এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কোথায় থাকি? হানু উবাচ

    Abhyu
    অন্যান্য | ১৫ আগস্ট ২০১২ | ৮৭০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 116.209.85.17 | ২২ আগস্ট ২০১২ ১৪:৫৫570750
  • হানু দার সুবিধের জন্যে
    -------------------------------------

    দিল্লী
    ------
    জয়ন্তী দি( কুমু দি)
    রাজদীপ
    কবি নেতাই
    শমীক
    শ্রাবনী দি
    কবি সুমন (ফরিদা)

    মুম্বাই
    --------------
    দে

    ব্যাঙ্গালোর
    --------------------
    অপ্পন
    সায়ন
    অয়ন
    ব্যাঙ
    কল্লোল দা

    আমেরিকা-
    ---------------
    ইশেন ও মিঠু
    নিশি
    অভ্যু
    আকা ও রিমি
    শিবু দা
    এল সিএম দা
    কেকে
    হুচে
    নিশান
    পিপি

    কলকাতা
    -----------------
    আর লিখলুম না

    কাতার
    ------------
    কেসি
  • ডিডি | 120.234.159.216 | ২২ আগস্ট ২০১২ ১৫:০৬570751
  • কিন্তু দৃ কোতায় থাকে, কোন মগডালে, সে কেউ জানে না।

    এ ছাড়া আছে অনন্ত পরিব্রাজকেরা তারা নিয়তই পরিবর্ত্তনশীল, এই ইস্তাংবুলে তো ফের লাটাভিয়ায়। ফেস্বুক দেখেই জানা আয় তারা কোথায়।

    বস্তা ভর্তি একদা এনারাই অধুনা দেশবাসী এখুনি বিদেশগামী এইরকম অস্থির চরিতের লোকেরা - তারাও আছেন। তারা কখন কোথায় আছেন/থাকবেন কেউ জানে না। উঠলো বাই তো স্বদেশ যাই, ফের আবার ফেরার টান।

    আরো পাবেন ধামা ধামা কম্পিউটারোলা যাদের একটা স্থায়ী ঠিকানা থাকলেও তারা উড়ে উড়ে বেড়ান হাটফোট বা মিনিয়াপুলুশে বা অন্য কোথাও। তারা এক যাযাবর।

    আপাততঃ কোন্নোগরে কেউ থাকেন না।
  • | 116.209.85.17 | ২২ আগস্ট ২০১২ ১৫:১৪570752
  • চেন্নাই
    ------------
    ডিডি দা
    পিনাকী

    আয়ার্ল্যান্ড
    --------------------
    ভিকি দা
    পারমিতা( সোনামুখী)
  • kumu | 132.160.159.184 | ২২ আগস্ট ২০১২ ১৫:১৭570753
  • হায় কোন্নগর!!
    একদিন যেথা ছিল কুমু-গেহ----------------------
  • san | 24.96.36.220 | ২২ আগস্ট ২০১২ ১৫:২৩570754
  • কুমুদি থাকেন দিল্লি শহরে কিন্তু আসলে থাকতে চান ফরিদাবাদ। সবাই জানে।
  • নেতাই | 131.241.98.225 | ২২ আগস্ট ২০১২ ১৫:২৬570755
  • কুমুদি মাঝে মাঝে কলকাতা যান। কেবলই বৃষ্টি নিয়ে আসবেন বলে।
    আমিও মাঝে মাঝে কলকাতা যাই। পাঁচফোড়ন আনতে ভুলে যাবো বলে।
  • san | 24.96.36.220 | ২২ আগস্ট ২০১২ ১৫:৩৫570756
  • লুরুর লিস্টি তো অসমাপ্ত। ভুতো, কল্লোলদা, সুহাসিনী, একক, ঐশিক, দীপু ইত্যাদি।

    লিস্টি কি না করলেই নয় ? ঃ-(
  • | 132.248.183.11 | ২২ আগস্ট ২০১২ ১৫:৪৮570757
  • ঠিক স্যান। আমার বড় বাজে স্বভাব ঃ((
  • . | 69.160.210.2 | ২২ আগস্ট ২০১২ ১৬:৫৭570758
  • ক্রিয়েটিভিটির অভাব হইল ডকুমেন্টেশনের শুরু
  • Abhyu | 107.81.103.36 | ২২ আগস্ট ২০১২ ১৭:২১570548
  • ব লিস্টি করেই যাবে। প্যাঁক দিয়ে, বা অন্য কোনো ভাবেই থামানো যাবে না। এটাও কি এতোদিনে বোঝা যায় নি?
  • | 233.176.163.186 | ২২ আগস্ট ২০১২ ১৮:৫২570549
  • ঃ(((। এই লিস্টি টা কি নির্দোষ নয়? নাহলে কে?
  • .. | 69.160.210.2 | ২২ আগস্ট ২০১২ ২০:০২570550
  • নিক এর সঙ্গে করেসপন্ডিং নাম পদবীর লিস্টিটা এখনো বাকি আছে।
  • প্পন | 122.133.206.23 | ২৩ আগস্ট ২০১২ ০০:৩৮570551
  • উফ্ফ্ফ্ফ, এই টইটা এতদিনে পড়ে উঠলাম।

    বল্লে হবে, বাবা হনুর উদ্দেশ্যে সেতো কবেই নিবেদন করে রেখেছি -

    "শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
    মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো"।
  • siki | 96.98.43.85 | ২৩ আগস্ট ২০১২ ০২:৪৪570552
  • আবার অশ্লীল প্রলোভন ...
  • Tim | 188.91.253.11 | ২৩ আগস্ট ২০১২ ০৮:১৫570553
  • প্পন প্রাণের সাথে হনুদাকে জড়িয়ে কি একটা অশলীলো ইঙ্গিত করলো। তবে হনুদা তো পান-জাবী পরে, ক্ষি জানি!
  • | 127.194.98.120 | ২৩ আগস্ট ২০১২ ০৮:৪৩570554
  • অপ্পন ১২ঃ৩৮ জাস্ট যাতা!!ঃ))
  • অভ্যুর অ্যাসিস্টেন্ট | 132.178.205.112 | ২৩ আগস্ট ২০১২ ১০:৪৪570555
  • name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.23 (*) Date:23 Aug 2012 -- 12:50 AM

    এতক্ষণে টের পেলাম মহামতি বোধি আমার অনুপস্থিতিতে রাষ্ট্র করেছেন আমি নাকি আমেরিকা গেছি। তাই এত জনে জনে জিজ্ঞাসা, আমি কবে ফিরলাম, এখন কোথায় আছি ইত্যাদি!

    নাঃ, নেক্ষটটাইম দেখা হলেই হনুর গালদুটো টিপে দিতে হবে।

    name: a x mail: country:

    IP Address : 138.249.1.194 (*) Date:23 Aug 2012 -- 12:58 AM

    অর্পণ এসে থেকে টই এবং ভাটে হনুকে নানা প্রকার শারীরিক প্রলোভন দেখিয়ে যাচ্ছে।

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.23 (*) Date:23 Aug 2012 -- 01:05 AM

    আম্রিকায় থাগতে থাগতে এদের মন জটিল হয়ে গেচে। ঃ(

    হনুকে প্রথমবার দেখে সিফোঁ লিখেছিল মনে হয় বাচ্চা মেয়ে ভিড় রাস্তা পার হতে না পেরে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। একদম তাই।

    name: aka mail: country:

    IP Address : 178.26.215.13 (*) Date:23 Aug 2012 -- 01:22 AM

    বোঝো!!! প্রচণ্ড হীঃনীঃ

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.205.112 (*) Date:23 Aug 2012 -- 07:54 AM

    ওঃ, প্পন কোলকাতায়! তাই বল।
    সেদিনই কুমুদি আমাকে শুধাল, প্পন আম্রিগায় কিনা। এদিকে তার কয়েকদিন আগে পিনাকী বলল যে পিনাকী নাকি রাত্তিরে প্পনকে ফোন না করে ঘুমাতে পারে না।
    আর কুমুদির থেকে প্পন আম্রিগায় জানার পর থেকে আমি ভেবে চলেছি পিনাকীটা কী লেভেলের বড়লোক হয়ে গেছে!! চেন্নাই থেকে রোজ রাত্তিরে আম্রিগায় প্পনকে ফোন করে তবে ঘুমোয়!!!

    name: aka mail: country:

    IP Address : 85.76.118.96 (*) Date:23 Aug 2012 -- 08:01 AM

    এর থেকে যে কি ইন্টারপ্রিট করব কে জানে।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.205.112 (*) Date:23 Aug 2012 -- 08:01 AM

    তো কনক্লুশন হল এই যে
    ১) পিনাকী কতটা বড়লোক হয়েছে সেটা আবার ধোঁয়াশা হয়ে গেল।
    ২) পিনাকীর প্পনকে ঠিক কতটা পছন্দ সেই বিষয়ে একটু সন্দেহ দেখা দিল। মানে প্পন সত্যিই আম্রিগায় থাকলেও পিনাকী রোজ ওকে ফোন করত কিনা সে বিষয়টায় এখন সন্দেহ হয়ে গেল। চেন্নাই থেকে কোলকাতায় রোজ ফোন করাটা এমন কিছু ব্যাপার নয়। চেন্নাই থেকে আম্রিগা হলে পছন্দের ডিগ্রীটা বোঝা যেত।
    ৩) পিনাকীর প্পনকে কেন এত পছন্দ, সেটাও জানতে বাকি রয়ে গেল। অবিশ্যি তার সাথে প্পনের শারীরিক অবস্থানের কোনো সম্পর্ক নেই।

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 08:41 AM

    ইকিরে প্পনের সঙ্গে কালই দেখা হল, এখন বলে কলকাতায়?

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.205.112 (*) Date:23 Aug 2012 -- 08:43 AM

    অ্যাঁ, ঈশান, সত্যিইইই? প্পন তোমার সাথে ওখানে কাল দেখা করেছে? পিনাকীও তাহলে আম্রিগাতেই ফোন করে?

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 08:44 AM

    পিনাকীর তো সুইডিশ ভিওআইপি আছে। পহা লাগেনা। ফোন রিসিভ করে মনে হয় সুইডেন থেকে করছে। আসলে লোকেশন যে কি সে ঈশ্বরই জানেন।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.205.112 (*) Date:23 Aug 2012 -- 08:45 AM

    প্পনের অবস্থান নিয়ে এমন ঘোঁট পাকিয়ে যাচ্ছে। হনুশরণ ছাড়া উপায় নেই।
    হনু উ উ উ উ উ উ উ উ উ

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.23 (*) Date:23 Aug 2012 -- 08:46 AM

    সে তো আমারো আম্রিকা ফোং করতে পহা লাগে না। কিন্তু চেন্নাই করতে লাগে।

    তা দিয়ে কী প্রমাণ হল?

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.205.112 (*) Date:23 Aug 2012 -- 08:48 AM

    এটাই প্রমাণ হল যে
    ১) তোর চেন্নাই ফোন করতে পয়সা লাগে বলে, তুই চেন্নাই ফোন করিস না।
    ২) পিনাকীর করতে পয়সা লাগে না বলে পিনাকী তোকে ফোন করে।

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 08:48 AM

    তবে প্পন একসময় বেঙ্গালুরুতে থাকত শার। একবার বেঙ্গালুরুতে ভজহরি মান্নায় দেখা হয়েছিল। আমাকে মান্যতায় ছেড়েও দিয়ে গেল।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.205.112 (*) Date:23 Aug 2012 -- 08:49 AM

    মান্না থেকে মান্যতায় ছেড়ে গেলটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু কতক্ষণে ছেড়ে গেল, সেইটা প্রশ্ন।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.205.112 (*) Date:23 Aug 2012 -- 08:51 AM

    কিন্তু ঈশান, যেটা ক্লিয়ার করে বললে না, সেটা হল পিনাকী এখন কোথায়? ও কি সুইডেনে?

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 08:51 AM

    ব্যাং এর কোশ্নের উত্তর দিতে গেলে আমাকে বেঙ্গালুরু সম্পর্কে দুচাট্টি কথা যা আমি জানি বলে টই খুলতে হয়। অ্যাত্তো লেখার আছে।
    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 08:53 AM

    আগের টা অপ্পনের ছেড়ে দেওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তর ছিল।

    পিনাকীর কথা আমি জানি। ওকে আমি কলকাতায় দেখেছি। ভুল হতেই পারেনা। কারণ সঙ্গে বৌ আর মেয়ে ছিল। আমার পিনাকীকে চিনতে ভুল হতে পারে, কিন্তু ওর বৌয়ের হবার চান্স খুব ক, এটা জোর দিয়ে বলা যায়।

    name: ব্যাং mail: country:

    IP Address : 132.178.205.112 (*) Date:23 Aug 2012 -- 08:55 AM

    ঈশান, ওর বৌয়ের কী হওয়ার চান্স খুব কম? তোমাকে চিনতে পারার? তুমি তো তোর আগের লাইনে এটাই লেখনি যে সঙ্গে কার বৌ ছিল। শুধু বৌ ছিল বললে কেমন করে বুঝব?

    name: ব mail: country:

    IP Address : 127.194.98.120 (*) Date:23 Aug 2012 -- 08:56 AM

    কার বৌ ছিল পিনাকীর সঙ্গে?

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 09:00 AM

    বলেই ফেলি। ছোটো করে। বেঙ্গালুরুতে তিনটে জিনিস খুব ইউনিক।

    এক। আবহাওয়া। আমি যাবার আগে গেস্ট হাউসে এসি আছে কিনা পঞ্চাশবার খোঁজ নিয়েছিলাম। কিন্তু আলটিমেটলি কাজেই লাগলনা। সে এক অদ্ভুত জায়গা। গরমকালে ছায়ায় দাঁড়িয়ে আপনি রোদ দেখতে পারেন, কেউ কিচ্ছু বলবেনা। ঘামের তো প্রশ্নই নেই।

    দুই। ফুড হ্যাবিট। বললে বিশ্বাস করবেন না, বেঙ্গালুরুর বাঙালীরা বিকেল তিনটের আগে লাঞ্চ করেনা। দীপ্তেন্দা আমাকে বারবার বলেছিলেন, যে, বারোটার সময় দুমুঠো খেয়ে তারপর লাঞ্চে যেতে। আমি তো বিশ্বাসই করিনি। এমন আবার হয় নাকি? তারপর ভজহরি মান্নায় গিয়ে দেখি, দোকানি বলে, একটু অপেক্ষা করুন। কতক্ষণ? না তাড়ার কি আছে, তিনটের মধ্যে হয়েই যাবে। সে নাহয় তিনটের জায়গায় সাড়ে তিনটেই হল, খেয়ে না হয় পাঁচটাতেই উঠলাম, কিন্তু অন্য জায়গার লোকেরা বল্লে বিশ্বাস করবেন না, বেরিয়ে দেখি, তখনও ভজহরির সামনে লম্বা লাইন। অবিশ্বাসীরা বলতে পারেন, ওটা ডিনারের লাইন, কিন্তু আবিবিশ্বাস করবনা। ব্যস।

    name: a x mail: country:

    IP Address : 138.249.1.194 (*) Date:23 Aug 2012 -- 09:00 AM

    ইশ্শ অর্পণের সাথে কালই দেখা হল? পরশু হলে আমি তো মিউনিখের পাশ দিয়েই গাড়ি চালিয়ে ফ্রিডবার্গ গেলাম, বললেই চলে যেতাম - মাত্র দুঘন্টার রাস্তা তো!

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 09:02 AM

    আশ্চর্য, আপনারা বলছেন, পিনাকী অন্যের বৌ আর মেয়ে নিয়ে এসেছিল? এইটা ভেবে দেখিনি। তাহলে অবশ্য তারা পিনাকীকে নাও চিনতে পারে। আগে যে কনফিডেন্স নিয়ে বলেছিলাম, সেটা আর রইলনা। আই টেক ইট ব্যাক।

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 09:09 AM

    হ্যাঁ, যা বলছিলাম। বেঙ্গালুরুর তিন নম্বর আশ্চর্য ব্যাপার হল, ড্রাইভারি। সপ্তম আশ্চর্যও বলতে পারেন।

    আমাদের গেস্ট হাউস থেকে আমাকে আপিসে ছাড়ত যে গাড়ি, তাতে সর্বদা সামনের সিটে দুজন উঠত। একজন নেপালী অন্যজন কন্নড়। আমি ড্রাইভারের পাশে বসতেই পছন্দ করি, কিন্তু সামনে দুজন থাকায় ওঠা হতনা। একদিন নেপালীকে (সেই গাড়ি চালাতো) জিজ্ঞেস করলাম তোমরা দুজনে ওঠো কেন?
    -ও তো ড্রাইভার হ্যায় শাব।

    - তো তুম কিঁউ?

    - মুঝে হিন্দি আতা হ্যায়। গাড়ি ভি আচ্ছা চালাতা হুঁ শাব।

    -- উসকো হিন্দি নেহি আতা?

    -- নেহি শাব। গাড়ি ভি উয়ো আচ্চা নেহি চালাতা হ্যায় শাব।

    -- তো গাড়ি মে ও কিঁউ?

    - উশকে পাশ লাইসেন্স হ্যায় সাব।

    ভাবুন। এ বস্তু আমি আর কোথাও দেখিনি। যে গাড়ি চালাতে জানে তার লাইসেন্স নেই। আর যে জানেনা, তার লাইসেন্স। মানে, সামনের সিটে একটা লাইসেন্স থাকলেই হল।

    name: প্পন mail: country:

    IP Address : 122.133.206.23 (*) Date:23 Aug 2012 -- 09:10 AM

    তিন্নংটা আমিই কয়ে দেই।

    মান্যতা টেক পার্কে ঢুকে তার বিশালত্ব সম্পর্কে আন্দাজ দিতে গিয়ে ঈশান বলল সিঙ্গুরের ন্যানো প্রকল্পটার সাইজ এমনটাই ছিল।

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 09:14 AM

    সেই নেপালীকে আমার ভারি পছন্দ হয়েছিল। সে আমাকে প্রবল রাজনৈতিক ভান্ডা দিত। ভারতের এবং নেপালের রাজনীতি নিয়ে। ভারতের টা ঠিকই বলত, নেপালের টা বোঝার মতো ফান্ডা আমার ছিলনা। আমি বললাম নেপাল থেকে যখন, তার উপরে এতো খবর রাখো, তুমি ব্যাটা নির্ঘাত মাওবাদী। সে বলল মোটেও না। কেন? না, আমি তো শহর থেকে এসেছি।

    ঢপ দিল কিনা কে জানে।

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 09:30 AM

    র আর ড় এই দুয়ের আলাদা উচ্চারণ হিব্রুতে হয়না। তার মানে ইজরায়েল। তাছাড়া ওদিকে ফ্রি ওয়েও আছে, পশ্চিমী পয়সা, প্লাস হাঁটলে কানে বালি ঢুকে গিয়ে ব্যথাও হতে পারে। অবশ্য ইজরায়েলে মরুভূমি আছে কিনা শিওর না, কিন্তু আরবদের সঙ্গে ইজরায়েলের একটা খারাখারিও আছে। যুদ্ধও হয়েছিল। মানে ডেজার্ট কাছাকাছিই। ফলে বালি না থাকার কিছু নেই।

    হিব্রুতে অবার পাস্ট টেন্স বলে কিছু নেই, সসুর বলেছেন, কিন্তু সেটা এই টপিকে রেলিভ্যান্ট না।

    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:23 Aug 2012 -- 09:37 AM

    এই ডেড সি বস্তুটার বহুত নাম শুনেছি। কিন্তু মালটা কোথায়, কে জানে। সারামাগোর লেখায় আছে, হ্যাঁ, সারামাগোই তো, যে, ওখানে লোকে ডোবেনা, ভেসে থাকে। কেন থাকেনা? নুন। রাইট। তারমানে সল্ট লেক। সল্ট লেক সিটি বলে একটা জায়গায় আমেরিকায় আছে। অর্পন তাহলে আমেরিকাতেই।

    name: j mail: country:

    IP Address : 230.227.106.153 (*) Date:23 Aug 2012 -- 09:38 AM

    প্পন কি গুরগাঁওতে না জয়পুরে?

    শেখসিকি এখন বলছে হার্লে নিয় ২০১৪ য় ইয়েতে যাবে , বুলেটে নয় ।।।। শুনেছো তো ;-)

    name: জগদীশ শেট্টার mail: country:

    IP Address : 132.178.205.112 (*) Date:23 Aug 2012 -- 09:44 AM

    হার্লের দোকান তো ব্যাঙ্গালোরের ল্যাভেল রোডে। তার মানে সিকি ব্যাঙ্গালোরে। বলেছি না, এই শহরেই সব্বাইকেই আসতেই হবেই।
  • ব্যাং | 132.178.205.112 | ২৩ আগস্ট ২০১২ ১০:৪৬570556
  • হনু,
    উপরের পোস্টটার থেকে বার কর
    ১) প্পন,
    ২) পিনাকী
    ৩) অক্ষ
    ৪) ঈশান
    ৫) সিকি
    এরা কে কোথায় আছে এখন?
  • pinaki | 148.227.189.8 | ২৩ আগস্ট ২০১২ ১০:৫৪570557
  • তাহলে কি খাড়াইল? আমি অন্যের বউ মেয়ে নিয়ে কলকাতায় থাকি আর রাতে প্পনকে আম্রিকায় ফোন করে ঘুনু করতে যাই?

    নাঃ, এবার নিজের সম্বন্ধে একটা কিলিয়ার পিকচার পাওয়া গেল - বলতেই হচ্ছে।
  • নেতাই | 131.241.98.225 | ২৩ আগস্ট ২০১২ ১০:৫৯570559
  • এদিকে আমি যে বলেছিলাম অফিসের কাজে যাচ্ছি, সেটা হানুদা অনুবাদ করলো মাল খেতে যাচ্ছি। এটাকে হানুদার স্পষ্টবাদিতা বলবো না দুরদর্শিতা বলবো বুঝতে পারছিনা।
  • h | 213.99.212.54 | ২৩ আগস্ট ২০১২ ১১:২৮570560
  • ক - আমি বাচ্চা মেয়ে নই, জাস্ট ইন কেস। আমি বয়স্ক মোষ।
    খ - সিঁফো বা অর্পণের বাড়িতে আমি যে নিশ্চিন্তে আড্ডা মারতে যেতাম আর যাবো না, কখন আমার এই সোমোত্থ শরীরে কি করে বসে।
    গ - ইশান পিনাকির বৌ কে চেনে কিন্তু পিনাকি কে চেনে না, পিনাকি র বৌ পিনাকি কে চেনে কিন্তু অর্পণ বা ইশান কাউকেই চেনে কিনা জানা যায় না। তাছাড়া কোন ভজহরি মান্না ব্যাঙ্গালোরে নেই, তাই ইশানদের দেখা ওখানে হয়েছিল বলে প্রত্যয় হয় না।
    ঘ - অক্ষ ইচ্ছে করে ঐরকম করে বলছে। জার্মানীতে যখন অনেক দিন আগে বেড়াতে গিয়েছিল হয়তো জোরে গাড়িয়ে চালিয়েছিল, কিন্তু তাই থেকে কাল ই গিয়েছিল বলে মনে হয় না। একটা এক সপতাহের মধ্যে জার্মানী যেতে পারে? আমার বৌ জার্মানী গেলে অন্তত তিন হফ্তা টাইম নেয়। জোরে-গাড়ি তো ওড়ে না। হতে পারে আগে জার্মানী তে পড়তো বা চাকরি করতো বা আগে বা এখন জার্মানীর কোন বন্ধু আছে তার গল্পটা মেরে দিল। রাইট এইটা হতে পারে।
    ঙ- এটা সিরিয়াস। নেপালের লোকের রাজনীতির নলেজ প্রচুর। এটা ঘটনা, আমার এক দুজন বন্ধু, আর পুনে তে থাকার সময়ে জে নেপালের কর্মচারী , ঝনকবাবু, আসল নাম কিনা জানিনা, আমার আড্ডার সঙ্গী হন, উনি রাজনীতি সম্পর্কে স্টানিং খবর রাখতেন এবং দীর্ঘ তিনমাস প্রায় রোজ সন্ধে বেলা আমাকে ওনার স্মৃতি শক্তি দিয়ে চমকে দিতেন। মালয়েশিয়া, কোরিয়া, সেন্ট্রাল এশিয়া র খবর সহ, উনি ওখানে চাকরি করেছেন। উনি ম্যাঞ্গালোরে কফির প্লান্টেশন সাপ ধরার জন্য পুরষ্কার পেয়েছেন বনদপ্তর থেকে তাও বলেছিলেন।
  • j | 230.227.106.153 | ২৩ আগস্ট ২০১২ ১১:৩৪570561
  • নাঃ এটাই মীরাক্কেল থুড়ি হানুক্কেল

    জ্জিও ঃ-))))))))))))
  • ব্যাং | 132.178.205.112 | ২৩ আগস্ট ২০১২ ১১:৩৬570563
  • টুউউউগুড! বিশেষ করে খ) আর ঙ)টা ঃ-)))))
  • | 132.248.183.1 | ২৩ আগস্ট ২০১২ ১১:৩৬570562
  • টোটাল টোটাল!! ঃ))
  • h | 213.99.212.53 | ২৩ আগস্ট ২০১২ ১২:২৫570564
  • চ - পিনাকি প্পন ভেবে সম্পূর্ণ অন্য কাউকে ফোন করে। এটা সম্ভব, কারণ আমার শ্বাশুড়ী মা, দুধ-কাকু সত্যজিতকাকু কে ফোন করতে চাইলেই নতুন ভাবে বেরোনো বঙ্গ দর্শনের সম্পাদক সত্যজিত চৌধুরী কে ফোন করেন। সত্যজিত বাবু শুধু এই জন্যেই একদিন এসে তাঁর প্রয়াত বন্ধুর স্ত্রী সম্পর্কে দেখা করে যাবেন বলেছেন, তবে একই সময়ে দুধকাকু আসবেন কিনা কনফার্মড না। অতএব কে খারাপ দুধের জন্য বা প্রাচীন ছানার জন্য বা এই পত্রিকায় বঙ্কিমচন্দ্র কে দিয়ে আর না লেখানোর জন্য বকুনি খাবেন সেটা নিয়ে একটা চিন্তা থেকে যায়।
  • h | 213.99.212.53 | ২৩ আগস্ট ২০১২ ১২:৩১570565
  • এবং দুধ কাকুর বয়স সবে মাত্র ১৮ হওয়া সত্ত্বেও তাঁকে কন্ষ্ঠটির মত করে শ্রদ্ধা ভরে কাকু বলে ডেকে থাকেন ও ছাতা ওঠা ছানার জন্য বকাবকি করে থাকেন। সেই ছানাতেই তৈরি কালাকাঁদ তাঁকেও খেয়ে যেতে হয়, কারণ তিনি ভুলে যান, যে বাড়িতে খারাপ ছানা দিয়ে যান, সেই বাড়িতেই জল চাইতে নেই। এই ধরণের সংযোগহীন সম্পর্ক(ডিসকানেকটেড অ্যাসোসিয়েশন) কে মনে রাখার জন্যই অরিজিত তথ্যভান্ডার(ডেটাবেস) বানায়।
  • h | 213.99.212.53 | ২৩ আগস্ট ২০১২ ১২:৩২570566
  • *কনিষ্ঠ
  • h | 213.99.212.53 | ২৩ আগস্ট ২০১২ ১২:৩৩570567
  • **সম্পর্কে নয় সঙ্গে
  • de | 190.149.51.68 | ২৩ আগস্ট ২০১২ ১৩:০০570568
  • দুধ-কাকু ডাকটা দারুণ তো! ঃ))
  • san | 24.96.74.234 | ২৩ আগস্ট ২০১২ ১৩:০৮570570
  • আঠেরো বছর বয়সের একটা ছেলেকে বোধিদা দুধ-কাকু বলে ডাকে?

    তাইলে আর আংকল ডাকে খারাপ কী ছিল? ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন