এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইন্ডিয়ানরা কেন ?

    একক
    অন্যান্য | ২১ আগস্ট ২০১২ | ২১৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.39.67 | ২১ আগস্ট ২০১২ ০১:০৫569277
  • ইন্ডিয়ান রা কেন এতো দ্রুত বুড়িয়ে হেজে হাবরে হদ্দ হয়ে যায় এতদ্বিষয়ক প্রস্তাব
    -----------------------------------------------------------------------------------------------

    কিঞ্চিত নৈশ অবস্তায় সাড়ে চুতাত্তর দেকতে দেকতে মাথায় প্রশ্ন এলো ।
    এই যে ভারতীয় রা এতো দ্রুত হাবরে যায় , বুড়িয়ে যায় , মুড়িয়ে থুড়ি মরে যায় এর কারণ কি ?

    আমাদের শিল্পী দের গলা বসে যায় , নাচিয়েদের হাঁটু তে বাত হয় ( মার্থা গ্রাহামের বয়েস অমলা দেবী পেয়েছিলেন ? মনে পড়ছে না ) , লেখক রা মুদির দোকানের ফর্দ লেখেন আর যারা কিছুই নন সেই অবসরপ্রাপ্ত নন এনটিটি রা শেষ জীবনে দুর্ভোগে কাউ মাউ করেন । বুড়ো তো সবাই হয় । মরেও ।
    ইন্ডিয়ান রা এতো তারাতারি কেন ? এতো বেশি কেন ??

    অনেকে বলেন আগে ভারতীয় দের গড় আয়ু কম ছিল এখন বেড়েছে । কিন্তু কেস টা হলো শিশুমৃত্যু অনেক অনেক কমেছে বলে অমন হয় , ষাট এর ওপরে কজন বেঁচে আছেন এটা বুঝতে গেলে আলাদা ডেটা লাগবে ।

    আসলে বেশি বয়েস অবধি বাঁচা বেড়েছে না কমেছে ??

    কেস টা কি ? এর জন্যে কি খাবার দাবার দায়ী ? নাকি ভারতীয় রা হাগজে মোছে না বলে হুর্হুর করে মরে যাচ্ছে ?? আমেরিকার (নিশ্চই)কোনো ভূমিকা আছে ?? চটপট তদন্ত করে ফেলুন দিকি !

    নাকি সেই সাড়ে চুয়াত্তর দেখতে দেখতে যা মনে হলো আমার তাই ? সেক্স এ অনিচ্ছুক স্ত্রী ( যেন মাতৃসমা ) ও তখনো আশ মেটেনি ( না মেটাই প্রাকৃতিক ) তুলসী বাবুর আকুতি !!! কি সাংঘাতিক হিপোক্রিট বাঙালি বাস্তব । দীর্ঘদিন ধরে এই হিপোক্রিসির ফল জীনে পরেছে ??

    নাকি , এটা ইভলুশন মেনেই হচ্ছে । লোকসংখ্যা বেশি বলে ব্যালান্স করার জন্যে এক্স্পেক্তেন্সী কম ??

    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এসব ই আমার নৈশ মানে নেশাকালীন অনুভূতি । এবার আপনাদের
    যার যা জ্ঞানের ঝুড়ি উপুর করুন :)
  • একক | 24.99.39.67 | ২১ আগস্ট ২০১২ ০১:০৭569291
  • হিপক্রিসি বলাটা হয়তো একটু রুরহ । বরং অবদমন বলি । মাচ সেনসিটিভ ওয়ার্ড , এপ্ট টু ।
  • rimi | 178.26.205.19 | ২১ আগস্ট ২০১২ ০১:৪৮569302
  • হ্যাঁ, মধ্য তিরিশেই আমার বন্ধু বান্ধবদের বলতে শুনি, আর কি , এইত্তো বুড়ো হয়ে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি। যারা মনে মনে এত তাড়াতাড়ি বুড়ো হয়, তাদের শরীরে যে বার্ধক্য আসবে তাড়াতাড়ি এত জানা কথাই।
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ০৩:০৬569313
  • আমাদের গড় আয়ু এখনো অনেক দেশের থেকে কম। ধনী, উন্নত দেশের থেকে কম, একথাও বলা যায়না। অনেক দরিদ্র দেশের গড় আয়ু বেশ বেশি। কিউবা সবচে ভাল উদাঃ। আরো বেশ কিছু আছে। এর জন্য স্বাস্থ্য ব্যবস্থার গলতা তো আছেই।

    কী, কেন, কীভাবে, সে বিস্তারিত বিষয় নিয়ে পোবোন্ধো লিখছি, হয়ে গেলে পড়িয়ে দেবো খন :P
  • riddhi | 74.197.224.17 | ২১ আগস্ট ২০১২ ০৩:১৫569324
  • একক,উন্নত দেশের সাথে তুলনা করবেন না।। আমারা গরীব। আমাদের মা মাসীমা দের হাতে জিমে যাবার টাকা থাকলেও, এত খাটিয়ে মারে যে যাবার টাইম নেই । স্ট্রেস বিশাল ফ্যাক্টর।
  • a x | 138.249.1.202 | ২১ আগস্ট ২০১২ ০৩:৪৭569335
  • আমি নিজে দেখেছি, যারা সারাজীবন একটু বেশি ধর্ম পুজো ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন, তাদের বয়স তাড়াতাড়ি হতে। খুব তাড়াতাড়ি অন্যের ডিপেন্ডেন্ট হয়ে পড়েন। তাছাড়া আমাদের সমাজের এক্স্পেক্টেশন গুলোও সেরকম। বুড়ো হলে প্রেম করতে নেই, বুড়ো হলে যৌনতা নেই। বুড়ো হলে লিপস্টিক পড়া নেই, বুড়ো হলে গলা ছেড়ে গান গাওয়া নেই, নাচা তো ভুলে যাও, বুড়ো হলে বন্ধুবান্ধব তেমন থাকতে নেই, নাতি-পুতি থাকতে আছে, ইত্যাদি।
  • aka | 85.76.118.96 | ২১ আগস্ট ২০১২ ০৬:১৩569346
  • যারা আনন্দে থাকে, যাদের জীবনের নানা ওঠাপড়া গায়ে না লাগে তারা নাকি বেশিদিন বাঁচে, সুস্থ স্বাভাবিক ভাবে।
  • pi | 82.83.82.13 | ২১ আগস্ট ২০১২ ০৬:৫৮569357
  • দূষণ, জল, খাদ্যের কোয়ালিটি .. এসবে কোন তফাত চোখে পড়ে না ? আর এগুলো এই হেল্থ আউটকামে অনেক তফাত করে দ্যায়।
  • শ্রী সদা | 127.194.199.59 | ২১ আগস্ট ২০১২ ০৮:৪৯569368
  • জ্যানিস জপলিন, জিম মরিসন, কার্ট কোবেন, মাইকেল হাচিনস - বিদেশী খ্যাতনামা গায়ক/মিউজিশিয়ানদের মধ্যে অল্প বয়সে ড্রাগ ওভারডোজে/ সুইসাইড করে পটল তোলার রেওয়াজ অনেকটাই বেশী। ভারতীয়দের মধ্যে তো এই মুহূর্তে কাউকে মনে পড়ছে না।
  • bb | 127.195.175.203 | ২১ আগস্ট ২০১২ ০৯:১৯569278
  • মান্না দে (৯০+), সৌমিত্র (৭৭+), রুদ্রপ্রসাদ (৭৭+), অমলাশংকর (৯৩+), জোহরা সেগল (১০০+), মনোহর আইচ(১০০+) এত সব লোকে এখনও জীবিত। মৃতদের মধ্যে ভীমসেন যোশী আর গাঙ্গুবাই হাঙ্গালের কথা মনে পড়ছে এই মুহুর্তে যারা ৮০র ওপরে ছিলেন।
    এই টইটা খোলার আগে কি এদের কথা মনেই পড়ে নি, না ইমপাল্সে লেখা!!!
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১২:৩০569282
  • কোনো ইমপাল্স এ লেখা নয় । প্রদাক্তিভিতি দেখুন । ভারতীয় রা যখন দিদি -মা এর রলে শিফত করে যায় অভিনয় এ সেই বয়েসে বাইরের অভিনেত্রী রা আরও বম্বশেল নায়িকা হিসেবে প্রকাশ হন ( প্লীজ প্লীএজ প্লীএজ রেখার ওই ফলস আইলিদ আর গাছের মেকাপ দেওয়া পেত্নীর মত মুখের তুলনা তান্বেন্না :()
    এখানে মরে মরে বেঁচে থাকার কথা হচ্ছেনা ।
  • bb | 127.216.213.250 | ২১ আগস্ট ২০১২ ১৪:০১569283
  • যতদুর জানি সৌমিত্র, রুদ্রপ্রসাদ, মনোহর আইচ আর জোহরা সেগল 'মরে বেঁচে' নেই ।
    রেখা যেমন মেক-আপ করেন হলিউডি তারকরা করেন না বলে আপনি মনে করেন!!!!
  • Blank | 180.153.65.102 | ২১ আগস্ট ২০১২ ১৪:০৭569284
  • তা সেদিক দিয়ে দেখলে ৬০ এর ওপরে স্ট্যালোনের বয়স। কিন্তু এক্সপ্যান্ডিবলে এখনো হিরো, এখনো সেই পুরনো র‌্যাম্বো হয়ে নেমে গেছে।
    এই পুরনো লোকটা হয়ে নামার কথা হচ্ছে এখানে। সৌমিত্র বহুদিন বাবা, বয়স্ক শিক্ষক এই সবের বাইরে রোল বাছেন না। বহু যুগ আগে ফেলুদা সিরিয়ালে একবার ফেলুদা হয়েছিলেন, কিন্তু আগের সেই ফ্যাক্টরটা তখনই মিসিং ছিল।
  • ekak | 69.97.40.232 | ২১ আগস্ট ২০১২ ১৪:১১569285
  • ব্ল্যান্ক
    সেটাই বলতে চেয়েছি । রুদ্রবাবু বহুদিন হলো কমবয়েসী রোল করেন না । ক্রেয়ন করে দিতে পারবেন এই বয়েসেও ,নিশ্চিত । কিন্তু ঐদীপুস এর রিস্ক নেওয়া বহুযুগ আগে ছেড়ে দিয়েছেন । এক অরুনবাবু কে দেখেছিলুম শেষ বয়েসেও জগন্নাথ নাবাতে। ধরো এই বাঘারু , সংকর কি পারবে আর ৫ বছর বাদে একটাও শো করতে ওই রোল এ ? মাধব মালঞ্চি র মাধব করার লোক কোথায় ?
  • sinfaut | 131.241.218.132 | ২১ আগস্ট ২০১২ ১৪:১৪569286
  • তাছাড়া এই মুকুলও কেমন মোটা মতন হয়ে গেছে, কেমন দুষ্টু লোকের মতন দেখতে।
  • দুর্লভচাঁদ চতুর্বেদী | 24.96.94.100 | ২১ আগস্ট ২০১২ ১৪:১৭569287
  • বুড়ো হওয়া খারাপ কেন?
  • de | 213.197.30.4 | ২১ আগস্ট ২০১২ ১৪:২৩569288
  • বয়স বাড়লে বয়স্ক দেখতে লাগায় অস্বাভাবিকের কি আছে বুঝলাম না -- পারফরম্যান্স খারাপ না হলেই হলো! ভারতবর্ষের বহু বয়স্ক পারফর্মার আজও বিশ্বমানের পারফরম্যান্স করেন, বিশেষতঃ সঙ্গীত আর নৃত্যশিল্পীরা।

    হেমামালিনী আর রতি অগ্নিহোত্রীকে রেখার থেকে অনেক ভালো দেখতে লাগে এখনো!

    মনের বয়স না বাড়তে দিলেই হলো-- শরীর তো বয়স্ক হবেই, রং-ঢং দিয়ে তাকে ঢাকার চেষ্টাটা বরং বেশী ভড়ং বলে মনে হয়!
  • bb | 127.216.213.250 | ২১ আগস্ট ২০১২ ১৪:৪৪569289
  • হ্যাঁ - আর ঐ স্ট্যালোন বা শোয়াজিনেকারকে কি বীভৎস লাগে এখনকার অ্যাকশান ছবিতে। তাই তো জেমস বন্ড বার বার বদ্লায় - আমি জানি না এই তুলনাগুলো কি ভাবে আসছে। ঠান্ডার দেশে লোকে একটু দীর্ঘায়ু হয়ে থাকে।
  • একক | 24.99.27.130 | ২১ আগস্ট ২০১২ ২৩:৪৮569290
  • এটা ভালো -খারাপের তুলনা টানার চেষ্টা হচ্ছে না । ভারতীয় জনগোষ্ঠির লোক কেন দ্রুত বুড়িয়ে যায় এবং প্রডাক্টিভ লাইফ কম সেটা বোঝার চেষ্টা হচ্ছে । এই যেমন আপনি একটা সম্ভাব্য কারন বল্লেন জলবায়ু ।
    ঠান্ডা-গরমের সঙ্গে আয়ুর কী যোগ সেটা জীববিদ্যার লোকেরা বলতে পারবেন ।
  • riddhi | 74.197.224.17 | ২১ আগস্ট ২০১২ ২৩:৫৪569292
  • একক বাঙ্গালী অভিনেত্রীদের সাথে তুলনা করছেন! মার্কিনীরা সবসময় ওপারেশন করে যাচ্ছে, মুখে বগলে পাছায়, আপ-টু-ডেট থাকার জন্য। কল্কাতায় এসবের পয়্সা কি সৃজিত দেবে? স্বাস্থ্য ভাল রাখতে পয়সা চাই।
  • Lama | 127.194.228.247 | ২২ আগস্ট ২০১২ ০০:০৩569293
  • কিঞ্চিৎ নৈশ অবস্থায় একক মাঝে মাঝে ট বর্গের অক্ষরগুলো টাইপ করার সময় 'শিফট' প্রেস করতে ভুলে যাচ্ছে মনে হয়। 'ট'গুলো সব 'ত', আর 'ঠ'গুলো 'থ' হয়ে যাচ্ছে।

    যাকগে, আমার মতে ভারতীয়দের তাড়াতাড়ি বুড়িয়ে যাবার পেছনে এই কারণগুলো থাকতে পারেঃ

    ১) জলবায়ুঃ দূষণ ইত্যাদি কারণে রোগভোগের প্রকোপ ইত্যাদি।

    ২) অর্থনৈতিকঃ আনন্দ করে বেঁচে থাকার উপায়গুলো অনেকে অ্যাফোর্ড করতে পারে না, মনে মনে বুড়িয়ে যায়।

    ৩) সামাজিকঃ

    ক) ফূর্তিতে বাঁচলে পাড়ার লোকে বলবে "বুড়োর রস দ্যাখো!"

    খ) অনেকেরই মা বাবা এবং ছেলেমেয়ের দায়িত্ব নিতে হয়। ফলে টাকাপয়সা এবং সময়ের ওপর চাপ পড়ে। জীবনকে উপভোগ করতে পারে না।

    গ) কারো কারো ভেতরে ভেতরে বুড়ো হবার ইচ্ছা থেকে থাকতে পারে, কারণ ভারতীয় সমাজব্যবস্থায় বয়স্করা বিশেষ সম্মান পাবার অধিকারী।

    আপাততঃ এইগুলো মনে হচ্ছে।
  • একক | 24.99.27.130 | ২২ আগস্ট ২০১২ ০০:০৫569294
  • আরে ভাই অভিনেত্রী ড়া জাস্ট একটা সেট । গায়ক দের গোলা ভেঙ্গে যাওয়ার কারন ও কী পয়সার অভাব ?
    আর এই বাবদ আরও একটা পয়েন্ট এড হলো

    এন্টি এজিং থেরাপি
    জেরিয়াত্রিক কেয়ার

    এইদুটো ইন্ডিয়া তে এভেইলেবল না । বা বিপুল খরচসাপেক্ষ ।
  • একক | 24.99.27.130 | ২২ আগস্ট ২০১২ ০০:০৬569295
  • আমার আগের পোস্ট ঋদ্ধির কথার প্রেক্ষিতে ।
  • dukhe | 127.194.238.249 | ২২ আগস্ট ২০১২ ০০:১১569296
  • অভারতীয়রা কচি থাকে? কিন্তু কেন? ম্যাচিওরিটির এত অভাব? বাবা বলে বারোতেরো, মা বলে আরো-ও-ও কম?
    শাস্ত্রে একে রিলেটিভিটি বলেছে।
  • একক | 24.99.27.130 | ২২ আগস্ট ২০১২ ০০:১৩569297
  • আরেকটা পোটেনশিয়াল পয়েন্ট দিলেন দুখেবাবু

    ভারতীয়রা ম্যাচুঅরীটি বলতে বুড়ো হওয়া বোঝে ।
  • Lama | 127.194.228.247 | ২২ আগস্ট ২০১২ ০০:১৬569298
  • সাহেবরাও তাই বোঝে। দ্যাখো নি, পানু সাইটে বুড়ি মহিলাদের বলে 'ম্যাচিওর'?
  • dukhe | 127.194.238.249 | ২২ আগস্ট ২০১২ ০০:১৭569299
  • আর অভারতীয় মতে - আমি চিরশিশু চির কিশোর / আমি যৌবনভীরু পল্লীবালার - ইত্যাদি?
  • a | 209.16.140.29 | ২২ আগস্ট ২০১২ ০০:২৮569301
  • এঃ আলোচনাটা নিতান্ত বাঙ্গালিদের নিয়ে হচ্ছে না কি? নাচা গানা, বেঁচে থাকা, শরীর মনের ক্ষিদে মেটানোতে কিন্তু (আমার স্বল্প এক্সপোসারে দেখা) উত্তর ভারতীয় বয়ষ্করা পিছিয়ে নেই
  • a | 209.16.140.29 | ২২ আগস্ট ২০১২ ০০:২৮569300
  • এঃ আলোচনাটা নিতান্ত বাঙ্গালিদের নিয়ে হচ্ছে না কি? নাচা গানা, বেঁচে থাকা, শরীর মনের ক্ষিদে মেটানোতে কিন্তু (আমার স্বল্প এক্সপোসারে দেখা) উত্তর ভারতীয় বয়ষ্করা পিছিয়ে নেই
  • dukhe | 127.194.238.188 | ২২ আগস্ট ২০১২ ১২:৩৯569303
  • অমিতাভ বচ্চনকে কি ভারতীয় ধরা যায়? যদিও উনি বয়স বাবদ লিপস্টিক মাখা ছেড়ে দিয়েছেন কিনা জানা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন