এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সভ্য জগতে বিয়ে অপ্রোজনীয়

    Shibir
    অন্যান্য | ৩১ মার্চ ২০১৩ | ৭৯০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | 69.93.207.179 | ০১ এপ্রিল ২০১৩ ১৬:৫৩599700
  • তসলিমার লিং আমারো খোলে নি। কাজেই কী নিয়ে আলোচনা হচ্ছে কিছুই বুঝছি না।
  • siki | 132.177.71.199 | ০১ এপ্রিল ২০১৩ ১৬:৫৫599701
  • ডেনমার্কের লোকজন বিয়ে করা প্রায় কাটিয়েই দিয়েছে, ওখানে নাইন্টি পার্সেন্ট লোক লিভ টুগেদার করে, না পোষালে জুটি পাল্টে নেয়। বাচ্চাদের না লিগালি কোনও অসুবিধে হয় সম্পত্তি ইনহেরিট করতে, না জন্মাতে-বড় হতে।

    ইমোশনালি কতটা অসুবিধে হয় সেটা অবশ্য জানি না।
  • link na pore | 116.212.118.199 | ০১ এপ্রিল ২০১৩ ১৮:৪১599703
  • এমন অনেকেই আছেন যাদের পক্ষে একটা লাইফ-পার্টনার নিজে যোগাড় করাই হ​য়ে ওঠে না, তা সামাজিক/পারিবারিক/মানসিক/অর্থনৈতিক যে কারনেই হোক! আবার তারা প্রস্টিটিউটের কাছেও যেতে পারেন না বিভিন্ন কারনে, তাদের কাছে গ্রুপ্-সেক্স তো দূর্-অস্ত, এক্টা সেক্সই হ​য়ে উঠবে না, অ্যারেঞ্জম্যারেজ না থাকলে।
    তবে কি যারা নিজে নিজের লাইফপার্টনার(সেক্স পার্টনার) জোটাতে পারবে না তাদের কি সেক্সুয়াল লাইফের অধিকার থাকবে না?
  • sch | 132.160.114.140 | ০১ এপ্রিল ২০১৩ ১৮:৪৫599704
  • রাইট টু সেক্সটা এখনো রাইট টু এদুকেশানের মতো স্বীকৃতি পায় নি। আন্দোলন করতে থাকুন - ওটা হয়ে গেলে আর ধর্ষণের সমস্যা থাকবে না ..
  • ladnohc | 116.209.244.6 | ০১ এপ্রিল ২০১৩ ১৮:৫৯599705
  • sch-দা/দি,
    সেক্স আর ফোর্স্ড সেক্স টাকে বোধ হ​য় গুলোচ্ছেন!
  • sch | 132.160.114.140 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:০৪599706
  • আরে না না -- ওই যে কাতর ভাবে জানতে চাইলেন যারা বিভিন্ন কারণে সেক্স পার্টনার পান না তারা কি করবেন তাদের কি সেক্সুয়াল লাইফের অধিকার থাকবে না? পড়ে বড়ো কষ্ট হল - সত্যিই তো কি করবে তারা -- তাহলে ওই রাস্তায় যাকে পাবে তাকে করবে -- বা যে বাধা দিতে পারবে না তাকে করবে।

    কিচ্ছু গোলাই নি। একটু অপেক্ষা করুন রাইট টু সেক্স পাশ হল বলে
  • pi | 78.48.231.217 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:০৭599707
  • 'বিয়ে মানে কি ঐ মন্ত্রতন্ত্র উলু শাখ আগুন পুরোহিতের সামনে ঘন্টা ধরে রিচুয়াল বা কতগুলো শর্ত দিয়ে কবুল করা কাজী আর সাক্ষীদের সামনে? তা নয়। দুইজন মানুষ যদি পরস্পরের সম্মতিতে একসঙ্গে থাকেন ও নিজেদের কাছে নিজেরা প্রতিশ্রুতি দেন যে জীবনসঙ্গী হলেন পরস্পর, সেটাই তো বিবাহ। '

    ইয়ানের এই পোস্টটা পড়ে একটু গুলিয়ে গেল। তসলিমা তো এভাবেই ভাগ করেছেন মনে হয়, আর দ্বিতীয়টা জন্য সওয়াল করেছেন। দ্বিতীয়টাকে আমাদের সমাজে কি 'বিবাহ' বলা হয়, না লিভ টুগেদার ?

    আর সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবার ব্যাপারে কল্লোলদার ভাবনা জানার ইচ্ছা রইলো।
    লিভ টুগেদারের সন্তানদের নিয়েও। ঐ সিকি যে উদাঃ টা দিয়েছে।
  • siki | 132.177.71.199 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:১২599708
  • অবশেষে জেগে ওঠে শোষিত
    বুলাদিই আসলে দোষী তো! :)
  • ladnohc | 116.209.244.6 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:১৭599711
  • দ্বিতীয়টাওতো বিয়ে বলেই জানি! দুইজন মানুষ যদি পরস্পরের সম্মতিতে একসঙ্গে থাকেন ও নিজেদের কাছে নিজেরা প্রতিশ্রুতি দেন যে জীবনসঙ্গী হলেন পরস্পর,...... সাথে একটা সরকারী কাগজে নিজেদের নথিভুক্ত করলেন, এটাকে তো বিয়েই বলে জানি!
  • ladnohc | 116.209.244.6 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:১৭599710
  • দ্বিতীয়টাওতো বিয়ে বলেই জানি! দুইজন মানুষ যদি পরস্পরের সম্মতিতে একসঙ্গে থাকেন ও নিজেদের কাছে নিজেরা প্রতিশ্রুতি দেন যে জীবনসঙ্গী হলেন পরস্পর,...... সাথে একটা সরকারী কাগজে নিজেদের নথিভুক্ত করলেন, এটাকে তো বিয়েই বলে জানি!
  • pi | 78.48.231.217 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:১৮599712
  • তসলিমার লেখা আমার ভালো লাগেনা, লাগেনি, সে আলাদা কথা। কিন্তু সেটা কাউন্টার করতে গিয়ে এমন কিছু কথা এল মনে হচ্ছে, যেগুলো উনি বলেননি। একটা তো গত পোস্টে লিখলাম।
    সোসেনও লিখেছো, বন্ধুর দরকার। সেটা দরকার নেই, তা কি লিখেছেন উনি ?
    কিন্তু তার জন্য বা অন্য কিছুর জন্য বিবাহ নামক আইনি স্বীকৃতির দরকার কেন ? এই লিগ্যাল অ্যাসপেক্টটা কি খুব জরুরি ? যেসব দেশে বিয়ে প্রায় উঠে গেছে, তারা কীকরে চালাচ্ছে ?
  • pi | 78.48.231.217 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:১৯599713
  • 'সাথে একটা সরকারী কাগজে নিজেদের নথিভুক্ত করলেন' .. এটা তো ইয়ান লেখেনি ! এই নথিভুক্তীকরণটুকু বাদ দিয়ে বাকিটা হলে লিভ টুগেদার হয়। তাতে তালে আপত্তি কীসের ?
  • ladnohc | 116.209.244.6 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:২৫599714
  • sch-দা/দি,
    এইভাবে ভাবুন, একটি মেয়ে যার প্রেমে কোনো ছেলে কখনো পড়েনি, যার নিজে থেকে কাউকে প্রেম জানানোর সাহস নেই, যার পক্ষে পুরুষপ্রস্টিটিউটের কাছে যাওয়ার কথা স্বপ্নেও ভাবা সম্ভব ন​য়! তার কি সেক্সুয়াল লাইফের অধিকার নেই?
  • sch | 132.160.114.140 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:৩২599715
  • স্ক্যান্দিনাভিয়ান দেশগুলোতে বিয়ে অনেকটাই উঠে গেছে -- সেখানে আরো বেশী বেবি প্রডাকশানের জন্যে উৎসাহ দেওয়া হয় - পেটার্নিটি লিভ দেওয়া হয় প্রাইয় এক বছর। আমাদের আর্থ সামাজিক অবস্থায় , লিটারেসি রেটে এই ধরণের বন্দোবস্ত খুব সুবিধা হবে?
  • sch | 132.160.114.140 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:৪০599716
  • ভাই ladnohc - আপনার বাড়িতে সরকার নাহয় টয়লেট তৈরী করে দিল - এবার আপনার যদি কন্সটিপেশানের জন্য পটি না হয় তাহলে কি সরকারের বা সমাজের কিছু করার আছে - আপ্নাকে ডাক্তারের কাছে যেতে হবে - এখানেও তাই - এহেন দুঃস্থ মানুশটি মনোবিদের কাছে যেতে পারে, বন্ধুদের সাহায্য চাইতে পারে - তেষ্টা মিটে যাবে। আর কোনোটাই না পারলে ...থাক এখানে বলতে আটকালো
  • a x | 138.249.1.194 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:৪৫599717
  • ভয়ে লিখতেই পারছিনা। মনে হচ্ছে মুখ খুললেই লোকে যদি ঢিল ছোড়ে! তবে হ্যাঁ এখনও দেশে গেলে বাড়ি ভাড়া পাবনা, তা সম্যক বুঝলাম এই টইটা পড়ে! ঃ-))
  • ladnohc | 116.209.244.6 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:৪৭599718
  • যেখানে ফ্রী মেলামেশার সুযোগ নেই, যেখানে বেশিরভাগ মহিলারা আর্থিক ও মানসিকভাবে স্বনির্ভর নন, যেখানে সেক্সটাকে বেসিক নিড বলে মনেই করে না অনেকে, যেখানে সেক্স আর ধর্ষণ হামেশাই গুলিয়ে ফেলা হ​য়....
    সেখানে বিয়ে তুলে দেওয়ার ভাবনাটা বাতুলতা মাত্র​!
  • ranjan roy | 24.99.112.37 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:৫৪599719
  • sch,
    " আর কোনোটাই না পারলে-- থাক এখানে বলতে আটকালো"।
    --বুঝতে পারছি, দুধের স্বাদ ঘোলে, অন্তিম সমাধান। সংকোচের কিছু নেই। যে সমাধানে কারো ক্ষতি হয় না, কাউকে জোর করতে হয় না, কারো স্পেসে অনুপ্রবেশ করা হল না--এসবে আপত্তির তো কিছু নেই, বরং কাম্য।
    কিন্তু কিছু প্রশ্ন উঠছেঃ
    এক,
    বিয়ে মানেই সন্তান উৎপাদন কেন ধরা হবে? এত আর আগের প্রজন্মের মত ভগবানের হাত নয়। এ'ব্যাপারে দম্পতির ইচ্ছেটাই বিবেচ্য। কাজেই আমাদের দেশেও হটাৎ জনসংখ্যা বিস্ফোরণ ও কল্লোল কথিত রাষ্ট্রের ঘাড়ে বোঝার সম্ভাবনা কম বলেই মনে হয়।
    দুই,
    বর্তমান জীবনের গতি ও জটিলতা আস্তে আস্তে বিয়ে বা একজোড়া নারী-পুরুষের স্বেচ্ছায় যুগ্ম-জীবন যাপনের রূপরেখা পাল্টে দিচ্ছে, আমাদের সমাজেও।
    আমাদের মনে হয় এ নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার দরকার নেই। আর পুরনো প্রথাকে বেশি করে গাল পাড়ারও দরকার নেই। জীবন নিজেই গড়ে নিচ্ছে। আশা করি শীগ্গিরই ৩৭৭ ধারারও সদর্থক ফয়সালা হবে, স্বেচ্ছায় অ্যাডাল্ট নারী-পুরুষের যৌনমিলন এখনো আইনের চোখে দন্ডনীয় নয়। কিছুদিন পরে সামাজিক ক্ষেত্রেও লোকে শক্‌ড হবে না।
  • Ekak | 24.99.179.33 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:৫৬599722
  • কি মুশকিল , বিয়ে না করতে চাওয়া কে এরকম ব্যাভিচার্সুলভ দৃষ্টি তে দেখা হচ্ছে ক্যানো ?

    তসলিমা র সুর তেকটু চড়া এবং ওই করেই উনি কলাম গুলোকে ডোবান কিন্তু ইটা তো ঠিক যে আধুনিক সমাজে বিয়ে নামক ইন্স্তিতিউশোন কতটা রেলেভ্যান্ট ইটা তর্কের বিষয় । সেই তর্ক তা কেও তুললেই সে এরা তার সঙ্গে শুয়ে বেড়াতে চাইছে ? :( ওরে পাগল , পৃথিবী র যে কোনো প্রান্তেই শুয়ে পরা অত সহজ নয় :(
  • ranjan roy | 24.99.112.37 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:৫৬599721
  • অক্ষদা,
    আমার বাড়িতে নিশ্চিন্তে চলে আসবেন, সপরিবারে।
  • a x | 138.249.1.198 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:৫৮599724
  • রঞ্জনদা ঃ-)
  • ranjan roy | 24.99.112.37 | ০১ এপ্রিল ২০১৩ ১৯:৫৮599723
  • এককের বক্তব্যকে ক।
  • ladnohc | 116.209.244.6 | ০১ এপ্রিল ২০১৩ ২০:১০599725
  • মনোবিদ তাকে পার্টনার ধরে দেবে?
    কিন্তু ম্যাট্রিমনি-সাইট/কাগজে বিজ্ঞাপণ/ঘটক তা দিতে পারে।
    schদা/দি, এরম মেয়ে বা ছেলে দেখেন নি, যারা বিয়ের আগে পর্যন্ত প্রেম/সেক্স না করে বিয়ের প সেক্সুয়ালি স্যাটিস্ফায়েড্?
    অওবশ্য সেক্সুয়াল স্যাটিশফাক্শন নিয়ে থোড়াই না কথা বলবে সমাজ!
    ......
    যারা পারে তারা যতখুশি রিলেশন(মেন্টাল/সেক্সুয়াল) বিল্ডাপ করুক, কিন্তু যারা তা পারে না তাদের জন্য বিয়ে থাকবে না?!!!!!!!
    তাদের কি মানুষ বলে ভাবা হবে না?!!
  • Ekak | 24.99.179.33 | ০১ এপ্রিল ২০১৩ ২০:১৬599726
  • কি মুশকিল । যে প্রসেস যার জন্যে খাটে । যাদের বিয়ে স্যুট করে করবেন । যাদের করেনা করবেন না । ঘটনাটা এটাই যে যাদের করেনা তাদের ক্ষেত্রে রাষ্ট্র কে অল্টারনেটিভ ভাবতে হবে কিভাবে সন্তান-সম্পত্তি বিভাজন এগুলো সামলানো যায় । কাওকে খুঁচিয়ে প্রান্তবাসী করার দক্কার কি ।
  • Yan | 161.141.84.239 | ০১ এপ্রিল ২০১৩ ২০:২৫599727
  • দেখুন হয়তো কোনো ডিক্টেটর এলো, এসে চালু করলো বিবাহবিহীন বাধ্যতামূলক সহবাস আইন আর বাধ্যতামূলক সন্তান তৈরী, কারণ তেনার সুস্থ সবল মানুষ চাই, সেনাবাহিনী গড়তে। বল্লো, যারা রাষ্ট্রের নির্দেশ না মানবে, তাদের সম্পত্তি ও পেশা সবই রাষ্ট্র কেড়ে নেবে, কেড়ে নিয়ে বলবে যা হিমালয়ে পালা। মিটে গেল, আপদের শান্তি।
  • Yan | 161.141.84.239 | ০১ এপ্রিল ২০১৩ ২০:৪৯599728
  • আর পাই, এতক্ষণে দেখলাম। লিভ টুগেদার মানেই গান্ধর্ব বিবাহ। দুষ্মন্ত শকুন্তলা এই বিবাহই করেছিলেন। ঃ-)
    আরে কতগুলো রিচুয়াল আর কবুল আর রেজিস্ট্রি ছাড়া বিবাহ হতে পারে না কে বল্লো,যদি যে দুইজন করছেন তারা পরস্পরের কাছে কমিটেড থাকেন?
  • pi | 78.48.231.217 | ০১ এপ্রিল ২০১৩ ২০:৫১599729
  • যাচ্চলে, তসলিমা তো সেটাই বলেছেন।
  • S | 138.231.155.50 | ০১ এপ্রিল ২০১৩ ২০:৫৬599730
  • এখানে সবাই খালি প্রেম, সেক্স, বহুগামীতা ইত্যাদি আর বিয়ের সোস্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলছেন।একমাত্র সোসেনকে দেখ্লাম লিগাল গ্রাউন্ডের কথা বলতে।রোম্যান্টিক ভাবনা ছেড়ে বাস্তবে দাঁড়িয়ে বিভিন্ন দেশের আইনগুলো একবার দেখুন।স্ক্যান্ডিনেভিয়ান দেশ গুলোতে হয়ত আইনের পরিবর্ত্তন হয়েছে কিন্তু এখ্নও বেশিরভাগ দেশে ট্যাক্স,সম্পত্তির ইনহেরিটেন্স ইত্যাদি আইনে বিয়ে করা আর না করার মধ্যে আকাশ পাতাল তফাৎ।কাজেই যতদিন না দেশের আইন পরিবর্ত্তন হচ্ছে ততদিন বিয়েটা করে রাখাই ভাল, যদি ট্যাক্স, প্রপার্টি ইনহেরিটেন্স, ডেথ ট্যাক্স, এস্টেট ট্যাক্স, হসপিটাল ভিসিটেশান, উইল এইসব তুচ্ছ জাগতিক ব্যাপার স্যাপার নিয়ে চিন্তা ভাবনা করেন।
  • Yan | 161.141.84.239 | ০১ এপ্রিল ২০১৩ ২১:১০599732
  • পাই, তসলিমা তা বলেন্নি, উনি সওয়াল করেছেন "ধরবো করবো ছাড়বো" টাইপ আচরণের পক্ষে, দায়দায়িত্বহীন লারেলাপ্পা জীবনের। ফ্রী সেক্স, গ্রুপ সেক্স এইসবের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন