এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মধ্যবিত্তের পিঠে আগুন : পাশ ফিরে শোবেন না নেভাবেন ? - এফডিআই বৃত্তান্ত

    ananyo
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১২ | ৪১৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.4.162.218 | ১১ অক্টোবর ২০১২ ১০:৪২575316
  • অসমে চায়ের দোকান নাই! এ তো ভালো কথা নয়। পচ্চিমবঙ্গে কিন্তু মোড়ে মোড়ে চায়ের দোকান, মেশিন টেশিন নাই।
  • প্পন | 190.215.39.6 | ১১ অক্টোবর ২০১২ ১০:৪৬575317
  • এমনকী রিটেলের স্বর্গরাজ্য এই কর্ণট প্রদেশেও দোসা আর কাপির দোকান রমরমিয়ে চলছে। ভিড়ের চোটে ভেতরে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায় না সময়বিশেষে।
  • init.d | 131.241.218.132 | ১১ অক্টোবর ২০১২ ১০:৫১575318
  • কে বল্ল মেশিন নাই? এইতো সেদিন বিষ্ণুপুর যাওয়ার পথে রাস্তার ধারে দোকানে লেখা ছিলো "কম্পিউটারে তৈরী চা ও কফি"। খেয়ে এলুম তো।

    ;-)
  • lcm | 34.4.162.218 | ১১ অক্টোবর ২০১২ ১০:৫৩575319
  • কম্পুটারে তৈরী চা! হে হে, এবার গেলে খেতে হচ্ছে।
  • kc | 204.126.37.78 | ১১ অক্টোবর ২০১২ ১০:৫৭575320
  • খাইসে, অসমে চায়ের দোকান উঠে গেছে? কবে থেকে?
  • | 24.96.106.237 | ১১ অক্টোবর ২০১২ ১১:০৩575321
  • মফস্বলে তো বটেই কলকাতায়ও চায়ের দোকান দিব্বি বর্তমান। ভোরবেলা হেঁটে আসার সময় কেরোসিন স্টোভ জ্বলার গন্ধ আর চা ফোটার গন্ধ মিশে দিব্বি ঘুম ভাঙিয়ে চাম্গা করে দেয়।
  • বলরাম হাড়ি | 24.96.26.150 | ১১ অক্টোবর ২০১২ ১১:২১575322
  • এই কেসটা আমার কাছে এখনও ক্লিয়ার নয়। রিটেল চেইন বনাম মম এন্ড স্টোরের কেসটা। ভারতের পরিপ্রেক্ষিতে। ভালো কোনো স্টাডিও দেখি নি। যা স্টাডি দেখেছি তাতে আগে থেকেই ভালো বা খারাপের একটা ধারণা নিয়ে স্টাডি করা হয়েছে। নইলে উপরের প্যামফ্লেটের মতো ভুলভাল তথ্যের সমাহার। আমার অঞ্চলে গত তিন বছরে একের পর এক রিটেইল চেইন বন্ধ হয়েছে এবং একের পর এক খুচরো দোকান খুলেছে।
  • প্পন | 126.203.159.243 | ১১ অক্টোবর ২০১২ ১১:২৮575323
  • কিরানা মানে কী?

    (মম এন্ড পপ স্টোরের হিন্দিতে দেখি এই শব্দটা ইউজ করছে। আগে ভেবেছিলাম কিনারা, কর্ণার স্টোরের মত। এখন দেখছি শব্দটা কিনারা নয়, কিরানা)
  • init.d | 131.241.218.132 | ১১ অক্টোবর ২০১২ ১১:৩২575324
  • কিরানা মানে মুদিখানা।
  • বলরাম হাড়ি | 24.96.26.150 | ১১ অক্টোবর ২০১২ ১১:৩৩575326
  • কিরানা স্টোর মানে মুদীর দোকান।
  • lcm | 34.4.162.218 | ১১ অক্টোবর ২০১২ ১১:৩৭575327
  • বলরাম ঠিক কইসে, স্টাডি কই।
  • pi | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১১:৪১575328
  • আগে কয়েকটা স্টাডি দিয়েছিলাম। সেগুলোতে কোন জায়গায় অসুবিধে আছে, একটু আলোচনা করা যেতে পারে।
  • lcm | 34.4.162.218 | ১১ অক্টোবর ২০১২ ১১:৫০575329
  • ডেটা আছে?
  • কল্লোল | 125.184.117.13 | ১১ অক্টোবর ২০১২ ১১:৫২575330
  • সুশান্ত।
    কি জানি বাপু। চায়ের/কফির ফুটপাথিয়া দোকান ব্যাঙ্গালোরে অজস্র। এমনকি সাইকেলে করে গাম্বাট ফ্লাস্কে চা/কফি বিক্কিরি হয় খোদ এমজি রোডের ফুটেও।
    আমার বাসার থেকে পাঁচ কিলোমিটারের গোল্লা টানলে, আমার জানা অন্ততঃ ২৫টি বৃহৎ কোং আউটালেট আছে। আর ছোট ও মাঝারী মুদি+স্টেশনারী দোকান আছে কয়েকশ। এইটা আমার গত ৭ বছরের দেখা। কেউ ওঠে নি। বড় ছোট মাঝারী কেউ না। বরম, ক্ষি ক্ষান্ডো দুটো মদের দোকান উঠে গেছে। একটা রিয়াল এস্টেটের ধাক্কায়, অন্যটায় একটা ফোটোর দোকায় হয়েছে।
    আমি আজ অবধি কাউকে বড় কোং আউটালেটের লাইনে দাঁড়িয়ে শ্লাঘা বোধ করতে দেখিনি। বিরক্তি দেখেছি। তার মধ্যে এক-আধটা কম্পু খারাপ থাকলে (যা মাঝে মাঝেই থাকে) তো কথাই নেই।

    বিবি।
    ভারসাম্য বদলাচ্ছে কি না তুমিই বলতে পারবে। আমার এখানে তো হেলদোল দেখি না। তোমার ওখানের গপ্পো বলো। আমি তো শিবাংশুর হাইদ্রাবাদের বাসায় যেতে আসতে প্রচুর ছোট/মাঝারী দোকান দেখেছি। আমার দেখা খন্ড দেখা। তুমি তোমার পাড়ার গপ্পোটা দাও।
    ভালো কথা। স্পারে মাছ? মানে ঢাউস রুই কাৎলা, মরা কই আর মরা শোল? আমরা লুরুতে জ্যান্তো শোল/কই/মাগুর, বেশ বড় পুঁটি, দেশী ও কন্নড মৌরলা পেয়ে থাকি। পার্শে, পাবদা গুড়জাওয়ালি ইত্যাদির কথা বাদই দিলাম - ও সব স্পারেও পাওয়া যায়।
    আর কাঁচা বাজার, তো তুমিই বল্লে, বাইরে থেকে করো। স্পার-টারে সবজি দেখলে নিজেকেই কেমন নেতানো মতো লাগে।

    ভর্তুকির গল্পটা আলাদা।
    এটা দারুণ পদক্ষেপ http://www.aajkaal.net/report.php?hidd_report_id=183025&show=21830259
    যদিও আবাপতে কোন খবর নেই।
    কিন্তু, আমার মনে হয়েছে একদম সঠিক পদক্ষেপ। কেন্দ্র যদি গ্যাসে ডিজেলে ভর্তুকি তুলে দেয়, তবে রাজ্যও রেল, বন্দর, বিমান বন্দরের বিদ্যুতে ভর্তুকি তুলে দেবে।
    লে প্পচা।
  • Amitayu | 132.162.18.116 | ১১ অক্টোবর ২০১২ ১১:৫৪575331
  • ডি ইন রিটাইল এর এক'টা বরো সমশ্যা হবে "প্রোকুরেমেন্ত" এর খেত্রে। আজকের দিনে বিশ্যের খাদ্য দ্রোব্যো মূল্য প্রোচোন্ড বেশি হোার পেছোনে প্রোধান কারোন প্রাইভেট কোম্পানি রা খাদ্য দ্রোব্য নিয়ে স্পেকুলাশন করছে।
    আমাদের দেশে সাপ্লাই চেইন ওদের কবলে এলে সেটা আরো বেরে যাবে।
  • ananyo | 127.214.15.169 | ১১ অক্টোবর ২০১২ ১১:৫৮575332
  • পলিসি ফর অল্টারনেটিভ আর মেক্সিকো এর তথ্যটা অনীক পত্রিকার 2nd লাস্ট edition এ ''খুচরো ব্যবসায় বিদেশী লগ্নি '' শীর্ষক লেখায় বেরোয় বলে জানালো। @যারা জিগ্গেস করলেন
  • কল্লোল | 125.184.117.13 | ১১ অক্টোবর ২০১২ ১২:০২575333
  • কি মুশকিল। অনীকের সূত্রটা কি?
  • ananyo | 127.214.15.169 | ১১ অক্টোবর ২০১২ ১২:০৫575334
  • খোজ নিয়ে জানাবো যিনি লিখেছেন তার থেকে। ওনার কাছে পত্রিকা তা আছে নিশ্চই। @kallol
  • ananyo | 127.214.15.169 | ১১ অক্টোবর ২০১২ ১২:০৮575335
  • আদত লেখাটা তো একটি লিফলেট।তাই মনে হয় ও তথ্যসূত্র দেয়নি। পত্রিকাটা খোজ নিয়ে দেখছি। @কল্লোল
  • ananyo | 127.214.15.169 | ১১ অক্টোবর ২০১২ ১২:১০575337
  • http://cpasindia.org/ এটা মনে হয় ওদের homepage
  • pi | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১২:১১575338
  • লসাগুদা, ছিল তো। দু তিনটে স্টাডি দিয়েছিলাম, আগের সুতোয়।
  • ranjan roy | 24.97.30.9 | ১১ অক্টোবর ২০১২ ১৩:১২575340
  • যদিও পাই সেদিন আমাকে দু'বার কফি খাইয়েছে তবু সইত্যের খাতিরে বলতে হচ্ছে ওর গত একবছর ধরে দেয়া সবগুলো স্টাডি রিপোর্ট ও সিনিমা দেখেও আমি মোটামুটি বলরাম হাড়ির অবস্থানে দাঁড়িয়ে।ঃ)))))
    পড়লেই মনে হচ্ছে যে কেমন যেন হাইপোথিসিসকে প্রমাণিত করার জন্যে সিলেক্টিভ ডেটা দেয়া হয়েছে। ক্রস-স্যাম্পলিং নেই, সেন্সিটিভিটি টেস্ট নেই।
    আর আমার বাড়ির পাশে বিগ বাজার খুলে গেছে। ওখান থেকে বিবি'র মত , মাসের কিরানার বড় অংশটা কিনবো। বাকি সব আচার্য্য পল্লীর পাশের খুচরো স্থানীয় দোকান থেকে।
    স্থানীয় দোকানদারেরা মনে হয় ভেতরে চিন্তিত, কিন্তু ভাঙলেও মচকাচ্ছেন না। কল্লোলের তর্কটা দিচ্ছেন-- সামান্য কটা জিনিসের জন্যে কে অতক্ষণ লাইনে দাঁড়াবে? সব আমার কাছেই ফিরে আসবে।
    আমার মনে আরেকটি সম্ভাবনার উদয় হচ্ছে। আমি স্থানীয় মুদি হলে গড়িয়া-গড়িয়াহাট না গিয়ে পাশের বিগ বাজার থেকে থোক দরে জিনিস কিনে একটু কম দামে স্থানীয় লোকদের বেচতাম, যাতে সামান্য মার্জিনের জন্যে ওরা বিগ বাজারে না যায়। আর তাতে যতটুকু লাভ কমত তা সাবসিডাইজ হত দূর থেকে থোক মাল কিনে আনার ট্রান্সপোর্ট ও মজদুরের ওয়েজ বেঁচে যাওয়ায়।
    কিন্তু বিগ বাজার বা মলের ফলে কিছু লাক্সারি বা সুপারফ্লুয়াস জিনিসের বিক্রি বা উপভোগের অভ্যেস বাড়বে।
    যেমন ছুটির দিনে কাছাকাছি গাঁয়ের ছেলেমেয়েদের ( এই যেমন ব্ল্যাংকিঃ))), প্লেজার ট্রিপ হিসেবে মলে এসে হল্লা করে সিসিস্ডিতে খাওয়া দাওয়া করা বা হলিউডি সিনিমা দেখা।
  • pi | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১৩:১৪575341
  • আগে এই প্রশ্নগুলো করেছিলাম, উত্তর পাইনি। আবার রাখলাম।

    http://www.thehindu.com/opinion/op-ed/article3897906.ece?homepage=true

    ...The Prime Minister has repeatedly projected FDI in retail as a boon for agriculture. Unfortunately, this is not true. Even in the U.S., big retail has not helped farmers — it is federal support that makes agriculture profitable. In its last Farm Bill in 2008, the U.S. made a provision of $307 billion for agriculture for the next five years. .

    Where is the justification for such massive support if big retail was providing farmers better prices?...

    The second argument is that big retail will squeeze out middleman and therefore provide a better price to farmers. This is again not borne by facts. In the U.S., some studies have shown that the net income of farmers has come down from 70 per cent in the early 20th century to less than four per cent in 2005...

    And finally, the argument that multi-brand retail will provide adequate scientific storage and thereby save millions of tonnes of food grains from rotting. I don’t know where in the world big retail has provided backend grain storage facilities?

    FDI is already allowed in storage, and no investment has come in. Let it also be known that even the 30-per-cent local sourcing clause for single-brand retail has already been challenged and quietly put in cold storage by the Ministry of Commerce....

    কৃষি, কৃষক নিয়ে এই পয়েন্টগুলোর বিরুদ্ধে যুক্তি কী কী ?
  • ডমরুঢক্কাপটকানন্দ | 131.241.218.132 | ১১ অক্টোবর ২০১২ ১৩:২৩575342
  • মলে গিয়ে হল্লা করার দিন শেষ। সাউথ সিটিতে নোটিশ পড়েছে - টিউশনি করা যাবে না, ল্যাপটপ নিয়ে কাজ করা যাবে না, গপ্পের বই পড়া যাবে না, নেট সার্ফিং করা যাবে না ইত্যাদি।
  • b | 135.20.82.164 | ১১ অক্টোবর ২০১২ ১৩:৩২575343
  • পাইয়ের দেওয়া লিংকঃ
    "net income of farmers has come down from 70 per cent in the early 20th century to less than four per cent in 2005."
    এটার মানে ঠিক বুঝলাম না।
  • pi | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১৩:৩৭575344
  • রঞ্জনদা আমাকে দারুণ দারুণ রালশাঁস খাওয়ালেও আমি একটু তক্কো করে যাবোই ঃ)

    বেশিনা। অল্পই। সব স্টাডি ই কি আগে থেকে হাইপোথেসিস ঠিক ক'রে নিয়ে ? মানে এটা তো বি স্কুলের স্টাডি, তাদের কী দায় পড়েছে ছোট দোকানীদের টেনে খেলানোর ? <http://www.scribd.com/doc/28833667/Project-on-Shopping-Malls>

    আমি কনক্লুশন নিয়েও কথা বলছিনা। স্টাডি ডিজাইনেও ভুল টুল থাকতে পারে। এর ২২ পাতা থেকে কিছু সার্ভে আছে, ছোট দোকানদারদের বক্তব্য নিয়ে। সেগুলো নিয়ে কী বক্তব্য ? এর আগে আরো দুটো স্টাডিতে অনুরূপ রেস্পন্স এসেছিলো দেখেছিলুম।

    আমাদের নিজেদের অভিজ্ঞতাগুলো আমরা বলছি, সেটা চোখে দেখে, আমাদের মনে হওয়ার ভিত্তিতে। সেই অ্যানেকডোট্সের একটা দাম তো আছেই। তো, এই স্টাডি তো তেমনি আরো অনেক অ্যানেকডোটস, আর সেটা শুধু আমাদের মনে হওয়া নয়, যাদেরকে নিয়ে মনে হওয়া, তাদের জিজ্ঞাসাবাদ ক'রে তাদের মনে হওয়াগুলোকেও লিপিবদ্ধ করা। এই কিছু লোকের এভাবে অ্যাফেক্টেড হওয়া কি হিসেবে আসবে না ? আমরা চোখে দেখছি, তাদের দোকান বন্ধ হচ্ছে না, এখানেও এরকম বন্ধ না হওয়া দোকানের কথাই বলা হচ্ছে, বন্ধ না হলেও কী হয়েছে।

    ডিঃ সর্বত্রই এমন হবে,এমন কোন ভবিষ্যবাণী আমি করছিনা। অনেক রকম ফ্যাক্টর আছে, থাকবে।
  • lcm | 34.4.162.218 | ১১ অক্টোবর ২০১২ ১৩:৪৪575345
  • হ্যাঁ, বুশ গভর্নমেন্টের সময় 2008 U.S. Farm Bill এ ২৮৮ বিলিয়ন পাঁচ বছরের জন্যে ফার্ম সাবসিডি পাশ হয়। এর সাথে সেফওয়ে বা ক্রোগার-এর বিশেষ সম্পর্ক নাই। ইউ এস-এর অন্য তথ্যটি - ৭০ থেকে ৪ - এর লিংক চাই, ঠিক পরিষ্কার নয়।

    বিগ রিটেইলের সাপ্লাই চেইনে চাষীদের উপকার হয় বই কি।
    দেশের এক প্রান্তে চাষীরা অতিরিক্ত উৎপাদিত ফসল (আলু) জলের দরে বেচে দেয় বা ফেলে দেয়। অ্যারাউন্ড দ্য সেম টাইম, দেশের আর এক প্রান্তে একই ফসলের আকাল হয় (খরা/প্রাকৃতিক কারণে) এবং বেশী দামে বিক্রি হয়।
    বিগ রিটেইলে - হুগলীর আলু ভুবনেশ্বরে যায়, ভুবনেশ্বরের স্টক চেন্নাই তে যায় ... ... সাপ্লাই চেনে দেশ জুড়ে খাদ্যের জোগান এবং চাহিদার ব্যালান্স রাখতে সাহায্য করে।

    বিগ চেইন না থাকলে নেব্রাস্কার গম/ভূট্টা, বা, ক্যালিফোর্নিয়া-র লেটুস বোস্টনে যাবে কি করে। সাব্সিডি দিয়েও কিস্যু হবে না। দেশ জুড়ে খাদ্যদ্রব্য-এর একই দাম রাখাও যাবে না।

    কিন্তু, ভারতে ইদানীং দ্রব্যমূল্যের কোনো কন্ট্রোল এমনিতেই নেই। লোক্যাল ট্রেডাররা ম্যানিপুলেট করে লোক্যাল মার্কেটে ইচ্ছেমতন দাম বাড়ায় কমায়। নেশন ওয়াইড প্রাইস কন্ট্রোল বলতে ছিল, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রেশনিং সিস্টেম - কল্লোলদার পোস্টে যা বুঝলাম, সেই ডিস্ট্রিবিউশন সিস্টেম ভোগে গেছে।

    এবার, যে কোনো প্রাইভেট এন্টারপ্রাইজের প্রফিট মেকিং স্কিমে - অবশ্যই রিস্ক থাকে, যে, দে ক্যান ডু এনিথিং টু মেক প্রফিট। কিন্তু, তার জন্যে চাই গভর্নমেন্ট রেগুলেশন। এফডিআই স্কিমেও এরকম কি সব ম্যানডেট আছে না, যে কত পারসেন্ট মাল লোক্যাল মার্কেট থেকে নিতে হবে... এসেট্রা।

    আগেও বলেছি, ওয়ালমার্ট, টার্গেট, সেফওয়ে, ক্রোগার --- রা যদি এতই এভিল হত, মানুষের রক্ত চুষে এদ্দিন থাকতে পারত না। কারণ, এদের কাস্টমার হল ৯৯%। এরা দুষ্টুমি যে একেবারে করে না তা নয়, তবে ইন জেনারেল ঠিকই আছে, সমাজের রক্ত চুষে ছিবড়ে করে দিচ্ছে না।
  • pi | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১৩:৪৫575346
  • আরেকটা প্রশ্ন, ওয়ালমার্ট এলে এই দেশীয় কোং গুলোর প্রতিযোগিতায় পড়ার কথা, সেটা নিয়ে আশা করি তর্ক নাই। তা, তাদের তো কোন আপত্তি উচ্চবাচ্যা শুনছিনা। তার মানে কি , তলে তলে একসাথে কিছু ... আর সেটা হলেও কি ছোট দোকানের উপর কোন প্রভাব পড়বে না মনে হয় ?
  • pi | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১৩:৪৮575348
  • ভারতের মতন দেশে যেখানে রেগুলেশনের কোন মা বাপ নাই, সেখানে, সেই কারণে ভয়টা অবশ্যই বেশি হয়।

    আর এরা যদি ব্যবসা করতে পারবেই না, এত বড় বড় ঘাঘু কোং ভারতে সেসব নিয়ে কোন স্টাডি না করেই এত টাকা ঢালতে চলেছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন