এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • Y2K বা সেক্স ক্রমে আসিতেছে

    r
    সিনেমা | ০৪ এপ্রিল ২০০৬ | ৩৮০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan | 202.81.18.30 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০৮:২২563583
  • আমিও দেখলাম কাল রাতে। জঘন্য বললে কম বলা হবে - এগুলো বানাতে finance করে কে? যারা অভিনয় করল বা গান গাইলো অথবা অন্যান্য কাজ করলো, তাদের রুচিতেও সন্দেহ থেকে যাচ্ছে। মনে হচ্ছে না তাদের কোনো ভবিষ্যতের কাজ দেখব বা শুনবো কি না? ওটা কি গানের lyrics? সত্যি বমি এসে যায়! একদম যা তা!
  • umesh | 62.254.196.200 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১৫563584
  • আমি সিনেমা টা বেশ কিছু দিন আগে দেখেছিলাম।
    শুধু মনে আছে একটা দৃশ্য। রজতাভ আর শ্রীলেখা'র।
    মনে আছে, কারণ এটা আমার দেখা indian সিনেমার সবচেয়ে vulgar দৃশ্য।

    তবে এটাও তো হতে পারে, সিনেমা টা আজকের প্রজন্ম দের জন্য নয়।
    কাল কের মানুষ হয়তো বাহবা দেবে
  • vikram | 134.226.1.194 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:১৯563585
  • কিন্তু কারুর মজা লাগলো না? ওকে উই ক্যান এগ্রী টু ডিস্যাগ্রী।

    বিক্রম
  • JB | 71.134.147.215 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০০563586
  • বাঙ্গলা সিনেমায় পানু ডিরেক্টার পাওয়া গেলো এতোদিন পরে।।।
    ওরে চন্দ্রিল তোর প্রতিভা আছে রে ,রজতাভ + শ্রী লেখা কে নিয়ে ই বানা,(NRI-Bengali) তে ভালো চলবে
    পানু-অস্কার টা তোর বাঁধা
    JB
  • Ishan | 12.240.14.60 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১০:০৩563587
  • একটু টাইম পেয়েছি যখন দুপয়সা দিয়ে দিই।

    সেবার বইমেলায় "মানবী'তে রূপান্তরিত হয়ে যাওয়া এক প্রাক্তন পুরুষকে দেখে আমার বৌ প্রায় ভির্মি খেয়ে ফেলেছিল, সেবার মজা পেয়েছিলাম। আমি বীর বলে নয়। এক দশাসই পুরুষ শরীরে স্বচ্ছ হলুদ ব্লাউজ আর তার নিচে টকটকে লাল ব্রায়ের কম্বিনেশনে আমারও চোখে তখন ঝিলমিল। মজাটা অন্যকারণে। চোখ বুজে জাস্ট কল্পনা করুন, এই লোক বা নারী, তার এই বেশ ভুষা ও আচরণের এই সম্ভারটি নিয়ে একটি সরকারি কলেজে পড়াতে যাচ্ছেন (সত্যিই পড়ান)। ছাত্রছাত্রী গার্জেনরা হাঁ। টিচার্সরুমে সহশিক্ষকরা লাজে মাথা নিচু করে আছেন। কাইন্ডলি পলিটিক্যাল ইনকারেক্টনেসের জন্য দোষ নেবেন না, গম্ভীর আমলাতান্ত্রিক মুদির দোকান টাইপের সরকারি কলেজের ভাবগম্ভীর পরিবেশে বৃহন্নলা এক শিক্ষক/শিক্ষিকাকে কল্পনা করে, আহা সমাজ/সংসারের মুখে সে যে কি জুতোর বাড়ি হবে, এই কথা ভেবে আমি প্রবল আনন্দ পাই।

    ভালো খারাপ পরের কথা, এই ফিলিমটিতে সেইরূপ মজা আছে। হ্যাঁ, আমি মজা পেয়েছি, ভালো খারাপ পরের কথা, মজা বিস্তর। মর্বিড মজা।
  • Ishan | 12.240.14.60 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১০:৪৩563588
  • আমি বিই কলেজের যে এলাকায় থাকতাম, তার নাম মুচিপাড়া। পাশেই স্লেটার হল, যেখানে পলিটেকনিকের ফর্ম জমা নেওয়া হত। দলেদলে ছেলে এবং মেয়ে আসত। তাদের কেউ কেউ ভুল করে হস্টেলের চৌহদ্দিইতে ঢুকে পড়ত। ভুলটা যদি কোনো মেয়ের হত, এবং সেটা যদি লাঞ্চ ব্রেকের সময়ে হত, তার কপালে দু:খ ছিল। এখনও চোখে ভাসে সেই দৃশ্য। চক্রব্যূহে অভিমন্যু টাইপ একটি মেয়ে এবং চারদিকে সমস্ত হস্টেলের বারান্দায় পালে পালে ছেলে "ওরে মা** এসেছেরে' বলে কোরাসে চিৎকার করছে। যেন জালে মাছ পড়েছে। মেয়েটা ঘাড় গুঁজে পালানোর চেষ্টা করছে, কিন্তু কোনদিকেই বা যাবে, চারদিকেই হস্টেল।

    এরকম কত্তো গপ্পো আছে। যে ছেলেটি প্রেমপত্র লিখে জেরক্স করে বিলি করত, সে বছর দুই আগে আমাকে দেশ দশ নীতি নিয়ে কত্তো জ্ঞান দিল। "ফোট' বলাতে খুব রেগেও গেল। এই ছেলেটিকে এই ফিলিমটি ঘাড় ধরে দেখাতে পারলে এইরূপ আনন্দ পেতাম। দেখ শালা আমরা কি ছিলাম। সিনেমা টিনেমা নয়, আমাদের যৌবনের রানিং কমেϾট্র দ্যাখ। তারপর জ্ঞানগম্যি দিস। দেখানো তো হবেনা, সে কথা ভেবেই আনন্দ পাই। এই আনন্দ মর্বিড। এবং নির্মল।

    (চলবে)
  • Ishan | 12.240.14.60 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১০:৫৬563589
  • তো, এসব মজার কথা। ফিল্ম হিসেবে দেখলে অবশ্য এতটা মজা নেই। অনেকগুলো ব্রিলিয়ান্ট টুকরো আছে। কিন্তু টুকরো গুলো সবকটা ঠিকঠাক জোড়া লাগেনি। শেষটা ট্র্যাজিক হবার কথা ছিল, বেদনাটাও ফোটেনি তেমন। সেটা পুরোটা ফিল্মমেকারের দোষও না। বত্রিশ মিনিটের সরকারি বেঅন্ধে দেওয়া মাপে এত কিছু আঁটেনা। স্মার্টনেসকে অ্যাকোমডেট করতে গেলে কিছু ব্লান্ট গ্যাপের প্রয়োজন হয়। ক্লাইম্যাক্স তৈরি করতে গেলে কিছুটা স্পেস দরকর। দুটো ঢেউয়ের মাঝখানে মিনিমাম একটা দূরত্ব থাকা প্রয়োজন। সেটা এই সিনেমায় নেই। আধ ঘন্টার ফ্রেমে জোর করে ভরে দেওয়া হয়েছে বহুকিছু। সেটা ফিল্মটার দুর্বলতা তো বটেই। কিন্তু এই জন্যেই তো এটা পূর্ণদৈর্ঘ্যের রিলিজড ফিল্ম নয়। কাজেই দোষ দিয়ে বিশেষ লাভ নেই। টুকরো গুলোই দেখা হোকনা। ক্ষতি কি।

    তবে পানু ফানু বাজে কথা। স্রেফ যৌনতা নিয়েই গুচ্ছ ফিল্ম হয়েছে বাজারে। এই মূহুর্তে বিটার মুন মনে পড়ছে। আমার এক বন্ধু বলেছিল, পোলানস্কির পয়সার শর্টেজ হলে নাকি পানু বানায়। তা, আমার তো বিটার মুন ভালই লাগে। সে তুলনায় এ সিনেমা কিছুই না।

    (চলবে)
  • Sumeru | 59.93.205.75 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১১:০২563590
  • সিনেমা না হলেও, চন্দ্রবিন্দুর গানের মতই মজাদার। এই ব্যাপারে ঈশান, ভিকির সাথে আমি আছি। এবং দিনের শেষের আছোলা বিকেলের মত সবই পরিস্কার। জটাজুট তার বের করা মিটার বক্সের মত প্রচুর রেফারেন্স, আছে, গানেও থাকে কিন্তু তারা তো, কিচ্ছুটি চায়নি, কিচ্ছুটি চায়নি।

    এগ্রোলে আজ শুধুই পিঁয়াজ, শুধু যে পানুর কচাকচি এমনটা মানি না।সিনেমা নাই হতে পারে। কিন্তু তা বলে একটু পা দোলাতেও দেখতে রাজী ছিলাম তাই দেখেছি।

    অন্ধকারের পর যখন কাজলের ছবি ভসে ওঠে তখন তো আমি শহিদ মিনারের ওপরে উঠে হাসি।

    আবার শিল্প হচ্ছে আস্তে, মনে পড়ে।
  • Ishan | 12.240.14.60 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ১১:১০563591
  • আসল কথা হল, মালটা ফিল্ম হয়নি। "একটি ক্যামেরা বাগান এবং ছবি তুলুন' মোডে ছবিখানা বানানো হয়নি, কিন্তু ওভার অল সেরকম একটি মেসেজই দেওয়ার চেষ্টা হয়েছে। কেয়ারফুলি কেয়ারলেস। বাংলা কথা হল, ফিলিম টিলিমের দিন ফুরাইয়ছে। এখন ধরুন আর মারুন। এই নিয়ে একটা থিয়োরি লিখে ফেলা যায়, কিন্তু রাত হয়েছে, এখন থাক। :) বাংলা কথা হল, রঙ্গন যা লিখেছে, "একটি ক্যামেরা পাইলে আমিও কত কি না করিতে পারিতাম'। রঙ্গন নিন্দার্থে লিখেছে, কিন্তু সেটাই এই সিনেমার মেসেজ। শিল্প টিল্প বাদ দ্যান। যা দেখছেন মনের আনন্দে শুট করুন। সাজিয়ে গুছিয়ে বা অগোছালো হোয়াটেভার। তারপর বন্ধুবান্ধবদের জুটিয়ে দেখান। ফিল্ম হল না হলনা, কালচার হল না হলনা, সে পরে দেখা যাবে। পরেও না, বেসিক্যালি সেটা দেখতেই হবেনা। খাতা দেখার জন্য ফিলিম ইশকুলে মাস্টাররা বসে আছেন, ওদিকে যাবেন না মোটে। ব্যস। ল্যাটা চুকে গেল। খেল খতম পয়সা হজম।
  • r | 125.18.17.16 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩৮563593
  • কিসের খেল, কিসের পয়সা, কিসের ল্যাটা এবং কিসের হজম?

    রাত ভেসে যায়, কেহ দিল না উত্তর। :-)

    বস্তুত: এত জনে এত কথা কইলেন কেন এই ভেবেই অবাক লাগছে।
  • omnath | 59.93.192.125 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০৯563594
  • শালা, এরা দল করলেই আমায় বাদ দেয়। কেন? কেন?

    যাইহোক, আমি, ভিকি, মামু, সু-দা এই চারজন হল।
  • r | 125.18.17.16 | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩৮563595
  • নিজের থিওরিতে কিছু খা: খা: প: বা: করতে পারলেই সেটা ঈশেনের ভালো লাগে। আসলে এটা ফিলিম বা লেখাটাকে ভালোবাসা নয়, নিজের থিওরির প্রতি ভালোবাসা। এই নিয়ে আর এন টি স্যার লাস্ট পোইট্রিতে অনেকদিন আগেই বলে গিয়েছেন- ভালোলাগা আর ভালোবাসার ডিফারেন্সের নোটে। ;-)))
  • Ishan | 12.240.14.60 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:৫৩563596
  • এতজনে এত কথা কেন বলছে ভেবে রঙ্গনের অবাক লাগে। কিন্তু এই সুতো, কে জানে কেন রঙ্গনই খুলেছে। এইটাকে বলে ব্যজস্তুতি। ;-)
  • § | 122.162.81.195 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪০563597
  • যাস্‌সেতাই। ওমনাথের টিমে আম্মো নাম লেখালাম। চলছবিটা দেখে।

    লোকে "কবিতা লিখছি' গোছের মুখ করে কাগজ পেন নিয়ে এক্সপেরিমেন্ট করে, আমাদের সে সব পড়ে হাগা পায়, তবুও মাসে দুবার দশ দশ কুড়ি টাকা খচ্চা করে সর্বাধিক প্রচারিত সাহিত্য পত্রিকা কিনে সেই সব "কবিতা' পড়ি টড়ি। তা সে-সব পেটে সইলে এটাও সইবে। হাতে ক্যামেরা পেয়েছে, যা ভালো লেগেছে তুলেছে। সেটা ফিলম নয় কি ফিলম, আই কেয়ার আ ড্যাম। ফিল্মের ডেফিনিশন কি কেউ লিখেরেখেছে কোথাও? সর্বজনগ্রাহ্য ডকুমেন্ট?

    নিখাদ ক্যাওড়ামি, যা-যা ঘটে থাকে আমাদের অনেকেরই যৌবনে। হয় তো নিজেরা এই সব চরিত্রচিত্রণে ডিরেক্টলি ইনভল্‌ভড হই নি, বা হয়েছি, আশেপাশে কিন্তু এই সব মালপত্র পোচুর দেখেছি। কখনও ভাবি নি এই সব ক্যাওড়ামো নিয়েও চলছবি করা যেতে পারে। চোন্দিল ভেবেছে। এবং তুলেছে। ভালো লাগলে ভালো বলো, না পাল্লে কাটাও।
  • Blank | 59.93.245.222 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫৮563598
  • চোন্দিল এমন সিনিমা বানালো যে তাই দেখে শমীক খচে ব্যোম। রেগে গিয়ে কেমন 'ওদের দলে' নাম লেখালো :-D
  • dri | 71.154.212.65 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ০৪:১৪563599
  • ঈশেন, আমার মনে হয়না শেষটা খুব ট্র্যাজিক করে বেদনা ফোটানোর ইচ্ছে চন্দ্রিলের ছিল। লাস্টে কাজলকে দেখানোর পর এন্ডস্ক্রোলে গানটা নোট কর --

    গ্রীক পোয়েট হোমার হ্যাড নো আই, ইয়া ইয়া ও
    তবু মহাকাব্য লেখা চাই, ইয়া ইয়া ও ...

    ট্র্যাজেডির পর এই ফাজলামি কেউ করে? ইন ফ্যাক্ট, আমার মনে হয়েছে লাস্ট রিলেশানশিপটাকে কিছুটা প্যাঁকই দিয়েছে চন্দ্রিল। 'তোমার দাঁত খুব সুন্দর'। 'তোমার চুল খুব ঘন'। ফাজলামিই এই সিনেমার আঙ্গিক। যা বলা হয়েছে, যেটুকু বলা হয়েছে, তা ফাজলামির মধ্যে দিয়ে।
  • omnath. | 59.93.245.164 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ০৬:৪৩563600
  • দ্রি কোন দিকে? ভরসা দিচ্ছেন মনে লয়। :-)
  • Ishan | 12.240.14.60 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:৫২563601
  • দ্রি,

    পরিচালকের কি ইচ্ছে ছিল সে নিয়ে আমি লিস্ট বদার্ড। :) তবে কথাটা আপনি ঠিকই কয়েছেন। ফিল্মটা দেখলে শেষটা সেরেফ ফাজলামিই মনে হয়। কিন্তু আমার দেখাটা একটু আলাদা হয়েছে, কারণ দুটো।

    এক। আমি স্ক্রিপ্টটা আগে পড়েছিলাম। অপর ছেপেছিল। এবার স্ক্রিপ্টটা আগে পড়ে ফেললে একটা সিনেমা সম্পর্কে আগেই একটা ধারণা তৈরি হয়ে যায়। আমার দেখাটা সেই দোষে দুষ্ট (বা গুণে গুণান্বিত)। আমি কেন, আমার ধারণা যেকোনো লোক আগে স্ক্রিপ্টটা পড়লে একটা বেদনা খুঁজত এই ফিল্মের শেষে। আমার এও ধারণা, যে, স্ক্রিপ্টটা দুর্ধর্ষ হয়েছিল, ফিল্মটা স্ক্রিপ্টের দাবী পূরণ করতে পারেনি।

    দুই। শেষ গানটা প্রসঙ্গে। এইটা একটা প্রচন্ড ইন্টারেস্টিং জিনিস। আমরা যারা এখন কিছু লেখালিখির চেষ্টাচরিত্র করি, এবং সে অর্থে কোথাও বিশ্বাস বাঁধা না রাখার চেষ্টা করি, তাদের একটা কমন সমস্যা আছে। আমরা ফাজলামি করি, ইয়ার্কি মারি, মূলত: ভয়ে। কিসের ভয়, স্টেটমেন্টের ভয়। আমরা স্টেটমেন্ট দিতে ভয় পাই। আমরা মহত্বকে নিয়ে ফুক্কুড়ি মারি, বড়ো বড়ো ডায়ালগকে "গোরা' সিনড্রোম বলে খিল্লি ওড়াই। এবং সঙ্গে ভয়ে থাকি, আমি কোথাও একপিস বিরাট বাতেল্লা দিয়ে বসলাম না তো? "মহৎ স্টেটমেন্ট' এর দাবী করে ফেললাম না তো?

    মজাটা হচ্ছে, স্টেটমেন্ট ছাড়া লেখা যায়না। আর স্টেটমেন্ট দিলেই, পশ্চাদ্দেশে অনাগত ভবিষ্যতের আঁভাগার্দদের খিল্লিধ্বনি শুনতে পাই। তাহলে ওয়ে আউট কি? কিসুই লিখবনা? সেটা যেহেতু অসম্ভব, অতএব, রাস্তা একটাই। নিজের স্টেটমেন্টকে নিজেই খিল্লি করো। একপিস মহৎ ট্র্যাজেডির বাণী দিয়ে ফেললে নিজেই সেটাকে অ্যাটাক করো। খিল্লি করো। এটা একটা চালু পদ্ধতি। অন্তত: বঙ্গদেশে। এই ফিল্মের শেষটাও অনুরূপ পদ্ধতি অবলম্বন করেছে।

    তবে পুরোটাই স্ক্রিপ্ট পড়ে লিখছি। আপনি পড়েননি। আপনার ফুল রাইট আছে, শুধু ফিল্মটা দেখে অ্যাসেস করার। শুধু ফিল্মটা দেখলে আমি আপনার সঙ্গে একমত হতাম বলেই মনে হয়। :) এবং শেষকালে আরেকবার। এই সিনেমার স্ক্রিপ্টটা আহা বড়ো ভালো ছিল। সিনেমা সেই দাবী মেটাতে পারেনি।
  • Somnath | 59.160.220.131 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১২:২১563602
  • স্ক্রীপ্ট আমিও পড়েছি, দেখার পরে যদিও, ইন ফ্যাক্ট আমার কাছেই আছে, বাড়িতে। আজ আবার পড়ে দেখব। তবে আমার কিন্তু মনে পড়ছে না, পড়ার পর হৃদয় খুঁড়ে কোনো বেদনা জেগেছিল।

    স্টেটমেন্ট নিয়ে খিল্লি করাটা যদিও মামু ভালো বলল।
  • r | 125.18.17.16 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১২:৩৬563604
  • বাঙালী পারেও!!
  • lcm | 71.132.129.171 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:১২563605
  • 'খিল্লি' - শব্দের মানে কি?
  • r | 125.18.17.16 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:৪৯563607
  • খিড়ালের অপভ্রংশ।
  • lcm | 71.132.129.171 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:৪৯563606
  • খিল্লি=খোরাক ?
  • vikram | 89.234.101.179 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৪০563608
  • ঐ যেখানে অন্ধ হয়ে যাচ্ছে ঐ যায়গাটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে।

    বিক্রম
  • Arijit | 77.103.111.51 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:৫৬563609
  • ফেকতা কাপুর কোন একখান টকশো-তে এসে কইলো "আমি সিরিয়াল বোদ্ধাদের জন্যে বানাই না, আমি মাস-এর জন্যে বানাই। ইফ ইউ ডোন্ট লাইক ইট, দোন্ট ওয়াচ ইট।'

    তো সবেতেই তাই - ইচ্ছে হলে দ্যাখো, ইচ্ছে না হলে দেখো না, ভালো লাগলোএ ভালো বলো, না লাগলে সেটাও বলো - পাবলিসিটির কি তরীকা মাইরি;-) চোন্দিল স্বপ্নেও ভাবেনি হয়তো যে Y2K নিয়ে লোকে এক্কেরে পাতার পর পাতা জুড়ে ফুকো-দেরিদা স্টাইলে বাইট নষ্ট করবে। কিন্তু এটা দেখে বাড় খেয়ে আবার কি বানায়/লেখে দ্যাখো;-)
  • vikram | 89.234.101.179 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০২563610
  • গুড ওয়ান।
  • Ranjan | 124.170.72.91 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:২৪563611
  • ইশান / সোমনাথ,

    স্ক্রিপ্টটা কি একটু পড়া যেতে পারে? কোথায় পাবো একটু বলতে পারেন?
  • - | 125.18.17.16 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ২০:৫৬563612
  • আমার যেটা জেনেরালি মনে হয় সেটা হল এই 'স্মার্ট কাল্ট' বস্তুটা পাঠকসহ নিজেদের মরালিটি কে আক্রমণ করে এটা যেমন ঠিক, তেমনি 'সেল্ফ ডেপ্রিকেশন' নতুন কিছু নয়। 'সেল্ফ' এর মানেও বদলায়। উদা: মলিয়েরের 'মিসানথ্রোপ' থেকে সুকুমারের 'চলচ্চিতচঞ্চরি' মোটামুটি এই মডেল। তবে এই চন্দ্রবিন্দুদের মূল যে ব্যাপারটা লোক কে আকর্ষণ করে সেটা হল দায়িঙ্কÄজ্ঞানহীনতার আনন্দ। অল্টারনেটিভ নিয়ে চিন্তা করবেন না আমরাই অলটারনেটিভ অথবা মেনস্ট্রীমরে নিয়ে প্যাঁক দিতে দিতেই আমরাই মেনস্ট্রীম হমু, লোককে বাপ সম্বোধনে বাধ্য করার এই দেকুন স্মার্ট পন্থা। তো এই সব ই ঠিকাছে। মানে পুরোটা নেই কিন্তু সে আপত্তি র কথা অন্যত্র হবে। কিন্তু চন্দ্রবিন্দুর ফ্যান না হয়েও বলতে পারি এঁদের আসল জিনিসটি রসবোধ। আর রসের তো নানা রূপ, এইটি ই একমাত্র পদ্ধতি নাও হতে পারে।

    সেক্ষ নিয়ে যা নেকুপনা হয় তাতে দু চারপিস প্যাঁকমূলক জিনিস নামলে আমার কোনো আপত্তি নেই। মানে আপত্তি থাকলেও লোকের বাল তবুও কইয়া রাখলাম।
  • omnath | 59.93.211.166 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ২১:৩৩563613
  • ঈশান -এর লাস্ট পোস্ট আর বোধিদার যে কোনো পোস্ট পরপর পড়ো।

    "নিজের স্টেটমেন্টকে নিজেরই আক্রমণ করা" ব্যপারটার এত ভালো হাতে গরম উদাহরণ আর পাবে না।

    আর নরমলি সেটা লাস্ট সেনটেন্সেই। ;-)
  • a x | 207.69.137.10 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ২১:৪৩563615
  • হামভি ইয়ে স্ক্রিপ্ট পড়না চাহতে হ্যায়। সোমনাথ, স্ক্যান করা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন