এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এ ব্যাথা কীযে ব্যাথা :( :( :(

    Ekak
    অন্যান্য | ২১ জানুয়ারি ২০১৩ | ৮৯৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.20.82.166 | ২১ জানুয়ারি ২০১৩ ২০:২৯584872
  • ডিডি তো এক্কেবারে জেনমার্গী বৌদ্ধ!
  • siki | 132.177.183.239 | ২১ জানুয়ারি ২০১৩ ২০:৩৬584873
  • তুলসীপাতা তো বিয়াপ্পোক খেতে হয়। আমি হাতের কাছে তুলসীগাছ পেলেই পাতা খাই ;)
  • sosen | 125.242.224.227 | ২১ জানুয়ারি ২০১৩ ২০:৪৫584874
  • এখেনে ডাগদার না এলে ব্যথার কথা লিকেই বা লাভ কি? ডিডিদাই কি প্রেসক্রিপশন দেবেন? ধ্যান ফ্যান করতে পারিনা, বলে রাখলুম।
  • kk | 78.47.250.76 | ২১ জানুয়ারি ২০১৩ ২০:৫৪584875
  • এই ব'এর কেবল ছেলে-মেয়ে ডিসক্রিমিনেশনের ধান্দা !! শ্রাবণী লিখলোই তো ব্যথার কথা। তবু বলে মেয়েরা লেখে না?

    আর আমি যদি ব্যথার কথা লিখতে শুরু করি তো আঠেরো পর্ব পেরিয়েও থামবেনা। পায়ের তলায় প্ল্যান্টার ফাশাইটিস, গোড়ালিতে অ্যাকিলিশ টেন্ডন ছেঁড়া, হাঁটুর নীক্যাপ বাঁকা থেকে শুরু করে হাতে কার্পাল টানেল,টেনিস এলবো, কাঁধে রোটেটর কাফ ইনজুরি, গলায় গ্র্যানিউলার ফ্যারিন্‌জাইটিস, আরেকটু ওপরে উঠলেই সাইনাস পেইন ও চূড়ান্ত মাইগ্রেন। তারপর সেই অ্যাক্সিডেন্টের সময়ে মাথার সামনে কোথায় নাকি একদলা নার্ভ এন্ট্যাঙ্গল্‌ড হয়ে গেছিলো, থেকে থেকে সেখানেও ব্যথা। কিন্তু সেসব নিয়ে বদার করলে চলেনা। আমি এখন এইসব ব্যথাকেই নর্ম্যাল বলে মেনে নিয়েছি। ব্যথাহীণ জীবন কেমন হয় তা এখন আর মনেও নেই। ব্যথারা থাকে, আমিও থাকি -- সহাবস্থানই জীবন।
  • aka | 85.76.118.96 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:১১584876
  • ডিডির ঐ ধ্যানটি খুব উপকারী। আমি মাঝে মাঝে করি, যাস্ট টু বি ইন প্রেজেন্ট। খুবই অদ্ভূত, কিন্তু বেশিরভাগ সময়েই আমরা বর্তমানে থাকি না, ফিলও করি না।

    ও হ্যাঁ নিয়মিত শরীর থেকে একটু ঘাম ঝড়ান, তাতে স্ট্রেস থেকে শুরু করে মাংসপেশি সবই ঠিক থাকে। গত একমাসে কিস্যু না করে আমি মনে হয় ১০ পাউন্ড ওজন বাড়িয়েছি। মন মেজাজও খিঁচড়ে আছে।
  • aka | 85.76.118.96 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:১৫584877
  • তবে ডিডিদা, ঐ ধ্যান খুব শক্ত। অধিকাংশ সময়েই মাথার মধ্যে চিন্তাভাবনা ক্যালব্যাল করে।
  • | 233.237.6.120 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:১৬584878
  • আহা এ ব্যথা সে ব্যথা নয়। যেমতি সৌমিত্র বা উত্তম বা হৃতিক এইরকম আর কী!!
  • I | 24.99.154.171 | ২১ জানুয়ারি ২০১৩ ২১:৩৬584879
  • সুষেন, দরকার থাকলে বোলো।
  • sosen | 125.242.224.227 | ২১ জানুয়ারি ২০১৩ ২২:০৪584882
  • :) তব্বে, ব্যথার টই এ ডাক্তার না থাগলে চলে?
  • dd | 132.167.34.149 | ২১ জানুয়ারি ২০১৩ ২২:০৪584880
  • আপনেরা ভিডিও গেম খ্যালেন না? নেভার? খেল্লে এই অ্যানালজিটা ঠাঁ করে বুঝে নিতেন।

    ধরুন নতুন একটি খ্যালা। একুশটা গোরিলা আর চুয়াল্লিশটা ভোঁদোর জলে আর স্থলে। আকাশে উড়ছে তেরোটি হিংস্র শকুন। আপনের কাছে দুটি তীর ধনুক। সবাইকে সবাড় কত্তে হবে। সম্ভব কখনো?

    আপনে কেঁদেই আকুল। কিন্ত কদিন ট্রাই করেই দেখলেন লেবেল ছয় সাত পর্যন্ত্য দিব্বি চলে যাওয়া যায়। বউ বাচ্চা বস - এই তিন বি ব্যাঘাত না দিলে লেবেল দশেও যেতে পারতেন।

    তেমতি, শ্রী আকারে কই। শ্রদ্ধাশীল হয়ে প্র্যাকটিস কত্তে হবে, চিন্তার ক্যালোরব্যালোর তো চলবেই। ব্রেন কি এক মোমেন্টও রেস্ট পায়? নো, পায় না। খালি দুশ্চিন্তা করে,করেই যায়। ধ্যনটা মাথাকে ঠকিয়ে অন্য দিকে লেলিয়ে দেয়। সব ফালতু চিন্তা। কাঁধের কথা ভাবুন, কুনুইকে অনুভব করুন। ইত্যকার।

    কিন্তু খুব আরাম পাবেন। ট্রাই।
  • কৃশানু | 213.147.88.10 | ২১ জানুয়ারি ২০১৩ ২৩:১৯584883
  • জোন বায়েজ কমন পড়িয়াছে।
    আপাতত কোনো অঙ্গেই ব্যথা নেই। দিন কতক আগে বাঁ হাঁটুতে ছিল।
  • PM | 93.231.150.162 | ২২ জানুয়ারি ২০১৩ ০১:১৪584884
  • ব- যদ্দুর মনে পড়ছে গননাথ মহারাজ। এখ্ন বোধ হয় জাপান সেন্টারের মাথা।
  • Paramita | 132.172.188.79 | ২২ জানুয়ারি ২০১৩ ০২:৪৪584885
  • গোড়ালিতলে দুটি বিন্দুতে, ডানে ও বামে। চলতে গেলে লাগে, ফিরতে গেলে বাজে। ব্যথার সঙ্গে সহাবস্থানে বিশ্বাসী। আপাততঃ।
  • kk | 78.47.250.76 | ২২ জানুয়ারি ২০১৩ ০৭:১৫584886
  • ব এর ৯-১৬ র পোস্টের উত্তর দিই (গুরু খুলছিলোনা বলে দেরি হলো)। হ্যাঁ সের'ম ব্যথাও আছে বৈকি -- জর্জ ক্লুনি, ডোলভেট কুইন্স, জনি ইউজিনি।
  • kiki | 69.93.254.76 | ২২ জানুয়ারি ২০১৩ ০৭:৩৭584887
  • অ! এখেনে লেখা হচ্ছে! অবিশ্যি এখেনে লিখলেও কেউ পাত্তা দেবেনা জানি। আর দরকার ও নেই। এখন খালি বিক্রম, র‌্যাল্ফ আর মাথা তেই কমিয়ে এনেচি। বাকিদের আর পাত্তা দেই না। ঃ(

    এমনকি এখন নিকোলাস কেজ কেও ছেঁটে দিইচি। ভাবা যায়?
  • Yan | 161.141.84.239 | ২২ জানুয়ারি ২০১৩ ০৭:৪৫584888
  • ভবদুলাল
    নিকুঞ্জ
    সত্যবাহন
    সোমপ্রকাশ
  • Yan | 161.141.84.239 | ২২ জানুয়ারি ২০১৩ ০৭:৪৭584889
  • সেনজিৎ
    বিক্রমাদিত্য
    কালিদাস
    বরাহমিহির
  • Yan | 161.141.84.239 | ২২ জানুয়ারি ২০১৩ ০৭:৪৮584890
  • স্পক
    কার্ক
    ম্যাককয়
    স্কটি
  • pinaki | 148.227.189.9 | ২২ জানুয়ারি ২০১৩ ০৯:০৭584891
  • পারমিতাদি কি ঘরে খালি পায়ে চলাফেরা কর? জিজ্ঞেস করছি, কারণ ২০০৬-৭ নাগাদ ওরকম দুই গোড়ালির তলায় ব্যাথায় আমি খুব ভুগেছি। এক বন্ধু সাজেস্ট করল ঘরে একটা চটি পরে থাকতে। খালি পায়ে মেঝেয় হাঁটাচলা না করতে। ম্যাজিকের মত কাজ হল। এক বছরের ব্যাথা দু-চার দিনে গায়েব। এরপর ইউ এসে গিয়ে মেঝেতে কার্পেট থাকায় আর ওরকম ব্যাথা কখনো হয় নি। আমি জানি না তোমারটা একই গোত্রের কি না। কিন্তু আমি এবং আমাকে সাজেস্ট করেছিল যে বন্ধু - দুজনেরই গোড়ালির ব্যথা এইভাবে সেরেছে।
  • | 131.245.147.240 | ২২ জানুয়ারি ২০১৩ ০৯:১০584893
  • হেঃ ডাক্তারদের বললেই কিসু সুরাহা হয় না, তো এখেনে বলে হবে টা কী? একক কি কিছু উপায় বাতলাতে পারবেন অ্যাঁ?
  • | 214.130.244.200 | ২২ জানুয়ারি ২০১৩ ০৯:৩৪584894
  • PM বিলক্ষন চিনি। স্বামী মেধসানন্দ। উনি প্রতি বছর ১ মাসের জন্যে আসেন তখন দেখা হয়। মাঝে মাঝে ফোনে কথা। কদাচিৎ পত্রাঘাত।
  • | 214.130.244.200 | ২২ জানুয়ারি ২০১৩ ০৯:৩৬584895
  • YAN যেন কীরকম!! প্রাচীন কালের লোক দের নিয়ে টানাটানি। আরেক টু চেপে ধরলেই রাম,শ্রীকৃষ্ণ কিংবা শিব বলে ফেলতো।

    কেকে আর মানসী খুব ভালো। কেমন মনের কথা বলেছে!!
  • kumu | 132.160.159.184 | ২২ জানুয়ারি ২০১৩ ১১:৫৮584896
  • সবাই লিকচে,আমারো কিচুমিচু লেখা উচিত,নইলে ভাল দ্যাখায় না।

    তবে এটা আমি বলবই,এত অল্পবইসীদের(৩০-৪৫?) এত ব্যথাব্যাদনা দেখে আমি স্তম্ভিত।সত্যের খাতিরে,এই রকম বয়েসে আমাদের এত হ্যাপা ছিল না।
    বর্ত্তমান?দুই হাঁটুতে বেথা ,হয়তো ওজন ও বয়েসের কারণে(৯০/৯০)।সর্বদা নয়,সিঁড়ি উঠতে(একটা একটা করে উঠতে হয়),বা বসা থেকে উঠলেই হাঁটুরা মৃদু আপত্তি করে,এই তো বসলুম,এক্ষুণি আবার উটচো? কিংবা এত নীচু সোফায় বসলে,আবার উটতেও হবে তো।
    কিন্তু সমান জায়গায় হাঁটতে কোন অসুবিধা নাই,কিমী ২ হাঁটতে পারি।

    আমার ধারণা,উপযুক্ত ব্যায়াম করলে কমে যেত।ফিজিওর দেয়াটা (knee contraction etc)করে কমেনি,অবিশ্যি বাড়েও নি।
  • | 214.130.244.200 | ২২ জানুয়ারি ২০১৩ ১২:০৬584897
  • তা নাহয় হল । এই বার মনের ব্যথার কথা লিখে ফ্যালো দিকিনি।

    উত্তম না সৌমিত্র? দেবানন্দ না ধর্মা? জন ম্যাকেনরো? নাকি অন্য কেউ?
  • TGKaju | 131.242.160.180 | ২২ জানুয়ারি ২০১৩ ১৭:৩১584898
  • হেমন্ত না মান্না?
    ধনঞ্জয় না পান্না?
    রাজেশ না বিনোদ
    বলো কোন খান্না?
    শুনে বুড়ো রেগে উঠে
    তেড়েমেড়ে এল ছুটে
    'আরে ধুর মশাই
    কাজ আর পান না?
    তাড়াতাড়ি এইখেনে
    দূর হয়ে যান না !'
  • #PardewOut | 24.99.64.84 | ২২ জানুয়ারি ২০১৩ ১৭:৪৮584899
  • ড্র্যু ব্যারিমোর

    এক্কেরে ভুলে গেসলুম। অবিশ্যি ... দেওয়া ছিলো - মানে লিস্ট ওখানেই শেষ নয়।
  • শ্রী সদা | 132.176.98.243 | ২২ জানুয়ারি ২০১৩ ১৮:৩১584900
  • জ্যানিস জপলিনের উপর আমার বরাবরই ব্যথা আছে।
    জোন বায়েজ তো অবশ্যই।
    ইদানিং অ্যাডেলে....
  • প্পন | 126.202.159.71 | ২২ জানুয়ারি ২০১৩ ২০:৫৩584901
  • ইসের শূলঘাতী যন্ত্রণা তো আছেই, প্রতি পদেই অনুভব করছি, তাই বলছি ...

    কিন্তু তেমন ব্যথা, ইদানীংকালে, ঐ ইরিনা শাইক ...
  • a x | 138.249.1.202 | ২২ জানুয়ারি ২০১৩ ২১:০২584902
  • ভৃগু। বাকিরা বদলে বদলে যায়। ভৃগু রয়েই গেল।
  • | 24.97.234.148 | ২২ জানুয়ারি ২০১৩ ২১:০৪584904
  • কোমল গান্ধারের ভৃগু?!
    অক্ষকে আমি মেরে কেটে ফেলব একদম। ও আমার লুকোনো ব্যথা সেই কব্বে থেকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন