এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা সিনেমার স্বর্ণযুগে অভিনয়

    শঙ্কু
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১২ | ২৩৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শঙ্কু | 127.207.227.189 | ২৫ নভেম্বর ২০১২ ১২:০৫576505
  • রিদ্ধিদা, অসাধারণ বলেছেন।
  • hu | 105.59.86.22 | ২৫ নভেম্বর ২০১২ ১২:১৯576506
  • কৃশানু, জ্যোতিষ নামে টেলিফিল্মের কথা আমারও মনে আছে। অনেক ছোটবেলায় দেখা।
  • hu | 105.59.86.22 | ২৫ নভেম্বর ২০১২ ১২:২৬576507
  • শঙ্কু, নচিকেতা মন্তব্যটি করেছেন বলিউডের অভিনেতাদের সাথে সৌমিত্রের তুলনা করে। এই টই খোলা হয়েছে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তুলনা তো তাই চলেই আসছে। শুধু সৌমিত্রকে বা বাংলা স্বর্ণযুগের অভিনেতাদের নিয়ে আলাদা করে আলোচনা চললে ক্ষতি নেই। কিন্তু নচিকেতার মন্তব্য নিয়ে অভিমত জানতে চাইলে তুলনা তো আসবেই।
  • PT | 213.110.246.230 | ২৫ নভেম্বর ২০১২ ১৩:২০576508
  • পরিবর্তিত সময়ে পরিবর্তন-প্রত্যাশীরা খুব বিপদে আছে। গুন্ডা-পান্ডার অভাব নেই কিন্তু ঝুলি থেকে শুধু মাত্র বাঙালী মাপের অভিনেতা-পরিচালক বের করতে জেরবার হয়ে যাচ্ছে তারা। সংগ্রহে থাকার মত নাম হরনাথ চক্কোত্তি আর রঞ্জিত মল্লিক। আর একালের উঠতি খোকা ও সঙ্গে খুকি।

    জোর করে গৌতম ঘোষকে টেনে মঞ্চে তোলা হচ্ছে বটে কিন্তু গৌতম কতটা নির্ভরযোগ্য সেটা আবার অরণ্যের মত আবার পরিবর্তন হলে দেখা যাবে। বাকি রইল দীপংকর-সন্ধ্যা আর মাধবী। এদের বহুদিন হল দিন গিয়েছে। রঞ্জিত-দীপঙ্কর তো অভিনয় থেকে প্রায় সন্ন্যাস নিয়েছেন এবং এঁদের অভিনীত কটি ছবি পাবলিক মনে রাখবে সে বিষয়ে ব্যাপক সন্দেহ আছে। কিন্তু শিল্পীদের নীলামে ওঠানোর এই চড়া বাজারেও কয়েকজনকে কিছুতেই বশ্যতা স্বীকার করানো যাচ্ছে না-যেমন কিনা মৃণাল সেন, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত।

    আর এই গোলমালে শজারুর কাঁটা সৌমিত্র চাটুজ্জে। এখানে যা যা লেখা হয়েছে তা একাকাট্টা করলে দাঁড়ায় যেঃ

    সৌমিত্র অভিনয়ের কিস্যু বোzএন না কিন্তু সত্যজিৎ রায় এনার ওপরএই নির্ভর করেছেন সব চাইতে বেশী নেহাতই বদ-অভ্যাস ও কুসংস্কারের কারণে।

    সৌমিত্র মোট্টেই উত্তমের ধারে কাছেও যান না। এমনকি সংলাপটাও যান্ত্রিকভাবে বলেন। এতৎ সত্বেও সত্যজিৎ ছাড়াও অন্যান্য গর্দভ পরিচালকেরা সৌমিত্রকে দিয়ে প্রায় শ' দেড়েক বাণিজ্যিক ছবিতে অভিনয় করিয়েছে। এমনকি হাল আমলের দুজন নির্বোধ অলপবয়সী পরিচালক সৌমিত্রকে দিয়ে দুটি ইংরিজি ছবি, The Nowhere Son ও Life in Park Street-এ অভিনয় করিয়েছেন।

    আর অভিনয় যে লোকটা মোটেই জানেনা সে আবার থিয়েটারও করে। এবং বাণিজ্যিক থিয়েটার যেখানে মরে ভূত হয়ে গিয়েছে কব্বে সেখানে সৌমিত্র রমরম করে হাউস ফুল করে থ্যেটার করে যাচ্ছেন। রাজা লীয়ার তো বাদই দিলাম - সেটা এক্কেবারে zআ-তা। ছাড়িগঙ্গাতে আটাত্তর বছরের একটা না-অভিনেতা ঝাড়া দেড়-ঘন্টা বিরতি ছাড়াই স্টেজে দাঁড়িয়ে থাকে। তাও কিনা আগে থেকে টিকিট না কাটলে তপন থিয়েটারের মত একটা লঝ্ঝড় মার্কা হলে টিকিটও মেলে না।

    তারসঙ্গে কবিতা লেখা, সাহিত্য পত্রিকা সম্পাদনা, আবৃত্তি এবং বোঝার ওপরে শাকের আঁটির মত বাম্ফ্রন্ট পন্থী। তদুপরি আবার ফালকে-তাও বাম আমলে পেলে বলা যেত যে বাম সরকার জোরজার করে একটা ব্যবস্থা করে দিয়েছে।

    আর এ সবই হয়েছে অমিতাভ এবং শাহরুকের মত কোন পরিশ্রম, অনুশীলন আর নিষ্ঠা ছাড়াই!!!

    এইরকম একটা বাঙালীকে বাঙালী যদি গাল না দেয় তো কে দেবে? আর সেই বাঙালী যে কিনা দিদির আঁচলে আশ্রয় পাওয়ার জন্য বছর দুয়েক আগে "চল যাই স্বাধীন বাংলায়" গেয়েছিল। কচিনেতার ৭৮ বছর বয়সে আমার থাকার সম্ভাবনা নেই প্রায় -কিন্তু তার ৬৮-তেও যদি থাকি তখন খুঁজে দেখা যাবে যে কতজন বাঙালী তার গান শুনছে।
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ১৩:৩৬576509
  • উত্তমকুমার শুধু অভিনয় করেছেন, তাও শুধু সিনেমায়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে আইকন বানানো হয়েছে, সবেতেই তাঁকে চাই। স্টেজে বসে রবীন্দ্রনাথ থেকে লম্বা লম্বা প্যারাগ্রাফ পাঠ করে শোনাবেন, আর শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন - 'এই তো, এই তো তিনি, আমার এই হাতের কাছে, কেন আমরা তাঁকে দূরের ভাবি?' (এটা অবশ্যই ভগবানকে নিয়ে বলা হচ্ছে।)
  • siki | 24.140.82.133 | ২৫ নভেম্বর ২০১২ ১৩:৫৮576510
  • শঙ্কু সিনেমাদর্শক হিসেবে এখনও নাবালক আছে। একটু বড় হও, তারপরে আবার ফিরে দেখো, কেমন? :)
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ১৪:০৪576511
  • সৌমিত্র এক্সটেমপোর যা বলেন তার মধ্যে হিউমার কম থাকে। সিনেমার ডায়লগ ডেলিভারিতেও হিউমার জিনিসটা একটু কম ছিল কি?
  • cb | 99.231.114.21 | ২৫ নভেম্বর ২০১২ ১৪:৩১576512
  • কাল রাতে লেখার চেষ্টা করলাম পাষন্ড পন্ডিত নামটা মনে করতে পারছিলাম না কিছুতেই, এটাতেই কি ঐ সিনটা আছে যেখানে শ্মশানে দাহ করে ফেরার সময় দেওয়ালের বানান ভুল কারেক্ট করে দিচ্ছেন?

    হ্যাঁ ম্যাক্সিদি, হিউমার টা হয়ত একটু কম :)
  • PT | 213.110.246.230 | ২৫ নভেম্বর ২০১২ ১৪:৩৪576513
  • উত্তম স্টেজেও অভিনয় করেছেন সাবিত্রীর সঙ্গে শ্যামলী নাটকে। স্টেজেও তিনি (শোনাকথা) ভালই পারদর্শী ছিলেন।
  • siki | 24.140.82.133 | ২৫ নভেম্বর ২০১২ ১৪:৫২576515
  • সিবি, না। সেটা অগ্রদানী। সৌমিত্রর আরেকটা চরম অভিনয়। (আমার মতে :))
  • siki | 24.140.82.133 | ২৫ নভেম্বর ২০১২ ১৪:৫৩576516
  • নাকি পাষণ্ড পণ্ডিতই? গুলিয়ে গেল।
  • প্পন | 126.202.147.25 | ২৫ নভেম্বর ২০১২ ১৪:৫৪576517
  • জ্যোতিষ নিয়ে সেই অসাধারণ টেলিফিল্মটা আম্মো দেখেছিলাম।
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:০১576518
  • টইটা দেখে ভাবছিলাম সৌমিত্রর কীসের অভাব। আমার অবশ্য এদের সকলকেই এখনও ভালো লাগে। ছবি বিশ্বাস, পাহাড়ী সান্যাল, বিকাশ রায়, কমল মিত্র, কালী ব্যানার্জি, তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, অভী ভট্টাচার্য, উতপল দত্ত, রবি ঘোষ, অনিল চ্যাটার্জি, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি ..
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:০৪576519
  • সিবি, সিকি - ওটাই পাষন্ড পন্ডিত। অগ্রদানীর-র শেষ দৃশ্য জলের মধ্যে, যতদুর মনে পরে। আর অগ্রদানিতে তো মুর্খ ব্রাম্হন ছিল।
    জ্যোতিষটা সেই কোন ছোটবেলায় দেখেছি, কতদিন ধরে খুঁজে খুঁজে কোথাও পেলুম না, এমনকি সৌমিত্র-র wiki বা imdb বা calcuttaweb এর পেজে একটা উল্লেখমাত্র নেই।
  • rivu | 78.232.113.69 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:০৮576520
  • পিটি বাবু,
    দীপঙ্কর দে কি খারাপ অভিনয় করেন? আমার তো ভালই লাগে। আবহমানের জন্যে পুরস্কার না পাওয়ায় একটু অবাকই হয়েছিলুম। বাকিদের মতামত কি?

    সিনেমা, নাটকে অভিনয় একটা সাবজেক্টিভ ব্যাপার, কার কিসে মজে মন ভগাই জানেন। আমরা যারা অভিনয় করিনা, টিলা তো ছার, চুনোপুঁটিও নই, তারা গুচতে একটু আধটু পরনিন্দা পরচর্চা করতে পারি (উত্তম কুমার ম্যানারিজম ঋদ্ধ, সৌমিত্রবাবুর হিউমার কম ), কিন্তু নচিকেতার মত "সেলিব্রিটি" গায়ক যদি দুম করে একটা মন্তব্য করে বসেন, সেটার অভিঘাত থাকে একটা। নচিকেতার সুরের সেন্স তো ভালই মনে হয় (লিরিকের সেন্স মনে হয় বেশ সাধারণ)। উনি যদি বলতেন সুমন এর এই গানটায় সুরটা তেমন খেলেনি, বা রবি ঠাকুরের এই সুরটা বেশ ন্যাকা ন্যাকা, অবশ্যই চিন্তা ভাবনা করা যেত। কিন্তু জীবনে নাটক, সিনেমার পথ না মাড়িয়ে উনি পড়লেন সৌমিত্রর অভিনয় প্রতিভা নিয়ে। সময়টাও মোক্ষম, যখন সৌমিত্রবাবু সার্কাস ইত্যাদি বলে দিদির মনে দুঃখ দিলেন। এবং তুলনায় কে এলেন? শাহরুখ খান। সত্য সেলুকাস। এর পরেও মনে হবেনা, ব্যাপারটা সম্পূর্ণ রূপে "উদ্দেশ্যপ্রণোদিত"? আর ব্যক্তিগত আক্রমণ তো বটেই। নয়তো সিম্পলি বলা যেত উনি বাজে অভিনয় করেন। টিলা, পাহাড়, কারাকোরাম, এভারেস্ট এসব কিছুই আসতনা।

    মুস্কিল হয়েছে যে আমাদের "সেলিব্রিটি"দের জ্ঞানের পরিধি বড় ব্যাপ্ত হয়ে গেছে। এবং পাবলিকও খাচ্ছে নিশ্চই। নয়তো শুভাপ্রসন্ন ও সুবোধ সরকার নিউজ চ্যানেলএ রাজ্যে শিল্পায়নের গতিপথ নিয়ে আলোচনা করেন? ওটা তো ইকনমিস্টদের করার কথা (যথা অভিরূপ সরকার ইত্যাদি)। একদা দেখেছিলুম এই আলোচনার মাঝপথে শুভাবাবু সুবোধবাবুকে খিস্তছেন ও সুবোধবাবু তাঁর নামে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলছেন। মনে হয় এখন একটু specialized জ্ঞান দানের সময় এসেছে। আমাদের বুদ্ধিজীবিরা ভেবে দেখলে পারেন।
  • sosen | 125.242.158.103 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:১৫576521
  • থিয়েটার এ সৌমিত্রর কথা ভুললে চলে না,পরিচালক-অভিনেতা দুই রূপেই। কেউ ভুলবে ও না।

    মুখোশ
    বিদেহী
    নামজীবন

    বাবা-মা র মুখে, আর অল্পস্বল্প ছোটকেলে গ্রুপ থিয়েটারি ঘোরাঘুরির সুবাদে এই তিনটে নাটকের প্রচুর সুনাম শুনেছি।

    নিজেও দেখেছি, এতটুকু বয়েস থেকে-

    রাজকুমার
    নীলকন্ঠ
    টিকটিকি
    আত্মকথা
    তৃতীয় অঙ্ক অতএব
    রাজা লিয়ার
    ছারিগঙ্গা(এখনো দেখা হয়নি)

    এছাড়া কমার্শিয়াল স্টেজের প্রচুর কাজ।
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:১৬576522
  • আরেকটা কথা জানিয়ে যাই, যদিও ধৃষ্টতা হতে পারে। জ্যোতিষ, অগ্রদানী, পাষণ্ড পন্ডিত আর অশনি সংকেত এর চরিত্র গুলি অনেকটা একই রকম। ক্যান জানি না, আমার এগুলোর মধ্যে অশনি সংকেতের সৌমিত্রকেই একটু দুর্বল মনে হয়েছে। আবার সেটা এই কারনেও হতে পারে, যে প্রথম তিনটে সিনেমা আমি যে বয়সে দেখেছি (মা দেখত টিভিতে, আমি লুকিয়ে, ক্লাস সিক্সে এই সিনেমাগুলো দেখা বাড়িতে আপত্তিকর ছিল) সেই বয়সে গল্প আর রিয়ালিস্টিক অভিনয়ে মুগ্ধ হয়ে গেছি, অশনি সংকেত পরবর্তীকালে বহুবার দেখার সুবাদে হয়ত সেই সম্মোহন কথাও একটু কমে গ্যাছে।
  • শঙ্কু | 127.201.236.163 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:১৭576523
  • সিকিদা, আমার এতোটা অহিতচিন্তা করবেন না, প্লীজ। আশীর্বাদ করুন, এমন নাবালক যেন থাকতে পারি।
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:২৪576527
  • জ্যোতিষ/ জ্যোতিষী দেখিনি। আইএমডিবিতে জ্যোতিষী বলে একটা ছবির উল্লেখ আছে, ১৯৫৫-র ছবি, পরিচালক চিত্ত বোস। আর কিছুই লেখেনি।
  • sosen | 125.242.158.103 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:২৪576526
  • ওটা পাষন্ড পন্ডিত। যাতে শুদ্ধ ভাষায় কথা বলে পন্ডিত আর স্কুল চালায়। ওটা কি নারায়ণ সান্যালের লেখা??? শিওর?
    অগ্রদানী হলো তারাশঙ্করের গল্প নিয়ে, যেখানে শ্রাদ্ধের অগ্রদানী বামুন, নিজের ছেলেকে লুকিয়ে জমিদারের মৃত সদ্যজাতের সঙ্গে বদলে দেয়, আর শেষে সেই সন্তানের শ্রাদ্ধের অগ্রদান তাকেই নিতে হয়। পলাশ ব্যানার্জির পরিচালনা, সন্ধ্যা রায়, অনিল চ্যাটার্জি, প্রসেনজিত।
  • শঙ্কু | 127.201.236.163 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:২৪576524
  • অশনি সংকেত ঠিক আছে। কিন্তু অনেক চেষ্টাতেও কোনি বা অগ্রদানী তে শ্রীচট্টোপাধ্যায়ের অভিনয়ে মুগ্ধ হতে পারার সাবালকত্ব অর্জন করতে পারি নি।
  • sosen | 125.242.158.103 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:২৬576529
  • শঙ্কু ঠিক কিরকম সিনেমা বা কার অভিনয়ে মুগ্ধ হন একটু জানতে ইচ্ছে করছে? জানাবেন কি? মানে মাপকাঠিটা বুঝতে পারছিনা ঠিক।
  • Rit | 213.110.246.230 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:২৬576528
  • পাষন্ড পন্ডিত নারায়ন সান্যালের লেখা।
  • siki | 24.140.82.133 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:২৭576531
  • পাষণ্ড পণ্ডিত না সা-র লেখা। বইয়ের নাম প্যারাবোলা স্যার।
  • sosen | 125.242.158.103 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:২৭576530
  • এক্ষুণি বইটা খুঁজে পেলাম। ঠিক। :)
  • sosen | 125.242.158.103 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:৩১576532
  • না পাষন্ড পন্ডিত নামেই তো বইটা আছে আমার। সবুজের ওপর লাল হরফ। এইত সামনে।
  • siki | 24.140.82.133 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:৩৭576534
  • ও। তা হলে সিনেমার নাম প্যারাবোলা স্যার।
  • শঙ্কু | 127.201.236.163 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:৩৭576533
  • মাপকাটিটা আমিই ঠিক ধত্তে পারি না, সোসেন্দা। এই যেমন ধরুন, তুলসি চক্কোত্তির প্রায় সব চরিত্র, কাবুলিওয়ালায় ছবি বিশ্বাস। অথবা শ্রীমান পৃথ্বীরাজ-এ উৎপল দত্ত। আবার ব্ল্যাক-এ অমিতাভ, জন্নত-এ ইম্রান হাস্মী...। আর বলছি না, আমায় মারতে আসবেন সবাই।
  • siki | 24.140.82.133 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:৩৯576535
  • ইমরান হাসমী?

    না মারব না। :)

    সোসেন, আমিই ছড়াচ্ছি মনে হয়। পাষণ্ড পণ্ডিত আর প্যারাবোলা স্যার, দুটো আলাদা আলাদা বই না-সার। কিন্তু আলাদা করে গল্পগুলো মনে পড়ছে না কেন?

    http://en.wikipedia.org/wiki/Narayan_Sanyal
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:৪৬576537
  • ও সোসেন, তাহলে জিজ্ঞাসা করলেন কেন? ঘেঁটে যাচ্ছি! আমি মোটামুটি সিওর ছিলাম, কিন্তু কেউ একটু চেপে ধরলেই বলতাম নাও হতে পারে, ভুল করছি তাহলে। আজকাল সবেতেই তাই হয়! আর বইগুলো সব কল্যানী-কলকাতায় ভাগ হয়ে যাওয়ায় এত অসুবিধে হয়, মাকে জিগেস করতেও ইচ্ছে হয় না, তবে ইটা বোধ হয় লিব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম। রিত কনফার্ম করে সুবিধে হলো। আপনার কাছে যখন বইটা আছে, একটু দেখবেন সামনে লেখা আছে কিনা ঋত্বিক ঘটকের কাছ থেকে শোনা কোনো অল্প নিয়ে বইটা লেখা?
    মাক্সিমিন্দী, ১৯৫৫ এর হবে না। বৃদ্ধস্য তরুণী ভার্যা-র বৃদ্ধ সৌমিত্র। কুশল চক্রবর্তী তরুণী-র প্রেমিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন