এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • মাছ মিষ্টি অ্যান্ড মোর

    ওপু
    সিনেমা | ১৩ এপ্রিল ২০১৩ | ৩৭৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ওপু | 24.96.154.48 | ১৩ এপ্রিল ২০১৩ ২০:০৮599224
  • প্যাঁচ প্যাঁচে গরমে সন্ধ্যার সময় মাঠে ঘাটে বা পুকুর পাড়ে আড্ডা দেওয়া বঙ্গীয় সুশীল নারী আঁতেলদের জীবনে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার দরুন কয়েকদিন ধরে চলা পাড়ার কিছু রাজনৈতিক কাকা দাদাদের বাড়ি ভাঙচুর এবং যত্রতত্র যাকে তাকে ঠেঙ্গিয়ে হাসপাতাল পাঠাবার ফলাফল হল- বাড়িতে বসে এ বি পি দেখা। আমি একটু একটু আঁতেল, বেশী না; এ বি পি’র সাথে সাথে বাড়ি বসে কয়েকটা সিনেমা দেখে ফেলেছি।

    মৈনাক ভৌমিকের দুটো সিনেমা দেখেছি, আগে দেখেছিলাম বেডরুম, এবার দেখলাম মাছ মিষ্টি অ্যান্ড মোর। দ্বিতীয়টি বেশ ভালো লাগলো। সামাজিক ভিত নাড়িয়ে দেওয়া, রাজনীতি বিশ্লেষণ করে গভীর চিন্তায় ফেলে দেওয়ার মতন, গুরুগম্ভীর সিনেমা এটি নয়। সাধারণ বাঙালি বা আধুনিক বং’দের রোম্যান্টিক কমেডি। তবে হ্যাঁ, ন্যাকামি মারা রোমান্স আর কাতুকুতু মার্কা কমেডি এতে নেই। আধুনিক জীবন নিয়ে আধুনিক সিনেমা। চা বিস্কুট খেতে খেতে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে রিল্যাক্স নিয়ে দেখার মতন একটা বই।

    কলকাতা শহরের এক বাঙালি মধ্যবিত্ত পরিবারের তিন ছেলেকে নিয়ে গল্প। সিনেমাটিতে বাঙালি-মাড়োয়ারিদের সংস্কৃতি নয়, মেলামেশা বন্ধুত্ব বেশ সহজ সরল ভাবে ফুটিয়ে তোলা হয়। সিনেমাটি শুরু হয়- বড় ছেলে সৌভিক (সৌভিক কুন্দাগ্রামি) তার স্ত্রী রিনা (স্বস্তিকা মুখার্জী)’কে নিয়ে দীর্ঘ দিন অ্যামেরিকায় থেকে হঠাৎ অজানা করণে চাকরি ছেড়ে কলকাতায় ফেরে ব্যবসা করবার জন্য। মেজ ছেলে রনি (পরমব্রত) মার্কেটিংয়ে। তার সাথে এক বড়লোক মাড়োয়ারি মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক। সে বুঝতে পারেনা মেয়েটিকে সে সত্যি ভালোবাসে নাকি বড়লোক শ্বশুরের আশীর্বাদে কেরিয়ারে স্টেবেল হওয়াটাই তার সম্পর্ক টিকিয়ে রাখবার উদ্দেশ্য। ছোট ছেলে রাজ (অনুব্রত বসু), আক্টার হতে চায়। প্রাইভেসি নিয়ে মা’র সাথে ঝগড়া করে, পরক্ষনে মা’র কাছে পকেট মানি চায়। এদের দাদু (সৌমিত্র) তাঁকে কুল ডুড না বলে সময়ের সাথে তাল মিলিয়ে চলা একটি চরিত্র বলা ভালো। এছাড়া টম বয়ের ছোট্ট চরিত্রে পার্ণ মিত্র। মেডিটেশন গুরু ঈশানী (রাইমা সেন)।

    সহজ সরল একটা সিনেমা, হেভি হেভি ডায়লগও নেই। অনেক রিভিউ পড়লাম, বেশীর ভাগই পজিটিভ, ভালো রেটিংও পেয়েছে। তবে সিনেমাটির যে ব্যাপার গুলো আমার বেশ ভালো লেগেছে, সেগুলি রিভিউতে বিশেষ নজর পড়ল না। আমিও আঁতেল-গিরি মারতাম না, যদি সিনেমাটি পাঁচ ছয় মাস আগে রিলিজ করতো।

    সাম্প্রতিক দিল্লীর দামিনী নিয়ে অনেক ঝড় চলল। ধর্ষণ থেকে শুরুকরে সমাজের মানসিকতা পরিবর্তন, নারী আন্দোলন থেকে শুরু করে পুরুষতান্ত্রিক ইগো, সব নিয়ে আলোচনা চলল। এরই মাঝে উঠে আসলো সিনেমা সমাজের উপর কতটা প্রভাব ফেলে! আমার কাছে সিনেমার প্রভাব সমাজের উপর বেশ ভালই পড়ে। আমারা শুধু সিনেমার ফ্যাশন স্টাইলটাই নকল করিনা, পছন্দের চরিত্রের চরিত্রটাও অনেকটা নিজেদের মধ্যে নিয়েনি। মাছ মিষ্টি অ্যান্ড মোর একটা হালকা সিনেমা হয়েও এর কিছু কিছু চরিত্র কিছু মেসেজ দিলেও দিতে পারে।

    সৌমিত্র, ছেলেদের দাদু। নাতিদের জেনারেশান নিয়ে তার কোন আক্ষেপ নেই। বরং যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারদর্শী। মর্নিং ওয়াকে দেখা হয় সানির সাথে (পার্ণ মিত্র)। পুরোপুরি টম বয় টাইপের মেয়ে, একটা ছেলেকে ভালোবাসে লুকিয়ে লুকিয়ে ঝাড়ি মারে। সৌমিত্র তাকে সাহায্য করে ছেলেটিকে নিজের মনের কথা বোলতে। অনেক সিনেমাতেই এই ধরণের পার্ট দেখেছি- একটি মেয়ে এক জনকে ভালোবাসে, কিন্তু সে তাকে গিয়ে বোলতে পারে না, কারণ মেয়েটি সুশ্রী নয়, কারণ ছেলেটির পিছনে অনেক সুন্দরী মেয়ে ঘুর ঘুর করে আর মেয়েটি নিজেকে সুন্দরী মনে করে না; এমন সময় হঠাৎ করে কারু আবির্ভাব, মেয়েটির মেক ওভার করে রূপ জেল্লায়ে ফট ফটিয়ে ফুটিয়ে তলে আর ছেলেটি গলগোলিয়ে গলে যায়। এই সিনেমাতে ছেলে পটানোর এই নিয়ম নেই। দাদু, সানির কোন মেক ওভার করেনি। সে যেমন ছিল তেমনই আছে। শুধু সাহস করে এস এম এস আর মেইলিং’য়ের যুগে একখানি চিঠি লিখেছে। আর একটা দৃশ্যে দেখায়ে সানি, দাদুর সামনে সিগারেট ধরায়, সৌমিত্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলে- পারলে ওটা ছেড়ে দাও, ৩০ বছর পর আমি বুঝছি ওটা খাওয়ার জ্বালা। আমার বেশ ভালো লাগে। এখন প্রায় প্রতিটা বাঙলা সিনেমায় মেয়েদের হাতে সিগারেট দেখতে পাওয়া যায়। তথাকথিত অত্যাধুনিক বলিউড সিনেমায় সেই সব মেয়েদের হাতে সিগারেট দেখা যায় যারা হয় ভ্যাম্প কিংবা প্রসটিটিউড। আমি গাঁজা সিগারেটের অ্যাড দিচ্ছি না। ছেলেরা সিগারেট খেতে বাধা দেওয়া হয় শরীরের দোহাই দিয়ে, কিন্তু মেয়েদের সিগারেট খেতে দেখলে তাদের চরিত্রর উপর যে দাগ টানা হয়, তার কথা বলছি।

    মেজো ছেলে এক অবাঙালি মাড়োয়ারি মেয়ের সাথে প্রেম করে বলে বাবা মা’র কোন আক্ষেপ নেই, ড্রামা নেই। মেয়েদের কাছে লেঙ্গী খাওয়ার পর কোন পুরুষতান্ত্রিক প্রতিহিংসা নেই। পরকীয়া প্রেমে জড়িয়ে যাওয়ার ফলে যখন বড় ছেলেকে তার স্ত্রী ছেড়ে চলে যায় তখন হাইলি ইমোসান নেই। ছোট ছেলের তার হবু মাড়োয়ারি প্রেমিকার বাইকের পিছনে বসতে কিংবা ডাচ সিস্টেমে চলতে কোন ইগো নেই। তার কাছে রিলেশান মানে যার সাথে সময় কাটাতে তার ভালো লাগবে। তা সে তাকে কোলে তুলুক কিংবা বাইকের পিছনে রীতিমত মেয়েদের মতন একপাশে পা দিয়ে বসিয়ে কলকাতা ঘোরাক, তাতে কিছু আসেযায় না।

    মোটের উপর সিনেমাটি বেশ ভালো। সেই সঙ্গে নীল দত্তের শুরে গান। সৃজিত মুখার্জীর ‘তুমি এবার’ আর ঋতুপর্ণ ঘোষের লেখা ‘আমি যদি ভিড় হয়ে যাই’ বিশেষ ভাবে উল্লেখ্য।
  • a | 132.166.142.7 | ১৩ এপ্রিল ২০১৩ ২১:৩০599273
  • উপর উপর দেখলুম। জঘন্য। বসে দেখা যায় না।
    একজনও ঠিক করে বাংলা বলতে পারে না (বা এটা যদি এখন কলকাতার কালচার হয়ে থাকে তো আমি সত্যিই বহু পিছিয়ে পড়েছি)।
  • tapas | 126.203.169.144 | ১৩ এপ্রিল ২০১৩ ২১:৪৯599284
  • আমি আজ এবারের জাতীয় পুরষ্কার পাওয়া বাংলা সিনেমা "শব্দ" দেখে এলাম। যতটা বাজে হবে ভেবে ভয় পাচ্ছিলাম ততটা নয়। মোটের ঊপর rwittik আর রাইমা খারাপ নয়। চুর্নী জঘন্য।।। হয়ত অলকানন্দা হলে ভালো লাগত।
  • riddhi | 118.218.136.234 | ১৪ এপ্রিল ২০১৩ ১০:৩২599295
  • আরে মাছ মিষ্টি ইউটিউবে আছে দেখছি। পুরো ্ছবিতে অনুব্রত, অনুব্রতর গার্ল্ফ্রেন্ড আর সৌমিত্র কে হেবি লেগেছে। ফিউচার বাড়িওয়ালীর সাথে অনুব্রতর একটা ফোন চ্যাট আছে-ওটা গোলা।
  • pi | 78.48.231.217 | ১৪ এপ্রিল ২০১৩ ১০:৩৬599306
  • ঋদ্ধির তিনলাইনে তিনটে ক ঃ)
  • S | 109.26.201.94 | ১৪ এপ্রিল ২০১৩ ১১:২৮599317
  • আমার তো বেশ ঠিকঠাকই লাগলো। কুন্দ্গ্রামি একটা অ্যাকসেন্ট ব্যবহার করেন, যেটা উনার রোলের সাথে কিছুটা হলেও মিলেছে। অনুব্রতকে বেশ ভালো লাগলো। পরমও ঠিক্ঠাক। সৌমিত্র চ্যাটার্জি এই বয়সেও নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। প্লটটা সাদাসিদে - যেটা ভালো লাগার প্রধান কারণ। কোনো ভারি ভারি ডায়লগ নেই, আর আঁতলামো নেই দেখে খুব খুশি হলাম। তবে মেয়েরা সক্কলে সারাক্ষন সিগেরেট খাচ্ছে, আর ড্রিন্ক করছে দেখে মনে হয় পরিচালক ব্যাপারটা নিয়ে একটু বেশিই অবসেস্ড।
  • Tim | 105.59.86.167 | ১৪ এপ্রিল ২০১৩ ২৩:০৭599328
  • অনুব্রতকে দেখেই পয়সা উসুল হয়ে যায় এই সিনেমায়। রিদ্ধিকে অনেক ক। অনুব্রতর ডায়লগগুলো যে লিখেছে তাকেও পিঠ চাপড়ে দিলুম। ঃ-)
  • san | 24.98.223.68 | ১৪ এপ্রিল ২০১৩ ২৩:০৯599339
  • অনুব্রত আর তার গার্লফ্রেন্ড এইটুকুই সিনেমাটায় দেখার মত লেগেছিল, বাকিটা ধুর।
  • riddhi | 118.218.136.234 | ১৪ এপ্রিল ২০১৩ ২৩:৪৩599225
  • "সে বুঝতে পারেনা মেয়েটিকে সে সত্যি ভালোবাসে নাকি বড়লোক শ্বশুরের আশীর্বাদে কেরিয়ারে স্টেবেল হওয়াটাই তার সম্পর্ক টিকিয়ে রাখবার উদ্দেশ্য।"
    এটা মাইনর সমস্যা। আসল কথাটা লাস্ট সিনে পেট থেকে বেরিয়ে গেছে। "দেখ, মাছ মাংস ছাড়া আমি থাকতে পারব না"
  • rimi | 85.76.118.96 | ১৫ এপ্রিল ২০১৩ ০৩:০০599236
  • চূড়ান্ত বোরিং । দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। সবকটা ভাইকেই ধুর লেগেছে। একমাত্র সৌমিত্রকেই যাহোক ভালো লেগেছে।
  • rivu | 78.232.118.246 | ১৫ এপ্রিল ২০১৩ ০৬:০৯599247
  • সৌমিত্র কে ভলো লাগেনি। অনুব্রত কে ভলো লেগেছে। বকি দুই ভাই এর মধ্যে পরমব্রত চলেব্ল। সব মিলিয়ে বেডরুম এর চেয়ে ভালো।
  • nina | 79.141.168.137 | ১৫ এপ্রিল ২০১৩ ০৮:৪৮599255
  • বেশ তো ভালই লাগল--ঝরঝরে পরিশ্কার---অযথা আঁতলামো নেই--গুড টাইমপাস!

    কেউ প্লিজ গয়নার বাক্সর লিংক দেবে? আগাম থ্যাঙ্কু।
  • aka | 85.137.157.115 | ১৫ এপ্রিল ২০১৩ ০৯:০৯599256
  • ন্যুয়র্কের মোড়ে, মাছ মিষ্টি অ্যাণ্ড মোর নামে দোকান খুললে সেটা কিসের দোকান বোঝাতেই কালঘাম ছুটে যাবে। বেওসা দুদিনেই লাটে উঠবে। বাকি সব ফর্মুলা, আম্রিগা ফেরত বাঙালী আছে, স্মার্ট স্মার্ট শুনতে কিছু ডায়ালগ আছে, সেক্সি লেডি আছে এবং স্বভাবতই একটা পরকীয়া আছে। আদতে কিছুই নেই। দেবের সিনেমায় বেশ নাচগান, ঝাড়পিট থাকে।
  • SC | 34.3.20.47 | ১৫ এপ্রিল ২০১৩ ০৯:২১599257
  • বয়স হয়ে গেছে মনেহয়। সেদিন একজন বললো কয়েকটা চুল নাকি পেকে গেছে। :(
    না অভিনেতাদের চিনি, না এই জেনারেশন এর ছেলেদের কথা বলার ধরন গুলো বুঝতে পারলাম।:(
    আমাদের জেনারেশন তাহলে আর ইয়ুথ নেই।
    সব কেমন পাল্টে গেছে মনে হলো। অনেকদিন বাংলা সিনেমা দেখিনা, ওই গান্ডু দেখেছিলাম লাস্ট।
    এইটা পাঁচ মিনিট ফাস্ট ফরওয়ার্ড করে দেখে পুরো ঘেঁটে ঘ হয়ে গেলাম।
    পরে সময় করে পুরোটা দেখব, এই জেনারেশন টাকে চিনতে হবে, সেই জন্যই দেখব।
    কুলের ডেফিনেশন গুলো পাল্টে যাচ্ছে, আপডেটেড থাকতে হবে এইগুলো দেখে।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৫ এপ্রিল ২০১৩ ০৯:২৫599258
  • এই সিউডো স্মার্ট সিনেমাগুলো পোষায়না জাস্ট। এর চেয়ে ঐ চ্যালেঞ্জ নিবি না শালা টাইপ জিনিসপত্তর অনেক বেশী অনেস্ট এফর্ট মনে হয়, ফালতু আঁতেল সাজার চেষ্টা করেনা অন্ততঃ।
  • a | 113.15.250.20 | ১৫ এপ্রিল ২০১৩ ১০:১৮599259
  • নববর্ষে সত্যের খাতিরে বলে যাই স্বস্তিকাকে চমৎকার লেগেছে
  • ওপু | 24.99.128.239 | ১৫ এপ্রিল ২০১৩ ১০:২৫599260
  • ঋদ্ধি বাবুর শেষ কমেন্টটির প্রতি অনেক গুলি স্মাইলি :)
  • গান্ধী | 213.110.247.221 | ১৫ এপ্রিল ২০১৩ ১০:৩৮599261
  • সদার
    IP Address : 132.176.98.243 (*) Date:15 Apr 2013 -- 09:25 AM

    ক্ক, বেডরুম-উড়ো চিঠি দেখেও এই একই মনে হয়েছিল
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ১০:৫০599263
  • একচুয়ালি আমি সদা-কে ক দিতাম, কিন্তু আমি এম এম এম দেখি নি। আমার এ ধারণার পিছনে রয়েছে অনুরণন, অন্তহীন, অবশেষে এইসব।
    আর সৈত্যের খাতিরে চ্যালেঞ্জ নিবি না শালা টাইপ ও দেখিনি।
    হাতে রইলো পেন্সিল।
  • Tim | 188.91.253.11 | ১৫ এপ্রিল ২০১৩ ১০:৫৭599265
  • কিশানু, ঠাকুর কি কয়েছিলেন? টলিউডে কাঁটা বেছে খাও। সেইরকম স্রেফ এফেফ করে করে অনুব্রতকে দ্যাখ। মাইরি পস্তাবি না।
    আমার সৌমিত্রকেও এমনকিছু লাগেনি। বড়োভাইটারে দেখে তো হাস্তে হাস্তে কাট যায়ে রাস্তে। ক্ষি খোরাক! পরমকে মলমের মত। কিন্তু অনুব্রতর প্রত্যেকটা সিন গুচ্ছ।
  • de | 190.149.51.67 | ১৫ এপ্রিল ২০১৩ ১১:০১599266
  • খানিকক্ষণ দেখতে বসেছিলাম -- আধুনিক কলকাতার বাঙালী ছেলেপিলে এই ভাবে কথা বলে বুঝি? পুরো ছবিটা ইংরাজীতে করলেই পারতো! আমার ভালো লাগেনি --
  • গান্ধী | 213.110.247.221 | ১৫ এপ্রিল ২০১৩ ১১:১৬599267
  • অনুব্রত ভালো, ঐ রকম ক্যারেকটারে মানিয়ে যায়

    দে'দি, অধুনা মল'গামী বাঙালী ছেলেরা এভাবেই কথা বলে, শুনলে জ্বলে যায়, কিন্তুঃ(
  • dukhe | 212.54.74.119 | ১৫ এপ্রিল ২০১৩ ১১:১৭599268
  • খুব কঠিন। বাংলা সাবটাইটেল থাকলে হয়তো পুরোটা দেখতাম।
  • কৃশানু | 213.147.88.10 | ১৫ এপ্রিল ২০১৩ ১১:১৮599269
  • দুখে দা !!!
  • a x | 118.207.194.234 | ১৫ এপ্রিল ২০১৩ ১৩:৩৫599270
  • ঃ-))

    কি ধুর কি ধুর! বিশ্বাস করুন, প্রতিটি সেকেন্ড দেখে তবেই এই সমালোচনা নিবেদন করলাম!
  • san | 69.144.58.2 | ১৫ এপ্রিল ২০১৩ ১৩:৩৭599271
  • দুখেদা ওফ্ফ ঃ-)
  • ব্যাং | 132.166.171.7 | ১৫ এপ্রিল ২০১৩ ১৩:৩৯599272
  • দুখে ঃ-))
  • | 190.215.3.221 | ১৫ এপ্রিল ২০১৩ ১৩:৪৭599274
  • দুখে দা ঃ))

    তাহলে কি চাপ নিয়ে দেখবো নাকি বাংলা কাটিয়ে দেবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন