এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • One Rupee Film Project

    Twish
    সিনেমা | ১৭ সেপ্টেম্বর ২০১২ | ৬৪১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.97.40.73 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩০572780
  • অনমিত্র,
    আমি একটু বুড়োটে আর সেন্টিমেন্টাল। নিশ্চিন্ত থাকো, আমি দু'পয়সা দেব বলে একেবারে নাক গলাবো না, কি কি করছ, কদ্দূর কি হল বলে বোর করব না। শুধু যদি আগামী বইমেলা নাগাদ তোমাদের ফিল্ম তৈরি হয়ে যায় ( বা যখনই তৈরি হবে) তিনটে কিনে নেব।
    আসলে তোমাদের সাহস ও সংকল্প দেখে আমি যেন ১৯৭৯ এ ফিরে গেলাম, যখন সুপার-৮ ক্যামেরা দিয়ে ছত্তিশগড়ের ওপর সিনেমা বানানোর ব্যর্থ চেষ্টা করেছিলাম।ঃ)))))
    তোমাদের স্বপ্ন দেখার সাহস আছে। আমি হারিয়ে ফেলেছি। আমাদের প্রজন্মটা অভিশপ্ত ছিল। ওই স্বপ্নের পেছনে এক বন্ধুর ঘর ভেঙেছে, বাড়ি-গাড়ি দেনায় বিকিয়ে গেছে।
    তবে এখন আমার ছোট্ভাইয়ের(ছোটকাকার ছেলে) পরিচালিত মেইনস্ট্র্ম সিনেমা 'একলা আকাশ' সম্ভবতঃ আগামী ৫ অক্টোবর রিলিজ হবে-- এটাই এখন আনন্দ।ঃ)))
    তোমাদের ফোরামের ব্যপারে এসে আরো জানার ইচ্ছে রাখি।
  • aranya | 78.38.243.161 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ০৫:১০572781
  • এই প্রজেক্ট-টা বা স্বপ্নটা তো শুধুমাত্র একটা সিনেমা বানানোর নয়, অনেক মানুষকে সাথে নিয়ে পথ চলার স্বপ্ন, দিনের শেষে এটা একটা বন্ধুত্বেরও প্রজেক্ট।

    বাংলায় এটার ওপর প্রচারমূলক কিছু লেখা হলে, সুমনের লাইনগুলো ব্যবহার করা যেতে পারে -

    তুমি দেখবে, তুমি দেখবে ঐ দুটো হাত বাড়ালে
    আরও হাত সেই হাত ধরবে, তুমি তোমার মাটিতে দাঁড়ালে
  • Anamitra | 127.194.4.223 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৪572782
  • @রঞ্জন বাবু, আপনি কি সুপার-৮ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? "তেরো নদীর পারে" ছবি তার কোনো কপি আছে কি কোথাও? আপনি দেশে এলে যোগাযোগ হবে। আমরা ২০০৮ থেকে টুকটুক করে অনেক কিছুই করেছি
    কথা হলে ভালো লাগবে

    @অরন্য বাবু, এসব কথা শুনলে সত্যি-এ ভালো লাগে। এই সব কাজ করতে গিয়ে অনেক কিছুই করিনি যেগুলো করলে ব্যক্তিগত ভাবে আমরা অনেক বেশি লাভবান হতে পারতাম। তার মধ্যে বেকার পাবলিকের ভাট বকাও সহ্য করতে হয়, গালাগাল করলে কে আবার কি mind করবে, লোকে বলবে উদ্ধত etc etc
    তার মধ্যে আপনাদের মত মানুষের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়ে যায় বলেই কাজ টা করে যাওয়ার সাহস পাই

    @ICM

    ওই page টা তে যা যা আছে সেগুলো আমার নিজে হাতে approve করা। আপনার ডাকনাম কাঠি দা কিনা আমি জানি না তবে এটা জানি যে no -budget হলেও আপনি পাশে নেই আর low Budget হলেও আপনি পাশে নেই। একটা প্রায় ১২,০০০ শব্দের পেপার এর লিঙ্ক ও দিয়েছিলাম। আবার দিচ্ছি। http://artfreakroy.weebly.com/no-budget-filmmaking---the-paper-by-anamitra-roy.html

    এসব নিয়ে আগ্রহ থাকলে পড়ে ফেলুন। তার আগে আমি আপনাকে কোনকিছু ব্যাখ্যা করে দেওয়ার কোনো দায় নিতে পারছি না। নিদেন পক্ষে এই সুতোর সবকটা মন্তব্য বা no-Budget ফিল্ম এর ওপর Wiki page টা পড়ে আসুন। আমার বেকার একই কথা ৫ বার বলার সময় নেই। কাজের যথেষ্ট চাপ রয়েছে। ধন্যবাদ
  • aranya | 154.160.226.53 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৯:৪৫572783
  • অনামিত্র lcm-কে ভুল বুঝলেন :-( ।

    মায়া পাতায় কমিউনিকেশনের এটাই সমস্যা, সামনাসামনি কথা হলে এই ভুল বোঝাবুঝিগুলো হয় না।
  • Anamitra | 127.194.4.223 | ২৪ সেপ্টেম্বর ২০১২ ২২:২৩572784
  • @অরন্য বাবু,

    একই প্রশ্ন একই রকম discarding টোনে কেউ যদি বারংবার করে যেতে থাকেন তাহলে "ভুল" বোঝা টাই কি স্বাভাবিক নয়?

    এই যে ICM বলছেন লো-বাজেট, সেটাই বা তাহলে কি বস্তু। বিগ বাজেট টাই বা কি বস্তু? হাওয়া থেকে তো আর আসেনি, শব্দ গুলোর জন্ম কোথা থেকে হলো! কে মেপে দিলো যে এই টাকার ওপর হলে বিগ আর নিচে হলে লো! এগুলো নিয়ে স্পষ্ট ধারণা না থাকলে তার অনেক পরে যে নো-বাজেট শব্দবন্ধ ব্যবহার হলো, সেটাই বা কেন এবং কিভাবে (এবং আদতে এর সাথে যে খরচের যা সম্পর্ক তার থেকে production প্রসেস, promotion , মার্কেটিং পদ্ধতি এগুলির সম্পর্ক অনেক বেশি) সেসব কি করে বোঝাই বলুন তো?
  • no budget film expert | 151.0.9.119 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৩:২০572785
  • Wow boss, what an attitude!

    If you like to contribute do it, but don't ask too many questions and waste my time -
    awesome crowdsourcing technique
  • Anamitra | 127.194.4.223 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৩:৪৪572786
  • @NBFE

    বাংলা তেই বলা যাক, স্পষ্ট কথায় কষ্ট নেই। গালাগাল টা নিতান্ত দেব না তাই, আবারো বলি আগ্রহ থাকলে সব ই জানা যায়। আমি আপনার মত Expert সেজে ঘুরছিনা, কোনো মাস্টারমশাই ও নই। জ্ঞান এর দরজা আপনারও খোলা, আমারও আর সহস্র পানু Download করে দিন কাটানো teenager এরও। যার যেটা আগ্রহের বিষয় সে সেটা নিজেই জেনে নেয়, আমাদের যা যা লিঙ্ক আছে দিয়েছি, রেফার করেছি। আপনি না পড়ে থাকলে আমরা কি করব! বেকার আওয়াজ দিয়ে সময় নষ্ট করবেন না, করাবেন ও না । এই প্রথম বার বলে উত্তর দিলাম এরপর আর দেব না।

    তর্ক করাতে চাইলে পয়েন্ট -এ আসুন Expert মশাই, বিগ budget ফিল্ম কাকে বলা হয়? লো- Budget এর ই সূচনা কোথা থেকে হলো? না জেনে থাকলে জানার চেষ্টা করুন, তাও না পারলে যারা কাজ করার চেষ্টা করছে তাদের আওয়াজ দিন, যেমন দিচ্ছেন বাপ-মায়ের দেওয়া নাম আড়াল করে। কেউ না কেউ নিশ্চয়ই হাততালি দেবে, অভিজ্ঞতা থেকে বলছি :)

    ধন্যবাদ
  • Anamitra | 127.194.4.223 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৪:০৭572787
  • @all

    দেখো বস, যদি তেল মাখানরই হত অনেক পা ছিল সামনে। chit fund এর টাকা তুলতে নামিনি যে কাউকে তেল দিতে হবে। লিঙ্ক দেওয়ার পর না পড়ে, মিনিমাম thread এর আগের বক্তব্য গুলো না পড়ে, এক ই প্রশ্ন বারবার করে যাওয়া একই টোনে।।। এই ধরণের প্রচুর লোক সব জায়গাতেই দেখেছি, এখানেও দেখছি কয়েকজনকে, আশ্চর্য হচ্ছিনা তাতে। এদের স্যাঙ্গাত ও থাকে। বাস্তবে এরা হয় বিশাল হোতা জাতীয় কিছু হয় আর নয়তো নিজেদের হোতা মনে করে থাকে। এসব লোক কে আমি একটা সময়ের পর থেকে এড়িয়ে চলি, এখানেও তাই-ই করছি। মার্কেটিং এ নেমে থাকলে নিশ্চই পাত্তা দিতাম, আর তখন NO-Budget টাইপের শব্দ ও ব্যবহার করতাম না। এটা অনির এর স্টাইলে crowdsourcing করার চেয়ে আমাদের কাছে অনেক বেশি আম্মা আরিয়ান বা মন্থন এর মত কমুনিটি প্রোজেক্ট। মানে এই সব কাজের পেছনেও থাকার মত একটা কমুনিটি রয়েছে, invisible হলেও; সেই বিশ্বাস টার রিয়ালিটি-চেক আর কি। তাই কাউকে জোর করে কনভিন্স করার কোনো কারণ দেখতে পাচ্ছিনা। যে যেরকম সে তো সেরকমই, আমরা তার কতটা কি বদলাতে পারি, তাই না? তুমি তোমার মতন আমি আমার মতন, তোমার কাছে আমার প্রমান করার কিছু নেই।। তুমি যা দেখতে চাও, শেষ পর্যন্ত তুমি সেটাই তো দেখবে, বড়জোর বকে বকে আমার টাক পরে গিয়ে স্ক্রিপ্ট লেখা বন্ধ থাকবে কদিন।।।
    এই যা।
  • aka | 85.76.118.96 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৭:০৭572788
  • একটা কনসেপ্ট ডেভলপ করতে গিয়ে এত ধৈর্য্যের অভাব কেন বস? প্রশ্ন আসা কি খুব অস্বাভাবিক? অ্যানালিটিকালি ভাবলে প্রশ্ন আসবে না? নাকি সাথে থাকলে থাকুন, নইলে বাংলা বাজার দেখুন? তাতে কমিউনিটি কোথায়?

    নো-বাজেট ফিল্মের পেপারের অ্যাবস্ট্রাক্টে লেখা আছে

    The key argument is to focus on the unique democratic nature of the no-budget
    filmmaking process situating it as the successor of avant-garde and independent filmmaking
    tradition in the larger film history.

    কিন্তু পেপারের বাকি অংশে কি করে এই নো-বাজেট বা লো-বাজেট বা যা যা ক্রাইটেরিয়া বলা হয়েছে সেগুলো ডেমোক্রেটিক সেটা এস্টাবলিশড করা হয় নি। আমি পার্টিকুলারলি এই জিনিষটা বুঝতে চাইছি।

    এগুলো পিওর অ্যাকাডেমিক কৌতুহল।

    আর দ্বিতীয় একটা কৌতুহল, সিরিয়াসলি যদুপুরের মাস্টার্স পেপার এফ-ওয়ার্ড দিয়ে জমা দেওয়া যায়?

    তৃতীয়, উইকি কিন্তু এনসাইক্লোপিডিয়া নয়, বরং খুব লুজ রেফারেন্স। অ্যাকাডেমিক রেফারেন্স হিসেবে একটু ব্রাত্য। উইকির রেফারেন্স গুলো যদি ওআরজি বা গভ সাইট হয় তাহলে তার মান্যতা বেশি।
  • aka | 85.76.118.96 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৭:১২572790
  • আর দ্বিতীয় কথা, এলসিএম দা কারুর সাথে যোগসাজগ করে প্রচূর লিখছেন এসব সত্য নয়। দল বেঁধে কারুর বিরুদ্ধে কাঠি করা উদ্দেশ্য হতে যাবে কেন?
  • aka | 85.76.118.96 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ০৮:২৪572791
  • আর একটা কথা বুঝতে পারছি না কিছুতে।

    তাহল শিল্পের প্রথম কথা হল কি করতে চাইছি। কিসের ছবি বানাতে চাইছি, কি গল্প বলতে চাইছি, কি আমার ক্ল্পনা। সেখানে বাজেট আগে আসে কি করে? মূলত আমি কনসেপ্টটাকেই প্রশ্ন করছি।

    সিনেমা খুব ভালো বুঝি না। তো, আমি ফটোগ্রাফির অ্যানালজি দিই। ধরা যাক কারুর স্কিল এবং প্যাশন হল ম্যাক্রো ফটোগ্রাফি করবে। সেক্ষেত্রে ম্যাক্রো ফটোগ্রাফি ভালো যন্ত্রপাতি ছাড়া ভালো হবে না। কিন্তু কারুর স্কিল এবং প্যাশন হল পাইয়ের মতন ফাইন আর্ট ফটোগ্রাফি করবে। সেক্ষেত্রে তার বাজেট অবশ্যই ম্যাক্রো ফটোগ্রাফির থেকে কম। আজকাল ভালো মোবাইল ফোনেই ঘ্যামচ্যাক ছবি উঠে।

    তো, নো-বাজেট এই কয়েনেজের মধ্যেই পুরো বিষয়টাকে যে আপসাইড ডাউন করে দেখা হয়েছে, মানে আগে বাজেট, তারপরে আমি কি দেখাতে চাই। আরও একটু উদাহরণ দিয়ে বললে, যদি আমি চাইনিজ ইতিহাস নিয়ে কোন ডকুমেন্টারি করি তাহলে তা তো খুব কম বাজেটে হবে না। তা কেন?
  • pi | 24.99.215.134 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১০:৫০572792
  • অনমিত্র, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে মনে হয়। এখানে স্যাঙ্গার ট্যাঙ্গাতের কোন ব্যাপার তো নেই বলেই জানি। সবার হয়তো বিস্তারিত পেপার পড়ার সময় সুযোগ নেই। জানার আগ্রহ আছে। বোঝানোর জন্যও সময় দরকার, সেটা বের করাও চাপের জানি। তাও যদি সম্ভব হয়, নো বাজেট আর লো বাজেট নিয়ে যখন একটা কনফ্যুশন অনেকেরই হচ্ছে, অল্প কথায় আরেকবার একটু যদি বোঝানো যায় ...
  • lcm | 34.4.162.218 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১২:০২572793
  • বোঝো! কান্ডখান দ্যাখো! কাঠিগিরি, হোতাগিরি। একাধারে চমৎকৃত এবং বিতর্কিত হইলাম। বাই দ্য ওয়ে, পেপারখান (প্রথম অধ্যায়) পড়্সি, তবে মন্তব্য করিতে অপরাগ।
  • ranjan roy | 24.97.57.51 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৪:০০572794
  • বয়স! বয়স! বয়স!

    আমি অনমিত্রকে আমার বুড়োটে অভিজ্ঞতা থেকে একটা কথাই বলব যে কে পাশে আছে, কে নেই-- এত চট করে লেভেল মেরে দেয়া উচিৎ নয়।
    একবার একটি গ্রামীণ লোক হেঁটো ধুতি পরা, ব্যাংকে এসে চুপ-চাপ বসেছিল। সে কিছু সসংকোচে বলার চেষ্টা করছিল। কিন্তু ক্লার্ক তাকে পাত্তা না দিয়ে পরিচিত লোকজন বা ব্যব্সায়ীদের ভাও দিচ্ছিল। যখন ক্যাশ বন্ধ হওয়ার সময় তখন তাকে জিগ্যেস করা হল--কি চাই?
    সে কোমর থেকে ধুতির গিঁট খুলে প্রায় দু'লক্ষ টাকা বের করল, -- জমি বিক্কিরি করে ব্যাংকে জমা করতে এয়েচে।ঃ)))
  • cb | 213.91.201.56 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:৫৬572795
  • এটা চিংড়িহাটার আগের স্টেট ব্যান্কের খুব পরিচিত ছবি :)
  • rimi | 178.26.205.19 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৮:০৪572796
  • ইয়ে, এইখানে এত তর্কাতর্কি হচ্ছে দেখে পেপারটা পড়লাম। পুরো উনিশ পাতার পেপারে নো বাজেট ফিল্ম সম্পর্কে যেটুকু জানা গেল তা উইকিতে কয়েক লাইনেই বলে দেওয়া আছে। ঐ কয়েক লাইন বাদ দিলে পেপারে যা পড়ে থাকে তা কিছু বিখ্যাত লোকের ইন্টার্ভিউ-এর কিছু কথা। পেপারে প্রচুর অসংলগ্নতা চোখে পড়ল। এবং শেষ চ্যাপ্টারে ডেমোক্র্যাসির সঙ্গে নো বাজেট ফিল্মের কি সম্পর্ক তা আদৌ পরিষ্কার হল না। খুবই খাপছাড়া লেখা।

    এই পেপার নিয়ে এতো অ্যারোগেন্সের কি আছে আমি বুঝলাম না।
  • rimi | 178.26.205.19 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ১৮:১১572797
  • আর ইয়ে মানে প্রোমোগুলো ও দেখলাম। ওগুলো দেখেও এত অ্যারোগেন্সের কারণটা পরিষ্কার হল না।
  • Anamitra | 127.194.0.246 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২২:৪১572798
  • @all

    বেশ, ভুল বোঝাবুঝি হচ্ছে যখন আপাতত কাউকেই কোনো উত্তর দেওয়া থেকে বিরত থাকলাম। যা জানানোর অন্য একটি লেখার মাধ্যমে জানাব। বাংলায় ছোট মাপের কোনো লেখায়। তারপর কারুর কোনো কনফিউসন থাকলে উত্তর দেওয়া যাবে

    ধন্যবাদ
  • Sri | 127.194.0.246 | ২৫ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৭572799
  • কথা তো হবেই।।কথা না হলে হবে কি করে?!! যখন কাজটা crowdfunded তখন আমাদের দায়িত্ব প্রত্যেকের প্রত্যেকটা কথার উত্তর দেওয়া।।লোকজন তো জানতে চাইবেই আর জানতে চাওয়াটাই স্বাভাবিক বলে আমার মনে হয়।।একজন তখনি জানতে চায় যখন বিষয়টার ওপর তার আগ্রহ থাকে।।
    ২০০৫ থেকে আমরা এই ফিল্ম পদ্ধতিটার ওপর রিসার্চ শুরু করি।।এর পেছনে একটা বড় লক্ষ্য ছিল।। সেসময় google এ নো-বাজেট লিখে সার্চ দিলে কোনো রেসাল্ট পাওয়া যেতনা।।আজ পাওয়া যায়।।এক নয় একাধিক।।আমরা কাজ শুরু করি মানে ফিল্ম বানানো শুরু করি ২০০৭ থেকে।।তার মধ্যে যদিও ডিগ্রী ফিল্ম ও আছে।।২০১০ থেকে dvd
  • sri | 127.194.0.246 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০০:০৮572801
  • ভুল করে পোস্ট হয়ে গেছে।। আবার লিখলাম।।

    কথা তো হবেই।।কথা না হলে হবে কি করে?!! যখন কাজটা crowdfunded তখন আমাদের দায়িত্ব প্রত্যেকের প্রত্যেকটা কথার উত্তর দেওয়া।।লোকজন তো জানতে চাইবেই আর জানতে চাওয়াটাই স্বাভাবিক বলে আমার মনে হয়।।একজন তখনি জানতে চায় যখন বিষয়টার ওপর তার আগ্রহ থাকে।।সব কিছু নিয়ে এত তারাতারি ধৈর্য হারানো ঠিক নয় অনমিত্র।

    ২০০৫ থেকে আমরা এই ফিল্ম পদ্ধতিটার ওপর রিসার্চ শুরু করি।।এর পেছনে একটা বড় লক্ষ্য ছিল।। সেসময় google এ নো-বাজেট লিখে সার্চ দিলে কোনো রেসাল্ট পাওয়া যেতনা।।আজ পাওয়া যায়।।এক নয় একাধিক।।আমরা কাজ শুরু করি মানে ফিল্ম বানানো শুরু করি ২০০৭ থেকে।।তার মধ্যে যদিও ডিগ্রী ফিল্ম ও আছে।।২০১০ থেকে ৫ টা short ফিল্ম এর dvd বের করি।। নাম দিই নো-বাজেট ফিল্মস ।। এখন যদিও কাশ্যপ থেকে শুরু করে রাম গোপাল ভার্মাও নাকি নো-বাজেট বানাচ্ছে।।আমরা যখন কাজ শুরু করি তখন কিন্তু এদের মুখে নো-বাজেট কথাটা শুনিনি।।হয়ত আমরা নেহাতই পকেটের খুচর দিয়ে ছবি বানায় বলে আমাদের নো-বাজেট নিয়ে কাজ শুরু করলেও নামটা এদের ফেটেছে পরবর্তিতে।।যতই হোক AK আর RGB বলে কথা!! বেশির ভাগ মানুষই তেলা মাথায় তেল দিতে পছন্দ করে।। আমরা কাজ থামিনি।।করে যাচ্ছি।।যা বলছিলাম এই পদ্ধতিতে ফিল্ম বানানোর অবশ্যই একটা উদ্দেশ্য ছিল দেখিয়ে দেওয়া যে পর্যাপ্ত টাকা না থাকলেও ছবি বানানো যায়।। অনেক ছেলে-মেয়ে আছে যারা অনেক ভালো কাজ করতে পারে কিন্তু টাকার অভাবে ফিল্ম বানাতে চাইলেও পারেনা।। আমরা সেই জায়গাটা কাটানোর জন্য কাজে নামি।। দরকার ছিল খালি একটা ক্যামেরার।।সেটা 2nd হ্যান্ড কেনা হলো।।আর edit , sound , VO , music ?!! এসবের জন্য টাকা লাগেনা।। কাজটা জানতে লাগে।। কম্পিউটার প্রত্যেকের বাড়িতেই থাকে।।দরকার ছিল কয়েকটা software এর।।সেটার জন্য piratebay ছিল।।এভাবে বাড়ির কম্পিউটার এ আমরা এডিট থেকে শুরু করে music compose করে ছবি নামাই।। আর যাদের ওই 2nd হ্যান্ড কামের টুকুও নেই অথচ ছবি বানাতে চায় তাদের বলতাম আমরা আছি ফিল্ম টা স্ক্রিপ্ট ready কর।। এভাবে প্রত্যেক বছর ৫ টা শর্ট ফিল্ম এর DVD বের করি।। বিক্রি করি।। যা টাকা আসে সেটা দিয়ে পরের বছর আবার DVD বের করি।। এভাবেই ৩ বছরে ১৪ টা শর্ট ফিল্ম আর ২ টো ফিচার সাবজেক্ট নামিয়েছি ।। এ বছর-ও এই One Rupee Film Project এর পাশাপাশি শর্ট ফিল্ম এর DVD ও বের হবে ।।

    অনমিত্রর ধৈর্য হারানোর কারণ অর একার ওপর অনেকটা চাপ পরে গেছে।। আমি অর সাথে কাজ করলেও ৯০ ভাগ কাজ ওই করে।। তার ওপর অর বাবার চোখের অপারেসন থেকে শুরু করে ব্লগ লেখা, পেজ দেখা, fund raise করা, DVD -র শর্ট ফিল্ম গুলোর কাজ,, সেগুলো এডিট,, sound ,, music compose এগুলো সব কিছু ওই করে।।যার ফলে ও ঘেটে আছে।। আর ওর এই ধৈর্য হারানোর জন্য আমি দুঃখিত।।

    আরেকটা কথা নো-বাজেট ফিল্ম বিষয়ক তখন ২১ বছর বয়সী অনমিত্র-র পেপার টা ওই বিষয়ে বাংলা ভাষায় এবং ভারতবর্ষেও প্রথম academic পেপার।।খুজলে ওখানে নো-বাজেট ফিল্ম কি বা নো-বাজেট মানে যে বিনা খরচ এর ছবি নয় সেটা পাওয়া যেতে পারে।। অনমিত্রর মেন্টর তথা হেড ডিপ ওখানে ইন্ডিয়ান পার্ট নিয়ে কিছু লিখতে বারণ করেছিলেন এবং বলেছিলেন তত্বগত গ্রহণ যোগ্যতা তৈরী করতে, ফলত ডেমোক্রেটিক রেজিম জাতীয় বিষয় গুলো আনতে হয়।।ওই পার্ট তাকে ইগ্নোর করলেও চলে।।প্রথম দুটো অধ্যায় তে রেলিভেন্ট প্রশ্ন গুলো উত্তর রাখা আছে।।তবুও আরেকবার লেখা হবে।।

    @lcm দা,, আপনার কাছে ক্ষমা চাইলাম।। আপনার কথার উত্তর না দেওয়ার একটা কারণ নো-বাজেট নিয়ে ডিটেলে লেখা হচ্ছে।। সময় লাগবে।। তাই ভেবেছিলাম একেবারে লেখাটা পোস্ট করব।। কিন্তু মাঝখানে অনমিত্রর ধৈর্য হারানোর জন্য আমাকে আসতে হলো।।
  • sri | 127.194.0.246 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০০:০৮572802
  • ভুল করে পোস্ট হয়ে গেছে।। আবার লিখলাম।।

    কথা তো হবেই।।কথা না হলে হবে কি করে?!! যখন কাজটা crowdfunded তখন আমাদের দায়িত্ব প্রত্যেকের প্রত্যেকটা কথার উত্তর দেওয়া।।লোকজন তো জানতে চাইবেই আর জানতে চাওয়াটাই স্বাভাবিক বলে আমার মনে হয়।।একজন তখনি জানতে চায় যখন বিষয়টার ওপর তার আগ্রহ থাকে।।সব কিছু নিয়ে এত তারাতারি ধৈর্য হারানো ঠিক নয় অনমিত্র।

    ২০০৫ থেকে আমরা এই ফিল্ম পদ্ধতিটার ওপর রিসার্চ শুরু করি।।এর পেছনে একটা বড় লক্ষ্য ছিল।। সেসময় google এ নো-বাজেট লিখে সার্চ দিলে কোনো রেসাল্ট পাওয়া যেতনা।।আজ পাওয়া যায়।।এক নয় একাধিক।।আমরা কাজ শুরু করি মানে ফিল্ম বানানো শুরু করি ২০০৭ থেকে।।তার মধ্যে যদিও ডিগ্রী ফিল্ম ও আছে।।২০১০ থেকে ৫ টা short ফিল্ম এর dvd বের করি।। নাম দিই নো-বাজেট ফিল্মস ।। এখন যদিও কাশ্যপ থেকে শুরু করে রাম গোপাল ভার্মাও নাকি নো-বাজেট বানাচ্ছে।।আমরা যখন কাজ শুরু করি তখন কিন্তু এদের মুখে নো-বাজেট কথাটা শুনিনি।।হয়ত আমরা নেহাতই পকেটের খুচর দিয়ে ছবি বানায় বলে আমাদের নো-বাজেট নিয়ে কাজ শুরু করলেও নামটা এদের ফেটেছে পরবর্তিতে।।যতই হোক AK আর RGB বলে কথা!! বেশির ভাগ মানুষই তেলা মাথায় তেল দিতে পছন্দ করে।। আমরা কাজ থামিনি।।করে যাচ্ছি।।যা বলছিলাম এই পদ্ধতিতে ফিল্ম বানানোর অবশ্যই একটা উদ্দেশ্য ছিল দেখিয়ে দেওয়া যে পর্যাপ্ত টাকা না থাকলেও ছবি বানানো যায়।। অনেক ছেলে-মেয়ে আছে যারা অনেক ভালো কাজ করতে পারে কিন্তু টাকার অভাবে ফিল্ম বানাতে চাইলেও পারেনা।। আমরা সেই জায়গাটা কাটানোর জন্য কাজে নামি।। দরকার ছিল খালি একটা ক্যামেরার।।সেটা 2nd হ্যান্ড কেনা হলো।।আর edit , sound , VO , music ?!! এসবের জন্য টাকা লাগেনা।। কাজটা জানতে লাগে।। কম্পিউটার প্রত্যেকের বাড়িতেই থাকে।।দরকার ছিল কয়েকটা software এর।।সেটার জন্য piratebay ছিল।।এভাবে বাড়ির কম্পিউটার এ আমরা এডিট থেকে শুরু করে music compose করে ছবি নামাই।। আর যাদের ওই 2nd হ্যান্ড কামের টুকুও নেই অথচ ছবি বানাতে চায় তাদের বলতাম আমরা আছি ফিল্ম টা স্ক্রিপ্ট ready কর।। এভাবে প্রত্যেক বছর ৫ টা শর্ট ফিল্ম এর DVD বের করি।। বিক্রি করি।। যা টাকা আসে সেটা দিয়ে পরের বছর আবার DVD বের করি।। এভাবেই ৩ বছরে ১৪ টা শর্ট ফিল্ম আর ২ টো ফিচার সাবজেক্ট নামিয়েছি ।। এ বছর-ও এই One Rupee Film Project এর পাশাপাশি শর্ট ফিল্ম এর DVD ও বের হবে ।।

    অনমিত্রর ধৈর্য হারানোর কারণ অর একার ওপর অনেকটা চাপ পরে গেছে।। আমি অর সাথে কাজ করলেও ৯০ ভাগ কাজ ওই করে।। তার ওপর অর বাবার চোখের অপারেসন থেকে শুরু করে ব্লগ লেখা, পেজ দেখা, fund raise করা, DVD -র শর্ট ফিল্ম গুলোর কাজ,, সেগুলো এডিট,, sound ,, music compose এগুলো সব কিছু ওই করে।।যার ফলে ও ঘেটে আছে।। আর ওর এই ধৈর্য হারানোর জন্য আমি দুঃখিত।।

    আরেকটা কথা নো-বাজেট ফিল্ম বিষয়ক তখন ২১ বছর বয়সী অনমিত্র-র পেপার টা ওই বিষয়ে বাংলা ভাষায় এবং ভারতবর্ষেও প্রথম academic পেপার।।খুজলে ওখানে নো-বাজেট ফিল্ম কি বা নো-বাজেট মানে যে বিনা খরচ এর ছবি নয় সেটা পাওয়া যেতে পারে।। অনমিত্রর মেন্টর তথা হেড ডিপ ওখানে ইন্ডিয়ান পার্ট নিয়ে কিছু লিখতে বারণ করেছিলেন এবং বলেছিলেন তত্বগত গ্রহণ যোগ্যতা তৈরী করতে, ফলত ডেমোক্রেটিক রেজিম জাতীয় বিষয় গুলো আনতে হয়।।ওই পার্ট তাকে ইগ্নোর করলেও চলে।।প্রথম দুটো অধ্যায় তে রেলিভেন্ট প্রশ্ন গুলো উত্তর রাখা আছে।।তবুও আরেকবার লেখা হবে।।

    @lcm দা,, আপনার কাছে ক্ষমা চাইলাম।। আপনার কথার উত্তর না দেওয়ার একটা কারণ নো-বাজেট নিয়ে ডিটেলে লেখা হচ্ছে।। সময় লাগবে।। তাই ভেবেছিলাম একেবারে লেখাটা পোস্ট করব।। কিন্তু মাঝখানে অনমিত্রর ধৈর্য হারানোর জন্য আমাকে আসতে হলো।।
  • sri | 127.194.0.246 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০০:১২572803
  • আরেকটা কথা পাশে দাড়ানোর মানেই যে অর্থ দিয়ে সাহায্য করা এটা আমি মনে করিনা।। সুতরাং টাকা contribute না করলেও এমনিও পাশে দাড়াতে পারেন।। কাজটার সাথে থাকুন।।
  • aka | 178.26.203.155 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০০:১৮572804
  • আমি জানতাম নামটা অনমিত্র, অনামিত্র নয়। ঃ)

    শ্রীপর্ণা চলুক।
  • pinaki | 93.179.27.202 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০০:৪৮572805
  • শ্রীপর্ণা, একবারে পুরোটা লেখার চাপ না নিয়ে যখন যেমন সময় সুযোগ পাবেন লিখতে থাকুন এখানে। ইন্টারেস্টিং বিষয়। ভালো লাগছে জানতে।
  • aranya | 154.160.226.53 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০২:৫৬572806
  • শ্রী লিখছে দেখে ভাল লাগল। আরও ভাল লাগল lcm-এর কাছে মাপ চেয়ে নিয়েছে দেখে। একটা ভুল বোঝাবুঝির জন্য সরি বললে কারও কোন সম্মানহানি হয় না, বরং অনেক তিক্ততা এড়ান যায়।

    থ্যাংকু, শ্রী। একটু জ্ঞান দিয়ে ফেললাম, বয়স হচ্ছে, কিছু মনে কর না। আর, পিনাকি যেমন বলল, সময় পেলে লিখ এখানে, কিন্তু বেশি চাপ নিও না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু লিখে পোস্ট করতেই হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই।

    btw, ' টাকা contribute না করলেও এমনিও পাশে দাড়াতে পারেন। কাজটার সাথে থাকুন।' - এই স্পিরিট-টা ভাল লাগল। কিপ আপ দ্য গুড ওয়ার্ক।
  • ranjan roy | 69.161.28.235 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪২572807
  • অরণ্যকে ক।

    শ্রী এবং অনমিত্র,
    KEEP UP THE GOOD WORK!
    চাপ নিও না!
  • pagloosndg | 69.160.210.2 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ১১:০৮572808
  • আমি তো অমনিভাবেই পাশে থাকি, কারাগার্গা থেকে ওদের কাজগুলো নামিয়ে নিই।
  • Anamitra | 127.194.12.175 | ১০ মে ২০১৩ ০১:১০572812
  • প্রথম ঝলক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন