এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • One Rupee Film Project

    Twish
    সিনেমা | ১৭ সেপ্টেম্বর ২০১২ | ৬৪১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Twish | 127.194.4.87 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫৭572704
  • সমস্যা টা কোথায়? ছায়াছবি বানাবে? ভালো তো! বানাও না, আট্কাচ্ছে কে?
    কি বললে? ফান্ড? এক্জন শিল্পী কখন-ও ওসব নিয়ে মথা ঘামায় না।
    আহা, পয়্সা-কড়ির কথা ভাব্ছো কেনো? কাজ ভালো হলে নিশ্চই কেউ না কেউ তার মুল্য দেবে!
    আমি দেব কিনা?
    আহা, আমার কথা তো জান তুমি। আমার এই এক অফিস, এখান থেকে যা পাই, বৌ-বাচ্চা কে খুশি রাখ-তেই চলে যায়। এমন কি মাস শেষে ঠিক মত ক্রেডিট কার্ড বিল গুলও পুরন করতে পারি না। আমি আর কি সাহায্য করব!
    কি বলছ?
    নিশ্চই, নিশ্চই, সিনেমা দেখতে কে না ভালবাসে?
    কী?
    তা তো বটেই, আজ-কাল মাত্রারিক্ত বাণিজ্যিকরন সব ব্যাপারেই, খালি তোমাদের লাইনে কেনো? ধর্ম, ঈশ্বর, যুদ্ধ, শান্তি, সব কিছুই পণ্য।
    আচ্ছা, বেশ তোমার কি বলার আছে শুনি না হোয়, তবে কি জানো, আমার কিন্তু মনে হয় না তুমি কিছু বদ্লাতে পারবে।
    সবাই মিলে?
    কেনো সবাই তোমার পাশে থাকবে? কারুর নিজের বৌ-বাচ্চা নেই নাকি?
    তোমার পাশে না, তোমার পেছনে থাকুক?
    একটু বুঝিয়ে বল তো তোমার প্রস্তাব টা কি?
    হ?!
    এক টাকা?
    সবাই?
    হ?
    তার পর?
    ডিভিডি?
    মানে?
    আচ্ছা?
    সবাই এক টাকা করে দেবে, আর বিনমুল্যে ইন্টার্নেটে ছবি টা পাবে?
    ৫০০ দিলে ডিভিডি পাবে?
    আরো বেশী দিলে আরো পাবে?
    হুম। প্রস্তাব ত মন্দ নয়, তবে ভালো করে ভেবে দেখতে হবে। মানে এই ধর সবার কাছে পৌছবে কি করে?
    ইন্টার্নেট?
    আরে না না, এদেশে বড়জোর ৩০% লোক্জন ইন্টার্নেট ট পায় মাত্র; আসল দর্শক কিন্তু গ্রামে গ্রামে। তারা ইন্টার্নেট পায় না, তারা দোকান থেকে শশুর-বাড়ি জিন্দাবাদ এর মত ছবি নিয়ে এসে দ্যাখে; তাদের কাছে পৌছতে পারবে না কিন্তু।
    শিক্ষিত শহুরে দর্শক দের দিয়ে শুরু করাই যায়, আমার সেই বিজনেস মডেল টা নিয়ে আপত্তি নেই।
    এই এক টাকা এক টাকা করে চাঁদা তুলে ছবি বানানোর বুদ্ধি ত বেশ ভালো।
    আমি? আমি এক টাকা না, তার বেশি-ই দেব।
    এইরকম ভালো কাজে যতটুক সম্ভব ততটুক আর্থিক সাহায্য করার দয়িত্ব আমার। এই নাও, আপাতত এই ১০০-র বেশি অর দিতে পারছি না।
    নিশ্চই নিশ্চই, এক্দিন আমার বাড়ি আস তুমি, আমি তোমার সাথে বাকি দের আলাপ করিয়ে দেবো। আর বৌ-এর সামনেই চেক লিখে দেবো তোমায়।
    অফিসেও সবাই কে বলব, কাল লান্চ ব্রেক-এই ২-৩ জনের থেকে কিছু অবদান পেতে পারি।
    শোনো তাহোলে অনামিত্র ভই, আজ আমি উঠি। বাড়ি তে কিছু লোক্জন আসার কথা, আমি তাড়াতাড়ি গেলে তাদের কেও বলে দেখতে পারি তোমার কথা। শ্রীপর্ণা-র কী খবর?
    আচ্ছা, বুঝ্লাম। আজ তাহোলে আসি, বুঝ্লে? আমি সব্বইকে খবর দিয়ে দিচ্ছি জে সেই নো-বাজেত ছবি করত যেই দু'জন সেই অনামিত্র আর শ্রীপর্ণা একটা নতুন কাজ শুরু কর-ছেঃ "এক টাকায় চলচ্চিত্র!"
  • Sri | 127.194.7.213 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ২২:৩১572767
  • আমি বিষয় তা আরেকটু বলে দিই।।অনমিত্র, আমি, আমাদের ছোট্ট ফিল্ম ফোরাম Little Fish Eat Big Fish একটি রিস্ক নিয়েছি..সেটি হলো চাঁদা তুলে ছবি বানানোর।90min এর ছবি।আমাদের কাছে টাকা নেই এবং আমরা producer সাহেবদের দাবিও মেনে নিতে পারছিনা এই মুহুর্তে.কিন্তু কাজটি করতে চাই তাই এভাবে করার চেষ্টা করছি।।
    আমরা প্রত্যেকের কাছে মিনিমাম এক টাকা চাইছি।।যাতে অনেক সংখ্যক লোকজন এটাতে contribute করতে পারেন... এক টাকা দিলেও খুশি আবার তার চাইতে বেশি দিলেও খুশি ।। :P
    আপনাদের সহযোগিতা চাই।।
  • sri | 127.194.7.213 | ১৮ সেপ্টেম্বর ২০১২ ২২:৩৯572778
  • Short Summary of 0ne Rupee Film Project :

    The One Rupee Film is a 90-minute long docu-fiction about independent film-making in India. The story revolves around a group of youngsters who got involved into film-making in a non-commercial manner i.e in the manner theatre and Little Magazines are formed. The film starts at a point where they are going through some kind of crisis, one, is a crisis of identity since they have hardly ever seen the large equipment essential for making films; secondly an economic crisis, the minimum cost of making a film. Both these are dependent on each other, that is, if one is resolved, the other will resolve on its
    own. Under such circumstances, one of them decides to stop despairing and vows to make a full-length feature film at any cost. Watch this space as his film making journey unfolds.
  • pinaki | 93.179.27.202 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০০:২৬572789
  • আমার ফিল্মের ব্যাপারে কোনো ধারণা নেই, তাই একটা বোকা প্রশ্ন। এই 'লো বাজেট ফিল্ম' বলতে যে ক্যাটেগরিটাকে বোঝানো হচ্ছে তার গড়পড়তা বাজেট কত টাকা হয় সাধারণতঃ?
  • প্পন | 126.202.145.181 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০০:৩৪572800
  • ওনির একইভাবে ফান্ড রেইজ করেছিল না? "আই অ্যাম"-এর জন্য?
  • Anamitra | 127.194.7.213 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০৯:০৮572811
  • @পিনাকিবাবু,
    লো-বাজেট নয়, নো-বাজেট ফিল্ম এর কথা হচ্ছে। এক এক দেশে এর মাপ একেকরকম। বিগ বাজেট নিয়ে পড়ুন, বি-মুভি নিয়ে পড়ুন, না হলে ব্যাপারটা বোঝানো কঠিন হয়ে যাবে। আমার একটা পেপার অবশ্য আছে। পড়ে দেখতে পারেন http://artfreakroy.weebly.com/no-budget-filmmaking---the-paper-by-anamitra-roy.html

    @প্পন মহাশয়,
    ৫০-এর দশকের শেষ দিকে ক্যাসাভেট্‌স্‌ সাহেব সম্ভবত প্রথম এরকম কিছু করেছিলেন। ভারতে ১৯৭৫-৭৬ নাগাদ শ্যাম বেনেগাল, ১৯৮৫-৮৬ নাগাদ জন আব্রাহাম রাও এই পন্থা নিয়েছিলেন। ২০০৮ এর পর থেকে সারা বিশ্বে এইভাবে প্রচুর কাজ হচ্ছে। শুধু ফিল্ম এর ক্ষেত্রেই নয়, তার বাইরেও। "আই অ্যাম" টাই আমাদের দেশে একমাত্র হাতেগরম উদাহরণ দূর্ভাগ্যবশত, "আম্মা আরিয়ান" বললে যে খুব কম লোকই বুঝতে পারে, কি আর করার... :-/
    এই লিঙ্কটা দেখতে পারেন ২০০৮ পরবর্তী চিত্রের জন্য
    http://en.wikipedia.org/wiki/Crowd_funding
  • কল্লোল | 125.184.115.43 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩২572705
  • আমার ধারনা নো বাজেট ফিল্ম করাই যায়। কিন্তু নির্ভর করে ফিল্মকে কিভাবে দেখবো তার উপর।
    আমার মনে হয় ফিল্মকে যদি কবিতা হিসাবে ভাবা যায় তো হয়।
    কবিতা, গল্প বলে আবার বলেও না।
    ধরা যাক -

    ধূসর জীবনানন্দ, তোমার প্রথম বিস্ফোরণে
    কতিপয় চিল শুধু বলেছিল, 'এই জন্মদিন'।
    এবং গণনাতীত পারাবত মেঘের স্বরূপ
    দর্শনে বিফল বলে, ভেবেছিলো, অক্ষমের গান।
    সংশয়ে সন্দেহে দুলে একই রূপ বিভিন্ন আলোকে
    দেখে দেখে জিজ্ঞাসায় জীর্ণ হয়ে তুমি অবশেষে
    একদিন সচেতন হরিতকী ফলের মতন
    ঝরে গেলে অকস্মাৎ, রক্তাপ্লুত ট্রাম থেমে গেল।'।।।।।।।

    এটা কি ফিল্মে রূপান্তরিত করা যায়? ঠিক এক বা দেড় মিনিটের ফিল্ম।
  • কল্লোল | 125.184.115.43 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৬572716
  • কিংবা এরকম - সায়নের কবিতা

    আজ সকালে দরজার পাল্লা হাট করে খুলে দেখি
    একপশলা বৃষ্টিতে ভিজে সব উলোট পালোট
    মনখারাপের সৈনিকেরা ক্লান্ত, সবাই হতাশ -
    আর এসবেরই মাঝে
    লালমাটির পথে
    কে যেন ফেলে গেছে বাসী একটা ফুলের মালা
    সাত সমুদ্র তেরো নদীর ওপারে
    রূপকথার দেশের একশ মানিক জ্বলা
    ভালোলাগায় গাঁথা বাসী শুকনো ফুলের মালা
    রাঙাধূলো যে পথে তুমি গিয়েছ সেদিন
    আজও, এই মধ্য আষাঢ়েও ফিরল না তোমার সংবিত
    তাহলে সৈনিকেরা উঠে বসুক জেগে
    খুলে দিই পূবদিকের জানালাগুলো আর
    দু-টুকরো করি আমার সোনার জিয়নকাঠি
    নষ্ট এই ছবি থালায় ভরে
    তোমার সামনে সাজিয়ে দিলাম
    যদি পড়তে পারো তো পড়ে নিও
    এতগুলো বিগড়ে যাওয়া দিন
    - এবার তাহলে ছুটির সময় হোক
  • ranjan roy | 24.97.41.68 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:০৯572726
  • Sri,
    অক্টোবরের প্রথম সপ্তাহে কোলকাতায় থাকব। তখন একবার ৮৫৮৩০৪১৩৯৫ বা ০৩৩৬৫৪১১১২৭ এ ফোন করবেন? বিন্দুতে সিন্ধু ভরতে পারে।
  • lcm | 34.4.162.218 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১২:১৬572727
  • নো বাজেট কি করে হল। চাঁদা তুলে সিনেমা বানানো। টাকা তো লাগছে। আর টাকা তুললেই খরচার হিসেবও একটা হবে, বাজেট হবে।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৫:৪৭572728
  • ছোট মাছ গিলে খাবে বড় মাছকে …
    --বিপ্লব রহমান

    ঠিক এরকমই বেয়াড়া রকমের পণ করেছে কলকাতার রাগী যুবক অনমিত্র রায়। বলিউডের কলজে কাঁপানো বিশাল বাজেটের বাণিজ্যিকভাবে দারুণ সফল সব সিনেমার গালে একটি মারাত্নক চপেটাঘাত কষতে চায় ছেলেটি। তাই ‘এক টাকার ছবি’ নামের একটি স্বাধীন সিনেমা বানানোর স্বপ্নকল্প নিয়ে সদলবলে মাঠে নেমেছে সে।

    অনমিত্রদের স্বপ্ন একদম শূন্য বাজেটে ৯০ মিনিটের একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা। ছবির খরচ তোলা হবে জনে জনে, চাঁদা তুলে। কেউ যদি মাত্র এক টাকাও চাঁদা দিতে চান, তবে তাইই সই। এরচেয়ে মোটা অংকের টাকা, সেটি যদি চার অংকের ঘর ছাড়িয়ে যায়, তাতেও আপত্তি নেই।

    স্বপ্নের এই ছবিটির নির্মাণ-নেপথ্য কথন অনমিত্র বয়ানে অনেকটা এরকম:

    ঠিক যেভাবে নাটক বা লিটল ম্যাগাজিন তৈরি হয়, একদল তরুণ সেভাবেই ছবি তৈরির সাথে জড়িয়ে পড়ে; তাদের আনন্দ শুধুই সৃষ্টির। ছবিটি এমন একটি সময়কে কেন্দ্র করে আবর্তিত হয়, যখন তারা এক ধরণের সঙ্কটের মধ্যে ঘুরপাক খায়, সঙ্কটটি প্রধানত আত্নপরিচয়ের, আমি কে? তুমি কে? আমরা কারা? ইত্যাদি।

    কারণ, ছবি তৈরি করতে নেমে তারা দেখে যে, সিনেমার জন্য যে সব দানবীয় যন্ত্রপাতির প্রয়োজন পড়ে, তারা সে সব চোখেও দেখেনি। এছাড়া অর্থনৈতিক সঙ্কটও তাদেরকে চেপে ধরে। ছবি তৈরির একটা নূন্যতম খরচ আছেই।

    এই দুই দ্বন্দ্ব-সঙ্কট, সংক্ষেপে সঙ্কট, আবার পরস্পরের পরিপূরক। অর্থাৎ একটি সঙ্কটের সমাধাণ হলে স্বাভাবিক নিয়মেই অপরটিরও সমাধান হবে।

    এ অবস্থায় তাদের মধ্যে একজন ঠিক করে, এ ভাবে দেওয়ালে মাথা ঠুকে লাভ নেই। আমাদের পূর্ণদৈর্ঘ্য ছবি করতেই হবে! তা যে করেই হোক!

    এইখান থেকে এক নব অভিযান শুরু হয়– ওয়ান রুপি ফিল্ম প্রজেক্ট।। সম্ভাব্য প্রযোজক থেকে শুরু করে সাধারণ মানুষের ক্ষমতাকে নিয়ে চলচ্চিত্র-শিল্পের বাইরে ছবি তৈরির এক নতুন চ্যালেঞ্জ।

    এই নতুন নতুন সংশ্লেষণগুলো জন্ম দেয় স্বপ্নলোক; একেকটি দৃশ্যকল্প। রাগী ছেলেটির মায়ার জগতের চোখ খুলে যায়, অর্থাৎ সে তার নিজের ছবিতে এই ব্যাপারটিকে কিভাবে দেখাতো, তা ভাবার চেষ্টা করে। কিন্তু তার নিজের ছবিটি হচ্ছে না, নিতান্ত পয়সার অভাবেই। অথচ সে যেনো চোখের সামনেই দেখতে পায়, মুম্বাইয়ে তৈরি হওয়া তিন কোটি থেকে ১০ কোটি কিংবা তারও বেশী খরচের ছবি কীভাবে ‘স্বতন্ত্র ধারার চলচ্চিত্র’র তকমা পায়। দেখে দেখে, যখন ‘অরাজনৈতিক’ ছবির বিজয় অভিযান চলেছে, যখন দেশের ভেতরে প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি।

    ছেলেটি ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে পড়ে…অস্থির, অশান্ত এবং অধৈর্য্য। এভাবে একদিন সে ঠিক করে, ছবি সে করবেই; দরকার হলে এক টাকা, এক টাকা করে জমিয়ে হলেও সে বিন্দু থেকেই তৈরি করবে বৃত্ত।

    অনমিত্রের ভাষায়, স্বপ্নযাত্রার বাকী কথাগুলো এরকম। পুঞ্জিভূত পুঁজি নিয়ে ছবি এর আগেও হয়েছে, শুধু ভারতবর্ষেই নয়, খোদ বাংলাতেও। এবার পার্থক্যটা এই যে, বাজার অর্থনীতির চোখ দিয়ে তরুণের দল ছবি-নির্মাণকে দেখছেন না। তাদের কাছে এটি অনেকটা পাড়ার ক্লাবে নাট্যোৎসব হলে যেভাবে মানুষ চাঁদা– সেরকমই ব্যাপার। তবে হ্যাঁ, কেউ যদি ২০ হাজার টাকা বা তার চেয়েও বেশি অর্থ অনুদান দেন, ছবিটি বিদেশে বিক্রি হলে তিনি অবশ্যই এর একটি ভাগ পাবেন।

    এ প্রসঙ্গে অনমিত্র মনে করেন, প্রথমত, তার ধারণা, এক সঙ্গে এতো টাকা কেউই দেবেন না এবং দ্বিতীয়ত ছবিটি বিদেশে যে বিক্রি হবেই– এমন কোনো কথা নেই; তবে আবার বিক্রি হলেও তা অবাক হওয়ার কিছু নেই।

    অন্যদিকে ভারতে ছবিটি বাণিজ্যিকভিত্তিতেও বিক্রি করা হবে না, তার একটি নির্দিষ্ট কারণও আছে। অনামিত্ররা ছবির অনুদাতাদের তালিকা তৈরি করে রাখছেন ভবিষ্যতের জন্য। যারা সত্যিকার অর্থে মুক্তধারার চলচ্চিত্র বা স্বাধীন চলচ্চিত্র তৈরি করতে চান, হয়তো আগামীতে এই তালিকাটি তাদের কাজে আসবে। বাংলার বাইরে ওয়ান রুপি ফ্লিম প্রজেক্ট নিয়ে তারা অন্যান্য রাজ্যের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কথা বলছেন, তারা চান, ছোট মাছের বড় মাছকে গিলে খাওয়ার এমন সর্বনাশা স্বপ্ন সর্বত্র ছড়িয়ে পড়ুক। ভূ-ভারতে তো বটেই, ধীরে ধীরে দেশে দেশে এই স্বপ্নের মহামারি গ্রাস করুক। এ জন্য তারা অনুদানকারীদের তালিকা ধরে ছবিটি দেখার ব্যবস্থার করার কথা ভাবছেন (সংশ্লিষ্টদের পাঠানো হবে ডাউনলোড লিঙ্ক বা ডিভিডি; এটি অবশ্য নির্ভর করছে, কে কতো দান করছেন, তার ওপর)। এর বাইরে অনমিত্ররা নিজেরাই হয়তো কিছু ডিভিডি বিক্রির ব্যবস্থাও করবেন। তবে তা করা হবে একেবারেই সাদামাটাভাবে।
    ____________________
    http://mukto-mona.com/bangla_blog/?p=26997
  • Sri | 127.194.7.254 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:১৪572729
  • @কল্লোল দা, হ্যা, করা যায়।। আমি এরকম কাজ কলেজ-এ পড়ার সময় করেছি।। আমিও ২-৩ মিনিট এর বেশি বানাতাম না।। করাই যায়।। :)

    @রঞ্জন দা, আপনাকে আমি fb তে request পাঠিয়েছি।। :)

    @Icm দা/দি,, আপনার কাছে নো বাজেট মানে কি? আপনি নো বাজেট বলতে ঠিক কি বোঝেন সেটা একবার জানাবেন তাহলে আমার উত্তর দিতে সুবিধে হবে।। :)
  • Sri | 127.194.7.254 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:২২572731
  • We are not asking you to "invest", we are asking for your support... :)
  • Sri | 127.194.7.254 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:২২572730
  • We are not asking you to "invest", we are asking for your support... :)
  • aksH | 116.209.106.191 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৭572732
  • ফেবুতে মাঝে মাঝেই দেখি বেশ কিছু ফটোয় লেখা থাকে শেয়ার করলে প্রতি শেয়ার পিছু ------ দেওয়া হবে, ব্যপারটা সত্যি হলে সেরকম কিছু করলে হ​য় না?
  • kd | 69.93.211.30 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:২০572733
  • ল্যাদোষের প্রশ্ন আমারও প্রশ্ন। "নো বাজেট"এর মানে কী? "নো প্ল্যানিং"? আমার দুনিয়ায় যে কোন কাজ, যার সঙ্গে টাকার সম্পর্ক, করতে বাজেট লাগে। হ্যাঁ, বাজেট না করেও করা যায়, তবে সেই কাজের ফল কোনদিন দিনের আলো দেখবে কিনা সন্দেহ আছে (হ্যাঁ, মাঝেমধ্যে কখনোসখনো দু'একটা আলো দেখে ফেললেও চোখের পলকেই ডুবে যায়)। পাতি বাংলায় একটা কথা আছে - if you don't know where you are going, you'll never get there.

    একটা সন্দেহ উঁকিঝুঁকি মারছে। ল্যাদোষ/আমি বাজেট বলতে যা বুঝি, শ্রী/অনমিত্র হয়তো অন্যরকম ভাবে।
    নতুবা, এখানে "বাজেট" শব্দটাই হয়তো এদেশে অশ্লীল ("প্রফিট"এর মতো) - তার সামনে "নো" বসালে ব্যাপারটা মার্কেটেব্‌ল হয় (যাঃ আর একটা অশ্লীল শব্দ লিখে ফেল্লুম)।
    নতুবা, ওটা জাস্ট না ভেবেচিন্তে বলা। তাহ'লে বলবো "১-রুপি প্রজেক্ট" অনেক বেশী ক্যাচি প্লাস এক্জ্যাক্ট ফিলোসফিটা হাইলাইট করছে।

    বাই দ্য ওয়ে, আমি আছি সঙ্গে। অবিস্যি সেটা তো জানতেই।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৯:০৩572735
  • সহ ব্লগার বিপ্লব পালের একটি মন্তব্য লক্ষ্যনীয়। তিনি বলছেন:

    ["অনমিত্রর সাহসকে ধন্যবাদ। কিন্ত সমস্যা অত লোবাজেটের ছবিত কোন হলে নিতে চাইবে না। অনমিত্র ওর একটা সিনেমা আমাকে পাঠিয়েছিল ডেটাবাজার ডিস্ট্রিবিউশনে দিতে। কিন্ত ডেটাবাজারের স্ক্রীনিং কমিটি খুব লো কনটেন্ট বলে, ওটা নেই নি।

    সিনেমা করলেই ত হল না-ডিস্ট্রিবিউশন থেকে টাকাও তুলতে হবে। হলে রিলিজ করতে হবে না হলে আধুনা আই পি টিভিতে দিতে হবে।

    সেদিক দিয়ে দেখলে বাংলা নাটকগুলো যদি কেও ভিডিও করে তুলে দেয়, তা চলবে সিনেমার সমান।

    লোবাজেট সিনেমার কোন ভবিষয়ত নেই। বরং একই থিম বাংলা, হিন্দী, ইংরেজি ডাবিং করলে বিরাট বাজেটে বাংলা সিনেমা করা সম্ভব। শুনছি মুজিবর রহমানের জীবনি নিয়ে সিনেমাটা এমনই হবে ২৫ কোটি টাকা বাজেটে। বচ্চন নাকি শেখ সাহেবের চরিত্রে অভিনয় করতে রাজী হয়েছেন।

    বাংলাদেশের মুক্তিযুদ্ধর ওপর অসংখ্য ভাল বাংলা সিনেমা করা যায়, যার ইংরেজি এবং হিন্দি ডাবিং ভালোই চলবে যদি আন্তর্জাতিক কাস্টিং থাকে। বাংলার ইতিহাস নিয়েই বা ভাল কাজ হল কই? পলাশীর যুদ্ধ, বারো ভুইয়াদের বিদ্রোহ, ধর্ম আন্দোলন এগুলো নিয়েই আমরা এখনো কিছু করে উঠতে পারলাম না।

    লো বাজেটের সিনেমা একধরনের রোম্যান্টিসিজম ছারা কিছু না। বরং আন্তর্জাতিক বাংলা সিনেমা বানালে, সেটা বাংলা সিনেমাকে অনেকটা এগিয়ে দেবে।"]

    http://mukto-mona.com/bangla_blog/?p=26997#comment-92031
  • ranjan roy | 24.97.118.19 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ২১:১০572736
  • sri,
    আমি আজ কাবলিদার সঙ্গে কথা বলে জানলাম। কোলকাতায় পৌঁছে ওনার মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবো। নতুন এক্সপেরিমেন্টে আমার উৎসাহ। পাশে থাকবো।
  • কল্লোল | 125.242.234.102 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ২২:২২572737
  • যারা বড় ফিল্ম বানাতে চান তাদের সাথে কোন বিরোধ নেই, কারন কোন প্রতিযোগীতা নেই। যেমন ধরুন কবিতা আর উপন্যাসে, বা কবিতা আর প্রবন্ধে কোন বিরোধ বা প্রতিযোগীতা নেই।
    অনেকে অনেকবার বলেছেন কবিতার কোন ভবিষ্যত নেই, তবুও কবিতা লেখে মানুষ, লিখেই চলেছে। তবুও কবিতা পড়ে মানুষ, পড়েই চলেছে।
    এই ছোট ফিল্মের ধারনাটাও তেমনি।
  • ranjan roy | 24.97.103.144 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৫572738
  • কল্লোল,
    হাত মেলালাম।
  • maximin | 69.93.203.197 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪০572739
  • ক্রাউড ফান্ডিং দিয়ে ফিল্ম বানানো বিষয়ে পড়েছি। কিছু অসুবিধার উল্লেখ আছে ঐ লিঙ্ক এ।
  • ম্যাক্সিমিন | 69.93.203.197 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৩572740
  • তবে এটা একদমই লো বাজেট ফিলিম।
  • sri | 127.194.10.0 | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪২572741
  • ডেটাবাজারের গল্প টা আমার জানা নেই।। তবে আমি যেটা জানি সেটা আপনাদের জানাই,, আমাদের কাছে টাকা-পয়সা তেমন থাকেনা বলে আমাদের কাজ হয়ত low resolution এর হতে পারে কিন্তু content low এটা বললে অবাক-ই হব।। যেটা চাই সব সময় পয়সার অভাবে দেখাতে পারিনা বলেই এভাবে চাঁদা তুলে ছবি বানানোর চেষ্টা করছি।। আর অনেকেই প্রশ্ন করতেই পারেন যে producer জুটলোনা কেন?!! জোটেনি তা বলবনা।। জুটেছিল।। কপাল মন্দ আমাদের।। যে দুজন producer জুটেছিল তাদের দুজনেরই একই দাবি তাদের জন্য আমাদের মেয়ে এনে দিতে হবে।। এসব circus দেখে producer দের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে।। রাগে-ঘেন্নায় আমরা সিদ্ধান্ত নিই যে কাজ তো করবই।। বন্ধু-বান্ধব দের কাছ থেকে চাঁদা তুলে কাজ করব।। মিনিমাম চাহিদা রাখব এক টাকা,, কারণ যাতে অনেক সংখ্যক লোকজন contribute করতে পারেন।। আমরা কিন্তু যে script টা নিয়ে producer দের সাথে দেখা করতে যেতাম সেই স্ক্রিপ্ট তে কাজ তা করছিনা।। কাজ টা করছি আমাদের এই ফিল্ম টা কিভাবে করছি সেটা নিয়েই।। আর ছবির ভেতর producer দের তুলোধনা করতে একটুও ছাড়বনা।।
    আমাদের আগের বছরের কাজ : অনমিত্র-র ছবি: http://www.cultureunplugged.com/documentary/watch-online/play/9078/Smriti----Mrito-Janopaud
    আমার ছবি:

    অনমিত্র-র ছবি টি করতে এক পয়সাও খরচ হয়নি।। আর আমার ছবিটি বানাতে ৪০০/- খরচ হয়েছিল।। পারলে দেখবেন।।
  • sri | 127.194.10.0 | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৭572742
  • @রঞ্জন দা,, এর মধ্যে কবলি দার বাড়িতে যাব।। আর আপনার ফোন নম্বরটি আমি সেভ করে নিয়েছি।। ঠিক আছে দাদা আপনি কলকাতায় এলে কথা হবে।। :)

    @কল্লোল দা, একমত আপনার সাথে।।
  • aranya | 154.160.226.53 | ২০ সেপ্টেম্বর ২০১২ ২০:৫০572743
  • ভাল কাজ। আমি কাবলি-দাকে যোগাযোগ করব, আমার হয়ে কন্ট্রিবিউট করার জন্য, ডিসেম্বরে দেশে গেলে কাবলি-দাকে সেই টাকাটা দিয়ে দেব।
    বিদেশ থেকে টাকা পাঠানোর কি অন্য কোন উপায় আছে?
  • sri | 127.194.10.0 | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:১৭572744
  • @অরন্য দা, বিদেশ থেকে সরাসরি টাকা পাঠানোর খুবই সোজা উপায় আছে।।
    এই লিঙ্ক টা দেখবেন ~~ http://www.indiegogo.com/onerupeefilm :)
  • aranya | 154.160.226.53 | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:২১572746
  • থ্যাংকু শ্রী, অ্যাজ ইউজুয়াল পড়া করি নি, নাহলে আগেই চোখে পড়ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন