এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • মাছ মিষ্টি অ্যান্ড মোর

    ওপু
    সিনেমা | ১৩ এপ্রিল ২০১৩ | ৩৭৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 177.124.70.1 | ১৬ এপ্রিল ২০১৩ ১৭:১৫599308
  • কীই বাজে আবাজ !!!
  • S | 109.26.201.94 | ১৭ এপ্রিল ২০১৩ ০৫:৫৬599309
  • ঐযে কবি বলেছেন না যে প্রেক্ষিতটা বুঝতে হবে।
  • SC | 34.3.20.47 | ১৭ এপ্রিল ২০১৩ ০৬:২০599310
  • অথচ আফনেরা কেউ কিন্তু চ্যালেঞ্জ নিবি না সালা দেখলেন না।
    একদম ফুলটু মুভি। পয়সা উসুল ছবি। কোনো ভ্যানতারা নেই, তো আঁতেল, নো ন্যাকামি নাথিং।
    বৃথাই আমার লিংক দেওয়া :(
    সাধে কি বলি গুরু ভত্তি আঁতেল।
    শুনেন, সারাদিন শুধু এই সিউডো আঁতেলদের সিনমা দেখেলে সাধারণ মানুষের কাছ থেকে দুরে সরে যাবেন।
    গ্রামবাংলার মানুষ কি চায়, সিপিএমের মত আপনেরাও একদিন বুঝতে পারবেন না।
    শ্রমজীবি মানুষের সিনেমা দেখতে শিখুন।
  • S | 139.115.2.75 | ১৭ এপ্রিল ২০১৩ ০৬:৫৬599311
  • তবে কি এইসব সিনেমা হোলো যাকে কিনা বলে সিপিয়েম সিনেমা। আর চ্যালেন্জ হোলো গিয়ে তিনো।
  • গান্ধী | 213.110.243.22 | ১৭ এপ্রিল ২০১৩ ০৯:৩৭599312
  • স্বাভাবিক, এই সিনেমায় সৌমিত্র আছে, আর ঐ সিনেমায় দেবানন্দ
  • SC | 34.3.20.47 | ১৭ এপ্রিল ২০১৩ ০৯:৫৪599313
  • চ্যালেঞ্জ এর লাস্ট ফাইট এর সিনে বর্শাটা কেমন করে দেব ধরে আবার ছুঁড়ে দিল দেখলেন।
    সেদিন তিনোর ছেলেপিলে যখন এটা কপি করতে গেছিল, আপনাদের কত বিশেষণ।
    এসব দেখলেই আগেই বুঝতে পারতেন, আজকালকার দিনের ছেলেপিলেরা কি করে ঝার্পিট করে।
    শুধু মলে যায় নাকি এই জেনারেশন, কলেজে কলেজে ভাঙচুরও তো করে। তারাও তো আমজনতা, এ যুগের ছেলেমেয়ে, মামাটিমানুষের ছেলেপিলে।
  • siki | 132.177.73.249 | ১৭ এপ্রিল ২০১৩ ১২:১৭599314
  • আরে হ্যাঁ, মা মি মো নিয়ে কত বক্তব্য পেশ করার ছিল।

    তবে এরকম একটা ধুর সিনিমা নিয়ে আর কীই বা লিখব। কাটিয়ে দিলাম। টুকরো টাকরা দু চাল্লাইন লিখে দিচ্ছি।

    হুল্লাট খোরাক লেগেছিল যখন অনুব্রত ঐ মারাঠী মেয়েটার মোটরসাইকেলের পেছনে একদিকে দু পা দিয়ে বসেছিল। আমি আজপর্যন্ত কোনও ছেলেকে ঐ স্টাইলে পিলিয়নে বসতে দেখি নি।

    আর গোটা সিনেমাটা তো অজস্র ইনকনসিস্টেন্সিতে ভরপুর। ক্ষী আর লিখব। সৌমিত্র খুব ভালো টেনেছেন কিন্তু স্ক্রিপ্ট ভালো না হলে উনিই বা আর কী করবেন। সুনয়না বা সানি নামের ঐ টমবয় মেয়েটাও অতি বেকার অভিনয় করেছে, তার চেয়েও মোজা জ্বালানো অ্যাপিয়ারেন্স লেগেছে লাস্ট সীনে সানির সেই বয়ফ্রেন্ডকে দেখে এবং তার সামনে সানির ঐ নিজের লেখা প্রেমপত্র রিডিং পড়া দেখে। উফফ, কী ক্যালানে কী ক্যালানে।

    এবং সোমোতুল্য মোজা জ্বালানো হচ্ছে ঐ আমেরিকাফেরত বড়ভাইয়ের বাংলা বলা, আর তার শালী ঐ মুটকি মেয়েটা। জাস্ট নেওয়া যাচ্ছিল না।

    অনুব্রত ডায়ালগ ভালো বলে, কিন্তু রেগে গেলে ঐ তড়বড় করে কথা বলার ব্যাপারটা বড্দ বেশি নকল আরোপিত মনে হয়।

    পরমব্রতর চরিত্রটা ভালো বিল্ড আপ করছিল, আদ্যোপান্ত কনফিউজড টিপিক্যাল গেঁতো বাঙালি টাইপ চরিত্রে ফুটিয়ে তোলা বেশ ভালো কাজ।

    কিন্তু শেষের দিকে সমস্ত ঘটে যাওয়া প্রেম দেখে মনে হল, পরিচালক বলেছে, স্ক্রিপ্টে আছে, তাই এর সাথে ওর প্যাচাপ হয়ে গেল, তার সাথে এর প্রেম হয়ে গেল। নইলে এগুলো হবার মত যথেষ্ট ভ্যালিড গ্রাউন্ড একটাতেও তৈরি হয় নাই। জাস্ট দু ঘণ্টা হয়ে এসেছিল, তাই হওয়াতে হল।

    ব্যস, রিবিউ সেশ।
  • san | 131.242.177.19 | ১৭ এপ্রিল ২০১৩ ১৩:৩৮599315
  • বাংলাভাষা প্রাণপণে অ্যাভয়েড করে চলা বাঙালি তো চারপাশে কতোই দেখি !

    আর সিনেমাটা ভালো না লাগলেও ( অনুব্রতরা বাদে) চরিত্রদের তো বেশ চেনাচেনাই লাগল। এই মল-সিসিডি-বোলিং-হিন্দিইংরিজিমেশানোবাংলা ইঃ ইঃ জনতার মধ্যেই তো সারাদিন কাটাই। নাঃ , অচেনা কিছু লাগেনি।
  • san | 131.242.177.19 | ১৭ এপ্রিল ২০১৩ ১৩:৪৬599316
  • আর হ্যাঁ , মনে পড়ল , আমিও কাকে যেন এই সিনেমার রিভিউ দিতে গিয়ে প্রথমেই ঐ চ্যাংদোলার আখ্যানই ব্যাখ্যান করেছিলুম ? ঃ-D ঃD :-D
  • S | 109.26.201.94 | ১৭ এপ্রিল ২০১৩ ১৩:৪৬599318
  • আমারও তো তাই মনে হোলো। এখন তো লোকে এই রকমই করে/বলে। মানে লোকে তো ছ মাসের অনসাইট করে এসেই ট্যাক্সিরে কয় ক্যাব, লজেনচুসকে কয় ক্যান্ডি, আর বিস্কুটরে কয় কূকিজ। তাহলে কুন্দ্গ্রামি একটু বেশি অ্যাকসেন্ট মারলে কি ক্ষতি? সেতো কত বচ্ছর পরে দেশে ফিরলো। নিউ ইয়র্কে বড় চাকুরি করে। আর লোকজন তো আজাকাল বৌয়ের সাথেও ইঙ্গরাজিতে কথা বলে। দুজনের ভাষা এক হলেও। নতুন আধ আঁতেল-আধ কর্পো-আধ মড বাঙ্গালীরে চিনে নাও।

    আর অনুব্রতর রোলটা ভালো লাগলো। আশা করি সব সিনেমাতে এক রকম করবে না। তবে এযুগের কোন মহানায়ক সব সিনেমাতে একরকম অভিনয় করেনা জানতে পারলে ভালো হোতো।
  • a x | 109.45.103.243 | ১৭ এপ্রিল ২০১৩ ১৪:৫৮599319
  • সিকির রিভিউটা পড়ে এখন সিনেমাটাকে অনেক বেশি ক্রেডিট দিলাম।
  • siki | 132.177.73.249 | ১৭ এপ্রিল ২০১৩ ১৫:৪৪599320
  • ওর নাম কী? কুন্দগ্রামি? বাঙালি নয়? তাই বাংলাটা অমন চিবিয়ে চিবিয়ে ইংরেজি বলার মত? আমি ভাবলাম অনেক বছর ন্যুইয়র্কে থেকে বোধ হয় বাংলা বলে অমন স্টাইলে।

    অনুব্রতর রোলটা ভালো। ব্যালান্সিং রোল। শর্ট টেম্পার্ড। পরমের রোলটাও ভালো। কনফিউজড বং। কিন্তু ঠিক কী রসায়নে ওর সাথে রাইমার প্রেম হল, আমি মাথা খাটিয়েও ধরতে পারলাম না। ওদিকে অনুব্রতর সঙ্গে ঐ নেহা নামের মারাঠি মেয়েটারও ঠিক কী লজিকে প্রেম হল, আমি বুইতে পারলাম না। মানে প্রেম হবার মত জাস্ট কোনও উপাদানও ছিল না। জাস্ট মনে হল, স্ক্রিপ্টে লেখা আছে, তাই প্রেম হল।

    লাস্ট সীনে স্বস্তিকার বাড়ি গিয়ে ঐ কুন্দগ্রামির কনফেশন। কী অসহ্য কী অসহ্য। এত বছর নিউইয়র্কে থেকে আসা পাবলিক কেমন ধ্যাড়ধ্যাড় করে শালি আর শাশুড়ির সামনে কনফেস করল। আমি বয়ে গেছিলাম, তোমার মুখ আবার আমায় ফিরায়ে আনল। তোমা বিনা আমার জগত আঁধার। লেপ্পচা।

    আর ওদিক থেকে স্বস্তিকার বোন। উরেবাবা। ঠিক কী লেভেলের বং মেয়ে, তার দিদি জামাইবাবুর মধ্যে যত অশান্তিই হোক, মায়ের সামনে দিদির সামনে জামাইবাবুকে কোশ্চেন করতে পারে "ডিড ইউ স্ক্র্যু হার?" আর তারপরে "সালা চোর' টাইপের একটা কমেন্ট করে? আমি পুরো ঘেঁটে গেলাম। স্বস্তিকা তো বরের কথা মেনে নিয়ে হাগ করবে বলেই সোফায় বসে ছিল, সে কী করে বোনের এই উক্তিগুলো হজম করল তাও বুঝি নি। মাঝে দুবার মা! মা! বলে মা-কে থামালো। কিন্তু এদের কি একটা বেসিক প্রাইভেসি বোধ নেই? অন্তত অন্য ঘরে চলে যেতে পারত না? কমেন্টগুলো তো পরেও করা যেত!

    কুন্দগ্রামির মত ট্যাঁশ বাঙালির, যে কিনা নিউইয়র্কে অনেকদিন থেকে এসেছে, বউও বলতে নেই মারকাটারি ফসসা, সে এক কালো মেয়ের প্রেমে পড়ে গেল কলকাতায় এসে? আর কুন্দগ্রামিকে দেখেই খচ্চর টাইপের লোক বলে মনে হচ্ছিল শুরু থেকে। কালো মেয়ে (পাওলি তো?) কী দেখে কুন্দগ্রামির সাথে ঝুলে পড়ল? ... প্রথমে ভেবেছিলাম কুন্দগ্রামির কাছ থেকে টাকাপয়সা চুষে নিয়ে কাটিয়ে দেবে বলেই হয় তো ঝুলেছে। তারপরে দেখি, ওব্বাবা, এ তো সিরিয়াস লব! টাকাপয়সা কিছু চোট যায় নি তার।

    এইসব।
  • san | 69.144.58.2 | ১৭ এপ্রিল ২০১৩ ১৫:৫৫599321
  • আমি যা বুঝলাম সিকি প্রেম, কাম, পরকীয়া, টানাপোড়েন এসব কিছুই বোঝেনা। ক্ষি সরল ! কালো মেয়ে, ফর্সা মেয়ে ! ভাবা যায়না।
  • san | 69.144.58.2 | ১৭ এপ্রিল ২০১৩ ১৫:৫৯599322
  • অর ফ্র্যাংকলি, স্বস্তিকার বোনের রিঅ্যাকশন খুবই নর্মাল।
  • siki | 132.177.73.249 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:০০599323
  • তা হবে। আমি এমন দেখি নি কখনও। আর এই ধরণের বাঙালিই দেখি নি আজ পজ্জন্ত। বিপুলা এ পৃথিবীর ইঃ।
  • শ্রাবণী | 127.239.15.27 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:০১599324
  • সিকি!
    কালো মেয়ে বলে ফর্সা বউকে ছেড়ে প্রেমে পড়তে পারেনা? এই কারণে?
    অনেক রিভিউ হয়েছে, তুমি এখন একটু রেস্ট নাও।:))
  • siki | 132.177.73.249 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:০৪599325
  • লোকটার চরিত্র যেভাবে তৈরি করেছিল, সেই অ্যাঙ্গল থেকে দেখলে ব্যাপারটা একটু অস্বাভাবিক লেগেছিল। সায়েবঘেঁষা, মনেপ্রাণে সায়েব হবার চেষ্টা ...

    যাক। আমার রিভিউ সবসময়েই বিতর্কিত হয় :) আমি বড় হলে কি রঞ্জন বন্দ্যো হব?
  • :-D | 69.160.210.2 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:১২599326
  • এই বাজারে একটু পাশাপাশি বাপি বাড়ি যা নিয়েও কথা হয়ে যাক? যাকে বলে "লগে হাত .."
  • de | 190.149.51.67 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:১৭599327
  • বলে দিয়েছে স্যান , যা বলার ছিলো --

    লিং না দিলে কি করে কথা হবে?
  • san | 69.144.58.2 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:১৮599329
  • কোনো চান্স নেই। রঞ্জন বন্দ্যো অ্যাট লিস্ট সুন্দর আর সেক্সির তফাৎ বোঝে বলেই মনে হয় ঃ-)
  • শ্রাবণী | 134.124.244.107 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:২৪599330
  • না, তুমি শমীক মুখো হবে!:)
    স্যান, ....:))
  • :-D | 69.160.210.2 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:২৪599331
  • স্বস্তিকা কে কি স্যান সেক্সি নয় বললো? দাঁড়াও বলে দিচ্ছি ..
    youtube এর লিংক নাই? সার্চ করলে পাওয়া যায় না? আমার তো টরেন্ট লিংক তাই দিয়ে কি হবা ?
  • san | 69.144.58.2 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:২৮599332
  • না না , র বন্দ্যো অন্তত ফর্সা আর কালো দেখে অ্যাট্রাকটিভনেস মাপত না , সেটা বললাম। সিকি আসলে খুব নাইভ।
  • p | 131.241.146.122 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:৩৭599333
  • অ্যাকচুয়ালি স্বস্তিকার বোনের কথাগুলো দিব্যি। বেড়ে লাগলো। আর পরমব্রত র মাড়োয়ারী বান্ধবীটি বেশ ভাল ছিল। কি সুন্দর , কেয়া চাহিয়ে বলে ভাগিয়ে দিল। যত দিন যাচ্ছে রাইমাকে দেখতে আরও বিচ্ছিরি হয়ে যাচ্চ্চে।
  • dukhe | 212.54.74.119 | ১৭ এপ্রিল ২০১৩ ১৬:৪৮599334
  • যাক, সিকি রঞ্জন বন্দ্যো হচ্ছে না শুনে স্বস্তি (কা নেই) পেলাম। সিকির লেখাপত্তর পড়া চলবে তাহলে।
  • pi | 78.48.231.217 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:১৪599335
  • দুখেদা, ঃ))

    তবে সিকি 'প্রেমের লজিক' আর 'প্রেমের রসায়ন' এর 'উপাদান' এই কালো ফস্সার মত আর কোন কোন ফ্যাক্টরে খুঁজছিল, সেটা জানতেও উৎসুক :p
  • de | 190.149.51.67 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:১৮599336
  • সিকি বোধায় আইডেন্টিফাই করে ফেলচে নিজেকে -- কুন্দুগ্রামির সাতে ঃ))
  • kd | 47.228.105.224 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:১৯599337
  • এই সিনেমাটা দেখতে গিয়ে ইউটিউবে একটা পুরনো টেলিফিল্ম(?) দেখলুম - সব্যসাচীর কম বয়সের - "কনে দেখার পর" ৷ ভালো টাইমপাস ৷
  • একটা রিভিউ এর রিভিউ নাবাই ? | 69.99.230.125 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:২০599340
  • (রাইমার প্রেম হল, আমি মাথা খাটিয়েও ধরতে পারলাম না। ওদিকে অনুব্রতর সঙ্গে ঐ নেহা নামের মারাঠি মেয়েটারও ঠিক কী লজিকে প্রেম হল, আমি বুইতে পারলাম না। মানে প্রেম হবার মত জাস্ট কোনও উপাদানও ছিল না। জাস্ট মনে হল, স্ক্রিপ্টে লেখা আছে, তাই প্রেম হল।)

    লেখক মনে হয় প্রেমের লজিক বুঝে ফেলেছেন । দুটি ছেলে মেয়ে (অনুব্রাটা আর ওই ছানা টা) কদিন সঙ্গে ঘুরেছে । মনে হয়েছেআরও কিছুদিন একসঙ্গে থাকলে ভাল্লাগবে । ইহাই কি যথেষ্ট নয় ? সত্যিকারের ছিমছাম সম্পক্ক । কোনো চিরকালের ভাট নেই কোনো ভ্যানতারা নেই। এখন তো ছেলেমেয়ারা এরকম প্রেম ই করে । আর পরম তো কন্ফিউস্দ বাল । মারোয়ারী মেয়েটির থেকে বেরিয়ে আসার জন্যে ওর একটা অবলম্বন দরকার । সেটা রাইমা । রাইমা র সঙ্গে কদিন থাকবে সেটা কি পরিচালক সিনেমার শেষে ব্যালান্স শিট মিলিয়ে বলে দেবে নাকি ? কেন ধরে নেওয়া হচ্ছে যে "প্রেম হলো " মানেই চলতা রহেগা । ইত'স নত দ্যাট বিগ ডীল ম্যান :|

    (লাস্ট সীনে স্বস্তিকার বাড়ি গিয়ে ঐ কুন্দগ্রামির কনফেশন। কী অসহ্য কী অসহ্য। এত বছর নিউইয়র্কে থেকে আসা পাবলিক কেমন ধ্যাড়ধ্যাড় করে শালি আর শাশুড়ির সামনে কনফেস করল। আমি বয়ে গেছিলাম, তোমার মুখ আবার আমায় ফিরায়ে আনল। তোমা বিনা আমার জগত আঁধার। লেপ্পচা।)

    কুন্দগ্রামির অভিনয় আরষ্ট লাগলেও এই একটা জায়গা আমার খুব স্বাভাবিক লেগেছে । দীর্ঘদিন বিদেশে থাকা মানুষ দেখেছি । কনফেশন জিনিসটা তারা খুব সহজে করে । ইটা ওখানকার কালচারের প্রভাব নাকি ক্রিশ্চান কলিগ দের প্রভাব জানি নে কিন্তু করে । বাঙালি দের মত কুঁতে কুঁতে ছাগলের লাদি র মত কনফেশন করে না । করতে হলে সোজাসুজি করে । সেটা কখনো নাটকীয় দেখায় বাঙালি চোখে ।

    (
    আর ওদিক থেকে স্বস্তিকার বোন। উরেবাবা। ঠিক কী লেভেলের বং মেয়ে, তার দিদি জামাইবাবুর মধ্যে যত অশান্তিই হোক, মায়ের সামনে দিদির সামনে জামাইবাবুকে কোশ্চেন করতে পারে "ডিড ইউ স্ক্র্যু হার?" আর তারপরে "সালা চোর' টাইপের একটা কমেন্ট করে? আমি পুরো ঘেঁটে গেলাম। স্বস্তিকা তো বরের কথা মেনে নিয়ে হাগ করবে বলেই সোফায় বসে ছিল, সে কী করে বোনের এই উক্তিগুলো হজম করল তাও বুঝি নি। মাঝে দুবার মা! মা! বলে মা-কে থামালো। কিন্তু এদের কি একটা বেসিক প্রাইভেসি বোধ নেই? অন্তত অন্য ঘরে চলে যেতে পারত না? কমেন্টগুলো তো পরেও করা যেত!)

    আচ্ছা , বেসিক প্রাইভেসি থাকলে সবচে ভালো হচ্ছে ক্যামেরার বাইরে থাকা তাই না ! এবার শুনব শয্যা দৃশ্যে অভিনয় এর সময় প্রাইভেসি মেনে স্লিপিং ব্যাগ এ ঢুকে থাকা উচিত :( ক্রাইসিস টাইম এ প্রাইভেসি অনেকেই খেয়াল রাখতে পারে না । এই ফেবু তেই দেখি কত মেয়ে বয়ফ্রেন্ড এর সংযে ঝগড়া করে কাঁদ কাঁদ মুখের ছবি লাগিয়েছে । দুনিয়ার লোক বুঝতে পারছে তবু সেই সময় মাথার ঠিক নেই । আর সবচে বড় কথা ওসব বর কে হাগ -ফাগ যাই করুক দিদি-বোন এর কেমিস্ট্রি আলাদা । নিজের মুখে যে খিস্তি টা করতে পারছেনা সেটা মুখ আলগা বোন করে দিলে না আটকানই স্বাভাবিক । "স্ক্রু " তো খুবই কমন টার্ম ।

    (কুন্দগ্রামির মত ট্যাঁশ বাঙালির, যে কিনা নিউইয়র্কে অনেকদিন থেকে এসেছে, বউও বলতে নেই মারকাটারি ফসসা, সে এক কালো মেয়ের প্রেমে পড়ে গেল কলকাতায় এসে? আর কুন্দগ্রামিকে দেখেই খচ্চর টাইপের লোক বলে মনে হচ্ছিল শুরু থেকে। কালো মেয়ে (পাওলি তো?) কী দেখে কুন্দগ্রামির সাথে ঝুলে পড়ল? ... প্রথমে ভেবেছিলাম কুন্দগ্রামির কাছ থেকে টাকাপয়সা চুষে নিয়ে কাটিয়ে দেবে বলেই হয় তো ঝুলেছে। তারপরে দেখি, ওব্বাবা, এ তো সিরিয়াস লব! টাকাপয়সা কিছু চোট যায় নি তার।)

    ইটা নিয়ে কিসসু বলার নেই । কানে ঘুরঘুরে পোকা ঢুকে যাওয়ার মত বেদনাদায়ক হাসি পাচ্ছে :( স্যান যা বলার বলেইছে ।
    সুধু একটাই কথা । এগুলো সবকটা "প্রেম " এরকম অদ্ভূত সিদ্ধান্তে কবিকিকরে পৌছলেন :( কুন্দগ্রামির মাথা চেটে দই হয়েছিল । সেই সময় পাওলি তার পাশে দাঁড়ায় । আরে ভাই "শান্তি " ইস দ্য কি ওয়ার্ড । দ্য ম্যান ওয়াস ফিলিং কর্নার্দ বায় হিস অন ফ্যামিলি মেম্বার্স । দিস্গাস্তেদ বায় আ গোল্গাপ্পা ওয়াইফ । কবি লিখেছিলেন "আমারে দু দন্ড শান্তি দিয়েছিল "। তারপরে বনলতার সঙ্গে শুয়েছিলেন কিনা কেও জানে ? কোলে মাথা রাখতে রাখতে রাখতে রাখতে কখনো একটু এদিক ওদিক হয় । অত চাপ নাহি লেনেকা । পাঅলি ও কোনো চাপ নেয়নি তো । কুন্দ কে দেখে একটা হেজে যাওয়া কর্নার্দ মানুষ মনে হচ্ছিল । হালকা স্ত্নেহ দিয়েছে । অমন মেয়েরা দিয়ে থাকে :) সিকি ছাড়া কেও সেটাকে "প্রেম" ভাবে নাকি ।
  • keu na | 125.119.255.234 | ১৭ এপ্রিল ২০১৩ ১৭:২০599338
  • একটা বড় উপন্যাস কে ছোট দুঘন্টার সিনেমাতে নামাতে গিয়ে বিপত্তি করেছেন বোধয় পরিচালক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন