ বরাদ্দ ছিলো দর্শকদের জন্যে। যাহারা গিলিতে পারিয়াছেন, তাহাদের সাধুবাদ জানাই।
    হায়, আমি গিলিতে পারি নাই।
  • Arijit | 128.240.229.7 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৪563568
  • আমিও গিলিতে পারি নাই। চন্দ্রবিন্দুর অধিকাংশ গান যেমন গিলিতে পারি না। স্মার্টনেসের সংজ্ঞা যদি উদ্দেশ্যহীন ক্যাওরামো হয় তাহা হইলে আমি বোকাসোকা হইয়াই থাকিব।
  • Arijit | 128.240.229.3 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১৩563569
  • চোন্দিলের ওপর মুগ্‌ধতা কস্মিনকালেও ছিলো না, লেখা পড়িয়া উহাকে ওভারস্মার্ট হামবাগ বলিয়াই মনে হয়, আসলে অত্যন্ত শ্যালো একটি বয়ে আকার ল। লোকজনের কথায় দেখিলাম, এবং ভুলিয়া গেলাম। বাস্‌।
  • rg | 203.196.253.193 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:২২563571
  • শুধু হামবাগ নয় ,,সরকারবাবুদের কর্মচারীও বটে,,
    অর্ডারি লেখা সাপ্লাইতে সিদ্ধহস্ত
  • tan | 131.95.121.132 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ২১:২৪563572
  • পশ্চাদ্দেশে একটি ....ঝাড়ুন, তারপরে ভুলে যান। ব্যস। মিটে গ্যালো। বখে যাওয়া বোকাটে বজ্জাতদের পাত্তা দেবেন না।
  • Ishan | 12.163.39.254 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১৩563573
  • বলি এইটা কি হচ্ছে?

    প্রথমত: সিনিমা/লেখা ভালো নাই লাগতে পারে। তা বলে লোকটার বাপ তুলে গাল দিতে হবে নাকি?

    দ্বিতীয়ত: ফিল্মটার সমালোচনা করার সময় একটা কথা মনে রাখুন। ওটা একটা ডিপ্লোমা ফিল্ম। বাজারে রিলিজ হওয়া কমপ্লিট সিনেমা না। জনসাধারণের সুবিধার্থে কেউ বোধহয় নেটে তুলেছে। কিন্তু পরিচালক/প্রযোজক, কেউই এটা রিলিজ করেন নি।
  • Tim | 204.111.134.55 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪২563574
  • হুম, চোন্দিলকে গাল দেওয়ার দরকার নাই। ফালতু পাবলিসিটি দিয়ে লাভ আছে?
    ওর লেখা গান সম্পর্কে প্রশ্ন করায় একবার এই মহাপুরুষ নিজেকে আইনস্টাইনের সাথে তুলনা করে হেব্বি স্মার্টনেস দেখিয়েছিলেন। এই সিনেমা দেখে অনেকে গাল দিলেও উনি সেই কথাই বলবেন ধরে নেওয়া যায়।
    ব্যক্তিগতভাবে আমার ঝুল লাগলেও গাল দেওয়ার আম্মো বিরোধী। শিল্পী যখন, বানাতেই পারে যা ইচ্ছে হয়। অন্তত রাস্তাটা খোলা থাকুক পরীক্ষা-নিরীক্ষার। যার ভালো লাগবে দেখবে। তবে যেটা আমার অসহ্য লাগে তা হলো, এই ওপরচালাকি+অর্থহীন আঁতলামো কেউ গিলতে না পারলেই তাকে নিয়ে খিল্লি করা, মামুর ভাষায়, তাকে ল্যালা বানিয়ে দেওয়া। চোন্দিলের লেখা প্রথমদিকে বেশ ভালই লাগতো। আজকাল আর লাগেনা। বড্ড একরকম হয়ে গেছে। তাই পড়িওনা আর।

  • Tim | 204.111.134.55 | ১৩ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫৫563575
  • ওহ, ইয়ে, ঐ ভগমান নেমে আসার গপ্পটা কি কোথাও থেকে ""অনুপ্রাণিত""? মনে হয় কোথাও পড়েছিলুম। :-)
  • arjo | 168.26.215.54 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৩৬563576
  • অতি বাজে সিনেমা। দেখা মানে সময় নষ্ট। অধিকাংশ লেখাই ভাল লাগে না। বিচ্ছিন্ন ভাবে কয়েকটি ভাল লেগেছে। তবে লেখা নিয়ে পরীক্ষা ভাল লাগে। আর একটু বেশি প্রতিভা থাকলে কি হত জানি না।

    একটু অপ্রাসঙ্গিক কিন্তু এখন আমার নচিকেতার গান বেশ লাগে। কিন্তু প্রথম প্রথম একেবারে পাত্তা দিতাম না।
  • Blank | 203.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১১:০৯563577
  • হ্যান্ডু টাইপ ভগবান দেখলেই ব্রুস অলমাইটি মনে পরে
  • Arijit | 128.240.229.66 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১১563578
  • এভান অলমাইটিও (এট্টু অপ্রাসঙ্গিক - তবে এই এভান অলমাইটি ব্রুসের চে ঢের ভালো - অ্যাটলিস্ট জিম ক্যারি নাই)।
  • a x | 192.35.79.70 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৪৪563579
  • সিরিয়াসলি মাইরি! মনে হল চন্দ্রিলের ওপর এদ্দিন ধরে সমস্ত জমা রাগ একেবারে ফেটে বেরোল :-))
    সিনেমাটা আমি দশ মিনিটের বেশি দেখিনি, রাগও হয়নি, বমিও পায়নি, পাতি বোরড্‌ হয়েছি, আরো বেশি দেখলে কি হত জানিনা। কিন্তু চন্দ্রবিন্দুর গান একেবারে অন্য জিনিস। চন্দ্রিলের লেখাতে যে দেখানো- স্মার্টনেস, সেট ইনফ্যাক্ট গানে মিসিং বলে মনে হয়, স্মার্টনেস আছে, ননসেন্স আছে, শব্দের অদ্ভূত সুন্দর ব্যবহার আছে, পাশাপাশি অন্যরকম শব্দ বসানো'র আনইউজুয়াল ইউজ আছে, আলাদা হবার প্রয়াস আছে, কিন্তু জোর করে "আমায় দেখো, আমায় দেখো" নেই।
  • pp | 141.80.168.31 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২১:৫৪563580
  • ইয়েস্‌স্‌স। চন্দ্রবিন্দুর গান আর চোন্দিলের ন্যাপাপোঁছা - এক বস্তু নহে।
  • RATssss | 63.192.82.30 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩২563582
  • কাল দেখলাম , দেখে ভুল ভাঙল।
    আগেও একবার দেখেছিলাম - ভেবেছিলাম কোন একটা সাহসী সিনেমার বিজ্ঞাপন হয়ত! ও হরি, এ যে দেখি এটাই গোটা একটা সিনেমা / ভিডিও শো।
    ধুর, যত্তসব সময় নষ্ট, কেন যে এগুলো বানায় কে জানে!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন