এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইন্ডিয়ানরা কেন ?

    একক
    অন্যান্য | ২১ আগস্ট ২০১২ | ২১৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ১৪:১৯569337
  • আর দেদি উদাসীনতা লাভ বলতে কি বোঝাচ্ছে? জীবন সম্পর্কে উদাসীন, জীবনের আনন্দদায়ক দিক সম্পর্কে উদাসীন না ছোটখাট যে সব ওঠানামা অল্পবয়সে বিশাল তরঙ্গরূপে দেখা দেয় তা থেকে আলোড়িত কম হওয়া?
  • কান্তি | 212.90.106.78 | ২৪ আগস্ট ২০১২ ১৪:৩৪569338
  • স্যানের ্ডেফিনিশন অনুযায়ি আমি এক্কেবারে বুড়ো নই, কোন দিন হবও না।
    কিন্তু এই দুনিয়ায় আসার দিন থেকে হিসাব ধরলে আমি তিন পোয়া শতক কাল দেখেছি। চলতে-ফিরতে সেটা টের পাই। আরো অনেক গোলমাল অন্যদের চোখে ধরা পড়ছে। আমি কি?
  • কান্তি | 212.90.106.196 | ২৪ আগস্ট ২০১২ ১৪:৪৩569339
  • স্যানের ডিফিনিশন অনুযায়ি আমি এক্কেবারে বুড়ো নই। কোন দিন হবওনা।
    কিন্তু পিছন ফিরে তাকালে দেকতে পাই এই দুনিয়ায় তিন পোয়া শতক কাল কাটিয়ে দিয়েছি। তবে চলাফেরা কত্তে এট্টু গোলমেলে লাগে।আর বিস্তর
    তালকানা পনার খোটা শুনতে হয়। আমি কি?
  • কান্তি | 212.90.106.196 | ২৪ আগস্ট ২০১২ ১৪:৫২569340
  • স্যানের ডেফিনিশন অনুযায়ি আমি এক্কেবারে বুড়ো নই, কোন দিন হবও না।কিন্তু পিছন ফিরে তাকালে দেখি,
    এই দুনিয়াটাকে তিন পোয়া শতক ধরে দেখছি। চলতে-ফিরতে এট্টু গোলমালওহচ্ছে টের পাই। আর ভিমরতির খোঁটাতো
    নিত্যদিনের প্রাপ্তি। আমি কি?
  • Du | 127.194.200.204 | ২৪ আগস্ট ২০১২ ১৪:৫৩569341
  • ঃ)
  • de | 190.149.51.69 | ২৪ আগস্ট ২০১২ ১৪:৫৮569342
  • কি আকুল আত্মজিজ্ঞাসা!!

    স্যান -- সেকেন্ডটা!
  • তাতিন | 132.252.251.244 | ২৪ আগস্ট ২০১২ ১৫:০২569343
  • ্সারাজীবন এত শিখে যেতে হবে কেন? জন্মেছি বলে সারা লাইফ চরকির মত শিখে যেতে হবে এই অভিশাপ থাকলে তো আরও চাপ। যেটুকু কনা করলেই নয় করে নিইয়ে ল্যাদ খেতে পারলে তাও মর্ত্যশরীরে দুঃখবেদনা কম রেখে একটু সময় কাটানো যায়
  • | 75.255.37.237 | ২৪ আগস্ট ২০১২ ১৫:০৩569344
  • sanদির definition অনুযায়ী আমি বেশ কিছু teenage বুড়োবুড়ি দেখেছি !
    :)
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ১৫:০৬569345
  • আমরা জেলিফিশ নই বলে ঃ-)))))
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ১৫:০৮569347
  • আরে শেখা মানে কি শুধু ক্যারাটে শেখা বা টেকনলজি শেখা নাকি? নতুন কিছু গ্রহণ করার ক্ষমতা , বললাম তো।
  • ekak | 69.97.40.117 | ২৪ আগস্ট ২০১২ ১৫:১২569348
  • দু কে ক্ক্কক্ক্ক
    যেখানে কমতি - বাড়তি করার অপশন তাই নেই সেখানে উদাসীনতা দেখানো হচ্ছে "উড়ো খই গোবিন্দায় নম: "। তাচ্চে ঝেড়ে কাসা ভালো ।

    তাতিন কেও ক । প্রচুর ঘুরতে ,প্রচুর পড়তে , দেখতে আমার ভাল্লাগে কিন্তু মাঝে মাঝেই মনে হয় একটা সংজ্ঞার শর্তাধীন হয়ে যাচ্ছি । তখন জঙ্গলে গিয়ে ল্যাদ খেয়ে মদ খাই আর মদ খেয়ে ল্যাদ খাই । ক্যামেরাও সঙ্গে নি না ।
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ১৫:২১569349
  • মাঝে মাঝে ল্যাদ খেতে ইচ্ছে হওয়া আর কখনই কিছু এক্সপ্লোর করতে ইচ্ছে না হওয়া কি এক হল?
  • অবাস্তব | 24.139.163.29 | ২৪ আগস্ট ২০১২ ১৫:২২569350
  • বুদ্ধি বাড়ার সাথে সাথে লোকে স্বাভাবিক ভাবেই বুঢ্ঢা (বুদ্ধ) হয়ে যায়। বোকা লোকের বুড়ো হবার ভয় নেই।
  • ডিডি | 120.234.159.216 | ২৪ আগস্ট ২০১২ ১৬:১২569351
  • বুড়ো আঙুলের আইন বলে যতো বয়স বাড়ে বায়াস ততো কমে। ছোটোবেলায় খুব গোঁ থাকে এটা করবো না, ওটা ধরবো না, সেটা মানি না। প্লাস অমুকে আমার গুরু, তমুকে আমার হাপ ভগোমান, তুসুকে আমার নেত্রী।

    ধুর ধুর। বয়স পাকলেই এই সব সংকল্প গুলো ঢিলে হয়ে যায়। টপাটপ ঠাকুর দেবতারা মরে যায়। পরীদের পাছা মোটা হয়। বইতে উই ধরে।

    দৃঢ় প্রতিজ্ঞারা কেমন মিইয়ে যায়। এই যেমতি ছোটোবেলায় আমি মোটেই পটল খেতাম না। এখন দিব্বি খাই।

    বয়ষ্করা বুড়ো হবে না কেনো? হাসতে হাসতে হবে। ঐ জোয়ানীর ডেফিনেশনটাই ভুল। ইঁটের মতন মন ছেলেমানুষদেরই থাকে।

    আমি জানি।
  • aka | 85.76.118.96 | ২৪ আগস্ট ২০১২ ১৭:০৩569352
  • আমিও ছোটবেলায় পটল খেতাম না, এখন ভালোবেসে খাই, তাই লোকে আমাকে বয়স্ক বলে।
  • Kaju | 131.242.160.180 | ২৪ আগস্ট ২০১২ ১৭:০৬569353
  • ডিডিদার সেকেন লাইনের তৃতীয় ও চতুর্থ দাঁড়ি র মাঝের বাক্যটা কেমন অছুব্বু মতম। ;-))
  • তাতিন | 132.252.251.244 | ২৪ আগস্ট ২০১২ ১৭:০৭569354
  • গ্রহণ না করে সুখে শান্তিতে বেঁচে থাকছিলাম না এরকম তো নয়- সেলফোন, তার্পর আই ফোন, তার্পর আইপড, তার্পর গ্যালাক্সি একে একে সব গ্রহণ করে যেতে হবে!
    অথচ এর যেকোনওটা ছাড়াই দিব্য থাকছিলাম। এখন লাস্টেরটা ছাড়া থাকতেই পারিনা- এরকম আতান্তরে নিজেকে ফ্যালার থেকে গ্রহণ না করাই বেটার।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১৭:৩৬569355
  • জমি জমিয়ে চলা, বাড়ি, গাড়ি কেনার দিকে মন দেওয়া, এগুলো কীসের লক্ষণ ?
  • Kaju | 131.242.160.180 | ২৪ আগস্ট ২০১২ ১৭:৩৯569356
  • প্রিয়গোপাল বিষয়ীর লক্ষণ।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১৭:৪৩569358
  • বাই নেচার জেলিফিশেরা বাই ডেফিনিশন চিরবুড়ো ? :o

    উদিকে, দেশের উন্নয়নের টইতে সাব্যস্ত হয়েছিল, কল্লোলদা, কেলোদা জেলিফিশ ঃ)। ওখানের হিসেব অনুযায়ী আমিও ঐ দলে পড়েছিলুম।

    বিটিডব্লু, শেখার আত্তীকরণ যতক্ষণ চলছে, সেটাকে কোন দলে ফেলা হবে ? ঃ)

    আরো ডেফিনিশন চাই। এটি অতিসরলীকরণের প্রভূত সম্ভাবনাপূর্ণ সংজ্ঞা হইছে।
    আদৌ কি সংজ্ঞা দেওয়া যায় ? একক ? ঃ)
  • তাতিন | 132.252.251.244 | ২৪ আগস্ট ২০১২ ১৭:৫৩569359
  • ঙ্গাড়ি কেনা, জমি জমানো এসব বড় হওয়ার লক্ষণ, বুড়ো হলে তো কা তব কান্তা করবে
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ১৯:৪৪569360
  • তাতিনকে,

    কিছু গ্রহণ করতে পারার মানসিকতা আর তাতে অ্যাডিক্টেড হয়ে যাবার মানসিকতা এক না। কারোর যদি অ্যাডিক্টিভ ট্রেইট থাকে আর তার জন্য সে আতান্তরে পড়ে সেটা তার নিজস্ব সমস্যা। তার সঙ্গে আমার বক্তব্যের কোন সম্পর্ক নেই।

    বাই দ্য ওয়ে, আমি কাকে বুড়িয়ে যাওয়া মনে করি সেটা লিখেছি। বাকিরা কাকে মনে করে আমিও জানতে চাই। আমারটাকে ধ্রুবসত্য মোটেও ভাবিনা।

    পাইদি , ওই টইটা তাহলে আরেকবার আমার পড়া দরকার। আমার ধারণা হয়েছিল 'সারাক্ষণ' ল্যাদ খেতে চাওয়া লোকেদের জেলিফিশ বলা হয়েছিল। তোমার পোস্ট পড়ে একটু গুলিয়ে গেল - কেলোদা বা কল্লোলদা বা তুমি তো সেক্ষেত্রে জেলিফিশের দলে পড়ার কথা না মানে এই সকলেই তো বিবিধ অ্যাক্টিভিটির মধ্যে থাকে। তাহলে কি ভুল বুঝেছি?
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ১৯:৫২569361
  • আত্তীকরণ তো শেখার পার্ট।

    কিন্তু জমি বাড়ি গাড়ি তো বৈষয়িক হবার লক্ষণ, নয়?
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ২০:০২569362
  • হুঁ, ওটা পড় আরেকবার।

    নতুন নতুন জিনিস শেখাতে আগ্রহ হারিয়ে ফেল্লেও অনেকে যা শিখেছেন, তাতেই মশগুল থাকেন। তাই দিয়েই ভাবনা চিন্তার গভীরে যান। সেটাকে আত্তীকরণ বলেছিলাম। আমার মনে হয়েছে, নতুন জিনিসে ভয়টা বাই নেচারও হয়। আর কী জিনিস , তার উপরেও নির্ভর করছে।
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ২০:০৮569363
  • ভাবনাচিন্তার গভীরে যাওয়া মানে তো তার চিন্তার স্ট্যাগনেশন হচ্ছেনা। আমি সেটাকেও নিশ্চয় সতেজ মন মনে করব। স্ট্যাগনেশনের কথাও লিখেছি।

    আমি তো এতগুলো পয়েন বললাম , সকলে শুধু নতুন কিছু শেখার কথাই কেন দেখতে পাচ্ছে ? ঃ-( নিজেদের ডেফিনিশন ই বা বলে না কেন? ডেফিনিশন না বলে পারসেপশন বললে বোধহয় বেটার হত।
  • তাতিন | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২১:১৪569364
  • পৃথিবীতে কোনও কিছুই অত্যাশ্চর্য নয়, কোনও কিছুই এসেন্সিয়াল নয়- সকলই ফুরায়। মরে যাওয়ার আগে অবধি কষ্টেসৃষ্টে ভালো থাকাটাই একমাত্র লাভের
    এইসব বোধ আসা বোধহয় বুড়িয়ে যাওয়া- অর্থাৎ পরিণতিবোধটাই বুড়োত্ব। ভালো ব্যাপারটা যে এইক্ষেত্রে লোকে নিজের লাভ নিয়ে বেষি চাপ ন্যান না বলে অপরের ক্ষতিটা কম করেন।
  • তাতিন | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২১:১৭569365
  • আর, সান,
    কারও 'যদি কোনও অ্যাডিক্টিভ ট্রেট থাকে' ভেবে ব্যাপারটাকে ট্রিভিয়ালিয়াজ় কোরো না। চাদ্দিকে দেখছ না গুচ্ছগুচ্ছ লোক এই অ্যাডিক্টিভ ট্রেটেই ভুগে যাচ্ছে, দেশ-কাল নির্বিশেষে। না রেখে ল্যাদ খেতে পারাটাই বরং বেশি কঠিন সেই প্রতিবেশে।
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ২১:৩০569366
  • ট্রিভিয়ালাইজ না। আমি বলতে চাইছি মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলাটা সলিউশন না। কখন কিসে অ্যাডিকশন হয়ে যাবে বলে জীবনকে এক্সপ্লোর করার বদলে ল্যাদ খেয়ে কাটিয়ে দেব? এখন নতুন কিছু গ্রহণ করা বলতে শুধু আইপ্যাড আইফোন গ্যালাক্সি তে আটকে গেলে আমরা সেম পেজে নেই ঃ-(
  • তাতিন | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২১:৩৬569367
  • আইফোন গ্যালাক্সি এগুলো উদাহরণ মাত্র- বেশিরভাগ ক্ষেত্রেই এই শিখতে চাওয়াগুলো শেখার ওপর নির্ভরশীলতা বাড়িয়ে দিতে থাকে।
  • r2h | 208.175.62.19 | ২৪ আগস্ট ২০১২ ২১:৪৩569369
  • আমি হতে চাই টাকা গাড়ি বাড়ি বিলাস ব্যসনে পরিপূর্ণ এক জেলিফিশ।

    (কে না জানে জেলিফিশ মন দিয়ে পড়া করে না, এইসব কঠিন তক্ক গুলো আমি মোটেই পড়িনি, শুধু কি ওয়ার্ডগুলোয় চোখ বুলিয়ে গেছি)

    আমি ভেবেছিলাম জেলিফিশ হচ্ছে এমন লোক, যার পৃথিবীর শিল্প সাহিত্য প্রযুক্তি বিজ্ঞান রণ রক্ত সফলতা ইত্যাদি প্রভৃতি কোন কিছুতে কোন অবদান কিংবা অবদানের ইচ্ছে কিছুই নেই, অনন্ত ল্যাদ আর শর্টকাটেই যার মোক্ষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন