এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাসায়নিক ভ্যা-ডে ও সোসেনের ধমক

    sosen
    অন্যান্য | ১১ ফেব্রুয়ারি ২০১৩ | ৭৮০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | 132.166.180.230 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৫583577
  • উত্তরটা শুধু সোসেনের থেকেই চাওয়া হয়েছে। নিজের কীসে ভালো , সেটা বুঝতে শিখুন।
  • sosen | 24.139.199.1 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৯583578
  • এককের প্রশ্ন- "একটা উল্টো দিক থেকে করা স্টাডি কেও দিতে পারেন ? মানে ওই কেমিক্যাল গুলো বাড়িয়ে দিলে প্রেম পায় কিনা ।
    ব্যক্তিগত নেশাভিগ্যতা থেকে জানি পায় না । খুশি খুশি লাগে কিন্তু প্রেম পায় না । "

    একটু পড়লাম, বেশি পড়তে পারিনি। বলছে,
    " If these chemical messengers are taken exogenously normal motivational
    stimuli are lost since the same result can be achieved by bypassing these
    processes. Because high doses of these chemical messengers can
    be taken these neural circuits become tolerant to these substances, and by the
    circuits nature the individual wants to experience more artificial reward process
    activity, leading to higher doses and eventual dependence. Thus, substances
    of abuse create a short-circuit, producing reward activity at a level that was
    never meant to be. This short-circuit requires not only adaptations by physiological process
    but molecular modifications, some of the resulting CNS changes may be
    permanent."



    তাহলে, রিওয়ারড মেকানিসমের স্টিমুলি যা লোকে সেটাকেই বারবার চাইবে। নরমাল প্রেমের ক্ষেত্রে সেটা আরেকটা মানুষ, ড্রাগের ক্ষেত্রে ড্রাগ। এখন প্রেমের ফেজিক ব্যাপারটা আর ড্রাগের ক্ষেত্রে আসবে না। এক হর্মোন থেকে আরেক হর্মোনের হাতে ব্যাটন যাবে না। শুধু শর্ট সার্কিটের মত ঘুরে যাবে।
    মানে, একটা কেমিক্যাল ইনফুজ করে গোটা প্রেম তৈরী করা সম্ভব হবে না। কিন্তু এক দুটো স্টেপকে মডুলেট করা যাবে। যেমন বলছে ডোপামিন ইনফিউজ করে নাকি মেয়েদের মেট প্রেফারেন্স নষ্ট করে দেওয়া সম্ভব। করা হয়েছে। তখন মেয়েরা স্টেবল পার্টনার ছেড়ে যে কারুর দিকে এগিয়ে যাচ্ছে, যে এভেইলেবল। এরকম।
  • কারিয়া পিরেত | 131.241.218.132 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:১৫583579
  • লাভ পোশন নং ৯ বলে একখান সিনিমা আছিলো। পটার সিরিজেও লাভ পোশন-এর কথা আছে। যার্যার দর্কার, খুঁজেপেতে নিন;-)
  • ব্যাং | 132.178.243.26 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৭583580
  • অত পরিশ্রম পোষায় না। এর থেকে নিজে নিজে গিয়ে গয়না কিনে নেওয়া অনেক সোজা।
  • কারিয়া পিরেত | 131.241.218.132 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩২583581
  • দামটাও নিজে নিজে দিয়ে দিলেই আর কেউ কিসু বলে না;-)
  • siki | 132.177.39.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩৩583582
  • অ্যাকটা কথা স্বীকার করেই যাই। সলিটেয়ারের এমনতরো মনে আম্মো জান্তুম না। আজ জানলুম। আম্মো ভাবছিলুম তাস খেলার সঙ্গে প্রেমের ক্ষী সম্পক্কো। লুডো খেলার সঙ্গে একটা দূরতর সম্পক্কো ছিল বটে, তবে ...

    আর, আমাদের শিলিগুড়ির হংকং মার্কেটে সেক্স চুইংগাম পাওয়া যেত। বিদ্বজ্জনেরা বলতেন, ঐ চুইংগাম খেলে নাকি নুংকু শক্ত-টক্ত হয়ে যেত নিজে থেকেই, যৌন উত্তেজনা জাগত।

    ডিঃ আমি কোনওদিন খেয়ে দেখি নি।
  • ব্যাং | 132.178.243.26 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩৫583583
  • হুঁঃ ব্যাংকওয়ালারা কি অতই বোকা! তারা কি এমনি এমনি অ্যাড অন ক্রেডিট কার্ডের কনসেপ্টটা মাথা খাটিয়ে বের করেছে!
  • কারিয়া পিরেত | 131.241.218.132 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩৫583584
  • ইসে - কেউ কি জিগ্গেস করেছিলো যে সিকি ঠাকুরঘরে কিনা?

    ;-)
  • কারিয়া পিরেত | 131.241.218.132 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩৭583585
  • কেউ যদি কোনো দুর্বল মুহুর্তে গদগদ হয়ে একটি অ্যাড-অন কার্ড করে দিয়ে থাকে তাইলে সে ভুগবে, আমার কী?
  • ব্যাং | 132.178.243.26 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪১583409
  • সে হেব্বি ভোগা ভুগেছিল একবার। হর্মোনের অভাবে সে ভুল করে বলে বসেছিল, এই ফ্ল্যাট কেনার সময়ে ৬০% টাকা সে দিয়েছিল আর বাকি ৪০% আরেকজন, তাই ফ্ল্যাটের ন্যায্য মালিকানা তার উপরেই বর্তায়। সেই শুনে যে ৪০% দিয়েছিল সে বাক্সপ্যাঁটরা গুছিয়ে, ট্যাক্সি ধরে পার্ক হোটেলে গিয়ে উঠেছিল। আর দুদিন বাদে হোটেল ছাড়ার সময়ে অ্যাড অন ক্রেডিট কার্ডে বিল মিটিয়েছিল।
  • siki | 132.177.39.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৪583410
  • ভাগ্যি ভালো সব বউগুলো সেই অন্যজনের মতং হয় না। এদিকে সিকির চেনাশোনা আরেকজনেরও একটা অ্যাডঅন কার্ড আছে। তার মতন লক্ষ্মীপিতিমে আর দুটি হয় না। লুরুর লোকজন এসব দেখেও তো কিছু শিখতে পারে!
  • Ekak | 69.99.230.125 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৭583411
  • সোসেন
    প্রথমত : এলকোহল -কোকেইন এর মত কিছুটা নিরীহ জিনিসের কথা কোই নাই । এই ধরুন এম্দিয়েমেয় । MDMA ।
    এটা অদ্ভুত রকমের ইউফোরিয়া তৈরী করে । ভীষণ খুশি লাগে আর সবার সঙ্গে নাচতে -হাগ করতে ইচ্ছে হয় । ইর্রেস্পেক্তিভ অফ জেন্ডার । অথচ এটা কিন্তু ৩ তে নিউরত্রান্স্মিতারে এক্কেরে গিয়ে ধাক্কা মারে । অথচ যে অনুভূতি তা হয় সেটা আর যাই হোক লাস্ট বা লাভ নয় কো । আবার ধরুন কিটি । কিটি ( কেতামাইন মেশানো এম্দিয়েমে ) নিলে মন তা কেমন যেন এই জগতের সকলি সুন্দর ,সব্বাই কে কেন অন্য চোখে দেখতে ইচ্ছে হয় । আমার এক বন্ধু একবার কিটি নিয়ে ল্যাম্পস্ট কি অসাধারণ জিনিস তাই নিয়ে নাহক বক্তৃতা দেয় । আমি সেদিন শ্রুম নিয়েছিলুম । তাকে বোঝানোর চেষ্টা করছিলুম যে ল্যাম্পপোস্ট আসলে ফ্য়ালিক সিম্বল । প্রাচীন সভ্যতার নিদর্শন । নেশার সময়ের অনেক কিছু লিখে রাখা বা রেকর্ড রাখার অভ্যেস ছিল আমার । তার থেকেই দেখেছি কেও কিন্তু ল্যাম্পস্ট কে অপসিত সেক্স ভেবে জড়িয়ে ধরছে না । সিনেমা-গল্পে দেখানোর চেষ্টা হয় যে লোকে নেশা করে সুন্দরী হুরী-পরি দেখে । আমি নাতিদীর্ঘ নেশা জীবনে অতি বড় শ্রুম বা এম্দিয়েমে বা এম্ফিতামিন বা কেতামাইন খোর কেও অপসিত সেক্স নিয়ে লাফালাফি করতে দেখিনি ।

    অর্থাত সোজা কোথায় যা বলতে চাইছি যে সেরাতনিন পছুর খুশি করবে ঠিক ই কিন্তু প্রেম থেকে খুশি ,খুশি থেকে সেরাতনিন এবং আরও খুশি অত্তপ্প্র প্রেমের দিকে আরো এগিয়ে যাওয়া (সেটাকেই খুশির কারণ ভেবে ) এইটা একটা পথ হতে পারে । কিন্তু সেরাতনিন "প্রেম" কে ইনিসিয়েত করতে পারে না । পারে কি ?

    সেকেন্দ্লি , এম্দিয়েমে জাতীয় জিনিসের প্রভাব কমে আসার সময় সেরাতনিন মেতাবলায়ত্স এ সমস্যা হয় । স্মৃতি গোলমাল করে । এটার সঙ্গে প্রেম ভেঙ্গে গেলে যে কারো কার মাথা আউলে যায় তার ফান্ক্ষনাল নেচার কি এক ? ব্রেন ম্যাপিং কি বলে ?

    রিগার্দিং টলারেন্স এন্ড দিপেন্দেনস : এটা আমার প্রচন্ড কৌতুহলের জিনিস । সিমুলেতেদ অর নন সিমুলেতেদ । টলারেন্স এন্ড থ্রেশহোল্ড কিভাবে কাজ করে ? খুব সহজ উদাহরণ যে গায়নো রাত্রদিন বছরের পর বছর যৌনাঙ্গ দেখেন তিনি কিন্তু নিজের জীবনে ভেজিটেবল হয়ে যান না । তার মানে কথাও একটা নিজেকে বোঝানোর ব্যাপার আচ্ছে যেটাকে লিনিয়ার সিমুলেশন দিয়ে ব্যাখ্যা করা যায়না । সেটা কি ।

    খুব একটা পার্তিনেন্ট পয়েন্টস লিখলুম না । ন্যাজ-শিং বাদ দিয়ে পরে নেবেন ।
  • kumu | 132.176.32.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৭583412
  • নিরীহ কৌতূহল- অ্যাডঅন কার্ড ব্যাপারটা কী?
  • siki | 132.177.39.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪১583413
  • ক্রেডিট কার্ডের অ্যাডঅন কার্ড হয় স্পাউসের নামে। স্পাউসের নমে আলাদা কার্ড, আলাদা নাম্বার, শুধু সেই কার্ড ইউজ করলে বিলটা হয় মূল কার্ডে।
  • 4z | 152.176.84.188 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৬583414
  • সেকিইইইইইইইই!!! কুমুদি!! সলিটেয়ার চেনো আর আর অ্যাড অন কার্ডের কথা জানো না??? এই ভ্যা ডে তে তাহলে সলিটেয়ার না চেয়ে একটা অ্যাড অন কার্ড-ই নিয়ে নাও - বেশি কাজে লাগ্বে।

    এখানে দেখো
    https://www.online.citibank.co.in/portal/newgen/cards/tab/ioc_card.htm
  • 4z | 152.176.84.188 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৬583415
  • এই তো সিকি স্যার বলে দিয়েছে
  • ব্যাং | 132.178.243.26 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৮583416
  • তোর মুন্ডু, শুধু স্পাউসের নামে মোটেই না। ছানাপোনা , বাবা-মা, ভাই-বোনের নামেও অ্যাড অন কার্ড করানো যায়। এমনকি প্রেমিকার নামেও।
  • ব্যাং | 132.178.243.26 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫০583417
  • ফোজ্জির ৭ঃ৪৬এর শেষ লাইনটাকে সুপারডুপারলাইকিয়ে গেলাম।
  • kumu | 132.176.32.39 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫২583418
  • না,জান্তাম না এটা।
    ভ্যাডেতে কার্ড নিতে যাব কেন?সলিটেয়ারো চাই না,বসন্ত গত ইঃ
    ছেলেটা বাইরে থাকে,তাকে একটা করে দেব।
  • ব্যাং | 132.178.243.26 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৬583420
  • কুমুদি, এটা তুমি কী বল্লে?
    ভ্যাডেতে কার্ড নিতে যাবে কেন? এইটা জিগালে!!!! বুঝছ না কেন, তুমি যদি একখানা অ্যাড অন কার্ড নিতে পার, তাহলে তোমার সলিটেয়ার থেকে ময়ূরসিংহাসন সবই হবে, কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টটিতে আঁচড়ও লাগবে না। আরো ফুলেফেঁপে উঠবে।
  • Abhyu | 85.137.2.107 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০০583421
  • কুমুদির Date:12 Feb 2013 -- 07:52 PM
    অ্যাঁ? মানে সত্যি? খুব, খুবই রিস্কি বলে শুনেছি কিন্তু...
  • | 24.96.186.138 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৪১583422
  • সলিটেয়ার দেখতে কেন যেন আমার ভাল্লাগে না।
  • Abhyu | 85.137.2.107 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৪৫583423
  • তাহলে তোমারগুলো আমাকে দিয়ে দিতে পারো। বিনা প্রশ্নে নিয়ে নেব - আংটি, পেন্ডেন্ট, লুজ সলিটেয়ার - কোনোটাতেই আপত্তি নাই।
  • sosen | 125.241.48.213 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৩583424
  • একক, আমার মনে হয় না MDMA বা অন্যান্য ecstasy ড্রাগ নিলে প্রেম ইনডিউসড হবে। কিন্তু ইউফোরিয়া হবে। সেটা শর্ট টার্ম। নিতে থাকলে কন্টি ইউফোরিয়া হবে। এবার ইউফোরিয়া কার কেমন হবে? সেটার জন্য সেই মুহূর্তে ব্রেইন কন্ডিশন কেমন, যখন ড্রাগ নেওয়া হচ্ছে সেটা বোধহয় জরুরি। যেহেতু ইউফোরিয়া প্রেমে সেকেন্ড ফেজ সেজন্য সেরোটোনিন ইনডিউসিং ড্রাগের স্বাভাবিক ভাবেই প্রেম ইনিশিয়েট করার কথা নয়। যদি অলরেডি টেষ্টস্টেরণ হাই থাকে তো অন্য ব্যাপার।

    দ্বিতীয় পয়েন্টে যে পয়েন্ট টা তুললেন সেটা খুব ভালো পয়েন্ট , ব্রেন ম্যাপিং হয়নি বোধহয়, কিন্তু একটু উত্তর দিতে পারব। সেরোটোনিন বেড়ে গেলে অটোফিডব্যাকে সে ব্রেইন সেলে সেরোটোনিন রিসেপ্টর কমাতে থাকে। তার ফলে সেরোটোনিন কমল যখন, তখন রিসেপ্টর কম হওয়ায় ফিল গুড এফেক্ট একদম পড়ে যায়। প্রেমে ও এই ব্যাপারটা হয়। কিন্তু সেরোটোনিন এর হাত থেকে ( প্রেম লাস্ট করলে )অন্য হর্মোন গুলো দায়িত্ব নিয়ে নেয়। লাস্ট না করলে ওই গ্যাপ টা পূর্ণ করা যায়না। এবার
    সেরোটোনিন তো শুধু প্রেম দেখে না, ইন জেনেরাল সব কিছুরই রিওয়ার্ড মেকানিসম দেখে। সেটা গোলমাল হয়ে গেলে ওই প্রেম ভঙ্গের মাথা গুলিয়ে যাওয়াটা হয়। কাজেই মেকানিসম মোটামুটি এক ই।

    তৃতীয় টা পরে আলোচনা করব- ঘাড় ব্যথা কচ্ছে।
  • | 24.96.186.138 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৪583425
  • এহে বলিনি বুঝি?
    ঐজন্যে কিনিও না, কেউ দেয়ও না।

    আমার ভাল্লাগে রক্তের ফোঁটার মত চুনি।
  • Abhyu | 85.137.2.107 | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৬583426
  • সে কি না কিনলে ভালো লাগে কি না বুঝবে কি করে? ভালো না লাগলে চার পাঁচটা থাকবে আশা করেছিলাম (ভালো লাগলে দশ বারোটা)।
  • কারিয়া পিরেত | 131.241.218.132 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৪583427
  • কুমুজাঁইবাউ এরপরে যদি সিকিকে ক্যালান তাইলে শুধু সিকিই দায়ী।
  • kumu | 132.160.159.184 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩১583428
  • ব্যাং,৭-৫৬,হ্যাঁ,অ্যাড অন কার্ডের ব্যাপার্টা সিকির পোষ্টেই বুঝে গেছি তো।কিন্তু ঐ কার্ড দিয়ে সলিটেয়ার,কোহিনুর ইঃ চাই না,তবে আর ছাঃ চাঃ করা কেন?
    অভ্যু রিস্কি বল্লো কেন?
  • TGKaju | 131.242.160.180 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৫583429
  • সোসেন্দি, আমি একটা অন্য ব্যাপারে জানতে চাই।

    এই যে কেউ একটা আওয়াজ দেবার ছলে গা-জ্বলুনি-মার্কা কিছু বলল, তাকে সেই সময় উচিৎ জবাব না দিতে পেরে যে চিড়বিড়িনি, এটার জন্যে কোন হর্মোং দায়ী? এর উপশম কীভাবে হয়? ইগনোর করা মনে হয় কোনো কাজের না এক্ষেত্রে, যেহেতু আমার কর্ণগোচর করার মতই বলেছে, অনেকের সামনে।
  • sosen | 24.139.199.1 | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৫583431
  • উচিত জবাব দিলেই উপশম হয়ে যাবে। গিয়ে প্রাণ খুলে যা বলার বলে দিয়ে আয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন