এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দেহব্যাবসাকে আইনী স্বীকৃতি দেওয়া উচিত না অনুচিত?

    pinaki
    অন্যান্য | ১৭ জুলাই ২০১২ | ১১৫২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 138.231.237.7 | ২৪ জুলাই ২০১২ ০১:৫০567114
  • লম্পট জমিদারের কেসে যৌন অবদমনের ইচ্ছা থাকে। আমার মনে হয়, যৌন অবদমনের ইচ্ছা এইরকম অসম কেসে আসতেই পারে, সেখানে নিচুতলার ছাপ বিকর্ষণ করে না, এমনকি অবদমনের সুযোগ আরো প্রশস্ত, এমনি সোশ্যাল কন্ডিশনিং থেকে আরো বেশি করেই এই বোধ আসতে পারে। কিন্তু সেটা যৌন আকর্ষণ, ভালোলাগা না আসার থেয়োরীর সাথে কন্ট্রাডিক্ট করেনা।
  • riddhi | 179.233.209.95 | ২৪ জুলাই ২০১২ ০২:০১567115
  • বাল কালচারাল কডিশনিং। পরে লিখছি।
  • generic letter | 34.131.192.199 | ২৪ জুলাই ২০১২ ০৩:৫৭567116
  • পাইএর 8:18 পোস্টের পরিপ্রেক্ষিতেঃ
    পলিটিক্যাল সায়েন্সের মেইন্স্ট্রিমে গত পঞ্চান্ন বছরের হেজিমনি হ'ল Anthony Downs'এর Convergence থিয়োরির। যার বক্তব্য,
    নির্বাচনী গণতন্ত্রে ("electoral democracy") মোদ্দা ইস্যুগুলোতে সব দলেরই এক রা - মোটামুটি যে পোজিশন নিলে ভোটে জেতা যাবে। মূল বিষয়্গুলোতে কেউই র‌্যাডিকাল অবস্থান নেয় না। এবং যেগুলোতে পার্টি পোজিশনের পার্থক্য থাকে, সেগুলো আসলে secondary detail। আদতে সবাই এক।
    হেজিমনি বলছি এই কারণে, কারণ অধিকাংশ তর্কাতর্কি এই থিয়োরি নিয়ে। কেউ প্রো, কেউ অ্যান্টি। কিন্তু 1957 এ ভদ্রলোক ওনার পি এইচ ডি থিসিসটি পাবলিশ করার পর থেকে আজও দুনিয়ার রাষ্ট্রবিজ্ঞানী ঠিক এই প্রশ্নটা নিয়ে ঘষে চলেছেন - এখনো ম্যাচ ড্র চলছে।

    উইকির লিংকঃ http://en.wikipedia.org/wiki/An_Economic_Theory_of_Democracy
  • সবুজ বাঘ | 124.129.9.26 | ০৫ আগস্ট ২০১২ ২০:০০567117
  • উন্মোচনে লিখুন, উন্মোচন পড়ুন।
    `লেখকের স্বর শুনে মনে হতে পারে বাঙালী এবং বিদেশীদের যৌনাচার বিষয়ে তার অনেক অভিজ্ঞতা, কিছু পূর্বাণুমান, কিছু সাধারণীকরণে লেখাটা খেই হারিয়েছে, যদিও কামমুক্তি আর কামমোচনের সাথে শাররীক সঙ্গমের স্বাধীনতার দাবী বেশ অনেক দিন ধরেই চলে আসছে তারপরও
    আলোচনা যেকোনো ফর্মেই শুরু হওয়া জরুরী,

    " সমাজ গোপনে ক্ষতিকর ‘পর্নোগ্রাফি’ দেখার অনুমতি দিতে পারে অথচ স্বাস্থ্যকর সঙ্গমের অনুমতি তার কাছ পাপ। সারাদিন সমস্ত কিছু বাদ দিয়ে কুরুচিপূর্ণ আলোচনা রসিয়ে করার পর হস্তমৈথুনকে সে সমর্থন করবে, কিন্তু একবেলা সঙ্গমের স্বীকৃতি তার কাছে কিছুতেই মিলবে না। এ সমস্ত কিছুই অসুস্থ সমাজ ব্যবস্থার লক্ষণ। প্রতিকারময় এইসব লক্ষণ আবার প্রতিকারহীন অন্ধবিশ্বাসে আবদ্ধ। যার ফলে বাঙালির যৌনাচার ধীরে ধীরে বিকৃততার দিকে যাচ্ছে। সামাজিক সকল সর্ম্পক হয়ে পড়ছে যৌনাঙ্খার। নারী-পুরুষের যে কোন ধরণের সর্ম্পকই হয়ে উঠছে সন্দেহের।:রাসেল পারভেজ

    http://www.unmochon.com/2012/08/05/15428.html
  • সবুজ বাঘ | 124.129.9.26 | ০৫ আগস্ট ২০১২ ২০:০২567118
  • মুক্তমঞ্চে লেখার ঠিকানা: [email protected]
  • pi | 82.83.82.13 | ২২ আগস্ট ২০১২ ২২:৫৫567119
  • মান্ডি দেখতে দেখতে এই টইটার কথা খুব মনে হচ্ছিল ঃ)
  • tatin | 127.197.74.19 | ২২ আগস্ট ২০১২ ২৩:০৯567120
  • আনকা একটা কমেন্ট করে যাই। আইনি স্বীকৃতি শুধু বিক্রেতার স্বার্থের সঙ্গে যুক্ত নয়, খদ্দের-কেও আইনি স্বীকৃতি দেওয়া। বেয়াইনি কাজ করবেন না বলে, কিছু পোটেনশিয়াল খদ্দের দোকানে যাচ্ছেন না। আইনি স্বীকৃতি দিলে তাঁরা যাবেন। ফলে পতিতাগমনের টেন্ডেন্সি বাড়বে, ওভার অল সমাজ আরও বেশিকরে সেক্স-নির্ভর হয়ে উঠবে
  • একক | 24.96.9.56 | ২২ আগস্ট ২০১২ ২৩:৩৮567121
  • এই টই টায় মূলত সৌখিন আলোচনা হচ্ছে । কাওকে দোষ দিচ্ছিনা ,তবে অনেকেই বেশ্যাবৃত্তি কে কাছ থেকে দেখেন নি । আসলে সখ করে কেনই বা দেখতে যাবেন ।
    স্বাস্থের সঙ্গে সংগঠিত বা অসংগঠিত র খুব বেশি যোগ নেই । কর্পোরেট ক্লায়েন্ট রা অনেক সময়েই কন্ডম নেয় না । টাকা বেশি ধরিয়ে দেয় ।
  • pi | 127.194.8.209 | ০৪ ডিসেম্বর ২০১২ ১৯:৩৫567122
  • যা মনে হল, এদের কাজটা দুর্বারের মত আইনি স্বীকৃতির দাবি নিয়ে নয়, আবার ঠিক কনভেনশনল রেইড, ফোর্সড রিহ্যাবিলিটেশন ও নয়।

    http://www.sparktherise.com/projectdetails.php?v=1&pId=7670#.UL24joNX1el
  • pi | 78.48.231.217 | ২৫ মার্চ ২০১৩ ২০:২৮567125
  • মামুর সেই থিয়োরীর কী হইল ?

    যাই হোক, আজ এইটা পাস হল। 'ভলান্টারি সেক্স' লিগ্যাল। এক্সপ্লয়েটেশনের থেকে তাকে আলদা করা হচ্ছে। কেন, কী বৃত্তান্ত, আগে কী অসুবিধা ছিল, এই নিয়ে কী দাবীদাওয়া ছিল, তা নিচের রিপোর্টটাতে ভাল করেই লেখা আছে।

    রিপোর্টটা পুরোটাই তুলে রাখলাম এখানে।

    "Sex workers and women’s rights activists have welcomed the government’s move to differentiate ‘prostitution’ from exploitation in the amended Section 370 of the Indian Penal Code.

    By inserting a new definition of exploitation, the Criminal Law Amendment Bill 2013 passed by Lok Sabha clarifies a position that till date conflated consensual adult sex work and sex trafficking: ‘Expression “exploitation” shall include any act of physical exploitation or any form of sexual exploitation, slavery or practices similar to slavery, servitude, or the forced removal of organs.’

    “This formulation clarifies the government’s stand of removing adults voluntarily involved in sex work from the ambit of criminalisation,” said Meena Seshu, from the National Network of Sex Workers (NNSW). “This has given a new lease of life to people who are in the sex trade of their own volition, and enables them to seek legal protection if they face violence while working.”

    A written clarification issued by the Justice Verma Commission on the framing of the amended Section 370 helped strengthen this stand. “Their intention behind recommending the amendment to Section 370 was to protect women and children from being trafficked. The Committee clarified that it did not intend to bring within the ambit of the amended Section 370 “sex workers who practice of their own volition”.

    Madhu Mehra of Partners in Law and Development said, “The distinction between sexual exploitation and consensual adult sex work is very significant as it enables the sex workers and their advocates to legally contest oppressive and forced sex work towards creation of safe and dignified work conditions for sex workers.”

    Legislations such as the Immoral Traffic (Prevention) Act has been criticized by human rights activists, organisations and sex workers, on the grounds that the legal provisions have given law enforcement, unbridled powers of arresting and detaining consenting adult sex workers. “Instead of focussing on arresting traffickers, due to ambiguity within the law, adult consenting sex workers were the first targets,” said advocate Vrinda Grover."

    http://www.dnaindia.com/mumbai/report_voluntary-sex-work-is-legal_1814995
  • দ্রি | 116.77.219.197 | ১৫ জুন ২০১৩ ১১:০৮567126
  • জার্মানীতে ২০০২ সালে সেক্স ট্রেড লীগালাইজ্‌ড হয়েছিল। দশ বছরের এক্সপিরিয়েন্স।

    But more than 10 years after the law was passed, critics are becoming increasingly vocal. They argue that although it may benefit those sex workers who choose to work in the trade, it also makes it easier for women from eastern Europe and countries outside the EU to be forced into prostitution by traffickers. Two-thirds of Germany's estimated 400,000 sex workers come from overseas.

    http://www.guardian.co.uk/world/shortcuts/2013/jun/12/germany-now-europes-biggest-brothel
  • :-) | 69.160.210.2 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৯567127
  • হ্যাঁ, ঈশানের কি যেন থিয়োরি ছিল। সেইটে না জানলে তো মুশকিল, অন্য টইতে গিয়ে সেই থিয়োরির আঘাত নামবে। এখানেই হোক।
  • :-) | 127.194.211.102 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৪567128
  • আর একটা জিনিস ভেবে দেখতে পারেন। দেহব্যবসার আইনি স্বীকৃতি হবে, পি এফ, গ্র্যাচুইটি, পেনশন হবে, পুলিশ, মাসি দালাল মস্তান এসে জ্বালাবে না, নিজের টার্মস এ নেগোশিয়েট করার অবস্থান থাকবে, শরীর স্বাস্থ্যবিধি ও ডাক্তারি সাপোর্ট থাকবে, সামাজিক ভাবে সম্পূর্ণ গ্রাহ্য ও ওয়েলকামিং অ্যাকসেপ্টেন্স থাকবে, খদ্দের জোর করবে না, রেপ করবে না, কোনো যৌনশ্রম অপছন্দ ও অস্বাচ্ছ্যন্দের হলে, অসম্মনের মনে হলে আদ্ধেক টাকা ছুঁড়ে ফেলে উঠে আসা যাবে - তো এর পরেও সবাই যৌনকর্মী না হয়ে কেরানীর ছাঃচাঃ করতে আদৌ যাবে কেন?

    যেদিকটা দেখব না, সেদিকটা ছড়ানো। এই টপিক ৫ পাতার বেশি যায় নি, ভাবা যায়! অথচ ঋদ্ধি ছিল, স্চ ছিল, একক, তাতিন, পিনাকি, রঞ্জন রায়, পিটি, প্পন, কল্লোল, পাই ঈশান কে বাদ দিলেও, তার্কিক কিছু কম পড়িয়াছিল, জাস্ট স্যান, সোসেন, অক্ষ,ইত্যাকার মেয়েরা খেলেনি।
  • debu | 180.213.132.253 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৪567129
  • অনেক দেশ এই profession টা কে লিগালইজ করেছে
    japan,s.Korea,nether land,uk....,part state of USA
  • :-) | 127.194.196.135 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৮567130
  • এইটে কি লিগালাইজ করার পক্ষে যুক্তি? তাইলে ভুলতে হয় ঢের বেশি দেশ একে লিগালাইজ করেনি। যেমন যেগুলো বললেন তাছাড়া বাকিগুলো।
  • :-) | 127.194.196.135 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫২567131
  • আর একটি বস্তু জানার, যারা যৌনপল্লীতে গিয়ে কাজ করেছেন, তাদের কাছ, লেসবিয়ানরা সেখানে গিয়ে যৌন পরিষেবা কিনেছেন এরম নজির আছে? পল্লীতে থাকার ক্ষেত্রে রিস্ক কম ও সুরক্ষা বেশি, নিজেদের লোকের মধ্যে নিজেদের টার্ম এ নেগোশিয়েসনের ক্ষমতা কাজ করে। সেই সুরক্ষা ও ক্ষমতা রাষ্ট্র দিতে পারলে পল্লিতে দেহব্যবসায়ীরা থাকবে কেন? আর লিগালাইজ করলে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকলে রাস্তায় রাস্তায় ঘোরার খাটনিও বাঁচে।

    এদের সামাজিক অবস্থানের কারণ হিসেবে সমাজ গঠনে মোনোগ্যামীতার আমদানী, বিয়ের কনসেপ্ট, লীগ্যাল উত্তরসূরী বা সম্পত্তি বাটোয়ারার হিসেব আসাটা - মরালিটি ব্যপারটা এই মোনোগ্যামীতাকে কেন্দ্র করে গড়ে ওঠাটা যথেষ্ট কি?

    ইজি মানির ব্যপারটা কেউ তুলছেনা, সে কি জাস্ট এই অসহায় শ্রেণীটির প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গির অবতারণা হবে বলে?
  • Tapas Das | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৪567132
  • আমারও একটা প্রক্ষিপ্ত কমেন্ট আছে।অভিজ্ঞতা বলা ভালো। অনেকদিন আগে হাড়কাটা গলিতে যৌনকর্মীর ছেলেমেয়েদের নিয়ে নাটকের ওয়ার্কশপের চেষ্টা করতে শুরু করেছিলাম। একদিন একটা ছেলে কে এনে তার মা বলল, দেখুন না ও ইস্কুল যাচ্ছে না। কেন রে? বাবা বাছা করে জানা গেল, ওকে ইস্কুলে কেউ খানকির ছেলে বলেছে। কাঁদতে কাঁদতেই বলেছিল। পেশার স্বীকৃতি কি এই অবস্থাটার একটু বদল ঘটাবে না? কয়েক জেনারেশন পরে হলেও?
  • সে | 203.108.233.65 | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০২567133
  • চীনে ওয়ান চাইল্ড পলিসি হওয়ায় বিবাহযোগ্য পুরুষ ও নারীর অনুপাত বেড়ে গেছে। ফলে দেহব্যবসায়ীদের প্রয়োজন বেড়েছে।
  • সে | 203.108.233.65 | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২০567135
  • চীনে ওয়ান চাইল্ড পলিসি হওয়ায় বিবাহযোগ্য পুরুষ ও নারীর অনুপাত বেড়ে গেছে। ফলে দেহব্যবসায়ীদের প্রয়োজন বেড়েছে। অর্থাৎ, বিবাহযোগ্য পুরুষের সংখ্যা বেশি, বিবাহযোগ্য নারীর সংখ্যা অনুপাতে কম। বিবাহযোগ্য পুরুষেরা (বিশেষ করে গ্রামাঞ্চলে) বিয়ে করবার জন্যে মেয়ে পাচ্ছে না। তারা বেশ্যালয়ে যাচ্ছে (সবাই নয়)। এই নিয়ে আজ বিবিসিতে আলোচনা/তথ্যচিত্র দেখাচ্ছে। ওয়ান চাইল্ড পলিসির কারণে সিলেকটিভলি শুধু পুরুষ সন্তান বেছে নেওয়ার সুদূরপ্রসারী ফল দেহব্যবসার প্রয়োজন বাড়িয়ে তোলা। চীনে দেহব্যবসা আইনত স্বীকৃত কিনা সেটা জানা নেই। কিন্তু প্রয়োজন বাড়ছে।
    ওয়ান চাইল্ড পলিসি--> পুরুষের সংখ্যাধিক্য--> অনুপাতে যৌন সঙ্গী (বিবাহযোগ্য নারী)র অভাব--> দেহব্যবসার প্রয়োজনীয়তা--> দেহব্যবসাকে আইনী স্বীকৃতি দেবার প্রয়োজনীয়তা
    (সিলেকটিভলি কন্যাসন্তানের অপ্রয়োজনিয়তার ভিত্তিতে কন্যাভ্রূণ হত্যার গৌণ ফল?)
    কাজাখস্তানে কন্যাভ্রূণ হত্যা না করেও জিনবিদ্যার বিশেষ পদ্ধতি অবলম্বন করে শুধু পুত্র (কন্যা)সন্তান জন্মানো যাচ্ছে। খরচ বেশি এবং বেআইনী নয়। এই পদ্ধতিতে লিঙ্গপছন্দ করে সন্তান জন্মানো হলে (কোনো হত্যা নেই এতে)ও লিঙ্গবৈষম্যের জেরে পুরুষঃনারী অনুপাত বেড়ে যাবে। দেহব্যবসার প্রয়োজনীয়তা বাড়বেই।
  • :-) | 127.194.192.153 | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৭567136
  • ওয়ান চাইল্ড পলিসির দোষ নয়, কন্যাভ্রূণ হত্য আর সিলেকটিভলি ছেলের জন্ম দেওয়াতেই চাপ। কিন্তু দেহব্যবসার প্রয়োজন বাড়বে কেন? মরালিটি ও মনোগ্যামীতাকে প্রোমোট করা হচ্ছে কি? মাস্টারবেশন কে রিডিকিউল করা হচ্ছে কি? বিয়ের আগে/পরে কনসেনটিং অ্যাডাল্ট্সদের মধ্যে দৈহিক সম্পর্কে বাধা চাপানো হচ্ছে কি?

    @তাপস, পেশাটা একেবারে ঊঠিয়ে দিতে পারলেও কয়েক জেনারেশনের মধ্যেই এই সুফলটি পাবেন।
  • সে | 203.108.233.65 | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০১567137
  • ওয়ান চাইল্ড পলিসি--> পুরুষের সংখ্যাধিক্য--> (কারণ পিতৃতন্ত্র)

    চীনের সোশ্যাল চিন্তাভাবনা (গ্রামের দিকে) খুবই কনজাভেটিভ। একটি ছেলেকে (শহরের) জিজ্ঞাসা করল বিবিসির সাংবাদিক, কেমন মেয়েকে বিয়ে করতে চাও? বলল, ভালো চামড়ার ফর্সা মেয়ে।
    এখন খুঁজছে ভালো চামড়ার ফর্সা মেয়ে। মেয়েই কম, তায় আবার চামড়ার কোয়ালিটি।

    পেশাটা উঠিয়ে দিতে গেলে বুঝতে হবে নারীদেহ কেনা যায় না। তাই কি?

    (অপ্রাসঙ্গিক ঃ ব্যক্তিগত অসুস্থতার কারণে এখন থেকে আমাকে হাসপাতালে গিয়ে থাকতে হবে। ফলে কিছু সময় হয় লিখতে পারব না নয় সুযোগ করে লিখব)
  • :-) | 127.194.192.153 | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩১567138
  • সেকি? কন্যাভ্রূণ হত্যা উঠিয়ে দিতে গেলে কি বুঝতে হবে কন্যাভ
  • :-) | 127.194.192.153 | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩২567139
  • কন্যাভ্রূণ হত্যা উঠিয়ে দিতে গেলে কি বুঝতে হবে কন্যাভ্রূণ হত্যা করা যায় না?
  • :-) | 127.194.202.82 | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৮567140
  • দেহব্যবসা কে সম্পূর্ণ তুলে দেওয়ার পক্ষে কি একজনও আছেন? এইখানে যোষিতা ঘোষালকে মিস করছি।
  • :-) | 69.160.210.2 | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০০567142
  • পুরুষের সংখ্যাধিক্য-- অনুপাতে যৌন সঙ্গী (বিবাহযোগ্য নারী)র অভাব-- দেহব্যবসার প্রয়োজনীয়তা এইটে যদি সত্য হয় তবে পুরুষ নারীর সংখ্যার অনুপাত সমান করার লক্ষ্যে অবিলম্বে দেহব্যবসা বন্ধ করা উচিত।
    এখানে চীন ও কাজাখাস্তান উভয় কেসই কভার করা হইল।
  • সে | 203.108.233.65 | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৩567143
  • China is moving forwards at an astonishing rate, but there is a shortage of something vital - young women. Men of marriageable age are confronted by a shrinking pool of potential female partners - and the competition to find a bride is fierce.

    Clutching his iced coffee, Peng Tai strolls down the street and disappears into a shopping mall.

    Half way up the escalator, he surveys the scene below.

    "What about that girl in a yellow dress?" I venture. "Uh uh, too short," he says.

    And the girl in micro shorts coming out of a shoe shop? "No way. Too skinny."

    "I am looking for girls with nice skin, nice white skin," he adds. "They should be not too thin and not too chunky with a normal way of walking."

    A minute later he sidles up to a fashionable twentysomething girl trying on perfumes.

    "Are you single?" he coos. "Looking for love?" She quickly shakes her head and walks away.

    He gets the same brush-off from a few more young women - some look embarrassed, others impatient.
    Peng Tai, a Chinese love hunter

    Peng Tai rejoins me by the entrance and sucks dejectedly on his drink. "The girls should not look angry. We do not want one with a sour face."

    Suddenly he spots his prey - a very young girl in a sleeveless top with platform heels.
    Continue reading the main story
    From Our Own Correspondent
    Lucy Ash

    Insight and analysis from BBC correspondents, journalists and writers from around the world

    Broadcast on Radio 4 and BBC World Service

    Listen to the programme
    Download the programme

    Cautiously he approaches her, all smiles. She listens wide-eyed to his opening gambit and looks intrigued as he takes down her details.

    Then, iPhone in hand, he moves in for the kill and snaps her picture in the doorway of the mall.

    Peng Tai has a quota of three suitable girls a day. He is what is known as a "love hunter".

    He works for the Diamond Bachelors' Agency, a Shanghai outfit which has hundreds of wealthy single men looking for wives on its books. The joining fees range from £15,000 to more than £1m ($1.6m) a year depending on the level of service required.

    Peng Tai and dozens like him remind me of small fishing trawlers, scooping up what they can in their nets.

    But their catch then needs to be specially prepared for the customer and China's billionaires are a notoriously fussy bunch.

    One client insisted on a girl who looked identical to Zhang Ziyi, the star of the hit film Crouching Tiger, Hidden Dragon.
    Zhang Ziyi in Cannes, 2013

    Another, a real estate tycoon, paid the agency to search nine cities and interview 10,000 girls to find Miss Right.
    Continue reading the main story
    More on China's marriage hunters
    Gong Haiyan

    Gong was bluntly informed that she was "not particularly beautiful or charming" and that "successful men couldn't possibly be interested" in her.

    "I felt very angry, so I asked a friend of mine how much it costs to make a website and I set up my own dating service," she says.

    China's number one matchmaker

    Of course she had to be stunning. But she also had to be between 22 and 24 years of age and have a master's degree from one of the top universities in Beijing or Shanghai.

    Peng Tai's work is performance-related but the rewards can be huge. The top love hunters can earn bonuses worth tens of thousands of pounds.

    But I wonder if he ever worries about treating women as commodities?

    "I do not care what the girls think," he says. "This is my job and we are providing a much-needed service."

    While China's wealthiest men contract out the search for a spouse and have plenty of choice, at the opposite end of the scale some have no choice at all.

    The country's inexorable economic rise has put marriage out of reach for many men.

    These days grooms are expected to provide a car, a good salary and real estate.

    One young engineer I met in a Beijing park, Zhang Junfrei, told me that he would have to save up for 200 years to afford a one-bedroom apartment - and that is without eating or drinking.
    Zhang Junfei and his mother at a marriage market in Jade Lake Park Beijing Zhang Junfei and his mother at a marriage market in Jade Lake Park, Beijing

    Men in the poorest, least-developed areas suffer the most from the skewed sex ratio because of another inescapable trend in modern China - mass migration.

    In the past decade, 300 million people have left the countryside for the cities and for many young women it is a one-way ticket. They marry up and never return home.

    There are 700 people in the village of Tanzhen in the mountainous Guangxi province. As many as 60 of them are single men - most expect to die bachelors.

    Sitting in his courtyard, 30-year-old Wei Tianguang says virtually all the eligible young women are working in factories on the coast.

    I ask if he has an ideal woman in mind. Any requirements?

    "No requirements," he says. "I would marry any woman prepared to live here with me. Anyone at all."

    http://www.bbc.co.uk/news/magazine-24264693
  • :-) | 69.160.210.2 | ০১ অক্টোবর ২০১৩ ১৭:৫৩567144
  • ঈশানের থিওরি কি হইল?

    আর দেহব্যবসা করে মাসে ২০০০০ টাকা রোজগার হলে অন্য পেশা অবলম্বন করে মাসে ৫০০০ টাকা রোজগার কেন করব? দেহব্যবসাই করব। এইটে ক্লাসিক রিহ্যাবিলিটেশনের প্রব্লেম। যে সুপারি কিলিং করে লাখ টাকা পায় সে অন্য পেশায় যাবে কেন? যে জনবহুল চলাচলের ফুটপাথ দখল করে ব্যবসায় মিনিমাম ইনভেস্ট করে মাসে ৩০০০০ লাভ করে, সে খামোকা দোকান ভাড়া দিয়ে লাভ কমাবে কেন, তাও কোনো মার্কেট কমপ্লেক্সে যেটা ফুটপাথের মতো ক্রেতাবহুল নয়? যে ড্রাগ স্মাগলিং করে, সেই বা কেন বিক্রেতার লাইসেন্স চাইবে না? আইন ক্রেতাদের সামলাক। পর্নো ইন্ডাস্ট্রিই বা কেন সর্বত্র, নেটে বা সিডি ডিভিডিতে অ্যাভেলেবেলতম হয়ে উঠবে না? কনজুমার সামলানোই যখন মূল দাবি।
  • সে | 203.108.233.65 | ০১ অক্টোবর ২০১৩ ১৮:২৪567146
  • যে অন্য পেশা অবলম্বন করে মাসে ৫০০০ টাকা রোজগার করছে সে দেহব্যবসা করে মাসে ২০০০০ টাকা রোজগার করছে না কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন