এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা সিনেমার স্বর্ণযুগে অভিনয়

    শঙ্কু
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১২ | ২৩৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শঙ্কু | 127.201.236.163 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:৫৭576538
  • আমি নিজের ভালোলাগা চেপে গতানুগতিক কথা বলতে পারি না।
    বিশ্বাস করুন, জন্নত-এ ইম্রান হাস্মীর অভিনয় আমার ভালো লেগেছিল। নো আড়ষ্টতা, নো অতি-অভিনয়। ঐ চরিত্রটার জন্যে ঠিক যতটা দরকার, এতটুকু কম নয় এতটুকু বেশী নয়।
  • sosen | 125.242.158.103 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:৫৯576540
  • কৃশানু, আমারও ঘেঁটে যাচ্ছিল তাই একতলায় বইয়ের আলমারি দেখে এলাম। :)
    আচ্ছা একটু পরে দেখে বলছি -:) আবার চা খেতে নিচে নামব যখন।
    প্যারাবোলা সার বইটা আমার কাছে নেই। কেমন আবছা মনে হচ্ছে-এটা কি নাটক হয়েছিল? রেডিও বা টিভিতে?

    শঙ্কু , বুঝেছি। ব্যক্তিগত অভিমতে কারোর কিছু বলার থাকতেই পারে না। তবে, আমার ভালো লাগেনা, আর ভালো অভিনয় করেননা এই দুটো উক্তির মধ্যে একটু তফাত আছে।
  • sosen | 125.242.158.103 | ২৫ নভেম্বর ২০১২ ১৫:৫৯576539
  • কৃশানু, আমারও ঘেঁটে যাচ্ছিল তাই একতলায় বইয়ের আলমারি দেখে এলাম। :)
    আচ্ছা একটু পরে দেখে বলছি -:) আবার চা খেতে নিচে নামব যখন।
    প্যারাবোলা সার বইটা আমার কাছে নেই। কেমন আবছা মনে হচ্ছে-এটা কি নাটক হয়েছিল? রেডিও বা টিভিতে?

    শঙ্কু , বুঝেছি। ব্যক্তিগত অভিমতে কারোর কিছু বলার থাকতেই পারে না। তবে, আমার ভালো লাগেনা, আর ভালো অভিনয় করেননা এই দুটো উক্তির মধ্যে একটু তফাত আছে।
  • cb | 99.231.114.21 | ২৫ নভেম্বর ২০১২ ১৬:৪৬576541
  • কে জানে , কোনি আমার খুব ভালো লেগেছিল, হয়ত ছোটোবেলার মুগ্ধতা এখনো রয়ে গেছে

    ইনফ্যাক্ট সেদিন ও দেখলাম, আবার খুব ইন্সপায়ারিং লাগলো
  • | 24.99.207.206 | ২৫ নভেম্বর ২০১২ ১৭:০৪576542
  • উঃ সিকি আবার বেথে হয়ে গেছে। পাষণ্ড পন্ডিতের বইয়ের নামও 'পাষণ্ড পন্ডিত'। নারায়ণ সান্যাল। প্যারাবোলা স্যারও না-সারই লেখা। সে অন্য গল্প। প্যারাবোলা স্যারের ছেলে গাড়ী চাপা দিয়ে একজনকে মেরে ফেলে। কোর্টে কেস ওঠার পর উনি ছেলেকে বাঁচাতে মিথ্যে গল্প না বলে সত্যি কথা বলে দেন। ফলতঃ সংসারের সবার কাছে প্রায় ঘাড়ধাক্কাই খান।
    প্যারাবোলা স্যার-এ একটা অসম্ভব ভাল ডায়ালগ আছে, 'তোমরা অসীম সংখ্যা দিয়ে ভাগ করেছিলে তাই তোমাদের ভাগফল এসেছে শূন্য আর ও শূন্য দিয়ে ভাগ করে অসীম সংখ্যা পেয়েছে --- এই টাইপ কিছু। অবশ্য এটা বই। এর কোনও সিনেমা হয়েছে কিনা জানি না।
  • hu | 47.150.70.96 | ২৫ নভেম্বর ২০১২ ১৭:৪৭576543
  • অগ্রদানী সিনেমাটা দেখিনি। তবে সৌমিত্রের কোন সাক্ষাৎকারে পড়েছিলাম উনি নিজে অগ্রদানী নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ওনার মতে ঠিক কাস্টিং হয়নি।

    শঙ্কু, অমিতাভের একটি সিনেমা, ইমরান হাসমির একটি সিনেমার উল্লেখ করলেন। ওনার থেকে জানতে ইচ্ছে করছে সৌমিত্রের এত অজস্র কাজের একটিও ওনার ভালো লাগল না?
  • siki | 24.140.82.133 | ২৫ নভেম্বর ২০১২ ১৭:৫৬576544
  • বল্লাম তো ছড়িইচি।

    প্যারাবোলা স্যারও সিনেমা হয়েছিল মনে আছে।
  • Rit | 213.110.246.230 | ২৫ নভেম্বর ২০১২ ১৮:০০576545
  • টিকটিকি তেও তো বৃদ্ধ সৌমিত্র আর ওনার তরুনী ভার্যার প্রেমিক হলেন কৌশিক সেন। ক্লাইম্যাক্সটা পছন্দ না হলেও তুখোড় নাটক।

    নাসিরুদ্দিন শাহ আবার অমিতাভ বচ্চনের অভিনয় কে খুব একটা গুরুত্ব দেন না। ওনার মতে অমিতাভের সেরা রোলগুলো হৃষিকেশ মুখার্জীর সাথে। আমির খানের মতে ব্ল্যাকে অমিতাভের ওভার অ্যাক্টিং। আর শাহরুখ খান কারাকোরাম-২ হলে জটায়ুর বইটা মনে পড়ে যায়। 'কারাকোরামে ওরা কারা?'

    তবে গুরুতেই সৌমিত্র আর উৎপল দত্তের একটা তুলনামূলক আলোচনা পড়েছিলাম। সেই টইটা কেও টেনে তুলবেন?
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ১৮:১০576548
  • নচিকেতার বক্তব্যের সঙ্গে একমত নই। কিন্তু অষ্টাদশ কলকাতা ফিল্ম ফেস্টিভাল নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় যেটা বলেছেন সেটাই বা কতটা সমর্থনযোগ্য?
  • sosen | 125.242.74.1 | ২৫ নভেম্বর ২০১২ ১৮:১০576546
  • ব্ল্যাকের প্রথম দিক অমিতাভের ওভার অ্যাক্টিং, ভয়াল ভয়াবহ ওভার-একটিং লেগেছে আমার। কিন্তু সে আমার মতামত।
    সৌদাগর, আমার দেখা অমিতাভের ভীষণ ভালো ভীষণ ভালো ছবি।
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ১৮:৪৯576549
  • সৌমিত্র যদি ফেস্টিভাল পরিকল্পনার অন্যান্য aspect নিয়ে দুচার কথা বলতেন তাহলে ভালো লাগত। 'ইন-অগারেশন কেন স্টেডিয়ামে, এটা কি সার্কাস?' ইন-অগারেশন নন্দনে হলেও কি আর কলকাতার মুভি বাফরা আসতেন? ছবি দেখতেই বা তাঁরা কজন গেছেন। বিদেশিদের ব্যক্তিগত উপস্থিতি এবারে কম ছিল কিনা!
  • শঙ্কু | 127.201.236.155 | ২৫ নভেম্বর ২০১২ ২০:০৩576550
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের আমার ভালোলাগা ছবিঃ
    শেষ পৃষ্ঠায় দেখুন, সংসার সীমান্তে।
    এছাড়া সোনার কেল্লা, অশনি সংকেত, ঘরে বাইরে, সমাপ্তি খুব ভালো লেগেছে। কিন্তু তার কারণ সত্যজিৎ রায়, শ্রীচট্টোপাধ্যায়ের অভিনয় নয়।
  • কল্লোল | 111.63.119.70 | ২৫ নভেম্বর ২০১২ ২০:০৬576551
  • ফিল্ম অভিনয়ের শেষ কথা তিনজন। বলরাজ সাহানী, সৌমিত্র চট্টোপাধ্যায়, নাসিরুদ্দিন শাহ।
    এর মধ্যে উৎপল দত্তকে রাখলাম না। উনি ফিল্মে বোধহয় ইচ্ছে করেই একটু অতি করতেন। এটা উনিই পারেন - ইচ্ছে করে অতি অভিনয় করা। কারন অভিনয়টা উৎপল দত্ত খাওয়া-ঘুমের মতো করে ফেলতে পারতেন। শুনেছি পার-এ একসাথে শ্যুট থাকলে নাসির প্রতিটি শটের পর ওনার মত চাইতেন।
    সৌমিত্র ফেস্টিভ্যাল নিয়ে একটু অতি করেছেন। তা, বলে সুভাষ চক্কোত্তির প্রাক্তন চামচাটির ভাট বকা নিয়ে বাইট খচ্চা করা অতি অপচয়।
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ২০:১৩576552
  • 'If you can remember 20 years ago, people used to stand in queues in the wee hours of morning to see a film by Godard.' এটা খুবই সত্যি কথা। এবারে দেখলাম নন্দন-১ ও নন্দন-৩ এর সমস্ত আসন গেস্টদের জন্যে রাখা আছে। আর সেই গেস্টরা আসেনও না।
  • PT | 213.110.246.230 | ২৫ নভেম্বর ২০১২ ২০:১৯576553
  • চিরকালই তো জেনে এসেছি যে সিনেমাতে পরিচালকের ইচ্ছে-অনিচ্ছেই বাস্তবায়িত নয়। সোনার কেল্লা ইত্যাদির চরিত্রের অভিনয় তো নির্দেশকের ইচ্ছে মতই হয়। কথা হচ্ছে যে অভিনেতা পরিচালকের ইচ্ছে মত চরিত্রের জন্য অভিনয় বদলাতে পারে কিনা। সৌমিত্র নিশ্চয় সত্যজিতের প্রতাশা পুর্ণ করতে পেরেছেন-নাহলে সত্যজিতের তো সৌমিত্রকে অকারণে বিখ্যাত করে দেওয়ার কোন কারণ ছিল না।

    রিভু
    দীপঙ্কর বা রঞ্জিতের অভিনয় নিয়ে আমার বিশেষ কোন মতামত নেই। তবে বাংলার সমান্তরাল বা বাণিজ্যিক কোন ছবির পরিচালকরাই এঁদের দুজনের ওপরে খুব বেশীদিন ভরসা রাখতে পারেনি।
  • তাতিন | 132.252.251.244 | ২৫ নভেম্বর ২০১২ ২০:৩৬576554
  • আরে ২০ বছর আগে টরেন্ট বাল ছিল!
  • s | 130.59.225.109 | ২৫ নভেম্বর ২০১২ ২০:৪৮576555
  • কল্লোলদার সংগে একমত। নচীকেতার চামচাবাজি-মার্কা বক্তব্য নিয়ে কিছু বলাটাই নিজের ইনটেলিজেন্সকে তাচ্ছিল্য করা।

    অন্য সব কিছু ছেড়ে দিন। সৌমিত্রের মত স্পষ্ট বাংলা উচ্চারণ কজন অভিনেতা করতে পারেন।
  • ব্যাং | 132.167.99.46 | ২৫ নভেম্বর ২০১২ ২১:০৮576556
  • দমুরে ক্ক। সিকি, পাষন্ড পন্ডিত আর প্যারাবোলা স্যার দুটো আলাদা বই, আলাদা গল্প। দুটো ই নারায়ন সান্যালের লেখা।
  • ব্যাং | 132.167.99.46 | ২৫ নভেম্বর ২০১২ ২১:১১576557
  • প্যারাবোলা স্যার সিনেমা হয় নি। তবে ছোটোবেলায় শুক্কুরের রাতে নাকি শনি-রবির দুপুরে (ঠিক মনে পড়ছে না) রেডিওতে নাটক শুনেছিলাম।
  • sosen | 125.241.86.113 | ২৫ নভেম্বর ২০১২ ২১:১৯576559
  • আকাশবাণীতে, আকাশবাণীতে নাটক । এইবার মনে পড়েছে। অনেকবার রি টেলিকাস্ট হয়েছিল। ছোটদের নাটক হত যে! ব্যাং দি ঠিক বলেছে।

    দীপঙ্করের আবহমানে অভিনয় যে কোনো বিশ্বমানের ছবিকে পাল্লা দেবে, একা ছবির মান x3 করে দিয়েছেন। বললে হবে না।

    আমি অবিশ্যি এতক্ষণ বুঝিনি এইসব একশন রিয়েকশন আদতেই রিয়েকশনারি। পলিটিক্যাল কথাবার্তা দিয়ে এক্টরের মান যাচাই হচ্ছে বুঝলে মূল্যবান বাইট নষ্ট কত্তুম না। মাক্কালী।
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ২১:২২576560
  • 'সৌমিত্রর মত স্পষ্ট বাংলা উচ্চারণ কজন অভিনেতা করতে পারেন?' অনেকেই পারেন। আর তুলনাটা বাংলা ছবিতে সীমাবদ্ধ কেন?
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ২২:১৮576561
  • এরই মধ্যে একটা জিনিস পেয়ে গেলাম -- জ্যোতিষী টেলিফিল্ম পরিচালনা করেছিলেন দীপঙ্কর দে।
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:২৩576562
  • এটা কোত্থেকে পেলেন মাক্সিমিন্দী? কোনো লিংক আছে? জ্যোতিষী নিয়ে আর কিছু লেখা আছে? আমি পাগলের মতো আরেকবার দেখতে চাই সিনেমাটা আর দেখতে চাই সত্যিই সেই ছোটবেলার মতো ভালো লাগে কিনা। কিন্তু কে জানে, সত্যি সত্যি পেয়ে গেলে নাও দেখতে পারি।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:২৫576563
  • শংকুকে কুর্নিশ।

    ভাবনা ঠিক কি ভুল পরের কথা। কিন্তু পপুলার পাব্লিক ওপিনিয়নের উল্টোদিকে দাঁড়িয়ে নিজের মতামত অক্লেশে বলে দিচ্ছেন, অজনপ্রিয় হবার বা চাট খাবার ঝুঁকি নিয়েও, এ জিনিস গুরুতে বেশি দেখিনি।

    আপনার অনেক বক্তব্যই ঠিক মনে করি না। কিন্তু স্পিরিটটা খুব ভাল লাগল . ...
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:৩৫576564
  • বিলেতফেরত। এটাতেও সৌমিত্রকে বেশ লেগেছিল।
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:৩৬576566
  • কৃশানু আমি এইখানে পেয়েছি
    http://www.gomolo.com/dipankar-dey-biography/4481/670592

    আর কোথাও কিছু পাইনি। কেউ কনফার্ম করছে না।
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:৩৮576567
  • ঠিক ধরেছ প্পন।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:৩৯576568
  • বাংলা সিনেমার সবচেয়ে খারাপ সময় প্রবাবলি আশি নব্বই-এর দশক। কমার্সিয়াল সিনেমার মান যেমন ধড়াম করে পাতালে নেমে গেল, অন্যধরণের সিনেমাও তৈরী হল্না বেশি। আশির দশকে এটা সবচেয়ে সত্যি ..
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:৪১576570
  • আবার সেই কমার্সিয়াল ডায়রেক্টররাই, অনুপ সেনগুপ্ত বা স্বপন সাহা যখন দুহাজারের পর সিনেমা বানাতে আসে, হঠাত করে স্মার্ট হয়ে যায়। ডায়লগ, টেকনোলজি বা অ্যাকশন, সবেতেই।

    আশি নব্বইতে যারা ভ্যাদভেদে, দুহাজারের পর সেই তারাই বেশ ঝাঁ চকচকে। রহস্যটা কি? . ..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন