এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সভ্য জগতে বিয়ে অপ্রোজনীয়

    Shibir
    অন্যান্য | ৩১ মার্চ ২০১৩ | ৭৯০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • paTal | 24.99.35.42 | ৩১ মার্চ ২০১৩ ২১:১২599640
  • বিয়ে ব্যাপারটা খুবি অসভ্য, ঠিকি।
  • কৃশানু | 213.147.88.10 | ৩১ মার্চ ২০১৩ ২১:১৪599687
  • অপ্রোজনীয় ঠিকি, কিন্তু প্রো-জনন টা হবে কেং কোয়ে?? :-)
  • paTal | 24.99.35.42 | ৩১ মার্চ ২০১৩ ২১:১৬599698
  • আহা ওটা বোধহয় বিয়ে ছাড়াও হয়।
  • কৃশানু | 213.147.88.10 | ৩১ মার্চ ২০১৩ ২১:১৮599709
  • আমি তো 'ওটা' কেই বিয়ে বলছি :-)
  • paTal | 24.99.35.42 | ৩১ মার্চ ২০১৩ ২১:২১599731
  • আপ্নেরটা চক্কান্ত। টইস্টার্টর কী বলেন শুনুন। ;)
  • Shibir | 190.151.40.149 | ৩১ মার্চ ২০১৩ ২১:২১599720
  • http://www.anandabazar.com/31rabipro1.html
    উপরের link ta তসলিমার লেখা বিয়ে নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে | আমি ব্যক্তিগত ভাবে তসলিমার মতামতের সাথে একমত |
    বিয়ে বিষয় গুরুর বিবাহী(তা/ত)দের মতামত কি ? অন্যমত থাকলেও জানান |
  • paTal | 24.99.35.42 | ৩১ মার্চ ২০১৩ ২১:২৩599742
  • ওপোরের পোস্ট কৃশানুর জন্য।
  • Shibir | 190.151.40.149 | ৩১ মার্চ ২০১৩ ২১:৩৬599753
  • "ওটাকে" বিয়ে বললে বিয়ে অব্যশই প্রয়জনীয় | কিন্তু প্রচলিত অর্থে বিয়ে বলতে যা বোঝায়, প্রজননের জন্য তার দরকার নেই |
    reference: vicky donor
  • Yan | 161.141.84.239 | ৩১ মার্চ ২০১৩ ২১:৫৬599764
  • আরে হাই টেক এসে গিয়ে সবই ধরুন ইন ভিট্রো হতে থাকলো, তাইলে তো "ওটা" র ও দরকার নেই!!!! আরো "সভ্য" হয়ে গেলো সব!
    ঃ-)
  • Yan | 161.141.84.239 | ৩১ মার্চ ২০১৩ ২২:০৫599641
  • তসলিমার লেখাটা অদ্ভুত ভাবে বায়াসড আর কোনো কোনো জায়্গায় যুক্তিহীন। চাট্টি সাহেবসুবোর কথা তুলে তুলে বলে গেলেন গ্রুপ সেক্স করাই নাকি বিয়ের তুলনায় "সভ্য", স্বাধীন ইত্যাদি প্রভৃতি। ভবিষ্যৎ এ নাকি তাই হবে। ছেলেপিলে সব কারুর দায়িত্ব বাপমা নেবে না, রাষ্ট্র বা সমাজ নেবে।
    মানে ফুত্তিফার্তা করে মানুষ খালাস, দায়দায়িত্ব রাষ্ট্রের।
    আরে এ কি টোটালিটারিয়ান সমাজ নাকি? মানুষের নিজের চয়েস থাকবে না? কেউ হয়তো একনিষ্ঠ স্বামীস্ত্রী সম্পর্ক বজায় রেখে নিজের ছেলেপিলে নিজের দায়িত্বে মানুষ করতে চান। তাদের কে টেনে আলাদা করে গ্রুপ সেক্সে ঢুকিয়ে দিয়ে বলবে এই তোমার সভ্যতা, তুমি করতে বাধ্য?????
  • শ্রী সদা | 127.194.209.72 | ৩১ মার্চ ২০১৩ ২২:৩৪599652
  • তসলিমার লেখাটা পড়ে কম্যুনিস্ট পার্টির ইস্তেহারের কথা মনে হল। মূল বক্তব্য খুবই ভ্যালিড, কিন্তু প্রত্যেক লাইনে অন্ততঃ বার দুয়েক পুরুষতন্ত্র (আমেরিকা) কে গালাগাল, বিদেশ থেকে ধার করা পরিবর্তনের প্ল্যান (গ্রুপ সেক্স/ চীনের চেয়ারম্যান ইঃ) .... মোট কথা সক্কাল সক্কাল মোজা জ্বলে গেল।
  • test | 233.234.71.89 | ৩১ মার্চ ২০১৩ ২২:৪১599674
  • পরীক্ষা
  • Yan | 161.141.84.239 | ৩১ মার্চ ২০১৩ ২২:৪১599663
  • তার উপরে সব ছেড়ে কলকাতার স্বামী স্ত্রীদের নানা দোষ দেখেছেন, যেন আর কোনো জায়্গায় লোকে ঝামেলাওয়ালা দাম্পত্য সম্পর্ক ফেস করে না।

    আশ্চর্য ব্যাপার, ইনি বহুবিবাহ ফিবাহের মতন জ্বলন্ত সমস্যা নিয়ে একটি কথাও কইলেন না, সেক্স স্লেভ করে রাখা নিয়ে কোনো কথা কইলেন না।
  • Yan | 161.141.84.239 | ৩১ মার্চ ২০১৩ ২৩:৫৩599681
  • সব ব্যাপারে ইভোলুশন টেনে আনা কি আজকালের ফ্যাশন?
    মনুষ্য ছাড়া অন্য প্রানীরা বিয়ে করে না, মানুষে করে কেন-এটাই বা কীরকমের যুক্তি?
    মানুষে তো জামাকাপড় পরে, ইঁট বালি সিমেন্ট পাথর কংক্রীট দিয়ে ঘরবাড়ী বানিয়ে বাস করে, আগুন জ্বালায়, গাড়ী চড়ে, প্লেনে চড়ে, মহাকাশে যায়। অন্য কোনো প্রাণী তো করে না! অন্য কোনো প্রাণীর তো অঙ্ক বিজ্ঞান অনুসন্ধানপ্রবৃত্তি কিছুই নেই। তাহলে কি মানুষ ও জামাকাপড় ঘরবাড়ী আগুন চাকা সব ত্যাগ করবে?
  • sosen | 125.242.173.68 | ৩১ মার্চ ২০১৩ ২৩:৫৪599682
  • লিগ্যাল এসপেক্ট থেকে বিয়ে দরকার,
    আর অন্য রকম প্রতিষ্ঠান তৈরী করলে সেটাও বিয়ের মতই হলো তো।
    তসলিমার বোধবুদ্ধি এখনো সেই আমার মেয়েবেলা পর্যায়েই রয়ে গেল। বিয়ে যৌন সঙ্গমের লাইসেন্স কিছু সমাজে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সম্পত্তির ডিস্ট্রিবিউশন, ট্যাক্সের সুবিধা অসুবিধা, সর্বোপরি একজন বন্ধু, এসবের ব্যাপার ও থাকেই তো। সারাজীবন পাঁকে মুখ গুঁজে মানুষ কি করে কাটায় রে বাবা। বিয়ের সাথে সেক্সের সম্পর্কস্থাপন উনি নিজেই সবচেয়ে জোরগলায় করছেন।
  • lcm | 34.4.162.218 | ০১ এপ্রিল ২০১৩ ০০:০০599683
  • বোঝো!
    সভ্য জগৎ-এ বিয়ে অপ্রয়োজনীয়, এমবিএ প্রয়োজনীয়।
    অসভ্য জগৎ-এ উল্টো।
  • ;-P | 127.194.194.173 | ০১ এপ্রিল ২০১৩ ০০:১১599684
  • বিয়ে থাকুক বা না থাকুক ফ্রিসেক্স থাকলেই উনি এত চাপ নিতেন না। সেইটা নেই। আর না থাকার কারণ হিসেবে উনি বিয়ে জিনিসটাকেই একমাত্র ভিলেন ঠাউরেছেন। বাকিটা তো বালির বস্তা আর চেনা ঘুষোঘুষি।
  • Shibir | 190.151.40.149 | ০১ এপ্রিল ২০১৩ ০০:২১599685
  • @Yan পৃথিবীর অনেক দেশেই(ভারত সহ ) বিয়ে এবং live in relationship দুটি আইনত বৈধ , যার যা ইচ্ছে সেটা বেছে নেবে অতএব choice এর প্রশ্নটা থাকছেনা | group sex ও কোনো solution মনে হয়নি লেখাটা পড়ে | প্রশ্নটা হচ্ছে বিয়ের কি সত্যি কোনও প্রয়জনীয়তা আছে , না করলে অসুবিধাটা কি ?

    @ শ্রী সদা কম্যুনিস্ট পার্টির ইস্তেহার পড়িনি তাই তুলনা করবনা | পুরুষতন্ত্রকে গালাগাল করা বোধহয় পুরুষ জাতিকে গালাগাল করা নয় |
    আর বিদেশ থেকে ধার করা যে কোনো প্ল্যান কি ফালতু ?
  • Yan | 161.141.84.239 | ০১ এপ্রিল ২০১৩ ০১:০০599686
  • শিবির (ঠিক হলো কি নামটা),
    বিয়ে মানে কি ঐ মন্ত্রতন্ত্র উলু শাখ আগুন পুরোহিতের সামনে ঘন্টা ধরে রিচুয়াল বা কতগুলো শর্ত দিয়ে কবুল করা কাজী আর সাক্ষীদের সামনে? তা নয়। দুইজন মানুষ যদি পরস্পরের সম্মতিতে একসঙ্গে থাকেন ও নিজেদের কাছে নিজেরা প্রতিশ্রুতি দেন যে জীবনসঙ্গী হলেন পরস্পর, সেটাই তো বিবাহ। কথাটা তো পারস্পরিক বিশ্বাসের আর সমঝোতার। রিচুয়াল তো বাইরের ব্যাপার, যাদের মনে হয় করা দরকার, করবেন যাদের মনে হয় দরকার নেই, করবেন না। কিন্তু তাতে তো বিবাহ নামক প্রতিষ্ঠানটি বাদ গেল না, ভিন্নরূপে রয়েই গেল।
    আর ব্যাপার তো এখানেই শেষ না, শুরু। এরপরে সন্তানাদি হতে থাকলে ও বড় হতে থাকলে তখন আসল দায়িত্ব আসে, কীভাবে তাদের মানুষ করা হবে, কীভাবে বাপমায়ের সম্পত্তি কার হাতে যাবে-এইসব। আইন কানুন ইত্যাদি প্যাঁচ তো তখন।
  • Yan | 161.141.84.239 | ০১ এপ্রিল ২০১৩ ০১:১৩599688
  • এই রাষ্ট্রের হাতে সন্তানের দায়িত্বের একটা কান্ড পড়ছিলাম রিসেন্ট সাই অ্যাম এ। একটা স্টাডি। রুমানিয়ার এক ডিক্টেটর যুদ্ধের পরে জনসংখ্যা বাড়াবার জন্য এক মারাত্মক প্ল্যান নিয়েছিলেন। প্রতিটি সক্ষম নারী ও পুরুষকে আবশ্যিকভাবে সন্তান উৎপাদন করতে হবে, বিশেষ পুলিশবাহিনী তৈরী হলো চেক করে দেখার জন্য নারীরা যথাসম্ভব সন্তানবতী হচ্ছে কিনা! যে কাপলের পাঁচটির কম সন্তান, তাদের বিশেষ ট্যাক্স দিতে বাধ্য করা হলো। তো, এইঅরকম তুমুল তাড়নায় হোলো বুম, প্রচুর ছেলেপিলে জন্মালো। কিন্তু অচিরেই ওভারহোলেয়্ম্ড বাপমা সন্তানদের হোমে হোমে রেখে যেতে থাকলেন। তারপরে সেই হোমে বড় হওয়া ছেলেপুলেদের মানসিক যন্ত্রণা আর মানসিক অপুষ্টি, আন্তরিক যত্নের অভাবে কী অবস্থা হলো তাই নিয়ে একটা স্টাডি।
    তাই এইসব ফ্রী সেক্স আর রাষ্ট্রের দায়িত্বে ছেলেপুলে মানুষ হবার পক্ষে যারা সওয়াল করছেন তাদের একটু এদিকটাও ভেবে দেখতে বলি। ফ্রী সেক্স ভালো, দায়িত্বহীন ফুর্তিফার্তার কোনটাই বা মন্দ? কিন্তু শেষ পর্যন্ত এর কন্সিকোয়েন্স কিছু থাকেই, সেটাও মানব্সমাজের ঘাড়ে এসেই পড়ে।
  • dukhe | 212.54.74.119 | ০১ এপ্রিল ২০১৩ ১০:১২599689
  • তসলিমার সঙ্গে সম্পূর্ণ একমত। বিয়ে অপ্রয়োজনীয়। জন্ম মৃত্যুও তাই। যত শিগগির বন্ধ হয় আপদের শান্তি।
  • b | 135.20.82.164 | ০১ এপ্রিল ২০১৩ ১৪:৪৮599690
  • Yan, যেটা লেখা নেই সেটা হল, ঐ হোমে বড় হওয়া প্রজন্ম-ই শেষে চিসেস্কু-কে বংশদন্ডটি প্রদান করে।
  • sch | 132.160.114.140 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:০৩599691
  • না না বিয়ে টিয়ের কি দরকার। এইসব বাণী কিছু সুবিধাবাদী মানুষ তখনই দিয়ে থাকেন যখন সেটা তাদের কোনো স্বার্থসিদ্ধির কাজে সাহায্য করে।

    বিয়ে টিয়ে ব্যাপারগুলো না থাকলে ধর্ষণ টর্ষণ অনেক কমে যাবে, সব সময়েই প্রমাণ করে দেবে হয় ধর্ষিতার "চরিত্র" বলে কিছু ছিলনা অথবা ব্যাপারটায় মেয়েটির অনুমতি ছিল

    নিম্ন মধ্যবিত্ত সমাজে তো এই রকমই করে থাকে পুরুষরা - বিয়ে নামক একটা কিছু হয় - দু তিনটে বাচ্চা বিয়োয় তারপর কেটে পরে আবার কারোর সাথে
    তৃতীয় বিশ্বের দেশে বিয়ে তুলে দিলে পুরুষদের যে আইনের হাত থেকে ভারী পরিত্রাণ মিলবে এতে সন্দেহ নেই।
  • Kaju | 131.242.160.180 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:০৫599692
  • বাঃ আমার মনের মত টই। এইটা যদি লোকে একটু বুঝত ! নিজেকে নিয়েই জেরবার, প্লাস আরেকজনের ঝাড় নাও ঘাড়ে ! যত্তসব।
  • sch | 132.160.114.140 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:১২599693
  • এখানে যে কন্সেপটটা দেওয়া হচ্ছে কাজু, সেটা হলো "ধরবো, করবো, ছাড়বো রে"। ফ্রি সেক্স। তুমি একদম অন্য লাইনে হাঁটছ। আর এই ঘাড়ে বোঝা নেওয়া কন্সেপ্ট-টা আরো ৪০ বছর আগে ছিল - এখন যে যার বোঝা নেয়।
  • শ্রী সদা | 132.176.98.243 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:১৯599694
  • "ধরবো, করবো, ছাড়বো রে" - হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। উফ্ফ্ফ....
  • কল্লোল | 125.241.85.135 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:২৮599695
  • সোসেনকে ক্ক। তসলিমা কিছু কিছু বিষয়ে একদম বড়ো হলো না। সেই কুড়ির হাতপা ছোঁড়া বিদ্রোহীই রয়ে গেলো।
    ওঁর লেখার সবটাই খুব ঠিক যতক্ষন না সন্তান হচ্ছে।
    তাপ্পর? তার/তাদের দায়িত্ব নেয় কে?
    আর, সন্তান চাইতেই হবে এমন মাথার দিব্যি অবশ্য নেই। কিন্তু তাতে মানুষ অবলুপ্তির পথে যাবে।
  • Kaju | 131.242.160.180 | ০১ এপ্রিল ২০১৩ ১৫:৪৫599696
  • নিজেই নিজের বোঝা নেয়? তা তো বটেই। Financial বোঝাই যদি সব হত লাইফে, তবে তো আর কথা ছিল না ! যাক গে। আপনারা রাত্তিরে ধরুন সকালে ছাড়ুন যা পারেন করুন, আমি অন্য পাতায় যাই।
  • চান্দু মিঁঞা | 127.193.36.179 | ০১ এপ্রিল ২০১৩ ১৬:৩৭599697
  • আমিতো দেখছি not found একটা ঠিক ঠাক লিং দেন।
  • ranjan roy | 24.96.131.48 | ০১ এপ্রিল ২০১৩ ১৬:৪৯599699
  • দুখে, বি ও সোসেনকে ক। আর তসলিমা নতুন কিছু বলার বোধ হারিয়ে ফেলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন