এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • Y2K বা সেক্স ক্রমে আসিতেছে

    r
    সিনেমা | ০৪ এপ্রিল ২০০৬ | ৩৮০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | 125.18.17.16 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ২১:৫৯563616
  • সোমনাথ, ওটা ব্যক্তি অর্থে, ছিল। আমার কোন বক্তব্যকে এস্টাবলিশড হতে সময় লাগবে বা আদৌ হবে না। তার একমাত্র কারণ ব্যক্তি আমি এমিনেন্সের দিক থেকে কেউ নই। এটা অনেকের ক্ষেত্রেই সত্যি, তবে নিজেকে নিয়ে বল্লে চাপ কম হয়। কিন্তু তাই বলে বক্তব্যটা, অর্থাৎ রসবোধের দিক থেকে সেল্ফ ডেপ্রিকেশন নতুন কিসু নয় আর 'স্মার্টনেস' বস্তুটার সংজ্ঞায় গলতা থাকতে পারে এই বক্তব্যটা ওড়ানো যাবে না।
  • Ishan | 12.163.39.254 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ২২:০২563617
  • আমার কাছে মালটা নেই। থাকলে কবেই তুলে দিতাম। ইচ্ছে ছিল তুলে দেব, কিন্তু বহুদিন ধরে লড়েও নানা করণে হয়নি। সোমনাথের কাছে থাকলে সোমনাথ একটু লেবার নিক। স্ক্যান করুক। কিংবা টাইপ। ই-বই করে তুলে দেওয়া যাবে। কোনো প্রবলেম নাই।

    বাকিটা ওমনাথ আমার সঙ্গে মেলে অফলাইনেও নিতে পারে।
  • d | 61.17.194.127 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ২২:০৫563618
  • কিম্বা ব্ল্যাঙ্কির মত ডিজিক্যাম দিয়ে ছবি তুলে তুলে একসাথে পিডিএফে প্রিন্ট মেরে দিলেও চলবে। মানে অন্য একটা উপায় বললাম। আমি স্ক্রিপ্ট পড়তে আগ্রহী নই।
  • Somnath | 59.93.202.189 | ১৯ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫৩563619
  • অপর -দশ। ১১ পাতা স্ক্যান করতে হবে। মোট সাইজ ১০ এম বি র কম হলে মামুকে মেল করে দোবো।

    সোমনাথ মুখোপাধ্যায়ের আপত্তি থাকবে না তো?
  • dri | 129.46.154.111 | ২০ ফেব্রুয়ারি ২০০৮ ০৪:৩৩563620
  • এই স্ক্রিপ্টটা কি চন্দ্রিলের লেখা, নকি অন্য কারো? যেটা বুঝতে চাইছি, চন্দ্রিল কি নিজের লেখা টেক্সট ফিল্ম করার সময় ঠিক করে নামাতে পারে নি, নাকি অন্যের টেক্সটের ইন্টারপ্রিটেশান চন্দ্রিল নিজের মত করে দিয়েছে। এনি কেস, স্ক্রিপ্ট পড়তে পারি, একটা ভিন্ন টেক্সট হিসেবে। কিন্তু ফিল্মটা দেখব যেভাবে ফিল্মটা আমার সাথে কমিউনিকেট করেছে।

    ওমনাথের প্রশ্নের উত্তরে : দিকের আর কি আছে। ফিল্মটা খুব ভালো তো হয়নি, সে কথা সবাই বুঝেছেন। এমনকি ভালোও হয় নি। তবে অনেকে যেমন স্ক্যান্ডালাইজ্‌ড হয়েছেন মনে হল, আমার কেসটা সেরকম না। ভালো-মাইনাস দিলাম। আসলে বড্ড বিট্‌স অ্যান্ড পিসেস ফিল্ম হয়েছে। টুকরো টাকরা ব্রিলিয়ান্ট আইডিয়া রয়েছে। ভীষণভাবে ল্যাকিং অথারের বক্তব্যের মূলধারা। ডিরেক্টার যেন কোন স্ট্যান্ড নিতে চান না, পিছলে পিছলে যান। এইরকম ধরি মাছ না ছুঁই পানি পোজিশানের মধ্যে এক ধরণের ডিজনেস্টি আছে। ক্রিটিসাইজ্‌ড হবার ভয় আছে। এক একটা সময় মনে হয়েছে ভুতো চরিত্রের প্রতি অথার সিম্প্যাথেটিক। তিন বন্ধুর সিকোয়েন্সটা (ওপেনিং টেলিফোনের সিকোয়েন্সের পরেরটা) বিশেষ ভালো লেগেছে। সিকোয়েন্সটার শেষে দেখা গেল ভুতো নিয়ে গেল চকোলেট, আর চঞ্চল নিয়ে গেল পানু, যদিও বন্ধু দুজনের জন্য দুটোই এনেছিল। এখানে কনভেনশানাল মরালিটিকে ঝাঁকিয়ে দেবার একটা ব্যাপার আছে। চরিত্রের কনস্ট্রাকশান এমন যে অডিয়েন্স ভুতোকেই জাজ করবে, আর চঞ্চল সিমপ্যাথি পাবে।

    মেয়েদের চরিত্র কনস্ট্রাকশানে উইকনেস আছে। এটা চন্দ্রিলের গানেও মাঝে মাঝে দেখেছি। মাঝে মাঝে মনে হয় হস্টেলের ছেলেরা যেভাবে মেয়েদের দেখে সেইভাবে দেখা হয়েছে। এই যেমন সেক্স করতে করতে টেলিফোনের সিকোয়েন্সটা। সীনটাতে আমার আপত্তি নেই। এটা দেখানোর মূল উদ্দেশ্য দেখানো চঞ্চল কেমন করে বার বার ভুল জায়গায় প্রেম নিবেদন করছে। কিন্তু মেয়েটির সাইডের স্টোরিটা ডেভেলপ না করেই এই সীনটা দেখালে অডিয়েন্সের (বিশেষ করে ইন্ডিয়ান অডিয়েন্সের) মেয়েটিকে জাজ করার প্রবণতা আসবে। এই ধরণের ডেপিকশান একটু প্রবলেম্যাটিক। দেখে মনে হয়েছে মেয়েটির প্রতি কোন অথার্‌স সিমপ্যাথি নেই। আসলে এত ছোট পরিসরে সিনেমা বানানো ভারি মুস্কিল।
  • vikram | 89.234.101.179 | ২০ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪২563621
  • দ্রি খুব মন দে লিখেছে।
  • Ishan | 12.163.39.254 | ২০ ফেব্রুয়ারি ২০০৮ ২১:১৯563622
  • সোমু স্ক্যান করে পাঠিয়ে দিয়েছে। থ্যাঙ্কু। আজকে রাত্তিরে তুলে দেব। এবার যার যার খুশি খুঁটে খাবেন। :)

    সোমুকে অভয়বাণী: না: কারো কোনো আপত্তি নেই। চিন্তার কোনো কারণ নেই।
  • Paramita | 64.105.168.210 | ২১ ফেব্রুয়ারি ২০০৮ ১১:১৮563624
  • স্ক্রিপ্ট পড়ে মনে হল শেষটা তো সঠিকভাবেই ক্লাইম্যাক্সে উঠলো। বেদনাও পেলাম। শেষটুকুর জন্যই খানিকটা হলেও বাকি সিনেমাটার বিরক্তিকর ওয়ান-ডাইমেনশনাল শুধু এবং শুধুই পর্নগ্রাফিসম ঘটনাবলী মুছে যায় মন থেকে। তবে লাস্ট ৫% ভালো হলে তাকে ভালো ছবি আখ্যা দেওয়া যায়না। চ্যাংড়ামির জন্য আলাদা নম্বর দিতে পারছি না, আমায় অ্যাপিল করে নি। আর মেয়ে মাত্রই ঐ "আজকালকার মেয়েগুলো সব স্মার্ট/.. করতে পারে ফ্লার্ট যে ওরা/দুদিন বাদেই রিলেশন কাট" এই ক্লিশেরূপ দেখানোর ওভ্যাস এরা কবে ছাড়বে কে জানে।

    হ্যাঁ মনে পড়লো Y2K দেখেওছিলাম একসময়, স্ক্রিপ্ট পড়ে আলাদা কিছু পেলাম না।

    চন্দ্রিলের লেখার স্টাইলের বেশ ভক্ত ছিলাম আমি, আজকাল পুনরাবৃত্তি ছাড়া কিছু পাই না। ফর্ম ও কনটেন্ট দুটোতেই।
  • sinfaut | 66.232.102.157 | ২১ ফেব্রুয়ারি ২০০৮ ১১:২৪563626
  • শেষেরদিকের ঐ ছেলেটা আর মেয়েটার মধ্যে প্রাথমিক পরিচয়ের প্রশ্নগুলো হেব্বি।
  • trq | 61.68.182.10 | ২১ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:১২563627
  • স্ক্রিপ্ট নামিয়ে পড়লাম। মন্দ লাগলো না। তার মানে সিনেমাটাই বাজে বানিয়েছে। :-)

    আরেকটা কথা- সিনেমা নিয়ে কইতে গিয়ে অনেকেই দেখি চন্দ্রিলের গানের কথা তুলেছেন।
    গান নিয়ে আমার কোন কমপ্লেইন নেই। আগে যেমন শুনতাম, এখনো শুনি, একই রকম ভালো লাগে।
  • Ranjan | 124.170.132.106 | ২১ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:১৫563628
  • স্ক্রিপ্ট পড়ে মন্দ লাগলো না। আসলে এবার মনে হচ্ছে সিনেমার ডিরেকশন ঠিক ছিলো না। আর অভিনয়-ও অখাদ্য। আদ্ধেক ডায়ালগ বোঝাই যায় নি, বাজে উচ্চারণের জন্য।
  • Arijit | 128.240.229.68 | ২১ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:৩৪563629
  • আমার স্ক্রিপ্টও ভালো লাগলো না, মানে ফাজলামি/ক্যাওড়ামি আর কি।
  • a x | 192.35.79.70 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০১:২২563630
  • পড়লাম। এবার বাকি সিনেমাটাও দেখব। পড়ে বেশ ইরিটেশন হল। এবং অনেকক্ষণ ভাবলাম এর কারণ কি। আরো একবার পড়লাম। শেষ অবধি যা বুঝলাম - পুরো লেখাটাতে একটা overt display of machismo আছে, সেটাই পুরো সিনেমা আর এই স্ক্রীপ্টকে ডমিনেট করে।
  • san | 117.97.41.231 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৩০563631
  • আমিও পড়লাম। পুরো লেখাটায় বড্ড ডেসপারেট ভাব। ক্যাজুয়াল হওয়ার একটা প্রাণান্তকর প্রয়াস যাকে বলে। মস্তানি করতে হয় তো মস্তানি কর,সেটাও মনে হচ্ছে কেউ প্রম্পট করে দিচ্ছে। পছন্দ হলো না।
  • dri | 129.46.154.111 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৩৫563632
  • ও ঈশেন! অ্যাতো আশা দেখিয়ে শেষে এই! স্ক্রিপ্ট আর সিনেমা তো একদম এক। ডায়লগ তো সেম প্রায় টু দা লেটার। ইভেন স্পিরিটেও সেম (আমার রিডিংএ)। তুমি কি করুণরস পেয়েছ বুঝি নি।
  • san | 117.97.41.231 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৪৯563633
  • এখন বললে অক্ষ কি বিশ্বাস করবেন, আমি সিফোকে লেখার শেষ লাইনে লিখেছিলাম অক্ষ প্লিজ মেয়েরা কথাটিতে গ্রিল করিবেন না। তারপর মনে হল পাগলকে আবার সাঁকো দেখাবো? তাছাড়াও রাগপ্রকাশটা ডাইলিউট হয়ে যাবে ইত্যাদি। হায় বৃথা আশা মরিতে মরিতেও মরে না।
    ডি: : অক্ষ এখনো অব্দি ওনাকে পাগল বলা যাবে না এই মর্মে কোন স্টেটমেন্ট রিলিজ করেন নি।

  • dri | 129.46.154.111 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০১:৫৭563634
  • হ্যাঁ ম্যাচিজ্‌মো আছে এক ধরণের। এবং ব্যাপারটাকে কিছুটা ডিফেন্ডও করা হয়েছে। দ্যাখো গুরু আমি ইচ্ছে করলেই তিন মিনিটে একটি মেয়েকে তুলে নিতে পারি গোছের ভাবকে কিছুটা গ্লোরিফাই করা হয়েছে। এই ব্যাপারটার অ্যাকচুয়ালি দুটো দিক আছে। একটা হল ম্যাচিজ্‌মো, যেটা কিছু অডিয়েন্সের, বিশেষ করে মহিলা অডিয়েন্সের ভালো না লাগাই স্বাভাবিক। কিন্তু এটার একটা অন্য দিকও আছে। সেটা হল অনেস্টি অফ এক্সপ্রেশান অফ ইয়োর ডিজায়ার। যেটা ভুতোর মধ্যে ছিল। আমি জানি আমি কি চাই, এবং সে ব্যাপারে আমার কোন ডাব্‌ল স্ট্যান্ডার্ড নেই। এরই কাউন্টারপয়েন্ট হল চঞ্চল, বা প্রথমে যে ছেলেটি অন্ধ হয়ে গেল (কি যেন নাম?)। এরা ইন্টেলেকচুয়াল। ডিবেটে অংশ নেয়, ফাস্ট হয়। কিন্তু নিজেদের ডিজায়ার এরা স্পষ্ট করে বলতে ভয় পায়। ভগবান কি চাও জিজ্ঞেস করলে থতমত খেয়ে বলে ফেলে সুন্দরী মেয়ে। ডিবেটে আর প্রাইভেট আড্ডায় এরা যা বলেছে সেগুলো সম্বন্ধে এদের নিজেদেরই বিশ্বাস নেই। ডিবেটে একটা ফাস্ট হওয়ার ব্যাপার থাকে। সমাজে চলতে গেলে একটা ইমেজ প্রোজেক্ট করে রাখতে হয়। এরা প্রেম নিবেদন করে স্ক্রিপ্ট দেখে। নিজেরা লাইন তৈরি করতে পারে না। অন্যের থেকে শোনা লাইন আওড়ায়। পিরান্‌হা পিরান্‌হিকে কি বলে জানো? ইভেন সেটাও কমপ্লিট করতে পারে না। চকোলেট না নিয়ে পানু নিয়ে যায়।

    তো আমার মনে হয়েছে এটা হল আমাদের সোসাইটিতে সাবডিউড ডিজায়ার কিভাবে কাজ করে তার একটা চিত্র। আর ভুতোর মত চরিত্ররা ক্রমে আসিতেছে। স্যাড হল জেন্ডার বায়াস। ডিরেক্টার ভুতোর প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু নীলার প্রতি নয়।
  • dri | 129.46.154.111 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০২:০৮563635
  • খুব ইন্টারেস্টিং ব্যাপার একদম শেষে লেখা আছে। ১৫ নম্বর দৃশ্য (রবিঠাকুর) সেন্সরবোর্ড একদম বাদ দিয়েছে। আর ৯ (নীলা) আর ১৩ (হিরুর আড্ডা) আংশিক বাদ দেওয়া হয়েছে।

    সেন্সরবোর্ড কিভাবে কাজ করে সেটা কিছুটা বোঝা যাচ্ছে।
  • a x | 192.35.79.70 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০২:০৮563637
  • সাবডিউড ডিজায়ারকে লাউড করলে সেটা লডেবেল, না করলে রিডিক্যুল - এবং মাঝখানে কিছু নেই। হয় ন্যাকা কিম্বা এইধরণের ম্যাচোমি। তাই দুমিনিটে ম্যাগি, তিনমিনিটে মাগী। সিনেমা শেষের পরেও ছেলেছোকরাদের কাছে যেগুলো কোটেবেল কোট হিসেব চলবে।
  • Paramita | 63.82.71.141 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০২:১২563638
  • তবে ঐটা পড়ে আমি পরেও অনেকক্ষণ ফ্যাকফ্যাক করে হাসছিলাম 'আমি পোস্ট মডার্নিজম চাই না শ্যামলী শুধু তোমাকে চাই"।
  • a x | 192.35.79.70 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০২:১৩563639
  • ডিপ্লোমা ফিল্মে সেন্সর বোর্ড চলে?
  • dri | 129.46.154.111 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০২:১৬563640
  • সাবজেক্টটার ট্রিটমেন্ট খুবই প্রবলেম্যাটিক হয়েছে। আমি ডিরেক্টারকে ডিফেন্ড করিনি। ডিরেক্টার কি বলতে চেয়েছে সে ব্যাপারে আমার রিডিং বললাম।

    এই সাবজেক্ট আরো অনেক ডেলিকেটভাবে হ্যান্ডল করতে হত। গায়ের জোরে চালানো হয়ে গেছে। কিন্তু ওভারঅল কিছু একটা বলতে চেয়েছে।
  • RATssss | 63.192.82.30 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৩৯563641
  • ১৫ পুরো বাদ দিল কোথায়? আমি তো পুরো দেখলুম বলেই মনে হল। রাত্তিরে আবার দেখতে হবে
  • dri | 129.46.154.111 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:৪৮563642
  • আমার মনে হয় আমরা আনকাট ভার্সানটা দেখলাম। এটার ওপর সেন্সর কাট প্রোপোজ করেছে। ঐ লেখাটা দেখে তাই মনে হল।
  • Ishan | 12.240.14.60 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ০৫:১৭563643
  • দ্রি, ফিল্ম দেখে স্ক্রিপ্ট পড়া আর স্ক্রিপ্ট পড়ে ফিল্ম দেখা সুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। সিকোয়েন্সটা ম্যাটার করে।

    এটা নিয়ে বহুত কচলানো হয়ে গেছে, ছোট্টো করেই বলি। স্ক্রিপ্টটা কোলাজধর্মী বিকেন্দ্রিত হলেও মাঝে একটা সে¾ট্রাল সুতো আছে। সুতোটা চঞ্চল। আতা-ক্যালানে, সেমি-বুদ্ধিজীবী চঞ্চলের যা হল শেষমেশ, সেটাই ট্র্যাজেডি। আমার মনে হয়েছে।

    তবে অন্য রিডিং থাকতেই পারে। সেটা আমি অ্যাডমিট করছি। সংক্ষেপে। :)
  • vikram | 134.226.1.194 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:৪০563644
  • চন্দ্রিল ভট্টাচার্যের পর্মিশান নেওয়া হয়েছে?

    বিক্রম
  • Ishan | 12.163.39.254 | ২২ ফেব্রুয়ারি ২০০৮ ২১:১৯563645
  • হ্যাঁ।
  • tan | 131.95.120.60 | ২৩ ফেব্রুয়ারি ২০০৮ ০৮:৪০563646
  • ভাগ্যিস পড়িনি বা সিনেমাটা দেখিনি।
    গুরুর বিরাট সুবিধে হলো এই, আগে থেকেই একটা সুবিধে পাওয়া যায় বেছে নেবার কারণ অন্যেরা কামড় দিয়ে দেখে মতামত জানিয়ে দিয়েছে! চমৎকার!
    :-))))))))

  • Tatin | 72.207.211.44 | ২৩ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:৪৫563648
  • দাদু-র হাগার সীন টা যারা নিতে পারেন নি,, তাদের ইহ ইয়ু ইন্সার্ট-এ সমস্যা হবে-ই।

    সব জিনিশ সবার জন্যে নয়। কাটিয়ে দিন বরং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন