এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মধ্যবিত্তের পিঠে আগুন : পাশ ফিরে শোবেন না নেভাবেন ? - এফডিআই বৃত্তান্ত

    ananyo
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১২ | ৪১৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.4.162.218 | ১১ অক্টোবর ২০১২ ১৩:৫০575349
  • এখনও পর্যন্ত - স্পেন্সার, মেট্রো --- এদের জন্যে কজন ছোট দোকানদার পথে বসেছে? সংখ্যাটা আমি জানি না। এরাও কিন্তু বেশ কিছুদিন হল আছে। ইন ফ্যাক্ট, অনেক জায়গায় শুনেছি এরা উঠে গেছে, কিন্তু ছোট দোকানদারেরা টিঁকে আছে।
    ১৯৯০ সালে জনসংখ্যা ছিল ৮৪ কোটি, ২০১২-তে ১২২ কোটি। ন্যাচারালি মার্কেট বাড়ছে, ছোট বড় সবারই করে খাবার মার্কেট আছে।
  • pi | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১৩:৫৭575350
  • তালে এই সব লোকজন এখন এই আন্দোলনে নামছেন কেন ? শুধুই জুজুর ভয়ে? কিছু পলিটিকাল পার্টি উস্কাচ্ছে বলে ? আপাতত নানা মলের পাশে সবাই রমরমিয়ে আগের মতনই ব্যবসা করে যেতে পারছেন যখন , তাঁদের দেখে অন্তত নিশ্চিন্ত থাকলে পারেন।
    আমাদের কিছুই গায়ে লাগবেনা ( বরং সুবিধেই হবে), তাই ঐ কিছুই হবেনা, এটা বলে দেওয়া আমাদের জন্য হয়তো সহজ। কিন্তু যাঁরা অ্যাফেক্টেড হতে পারেন বলছেন, তাঁদের কথা এক কথায় উড়িয়ে দেবার জায়গাতে আমরা আছি কি ?
  • প্পন | 126.50.59.180 | ১১ অক্টোবর ২০১২ ১৩:৫৮575351
  • "আমার মনে আরেকটি সম্ভাবনার উদয় হচ্ছে। আমি স্থানীয় মুদি হলে গড়িয়া-গড়িয়াহাট না গিয়ে পাশের বিগ বাজার থেকে থোক দরে জিনিস কিনে একটু কম দামে স্থানীয় লোকদের বেচতাম, যাতে সামান্য মার্জিনের জন্যে ওরা বিগ বাজারে না যায়। আর তাতে যতটুকু লাভ কমত তা সাবসিডাইজ হত দূর থেকে থোক মাল কিনে আনার ট্রান্সপোর্ট ও মজদুরের ওয়েজ বেঁচে যাওয়ায়।"

    রঞ্জনদাকে জানিয়ে রাখি লুরুতে এইটাই চলছে গত চার বছর ধরে। বিশেষ করে শাকসব্জির ক্ষেত্রে। সেইজন্য একটু ব্যালা করে গেলে ফুডবাজার বা রিলায়ান্সে ন্যাতানো বাজে কোয়ালিটির জিনিস পড়ে থাকে।
  • প্পন | 126.50.59.180 | ১১ অক্টোবর ২০১২ ১৪:০২575352
  • আর মেক্সিকো বা ব্রাজিল বা চীন বা ইন্দোনেশিয়া এইসব দেশের স্টাডি ভারতের ক্ষেত্রে ফললেও ফলতে পারে।

    নিকারাগুয়ার মত ছোট আয়তন ও জনসংখ্যার উপর এফ্ডিআইয়ের কী প্রভাব পড়েছে সেইটা ভারতের বাজারে এক্সট্রাপোলেট করলে মুশকিল আছে।

    আমার ল্যালা জ্ঞানবুদ্ধি যা বলে। আর কিছু জানি না।
  • lcm | 34.4.162.218 | ১১ অক্টোবর ২০১২ ১৪:০৩575353
  • কলকাতায় এবং কিছু শহরে রিলায়েন্স যখন রিটেইল স্টোর খুলতে যায় তখন কিছু লোক ভাঙচুর করে, প্রতিবাদ করে। এরা কারা? এরা ভুক্তভোগী? স্টোর খোলার আগেই ভুক্তভোগী হল কি করে? এরা কি পলিটিক্যাল পার্টির চ্যালা চামুন্ডা।
    পলিটিসাইজ্‌ড হলে তখন গুলিয়ে যায়। তাই তো বলছি, গত দশ বছরে ঠিক এগজ্যাক্টলি কতজন স্পেন্সার, রিলায়েন্স, মেট্রো, বিগ বাজারের জন্যে পথে বসেছে সেই ডেটা না পেলে কিছু বলা মুশকিল।
  • ডমরুঢক্কাপটকানন্দ | 131.241.218.132 | ১১ অক্টোবর ২০১২ ১৪:০৬575354
  • এইখেনে একটা প্রবলেম আছে। একবার ভুক্তভোগী হয়ে গেলে আর বলার মত জায়গায় থাকবে না। ওই সেই তিনটে মাছের গল্প আছে না উপেন্দ্রকিশোরের বইতে...

    তবে কিনা স্টাডিটা দরকার। সেটা ওড়াচ্ছি না।
  • lcm | 34.4.162.218 | ১১ অক্টোবর ২০১২ ১৪:০৭575355
  • অপ্পোন ঠিক কইসে, অন্য দেশের ডেটা নিয়ে দুম করে চালালে হবে না। এই কোথায় দেখলাম তক্কো হচ্ছে, যে, ওয়ালমার্ট জার্মানি-তে সুবিধে করতে পারে নি, কিন্তু তারা যে আরো ২৬ টা দেশে সুবিধে করতে পারছে সেটা সেসময় বলা হচ্ছে না। এক্সেপশন দিয়ে তো হবে না।
  • প্পন | 126.50.59.180 | ১১ অক্টোবর ২০১২ ১৪:১৫575356
  • ইন্দোনেশিয়া নিয়ে একটা ডেটার উল্লেখ দেখলাম (ঠিক বা ভুল জানি না)। ঝিকি হয়ত কনফার্ম করতে পারবে (যদিও তাকে দেখি না বহুদিন)।

    ইন্দোনেশিয়াতে রিটেলে এফডিআইয়ের বাজার ১০০% খোলা। তাও এখনো ৯০% রিটেল ব্যবসা ছোট ব্যবসায়ীদের হাতে।
  • pi | 127.194.2.76 | ১১ অক্টোবর ২০১২ ১৪:২০575357
  • বন্ধ হওয়াই কি সব ? বিজিনেস মার খাওয়াটা কোন ব্যাপার নয় ?

    এটা বম্বের একটা ছোট স্টাডিঃ
    http://indiafdiwatch.org/fileadmin/India_site/EPW_study_on_impact_of_malls_on_retailers.pdf
    ।।।A small sample survey of the impact of malls on small shops and
    hawkers in Mumbai points to a decline in sales of groceries,
    fruits and vegetables, processed foods, garments, shoes, electronic
    and electrical goods in these retail outlets, ultimately threatening
    50 per cent of them with closure or a major decline in business.
    Only 14 per cent of the sample of small shops and hawkers has so
    far been able to respond to the competitive threat of the malls
    with the institution of fresh sales promotion initiatives..

    এটা আরো ছোট ( কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল অ্যানেকডোটসের চেয়ে হয়তো বেশি কিছু বলছে) , কোলকাতায় ঃ
    http://www.scribd.com/doc/28833667/Project-on-Shopping-Malls এটার ই ও ২০-২২ পাতা থেকে দেখতে বলেছিলুম।

    দিল্লি , এন সি আরঃ

    http://www.delhibusinessreview.org/V_9n1/v9n1g.pdf

    The above stated analysis of the researchers find that since malls are operating at large scale and due
    to their internal and external economies they are able to sell the grocery and vegetables at substantially
    lower cost, so it has been causing decline in the sales performance of small retailers.
    Hence, the first null hypothesis can partially be accepted because malls are not causing decline for
    every small retailer though they are creating a question for the survival of small retailers.
    l For second hypothesis as per the data published by centre for policy alternatives, these malls are
    probably the primary form of disguised unemployment and underemployment in the country as
    the displacement rate of labour is higher than of its placement.
    Hence, the second hypothesis is well accepted.

    শেষের স্টাডি টাকে কিন্তু বায়াসড মনে হয়নি। মল এলেই কীরকম কী রেগুলেশনের দরকার, সেগুলো নিয়েও কথা হয়েহ্চে। আগ্রহ থাকলে এটা একটু পড়ে দেখতে বলব।
  • pi | 127.194.6.220 | ১১ অক্টোবর ২০১২ ১৭:০১575360
  • এখানে FDI এর পক্ষে যে সওয়ালগুলো অরা হচ্ছে, র‌্যাদার বলা ভাল, আসলে ক্ষতি হবে, সেই পক্ষের যুক্তিগুলোকে যে পয়েন্টে কাটা হচ্ছে, সেগুলো ধরে ধরে এক জায়গায় আলোচনা করা হয়েছে দেখছিলাম। এখানে উঠে আসা দুটো পয়েন, যে ওয়ালমার্ট আর কিরানা স্টোর্স দুজনেই করে কম্মে খেয়ে থাকতে পারবে, আর কিরানা স্টোর্স গুলো স্থানীর ক্রেতাদের প্রয়োজন মিটিয়ে থাকে, অতএব বিগ রিটেইল চেইনকে ভালো প্রতিযোগিতা দেবে, সেগুলোকে কাউন্টার ক'রে প্রতিযুক্তিগুলো এখানে ১১নং পাতায় দেওয়া আছে।
    http://www.uniglobalunion.org/Apps/UNIPub.nsf/vwLkpById/870AFFCDCFFA1EE7C12579C00054892D/$FILE/FDI_REPORT.PDF

    এখানে দিতে পারলে ভাল হত, কিন্তু তোলা যাচ্ছে না। ধরে ধরে ওখানে বলা কথা আবার বলতে ল্যাদ লাগছে।
  • বলরাম হাড়ি | 24.99.244.254 | ১১ অক্টোবর ২০১২ ১৮:৪৪575361
  • সেন্টার অফ পলিসি অল্টার্নেটিভের আদি রচনাটি পড়লাম যার থেকে প্যামফ্লেটের পরিসংখ্যানের উদ্ভব। রচনাটিকে উন্নততর প্যামফ্লেট বলা যেতে পারে। যেটা বুঝলাম- কিছু পরিসংখ্যান জোগাড় করেছেন। তারপর ধরেই নিয়েছেন যে বড়ো রিটেইলার থাকলে ছোটো রিটেইলার উঠে যাবে। তারপর কষেছেন যদি উঠে যায় তবে কর্মসংস্থানের উপর তার প্রভাব কি হবে।

    "The largest retailer in the world ‘Wal-Mart’ has a turnover of $ 256 bn. and is growing annually at an average of 12-13%. In 2004 its net profit was $
    9,000 mn. It had 4806 stores employing 1.4 mn persons. Of these 1355 were outside the USA. The average size of a Wal-mart is 85,000 sq.ft and the average turnover of a store was about $ 51 mn. The turnover per employee averaged $ 175,000. In 2004 Wal-Mart had a 9% return on assets and 21% return on equity. By contrast the average Indian retailer had a turnover of Rs. 186,075. Only 4% of the 12 million retail outlets were larger than 500 sq.ft in size. The total turnover of the unorganized retail sector was Rs. 735,000 crores employing 39.5 mn persons.

    Let alone the average Indian retailer in the unorganized sector, no Indian retailer in the organised sector will be able to meet the onslaught from a firm such as Wal-Mart – when it comes. With its incredibly deep pockets Wal-
    Mart will be able to sustain losses for many years till its immediate competition is wiped out. This is a normal predatory strategy used by large
    players to drive out small and dispersed competition. This entails job losses
    by the millions.

    India has 35 towns each with a population over 1 million. If Wal-Mart were to open an average Wal-Mart store in each of these cities and they reached the average Wal-Mart performance per store – we are looking at a turnover of over Rs. 80,330 mn with only 10195 employees. Extrapolating this with the average trend in India, it would mean displacing about 4,32,000 persons.
    If large FDI driven retailers were to take 20% of the retail trade, as the now somewhat hard-pressed Hindustan Lever Limited anxiously anticipates, this would mean a turnover of Rs.800 billion on today’s basis. This would mean
    an employment of just 43,540 persons displacing nearly eight million persons employed in the unorganized retail sector."

    দ্বিতীয় প্যারাগ্রাফটা স্বতঃসিদ্ধের মতো ধরেই নেওয়া হয়েছে। তারপরে কিছু ব্যাক অফ দ্য হ্যান্ড হিসেব কষেছেন। নাহ, এটা না তো খুব একটা অবজেক্টিভ, না মেথডোলজিকালি সাউন্ড। ঐ আট মিলিয়ন বনাম চল্লিশ হাজারের চটজলদি ক্যাচিনেস্স প্যামফ্লেট রচয়িতাদের প্রলুব্ধ করেছে- এইটা বোঝা গেল।
  • aka | 178.26.203.155 | ১১ অক্টোবর ২০১২ ১৯:০৩575362
  • Name: বলরাম হাড়ি

    IP Address : 24.96.26.150 (*) Date:11 Oct 2012 -- 11:21 AM

    এই কেসটা আমার কাছে এখনও ক্লিয়ার নয়। রিটেল চেইন বনাম মম এন্ড স্টোরের কেসটা। ভারতের পরিপ্রেক্ষিতে। ভালো কোনো স্টাডিও দেখি নি। যা স্টাডি দেখেছি তাতে আগে থেকেই ভালো বা খারাপের একটা ধারণা নিয়ে স্টাডি করা হয়েছে। নইলে উপরের প্যামফ্লেটের মতো ভুলভাল তথ্যের সমাহার। আমার অঞ্চলে গত তিন বছরে একের পর এক রিটেইল চেইন বন্ধ হয়েছে এবং একের পর এক খুচরো দোকান খুলেছে।
    ---------------------------------------------------

    আমার এইরকম মনে হয়। যাদের রোজকার রোজ বাজার হয়, দিনের আয়ের ওপর ডিপেন্ড করে সেদিন পোস্ত কেনা হবে কিনা, তাদের পক্ষে এই বড় রিটেল শপে বাজার করা অসম্ভব। এই ধরণের মুদির দোকানে ইনফরম্যাল ক্রেডিটের চল সে কখনোই এই রিটেলরা দিতে পারবে না। পাড়ার দোকানে আশিষকে বললাম ওরে মাস কাবার হলে টাকা দেব, এই জিনিষ কক্ষণো ওয়ালমার্ট, রিলায়েন্সের পক্ষে করা সম্ভব না।

    যতগুলো স্টাডি দেখেছি, সবই আগে থেকে সিদ্ধান্তে পৌঁছে তারপরে ভ্যান্তারা। হ্যাঁ শহরে যেমন উল্টোডাঙায় বি আর চোপড়া না কার জানি একটা ইলেকট্রনিক্সের দোকান আছে সেটা উঠে যাবে, বাঁচা যাবে। অমন জালি দোকান দুটো নেই।
  • aka | 178.26.203.155 | ১১ অক্টোবর ২০১২ ১৯:৫৭575364
  • Name: সুশান্ত

    IP Address : 127.203.163.16 (*) Date:11 Oct 2012 -- 10:30 AM

    সত্যি আসামে চায়ের দোকান নেই? আসামে রিটেল আসার আগেই চায়ের দোকান উঠে গেল? এটা তো একদিনে হয় নি। একটু বলুন না। সিরিয়াসলি, কলকাতা তো তার আশেপাশের চেহারার সাথে এত পার্থক্য জানতে ইচ্ছে করছে ট্রানজিশনটা।
  • কল্লোল | 125.241.14.185 | ১১ অক্টোবর ২০১২ ২৩:১০575365
  • আর একটা কথা, হয়তো রাজনৈতিক অশুদ্ধতা হয়ে যাবে, তবুও।
    এই যে বলা হলো - সংঘবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে, বেশ, তা ভালো, কিন্তু কোশ্ন কিভাবে?
    সেটা আর কউ বলে না। ওয়ালমার্টে ঢিল/মলোটভ মারবো? না, পিকেটিং করবো? না, বয়কট করবো? না, সবটাই। নাকি শুধুই লিফলেট সার।
    আমি তো ৯০ থেকে যতো "সাম্রাজ্যবাদ" বিরোধী আন্দোলন দেখেছি, বেশীরভাগটাই লিফলেটে। অথবা একদিনের বাসে ওঠা নামা। নকুরা লিফলেট মারে মাকুরা বাসে ওঠা নামা করে। বড়জোর একটা মহতী সভা। ব্যস, যাও সবে নিজ নিজ ঘরে।
    কেউই পাড়ায় পাড়ায় মানুষকে বোঝতে যায় না, তর্কে জড়ায় না। গেটের সামনে দাঁড়িয়ে মানুষকে বলে না - হেথা নয়।
    এভাবে হয় না।
    বরং আজকের আজকালে দেখলাম মমতা পাল্টা হুমকি দিয়েছে, কেন্দ্রীয় সরকারী প্রতিষ্ঠানে ভরতুকিতে বিদ্যুত দেবে না।
  • pi | 127.194.15.10 | ১১ অক্টোবর ২০১২ ২৩:৩১575366
  • সময় পেলে এটা একটু দেখতে বলব।
    http://vimeo.com/9236956

    এটার সুবাদে কিছু ছোট দোকানীদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। ব্যবসা মার খাবার কথা অনেকেই বলেছিলেন।

    কল্লোলদা, এবার কিন্তু ছাত্রছাত্রীদের অনেক সভাই করতে দেখছি।
  • T | 24.139.128.15 | ১২ অক্টোবর ২০১২ ০০:২৫575367
  • পাই এর দেওয়া ভিডিওতে কলেজ স্ট্রীটে বর্ণপরিচয় মলটির ঘটনাটা দেখলাম। মল তৈরীর সময় ওখানকার ফুটপাথে যাঁরা দোকান দিতেন তাঁদেরকে টোকেন ইত্যাদি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুত ছিল যে নতুন মলে তাঁদের প্রত্যেককে বসার জায়গা দেওয়া হবে। বইপত্র কিনতে যেতাম, সেই সূত্রে কয়েকজন বই এর দোকানীর সাথে যোগাযোগ ছিল, তাঁরা এমনটাই বলেছিলেন। শেষমেশ দেখা গেল প্রত্যেককে কাটিয়ে দেওয়া হয়েছে। একটা অস্বাভাবিক দাম দেখিয়ে বলা হয়েছে ফেলো কড়ি মাখো তেল। বিগত বামফ্রন্ট সরকারের কীর্তি।
  • ddt | 135.20.82.166 | ১২ অক্টোবর ২০১২ ০০:৫১575368
  • FDI in Retail: Misplaced Expectations and Half-truths

    Sukhpal Singh

    Economic & Political Weekly December 17, 2011 vol xlvI no 51

    লাগলে বলবেন।
  • aka | 85.76.118.96 | ১২ অক্টোবর ২০১২ ০৬:২১575370
  • পড়ে হাসি পেল।

    কিন্তু গতিবাউ, আইসি কবে থেকে অতিবাম হল জানা আছে নাকি?

    http://www.anandabazar.com/12cal2.html
  • Ishan | 60.82.180.165 | ১২ অক্টোবর ২০১২ ০৭:৪৭575371
  • এটা কিন্তু হাসির খবর না। কলেজের ভিতর মাগনায় বারিস্তার দোকান। কেন?
  • aka | 85.76.118.96 | ১২ অক্টোবর ২০১২ ০৭:৫০575372
  • হাসি পেল কারণ বিপ্লবের কারণ সেসব নয়। বারিস্তায় কফি খেলে বিভেদ বাড়বে বলে।
  • Ishan | 60.82.180.165 | ১২ অক্টোবর ২০১২ ০৭:৫৯575373
  • আসলে একটা মূল সমস্যা তো এখানেই। ভদ্রভাষায় বললে যাকে রেগুলেশনের সমস্যা বলা যেতে পারে। এখানে হলদিরামের মালিক ফুটপাথওয়ালাকে সুপারি দিতে পারেন, কলেজে বিনি ভাড়ায় বারিস্তা আসন পাতে। একে তো আইন-কানুন সবই পয়সায় বা প্রভাবে কেনা যায়, তার উপর রেগুলেশন বলেই কিছু নেই। মোনোপলি আটকানোর আইনটির ক্কী অবস্থা সেও আর জানা যায়না।

    কেস খুবই গড়বড়ে।
  • aka | 85.76.118.96 | ১২ অক্টোবর ২০১২ ০৮:০১575374
  • এতে করে মনোপলি কোথায়? কফি হাউস উঠে গেল নাকি?

    আর এসব বহুদিন ছিল। প্রমোদও কিছু দিত না।
  • aka | 85.76.118.96 | ১২ অক্টোবর ২০১২ ০৮:০৮575375
  • কিন্তু প্রমোদদার ক্যান্টিন উঠে গেল নাকি?
  • Ishan | 60.82.180.165 | ১২ অক্টোবর ২০১২ ০৮:২০575376
  • প্রেসিডেন্সিতে একটা বারিস্তা বসিয়ে মোনোপলি কেন হতে যাবে? মনোপলি হল তো বলি নি। রেগুলেশনের অভাবের কথা বলছিলাম।
  • ব্যাং | 132.178.199.33 | ১২ অক্টোবর ২০১২ ০৮:২৫575377
  • প্রমোদদার ক্যান্টিন উঠে যাবে কেন? এই তো সেদিন ফেসবুকে তোর দুই ব্যাচ আগের সন্দীপ করের অ্যালবামে প্রমোদদার ক্যান্টিনে ওদের ব্যাচের রিউনিয়নের ছবি দেখলাম। অবিশ্যি প্রমোদদার ক্যান্টিনটা যা ঝাঁচকচকে হয়েছে, দেখে চিনতে পারি নি, শেষে প্রমোদদাকে দেখে চিনলাম।
  • aka | 85.76.118.96 | ১২ অক্টোবর ২০১২ ০৮:৩০575378
  • ভারতবর্ষে রেগুলেশন? কটা দোকান ট্যাক্সো ভরে? ভরলেও ১০০ টাকার সেল হলে দেখাবে ১০ টাকা আর ট্যাক্সো হবে তার ওপরে।
  • Ishan | 60.82.180.165 | ১২ অক্টোবর ২০১২ ০৮:৩৩575379
  • তক্কোটা এক্স্যাক্টলি কি নিয়ে? রেগুলেশনের অভাবের কথাই তো বললাম।
  • aka | 85.76.118.96 | ১২ অক্টোবর ২০১২ ০৮:৩৫575381
  • তক্কো কোথায়? আমিও তো তাই বলছি, রেগুলেশন বলে কিছুই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন