এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এ ব্যাথা কীযে ব্যাথা :( :( :(

    Ekak
    অন্যান্য | ২১ জানুয়ারি ২০১৩ | ৮৯৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ২৩ জানুয়ারি ২০১৩ ২২:৩১584938
  • আমি প্রথম কোমলগান্ধার দেখি ১৯৮২-তে, জে ইউ-এর গান্ধী ভবনে, সেটাও একটা ঋত্বিক রেট্রো ছিল।
  • I | 24.99.213.235 | ২৩ জানুয়ারি ২০১৩ ২২:৪৭584939
  • ৮১-৮২ তে নয়, আমি তো ৮৮-র কাছাকাছি দেখলাম বলে মনে হচ্ছে। নাগরিক, মেঘে ঢাকা তারা ও কোমল গান্ধার। নাগরিক পুও দেখিনি মনে আছে। কিন্তু মেঘে ঢাকা তারা দেখে উলুতপ্লুত।সুপ্রিয়া, সুপ্রিয়া। ব্যথা নয়, দিদি বলে মনে হচ্ছিল।
    এঃ, আমার পরবর্তী চ্যাপ্টার ফাঁস করে দিলেন !
  • I | 24.99.213.235 | ২৩ জানুয়ারি ২০১৩ ২২:৪৯584940
  • * পুরো
    ভৃগু কিন্তু যাই বলুন অভিনয়ে বেশ কাঁচা। সে অবিশ্যি কোমল গান্ধারের সুপ্রিয়াও । মেঘে ঢাকা তারা'র নীতার ধারেকাছে লাগে না।
  • শ্রাবণী | 69.94.107.42 | ২৩ জানুয়ারি ২০১৩ ২২:৫১584941
  • সবাই ঠিক মনে হয় যেমন সোসেন বলছে, অনেকবার হয়েছে। তবে আমি আর দম একই সময়ে দেখেছি এটাও এক্কেবারে ঠিক! প্রথম দেখা সেও আবার অমন দেখা ভুলে যাব, হো হী নহী সকতা!
  • ন্যাড়া | 213.83.248.37 | ২৩ জানুয়ারি ২০১৩ ২২:৫২584942
  • আমিও ইন্দোডাক্তারের সময়ে দেখেছি - '৮৮। নাগরিক পুরো দেখে অখাদ্য লেগেছিল। মে-ঢা-তা চরম। কোমল গান্ধার আঁতেল, তবে তখন নাটকের দল করি বলে আইডেন্টিফিকেশন হয়েছিল। কোমল গান্ধারের চরিত্রগুলোর নাম খুব অর্থবহ ছিল মনে আছে, এখন ভুলে গেছি।
  • ন্যাড়া | 213.83.248.37 | ২৩ জানুয়ারি ২০১৩ ২২:৫৪584943
  • পরে সুবর্ণরেখা দেখে আরেক বড় ধোঁকা হয়েছিল। বেশ খারাপ ছবি। নিম-অন্নপূর্ণা দেখেও আরেক আশাভঙ্গ।

    তুমুল লেগেছিল গৃহযুদ্ধ, বাঘ-বাহাদুর।তবে গৃহযুদ্ধ ঐ ৮২ নাগাদ।
  • a x | 138.249.1.202 | ২৩ জানুয়ারি ২০১৩ ২৩:৫২584944
  • আমিও '৮১তে। কিন্তু আমাদের বাড়িতে তো টিভি ছিলনা। কী করে দেখলাম তবে? রেট্রোস্পেকটিভই ছিল। পরেরদিন স্কুলে আমার আর দেবযানীর কি চরম উত্তেজিত গুজগুজানি। তার কিছুদিন পরে খুঁজে খুঁজে দেবযানী নাকি চলেই গেছিল অবনীশের বাড়ি। এখন মনে হয় নিশ্চয়ই গুল মেরেছিল।
  • a x | 138.249.1.202 | ২৩ জানুয়ারি ২০১৩ ২৩:৫৪584945
  • আবার মনে হচ্ছে '৮১ না। তখন তো আরো ছোট। কিন্তু '৮৮-ও না, কেননা তখন তো দেবযানী নেই। '৮৪?'৮৫?
  • Blank | 69.93.244.79 | ২৪ জানুয়ারি ২০১৩ ০২:০৫584946
  • একাশি বিরাশি সালে সিনেমা ছিলো না। কারন আমি দেখিনি।
  • aka | 178.26.203.155 | ২৪ জানুয়ারি ২০১৩ ০২:২৭584767
  • ৮১-৮২ তে সিনেমা থাকবে না কেন? তখন টিভিতে শুধু আলিবাবা চল্লিশ চোর সিনেমা হত আর ইবে-মোবার খেলা হত।
  • aka | 178.26.203.155 | ২৪ জানুয়ারি ২০১৩ ০২:৩৯584768
  • ঐ ৮৮ তেই দেখেছিলাম ঋত্ত্বিক ঘটকের সিনেমা, বলা ভালো চেষ্টা করেছিলাম। অযান্ত্রিক ছাড়া কিছুই ভালো লাগে নি। সবই কেমন দুঃখের, আবছা আলো, আর সুবর্ণরেখা তো শকিং।
  • পেপে | 175.91.215.154 | ২৪ জানুয়ারি ২০১৩ ০২:৪২584769
  • ৮১-৮২ তে টিভি ছিলো নাকি!!!!
  • aranya | 154.160.98.31 | ২৪ জানুয়ারি ২০১৩ ০৬:০১584770
  • টিভি ছিল, তবে খুব কম লোকের বাড়ীতে। ৭৭-এ মোবা-কসমস, ইডেনে পেলের খেলা দেখি টিভিতে।
    ঋত্বিকের অনেক সিনেমাতেই, কোমল গান্ধারে তো বটেই, দেশ ভাগের যন্ত্রণা। যাদের বাপ-ঠাকুদ্দা উদ্বাস্তু হয়ে পঃ বঙ্গে এসেছে, বাড়ীতে তা নিয়ে কথাবার্তা হয় মানে বাঙাল-দের কথা বলছি আর কি, তারা হয়ত একটু বেশি একাত্ম বোধ করবে, ঋত্বিকের সিনেমার সঙ্গে।
    ন্যাড়া আর আকার রি-অ্যাকশন দেখে এই আমার মহান হাইপথেসিস :-) ।

    ইদিকে ব্ল্যাংকি যে মহামানব তা জানি, কিন্তু ৮১-তে জন্মেই সিনেমা দেখবে, এ কেমন বায়না !!
  • কৃশানু | 213.147.88.10 | ২৪ জানুয়ারি ২০১৩ ০৯:৫৫584771
  • মোটামুটি এটা ঋত্বিক ঘটকের টই হয়ে গ্যাছে। সেই ৯২ এর কথা বাদ দিলাম। পরের দেখার হিসেবে বললে -
    নাগরিক ভালো লাগে নি। যুক্তি তক্ক গপ্প মিশ্র অনুভূতি - মনে হচ্ছে কি দারুন জিনিস হওয়ার ছিল, কিন্তু পরিচালক 'আমি পারি' এটুকু দেখিয়েই ছেড়ে দিচ্ছেন, পুরোটা দেখছেন না।
    মেঘে ঢাকা তারা - দুচোখ দিয়ে জল না ঝরিয়ে দেখে ফেলা সম্ভব না। ভালো সিনেমা এবং বানিজ্যিক ভাবে সফল হওয়ার সমস্ত কারণ ছিল। কোমল গান্ধার নিয়ে ঋত্বিকের টই তে কল্লোল দার মতামতের সাথে সম্পূর্ণ একমত। ঋত্বিক এর সব চেয়ে ব্যালেন্সড সিনেমা।
    অযান্ত্রিক - যেন অভিযান এর একটা কাউন্টার পয়েন্ট। অভিযান আর অযান্ত্রিক পাশাপাশি ফেলে দেখলেই যেন সত্যজিত আর ঋত্বিক এর সিনেমা দর্শন (না কী জীবন দর্শন-ও ) ধরে ফেলা যায়।

    কিন্তু সুবর্ণরেখা - আমার সব চেয়ে প্রিয়। প্রথম বার দেখার যে শক - তা যেন একটা চিরস্থায়ী ক্ষত তৈরী করে দিয়েছে।
  • kiki | 69.93.203.44 | ২৪ জানুয়ারি ২০১৩ ১১:০৫584772
  • ইয়ে, আমি বছর দুই না এক আগে দেখেচি, আর ঐ রেল লাইনের শেষের কাছে দাঁড়িয়ে থাকা ভৃগুকে দেখে এমন ব্যাথা হলো কি, যে স্বপ্ন ও দেখে ফেললাম।ঃ(

    কিন্তু ঐ যে বলেছি না, ব্যাথার ছাঁট কাট চলছে, তাই এখন আর এ নিয়ে কারোর সাথে ঝগড়া করার নেই। জনস্বার্থে জানিয়ে গেলুম। আর র‌্যাল্ফকে নিয়েও কারোর মাথা ব্যাথা নেই দেখে প্রবল নিশ্চিন্ত হলুম।বুড়ো বয়সে বেশী ব্যাথা, ঝগড়া, ঝামেলা কোনটাই পোষায় না কিনা.........

    কেবল অনিমেষ কেও ছেঁটে দেবো না পুষে রাখবো এই নিয়ে একটু কিন্তু আছে। পৃথুকে দুর দুর করে দিয়েছি। ছোট বয়সে কি অবুঝপনা থাকে। কি করে ভাল্লেগেছিলো কে জানে! মির্চা? না ............ এই চল্লে আর নির্বিকার টাইপ্স হওয়া যাবে না।
  • O | 69.160.210.2 | ২৪ জানুয়ারি ২০১৩ ১১:২৪584773
  • অনিমেষ বিষয়ে মৌষলপর্ব পড়ার পর একটা ধারণায় আসা যাবে হয়তো। সমরেশ উত্তরাধিকার-কালবেলা-কালপুরুষের সিকোয়েল লিখেছে খবর ৩৬৫ কাগজে রবিবার করে , আগামী রবিবার সমাপ্য।
  • lcm | 34.4.162.218 | ২৪ জানুয়ারি ২০১৩ ১১:২৯584774
  • সুবর্ণরেখা - ভালো গান, মেঘে ঢাকা তারা - ভালো গান।
    ঋত্বিক ঘটক - বড় করুণ, বড় দুঃখ, ব্যাথাতুর।
    দাঁতের ক্যাভিটির ব্যাথা - উরে বাবারে ব্যাথা...
    উইনোনা রাইডার - মিষ্টি ব্যাথা...
    লাল দই, নলেনগুড়ের রসগোল্লা... ইত্যাদি - বয়েসের সাথে বাড়ে যে ব্যাথা ।
  • de | 190.149.51.67 | ২৪ জানুয়ারি ২০১৩ ১১:৪৫584775
  • ভৃগু - ঃ(((((((

    শ্রাবণীর জন্য লিখে গেলাম -- মুনিয়ার এট্টু পরমব্রততে ব্যথা মতো হয়েচে আজগাল -- বলে দিয়েচি বোলো না যেন ঃ))
  • kiki | 69.93.203.44 | ২৪ জানুয়ারি ২০১৩ ১১:৫৪584776
  • O , সে কোথায় পাই? একটু ছোট করে বলে দাও না বাপু।

    দে,
    :P
  • kiki | 69.93.203.44 | ২৪ জানুয়ারি ২০১৩ ১১:৫৬584778
  • শেষমেষ ব্যাথার টই টাও হাল্কা করে হাইজ্যাকিত।:D
  • phutki | 131.242.63.60 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:০১584779
  • আমি কৃশানুর সময়ে দেখেছি ঋত্ত্বিক রেট্রো। আর এই প্রথম কারো কাছে ওহ ছোকরী র কথা শুনলাম। কৃশানু কে আর একটু বেশি পছন্দ হল।
    কি ভীষণ ধাক্কা লেগেছিল। পল্লবী যোশী, নীনা গুপ্তা, পরেশ রাওয়াল। গপ্পোটা মনে হয় মহাশ্বেতা দেবীর। পল্লবী যোশীর আরেকটা দারুণ মুভি ছিল তৃষাগ্নি।
    কারো পল্লবী যোশী তে ব্যথা নেই?
  • lcm | 34.4.162.218 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:০২584780
  • আহা, হাইজ্যাক নিয়ে এত মাথাব্যাথা কেন। ব্যাথার জিনিসের কি অভাব হল...
  • #PardewOut | 131.241.218.132 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:০৪584781
  • তৃষাগ্নি দেখেই পল্লবী যোশীকে বিচ্ছিরি লাগতে শুরু করে। আর ওই সময়েই ও কিসব যেন ভুলভাল দাবীদাওয়াও করেছিলো।
  • lcm | 34.4.162.218 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:০৭584782
  • আমগো যুগে ব্যাথা ছিল - কারা যেন?
    মাধুরী - ডেফিনিটলি অনেকের ব্যাথা ছিল, ফারহা নামের একজন অভিনেত্রী ছিল, বেশিদিন নয় মৃদু ব্যাথা....
  • | 233.237.251.131 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:০৮584783
  • ওহো আরেক টা বলা হয় নি।

    জুহি চাওলা। ১৯৮৮ এ "কয়ামত সে কয়ামত তক" রিলিজ করে খুব সম্ভবতঃ। সে বছর ক্লাশ নাইনে।

    জুহি র সেই ইনোসেন্ট মুখ এখনো চোখে বাসে। তবে নাকছবি টা ভালো লাগে নি।
  • | 233.237.251.131 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:০৯584784
  • তোমাদের যুগে বেশীর ভাগের শ্রীদেবী ব্যথা ছিল তো?
  • phutki | 131.242.63.60 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:১৭584785
  • কি দাবিদাওয়া? ঐ পল্লবী যোশীর জন্য আমি মামাতো বোনের ডাকনাম নিন্নি রেখেছিলাম(সিরিয়াল মৃগনয়নী)। দিদার অত্যাচারে উহা তিন্নি তে পরিবর্তিত হয় । :(
  • | 233.237.251.131 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:২০584786
  • আমাদের ক্লাশে একটা ছেলে ছিল পল্লব দে। তাকে আমরা পল্লবী বলে ডাকতাম (তখন ও ই রাত ( এই নামে একটা সিনেমা হয়েছিল কি?) ও ব্যাটা হেব্বি খচে যেত।
  • lcm | 34.4.162.218 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:৩৮584787
  • নাহ্‌ শ্রীদেবী নাহ!
    সাদা-কালো সিনেমার ব্যাথা ছিল মধুবালা, আর মেমসাহেবদের মধ্যে ছিল ইনগ্রিড বার্গম্যান। বাংলা সাদা কালোয় ব্যাথা সেরকম কেউ মনে পড়ছে না ... তবে হ্যাঁ ঐ যে জয়শ্রী রায়, প্রতিদ্বন্দ্বী - তেমন ইয়ে নয়, খুব হালকা ব্যাথা, ধৃতিমাঅনের কি লাক, ফিউজ খারাপ হয় সেই সময়েই হাজির হয়.... এই সব
  • | 233.237.251.131 | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:৩৯584789
  • ওয়াদিহা রহমান? বেশ ভালো লাগতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন