এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাসায়নিক ভ্যা-ডে ও সোসেনের ধমক

    sosen
    অন্যান্য | ১১ ফেব্রুয়ারি ২০১৩ | ৭৮০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.4.162.218 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৯583544
  • ছেলেদের প্রেমে নিউরাল পাথ ওয়ে মা -শিশুর বন্ডকে বার বার মিমিক করে - এই ধারনার মূলে রয়েছে গ্রিক মিথোলজি আর ফ্রয়েড। অনেক পন্ডিত একে অ্যাবসার্ড মনে করেন -

    ... Freud is greatly respected and heralded as one of the greatest psychologists for his development of psychoanalysis.
    However, his belief that all people are affected by the Oedipus complex is more than a little absurd. According to Freud, every child beginning from birth has sexual desire for the parent of the opposite sex. Theoretically intriguing, not many actually believe it.

    Every person was once a child but how many remember desiring their parents? Not many, perhaps none at all.

    His ideas are an interesting topic of research and debate but carry little validity in today’s world of logic and science....

    আরো,
    ...The Oedipus complex has conventionally been viewed as a pseudo-scientific absurdity lacking even a modicum of empirical evidence needed in order for it to be considered a legitimate scientific theory...
  • lcm | 138.48.104.245 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২১583545
  • প্রসঙ্গত, NIH-এর এই লিংক থেকে -

    ...Imaging studies show that, in response to sexual stimuli, both men and women show increased activation in many similar brain regions thought to be involved in the response to visual sexual stimuli, including the thalamus, amygdala, inferior frontal lobe, orbital prefrontal cortex, medial prefrontal cortex, cingulate cortex,... .... etc.

    http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2739403/

    ছেলেদের প্রেম পেলেই ছোটবেলায় মায়ের কথা মনে পড়ে, বা, মায়ের কথা মনে পড়লেই প্রেম পায় - এমনটি নয়।
  • sosen | 24.139.199.1 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫০583546
  • না এমন তো নয়। শুধু প্রেমের সময় মস্তিষ্কের যে অংশ লাইট আপ করে, শিশু ও মায়ের বন্ডিং এও সেই একই অংশ লাইট আপ করে। ওটা ফ্রয়েডিয়ান ভার্স নয়।
    এছাড়া, কিছু পয়েন্ট, ১। নারী ও পুরুষের শরীরে বেশ কিছু হরমোনের রিসেপ্টর সংখ্যা ও লোকেশন আলাদা তাই হরমোন গুলোর কার্যকারিতা আলাদা আলাদা। তাই ছেলে আর মেয়েদের ওই পার্থক্যে অবাক করা কিছু নেই।
    ২। সেক্সুয়াল ডিজায়ার আর প্রেমের মধ্যে পার্থক্য আছে। রোমান্টিক লাভ কে বলা হয় ৩-স্টেজ ফেনোমেনন, যেটা জাস্ট ওয়ান স্টেজ যৌন ইচ্ছার থেকে আলাদা, ইউফোরিয়া। তবে ওই ভাবে দেখলে গোটা মস্তিষ্কেই তো ছড়িয়ে আছে ক্রিয়া প্রতিক্রিয়ার জাল। সে নারী হোক বা পুরুষ।
    ৩। ইহা লোকজনকে সলিটেয়ার , সিল্ক ও ভ্যা ডে তে উদ্বুদ্ধ করিবার উদ্দেশ্যে লিখিত। কাজেই হর্মোনায়িত প্রেম নিয়ে অভিযোগ করিবেন না। আপন আপন উপহার বুঝিয়া লউন।

    কুমুদিকে রেফ দেব। মেইল এ।
  • lcm | 34.4.162.218 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০১583547
  • ওহ, তাহলে তো সেরকম উপপাদ্যই নয়। মস্তিষ্কের এক অংশ লাইট আপ করে মানে এই নয় যে দুটি ঘটনা একে অপরকে প্রভাবিত করে।
  • Ekak | 69.99.230.125 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০২583548
  • "না এমন তো নয়। শুধু প্রেমের সময় মস্তিষ্কের যে অংশ লাইট আপ করে, শিশু ও মায়ের বন্ডিং এও সেই একই অংশ লাইট আপ করে। ওটা ফ্রয়েডিয়ান ভার্স নয়।"

    অভস্সই নয় । কিন্তু ইটা থেকে পুরুষেরা প্রথম প্রেম করার সময় মা কে মনে করে এই ইনফারেন্স টানা টা : বার্গ্লার এলার্ম লাগানো থাকলে আলমারি তে আমি হাত দিলেও বাত্তি জ্বলবে ,চোর হাত দিলেও বাত্তি জ্বলবে । অতয়েব আমি ই চোর । এরকম ভুলভাল সিদ্ধান্তে আসার সামিল ।
    সোসেন অবস্স্য সিদ্ধান্ত টানেন নি কথাও কোনো । ফ্যাক্টস গুলো পশাপাশি রেখেছেন । কিন্তু ওই যা হয় । মস্তিস্ক সরলরেখায় চলে ইঃ । কাজেই ওই বটপাতা ই না গিয়েই একটা অন্য প্রশ্ন জিগিয়ে রেখেছি । সময় সুযোগ হলে উত্তরাবেন ।
  • Ekak | 69.99.230.125 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৩583550
  • এল্সিয়েম

    এক্স্যাক্টলি !
  • Tim | 188.91.253.11 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৭583551
  • ভাবা যায়, সেরেফ হরমোনাল ইনস্পিরেশনে কত লোক বেঘোরে মরে গেল! সিগারেটের মত প্রেম নিয়েও বিধিবদ্ধ নিষেধাক্কা থাকা উচিত। জলে স্থলে সিনেমাহলে গোটা গোটা করে লিখে রাখা দরকার :-
    Don't fall in love. Love kills.
  • pi | 127.194.12.206 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৮583552
  • এলসিএম দা লিখে দিয়েছেন। কিছুটা একই বক্তব্য ছিল।
    যাহোক, সলিটেয়ার নিয়ে আমিও দেদির মতই ভ্যাবাচ্যাকা খেয়েছিলুম।
  • sosen | 24.139.199.1 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৯583554
  • আমি কখন বললাম দুটি ঘটনা একে অপরকে প্রভাবিত করে? কিন্তু নিউরোন ফায়ারিং একই রাস্তা ধরে গেলে পরের ঘটনাটির সময় প্রথম এপিসডিক মেমরি উঠে আসে, যেমন পরের প্রেমের সময় আগের প্রেমের স্মৃতিও উঠে আসে। প্রেমে পড়লে মা-কে মনে করে এ কথা কোথায় কয়েছি? কয়েছি- প্রথম প্রেমের স্মৃতির সাথে একমাত্র তুলনীয় মা-ছেলের বন্ডিং, কারণ দুটোই প্রথম এক্সপিরিয়েন্স তৈরী করে বলে ডিপ -এচিং ; এবং এক ই পাথ ফলো করে। মেয়েদের ক্ষেত্রে প্রথম প্রেমের ম্যাপিং পেরেন্টাল বন্ডিং পাথ ফলো করে না।মেয়েদের ক্ষেত্রে নার্সিসিজম, সুরক্ষার ফিলিংস, প্রশংসা এসব তুলনামূলক ভাবে কাছাকাছি। তবে ম্যাপিং এর ডেটা মেয়েদের কম ও।

    অমন সোজা সোজা ইনফারেন্স নেবেন নি! আমার হৃত্কম্প হয়!
    এককের প্রশ্ন টা ব্যাপক। আমি একটু পড়ে দেখছি। সময় দেওয়া হোক।
  • lcm | 34.4.162.218 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৫583555
  • আমি আরো জানতে চাই। মা-ছেলের বন্ডিং মানে কী? মা-মেয়ের বন্ডিং-এর সাথে তার তফাৎ কোথায়? মানে শিশু অবস্থায়।
    প্রথম প্রেমের স্মৃতি - আর - মা-ছেলের বন্ড ---- একই পাথ ফলো করে। এই পাথ ফলো - এর মানেই বা কী? জেমস বন্ড-এর গপ্পের থেকেও ধাঁধালো।
  • sosen | 24.139.199.1 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩০583556
  • ক্যানো? ক্যানো ? একটা সহজ সরল লেকা লিক্লুম, তাতেও ক্যানো আমায় এত টিকা লিখতে হবে - :( আর কবিতা ছাড়া কিছু লিখব না আমি এবার থেকে- :(
  • kumu | 132.160.159.184 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩১583557
  • পাই আর দে সলিটেয়ার জানতে না?ক্ষী-ই-ই--
    যাক,সোসেনকে থাংকু।

    বাকী সব বাদ্দিয়ে ঐ সলিটেয়ারের কথাটুকু এসেমেসিয়ে দিতুম কিন্তু থাগ্গে।তিনিও জিগাবেন সলিটেয়ার কোন বই না খাবারের নাম?
  • kumu | 132.160.159.184 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৪583558
  • আর আমি ভ্যাভ্যাডে উপলক্ষে লেখা সোসেনের কবিতা খুঁজে পাইনি।
  • sosen | 24.139.199.1 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৫583559
  • শুদু তুমি ক্যানো কুমুদি, আমিও পাইনি----
  • শিবাংশু | 127.201.163.253 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৯583560
  • বেশ, বেশ, কোন হর্মোন বেড়ে গেলে কোবতে ল্যাখার ইচ্ছে জাগে সে বিষয়ে কিছু হোক। ক্যানো পদ্যো ল্যাখার ব্যাপারে সর্দারজিদের থেকে প্যাংলা বঙ্গবীরেরা অ্যাতো এগিয়ে আছে, তার নিউরন পাথ ম্যাপিং বিষয়ে জানতে চাই।
  • শ্রাবণী | 127.239.15.101 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪২583561
  • আমরা তো স্কুল থেকেই ভ্যালেন্টাইন ডে জানি, আমার ক্লাসে একজন ছিল ভ্যালেন্টাইন নামে, তার জন্মদিন ওই দিনে।
    সোসেনের লেখাটা দিব্য। এখানে আসা থেকে ভ্যা ডে প্রতি বছর কনফারেন্সে কাটে (দিন ফিক্সড কিনা!), তাতে অবশ্য কারোর পৌষমাস!
  • lcm | 34.4.162.218 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৫583562
  • A diamond solitaire is a single diamond set alone in a distinctive setting that showcases the stone. Classically, it is quite large, and the stone may appear totally alone, or it may be surrounded with accent stones. Other types of gemstones may also be displayed in a solitaire setting, or used as accent stones with a large diamond.

    বোঝো! এদ্দিন সলিটেয়ার বললে একা একা খেলা যায় এমন একরকমের তাস খেলার কথা মনে হত।
  • sosen | 24.139.199.1 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫১583563
  • এই যে এলসিএম দার জন্য।
    এইটা ধরুন গে জেনারাল নিউরাল পাথওয়ে।



    পাওয়ার লাইনের মত, এক ব্রেইন রিজিয়ন থেকে আরেক ব্রেইন রিজিয়ন এ যায়। নিউরন দিয়ে তৈরী, সিগন্যাল ট্রান্সমিট করে।

    এবার ঐটাকে জটিল করে নিন। অনেক লাইন, অনেক ইন্টারকানেকশন। য্যামন ধরুন এইটা সেরোটোনিন পাথওয়ে। সেরোটোনিন বাড়লে এই পথ ধরে নিউরাল সিগন্যাল যাবে। কোথাও গোলযোগ হলো, কি ডিপ্রেশন।



    এবার তাকে আরো জটিল করুন। ধরা যাক মা শিশুকে দুধ খাওয়ানোর সময় গোটা চারেক নিউরোট্রান্সমিটার তৈরী করেন। তার প্রতিটা এক এক রকম পাথওয়ে ফলো করে। সেগুলো আবার এক এক জায়গায় ক্রস করবে এক এক জায়গায় দূরে যাবে, একটা নেটয়ার্ক বানাবে। সেইটা হলো বিহেভিয়ারাল পাথ ওয়ে।

    এবার fMRI করে দেখা যায় কোথায় কোথায় ফায়ারিং হচ্ছে। তার সাথে হরমোন ম্যাপিং মিলিয়ে দেখা যায় ওখানে কিকি হরমোন কাজ করতে পারে। ইত্যাদি।

    :( এর চে সোজা করে লিখতে পারিনে, যদিও সন্দ হচ্ছে এলসিয়েম দা আমার ঠ্যাং টানছেন-
  • kumu | 132.160.159.184 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৩583565
  • সোসেনের লেখাটা কী এই সময়েও বেরোবে?অবশ্যই পরিমার্জিত/বর্ধিত আকারে?
  • lcm | 34.4.162.218 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৬583566
  • থ্যাংকু।
    কিন্তু দুটি ভিন্ন নেটওয়ার্ক অর্থাৎ বিহেভিয়োরিয়াল-পাথওয়ে -- এর মধ্যে মস্তিষ্কের কমন কোনো জায়্গা দিয়ে পাস করতে পারে না?
  • sosen | 24.139.199.1 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০৫583567
  • পারে, এবং করতেই হয়। নেটওয়ার্ক গুলি ওভারল্যাপিং। কিন্তু identical নয়।
  • ব্যাং | 132.167.126.216 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০৯583568
  • অ সোসেন,
    কী খাওয়ালে সলিটেয়ার কিনে দিতে প্রবল ইচ্ছে হওয়ার হর্মোনটা হু হু করে বইতে থাকে?
  • কারিয়া পিরেত | 131.241.218.132 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১০583569
  • ইস্‌ মাগো, এদের হাতে কত রক্ত।
  • ব্যাং | 132.167.126.216 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৪583570
  • এই যে কারিয়া পিরেত, যেমনি স্বভাব, তেমনি নাম! ঢং!!!
    বলি সেক্টর ফাইভ থেকে তো অঞ্জলি জুয়েলার্স বেশি দূরে নয়। সলিটেয়ার না হোক, একটা চোখের বালি নেকলেস কিনে তো বাড়ি ফেরা যায়, নাকি? তাতে তো আর রক্ত নাই।
  • শ্রাবণী | 134.124.244.107 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৯583571
  • ব্যাং, এখন কি আর হর্মোনে হবে, সে দিন গেছে। খুন্তি বেলনচাকী এসব ট্রাই করে দেখলে হত না?
  • কারিয়া পিরেত | 131.241.218.132 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:২০583572
  • আমি ভ্যা ডে নামক প্রবল কনজিউমারিস্ট মানসিকতায় আমার বিশ্বাস নাই, কোনোকালে ছিলোও না। তদুপরি, উক্ত দিবসটি আমার কাছে অন্য কারণে ইম্পর্ট্যান্ট।
  • ব্যাং | 132.167.126.216 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:২৫583573
  • হায় শ্রাবণী, যখন হর্মোন ছিল, হর্মোনের প্লাবন বইত, তখন ভ্যা ডে কী জানা ছিল না। আজ যখন জানার ভান্ডার পূর্ণ, তখন হর্মোনের মিটসেফ খালি। এ কী রসিকতা!!
    এদিকে গয়নার লোভ তো মরতে মরতেও মরে না!
  • TGKaju | 131.242.160.180 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৩583574
  • গয়নায় 'না' আছে, কিন্তু না নেই !
  • হর্মোন | 69.160.210.2 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৫583576
  • কী খাওয়ালে সলিটেয়ার কিনে দিতে প্রবল ইচ্ছে হওয়ার হর্মোনটা হু হু করে বইতে থাকে?

    - এর একটা অবভিয়াস উত্তর হয়, কিন্তু বিভিন্ন মারকুটে পরিমন্ডলে সেসব বলে ফেলা খুব সমিচীন নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন