এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • One Rupee Film Project

    Twish
    সিনেমা | ১৭ সেপ্টেম্বর ২০১২ | ৬৪২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anamitra | 127.194.10.0 | ২০ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৫572747
  • KD মহাশয়, নো-বাজেট মানে নো-প্ল্যানিং তো একেবারেই নয়, বরং আরো বেশি প্ল্যানিং। কারণ আপনার হাতে যখন কিছুই থাকে না তখন আরো মেপে কাজ করতে হয়, তাই না?

    টার্ম টা নিয়ে বলি। বাজেট ব্যাপারটা যুক্ত হলো গিয়ে production এর সাথে। আর production মানে কিনা product তৈরী করা, যেটা মার্কেটে যাবে এবং revenue generate করবে। এখানে ওই invest-turn over মডেল টা কাজ করছে।
    নো-বাজেট এর ক্ষেত্রে ব্যাপারটা ঠিক এরকম নয়। এখানে যে টাকাটা আপনি/যে মেকার তার লিভিং কস্ট সেই টাকাটার মধ্যে ছবি বানানোর কথা বলা হচ্ছে। মানে আপনার বেঁচে থাকার খরচ, যেটা খরচ করার পর এক পয়সা ফেরত না এলেও আপনার কিছু এসে যাবে না। এবার এই টাকার অঙ্ক টা একেক দেশে, একেক সমাজে একেকরকম। Wikipedia বলে ৫০০০০ ডলারের নিচে সবই নো-বাজেট। আমাদের দেশে বসে অবশ্যই আমরা সেটা ঠিক বলে মনে করি না, অন্তত এই সময়।

    আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি।
    one rupee film এর ক্ষেত্রে বলব যে এটা crowdfunded তো বটেই, এবং এটা বিগেস্ট কোলাবরেটিভ নো-বাজেট ফিল্ম ও বটে। কারণ, আপাতভাবে কোনো রিটার্ন এর গ্যারান্টী ছাড়াই লোকজন ছবিটা বানানোর ব্যয়ভার বহন করছে, আজ অব্দি তাদের সংখ্যা প্রায় ১৫০।
  • aka | 178.26.203.155 | ২০ সেপ্টেম্বর ২০১২ ২৩:১৭572748
  • আমি এতে টাকা দেব না, কারণ

    ১। আমার ইন্টারেস্ট নেই।
    ২। অল্প টাকা পাঠাতেই পারি, কিন্তু অল্প টাকা পাঠানোর কোন সহজ উপায় নেই।
    ৩। আমি জানি না কাদের টাকা দিচ্ছি। তারা টাকা নিয়ে করবে কি? ধরা যাক ১ কোটি লোক ঠিক করল ১ টাকা করে দেবে। এতে ১ কোটি টাকা উঠল। কিন্তু সেই টাকা নিয়ে যে কেউ সরে পড়বে না তার কি গ্র্যান্টি?
    ৪। ধরলাম তাও না হয় হল কিন্তু যারা বলছে সিনেমা বানাবে তাদের আগের প্রোডাকশন কিছু আছে কি? আইডিয়া কেমন? এসব আমি কিছুই জানি না।

    এগুলো আমার নিজের বয়ানে লিখলেও র‌্যাশনালি আমার কি মনে হচ্ছে তাই বললাম। নো হাড ফিলিং প্লিজ।

    ব্যপারটার মার্কেটিং বেটার হতে পারে যদি যে ছবিটা বানাতে চলছে তার একটা প্রিভিউ করে বাজারে ছাড়া। টাকা দিলে আমি সব করতে পারির থেকে এই দ্যাখো আমার ক্যাপা এবারে টাকা দাও মালটা কমপ্লিট করি মনে হয় বেটার মার্কেটিং অ্যাপ্রোচ। ক্রাউড সোর্সিং বিগ থিং কিন্তু সবাই ঝাঁপাচ্ছে।
  • sri | 127.194.10.0 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০২:৫৯572749
  • @aka দা/দি,,
    ১) আপনার ইন্টারেস্ট নাই থাকতে পারে।। জোর-জবরদস্তির কোনো ব্যাপার নেই।। অন্তত তোলা এখানে তোলা হচ্ছেনা।।
    ২) অনেকেই আছেন যারা শুধুমাত্র ১/- পাঠিয়েছেন।। আজকাল কঠিন বলে কিছুই হয়না।। অন্তত যদি কেউ সহজ কে কঠিন ভাবে না দেখে থাকেন।।
    ৩) আপনি কি জানার চেষ্টা করেছেন?? এই-মুহুর্তে যে site - এ কথা হচ্ছে তাদের মেম্বার রা ব্যক্তিগত ভাবে চেনেন আমাকে,আমাদের কে।। জানেন আগে কি কাজ করেছি।। এক কোটি লোক যদি এক টাকা করে দেন আর আমরা সরে পরি সেই টাকা নিয়ে এরকম ক্যাপা যদি থাকত তাহলে chit fund এর ব্যবসা করতাম।। বড়বড় return এর লোভ দেখিয়ে অনায়াসে জবাই করতে পারা যেত।।
    ৪) বেশিদূর যেতে হবেনা।। খানিক ওপরেই আমাদের production এর গতবারের দুটো কাজ share করেছি।। একটা কাজ করতে খরচ হয়েছিল a round 'O' আরেকটা কাজে খরচ হয়েছে ৪০০/-।। আমাদের প্রত্যেক টা কাজই এরকম ভাবে স্বল্প মূল্যে বানানো।।কি করব?!! টাকা ছিলনা যে।। independent কাজ করব বলে এভাবে কাজ করি।। প্রত্যেক বছর 'little magazine মেলায় আর বইমেলায় ৫ টা short film এর dvd বিক্রি করি।। এভাবেই ৪ বছর ধরে ছবি বানানোর টাকা যোগার করে চলেছি আমরা।।

    টাকা পেলে কি কি করতে পারি তার বড় প্রমান টাকা ছাড়া যা যা করেছি ।। :)
  • kd | 69.93.243.187 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৩:৩১572751
  • ওরে ছোঁড়া, শেষ পর্যন্ত তুইও আমায় কেডি মহাশয় বল্লি!! হায় কপাল!!!
    ছিরি, "বর"কে একটু চাঁটি মেরে দিও তো আমার হয়ে।
    ঃ)))

    সিরিয়াসলি, বাড়িতে আয়, আমি কী বলতে চাই, মুখে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এমনিতেই লিখে ঠিক কায়দা করতে পারি না আর এই ইশেনের কল, প্রথমবার খেটেখুটে লেখাটা হাফিস করে দিলো, পরের বার আর অতো ধৈর্য ছিলো না - শর্টে মেরেছি।

    অরণ্য, বলো কতো দেবে, দিয়ে দেবো ওদের।
  • sri | 127.194.10.0 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৬:১৬572752
  • খ্যাক খ্যাক করে হেসে দিলুম।। আমার হেব্বি মজা লাগলো ব্যাপারটা।।
    KD মহাশয় আপনার বাড়িতে শীঘ্রই যাইবো।। :D :D
  • aka | 85.76.118.96 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৬:৪২572753
  • শ্রীপর্ণা, আমি তো তোমাদের চিনি, অনমিত্রর একটা ডকুমেন্টারিও মনে হচ্ছে দেখেছি। আবার বলি আমি ব্যক্তি আমার কথা বলি নি। বলেছি এইরকম ভাবে টাকা তুলতে গেলে যে জিনিষগুলো মাথায় রাখা উচিত। ভেবে দেখো নৈর্ব্যক্তিক ভাবে।

    আর তুমিও জানো আমি দা না দি। খামোকা / দেওয়ার দরকার কি? ঃ)
  • aranya | 78.38.243.161 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৭:৩৮572754
  • কাব্লি-দা, ২০০০ টাকা দিন ওদের প্রজেক্টে, আমার তরফে।

    ডিসেম্বর ২৯ - জানু ১১ অব্দি দেশে আছি, তখন আপনাকে দিয়ে দেব। আপনার সাথে দেখা না করে কলকাতা ছাড়ছি না - বাড়ীতে যাওয়ারই ইচ্ছে আছে, ভুতোকে দেখতে + আদর করতে চাই :-) ।
  • lcm | 34.4.162.218 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৭:৫১572755
  • ফিল্ম মেকিং ইস ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স ফর্ম অফ আর্ট - দু মিনিট বা দু ঘন্টা, ফিল্মের দৈর্ঘ্য যাও হোক। ব্যয়সাপেক্ষ তো বটেই।
    ঠিক আছে, অন্য সব কিছু বাদ দেওয়া যাক - অ্যাট দ্য মিনিমাম, একটা ক্যামেরা তো চাই - নাকি? না কিনলেও, ভাড়াও তো করতে হবে নাকি। কি করে যে "নো বাজেট" বলছ তোমরা?
    তারপরে ধরো এডিটিং, তার জন্যে একটি কম্পূটার... ইত্যাদি।
    যাই হোক, তোমাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
  • lcm | 34.4.162.218 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৮:০২572757
  • ক্যামেরা, ইকুইপমেন্ট্‌স, কম্পুটার, সফ্‌টওয়্যার (একমাত্র এইটা ফ্রি হতে পারে), সাউন্ড মিক্সিং, ডাবিং, এডিটিং, মিউজিক.... ব্লা, ব্লা, ব্লা....
  • aranya | 78.38.243.161 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৮:০৩572758
  • আকা-র পোস্ট-টা আমার এট্টু কড়া লাগল, মানে অপ্রয়োজনীয় ভাবে কড়া, বেশি ভেবেচিন্তে লেখেনি হয়ত, যার প্রমাণ ওর ২, ৩ আর ৪ নং পয়েন্ট।

    ২। অল্প টাকা পাঠানো - শ্রী একটা লিঙ্ক দিয়েছে আমার প্রশ্নের উত্তরে - খুলে দেখিনি এখনো, পে প্যাল আছে - এগুলোতে ফি লাগে বলে যদি কেউ ইউজ করতে না চায়, দেশের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের মাধ্যমে পাঠানো যায় - ইচ্ছে থাকলে উপায় আছেই, সহজ কিনা সেটা অফকোর্স সাবজেক্টিভ।

    ৩। এই পয়েন্ট-টা আউটরাইট আপত্তিকর। 'যখন সাহায্য দরকার হয়' টইতে যতবার বিভিন্ন জনের জন্য অর্থ সাহায্য চাওয়া হয়েছে, থিয়োরিটিকালি তার প্রায় সব ক্ষেত্রেই টাকা মারা যাওয়ার একটা নন-জিরো প্রবাবিলিটি তো আছেই। সেটা পয়েন্ট আউট করার কোন মানে নেই। ব্যক্তিগত চেনাশুনো, বন্ধুত্ব - যেটা শ্রী-ও বলেছে, ওদের গুরু-র কয়েকজনের সাথে আছে, যেমন পাই, কাব্লি-দা, বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে সেটাই যথেষ্ট হওয়া উচিত। না হলে, ওদের সাইটের মেম্বারদের সাথে কথা বলা যেতে পারে - মানে সত্যিই যদি কেউ খুব নিশ্চিত হতে চায়।
    তবে এ ব্যাপারে সেশ কথা বলে কিছু হয় না। আকা টাকা দেওয়ার পরের দিনই হয়ত অনামিত্র, শ্রী দুজনেরই মস্তিস্কে আলতো করে কিছু চেঞ্জ হল - আর ওরা বান্টি আউর বাবলি হয়ে গেল, তার একটা নন-জিরো সম্ভাবনা থাকবেই :-)

    ৪। এইটা সবচেয়ে দুর্বল পয়েন্ট - এই টইতেই ওদের আগের কাজের লিঙ্ক দেওয়া আছে + আকা নিজেও লিখল যে ও অলরেডি অনামিত্র-র ডকু দেখেছে !!!!!!!!
  • aranya | 78.38.243.161 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৮:১৫572759
  • যে গুরুচণ্ডালী-তে এই টই, তার গুরুভার বহনের জন্য-ও ব্যক্তিগত অর্থ সাহায্য করেছে লোকজন, ভবিষ্যতেও করবে - সেক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন ওঠে নি, টাকা মার যাবে এমন চিন্তায় মাথার চুল ছেড়ে নি কেউ, অন্তত ছিড়লেও এখানে লেখে নি।

    আবারও বলছি, এই ৩ নং পয়েন্ট-টা তোলার জাস্ট কোন মানে হয় না।
  • sri | 127.194.10.0 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:০০572760
  • @আকাবাঁকা-আঁকিবুঁকি,, সত্যি আমি জানিনা আপনি কে? জানলে এই ভুলটি সত্যি করতামনা।। :(
    আকাবাঁকা-আঁকিবুঁকি আমার এক সময়ের একটা ব্লগ এর নাম ছিল।।আমার আঁকা কিছু ছবি নিয়ে বানিয়েছিলাম।। যেহেতু সত্যি আমি আপনাকে চিনিনা (অন্তত 'aka নামটি কার সেটি আমি জানিনা ) তাই এই নামে ডাকলুম।। :)
    আপনার প্রত্যেকটি পয়েন্ট আমি মাথায় রেখে কাজ করব।। আসলে আগে কখনো অন্যের থেকে টাকা নিয়ে বা চাঁদা তুলে কাজ করিনি।। তাই অভিজ্ঞতা কম।।
    আমার আর অনমিত্র-র বাড়ির লোকজন ধরেবেঁধে আমাদের বিয়ে দিয়েছে কদিন আগে।।এই কাজটায় পর্যাপ্ত টাকা না উঠলে যে আংটি-দুটি দিয়েছে বাবা সেদুটিও বিক্রি করার ফন্দি করছিলাম।। এটা ধরতে পেরে আমার মাতাশ্রী সেটি কে কোথায় যে লুকোলো ভগাই জানেন।।আর অনমিত্র-র টি তার মা-র কাছে দিয়ে দিল।। সেই ফনদিটাও ভেস্তে গেল।। অনমিত্র-র গত ব্যান্ক ব্যালেন্স এই কাজটায় ঢেলে দিয়েছে।। যা হবে দেখা যাবে।। কিন্তু একটা ট্রাই তো নেবই।। আমরা শুধু ফেসবুক-এ বা সাইটে টাকা তুলছি তা নয়।। আমার পারার চারজন রিক্সাকাকু আমায় এই কাজটার জন্য (৫০/-+২০/-+১০/-+১০/-)=৯০/- আরেকজন অটোকাকু ভাড়া না নিয়ে উল্টে ১০/- দিয়েছেন।।এরাও আমাদের এই ছবির প্রদুসের।। অনমিত্র যে পান-বিড়ির দোকান থেকে বিড়ি সিগারেট কেনে সেই দোকানের বিশু দাও ২০/- দিয়েছে।। এনারা জানেন না কি নো-বাজেট কি লো-বাজেট।। এরা শুধু জানেন আমরা কাজ করতে চাই আর পয়সা নেই বলে চাঁদা তুলে কাজ করছি।। হরি কাকু বলেছে যে সিনেমার পোস্টার তার রিক্সায় লাগাতে পারি।। বিশ্বাস করুন জানিনা কজন দেখবে,, কজন প্রশংসা করবে,,কজন গালাগালি দেবে।অন্তত ছবিটার শেষে আমরা এটুকু জানতে পারব যে আমাদের এই ৯০ মিনিট-এর ফিল্ম টায় আমরা আমাদের নিংড়ে দিয়েছি।। তবে একটা কথা আমি জানি যে যা হবে face করবো পালাবোনা।। :)
  • sri | 127.194.10.0 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:০৪572761
  • aranya দা,, একটা iyaaaaaaaaaa বড় থেঙ্কু।। :)
    ভুতো-টাকে আমিও খুব আদর করেছি।। আমার জামার একটা বেল্ট আমি আজ খুঁজে পাইনি।। ভুতো খেলা করতে গিয়ে ছিড়ে দিয়েছিলো।। :D
  • pi | 127.194.1.247 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:১৮572762
  • তোদের ফিল্মের প্রোমোগুলোর লিংক ও এখানে দিয়ে দে না।
  • sri | 127.194.10.0 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:২৪572763
  • pi দি,, দিলুম।
    প্রথম promo :


    দ্বিতীয় promo :
  • cb | 213.91.201.56 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৬572765
  • শুরু হবে, সরি পড়া করি নি
  • cb | 213.91.201.56 | ২১ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৬572764
  • উটুব খোলে না :(

    ফিল্ম টার স্ট্যাটাস কি? শেষ নাকি শুরু হবে?
  • Anamitra | 127.194.10.0 | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:২০572766
  • @ICM

    আমরা নো-বাজেট বলেছি, নো-expense বলিনি। শুরু হযেছিল একটা ৭০০০ টাকার 2nd হ্যান্ড মিনি ডিভি দিয়ে। তারপর নিজের কিছু নিকটাত্মীয় সুত্রে প্রাপ্ত টাকা খরচ করে একটা HDV হ্যান্ডিক্যাম কিনেছি। আর এখন আমাদের পরিচিত যে কারুর কাছে গিয়েই ক্যামেরা ধার চাই। কেউ ই ফিরিয়ে দেয়না। আপনি 'স্মৃতি, মৃত জনপদ ' দেখুন, আশা করি কিছুটা বুঝতে পারবেন। একটা সুতোয় এটা বোঝানো মুস্কিল আছে। যখন যাদবপুরে এটা নিয়ে পেপার লিখতে গেছিলাম তখন আমার মেন্টর বিশ্বাস মশাই কে বোঝাতেও কম বেগ পেতে হয়নি। অবশেষে পেরেছিলাম, তাই পেপারটা হযেছিল।

    এডিট আমি নিজেই করি এসব কাজের, আমাদের ফোরাম এর লোকজন এর ক্ষেত্রে বিনে পয়সাতেই। কেউ কেউ নিজেরাই করে নেয়। ব্যাপারটা খরচ সংক্রান্ত যতটা তার চেয়ে অনেক বেশি ফিল্ম industry এবং তার সাথে সম্পর্ক বিষয়ক। একটা উত্তর একটু ওপরের দিকে দেওয়া রয়েছে। একটু দেখবেন প্লীজ।ধীরে ধীরে নিশ্চয়ই আপনাকে গোটা ব্যাপারটা বোঝাতে পারব। এর আগেও অনেকেরই ঠিক এরকমই প্রশ্ন ছিল। আজ বছর তিনেক পরে তারাই আমাদের হয়ে উত্তর দিয়ে দেয় কারুর মনে এরকম কোনো সংশয় দেখা দিলে।
  • Anamitra | 127.194.10.0 | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৪572768
  • @KDদা ,

    চিনিতে পারি নাই।
    নাক মলিলাম, কান মলিলাম।
    রাজারহাট হইতে ফিরিয়া থাকিলে জানাইও ।।। :P
  • lcm | 34.4.162.218 | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৬572769
  • ও, তাই বলো। তার মানে, নো কস্ট নয়, লো কস্ট লো বাজেট ফিল্ম। বেশ।
    অনেক কাল আগে একটা সিনেমা দেখেছিলাম - আধারশিলা - নাসিরুদ্দিন ছিল। এই রকম বিষয় নিয়ে।
  • Anamitra | 127.194.10.0 | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৬572770
  • @ICM

    লো বাজেট আর নো বাজেট এক জিনিস নয়। ধীরে ধীরে এসব ব্যাখ্যায় যাওয়া যাবে। আপাতত এটুকু বলা যাক যে Industry -র ভেতর লো বাজেট হয়, আর নো বাজেট টা হয় industry -র বাইরে। এগুলো লো বাজেট এর তুলনা তেও shoe -স্ট্রিং আর দুটোর মাস interaction এর পদ্ধতি গুলো আলাদা
  • kd | 69.93.246.203 | ২২ সেপ্টেম্বর ২০১২ ০৪:৫৫572771
  • ওকে, ক্ষমা করে দিলুম।
    রাজারহাট তো এক সন্ধের ব্যাপার - আর্সেলানের চাঁপ আর রঙীন জল।
    কবে আসবি? নতুন বরবউকে একটু দেখি। ঃ)
  • Anamitra | 127.194.6.92 | ২২ সেপ্টেম্বর ২০১২ ০৫:১২572772
  • @K দা,

    ল্যাপটপ টা খারাপ হযে গ্যাছে গো। বাবারও ছানি কাটা হলো। তাই কদিন বাড়িতেই আছি। তোমায় ফোন করে চলে যাব একদিন পরের হপ্তায়। ক্যামন?
  • ranjan roy | 24.97.106.28 | ২২ সেপ্টেম্বর ২০১২ ০৫:৩৩572773
  • কাবলিদা,
    আমার তরফ থেকে ৫০০/- দিয়ে দেবেন? ৩ অক্টোবরে আপনার বাড়িতে আসছি, তখন দেব।
  • aka | 85.76.118.96 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ০৭:৪৫572774
  • এই লিংকটি আগে দেখি নি।

    http://www.indiegogo.com/onerupeefilm

    দেখলে অনেক কমেন্টই করতাম না। তবে অরণ্যদা আমি রুডলি কিছু বলি নি, হয়ত একটু কড়া ভাষায় বলেছি। ঃ)
  • a x | 138.249.1.198 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:৩১572775
  • শ্রী, অনমিত্র, ইন্ডিগোগো কি নতুন? আগের উইশবেরিটা কি হল?
  • Anamitra | 127.194.6.181 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৭572776
  • @a x

    Wishberry -র সাথে দোসরা সেপ্টেম্বর অবধি চুক্তি ছিল। তারপর কার্ড এর মাধ্যমে কেউ টাকা পাঠাতে চাইলে যাতে পাঠাতে পারেন তাই Indiegogo তে পেজ টা করে রাখা হয়েছে আপাতত। আরো অন্য কোথাও ও পেজ হতে পারে পরে।
  • Anamitra | 127.194.6.181 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৮572777
  • রঞ্জন দা, অরন্য দা --- ধন্যবাদ :)
  • lcm | 34.4.162.218 | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১৬:২৬572779
  • ইন্ডিগোগো সাইটে তো লেখা রয়েছে - ... We need a total of 3500$ to complete the entire film... । এদিকে অনামিত্র বলছে নো-বাজেট। একটু কনফিউজিং না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন