এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • মাছ মিষ্টি অ্যান্ড মোর

    ওপু
    সিনেমা | ১৩ এপ্রিল ২০১৩ | ৩৭৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.73.249 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:২৫599341
  • আমি টোটালি ফ্ল্যাট। আর কিছু কওনের নাই। :)

    কালো ফস্‌সার কেসটা বোধ হয় আমি ঠিক বোঝাতে পারি নি। যাগ্গে, আমি নিউইয়র্কেও থাকি নি কোনওদিন, মোদ্দা কথা, কুন্দগ্রামির পার্সোনালিটির সঙ্গে ঐ মেয়েটির (পাওলিই তো? কেউ কনফার্ম করল না) জুড়ে যাঅওয়া, একেবারে সেল্ফলেসলি, ঠিক হজম করতে পারি নি।
  • de | 190.149.51.69 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:২৬599342
  • পাওলি না -- অন্য কেউ --

    সিকির কি বাজার -- রিভিউরও রিভিউ নামাচ্চে পাবলিক! ঃ))
  • san | 69.144.58.2 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:২৮599343
  • একককে ক্ল্যাপ দিলাম।
  • aka | 85.137.157.115 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:৪৬599344
  • বাপরে ঐ সিনিমা নিয়ে কত শব্দ খরচ। ওরে পাগল তোরা নিদেন পক্ষে দেবের সিনিমা দেখ। গোবিন্দার সিনিমা দেখ, এই মোজা জ্বালানো সিনিমাটাকে ক্ষান্ত দে।
  • Ekak | 69.99.230.125 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:৪৮599345
  • আরে গোভিন্দা কে নিয়ে আলাদা তই খোলা উচিত । গুরুদেভ লোক । খিল্লি করছিনা ।সিরিআস । প্রচন্ড কনসিস্টেন্ট আর যাচ্ছেতাই ভালো টাইমিং সেন্স । ও যে সিনেমায় থাকে সেখানে আমি নায়িকার দিকে তাকায় না ।
  • phutki | 131.241.146.122 | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:০১599346
  • উহা পাওলি নহে, পামেলা।
  • Ekak | 69.99.230.125 | ১৭ এপ্রিল ২০১৩ ১৮:১৩599347
  • হ্যা , পামেলা ভুতরিয়া । অদ্ভূত সিমিলারিটি । ইনফ্যাক্ট সিনেমা দেখার সময় ও গুলিয়েছিলুম ।
  • a x | 118.193.103.29 | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:১৪599348
  • আমাকে একটা কথা কেউ বলবেন? এই সিনেমাতে রাইমার জামা কাপড়, ঐ কেমন মাথা থেকে পা অবধি ঢালাই করা মিলিটারি গ্রিন রঙ্গের যে ঢোলের মত জিনিসটা পরেছিল - ওগুলো কী হালের ফ্যাশান? দেশে লোকজন পরছে?
  • Ekak | 69.99.230.125 | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:১৬599349
  • হুলিয়ে পরছে ! ঘরের লোক ই পরছে তা দেশ :) :):)
  • a | 30.139.67.50 | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:১৯599226
  • উফ গোভিন্দা র ডেভিড ধাওয়ান
  • a x | 118.193.103.29 | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:২১599227
  • এর থেকেই বোঝা যায় দেশের কোনো খবরই রাখিনা ঃ-(
  • Tim | 188.89.13.252 | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:৩২599228
  • একককে ক্ল্যাপ দিলুম আম্মো।
  • Tim | 188.89.13.252 | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:৩৩599229
  • সিকি বা একক "কনে দেখার পর" এর রিভিউ লিখুক।
  • সিদ্ধার্থ | 233.239.140.157 | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:৩৪599230
  • এই মৈনাকের আগের সিন্মাটা ছিল বেডরুম। পানু ভেবে দেখতে বসেছিলাম।

    শুরুতেই একটা গান। কয়েকটা ছেলেপুলে, রূপম তাদের নেতা, রং-বেরং-এর জামা পরে লাফাচ্ছে, আর চেঁচাচ্ছে 'আমায় চুষে দাও'।

    আমি শুনেই ফ্ল্যাট। শালা বাংলা সিনেমার হল কি? এক মুহূর্তে এত সাবালক? মুগ্ধতা যখন বাড়তে বাড়তে গগনচুম্বী, মনে কেমন একটা সন্দেহ হল। আরেকবার চেক করে দেখব নাকি? মানে এসব বলছে, কিন্তু সেন্সরে আটকাল না?

    তা সে যা উচ্চারণ, কিছুই বুঝতে পারি না। রিওাইন্ড করে ৩/৪ বার শোনার পর ঝাঁট জ্বলে গিয়ে অনলাইন লিরিক্স চেক করে দেখি, ও হরি, আসলে বলতে চেয়েছিল 'আমায় ক্রুসে দাও' :(

    সিনেমা কেমন সে নিয়ে আর কিছু বলব না। কল গার্লকে লাল জুতোয় ভাল দেখায় না কি টাকমাথায় এসব সুগভীর দার্শনিক প্রশ্নে টইটুম্বুর।

    এই মাছ মিষ্টি দেখে একটাই কথা মনে আসছে, স্বস্তিকার থাইটা খুব সেক্সি।
  • Tim | 188.89.13.252 | ১৭ এপ্রিল ২০১৩ ১৯:৩৯599231
  • ঃ-))))))))))))))))))
  • :-D | 69.160.210.2 | ১৭ এপ্রিল ২০১৩ ২০:০৪599232
  • অভিনয় ছেড়ে থাই এর আলোচনা? সিধুর ডবকা সিনড্রোম আর কমলো না। X-(
  • Tim | 188.89.13.252 | ১৭ এপ্রিল ২০১৩ ২০:১০599233
  • ডবকা সিনড্রোম ছোট করে ডি এস। বোঝাই যাচ্ছে বিখ্যাত ফ্যতাড়ুর নামের উৎস কি?
  • সিদ্ধার্থ | 233.239.134.224 | ১৭ এপ্রিল ২০১৩ ২০:২০599234
  • তবে ওই কুন্দগামী যে আসলে পলিগ্যামি, সেটা প্রথমেই আমারও সন্দেহ হয়েছিল। মিড থার্টির ফ্রাস্ট্রেটেড বাংগালী, বউ দিচ্ছে না, সেই ফ্রাস্ট্রেশনে ভাইদের প্রেমিকা নিয়ে কোশ্চেন করে করে জ্বালিয়ে মারছে। চোখের চাউনি ফাউনিও খারাপ। প্রথম দেখার সময়েই বুঝেছিলাম এর কিছু ঘোটালা আছেই।

    ফ্যামিলিটাই সম্ভবত ফ্রাস্ট্রেটেড। সৌমিত্র রাস্তা ঘাটে বলা নেই কওয়া নেই আলপটকা মামণি দেখে ঝাঁপিয়ে পড়ছে। মুখে যতই সৌম্য শান্ত ভাব দেখাক, বুড়ো আসলে খচ্চর। ধান্দায় আছে এই মৌকায় যদি কিছু বাগানো যায়। হয় মেয়েটার সাথে খেলু করবে, অথবা মেয়েটার ঘাড় ভেংগে সিংগাড়া জিলিপি খাবার ধান্দা (স্বাভাবিক, বাড়ি থেকে তো পয়সা টয়সা দেয় না!)

    পরম হল একটা কনফিউজড বাল। নাহলে ওই ছেঁড়াখোঁড়া আলখাল্লা পরা আধপাগল রাইমাকে পছন্দ করে? লিখে রাখুন, একেও দুদিন বাদে ল্যাং মারবে। তবে নিজে লাথ খাবার চান্সটাও প্রচুর। অত গাটস থাকলে শুরুতেই নিজের ওই ডমিনেটিং প্রেমিকাকে কাটিয়ে দিত। কিন্তু এদিকে মনের মধ্যে বুড়বুড় করছে ইচ্ছে, বিজনেসম্যান হবে! লক্ষ্য বিশাল, ক্ষমতায় কচুপোড়া। নিজের চেষ্টায় কিছু পারে না। সিলেবাসে হ্যামলেট রেখে ক্লাস করতে এসে দেখেছে মমতা ব্যানার্জী লেকচারার। সেই জন্যে ঝাঁট জ্বলেছে। গার্লফ্রেন্ডটা যদি আরেকটু মানুষের মতন হত, তাহলেই ঠিক সুড়সুড় করে ঘরজামাই হয়ে যেতে বাধত না।

    অনুব্রত ব্যাপক। কোনো কথা হবে না। মায়ের ভূমিকায় অনুরাধা রায়ের কথা কেউ বলল না, আমার হেভি লেগেছে।

    তবে ওই কুন্দগামীর জামার বোতাম ফোতাম খুলে হাইলি পামেলা ওকে লাথ মেরেছিল। পরের সীনে ফাঁকা রাস্তা দিয়ে আসার সময় কুন্দগামী যে 'শীট' বলল, সেটা প্রবাবলি ওই কারণেই। যে, ক্যান বনমানুষের মতন লোমগুলো ওয়াক্স করলাম না! :(
  • sosen | 125.241.77.159 | ১৭ এপ্রিল ২০১৩ ২০:২৫599235
  • এই গোটা টই কেবল একখানা মুভি নিয়া?
  • Ishan | 214.54.36.245 | ১৭ এপ্রিল ২০১৩ ২১:১৬599237
  • অ্যাঁ সিকির কি চোখ নাই? কোথায় স্বস্তিকা আর ...
  • sc | 160.212.78.41 | ১৭ এপ্রিল ২০১৩ ২২:০৮599238
  • মৈনাকের নতুন সিনমা আসছে লিং দেখলাম।
    এসবই ভালো। ডবকা মাগী, হালকা করে সফট পানু জিনিস।
    ওসব নেকুফুকু এন আর আর তাদের ভদ্রলোক ভ্যানতারা আর দু anshla রিনাদি টাইপ antlami অসহ্য, নেওয়া যায় না।
    তাচ্ছেয়ে এটা অনেক সম্ভবনাময়:
  • pi | 78.48.231.217 | ১৭ এপ্রিল ২০১৩ ২২:২৩599239
  • মৈনাকের 'আমরা' দেখেনি কেউ ? ইন্জিরির ফোয়ারাটুকু বাদ দিলে সিনেমাটা মন্দ না। মা মি মো র থেকে ভাল ছিল।
  • Ishan | 214.54.36.245 | ১৭ এপ্রিল ২০১৩ ২২:২৬599240
  • ওয়েঃ। এইসব অসব্য শব্দ না বলাই ভালো।
  • S | 139.115.2.75 | ১৭ এপ্রিল ২০১৩ ২৩:৫৩599241
  • ছেলেপিলেরা আর বড় হইলো না গো।
  • san | 24.98.107.238 | ১৭ এপ্রিল ২০১৩ ২৩:৫৫599242
  • আমি চাট্টি কড়া কথা লিখতে গিয়েও সংযম কল্লাম।
  • aka | 85.137.157.115 | ১৮ এপ্রিল ২০১৩ ০০:০৪599243
  • এই সিনেমাটা কিগো? বাজারে এলে জানাতে ভুইলেন না যেন, ব্রাহ্মণ সেবা করলে স্বর্গে স্থান হয়।
  • sc | 160.212.78.41 | ১৮ এপ্রিল ২০১৩ ০০:১৬599244
  • এরা সকলে কি আমাকে বকলো!
    যা শ্লা, আমি তো শুধু লিং দিয়েছি।:(
  • Ekak | 125.118.40.175 | ১৮ এপ্রিল ২০১৩ ০০:৪৬599245
  • আমি সিরিয়াসলি অপেক্ষা করছি বাংলায় কবে সেক্স কমেডি হয় দেখার জন্যে । থ্যাত্স দ্য হাইঠ অব ম্যাচুরিটি । এই মামিমো তাকেই করতে পারতো বেকার হ্যাজ না ঢোকালে । দেখা যাক কবে হয় ।
  • প্পন | 126.202.115.174 | ১৮ এপ্রিল ২০১৩ ০০:৪৭599246
  • ছিল তো একটা। Y2K বা সেক্ষ ক্রমে আসিতেছে।
  • Ekak | 125.118.40.175 | ১৮ এপ্রিল ২০১৩ ০০:৫৪599248
  • ওটাতে পিছন্পাকামি করে মারিয়েছে :| সমস্ত মজার মধ্যে একটা মধ্যবিত্ত শ্লেষ । সেক্স কমেডি ওরম না । সেই যে সেই রাজ্কন্ন্যা কে উটের পা ধরতে বলা যদি সেক্স কমেডি হয় তাহলে রাজকন্যের সঙ্গে শুয়ে উটের কথা ভাবা হলো চোন্দিলের সিনেমা । বেসিক আলাদা ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন