এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা সিনেমার স্বর্ণযুগে অভিনয়

    শঙ্কু
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১২ | ২৩৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 127.197.67.173 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:৫৩576571
  • প্রযুক্তি, ইন্টারনেট
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:৫৮576572
  • প্রযুক্তিতে ডায়লগ বেটার হয়না।

    আমি নিয়ম করে বাংলা কমার্সিয়াল দেখি। অঞ্জন দত্ত থেকে হালের সুজিত মণ্ডল রাজ চক্রবর্ত্তী, সব দেখা। ডায়লগ, স্ক্রিপ্ট, আইডিয়া এগুলো কোথাও একটা লাফ মেরেছে। সেটা ইন্টারনেটের অবদান নয়।

    টাকার কোনো ব্যাপার আছে মনে হয় । মানে অর্থনৈতিক স্ট্রাকচারের কিছু রকমফের। কি, এক্সাক্ট্লি জানি না ...
  • সিধু | 141.104.245.196 | ২৫ নভেম্বর ২০১২ ২৩:৫৮576573
  • সরি, অঞ্জন চৌধুরী
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৬ নভেম্বর ২০১২ ০০:০৫576574
  • আশির দশক শুরু হয়েছিল আকালের সন্ধানে দিয়ে। তারপর খারিজ, পরমা, গৃহযুদ্ধ, ফেরা, চরাচর, ঘরে বাইরে। নব্বইয়ের দশকে উনিশে এপ্রিল, যুগান্ত।
  • কৃশানু | 213.147.88.10 | ২৬ নভেম্বর ২০১২ ০০:০৭576575
  • কোনো পয়েন প্রুভ করার জন্য নয়। জাস্ট জানাই। নব্বই এর দশক আগন্তুক এর দশক :-)
  • riddhi | 118.218.136.234 | ২৬ নভেম্বর ২০১২ ০০:১৩576576
  • সিদ্ধার্থ ৮০-৯০ এর মেন্স্ট্রিম ছবির কথা বলছিলেন।
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৬ নভেম্বর ২০১২ ০০:২৩576577
  • মেইনস্ট্রীম আশির দশকে দাদার কীর্তি, ব্যাস।
  • rivu | 78.232.113.69 | ২৬ নভেম্বর ২০১২ ০০:২৫576578
  • সিদ্ধার্থ,
    সব মেনে নিয়েও এটা মেনে নেওয়া যাচ্ছেনা, ডায়লগ এর উন্নতি ঘটেছে। সেদিন একটা গান শুনলাম দু লাইন। "ভাই কে শালা বানাও"। এই যদি গানের লিরিক হয়, তবে আর ডায়লগ শোনার ভরসা থাকেনা বিশেষ।

    অত:পর, নবযুগের স্মার্ট বাংলা কমার্শিয়াল ছবি "হেমলক সোসাইটি"। পরমব্রত ও কোয়েল এর কথোপকথন।
    পরমব্রত: "পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে"
    কোয়েল: "আপনি আমায় পিপড়ে বললেন?"

    পুরো ব্যাপারটা অনেক বেশি ঝকমকে হয়েছে তার কারণ তো টাকা। ভেঙ্কটেশ ও অন্যান্য ফিনান্সিয়াররা বুঝেছেন যে টাকা ঢাললে ফেরত পাওয়ার চান্স আছে। সুতরাং আর যাই হোক, আশি নব্বই এর চেয়ে সিনেমা গুলি দেখতে ভালো হয়েছে।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ নভেম্বর ২০১২ ০০:৩৪576579
  • দাদার কীর্তি ৭৮ না?

    আশির দশক মেন্স্ট্রিম হল শত্রু। অঞ্জন চোউধুরীর হাত ধরে শুভংকর সান্যালের প্রতিবাদী চরিত্র কাঁপিয়ে দিয়েছিল মাঠ ময়দান।

    আর শেষ ভাগে এসে গুরু-দক্ষিণা।

    রিভু, ওরকম এক আধখানা সিনেমা দেখে বা বিচ্ছিন্ন কোনো লিরিক শুনে ব্যাপারটা বোঝা যাবে না।

    অঞ্জন চৌধুরী, বাবলু সমাদ্দার, স্বপন সাহা, হরনাথ, অনুপ সেনগুপ্ত, এই ৫ জন মুলত নব্বইয়ের মেন্স্ট্রিম কিং। একটু আলাদা দাঁড়িয়ে প্রভাত রায়।

    দুহাজারে অঞ্জন নেই, প্রভাত রায় খুব অনিয়মিত সিনেমা বানান। অনুপ সেনগুপ্ত বা স্বপন সাহার সিনেমায় অভূতপূর্ব টেকনোলজিকাল উন্নতি ঘটেছে।

    হরনাথ মেন্স্ট্রিম আর অন্যধারার মাঝামাঝি দোলাচলে ভুগে মেন্স্ট্রীমেই চলে গেছেন, কিন্তু সিনেমার কোয়ালিটি অনেক ভাল হয়েছে।

    বাবলু সমাদ্দার আর সিনেমা বানায় না।

    নতুন যারা এসেছে, রাজ চক্রবর্ত্তী, রবি কিনাগী, সুজিত মণ্ড্ল, প্রথম ও তৃতীয়জনের সিনেমার আইডিয়া, স্টোরিটেলিং, ডায়লগ, এসব দেখে ধাঁ হয়ে যেতে হয়।

    রবি কিনাগীর পারফর্মান্স খুব অনিয়মিত। কখনো ভাল বানায়, কখনো খারাপ।

    আর রাজীব বিশ্বাস একদম বাজে। পাগলু হতাশ করেছে। বিক্রম সিংহ ভাল ছিল কিন্তু তামিল সিনেমার টুকলি ..... .
  • ব্যাং | 132.167.99.46 | ২৬ নভেম্বর ২০১২ ০০:৩৯576454
  • দাদার কীর্তি ৮০।
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ নভেম্বর ২০১২ ০০:৪৬576455
  • ব্যাপারটা বোঝা যাবে তুলনা করলে।

    স্বপন সাহার নব্বই দশকের কাঁপানো সিনেমা বাবা কেন চাকর। সেই লোক দুহাজার চারে এসে প্রতিবাদ বানায়। প্রথম সিনেমার গল্পে বাবাকে ছেলেমেয়েরা দেখে না। মা মারা যাবার পর দাহ করার টাকা পাওয়া যায় না বলে মা-কে ঠেলাগাড়ির ওপর চাপিয়ে বাবা গান গাইতে গাইতে শ্মশানে নিয়ে যায়। দ্বিতীয় সিনেমার গল্পে ছেলে যখন বাবাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছে বাবা থাপ্পড় মেরে ঘাড় ধাক্কা দিয়ে উল্টে ছেলেকে বার করে দেয়। তারপর কোর্টে কেস করে মানসিক নির্যাতনের অভিযোগ জানিয়ে।

    এই বিবর্তন ফেলে দেবার না।

    হরনাথ চক্রবর্ত্তী শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছে নব্বইতে, সে এখন বানায় চলো বদলাই।

    সুজিত মণ্ডলের সাত পাকে বাঁধা। যেখানে নায়ক নায়িকাকে বলছে `বর রাত করে বাড়ি ফিরে আসলে বৌ-রা জেগে থাকে না খেয়ে। উল্টোটা কখনো দেখেছ? এগুলো আসলে মেয়েদের দমিয়ে রাখার খেলা `। বৌ বরকে প্রণাম করলে বর প্রশ্ন করে `তুমি আমায় প্রণাম করলে, আমি কেন তোমায় করতে পারিনা?`

    এই সুজিত মণ্ডল-ই স্বপন সাহার আঃসিসটান্ট ছিল, যে নব্বই দশকে সিঁদুর দিও না মুছে টাইপ সিনেমা বানাত ঃ)

    প্রযুক্তি বা টাকার বাইরেও, এই লাফগুলো ভীষণ ইন্টারেস্টিং। .

    .
  • Rit | 213.110.246.230 | ২৬ নভেম্বর ২০১২ ০০:৪৯576456
  • ৮০ র দশকে তো হিন্দী ছবিরও দুঃসময় চলছিল। বাপ্পী লাহিড়ীর সুর, মিঠুনদার অ্যাকশন। নব্বইয়ের দশকে যখন আমরা বড় হচ্ছি তখন সবাই আধুনিক সিনেমা কে অপসংস্কৃতি বলত। হলে যাওয়ার কথা হলে তওবা তওবা করত। এখন কিন্তু তা বলেনা। মেনস্ট্রীমের উন্নতি তো নিশ্চয়ই হয়েছে।
  • cb | 41.6.138.52 | ২৬ নভেম্বর ২০১২ ০০:৫৮576457
  • আর ঐ সময় মিউজিক ডাইরেক্টর ছিল বাবুল বোস :P
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৬ নভেম্বর ২০১২ ০১:১৪576458
  • আচ্ছা বুড়োদের অ্যাসোসিয়েশন নিয়ে একটা ছবি হয়েছিল, সৌমিত্র ছিলেন, কী নাম ছিল যেন ছবির?
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ নভেম্বর ২০১২ ০১:২৪576459
  • দুখানা সিনেমা আছে। তিন মুর্তি - সৌমিত্র মনোজ মিত্র রঞ্জিত মল্লিক

    বালিগঞ্জ কোর্ট-সৌমিত্র, মমতাশংকর, বিপ্লব চ্যাটার্জী ইত্যাদি .
  • সিদ্ধার্থ | 141.104.245.196 | ২৬ নভেম্বর ২০১২ ০১:২৫576460
  • আর প্রভাত রায়ের লাঠি সিনেমাটায় একটা বুড়োদের আড্ডা ছিল, সৌমিত্র যার মেম্বার ছিলেন। সৌমিত্র আত্মহত্যা করবে ছেলের কাছে অপমানিত হয়ে .
  • ম্যাক্সিমিন | 69.93.203.31 | ২৬ নভেম্বর ২০১২ ০১:৩০576461
  • লাঠি হতে পারে।
  • cb | 41.6.138.52 | ২৬ নভেম্বর ২০১২ ০৩:৫৬576462
  • নব্বই দশকের দুটো সিনেমা দেখে উঠলাম, দামু আর কাকাবাবু হেরে গেলেন। চমৎকার লাগলো
  • PM | 96.22.56.206 | ২৬ নভেম্বর ২০১২ ০৫:৩৪576463
  • কাকাবাবু হেরে গেলেন আমি দেখেছিলাম হলে অনেককাল আগে। আমি আর বাবা। মনে আছে ,সব্যসাচী সৌমিত্রের কাছে দাড়াতেই পারে নি। খুব দুঃখ পেয়েছিলাম। আপনার কেমন লাগলো cb?
  • aka | 85.76.118.96 | ২৬ নভেম্বর ২০১২ ০৬:২৯576465
  • সৌমিত্রর ঐ অদ্ভূত ম্যানারিজম ভালো লাগে না। যত বয়স বেড়েছে তত বেড়েছে।

    তবে আশির দশকে শত্রু এবং রঞ্জিত মল্লিকের একের পর এক বহু হিট ছবির কথা ভুলে গেলে হবে। আর ছিল বুম্বাদা যে কিনা ইন্ডাস্ট্রীকে নিজের কাঁধে বছরের পর বছর ধরে রেখেছে। গোপাল রে পালা গোপাল।
  • প্পন | 126.202.126.82 | ২৬ নভেম্বর ২০১২ ০৯:০৫576466
  • সিদ্ধার্থের কোস্নের উত্তরেঃ শূন্য দশকে তেলুগু ফিল্মের দারুণ দারুণ কপি পেস্ট হয়েছে। সেটাকে ঝাঁ চকচকে বললে ঠিক আছে। আর হয়ত গোটা দুয়েক বড় বড় প্রোডিউসার হাউজ এসেছ। তাও দক্ষিণের। তারা ঠিকঠাক টিম বানিয়েছে। এইসব আর কী।
  • তাতিন | 132.252.251.244 | ২৬ নভেম্বর ২০১২ ০৯:১১576467
  • ্সিধু, আমার মনে হয় পরিবর্তনটা আনন্দবাজার পড়েও এসেছে কিছুটা।
    তাছাড়া, প্রযুক্তি, ইন্টারনেট এসবের সঙ্গে ইলেকট্রনিক মিডিয়াও আসবে। লোকে খাস খবর-এ এক গল্প দেখবে আর সিনেমা হলে তার ১৮০ ডিগ্রি উলটো জিনিসের সঙ্গে আইডেন্টিফাই করবে এরকম নয়
  • সিধু | 141.104.245.196 | ২৬ নভেম্বর ২০১২ ১০:০৯576468
  • ব্যাপারটা মনে হয় এত সিম্প্লিফায়েড না। এ ব্যাপারে বিশদে বলব, টাইম করে। নেক্সট উইকে।

    ছবি বাই ছবি আলোচনা করতে হবে। কারণ ফিল্ম কপি আগেও হত। ব্যাপারটা পোস্ট ২০০০ শুরু হয়েছে এমন না। তামিল ফিল্ম নব্বইতেও কপি হয়েছে। আর বাংলার সব ফিল্ম কপি হয় এমনটাও না। ২০১২-র সবথেকে হিট ফিল্ম আওয়ারা। কপি নয়। রোমিও, কপি নয়।

    এনিওয়ে, ডিটেলসে পরে লিখব ...
  • প্পন | 126.202.126.82 | ২৬ নভেম্বর ২০১২ ১০:১৬576469
  • কপি ব্যপারটা একটা ফ্যক্টর। একমাত্র নয়। আর যে ইন্ডাস্ট্রি থেকে কপি হয় তাদের মানও তো বেড়েছে এই দুই দশকে।

    আর বাকিটা বড় প্রোডিউসার হাউস আসার এফেক্ট।
  • quark | 24.139.199.1 | ২৬ নভেম্বর ২০১২ ১৪:১৮576470
  • শঙ্কুর Date:25 Nov 2012 -- 11:51 AM এর পোস্টের প্রথম লাইনে - "ভাই, আমি সিনেমাশিল্পের বিশেষ কিছুই বুঝি না"। আর চার নম্বর প্যারায় উনি লিখছেন উত্তমকুমারের সিনেমা "দেখতে দেখতে পদে পদে তার সিনেম্যাটিক ত্রুটিগুলো নস্ট্যালজিয়ার পর্দা ভেদ করে বক্সিঙয়ের ঘুষির মতো আমার নাকে-মুখে পড়তে থাকে"।
  • de | 190.149.51.69 | ২৬ নভেম্বর ২০১২ ১৪:২৯576471
  • অথরিটি ছাড়া কারো মতামত তো ব্যক্তিগত মতামত! ব্যক্তিগত পছন্দ নিয়ে বাইট খচ্চা অর্থহীন -- উদাঃ কচিনেতা অ্যাবাউট সৌমিত্র, শঙ্কু অ্যাবাউট বাংলা সিনিমা!

    অভিনেতা সৌমিত্রকে নিয়ে এই কথাটুকু না বল্লে কচিনেতার সাক্ষাৎকার একটা লোকেও পড়তো? এরে কয় তমোগুণে ভজনা!
  • PM | 93.231.150.162 | ২৬ নভেম্বর ২০১২ ১৭:৩৩576472
  • de কে ক
  • শঙ্কু | 127.223.192.169 | ২৬ নভেম্বর ২০১২ ১৭:৪৪576473
  • @কোয়ার্কদা- আমি সত্যিই বুঝি না, কিন্তু, সিনেমা দেখতে দেখতে ঘুসি খাওয়ার ফিলিং হলে কি কত্তে পারি?

    @দেদা - সুতোর গতি তো পাল্টেই গেছে। সবাই দেদার নিজের পছন্দে বাইট খচ্চা করে তো যাচ্ছে। আপ্নিও কিছু করুন না। অন্তত উত্তমকুমারের অভিনয় নিয়ে কিছু বলুন। আমি কিছু বললেই তো আবার আমার পচন্দ নাবালক বলে সবাই বকা দেবে।
  • Kaju | 131.242.160.180 | ২৬ নভেম্বর ২০১২ ১৭:৫৯576474
  • কিন্তু আপনি তো প্রোফেসর শঙ্কু, পিকু তো নন। নাবালক হবেন কেঙ্কয়ে এই টাক মাথায়, পাকা দাড়িতে?
  • ম্যাক্সিমিন | 69.93.205.233 | ২৬ নভেম্বর ২০১২ ১৮:২০576476
  • গতকাল ৩.০৫ *তুলসী চক্রবর্তী হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন