এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • মাছ মিষ্টি অ্যান্ড মোর

    ওপু
    সিনেমা | ১৩ এপ্রিল ২০১৩ | ৩৭৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 188.91.253.11 | ১৫ এপ্রিল ২০১৩ ১৪:৫২599275
  • ঃ-))

    বাংলা কাটিয়ে দিলে তো দেখতে সুবিধেই হবার কথা।
  • Tim | 188.91.253.11 | ১৫ এপ্রিল ২০১৩ ১৫:০৯599276
  • আমার আজকাল এইসব খোরাক দেখতে হেব্বি লাগে। এই যেমন কাল ম্যাট্রিক্স রিভোলিউশন দেখতে দেখতে খ্যাক খ্যাক করে হাসলাম।
  • সায়ন | 170.83.97.84 | ১৫ এপ্রিল ২০১৩ ১৫:২৮599277
  • রিলোডেড আর রেভোলিউশন - দুটোই খোরাক।
    সিক্যুয়েলগুলো এমন দায়িত্ব নিয়ে ছড়ায়।
  • Tim | 188.91.253.11 | ১৫ এপ্রিল ২০১৩ ১৬:১৬599278
  • সান্দা ক
  • Ishan | 214.54.36.245 | ১৬ এপ্রিল ২০১৩ ০২:১৪599279
  • পুরোটাই ইংরিজিতে বানিয়ে হলিউড থেকে রিলিজ করলে পারত। সেকথা ঠিক। কিন্তু আমার তো বসে দেখতে কোনো অসুবিধে হয়নি। নজ্জার মাথা খেয়ে বলি, জায়গায় জায়গায় একটু একটু ভালোও লেগেছে। যেমন বাড়িউলির সঙ্গে ওই কনভারসেশনটা।

    আপনাদের এক্সপেক্টেশন লেভেলটা আসলে ঠিক নেই। সেইটাই সমস্যা।
  • পাবদা | 166.45.254.69 | ১৬ এপ্রিল ২০১৩ ০৩:০৭599280
  • আমার তো সবমিলিয়ে বেশ লেগেছে - বেডরুমের থেকে অনেক ভালো ।
    গানগুলোও দারুন ।
    হ্যা - বাংরেজি ভাষাটা খুবই আশঙ্কার ব্যাপার ।
    অনুব্রত এইরকম কথা বার্তায় অবশ্যই সেরা - তবে ওর এই স্টাইল'টা একঘেয়ে না হয়ে যায় পরে ।
  • nina | 79.141.168.137 | ১৬ এপ্রিল ২০১৩ ০৫:৩০599281
  • আমারও বেশ লেগেছে---আর এখন তো কলকাতায় দেখি ভাষা ঐ রকমই হয়েছে---সবাই যাবার আগে বলে --চলো ঠিক হ্যায়--তা এই গ্লোবালাইজেশনের যুগে এমনটা হতেই পারে---- আমি তো কলকাতায় বাড়ীতে পাড়ায় এমনই দেখি আর বেশ ভাল লাগে--নতুন যুগের নতুন ছেলেমেয়েরা --নতুন নতুন সবঃ-)

    আমার দিদু যা করেন নি আমার মা তা করেছিলেন--আবার আমার মা যাকরতে পারেন নি আমি করেছি--এখন আমার মেয়ে যা করছে আমি করিনি------

    যাই হোক প্লিজ কেউ কি গয়নার বাক্স আর শব্দ সিনেমাটার লিংক দিতে পার--প্লিজ?
  • Ishan | 60.82.180.165 | ১৬ এপ্রিল ২০১৩ ০৭:০৩599282
  • হ্যাঁ, এইভাবে ভাবতে হবে। যুক্তি-তক্কো-গপ্পো-র চেয়ে ভালো। বেডরুমের চেয়ে ভালো। উড়োচিঠির চেয়ে ভালো। মনে হয় বং কানেকশনের চেয়েও ভালো। এবং রঞ্জনা আমি আর আসবনার চেয়ে খারাপ। ব্যস।

    একটু বেশি ইংরিজি বলে, সে ঠিক আছে। কিন্তু মমতা বলেছেন ভাষাহীনের ভাষায় কি আসে যায়। তাছাড়া গায়ত্রী চক্কোত্তি তো বলেই দিয়েছেন স্যাভেজ কথা কইতে পারেনা, পিতার ভাষাই তাহাদের ভাষা। সাবটাইটল দিলে অবশ্য ভালোই হত, কিন্তু সেটাও মাইনর, আপনারা কি হলিউডি সিনেমা দেখেন না?

    মাইনর ব্যাপারে নজর না দিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি দেখুন। সিনেমার শেষে একটা মেয়ে আস্ত অনুব্রতকে চ্যাংদোলা করে বেডরুমে নিয়ে চলে গেল। ভিতরে কী হল, মানে কে অন টপ, সেটা অবশ্য ঠিক জানা নেই। কিন্তু চ্যাংদোলা করে নিল তো (ঋদ্ধিকেঃ এমনকি পাওলি অবধি এতটা সাহস করেনি)। ডোমেস্টিক ভায়োলেন্স, ফিমেল ইউনাখ, যাহা ব্যক্তিগত তাহাই পলিটিকাল, ব্রা-পোড়ানো ইত্যাদি শেষ করে ফেমিনিজম যে ফোর্থ ওয়েভে প্রবেশ করেছে, তার প্রত্যক্ষ প্রমাণ এছাড়া আর কীইবা হতে পারে?
  • Ishan | 60.82.180.165 | ১৬ এপ্রিল ২০১৩ ০৭:১৪599283
  • তবে একটা সমালোচনা সিনেমাটির প্রাপ্য। এটিকে কেউ নিউ-ইয়র্কের ট্রাভেল গাইড ভেবে নিলে মুশকিল। গাড়োল বাঙালি তো, অঞ্জন দত্তর টুফোর্ফোর শুনে জনশক্তি না কোন এক হিন্দি সিনেমার আপিসে ফোন করে করে জ্বালিয়ে দিয়েছিল। এবার জ্যাকসন হাইটসে গিয়ে মাছ-মিষ্টি-অ্যান্ড মোর খুঁজতে যাবেনা তার কোনো গ্যারান্টি আছে? এমন হলিউডি ঝলক, এমন সুইট ইংলিশ, যে, বোঝার তো কোনো উপায়ই নেই, যে সিনেমা নিউ-ইয়র্কের না কলকাতার।

    ওইটা তাই লিখে দেওয়া উচিত ছিল। যে, সব চরিত্রের মতো দোকানের নামগুলিও কাল্পনিক। ব্যস আর কোনো খুঁত নেই। পুরো সিনেমাটাই, ওই বড়ো ভাইয়ের পার্টটাইম প্রেমিকার ফিগারের মতো পারফেক্ট। স্লিম ট্রিম ছিমছাম। ৩২-২৪-৩২। উল্‌প্‌স।
  • nina | 79.141.168.137 | ১৬ এপ্রিল ২০১৩ ০৭:২০599285
  • হা হা হা হা মামু বেড়ে কইসে !! তা বঙ্গ ছেলেগুলান এত্তো প্যাংলা হইলে তারে চ্যাংদোলা তো করতেই পারে হোহোহোহো----
    তবে যাই বল বাপু ঐ বিভিন্ন মল ফোরাম ইত্যাদিতে নতুন জেনারেশন ছেলে মেয়েগুলো বেশ অমনই দেখতে ও শুনতেও-----
    আর নিউ ইয়র্কেও এবার মাছ মিষ্টি অ্যান্ড মোর --খুল্ল বলে----কিউ ইয়র্কে হবে মাছ মিষ্টি অ্যান্ড মোর আর কলিকাতায়--বোহেমিয়ান !! ঃ-))))
    ফিউশান জামানা!!
  • riddhi | 118.218.136.234 | ১৬ এপ্রিল ২০১৩ ০৭:২১599286
  • অনুব্রত এই ওয়েট মেন্টেন করলে ফেমিনিসমের সুনামি ঘটবে।
  • riddhi | 118.218.136.234 | ১৬ এপ্রিল ২০১৩ ০৭:২৬599287
  • পার্ট তাইম প্রেমিকাটি চাম্পি - ওর নাম পামেলা। বহুকাল আগে টিভিতে স্কুলের ছেলেমেয়েদের নিয়ে কি একটা প্রোগ্রামের এনকরিং করত।
  • ?? | 69.160.210.2 | ১৬ এপ্রিল ২০১৩ ০৯:১৪599288
  • " .... প্রেমিকার ফিগারের মতো পারফেক্ট। স্লিম ট্রিম ছিমছাম। ৩২-২৪-৩২। উল্‌প্‌স।" == একেই কি পরিভাষায় "ডবকা" বলে?
  • siki | 132.177.73.249 | ১৬ এপ্রিল ২০১৩ ০৯:৩৯599289
  • মা-মি-মো কাল ১ ঘণ্টা কুড় মিনিট দেখেছি। আজ বাকিটা দেখব।

    বেশ লাগছে তো সিনেমাটা। এর সাথে রঞ্জনা আমি-র তুলনা? জঘইন্য সিনেমা ছিল ওটা একটা। আদ্যোপান্ত অঞ্জন আর সুমনের অসহ্য আঁতলামিতে ভরপুর।
  • de | 69.185.236.51 | ১৬ এপ্রিল ২০১৩ ১১:৩৩599290
  • আমি চ্যাংদোলার আগেই বন্ধ করেছি -- অসহ্য লাগায় ঃ))

    ফরোয়ার্ড করে দেখে নেবো ওটা --

    আমার যেকোন রকম মিক্সিং ভাষা অসহ্য লাগে -- আজকাল বাংলা সিনিমা দেখতে বসে বুইতে পারিনা বাংলায় সিনেমাটা বানানোর আদৌ কি কোন দরকার ছিলো? প্রবাসী বাঙালীরাই হা হুতাশ করবে এইসব সিনেমা নিয়ে -- তার বাইরে বাংলা ভাষায় কথা বলা মানুষজন কেন এটা দেখবে আমি কোন যুক্তি খুঁজে পাইনা।
  • a x | 118.193.102.117 | ১৬ এপ্রিল ২০১৩ ১২:৩৭599291
  • ইহা নিও-ভদ্রলোকেদের সিনিমা। প্রবাসের সাথে সম্পর্ক নাই। মল গোয়িং, সিসিডি সিপিং,ভাঙ্গা ইংরেজি বোলিং, শাইনিং ভারতের গ্লোয়িং জেনারেশনের সিনিমা।
  • ওপু | 24.99.124.133 | ১৬ এপ্রিল ২০১৩ ১২:৪৮599292
  • বড় অবাক হলাম। এখনকার বাঙালি পোলা পুলিরা কে এফ স'তে ঠেশে একটু আকটু ঝরঝরে কিংবা ভুলভাল ইংরেজি ঝাড়লে পরাণ যায় জ্বলিয়া রে...!!! আর কলকাতার রকে, ঠেকে কিংবা পাড়ার মোড়ে অথবা খাস এই গুরুতে কত্তো নতুন নতুন বাঙলা শব্দ, ভাবার্থ, ব্যাঞ্জনের রঞ্জন চলছে তার বেলায় স্পিকটি নট !!! ইহাই কি ন্যায় বিচার সেলুকাস!!!
  • kc | 204.126.37.78 | ১৬ এপ্রিল ২০১৩ ১২:৪৯599293
  • আফনাদের সবেতেই আফত্তি। এই সব মল গোয়িং, সিসিডি সিপিং,ভাঙ্গা ইংরেজি বোলিং, শাইনিং ভারতের গ্লোয়িং জেনারেশন একটা জনসমষ্টি তো বটে নাকি? তো তাদেরও চহিদা ফাহিদা থাকবেনা নাকি? আমার বেশ লেগেছে। দুদিন পরে ভুলেও যাব। না দেখলেও কিছু হতনা।
  • a x | 118.193.102.117 | ১৬ এপ্রিল ২০১৩ ১২:৫২599294
  • আপত্তি কোথায়? অবজার্ভেশন মাত্র ;-)
  • Tim | 188.91.253.11 | ১৬ এপ্রিল ২০১৩ ১৩:৩৬599296
  • মুশকিল হলো আমাদের মধ্যে অনেকেই আইডেন্টিফাই না করতে পারলে সিনেমা দেখতে পারেনা।
    আমার এরকম প্যাখনা নেই। আমি স্পাইডারম্যান থেকে মামিমো সবই দেখে নি, এর মধ্যে যেগুলোয় সামান্য খোরাক বা ক্যাও থাকে সেগুলোয় সময় উসুলও হয়।

    আমার তো এমনকি স্বস্তিকার "পুচু" ডায়লগগুলোও গুচ্ছ খোরাক, এবং তুমুল উপভোগ্য লেগেছে। মমতার কবিতা পড়ে যেরম নির্মল আনন্দ পাওয়া যায়, সেরকম।
  • siki | 132.177.73.249 | ১৬ এপ্রিল ২০১৩ ১৫:১৫599297
  • আমি মা-মি-মো দেখে উঠলাম। মাই-মাই! ক্কী সিনেমা মাইরি!

    দাঁড়ান, আমি জমকালো একটা অ্যাংরি ইয়ং ম্যান মার্কা রিভিউ লিখব। কিন্তু এখন বড় ঘুম্পায়।

    মোদ্দা কথা, বেশ এগোচ্ছিল, বেশ এগোচ্ছিল, হঠাৎ পরিচালক ঘড়িতে দ্যাখে, সব্বোনাশ, দুঘণ্টা হতে আর পনেরো মিনিট বাকি রে! সব সাম আপ কর, সাম আপ কর। এর সাথে ওর প্যাচাপ করে দে, তার সাথে ওর প্রেম ঘটিয়ে দে, বুড়োটার রোল সেশ, ওকে মেরে দে।

    ব্যাস, দুঘন্টা দশ মিনিটের মাথায় সিনেমা সেশ। কোথা হইতে কী হইল, কিসুই বোঝা গেল না।

    বাআল!
  • শ্রাবণী | 134.124.244.107 | ১৬ এপ্রিল ২০১৩ ১৫:৩৪599298
  • শুধুই ভাষাটার জন্যে নয় মনে হয়, খিচুড়ী হিন্দি ইংরেজী বাংলা মেশানো ভাষা শুনতে তো আমি ছোট থেকে অভ্যস্ত। ভাষা ধরে নিলেও চরিত্রগুলো একেবারেই কনভিন্সিং নয়, আরোপিত লাগে, গল্পই বা কী। আর এই বিদেশফেরত বা বিদেশে থাকা বাঙালী এত স্টিরিওটাইপ লাগে এখনকার বাংলা সিনেমায়!
    আমি অবশ্য আধঘন্টা মত দেখে আর ভালো লাগেনি বলে দেখিনি, এমনকী টাইমপাস ও নয়, এর চেয়ে হিন্দিগুলো তবু নায়ক নায়িকা লোকেশন সব মিলিয়ে টাইমপাস মত হয়, সার কিছু না থাকলেও। বাংলায় তো লোকগুলোকে দেখে নয়নসুখও হয়না, কী সব নায়কনায়িকা!
  • Ekak | 69.99.230.125 | ১৬ এপ্রিল ২০১৩ ১৫:৩৬599299
  • একটা সিনেমা কে কোনো জনসমষ্টি নেবে , কেও নেবেনা । আজকাল পোলাপান গুলান ওরকম ভাষাতেই কথা বলে । পার্টি তে এমনকি বাড়ির আড্ডা তেও ইনজিরি টাই চলে । এটার কারণ মস্ত অফ দ্য টাইম অবাঙালি বন্ধুদের সেই দলে থাকা । কমন গ্রুপে আঞ্চলিক ভাষায় কথা বলা নিতান্ত অভদ্রতা । আসতে আসতে অতি অভ্যেস হয়ে যায় । বর বউ এর মধ্যেও ইনজিরি চলে । কাজেই এগুলো সমসস্যা না ।

    যেটা খুব চোখে লাগে এই সিনেমা গুলোতে সেটা হলো গোটা একটা প্রডাক্ট হয়ে উঠতে না পারা । প্রচুর ভালো মোমেন্ট থাকে । বুদ্ধিদীপ্ত ডায়ালগ থাকে । কিছু ভালো ক্যামেরা র কাজ ইতিউতি । দু একজনের তুখোর অভিনয় । কিন্তু ওই গোটা মাল্টা দাঁড়ায় না :( আজকালকার গান-কবিতা র মত । অনেক অনেক বুদ্ধির শ্লেষ শেষে পিন্ডি পাকিয়ে শেষ্মার জন্ম দেয় । দর্শক -শ্রোতা গলায় আটকে মরে । এ যেন এক বাক্স চন্দিল :)

    আমি কিন্তু এর পরেও আশা রাখি । জমি তৈরী হচ্ছে । কেও একজন এসে নিশ্চই গোছাবে ।
  • siki | 132.177.73.249 | ১৬ এপ্রিল ২০১৩ ১৫:৩৯599300
  • আমি অনেকক্ষণ ধরে বুঝতেই পারি নি রাইমা (নাকি রিয়া?) অ্যাকচুয়ালি বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করছে। আমি তো ওকে খোট্টা / মেড়ো ভেবেছিলাম।
  • Ekak | 69.99.230.125 | ১৬ এপ্রিল ২০১৩ ১৫:৪৩599301
  • সিকি কি সিরিআসলি এরকম মেয়ে দেখনি যে ওই মেয়েটির মত ? বাঙালি জন্মসুত্রে কিন্তু এক লাইন ও বাংলা বলেনা কোনদিন । বা জাস্ট হিন্দি-ইংলিশ ই সামান্য একটু মিশিয়ে দেয় । আমার চারপাশে প্রচুর । এই সেদিন এক তামিল বন্ধুর বিয়েতে গেলুম । মেয়েটি কে আগে কোনদিন বাংলায় কথা বলতে দেখিনি । সেদিন কন্ন্যেযাত্রী তে মেয়ের মামা বাঙালি দেখে জিগালুম যখন তখন দেখি পুরোদস্তুর জন্মসুত্রে বাঙালি । এতে সমস্যা কি ?
  • siki | 132.177.73.249 | ১৬ এপ্রিল ২০১৩ ১৫:৫০599302
  • না। সিরিয়াসলি দেখি নি। আমি বাংলা ছেড়েছি ২০০০ সালে। ততদিন পর্যন্ত এরকম একটি মেয়েও দেখি নি। প্রবাসী বাঙালি দেখেছি, তবে সেটা অন্য ফ্যাক্টর।
  • Blank | 180.153.65.102 | ১৬ এপ্রিল ২০১৩ ১৬:০০599303
  • আমি কোলকাতা বাসি এমন বাঙালী দেখি নি তা নয়, তবে সংখ্যায় এখনো খুব কম দেখি।
    বেসিকালি যাদের দেখেছি তারাও জন্মসুত্রে বাঙালী কিনা জানি না। সিনেমাগুলো কোন সমাজ নিয়ে বানায় জানি না। (ওপরের সিনেমাটা দেখিনি)
  • nina | 79.141.168.137 | ১৬ এপ্রিল ২০১৩ ১৬:৪২599304
  • এককের ৩ঃ৩৬ কে ক্ক!
    সিকি ২০০০ সাল--আমি তো কলকাতায় কব্বে থেকেই দেখছি এই খিচুড়ি ভাষা---দক্ষিণির ছাত্রী বিয়ে হয়ে এখনে এসে--(লরেটো হাউস স্কুল এবং কলেজ) ইন্জিরিতে গানটা লিখে বাংলায় গায়-----আর এইয়ো সিকি--প্রবাসী রা খুব মন দিয়ে বংলা শেখে। আর বাংলার প্রতি এমন মায়া থাকে যে মাছ মিষ্টি মোর ও দেখে বসে !!
    যাই আপিস এ দেরী হয়ে যাবে--------তোরা বাবা বড্ড খুঁতখুঁতে----ঐ ছবি দেখতে বসে কি কুরুসোভার ছবির মতন প্রত্যাশা??
  • | 190.215.19.88 | ১৬ এপ্রিল ২০১৩ ১৭:০৫599305
  • সিনেমা না দেখে ই গুরুত্বপূর্ণ মতামত দিলে কি জনতা ক্যালাবে? ঃ)
  • Ekak | 69.99.230.125 | ১৬ এপ্রিল ২০১৩ ১৭:১৩599307
  • "তুমি দিতেই পারো "

    লিখলে কি তুমি ক্যালাবে ? :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন