এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাসায়নিক ভ্যা-ডে ও সোসেনের ধমক

    sosen
    অন্যান্য | ১১ ফেব্রুয়ারি ২০১৩ | ৭৮০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • TGKaju | 131.242.160.180 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪০583432
  • অনেকক্ষণ আগে তো, সময় পেরিয়ে গেলে কি আর উত্থাপন করা যায়? তক্ষুনি বলতে হয়।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫৭583433
  • আহেম, ইয়ে,না বলেও পারিনা, "আওয়াজ দেবার ছলে গা-জ্বলুনি-মার্কা কিছু" থেকেই কিন্তু অনেক জিন্দেগী সেশের শুরু হয়েছে, হচ্ছে এবং হবেঃ)
    ডি ঃ কাজুদা যেন না ক্যালায় আমাকে।
  • TGKaju | 131.242.160.180 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০০583434
  • জিন্দেগী সেশের শুরু মানে? বুঝলাম না। মুশকো একটা হাফ টেকো লোক, অ্যাকাউন্টস ডিপের আবার। তাই বিশেষ কিছু করা যাচ্ছে না। নইলে তো টেট্টি পাইয়ে দিতাম।
  • Abhyu | 107.89.16.131 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০২583435
  • কাজু, কে একজন বন্ধুদের সামনে বলেছিল - ইস তোর চুলে কি বোঁটকা গন্ধ ইত্যাদি। সাবধান।
    কুমুদি, ভুতুড়ে বিল এলে সামলানো দায় হয় বলে শুনেছি।
  • Abhyu | 107.89.16.131 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০৫583437
  • অঃ আমি ভাবলাম বুঝি কোনো বিদ্যুল্লতা কিছু বলেছে বুঝি। টেঁকো লোক হলে বলে আয় "মাথার ভিতর গোবরও নেই, ঐ জন্যে চুলগুলো পর্যন্ত টেঁকেনি"
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০৫583436
  • অঃ
    দেন ইগনোর, ইগনোর।
    কাটি এবার।
  • Aniket Pathik | 24.139.222.34 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩২583438
  • ভ্যালেন্টাইন্‌স ডে ঃ অগ্রিম
    “ভালোবাসার উল্টোপিঠে যে থাকে আজ তার মুখ দেখতে পেলাম” ভ্যালেন্টাইন্‌স ডে-র তুমুল হৈ-হল্লার মধ্যে আচম্‌কা এইরকম কথা শুনলে চমকে উঠতে হয় ! আজকের পুণ্য লগ্নে সবাই যাবতীয় উল্টোপাল্টা হিসেব শিকেয় তুলে গোলাপ ফুলের অঞ্জলী, চকোলেটের ভোগ আর ছোটবড় বিবিধ উপহারের দক্ষিণা সম্বল করে নিজ নিজ পার্ট টাইম বা ফুলটাইম দেবতা বা হলেও হতে পারে দেবতার উদ্দেশ্যে প্রস্তুত। আজ সমস্ত মুখই দ্বি-মাত্রিক যার কোনো পেছন দিক নেই(উল্টোদিকের প্রশ্নই নেই)। এমনো দিনেই তারে বলা যায়, যা যা বলা যায়, সব কথা বিশ্বাস করারও দরকার নেই, এমনকি মনে না রাখলেও চলবে। তার জন্য আজ অন্ততঃ কেউ পুলিশ ডাকবে না। এহেন দিনে কেন এই ছন্দপতন ! কেন কেউ আজ ভালবাসার উল্টোপিঠে কে থাকে তার সন্ধান করবে !
    ভালবাসার এই ঘোষিত তুমুল উদযাপন প্রথম প্রথম কেমন যেন লাগত, এখন বেশ মন্দ লাগে না। কারা যেন বলে বছরে একটা দিনই কি ভালবাসবার নাকি, আরও কি কি সব কথা। তাদের বলি সারাবছর তো পুজো করেন তাহলে বছরে একটা করে দিন সব ঠাকুরের জন্য (দুর্গার চারদিন!) আলাদা করে বরাদ্দ করা দেখে তো কই এমন কথা বলেন নি ! সারাবছর ছেলেকে ভালবাসেন বলে বছরে একদিন একবার তার জন্মদিন পালন করতে তো ‘কেন করব’ ভাবতে হয়না, তবে ভালবাসার মানুষের জন্য একটা দিন বরাদ্দ হলে সমস্যাটা কোথায় ? ১৪-ই ফেব্রুয়ারী ভালবাসলেন বলে বাকি সারাবছর ভালবাসতে মানা এমন কথা তো কেউ বলেনি ! যখন যা ছিলনা ছিলনা, সে তো কম্পিউটার-ইন্টারনেট-মোবাইল ফোন কিছুই ছিলনা, তাই বলে এখন কি সে সব ব্যবহার করেন না নাকি ! তাই চোদ্দ-দুই-য়ের এই ভালবাসা প্রদর্শনে আমার বিশেষ কিছু গেল গেল ভাব হয় না। কিন্ত তার মধ্যে থেকে কেউ ভালবাসার উল্টোপিঠ খুঁড়ে দেখতে গেলে আমার হৃৎকমলে না না ঠিক ধুম লাগে না বরং কেমন ধক করে ওঠে।
    ...প্রেমিকা যখন ছেড়ে চলে গেছে তাকেও ডেকেছি রেন্ডী” কবি দীপাংশু আচার্য-র কবিতায় এইরকম একটা লাইন পেয়ে এইরকম চমকে গেছিলাম। কারণ ভালবাসা নিয়ে আমাদের যত আদিখ্যেতা, সে গোপনই হোক বা ঘোষিত, ভালবাসার পরের স্টেশনটা কি তা আমরা ভাবতে চাই না। স্বীকার করতে সাহস পাই না যে ভালবাসার ঠিক উল্টোপিঠেই থাকে তীব্র ঘৃণা, যার কোন ডাকনাম নেই। সম্পর্কের বৃত্তাকার সঞ্চারপথ পরিক্রমা করে মানুষ ভালবাসার উল্টোপিঠে কি আছে তা দেখতে পায়। এই প্রান্ত থেকে আর ফেরা যায় না, এ এক বিশুদ্ধ অনুভূতি, যার কোনো ভান হয় না, যার প্রকাশে মানুষ একশো ভাগ সৎ থাকে। তাই আজি এ বসন্তে কত ফুল ফোটা, কত বাঁশি বাজার মধ্যে কেউ নির্বিকার হয়ে গুগুল কি উইকি খুলে ভালবাসার উল্টোপিঠে কি আছে তাই খুঁজছে দেখলে শুধু লাইক না মেরে তার সঙ্গে একটু সময় কাটান। নিশ্চই সে খুব খারাপ আছে, তাকে নিশ্চই কেউ তছনছ করে দিয়েছে, তার ভেতরে একটা কি বোর্ডে অনবরত টাইপ হয়ে চলেছে ‘আই হেট ইউ... আই হেট ইউ...আই হেট ইউ...’ আজকের দিনে তাকেও লাল গোলাপ না হোক, একটা হলুদ গোলাপ কি একথোকা পলাশ কি একখন্ড ‘কান্ডজ্ঞান’ উপহা্র দেবেন কিনা তা নিয়ে আপনার অন্দরমহলে আলোচনা করুন।
    তবে হ্যাঁ যাবতীয় পুণ্যবাণী স্মরণ করে নিজ নিজ নিকেতনে মন দিন, এই বলে দিলাম। না হলে বলা যায় না আগামী দিনে আপনাকেই ভালবাসার উল্টোপিঠ খুঁজে মরতে হবে কিম্বা পরম শুভলগ্নে আপনারই হাতে এসে পৌঁছোবে একটি প্রাণঘাতী ‘হেট’ কার্ড যার ভেতর থেকে কেউ সর্বশক্তি দিয়ে দাঁতে দাঁত ঘষে বলছে ‘আই হেট ইউ !’
  • Ekak | 69.99.230.125 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩০583439
  • আই হেত ইউ সুনতে বেশ লাগে তো ! বেশ ৮৫% কোকো দেওয়া লিন্দ্ত মুর্ধাবর্নের মত মাখো মাখো মমতায় কামুক ইসোফেগাস বেয়ে নেবে যাচ্ছে মনে হয় ।
  • Tim | 12.133.41.80 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩২583440
  • দেখি লিন্দত টা কে ট্রান্স্লেট করে। আমি যদিও বুঝেছি।
  • sosen | 111.63.235.62 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৭583442
  • Lindt
  • . | 69.93.196.31 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫১583443
  • হ্যাপি ভ্যালেন্টাইনস্‌ ডে

    মেকিং চার্জে ২০% ছাড়া

    ডেলিভারি ১৪ই নভেম্বর(শিশু দিবসে)- ঠিক ৯মাস পরে...
  • TGKaju | 69.93.204.135 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৬583444
  • ফেবু থেকে ঝেড়েছে। ফেব্রারী থেকে নভেম্বর ন মাস? কী খেয়েছেন মহায়?
  • ?? | 127.194.198.246 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫৭583445
  • ক'মাস বাবা কাজু?
  • Paramita | 132.179.102.229 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:২২583446
  • এইবার জলের মতো পোষ্কার। মেয়েদেরও শিখিয়ে দেবো।
  • SC | 34.3.20.47 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:২৮583447
  • এই জোকটা প্রথমবার শুনি মনেহয় ক্লাস সিক্ষে।তখন নতুন নতুন পেকেছি, কি উত্সাহ নিয়ে শোনাতাম সকলকে, মাথেমাটিকাল wonder পুরো একেবারে।
  • Paramita | 132.179.102.229 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৩৪583448
  • ডিঃ আমার Date:14 Feb 2013 -- 09:22 AM এর পোস্ট সোসেনের প্রথম পোস্টের রেফারেন্সে।
  • Abhyu | 107.89.18.117 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৬583449
  • বলে ভালো করলে। আমি ভাবলাম ন মাসের হিসেবটা শেখাবে বলেছ। সাহস করে জিগ্গেশ করতেও পারছিলাম না।
  • Paramita | 132.179.102.229 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৬583450
  • জানি তো, ঐ জন্যই ক্ল্যারিফাই করে দিলাম। সোসেনের আদি লেখাটা পড়েই আমি পোস্টিয়েছিলাম, গঙ্গা দিয়ে কত গ্যালন জল গড়িয়েছে সেটা পরে দেখেছি।
  • TGKaju | 131.242.160.180 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১২583451
  • রোমান ইতিহাস থেকে যে ভ্যা-ডের সূচনা, সেই নিয়ে জোক ঝাড়বে আর প্রাচীন রোমান ক্যালেন্ডার মানবে না, একি কথা ! নভেম্বর প্রাচীন রোমান ক্যালেন্ডার অনুসারে বছরের নবম মাস। সেই হিসেবে ন মাস হয় ফেব্রারী থেকে? সেই অর্থে বলেছি। সিম্পুল ১১-২ বলিনি। চক্ষে অঙ্গুলি গাঁথিয়া দিতেই হইল।
  • siki | 132.177.39.39 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৩583453
  • কাজুর কি এটা ড্যামেজ কন্ট্রোলের প্রচেষ্টা? :)
  • TGKaju | 131.242.160.180 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৭583454
  • হুম জানতাম এই প্রশ্নটা করবেই।
    তবে এখনো তো নেশা-টেশা করি না রাত্তিরে, যে ১১-২ = ৯ ভুলে যাব ! বা মন্দার বোসও নই। ;)
  • siki | 132.177.39.39 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১০583455
  • শুদু কি নেশা করলেই লোকে ছড়ায় রে ভাই? এম্নি এম্নিও ছড়ায় :)
  • আম্পায়ার | 69.160.210.2 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৮583456
  • এই সিকিকেই দ্যাখো। সেও কি আর নেশা করে? অথচ, কত শত ছড়িয়ে তবেই না বেথে নাম পেয়েছিল। আজ নাহয় কাজু আছে, পুসি আছে ...
  • নেতাই | 131.241.98.225 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৯583457
  • কবি তো বলেইছেন

    যেখানে দেখিবে ছাই
    ছড়াইয়া দেখ তাই
    পাইলে পাইতে পারো ..... কী যেন?
    যা খুঁজছিলে ..... সেটাই
  • siki | 132.177.39.39 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৪583458
  • ধ্যাঃ, ছড়ানোর জন্য বেথে নাম হয় নি। পরে ওটাকে ছড়ানোর সাথে সিনোনিমাস করে দেওয়া হয় সিপিএমের চক্রান্তে, শব্দের অপকর্ষ আর কি।
  • TGKaju | 131.242.160.180 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪১583459
  • যদি ছড়ানো হয়-ও, কীভাবে আবার নিখুঁত যুক্তিতে জাল গুটিয়ে আনা সেটাও দেখো, যাতে লোকে ড্যামেজ কন্ট্রোলের ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত না হতে পেরে আবার জিগেস করছে 'এটা কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা?' সিওর হলে কি আর কোশ্নো করত? এখানেই তো আসলি কেরামতি।
  • kd | 47.228.104.175 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৪583460
  • baabaa Kaju, taa oi Roman calendar'e February kata nambar maas?
  • siki | 132.177.39.39 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩১583461
  • :)
  • TGKaju | 131.242.160.180 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৪583462
  • সোসেন্দির টই এই যে বিপথগামী হচ্ছে, এর জন্যে কিন্তু আমি মোটেও দায়ী নই।
  • শিবাংশু | 127.197.254.182 | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০৬583464
  • পথে ফিরিয়ে আনার জন্য ধমক প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন