এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোথায় থাকি? হানু উবাচ

    Abhyu
    অন্যান্য | ১৫ আগস্ট ২০১২ | ৮৬০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.81.106.161 | ১৫ আগস্ট ২০১২ ০৫:২০570546
  • এবার এটা কম্পাইল করে ছাপা গুরুতে তুলে দেওয়া হোক !

    -----------------------------------------------------------------------------------------

    name: h mail: country:

    IP Address : 127.194.231.247 (*) Date:14 Aug 2012 -- 06:51 AM

    টেক্সাসে শুট আউট। অক্ষঃ দেখে শুনে বাড়ি থেকে বেরোস বাবা। এটা কি তোর শহরে বা কাছাকাছি?

    name: h mail: country:

    IP Address : 127.194.231.247 (*) Date:14 Aug 2012 -- 07:01 AM

    মিঠু, সৈকত, টিম এরা সবাই টেক্সাসে থাকে নাকি অন্য কোন স্টেট এ থাকে। এ সালা ফাল্তু আপদ। আর ইয়ে যে আমেরিকা গেছে, অর্পণ, সেকি ঐ চুলোয় গেছে নাকি?

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 12:11 PM

    আকা ইয়ার্কি মারিশ নাঃ-) তুই ক্যালিফোর্নিয়ায় থাকিশ আমার মনে ছিল।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 12:12 PM

    মিঠু থ্যাংক্স। হ্যাঁ তোমরা তো কানাডায় থাকো এটা আমি টেনসনে ভুলে গেছিলাম।

    name: দ mail: country:

    IP Address : 24.99.144.186 (*) Date:14 Aug 2012 -- 01:06 PM

    আমেরিকার ভুগোলে বোধির ক্কি ফান্ডা!! ওফ!

    name: h mail: country:

    IP Address : 213.99.212.53 (*) Date:14 Aug 2012 -- 01:18 PM

    স্যান, দমুঃ কেন, ঠিক বলিনি? মানে ওরা তো আমেরিকা আর কানাডা এই গুলো মিলিয়েই থাকে।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.53 (*) Date:14 Aug 2012 -- 01:22 PM

    তাহলে কি আর্জো ক্যানাডা? বাই দ্য ওয়ে, ক্যানাডা যে আমেরিকা নয় এটা আমি জানি।

    name: সৎগুরু mail: country:

    IP Address : 24.99.126.68 (*) Date:14 Aug 2012 -- 01:26 PM

    হ্যাঁ, আর্য ভ্যাঙ্কুভারে থাকে তো।

    name: সৎগুরু mail: country:

    IP Address : 24.99.126.68 (*) Date:14 Aug 2012 -- 01:30 PM

    মিতাদি ক্যালিফোর্নিয়ায় থাকে। তুমি মনে হয় তাই গুলিয়ে ফেলেছো।

    name: aka mail: country:

    IP Address : 85.76.118.96 (*) Date:14 Aug 2012 -- 03:53 PM

    হানু এক্কেবারে ভুলে গেছে। এই যে সেদিন আমি মেক্সিকোতে একটা ইগলু কিনলাম। টেক্সাস আর মেক্সিকো কতটাই বা দুর।

    name: a x mail: country:

    IP Address : 118.195.223.142 (*) Date:14 Aug 2012 -- 03:55 PM

    হ্যাঁ আর মিঠুরা তো আলাস্কা তে থাকে। ওদের রান্নাঘরের জানলা দিয়ে ওরা টলস্টয়ের সামোভারের ধোঁয়া অবধি দেখতে পায়!

    name: h mail: country:

    IP Address : 213.99.212.53 (*) Date:14 Aug 2012 -- 04:17 PM

    মিতাদি রাইট , মিতাদি ই আমায় বলেছিলো মিঠু রা ওদের বাড়ির কাছে থাকে। সেই জন্যে আমি ভাবলাম, ওরা সকলেই শিকাগো তে থাকে। তার পরে মিঠুরা যখন দ্বিতীয়বার আমেরিকা গেল, তখন মিতাদি বল্লো ওরা খুব দূরে থাকে, তখন আমি ভাবলাম, শিকাগো র থেকে দূর মানে ক্যানাডা হতে পারে আর মেক্সিকো হতে পারে। আর মেক্সিকো তে সৈকতের পক্ষে বাংলা পত্রিকা চালানো একটু কঠিন ধরে নিয়ে আমি ভাবলাম, তার মানে ওরা সকলেই টরন্টো তে থাকে। সেটা যদি ভুল হয় তার মানে শিকাগো তেই আছে, মিতাদি দূরে চলে গেছে।
    আমার ডিডাকশন টা মিতাদি দূরে চলে যাওয়ায় গন্ডোগোল হয়ে গেল।

    তবে আমার এখন ধারণা আর্জো কানাডায় থাকে না। বিবি বল্লো আর্জো আটলান্টা য় থাকে। আটলান্টা তে অলিম্পিক হয়েছিল তার মানে ওটা আমেরিকা, আর ওখানে জুয়ো খেলা যায় , একজন গেসলো, কিন্তু আর্জো যদি বিবি কেও ঢপ মেরে থাকে?
    আর অক্ষ টেক্সাসে থাকে কারণ পাকিস্তানি রেস্টোরান্ট ওয়ালা টেক্সাসে থাকে এটা কনফার্ম। প্রথমে আমি অক্ষকে বিশ্বাস করতাম না, আমার ধারণা ছিল, টেক্শাসে বাদামীরা গেলেই ক্যাল খাবে ইউনি আর ফিজিক্স ছাড়া। কিন্তু আমার ধারণা বদলে দিল রেহমা বলে একজন দাঁতের ডাক্তার। যে কোনো সুন্দরী ডাক্তার এর মতই ও আমেরিকা চলে গেল, এবং টেক্শাসেই গেল, এবং দিব্যি বেঁচে বর্তে রইলো। অতএব অক্ষ টেক্শাসেই থাকে, তাছাড়া আমার একজন মামা ছিলেন অর্ল্যান্ডো তে যেটা টেক্শাসের কাছে, কারণ উনি টেক্শাস থেকে গাড়ি চালিয়ে অর্ল্যান্ডো গেছিলেন, কিন্তু উনি কেন টেক্শাস গেছিলেন বলেন নি।

    মা কালির দিব্যি বানিয়ে বলছি না।

    name: a x mail: country:

    IP Address : 118.195.223.142 (*) Date:14 Aug 2012 -- 04:30 PM

    ইনফ্যাক্ট এক্খুনি শাংডং প্রভিন্স থেকে লিউ র মেইল পেলাম। বলছে ওর কাছে নাকি সুলভে টিঁকাও চাইনিজ টায়ার আছে। এসে নিয়ে যেতে। টেক্সাস থেকে নিশ্চয়ই খুব দূরে হবেনা। আমাকে টাচে রাখার জন্য ই-মেইল করেছে This email is keep touch in with you .

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 04:31 PM

    বাই দ্য ওয়ে, কখনো না কখনো মিঠু শিকাগো তে থাকতো, এটা জেনু, এইটা ডিনাই করলে চাপ। কারণ আমি একবার শিকাগো যাবো ভেবেছিলাম, তখন আমি মিঠু দের বাড়ি যাবো ভেবেছিলাম, তার পরে আমাকে জাস্ট হাউন্স্লো যেতে হয়েছিল, এত খঃ ক্লায়েন্ট।

    name: দ mail: country:

    IP Address : 24.96.14.38 (*) Date:14 Aug 2012 -- 04:33 PM

    অ হনু, মাইধ্যমিকে ভুগোলে কত পাইসিলা মনু?

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 04:38 PM

    সে মাধ্যমিকে তো আমি কিছু তেই ভালো পাই নি। মানে তার পরেও কখনো ই ভালো পাই নি। কিন্তু সবাই যদি নিজের বাড়ি কোথায় সেটা ডিনাই করে তাইলে মাইন্ষ্যে কি করে বুঝবে।

    কুমু দি, আমি কালিকাপুর সাফুইপাড়া।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 04:34 PM

    তবে তখন অর্পণ বোস্টনে থাকতো।

    name: de mail: country:

    IP Address : 190.149.51.66 (*) Date:14 Aug 2012 -- 04:42 PM

    মাধ্যমিকে ভূগোলে আম্রিগা পড়ানো হয় নাকি? ও দমদি---

    name: দ mail: country:

    IP Address : 24.96.14.38 (*) Date:14 Aug 2012 -- 04:49 পম

    নাঃ মাধ্যমিকে পড়ানো হয় না, সেইজন্যই তো জানতে চাইছি, বোধির অজ্জিনাল প্রতিভা বোঝার জন্য।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 04:48 PM

    টায়ার পার্ট টা হয়তো সত্যি কিন্তু চীনের কাছে টেক্শাস এইটা পুরো ঢপ। অবশ্য উত্তর চীন থেকে উত্তর ক্যানাডা কাছে হতে পারে, কিন্তু টেক্শাস অত উত্তরে নয়, কারণ টেক্শাস বর্ডার নিয়ে বোলানোর উপন্যাস আছে। তার মানে ঐ পার্ট টা ঢপ। ধুর তোকে ধরতে কতক্ষন।

    name: a x mail: country:

    IP Address : 118.195.223.142 (*) Date:14 Aug 2012 -- 04:53 PM

    উফ্ফ্‌ এই হল টেক্সাস। আর ঐ যে একটু এগোলেই আলাস্কা। এবার কি দেখা যাচ্ছে? অফ কোর্স রাশিয়া। আর রাশিয়া মানে কি? চীন চীন!

    name: সৎগুরু mail: country:

    IP Address : 24.99.126.68 (*) Date:14 Aug 2012 -- 04:50 PM

    বেথের বেলা বোধি ক্লোজেস্ট এসেছে। অ্যাসাইম্‌টোটিকালি অ্যাপ্রোচিং ষণ্ড্চক্ষু। তুম হোঙ্গে কামইয়াব একদিন।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 05:14 PM

    তবে হ্যাঁ ফাইনালি স্বীকার করে নেই, আমি সিরিয়াসলি কোন জায়গা গুলো কোন জায়্গায় সেটা ভালো জানি না। লোকেশন আমার স্ট্রেংথ না।
    সারণ প্রথম যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তে নামলো, তখন এসে গল্প বলতো অমুক আমার বাড়ির পাশে, তমুক আমার বাড়ির পেছনে, কিছুটা সত্যি, কারণ সারণ বালিগঞ্জ। আমি প্রশ্ন করেছিলাম, বাংলা ফিলম ইন্ডাস্ট্রি তো টালি গঞ্জে , তোদের বালিগঞ্জের বাড়ির মুখ টা দক্ষিন দিকে, তাইলে সবাই তোদের বাড়ির পেছনে থাকে কি করে।
    সেই থেকে সারণ বাংলা ফিল্ম আর পেছন নিয়ে কোন গল্প করে নি। আজকাল ফোন ও ধরে না।

    name: siki mail: country:

    IP Address : 186.9.9.116 (*) Date:14 Aug 2012 -- 05:22 PM

    হনু ক্ষী কইলা? আমি ইউরোপে থাকি????

    উটের পিঠ থেকে ধপ করে পড়ে গেলাম।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 05:24 PM

    সোজা করে রাজস্থানে থাকো এটা বলতে কি হয়। কিন্তু তুমি তো দিল্লী তে ছিলে। বৌ এর বদলি হল?

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 05:26 PM

    অবশ্য সাহারা বা ইরাক ও হতে পারে। তবে মনে হয় সৌদি, কারণ ওখানে বৈজয়ন্ত গেছিল। আর ইরাকে যুদ্ধের পরে আমেরিকান ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যাচ্ছে কিনা সন্দেহ। তাইলে সৌদি ও হতে পারে।

    name: kumu mail: country:

    IP Address : 132.160.159.184 (*) Date:14 Aug 2012 -- 05:25 PM

    হনু যেখানে থাকে সে জায়গাটা কোথায়?

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 05:27 PM

    রুবি হাসপাতালের কাছে। সন্তোশ্পুরের উত্তরে আর যাদবপুর গর্ফার পূর্বে।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.108.100 (*) Date:14 Aug 2012 -- 05:34 PM

    ইসে, এটা না জিগিয়ে কিছুতেই পারছি না। সন্তোষপুরের মুখটা কোনদিকে? আর যাদবপুর থানার সামনে কোনদিকে মুখ করে দাঁড়ালে পুবদিকে রুবি দেখা যায়?

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 05:40 PM

    স্বাভাবিক ভাবেই এই টা আমি জানি। সন্তোশ পুর এর তিনটে মুখ। একটা অজয় নগর। একটা গড়ফা আরেকটা যাদবপুর।আর দুটা সাবমুখ, একটা হাইল্যান্ড পার্কের পেছনে, আরেকটা কালিকাপুরে র নর্দমার পাশ দিয়ে।

    এইবার আপনি পূর্ব থেকে এলে , অর্থাৎ বারুইপুর বা এয়ার পোর্ট থেকে এলে আপনি হয় গড়ফা নই লে অজয়নগর দিয়ে ঢুকতে পারেন, দুটো সাব মুখ দিয়েও ঢুকতে পারেন। পশ্চিম দিক দিয়ে এলে, আনোয়ারশা আর গোলপার্ক থেকে এলে, সুলেখা-যাদব্পুর দিয়ে ঢুকবেন।

    কোন দিকে মুখ করে ঢুকবেন এটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম।

    কেমন দিলাম।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 05:43 PM

    তবে সন্তোষ্পুরে , আমাদের পাড়ার ব্যাংকের পেছন দিয়ে আর রতন দার দোকানের পাশ দিয়েও যাওয়া যায়। সেই রাস্তা এখন সারানো হচ্ছে। ওখানে জেরক্স এর দোকানের ভদ্রলোক মিলিটারির , তবে এখন মারা গেছেন। আর কিছু স্পেসিফিক চাই?

    name: sosen mail: country:

    IP Address : 126.203.197.41 (*) Date:14 Aug 2012 -- 05:44 PM

    একটা ম্যাপ প্রভাইড করা হোক!

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:14 Aug 2012 -- 05:47 PM

    অসম্ভব। আমি ম্যাপ দেখলে কিছু খুঁজে পাই না, এর থেকে একে তাকে জিগ্যেস করা ফার বেটার।
    প্লাস বাস স্ট্যান্ডে মোটামুটি রিলায়েবল ইনফো দেয়, কিন্তু কোন বাস স্ট্যান্ড সেটা খেয়াল রাখতে হয়।

    name: aka mail: country:

    IP Address : 178.26.215.13 (*) Date:14 Aug 2012 -- 05:48 PM

    প্রশান্ত মহাসাগরের সুনীল জলরাশি এবং স্বর্ণ বালুকার পার্শ্ববর্তী আপিসে বসিয়া স্বর্ণকায় কেশরাজির নন্দিনীদের নান্দনিক দৃশ্যাবলী দেখিতে দেখিতে ভাট করিতেছি। অহো ভ্যাঙ্কুভার, অহো হানু, এই তো জীবন, নাই বা থাকল লোলা কিংবা লুলু।

    name: kumu mail: country:

    IP Address : 132.160.159.184 (*) Date:14 Aug 2012 -- 05:49 PM

    খুবি সহজ ,এতো আমি জলের মত পোষ্কার দেখতে পাচ্চি।

    হনুকে দেখেই সুকুমার রায় সেই আমড়াতলার মোড় কবিতাটা লেখেন।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.53 (*) Date:14 Aug 2012 -- 05:59 PM

    সিকি বলে নি। বললাম না, বেসিক ইনফো তেই যদি লোকে জালি করে, একমাত্র তাহলেই ডিডাকশন দিয়ে বাড়ি বের করা কঠিন। আদার ওয়াইজ খুব কঠিন না।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.108.100 (*) Date:14 Aug 2012 -- 06:04 PM

    হনু,
    ১) সিকি এখন আছে দুবাইতে।
    ২) আকা জর্জিয়া নাকি কলম্বিয়া এরকম কোথায় একটা আছে।
    ৩) আকা যদি কলম্বিয়ায় আছে, তাহলে অভ্যু হয়তো জর্জিয়ায় আছে।
    ৪) অভ্যু যদি কলম্বিয়ায় আছে, তাহলে আকা এখন জর্জিয়ায় আছে।
    ৫) কিন্তু অভ্যু আগে আটলান্টায় থাকত।
    ৬) মিঠু আছে এমন একটা জায়্গায় যেখানে খুব ঝড়বৃষ্টি হয়।
    ৭) মিঠু আগে শিকাগোয় থাকত সেকথাও ঠিক।

    name: aka mail: country:

    IP Address : 178.26.215.13 (*) Date:14 Aug 2012 -- 06:10 PM

    সকালে আমি জার্মানিতে থাকি আর রাতে ফিনল্যাণ্ড। দুকুরে কোথায় থাকব ডিপেন্ড করছে নেটওয়ার্ক কভারেজ কেমন তারওপর। ব্যাং হানুকে খামোকা কনফিউজ করছে।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.108.100 (*) Date:14 Aug 2012 -- 06:12 PM

    আকা, বাজে বকবি না। জার্মানি গেছে তো অভ্যু। আর তিমি গেছে কাজাখস্তান।

    name: san mail: country:

    IP Address : 24.99.40.126 (*) Date:14 Aug 2012 -- 06:25 PM

    গুরু পড়ে আমার সব গুলিয়ে গেল। আমি কোথায় থাকি?

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.108.100 (*) Date:14 Aug 2012 -- 06:26 PM

    সেটা নির্ভর করছে, তোর মুখটা এখন কোন দিকে তার উপর।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.53 (*) Date:14 Aug 2012 -- 06:34 PM

    ব্যাং কে সমব্যথী হিসেবে পেয়ে ভালো লাগলো। ১. আর ৭. ছাড়া যে কটা দিয়েছে, সেগুলো শ্রয়ডিংগারের বেড়াল ছাড়া কেউ পৌঁছতে পারবে না।

    কারণ, একটারো বাস স্ট্যান্ড বলা নেই। তবে এরা প্রচন্ড তথ্য গোফন করে।

    টিম কাজাকাস্থান গেছে? কিন্তু সেখানে কে সি (কৌশিক/ডোভারলেন/গান/আত্মজীবনী/অনেক বই) গেছিলো। এখন অন্য কোথাও গেছে, যেখানে হুমুস পাওয়া যায়। লেবানন বা তেল আভিভ। অবশ্য জর্ডান ও হতে পারে।
    তবে কাজাকাস্থানে ফিজিক্স এর ইনস্টিটিউট আছে এটা জেনু। গ্রসমানের উপন্যাসে, মস্কো অবরোধ এর সময়, লান্ডাউ এর আদলে গড়া ফিজিসিস্ট, ভিকটর স্ট্রুম, কাজাকস্থানে গেসলো। ওখানকার কনভারসেশন গুলো ব্লাইন্ডার।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.53 (*) Date:14 Aug 2012 -- 06:36 PM

    কাবলে দা রিপাবলিকান, মানে নিউ হ্যাম্পশায়ার।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.108.100 (*) Date:14 Aug 2012 -- 06:55 PM

    হনু,
    ৮) কেসি থাকে যেখানে, সেই জায়্গাটার নাম ক দিয়ে শুরু। হয় কুয়েত নয় কাতার। তবে কাজাখস্তান নয়। তবে আবার ভেবে দেখে মনে হলে কেসি হয়তো ওমান বা মাস্খটেও থাকতে পারে। অথবা আজারবাইজান। কিন্তু ওপ্গুলো ক দিয়ে শুরু নয়।
    ৯) তিমি থাকত জেলিস্টোন নকি ইয়েলোস্টোন পার্কের কাছে।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.108.100 (*) Date:14 Aug 2012 -- 07:11 PM

    হনু,
    বাসস্টপ বললেই যে জায়গা চেনা যায়, সেটাও ঠিক নয়।
    আমি একবার কলেজের এক দাদার বাড়ি যাব, তার বন্ধুদের শুধালুম, যে কোন বাসে উঠব, কোন স্টপে নামব ইত্যাদি। অধিকাংশ বন্ধুই সেসময় গাঁজা অথবা ট্যাবলেট খেয়ে টাল হয়ে ছিল। তারা বলল "যে কোনো বাসে ওঠ। জানলার ধারে বসবি মনে করে। যেই রাজীব গান্ধী নাকি ইন্দিরা গান্ধী, না না রাজীব গান্ধী, ধুর বাল, ইন্দিরা গান্ধীর মূর্তি দেখবি, কন্ডাক্টরকে নামিয়ে দিতে বলবি। ওখনেই ডানদিক বাঁদিক একটু খুঁজলেই বিক্রমের বাড়ি পেয়ে যাবি"।
    কী সব্বোনাশ, বাড়িটা কোন এলাকায় অন্তত সেটুকু বলা যায় কি?
    "সে ঠিক কোথায়, বলা শক্ত, আম্হার্স্ট স্ট্রীটও হতে পারে, বৌবাজারও হতে পারে, ধর্মতলাও হতে পারে। এবার বেরিয়ে পড়, দেরি করিস না"

    আমার এমনি অসীম সাহস, এর পরেও সেদিন বেরিয়ে পড়েছিলাম, বাসে উঠেছিলাম, কন্ডাক্টরকে শুধিয়েছিলাম এই মূর্তিটার পরে আর কোনো রাজীব গান্ধীর মূর্তি নেই তো, এবং তারপরেও বাড়িটা খুঁজে পেয়েছিলাম। রাস্তার নাম ছিল বাঞ্ছারাম অক্রূর লেন।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:27 PM

    শ্রাবনীদি, তুমি কেরালায় থাকো। তবে মাঝে মাঝে দিল্লি যাও।

    name: আন্দাজে ঢিল mail: country:

    IP Address : 138.192.7.51 (*) Date:14 Aug 2012 -- 11:34 PM

    ছুঁড়ে লাগালে হবে না। শ্রাবণীদির কেরালাতে থাকার পিছনে যুক্তি কি?

    name: siki mail: country:

    IP Address : 96.98.43.85 (*) Date:14 Aug 2012 -- 11:37 PM

    যুক্তি আবার কী? শ্রাবণীর কেরালাতে নিজের বাড়ি, দিল্লিতে মামাবাড়ি, চাগ্রি করে আলিগড়ে, শ্বশুরবাড়ি রুড়কীতে।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:40 PM

    ইয়ার্কি মারিশ না, শ্রাবণীদি গম্ভীর পাওয়ার এঞ্জিনিয়ারিং করে , কেরালাতে কোন প্লান্ট হবে, বা মিনিস্ট্রি, সেটা মনে নেই। তবে ছোটো বেলায় রাউরকেল্লা আর কলকাতা মিলিয়ে থাকতো। যেখানে বাংলা পড়ার অসুবিধে ছিল কিন্তু সেই জন্যে হিন্দী সাহিত্য পড়েছে।

    কি ঠিক বলিনি?

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:43 PM

    মিনিস্ট্রি ই হবে তাই বেশি দিল্লী যেতে হয়, এবং শুধু তাই না, সেখানে কুমু দি আর শমিক দের সঙ্গে দেখা হয়, যদিও শমিক এখন সৌদি চলে গেছে। অথবা শারজা। ইরাক নয়। কুয়েত ও না। কুয়েতে এখন কেসি থাকে, আগে কাজাকস্তান এ ছিল, ব্রাজিল এও ছিল, ভুটানেও ছিল। ভুটানে নেতাই ও ছিল। কিন্তু সেখানে নেতাই এর বৌ ছিল না, ও সমুদ্রে র জাহাজে কিছু একটা এক্সপ্লোরেশনে ব্যস্ত থাকতো।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:45 PM

    সাইন্টিস্ট। আমি সব পোস্ট ই পড়ি। যেমন কৃষ্ণকলি এবং পিপি ওরা সবাই জার্মানি তে থাকতো। কিন্তু পরে কোনো একটা সময়ে ওরা সকলেই আমেরিকা চলে গেছে। সেখানে গিয়ে টিমের বাড়ি গেছিল। টিম কাজাকাস্তান যাওয়ার আগে।

    name: aka mail: country:

    IP Address : 178.26.215.13 (*) Date:14 Aug 2012 -- 11:45 PM

    নেতাই ভুটানে জাহাজের এক্সপেরিমেন্ট করত। সুনামি এলে কি করে জাহাজ ভাসিয়ে রাখতে হয়। ভুটান রাজার স্পেশাল প্রোজেক্ট।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:48 PM

    ভুটানে সমুদ্র নেই। ইয়ার্কি মারিশ না। তবে রাজার প্রোজেক্ট হলে সেই নিয়ে তোকে প্রাইভেটলি কিছু বলেছে। আমাদের বলে নি।

    name: aka mail: country:

    IP Address : 178.26.215.13 (*) Date:14 Aug 2012 -- 11:49 PM

    অ্যাজ ইফ নাসায় মঙ্গল গ্রহ আছে? মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা নাসায় হলে সমুদ্র নিয়ে গবেষণা ভুটানে হবে না কেন?

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:50 PM

    তাহলে কি শ্রাবণীদি ভুটানে কোন হাইডেল পাওয়ার প্লান্টে গিয়ে প্রথম জেন্ডার ডিসক্রিমিনেশন দেখেছিল, আর নেতাই রা কেরালাতে ছিল? সমুদ্র র রেফারেন্স টা কেরালাতেই হবে।
    এটাই লাইকলি।

    name: Abhyu mail: country:

    IP Address : 138.192.7.51 (*) Date:14 Aug 2012 -- 11:50 PM

    হানুদা আমাকে নিয়ে দুটি কথা হোক।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:52 PM

    তুমি কোথাও একটা অংক করো। রাশিয়া? না নর্থ ইউরোপে কোথাও একটা। বৈজয়ন্ত সেখানে একবার গেছিল।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:51 PM

    তুই আমায় কনফিউজ করে দিচ্চিশ। ডিডি দা জেনু চেন্নাই তে থাকে, মাঝে মাঝে ব্যাঙ্গালোর যায়, সেখানে বিক্রম যায়। প্রথম ইনফো টা কারেকটা না হলে খুব স্বাভাবিক ভাবেই এত কথার মাঝে সামান্য এদিক ওদিক হয়ে যায়।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:56 PM

    ব্ল্যাংকি তুই জর্জিয়া য় যখন গেলি, তখন আটলান্টায় কি করে গেলি। আজ যেটা বল্লি, একটু ঢপ দিলি কি?

    name: aka mail: country:

    IP Address : 178.26.215.13 (*) Date:14 Aug 2012 -- 11:57 PM

    অভ্যুর ওখানে যেতে হলে যাদবপুর - হরিণাভি বাস ধরতে হবে। তারপর মেট্রো। পাব্লিক ট্রান্সপোর্ট ভালো না বলে শেষ লেগটা ট্যাক্সি হলেই ভালো।

    name: r2h mail: country:

    IP Address : 208.175.62.19 (*) Date:14 Aug 2012 -- 11:57 PM

    আমি আজকাল বাকসংযম এবং কৌতুহল কমানো অভ্যাস করলেও, আর পারা গেল না।

    হনুদা, আমি কোথায় থাকি?

    name: aka mail: country:

    IP Address : 178.26.215.13 (*) Date:14 Aug 2012 -- 11:58 PM

    ব্ল্যাংকি অ্যাটলান্টায় এসেছিল। আমার ছেলে জোর করে টেনে ব্ল্যাংকিকে জর্জিয়ায় নিয়ে এসেছিল।

    name: Blank mail: country:

    IP Address : 180.153.65.102 (*) Date:14 Aug 2012 -- 11:59 PM

    কিছুটা জর্জিয়া তো আটলান্টার চারপাশ জুড়েই আছে।

    name: san mail: country:

    IP Address : 24.96.43.255 (*) Date:14 Aug 2012 -- 11:59 PM

    কিন্তু আমি তো আগে জিগ্গেস করেছিলাম। বোধিদা সেটা এড়িয়ে গেছে সযত্নে।

    ও বোধিদা, আমি কোথায় থাকি?

    হাঃ , বোধিদাও মুর্গি কচ্ছে আর আমরাও মুর্গি হচ্ছি।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:14 Aug 2012 -- 11:59 PM

    স্যান এখানে থাকে। আর আমি কাউকেই মুরগি করি নি। আমাকে ইয়ার্কি না মেরে স্ট্রেট ইনফো যে যে কেস এ এখন ও অতীতে দেওয়া হয়েছে সব ই আমার মনে আছে। যেমন তুই আগে ব্যাঙ্গালোর এ ছিলি, বা মিঠু আগে শিকাগো য় ছিল। আর্যো এখন আটলান্টায় থাকে, কিন্তু ব্ল্যাংকি ঢপ দিয়ে বল্লো যে ও আর্যোর সঙ্গে দেখা করেছে। সেটা কি করে হয়। কারণ ও দু তিন বার আমেরিকা গেছে, শেষ বার জর্জিয়া। তখন আমি ফকনার পড়ছিলাম, সেই নিয়ে কত গল্প হল।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:15 Aug 2012 -- 12:01 AM

    রবাহুত আগে কলকাতায় থাকতি, এখন আমেরিকায় গেছিশ, কিন্তু জায়্গাটা মনে নেই। ওখানে তোর দাদা আগে ছিল।

    name: san mail: country:

    IP Address : 24.96.43.255 (*) Date:15 Aug 2012 -- 12:02 AM

    এখানে মানে? গুরুর পাতায়? আমি গুরুর পাতায় থাকি?

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:15 Aug 2012 -- 12:08 AM

    এখানে মানে কলকাতায় ওফ্ফ। আমি কাউকে জাজ করছি না। সিরিয়াসলি আমি মনে রেখেছি কিনা সকলে টেস্ট করছে, বা সব পোস্ট পড়ি কিনা। দেখা যাচ্ছে যে কিছু মনে আছে আর কিছু মনে নেই। ওভার অল খারাপ না। স্ট্রেট ইনফো দিলে মনে আছে।
    ভুটানের সমুদ্র রিসার্চ টা আর্জো ঢপ দিয়েছে। কিন্তু ওখানে প্রথম দিকে তুমি(কেসি) থাকতে না নেতাই থাকতো(এটাই লাইকলি, কারণ চীজ পাহড়ে হাঁটা এইসব নিয়ে নেতাই কিছু একটা বলেছিল) না শ্রাবণী দি থাকতো সেটা ঠিক খেয়াল পড়ছে না। কিন্তু শ্রাবণীদি প্রথম দিকের চাকরি তে জেন্ডার ডিসক্রিমিনেশন প্রত্যক্ষ করেছিল, এটা জেনু।
    আমি যাদের সঙ্গে ভাটাই খেয়াল রাখি তাঁরা কি বলেন।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:15 Aug 2012 -- 12:10 AM

    যাক কাটা, এইবার প্রসঙ্গান্তর। আমি কলকাতায় থাকি। নিনাদি আমেরিকাতে থাকেন। কোথায় মনে নেই।

    name: pi mail: country:

    IP Address : 82.83.82.13 (*) Date:15 Aug 2012 -- 12:11 AM

    আমি যদিও আজই লিখে দিয়েছি কোথায় থাকি, তাও আর জিগাতে সাহস করলাম না।

    name: h mail: country:

    IP Address : 127.194.242.203 (*) Date:15 Aug 2012 -- 12:12 AM

    ইপসিতা তুই আগে আমেরিকায় থাকতি তবে এক দু দিন হল কলকাতায়।

    name: pi mail: country:

    IP Address : 82.83.82.13 (*) Date:15 Aug 2012 -- 12:13 AM

    এইত্তো, এতক্ষণে একটা ঠিক বলেছে হনুদা।

    name: VB mail: country:

    IP Address : 161.141.84.239 (*) Date:15 Aug 2012 -- 12:01 AM

    হনু আজ হ্যামেলিনের বংশীবাদক। সবাইকে মুর্গী করে সবার চুলদাড়ি ছিঁড়ে নিয়ে চুলদাড়ির মেঘের উপরে বসে বাঁশী বাজাতে বাজাতে চলে যাচ্ছে। ঃ-)
  • Ishan | 214.54.36.245 | ১৫ আগস্ট ২০১২ ০৬:৫২570657
  • এইবার রহস্যটা বোঝা গেল। বোধি আসলে গত আড়াই বছরে টেরই পায়নি, যে আমি কলকাতায় আছি। :)
  • mita | 106.255.105.27 | ১৫ আগস্ট ২০১২ ০৭:২১570682
  • হনুবাবু, too much !!!
    আহা, মাঝে মাঝেই মনটা এর'ম ফুরফুরে করে দিও!

    অভ্যু, টইএর জন্যে থ্যান্কু ঃ)
  • nina | 78.34.167.250 | ১৫ আগস্ট ২০১২ ০৭:৪০570693
  • কিন্তু এই মিতা যে কোথায় থাকে কেউ জানেনা--মিতাও না !
  • i | 147.157.8.253 | ১৫ আগস্ট ২০১২ ০৮:৪২570704
  • আছি তো রোদে জলে
    ঝোলেতে অম্বলে
    জিরাফ গ্রীবা কিবা ষাঁড়ের শিং
    হনোলুলু কি দুবাই
    ঠিকানা একটাই
    কালোয় সাদা ডোরা জেব্রাক্রসিং।

    ইতি কবি আই।
    পুঃ ছন্দের ভুল ধরিবেন না।
  • nina | 78.34.167.250 | ১৫ আগস্ট ২০১২ ০৮:৪৭570715
  • ছোটাই মচৎকার ঃ-)
  • পেপে | 84.194.36.85 | ১৫ আগস্ট ২০১২ ১১:৫৮570726
  • বেচারা কটা লোক মরে গেল আর তাই নিয়ে খিল্লি, মানছি না মানব না, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে
  • lcm | 34.4.162.218 | ১৫ আগস্ট ২০১২ ১২:৪৪570737
  • আমি থাকি পাতায় পাতায়,
    হ থাকে ডালে ডালে,
    যখন আমি হাঁটি হাটে
    হ তখন জমিয়ে ভাটে,
    কি যে হল কালে কালে,
    কেউ ডালে, কেউ বা চালে।
    (দীর্ঘদিন বাদে হ এবং জনগণের পুষ্টিকর ভাট পড়িয়া খুবই পুলকিত হইলাম, তাহারই ফলস্বরূপ এই নাতিদীর্ঘ কবিতা)
  • Padfoot | 24.99.222.20 | ১৫ আগস্ট ২০১২ ১৩:১৩570748
  • আমি কিন্তু কলকাতায় থাকি না। কাল বোলার্স ডেনে আমার ক্লোন ছিলো বোধির সঙ্গে।
  • Ishan | 202.43.65.245 | ১৫ আগস্ট ২০১২ ১৬:২৫570547
  • অ্যাঁ? প্রলেতারিয়েতরা চুপি চুপি বোলার্স ডেন যায়? কেউ দেখে ফেলেনি তো?:)
  • Abhyu | 107.81.106.161 | ১৫ আগস্ট ২০১২ ২২:১৭570558
  • হানুদাকে একটা কোশ্নো ছিল - দ্রি কোথায় থাকেন?
  • P | 89.97.24.62 | ১৬ আগস্ট ২০১২ ০২:৫৪570569
  • অভ্যুরে , FC FC !
    সারাদিন আপিস ঠেঙ্গিয়ে , সারা সন্ধ্যে বাচ্চা ঠেঙ্গিয়ে আর হাপ রাত কংকল ঠেঙ্গিয়ে ঠিক এমনি ই কিছুর একটার দরকার ছিল।

    হনু , বস , অভিবাদন মাইরি !
  • pipi | 139.74.191.152 | ১৬ আগস্ট ২০১২ ০৩:১২570580
  • ভয়ের চোটে হানুদাকে জিজ্ঞাসা করতেই পারি নি যে আমি কোথায় থাকিঃ-)
  • Abhyu | 138.192.7.51 | ১৬ আগস্ট ২০১২ ০৩:১৮570591
  • কেন? 11:45 PMএর পোস্ট
  • aranya | 154.160.226.53 | ১৬ আগস্ট ২০১২ ০৩:১৯570602
  • তোমাকে অভিবাদন, প্রিয়তম হনু। ফাটিয়ে দিয়েছো।
    অভ্যুকে পিঠ চাপড়ানি - এইগু মণিমুক্তাগুলো টই-তে তোলার জন্য।
    বড় আনন্দের এ ভাট।
  • aranya | 154.160.226.53 | ১৬ আগস্ট ২০১২ ০৩:২০570613
  • * এই মণিমুক্তাগুলো
  • Padfoot | 131.241.218.132 | ১৬ আগস্ট ২০১২ ০৯:৪১570624
  • দাঃ অ্যাঃ বিঃ নঃ ... ইঃ

    বোধিকে দিয়ে আমাদের বাড়ির একটা ম্যাপ বানাবো, কাউকে ডিরেকশন দিতে হলে সেইটা দেবো।
  • Du | 127.194.192.161 | ১৬ আগস্ট ২০১২ ১০:৪৬570635
  • kabitaar daay nei hiseb debaar :)))))
    ophh , maarahabaa, maarahaabaa
  • Abhyu | 107.80.157.231 | ১৬ আগস্ট ২০১২ ২০:০১570646
  • name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:16 Aug 2012 -- 07:44 PM

    কি কি , তুমি মনে হয় ব্যাঙ্গালোর এ থাকো। আমি আজকাল সেফ খেলছি, যারটাই মনে পড়ছে না, তাকেই হয় ব্যাঙ্গালোর নয় আমেরিকা নয় ইউরোপ, এইরকম লাম্পসাম কইরা বলতাছি।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:16 Aug 2012 -- 07:46 PM

    যেমন দ্রি মনে হয় আমেরিকা। অথবা ইউরোপ।

    name: দ mail: country:

    IP Address : 24.99.32.69 (*) Date:16 Aug 2012 -- 07:51 PM

    ভাল কথা বল দেখি রঞ্জনদা কোথায় থাকেন?

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:16 Aug 2012 -- 07:54 PM

    রঞ্জনদা ছত্তিষ্গড়ে কোথাও, যেইখানে প্রোমোটার রা হেবি খচ্চর, বৌদি কে থ্রেট ফেট করে? কিন্তু একটাই কনফিউশান, প্রতি বছর বইমেলার সময় মাল খেতে কাবলে দার বাড়ি আমেরিকা যায় কি করে, মানে সেটা কি বৌদি কে নিয়ে যায়। এতো আর পাশের পাড়া না।
    তবে এখন বোধ হয় সল্ট লেকে চলে এসেছে, বাড়ি খুঁজছিল।
  • Abhyu | 107.80.157.231 | ১৬ আগস্ট ২০১২ ২০:০৫570658
  • কিন্তু একটাই কনফিউশান ... :)))))))
  • Abhyu | 107.80.157.231 | ১৬ আগস্ট ২০১২ ২০:১৫570669
  • আসলে রঞ্জনদাকে প্রায়ই বোস্টনে আসতে হয় (এন জি ও-র কাজে) তাই ওনার একটা মান্থলি কাটা আছে।
  • Lama | 127.194.241.20 | ১৬ আগস্ট ২০১২ ২০:৩৫570674
  • আমি কোথায় থাকি সে বিষয়ে বোধিদার মতামত জানতে আগ্রহী
  • ব্যাং | 132.167.218.178 | ১৬ আগস্ট ২০১২ ২০:৪৫570675
  • আমিও আমি কোথায় থাকি, জানতে চাই।
  • অভ্যুর অ্যাসিস্টান্ট | 132.167.218.178 | ১৬ আগস্ট ২০১২ ২০:৫১570676
  • name: নেতাই mail: country:

    IP Address : 131.241.98.225 (*) Date:16 Aug 2012 -- 08:31 PM

    আমাকে দু একদিন ভাটপাতায় হাজিরা দিতে না দেখলে বিচলিত হবেন না প্লিজ। অনুরোধ করছি।
    অফিসের দরকারে আমাকে রায়গড় যেতে হচ্ছে।

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:16 Aug 2012 -- 08:36 PM

    আগামী দুদিন নেতাই কেরালা থেকে রঞ্জনদার বাড়ি মাল খেতে যাবে। যদি রঞ্জনদা সেখানে থাকে। কিন্তু গাঁজা কে এনে দেবে। কাবলে দা তো আমেরিকা।

    name: aka mail: country:

    IP Address : 178.26.215.13 (*) Date:16 Aug 2012 -- 08:37 PM

    আঃ গাঁজা সাপ্লাই দেবে একক। কিন্তু সে তো থাকে পাহাড়ে। সমস্যা কি এক?

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:16 Aug 2012 -- 08:38 PM

    রাইট। এইবার আমাকে কনফিউজ করার জন্য একক এসে হয় বলবে সে গাঁজা জীবনে ছুঁয়ে দেখে নি। অথবা বলবে পাহাড়ে জীবনে থাকে নি।
  • aranya | 154.160.226.53 | ১৬ আগস্ট ২০১২ ২০:৫২570677
  • আমি যদি আরেকবার হানুকে বলি 'তোমাকে অভিবাদন, প্রিয়তম' , জনতা কি সিগনাল পাঠাচ্চি ভাববে ?
    কনসিস্টেন্টলি এমন কোয়ালিটি প্রোডাকশন - ডেফিনিটলি নেকস্ট কাগুজে গুরু-তে যাওয়া উচিত।
  • ব্যাং | 132.167.218.178 | ১৬ আগস্ট ২০১২ ২০:৫৩570678
  • name: ব্যাং mail: country:

    IP Address : 132.167.218.178 (*) Date:16 Aug 2012 -- 08:42 PM

    হনু,
    আমি?

    name: h mail: country:

    IP Address : 213.99.212.54 (*) Date:16 Aug 2012 -- 08:48 PM

    বম্বে। তোমার তো ট্রেড ইউনিয়নে ইন্টারেস্ট, তাছাড়া দু দের ওখান থেকে (আসাম) আসা একটা বাচ্চাকে সেদিন এন জি ও র হাতে দিয়ে এলে। খুব সাহসের কাজ করেছো। মঙ্গল হোক।
  • ব্যাং | 132.167.218.178 | ১৬ আগস্ট ২০১২ ২১:০৪570679
  • হনু, আমার কবে থেকে ট্রেড ইউনিয়নে ইন্টারেস্ট হল?
  • VB | 161.141.84.239 | ১৬ আগস্ট ২০১২ ২৩:১৩570680
  • হনু, ওহে হনু, আমি, মানে ভবী কোথায় থাকি?
  • hu | 22.34.246.72 | ১৬ আগস্ট ২০১২ ২৩:১৮570681
  • এই যে হনুদাকে সবাই ছেঁকে ধরেছে এটা আমি সিম্প্যাথাইজ করছি। একটা লোক, তার ওপর কনফিউজড, কতদিক সামলাবে?
  • aranya | 154.160.226.53 | ১৬ আগস্ট ২০১২ ২৩:২৩570683
  • হনুর গোটাকয় সেক্রেটারি দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন