এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার টিউশানির গল্পসমূহ

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৩ | ৫৭৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 118.85.89.109 | ১০ মার্চ ২০১৩ ০৮:৪৯586841
  • ব্যাংদি আরম্ভ করো -
  • ব্যাং | 132.167.230.72 | ১০ মার্চ ২০১৩ ০৮:৫৬586875
  • আজ আরম্ভ করার সময় নেই। উইকডেতে কোনো একদিন লিখব। উইকডেতে আমার কোনো কাজ থাকে না, কে না জানে ;-P!
    আপাতত তোরা কেউ লেখ।
  • Abhyu | 118.85.89.109 | ১০ মার্চ ২০১৩ ০৯:০২586886
  • সেই যে ছেলেটা শ্রমণদের ফ্লাইং কিস দিত?
  • ব্যাং | 132.167.230.72 | ১০ মার্চ ২০১৩ ০৯:১১586897
  • ঃ-))
    ওর গল্প? কাল লিখব। এখন সত্যিই আর সময় নেই।
  • Yan | 161.141.84.239 | ১০ মার্চ ২০১৩ ০৯:১৯586908
  • ব্যাং দি, শুনতে ইচ্ছে হয় খুব। তোমার কাজকর্ম ও জীবন সবই তো খুব অন্যরকম আর ভালো। প্রচলিত পথের বাইরে সৃষ্টিশীল কাজ। শুনেও মনে বল পাই। লেখো।
  • Abhyu | 118.85.89.109 | ১০ মার্চ ২০১৩ ২৩:২৩586919
  • কেউ তো লিখুন।
  • | 126.203.129.100 | ১০ মার্চ ২০১৩ ২৩:৪৬586930
  • আমি MSc শেষ করার পরে একটি মেয়ে কে পড়াতে যেতুম উত্তরপাড়ায়। তার মা রোজ ভালো ভালো খাবার দিত। সেটাই পড়াতে যাবার মূল উদ্দেশ্য ছিল। তা ছাড়া তাদের একটা ভারী সুন্দর সাদা বেড়াল ছিল। সেটির সঙ্গে দিব্বি ভাব হয়েছিল।
  • Abhyu | 118.85.89.109 | ১০ মার্চ ২০১৩ ২৩:৫১586941
  • ব্রতীনদা কোনো সনয়ই আসল কাজটা করে উঠতে পারে না ;)
  • | 126.203.129.100 | ১০ মার্চ ২০১৩ ২৩:৫৮586952
  • ঃ))
  • Yan | 161.141.84.239 | ১১ মার্চ ২০১৩ ০৬:৫৪586842
  • ব্যাংদি, এসে গ্যাছো?
    টুইশনির গল্প বলবে না?
  • ব্যাং | 132.178.203.213 | ১১ মার্চ ২০১৩ ০৬:৫৭586853
  • বলছি। রোসো।
    তবে ততক্ষণ তুমি উপরের তোমার ৯ঃ১৯য়ের পোস্টটা মোছার বন্দোবস্ত কর দিকি নি!
  • Yan | 161.141.84.239 | ১১ মার্চ ২০১৩ ০৭:০৮586864
  • কিচ্ছু মুছতে হবে না। এত বিনয় করে লাভ কী? ঃ-)
    আর মতটা তো দর্শকের, সে কী ভাবলো। তুমি নিজে না হয় বৈষ্ণবের মতনই থাকলে। ঃ-)
  • ব্যাং | 132.178.203.213 | ১১ মার্চ ২০১৩ ০৭:৪৮586868
  • সে ছিল আমার বন্ধুর ভাই। তাকে পড়াত আমার আরেক বন্ধু। যে বাড়িতে বসে পড়াত, তার পাশের বাড়িতে আমরা পড়তে যেতাম। মানে প্রথম বন্ধু ও তার ভাই তাদের মাবাবাদের সাথে যে বাড়িতে থাকত তার বাঁ পাশের বাড়িটায় আমরা পড়তে যেতাম। আর ওদের বাড়ির ডানপাশের বাড়িটা ছিল মহাবোধি সোসাইটি। বন্ধুদের নামধাম না বললে গল্পটা বলার ইয়েটা ঠিকমতন আসছে না।। সৌগতর ভাইকে পড়াত বাগচি। বাগচি থাকত ডাফ হোস্টেলে আর বাগচিসমেত আমরা সবাই পড়তে যেতাম কলেজ স্কোয়ারের ব্যাপটিস্ট মিশন হোস্টেলে।
    বাগচি চিরকালের বিশ্বকুঁড়ে, তার বিশেষ পড়ানোর ইচ্ছেটিচ্ছে ছিল না। নেহাত নেশার পয়সা জোটানোর জন্য সে বন্ধুর অনুরোধে তার ভাইকে পড়াতে রাজি হয়েছিল। তো বাগচি পড়ানোর সময়টা এমনভাবে ঠিক করল যে ছাত্রকে পড়িয়েই সে তার পাশের বাড়িতে নিজের পড়ার সময়ে পৌঁছে যেতে পারবে। সপ্তাহে দুইদিন। মানে আসাযাওয়ার কষ্টটা যতটা বাঁচানো যায়।
    প্রথম প্রথম এসে বাগচি গল্প করত ছাত্র পড়াতে গিয়ে কী কী খেল। এক হপ্তা বাদে থেকে দেখি বাগচি ঘাম মোছে, আর দাঁত কিড়মিড় করতে করতে বলে "কী জিনিস একখানা!", "বিষ!", "উফ, আর পারি না।"। বাগচির অবস্থা দেখে আমরা একটু হাসি, আবার মন দিই বিটাগামা অ্যালজেব্রায়। মাসখানেক বাদে দেখা গেল বাগচি আর সেই আগেরমতন নরমসরম সরল বাগচি নেই। নওলকিশোর বাগচির মধ্যে একটু কাঠিন্যের ভাব লক্ষ্য করা যাচ্ছে। তার ঘ্যানঘ্যানানিতেও বদল লক্ষ্য করা যাচ্ছে। একটু সাহসীমতন ঘ্যানঘ্যানানি। "আজ আচ্ছাসে বকুনি দিতে যাচ্ছিলাম", "আজ তো কান ধরে দাঁড় করিয়ে দিতে যাচ্ছিলাম" , "আজ ভেবেছিলাম এমন হোমওয়ার্ক দেব পুরো সপ্তাহ আর বইখাতা থেকে চোখ তুলতে পারবে না" (লক্ষ্য করুন সবকিছুই সে করতে যাচ্ছিল, কিন্তু করে নি। এই পয়েন্টটা কিন্তু ভুলে যাবেন না। পরে এর কারণ পরে জানতে পারবেন।) তো আমরা ভাবি, বাঃ ছাত্রটি তো স্মার্ট, মাস্টারকে কেমন ব্যক্তিত্ববান করে তুলছে!
  • ব্যাং | 132.178.203.213 | ১১ মার্চ ২০১৩ ০৮:১৫586869
  • কদিন বাদে বাগচি এসে বলল "আজ আলটিমেটাম দিয়ে দিয়েছি। তিনদিনের মধ্যে না শোধরালে , ওরই একদিন কি আমারই একদিন!" চারদিনের দিন এসে বলল, "আজ একদম গার্জেন কল করে দিয়েছি। ওর মাকে ডেকে সব বলে দিয়েছি।"
    আহা রে! একটা সেভেন-এইটের ছেলে সামলাতে পারিস না? তার মায়ের কাছে নালিশ করে দিলি!
    "আহা রে! আহা রে!!!!!!! অত দরদ যদি, তো নিজে গিয়ে পড়া না দেখি! আমি কালই সৌগতকে বলে দেব, আমি আর পড়াব না, তুই পড়াবি।"
    আহা, চটছিস কেন? পড়ানো ছেড়েই বা দিবি কেন? ধৈর্য্য এত কম কেন?
    এইসব "কেন"র উত্তরে বাগচি যা বলে, তা আর এখানে লেখা যায় না।
  • ব্যাং | 132.178.203.213 | ১১ মার্চ ২০১৩ ০৮:২৬586870
  • কদিন বাদে শুনলাম বাগচি সত্যি সত্যিই পড়ানো ছেড়ে দিয়েছে। ছাত্রের দাদা এসে আমাকে বলল "তুই পড়াবি?"
    হ্যাঁ। কেন পড়াব না! তবে রেজাল্ট খারাপ হলে কিছু বলতে পারবি না আমাকে।
    "আরে তুই তো আগে একদিন আমাদের বাড়িতে আয়, এসে কথা বল, তারপর এইসব কথা। কেউ তোকে কিচ্ছু বলবে না, শুধু শুধু ফ্যাচাং বাড়াস না তো।"
    পরের দিন পাশের বাড়ি থেকে পড়ে বেরিয়ে বন্ধুর বাড়ি গেলাম। ছাত্রর মা-জেঠিমা-জেঠু সব্বাইকে বেজায় পছন্দ হয়ে গেল। ছাত্র?? সে তো এক তালঢ্যাঙা রোগা টিঙটিঙে বালক। আমার ভাইয়ের থেকে একটু বড়। কেমন লজ্জা লজ্জা মুখে দাঁড়িয়ে আছে! ওকে আবার ভয়টা কীসের! বাগচিটা আচ্ছা পাজি তো। এই ছেলেকে একটু ধৈর্য্য ধরে পড়াতে পারল না!
    কথা হল পরের সপ্তাহ থেকে পড়াব।
  • Sibu | 118.13.142.178 | ১১ মার্চ ২০১৩ ০৮:৩৪586871
  • আমার এক ছাত্রের বাবা ছিলেন কলকাতা রেডিওর এক সময়ের বিখ্যাত ঘোষক। তাই ছাত্রের বা তাঁর, কারো ভাল নামই বলা যাবে না। তবে ছাত্রের ডাক নাম ছিল লালি।

    আমি পড়াতে গিয়ে দেদার ফাঁকি দিতাম, তাই ছাত্রের আমাকে খুব পছন্দ ছিল। কিন্তু মিড-ইয়ারের পরীক্ষায় লালি যখন শূন্য পেল তখন আমার একটু বিবেক কুটকুটি দেখা দিল। আমি তানা-না-না করে একদিন আমজাদ স্টাইলে বলেই ফেললাম - এই যে তুই এক্কেরে লেখাপড়া করিস না, আব তেরা কেয়া হোগা রে লালি? লালি এক গাল হেসে উত্তর দিল - ও নিয়ে আপনি ভাববেন না শিবুদা। বাবা মোলে বাবার আপিসে চাকরি পাব, মা মোলে মার আপিসে চাকরি পাব। বাবা মা আমার হয়ে ঢের লেখাপড়া করে রেখেছে।

    আমি একবার মুখ হাঁ করে সামনের চা-সিঙ্গারায় মন দিলাম।
  • ব্যাং | 132.167.218.32 | ১১ মার্চ ২০১৩ ০৮:৪৯586872
  • শিবুদার ছাত্রের গল্প পড়ে হেসে কুটিপাটি হলাম। ঃ-)))))))))))
  • | 126.203.129.114 | ১১ মার্চ ২০১৩ ১০:৪৯586873
  • বোঝো!! ঃ))
  • সে | 203.108.233.65 | ১১ মার্চ ২০১৩ ১৪:২৩586874
  • "ছাত্রের ডাক নাম ছিল লালি।" - er theke ghoshhaker naam aandaaj karaa gel.:-)
  • Sibu | 118.13.142.178 | ১১ মার্চ ২০১৩ ১৫:৪৭586876
  • হুম্ম্ম্ম্ম।
  • S | 109.26.201.94 | ১১ মার্চ ২০১৩ ২২:৩৩586877
  • লালির গল্প তো বেশ ভালো। কিন্তু আগের গল্পের কি হোলো? এখন থেকে প্লিজ নিচে লিকে দেবেন (চলছে) বা (সমাপ্ত)। আমাদের মতন ইয়েদের একটু ইয়ে হয়।
  • | 190.215.107.17 | ১১ মার্চ ২০১৩ ২২:৫০586878
  • এখানে অন্য দের টিউশানি র গল্প বলা যাবে?
  • Abhyu | 179.237.46.187 | ১১ মার্চ ২০১৩ ২৩:৫৯586879
  • লিচ্চয়। গল্প শুনতেই তো আসা।
  • | 126.202.130.6 | ১২ মার্চ ২০১৩ ০১:১৮586880
  • এটা আমার বেস্ট ফ্রেন্ড কৌশিকের স্কুলের সময়ের গল্প। ওরা একটা ব্যাচে পড়তো।

    তা মাস্টারমশাই অঙ্ক করতে দিয়েছেন।কিছু ছেলে অঙ্ক করছে। কিছু ছেলে মাস্টারমশাই র চোখ এড়িয়ে বাঁদরামি করছে। একটা ছেলে মন দিয়ে পেন চিবুচ্ছে। হঠাৎ মাস্টারমশাই র চোখ পরলো। " কী রে পেন খাস কেন? বাড়ি থেকে কিছু খেয়ে আসস না?"। "খেয়েছি স্যার।বনিমিক্স"।

    "আজ তোরে মাইর‌্যা ফেলমু।বনি মিক্স খাইছো"।

    বলা বাহুল্য স্যারের বৌ র নাম বনি।
  • biplab | 78.33.140.55 | ১২ মার্চ ২০১৩ ০৪:৪৮586881
  • আমি আই আই টিঢ় সেকন্ড ইয়ার থেকে পড়াচ্ছি। রিসার্চ করার সময় টোল খুলে উইকেন্ডে পড়াতাম হলদিয়ায়। অধিকাংশ সময় আই আই টি এন্ট্রান্সের জন্য ম্যাথ ফিজিক্স পড়াতে হয়েছে। দীর্ঘ ৯ বছর ধরে অনেক ছাত্র ছাত্রী পড়িয়েছি।

    ছাত্রীর সাথে ওয়ান টুন ওয়ান পড়িয়েছি দুজনকে। দুজন ই বেশ বিদূষী এবং রুপসী অধ্যাপককন্যা। কিন্ত দুর্ভাগ্য, সেই সময় আমার পার্মানেন্ট গার্লফেন্ড ও ছিল। ফলে ছাত্রীদের সাথে কিছুই হইল না। নিকষ গণিতেই সীমাবদ্ধ রইল পরিচয়। তবে পড়াতে গিয়ে কোন রোম্যান্টিক ফিলিং আসে নি কোন দিন। ছাত্রছাত্রীদের শেখার দিকেই নজর ছিল বেশি। কোন ছাত্রীর সাথে প্রেম না করাটা জীবনের একটা বড় অপূর্নতা-যেমন অপূর্নতা কোন বৌদির সাথে প্রেম না করা। এগুলো আমার লাইফের বড় মিস।
  • rimi | 178.26.205.19 | ১৩ মার্চ ২০১৩ ০০:০০586882
  • এই ব্যাংটা মহা অসভ্য তো!!! আদ্ধেক গল্প লিখে একটা সাস্পেন্স তৈরি করে রেখে কোথায় হাওয়া হয়ে গেছে!!!!!!!
    ওরে বাকিটা লেখ, নইলে ঘুমুতে পার্ছি না। :X
  • quark | 24.139.199.1 | ১৩ মার্চ ২০১৩ ১৪:৫২586883
  • এইচেসে অঙ্ক করতে যেতাম। আট-দশ জনের ব্যাচ। স্যার বেশ ভালো অঙ্ক করাতেন। তখন দাস-মুখার্জীর একচ্ছত্র আধিপত্য। সেই বাজারে খবর পেলাম স্যার অঙ্কের বই লিখেছেন। বেশ। একদিন কথায় কথায় আমাদের দেখালেন সেই বই। হাতে নিয়ে দেখলাম। ভালোই। তারপর একদিন পড়াতে পড়াতে হঠাৎ উঠে গিয়ে সেই বই নিয়ে এসে বল্লেন "এই চ্যাপ্টারে আমার বইতে একটা সুন্দর অঙ্ক দিয়েছি"। তারপর আবার একদিন। এমনি ক'রে "সুন্দর অঙ্কের" সংখ্যা ক্রমশঃ বাড়তে লাগলো। একদিন স্যার তাঁর বইয়ের বেশ কিছু সুন্দর অঙ্ক নিয়ে বসেছেন আর সবাই ঘিরে রেখেছে, আমি আর আশিস বাদে। আমরা কিছুতেই ভিড় ঠেলে ভেতরে ঢুকতে পারছি না। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল - "কি বই লিখেছেন স্যার, সব অঙ্কই ইম্পর্ট্যান্ট!" ব্যস! আর যায় কোথায়। "

    "তোমার কথার মানে আমি বুঝি, আমারও একদিন তোমার বয়স ছিল"।
  • qyark | 24.139.199.1 | ১৩ মার্চ ২০১৩ ১৪:৫৬586884
  • বাই দ্য ওয়ে! এই আশিসের আরেকটা গল্প, ঐ অঙ্কের ট্যুইশনেই।

    ভেক্টর পড়ানো হচ্ছে। স্যার বোঝালেন ভেক্টর কাকে বলে। কয়েকটা উদাহরণ দেওয়ার পর আমাদের জিজ্ঞেস কল্লেন। আশিস বলে "আমি বলবো স্যার ?"। এখন আশিসের আগেই বে ফাঁস কথাবার্তা বলায় নাম আছে। স্যার শুকনো মুখে বল্লেন "বল"।

    স্যার, ফিল্টার সিগারেট হ'ল ভেক্টর, না টানলে সব সময় সামনে দিয়ে ধোঁয়া বেরোয়। আর নন-ফিল্টারে কখনও কখনও পেছন দিয়েও বেরোয়, তাই ওটা স্কেলার।
  • কৃশানু | 213.132.214.155 | ১৩ মার্চ ২০১৩ ১৫:৫৪586885
  • এটা কিন্তু একটা বহুল প্রচারিত জোক :-)
  • quark | 24.139.199.1 | ১৩ মার্চ ২০১৩ ১৬:০১586887
  • তাই? সত্যি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন