এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইন্ডিয়ানরা কেন ?

    একক
    অন্যান্য | ২১ আগস্ট ২০১২ | ২১৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.81.103.36 | ২২ আগস্ট ২০১২ ১৭:২৬569304
  • আহা রবিশঙ্করও তো লিপস্টিক মেখেই স্টেজে উঠতেন।
  • dukhe | 127.194.225.211 | ২২ আগস্ট ২০১২ ২০:৫৫569305
  • আমার এ জন্মে লিপস্টিক মাখা হল না। বুড়ো হয়ে জন্মালে যা হয়। লজ্জার মাথা খেয়ে স্বীকার করি - এ নিয়ে কোন আফশোসও নেই, মাইরি ।
  • a x | 138.249.1.194 | ২২ আগস্ট ২০১২ ২০:৫৭569306
  • উতু হওয়াও হলনা।
  • | 24.99.74.248 | ২২ আগস্ট ২০১২ ২১:৩৯569307
  • আরে উতু তো লিপিস্টিক কাজলে এক্কেবারে ..............

    কিন্তু এককের কথায় পয়েন্ট হ্যাজ। ভারতীয়রা সত্যিই একটু তাড়াতাড়ি বুড়িয়ে যায় সাহেবদের তুলনায়। আবার ভারতীয়দের মধ্যে বাঙালীরা সম্ভবতঃ আরো তাড়াতাড়ি। আন্তত আমার তো দেখেটেখে তাইই মনে হয়েছে।
  • S | 109.26.202.165 | ২৩ আগস্ট ২০১২ ০৮:৫৯569308
  • এতো লোকের কথা হলো, অথচ চির তরুন রাজনীকান্তের কথা হোলোনা?
  • কল্লোল | 230.226.209.2 | ২৩ আগস্ট ২০১২ ১০:৩২569309
  • বুড়িয়ে যায় মানে কি?
    আমি তো মনে করি বুড়ো বয়সই শ্রেষ্ঠ সময়। যখন তুমি অভিজ্ঞতার রসে টইটুম্বুর, পাকা আমের মতো মিষ্টি।
    শরীর একটা সময়ে সাথ দেয় না। তো কি। জীবন মানে কি ধেই ধেই করে নাচা না ডাইভ দিয়ে গোল বা চার বাঁচনো। জীবন মানে তো আরাম করে দাওয়ায় বসে চুক চুক করে ভোদকা বা মহুয়া। জীবন মানে তো ভাইঝি/ভাইপো থেকে /নাতি/নাতনীর বয়সী /ছেলে/মেয়েদের সাথে ফ্লার্ট করাও। জীবন মানে তো সমস্ত না-গুলোকে মনে রাখা আর হ্যাঁ গুলোকে নিয়ে ভালো থাকা।
    জীবন মানে রামকিংকর, জীবন মানে ঋত্বিক, জীবন মানে সুচিত্রা মিত্র.......
    এখন আমি ৫৭। সতেরো বছর ধরে মধুমেহ শরীরে বাসা বেঁধেছে। তাতে কি মদ খাবো না? এখন দৌড়তে পারিনা। তাতে কি সুন্দরীর চোখে চোখ রেখে বলা যাবে না, আজ কি কাজলে মায়া ছিলো? আজকাল মাঝে মাঝে ক্লান্ত লাগে। তাতে কি রাত তিনটে অবধি আড্ডা মেরে, পরদিন অফিস হয় না? বা একা কোন বৃষ্টি রাতে বারান্দায় বসে আলি আকবরের সাথে দরবারী থেকে আহির ভৈরোঁ হয়ে যাওয়া যাবে না?
    আর যদি নাচের কথাই বলিস, তো ইউটিউবে কি টিভি কি আইপ্যাডে শাম্মীর গান চললে একবার তো কোমর থেকে কাঁধ অবধি সেই ঝাকুনি দিয়ে বাঁ হাতটা সোজা বাড়িয়ে নেমে উঠে আসে এমনিই। তাপ্পর নাহয় এট্টু হুশ`শ`শ আর দুচুমুক বিয়র কি রম।
    শেষ হবে সব কিছু হবেই। তাই সেটা উৎসব হয়ে উঠুক।
  • de | 213.197.30.4 | ২৩ আগস্ট ২০১২ ১১:০৮569310
  • ক্যাবাত! কল্লোলদা!
  • ডিডি | 120.234.159.216 | ২৩ আগস্ট ২০১২ ১১:৫৭569311
  • কল্লোল তো নেহাৎই নাবালক দেখছি। টেনে টুনে সাতান্নো। আমি হেসে বাঁচি না।খুবই নিকৃষ্ট জীব।

    আমি তো আর ক মাস পরেই ষাঠ ছুঁয়ে ফেলবো। তাই জানাই ।

    ছোটোবেলায় (ত্রিশ চল্লিশ নাগাদ) বুড়োত্বকে বেশ ভয় পেতাম, খুব পছন্দের ছিলো না। পঞ্চাশ/ষাট/সত্তর এসব গুলো বেশ ভীতিপ্রদ মাইলস্টোন মনে হতো। এখন হয় না। সব সময়েই মনে হয় এখন যেরকম স্বচ্ছ দৃষ্টি সেটা আগে ছিলো না। হাই জাম্প দিতে কষ্ট হয় ঠিকই, কিন্তু সেটা খুব মিসও করি না।

    সব থেকে টেনশনের ব্যাপারটা শরীর নিয়ে নয়, ইকোনমি নিয়ে। যে সঞ্চয় নিয়ে আশ্বস্ত থাকি সেটার ভ্যালু হু হু করে কমে যাচ্ছে। সেই নিরাপত্তাহীনতাই সবথেকে বেশী ভোগায়। বাকীটা প্রায় সবটাই বেশ ফুরফুরে।
  • | 132.248.183.1 | ২৩ আগস্ট ২০১২ ১২:০৪569312
  • দেহের বয়েস নয় রে বাবা। আসল হল মনের বয়েস।

    গুরু থেকে উদা দিঃ

    ১। আমাদের ডিডি ,ঠিক যেন ২৩/২৪ বছরের যুবক
    ২। আকা, ঠিক যেন ৫০ এর বুড়ো।

    বুইতে পারলে?
  • kumu | 132.160.159.184 | ২৩ আগস্ট ২০১২ ১২:১৪569314
  • স্বচ্ছ দৃষ্টি ও কিছুটা নির্লিপ্ততা-এই বয়েসের এটাই পাওনা,যার সাহায্যে জীবনকে উপভোগ করা যায় একটু বেশী।

    আর ঐ টেনশনের কথাটা ডিডিদা যা কইলেন তা শ্যামলদার সাথে অক্ষরে অক্ষরে মিলে যায়।লুরু গেলে আলাপ করিয়ে দেব,দুজনে গলাগলি করে খানিক টেনশন করে নেবেন।
    আমি ওসব টেনশন করি না,শুধু চাই শেষ মুহূর্ত পর্যন্ত যেন কোনভাবেই পরনির্ভর না হতে হয়।মৃত্যু যখন আসবে,নিজে যেন দরজা খুলে দিতে পারি।
  • tatin | 132.252.251.244 | ২৩ আগস্ট ২০১২ ১২:১৫569315
  • বুড়ো হয়ে যাওয়ার মধ্যে অসুবিধের কী আছে? পৃথিবী এমনিতেই বেশ একঘেয়ে, সেইটা বুঝে নিইয়ে একঘেয়েমি আর পৌনঃপুনিকতাকে এনজয় করার মধ্যেই তো তৃপ্তি
  • kumu | 132.160.159.184 | ২৩ আগস্ট ২০১২ ১২:১৬569316
  • আর আমার পরিষ্কার মনে আছে ডিডিদা এই মাসখানেক আগেই কোথাও লিখলেন যে উনি অব তক ছাপ্পন।
  • tatin | 132.252.251.244 | ২৩ আগস্ট ২০১২ ১২:২২569317
  • তুমি, আমি থাকবোনা, থাকবেনা এই লোকজন
    তবুও কী আরবিট এ নিয়েই শোক-উদযাপন
  • Du | 127.194.194.24 | ২৩ আগস্ট ২০১২ ১২:২৭569318
  • আর মৃত্যু ! যে যত চোখের জলে ভাসবে, না খেয়ে থাকবে, ততই বাঁচবে বেশিদিন। ভগমানের এই কি বিচার !
  • | 132.248.183.1 | ২৩ আগস্ট ২০১২ ১২:২৮569319
  • কিশোর গেয়েছেন নাঃ

    'আমি নেই, ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়'
  • tatin | 132.252.251.244 | ২৩ আগস্ট ২০১২ ১২:৩৫569320
  • বেঁচে থাকাটা যদি এত কিছু আনন্দের না হয়, তাহলেই মরে যাওয়া নিয়ে আফশোস থাকেনা
  • ডিডি | 120.234.159.216 | ২৩ আগস্ট ২০১২ ১২:৩৭569321
  • আমি লিখেছিলাম "আব তক ছাপ্পন" মানে ছাপ্পান্ন লক্ষ টাকা মাইনে পাই। একটু কম সম করেই লিখেছিলাম।

    আর সেই মাইনে নেওয়ার অকুপেশনাল হেজার্ডের কথা লিখেছিলাম।
    ওটা আমার বয়স নয়, আই কিউ নয়, বাড়ীর নম্বর নয়।
  • ডিডি | 120.234.159.216 | ২৩ আগস্ট ২০১২ ১২:৩৮569322
  • মাইনে পাই মানে মাস গেলে। ওটা বছরের হিসেব ভাববেন না যেনো।
  • ডিডি | 120.234.159.216 | ২৩ আগস্ট ২০১২ ১২:৩৯569323
  • প্লাস উপরি আছে। একটু আদটু "নেইটেই"।
  • de | 190.149.51.68 | ২৩ আগস্ট ২০১২ ১২:৫৫569325
  • এটা কোথায় পড়লাম -- "নিস-টিস" -- মনে পড়ছে না ঃ((

    ছাপান্ন বোধায় ডিডিদা ওজন লিখেছিলেন কুমুদি!
  • | 132.248.183.1 | ২৩ আগস্ট ২০১২ ১৩:০৯569326
  • না না আমার কাছে বিশ্ব্স্ত সূত্রে খবর আছে ডিডি ওজন ৫১ কেজি।
  • kumu | 132.160.159.184 | ২৩ আগস্ট ২০১২ ১৩:১৮569327
  • বয়েস- পরিষ্কার খ্যাল হচ্চে।
  • Lama | 127.194.231.227 | ২৪ আগস্ট ২০১২ ০০:০৪569328
  • একচল্লিশ, সত্তর, তিনশো ষাট- এর কোনটা যে আমার বয়েস, কোনটা ওজন, কোনটাই বা বাড়ির নম্বর, কোনটি ব্লাডপ্রেশার- এখন থেকে সব নোটবইতে টুকে রাখতে হবে। বয়েস হচ্ছে কিনা!

    "নিস টিস"টা এই সেদিন কোথায় যেন পড়লাম? শিবাংশুদা বা দীপংকরদার কোনো লেখাতে? নাকি ওপাড়ার স্যর জেমস?
  • siki | 96.98.43.85 | ২৪ আগস্ট ২০১২ ০২:৪৭569329
  • ছাপ্পান্ন তো আমি!

    ব্যাং ব্যালেন্স নয়, আমার ওজন।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১০:১৪569330
  • ডিফাইন, বুড়িয়ে যাওয়া।
  • de | 190.149.51.68 | ২৪ আগস্ট ২০১২ ১১:২৭569331
  • মিত্তির মশাইয়ের লেখায় বোধহয় -- রবি ঘোষ সম্বন্ধে --

    আম্মো বুড়ো হওয়ার ডেফিনিশন চাই! সায়েবদের শরীর সর্বস্ব যৌবনের থেকে সঠিক বয়সের সঠিক ব্যবহারই যথাযথ বলে মনে হয়! আমাদের দেশের মানুষ বয়েস বাড়ার সাথে সাথে একটা আলাদা স্থৈর্য্য আর উদাসীনতা লাভ করে যেটা জোর করে কম-বয়েসী দেখানোর চাইতে অনেক বেশী মূল্যবান !
  • Du | 127.194.200.204 | ২৪ আগস্ট ২০১২ ১৩:৪৮569332
  • দে, স্থৈর্য্য আর উদাসীনতা কি? অতটা নিশ্চিত নই। কারণ, আমরা সকলেই 'জোর' করে কমবয়েসী দেখাতে চাওয়া লোকেদের সম্পর্কে একটু যেন হেয় করার মনোভাব নিয়েই কথা বলি। যদি নিজেরা ইচ্ছেমতো বুড়ো হতাম আর জোয়ান থাকতে চাওয়াদের নিয়েও নির্বিকার অন্ততঃ থাকতাম তবে উদাসীন কথাটা যুতসই হতো বেশি। এটা মনে হয় আমার।
  • dukhe | 212.54.74.119 | ২৪ আগস্ট ২০১২ ১৪:০১569333
  • বুড়ো হওয়া মানে লিপস্টিক না পরা, না নাচা আর প্রেম না করা।
    ইদিকে আমি এখনো অবধি বুড়ো। নাচ প্রেম লিপস্টিক সবই বড় হয়ে করব বলে তুলে রেখেছি। এট্টু দেখবেন যেন তখন আবার বুড়িয়ে না যাই।
  • de | 190.149.51.69 | ২৪ আগস্ট ২০১২ ১৪:০৭569334
  • দু'দি -- উদাসীনতা তো উভয় তরফে দরকারী -- শান্তিতে বুড়োতে না পারলে শান্তিতে জোয়ানও থাকা যাবে না -- পেত্থোম থেকেই তো বুড়িয়ে যাওয়া নিয়েই অশান্তির শুরু! ঃ))
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ১৪:১২569336
  • ডেফিনিশন চাইছেন?

    বুড়িয়ে যাওয়া মানে নতুন কিছু গ্রহণ করার অক্ষমতা, নতুন নতুন জিনিস শিখতে উৎসাহ কমে যাওয়া , চিন্তাভাবনায় স্ট্যাগনেশন চলে আসা ইত্যাদি প্রভৃতি। যতদিন মানুষের শেখবার ক্ষমতা থাকে সে বুড়িয়ে যায়না।

    ডিঃ নিজস্ব মতামত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন