এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফাণ্ডরেইজিং আর লবিবাজীর গপ্প

    4z
    অন্যান্য | ২৭ মার্চ ২০১৩ | ২৯৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 152.176.84.188 | ২৭ মার্চ ২০১৩ ১৯:০৪599940
  • সময় পেলে লিখব। ততক্ষণ আপনাদের কোনো গপ্প জানা থাকলে লিখতে থাকুন।
  • 4z | 209.7.156.160 | ২৮ মার্চ ২০১৩ ১৭:৩৩599967
  • লেখা শুরু করার আগে একটা ডিঃ দিই। এখানে যা লিখব সেটা নর্থ আমেরিকার পরিপ্রেক্ষিতে। হয়ত কিছু পলিটিকাল ইনকারেক্টনেস থাকতে পারে। আর এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতার ওপর বেস করে লিখব যা অন্যদের অভিজ্ঞতার থেকে আলাদা হবার চান্স খুব বেশি।
  • a x | 109.45.100.61 | ২৮ মার্চ ২০১৩ ১৮:৫২599978
  • হ্যাঁ হ্যাঁ লেখ!
  • pi | 172.129.44.120 | ৩০ মার্চ ২০১৩ ০০:০০599989
  • অবশেষে ! ঃ)
    লেখো, লেখো !
  • | 24.97.9.86 | ৩০ মার্চ ২০১৩ ১০:০৮600000
  • আরে খালি পাঁয়তারা কষে! লেখো না বাপু।
  • pinaki | 132.164.161.127 | ৩০ মার্চ ২০১৩ ১৭:৩৯600011
  • এখানে লেখার যোগ্যতম লোক বিপদা।
  • 4z | 109.227.143.99 | ৩০ মার্চ ২০১৩ ১৯:৪২600022
  • আরে লিখব যে, ল্যাপটপই খালি পাচ্ছি না। মোবাইল থেকে এক দু লাইনের বেশি লিখতে ইচ্ছে করে না।
  • 4z | 109.227.143.99 | ৩১ মার্চ ২০১৩ ০০:২১600033
  • আপনি কি ডোনেশন করতে খুব ভালোবাসেন? বিভিন্ন চ্যারিটি থেকে ফোন এলে বা ডোর টু ডোর ডোনার ড্রাইভে বা মেল ফ্লায়ার এলে টাকা দিতে বা লং টার্ম প্লেজ করতে দু'বার চিন্তা করেন না? কিন্তু কখনও কি ভেবেছেন এই টাকার ঠিক কত পার্শেন্ট ঐ চ্যারিটির অপারেটিং কস্ট হিসেবে খরচা হয় আর কতটা আসলে চ্যারিটির কাজে লাগে? বা ইদানিং দেখছেন যে কোন একটা ইস্যু নিয়ে মিডিয়াতে খুব হইচই হচ্ছে বা জনগনের so called awareness বাড়ানোর চেষ্টা চলছে আর তাতে আপনি জ্ঞানতঃ বা অজ্ঞানবশতঃ জড়িয়ে পড়ছেন, আর ভাবছেন you are doing something for the society কিন্তু সেটাও হয়ত কারোর স্বার্থে খুব প্ল্যানড ওয়েতে ঘটানো হচ্ছে। আর এই কাজগুলো অক্লান্তভাবে করে চলেছে বিভিন্ন ফাণ্ডরেইজিং আর লবিং ফার্মগুলো। এরকমই একটা ফার্মের সঙ্গে কর্মসূত্রে জড়িত আছি বর্তমানে।

    খুব বড় চ্যারিটি বা নট ফর প্রফিট অর্গানাইজেশন ছাড়া বেশীরভাগ সংস্থাগুলো ফাণ্ডরেইজিংএর জন্য বিভিন্ন প্রফেশনাল কোম্পানির উপর ভরসা করে। এই কোম্পানিদের কাজই হচ্ছে পুরো ডোনার ড্রাইভটাকে ঠিকঠাক প্ল্যান করে এক্জিকিউট করা। চ্যারিটেবল সংস্থার হয়ে কাজ করছে বলে এরা কিন্তু কোনো রকম চ্যারিটি দেখায় না এগ্রিমেন্টের সময়। আর যখন ড্রাইভটাকে প্ল্যান এবং ডিজাইন করা হয় তখন এদের নিজেদের প্রফিটেবিলিটিটাই প্রায়োরিটি পায়। এবারে যে টাকাটা উঠছে সেটা কিভাবে ভাগ হয়? ভাবছে মেজর শেয়ার নিশ্চয়ই চ্যারিটির? এজ্ঞে না, ভুল ভাবছেন। মেজর শেয়ার ঐ ফার্মটির। তাদের শেয়ার ৭০ থেকে ৮০%। আবার কিছু কিছু সংস্থার সঙ্গে এগ্রিমেন্ট হয় ফর ফীস বেসিসে। মানে ঘন্টা প্রতি চার্জ করা হবে আর সপ্তাহন্তে ধরানো হবে ইনভয়েস। এই চার্জ কিরকম? $৪৫ থেকে $৬০ বা তারও বেশী।
  • siki | 132.177.29.237 | ০৩ এপ্রিল ২০১৩ ০৭:২৮600044
  • তুলে দিলাম।
  • test | 60.82.180.165 | ০৪ এপ্রিল ২০১৩ ০৭:১২599941
  • টেস্ট।
  • সে | 203.108.233.65 | ০৪ এপ্রিল ২০১৩ ১২:৪১599952
  • আমার এক ভাগ্নী কলেজ পাশ টাশ করে একটা নামী এন্জিও তে চাকরী পায়। মাসে মাসে ভালই টাকা পাচ্ছিল। তারপরে সেই এন্জিও থেকেই এম্বিএ করতে পাঠালো। সম্ভবত এক্জিকিউটিভ এম্বিয়ে ধরণের কিছু। পুরো খরচ দিলো সেই এন্জিও। এম্বিএ পাশ করে ভাগ্নী এন্জিও ছেড়ে একটা ওষুধের কোম্পানীতে ঢুকেছে। গোড়ার দিকে সেই এন্জিওতে আমি নিজেও ডোনেশান দিতাম কম বেশি নিয়মিত। ভাগ্নীর এম্বিএর কথাটা শোনার পর থেকে আর দিইনি।
    পরিশেষে, এই এন্জিও আমাদের দেশের হতদরিদ্র গ্রামগুলোয় নাকি পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, এসবের ব্যবস্থা করে।
  • pi | 78.48.231.217 | ০৪ এপ্রিল ২০১৩ ১৬:২২599959
  • এই চ্যারিটি র সংস্থাটি যে মাত্র ২০% পাবে, সেটা খোলাখুলি প্রথম থেকেই জানানো থাকে? মানে, সেটা জানিয়েই এগ্রিমেন্ট হয় ? নাকি, এটা টার্গেট অ্যামাউন্ট বলা থাকে, এত টাকা তুলে দিতে হবে ইঃ ?
  • NGO খুলতে হলে | 127.194.213.241 | ০৪ এপ্রিল ২০১৩ ২৩:০৪599960
  • ভাট না বকে তাইলে খান কয়েক এন জি ও খুললেই হয়। খুলিতে হইলে কি করিতে হইবে সেইটে প্রাঞ্জল করে লিখুন।
  • 4z | 152.176.84.188 | ০৫ এপ্রিল ২০১৩ ০২:০৯599961
  • পাই, হ্যাঁ এটা চ্যারিটি জানে ও জেনে এগ্রিমেন্ট করে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যারান্টিও থাকে তবে সেটা যাদের সঙ্গে ফর ফীস এগ্রিমেন্ট হয় তাদের ক্ষেত্রে থাকে।

    আরও অনেক কিছু ক্লস থাকে যেগুলো নিয়ে লেখার আছে কিন্তু একদম সময় পাচ্ছি না।
  • lcm | 138.48.127.32 | ০৫ এপ্রিল ২০১৩ ০২:১৭599962
  • আহা, তার কারণও তো আছে।
    ধরো, কোনো ফান্ড রেইজিং অর্গানাইজেশন বলল ৫ মিলিয়ন তুলে দেবে।
    এবার তারা টিভি/মিডিয়া অ্যাড, ফান্ড রেইজিং ইভেন্ট, জলসা... এসেট্রার জন্য ৫ মিলিয়ন খরচা করে ১০ মিলিয়ন তুলল। খরচা বাবদ ৫ তো আগেই গেছে, এবার নিজেদের কমিশন/মাইনে/লোকজন ইত্যাদি বাবদ নিজেরা ২ মিলিয়ন নিল (২০% অফ্‌ ১০)। তাহলে বাকী রইল ৩ মিলিয়ন, সেইটা হাতে এল। তাহলে কি হল মোট ১০ মিলিয়নের ৩০% আসল জায়গায় গেল। এই সব আর কি...
  • 4z | 152.176.84.188 | ০৫ এপ্রিল ২০১৩ ০২:৩১599963
  • lcm দা, পার্শিয়ালি কারেক্ট।
  • a x | 138.249.1.198 | ০৫ এপ্রিল ২০১৩ ০৩:৪৩599964
  • গুজ্জব ফোজ্জি। এটা চলতে থাকুক!
  • দ্রি | 233.196.252.248 | ০৫ এপ্রিল ২০১৩ ০৪:৫১599965
  • শুধু চ্যারিটি? সেনেটার আর কংগ্রেসম্যানদের পয়সা দিয়ে আইনে বিভিন্ন ক্লজ ঢুকিয়ে নেওয়ার গল্প হবে না? এইসবের জন্যও তো শুনেছি কোম্পানী আছে। তবে এগুলো বোধ হয় অফ লিমিট্‌স?
  • 4z | 109.227.143.99 | ০৫ এপ্রিল ২০১৩ ০৫:৫৪599966
  • দ্রি, ঠিক অফ লিমিট নয় কিন্তু কিছু রেস্ট্রিকশন তো আছে লেখা নিয়ে। তবে চেষ্টা করব রেস্ট্রিকশনের মধ্যেই যতটা লেখা যায়। বর্ডারের দুপাশেই পলিটিকাল ফাণ্ডরেইজিং করি। অনেক ধরনের নেক্সাসই চোখে পড়ে।
  • | 24.97.141.139 | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:২৮599968
  • এইটা দিল্লীর নির্ভয়া কেসের সময় শুনলাম যে এই ড্রাইভটাকে খুব সুক্ষ্মভাবে চালাচ্ছে কোনও একটা এন জি ও। একই সময় বা তার পরে পরেই পুণের আশেপাশে বেশ কিছু সিমিলার কেস নাকি হয়েছে, যার খবর কোত্থাও আসে নি। বড় কাগজ, বিশেষতঃ টি ও আই আর ইন্ডিয়ান একস্প্রেসের সাংবাদিকদের একটা অংশ এই এন জি ওর পে রোলে আছে।
  • pi | 78.48.231.217 | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৩৫599969
  • হ্যাঁ, এইটে জানার ছিল। ফোজ্জিকেই না কাকে জিগাচ্ছিলুম, এই কোন কোন জিনিসের হঠাৎ খবর হয়ে ওঠা, কোন কোন ভিডিওর হঠাৎ ভাইরাল হয়ে ওঠা, এগুলোর পিছনেও কি কোন আলাদা হাত থাকে ?
  • pi | 78.48.231.217 | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৪৪599970
  • দমদি, এই এক জি ও সম্বন্ধে আর কিছু জানা যাবে ? কারা ফান্ড করে, আর কী কী করে, আর কোনো খবর এভাবে প্রোমোট করেছে কিনা ইঃ।
  • | 24.97.141.139 | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৪৮599971
  • সেটাই চেষ্টা করছি তো সেই জানুয়ারী থেকে। কিছুতেই ঠিকঠাক ইনফো পাচ্ছি না। এমনকি পুণের আশেপাশের কেসগুলো নিয়েও সেভাবে ডিটেল কিছু পাচ্ছি না।
  • S | 139.115.2.75 | ০৫ এপ্রিল ২০১৩ ০৮:৫২599972
  • সোয়ারজেনেগারের লাস্ট স্ট্যান্ড দেখলাম। আমেরিকার দাবাঙ্গ টাইপ মুভি। বেশ ভালো লাগলো। কিন্তু প্রাইভেট আর্মসের একটা জোরালো এনডর্সমেন্ট আছে।
  • 4z | 152.176.84.188 | ০৬ এপ্রিল ২০১৩ ০২:৩৭599973
  • এই উইকেণ্ডে লেখার ইচ্ছে আছে। ততক্ষন এনার সম্বন্ধে একটু খোঁজ খবর করুন। কারনটা পরে বলছি। সঙ্গে থাকুন।

    http://en.wikipedia.org/wiki/Michael_A._Neuman
  • 4z | 109.227.143.99 | ০৮ এপ্রিল ২০১৩ ০৩:০৩599974
  • এই যে ভদ্রলোককে দেখলেন, ইনি আমাদের দোকানের অন্যতম পার্টনার আর এক্স সিইও। এখন যদিও নিজের শেয়ার বেচে বেরিয়ে গেছেন। যাক সে কথা। অথচ এনার প্রোফাইলে কোথাও কিন্তু আমাদের দোকানের নাম নেই। কারন সবসময় চেষ্টা থাকে মিডিয়ার সঙ্গে এই ধরনের ফার্মগুলোর সম্পর্ককে যতটা পারা যায় লুকিয়ে রাখা। প্রত্যেকটা লবিং ফার্মের পকেটেই কিন্তু এক বা একাধিক মিডিয়া হাইজ থাকে যারা এদের হয়ে মাস পাবলিসিটির কাজগুলো করে। এটা সব দেশেই খুব কমন প্র্যাকটিশ। তা সে এদিকে ফক্স নিউজ কি ওদিকে এনডিটিভি।

    এবারে দেখে নেওয়া যাক একটা ত্রিভুজকে। এর একপ্রান্তে আছে চ্যারিটেবল সংস্থা, একদিকে পলিটিকাল পার্টি আর একদিকে মিডিয়া। মিড পয়েন্ট ফাণ্ডরেইজিং আর লবিং ফার্ম। আপনি একটা ফার্মা কম্পানি, মার্কেটে একটা নতুন কোন ভ্যাক্সিন আনতে চাইছেন, কিন্তু সেটা আনব বললেই তো আনা যায় না। আর সরকার যে আপনাকে পারমিশান দেবে তার কী গ্র্যান্টি? তো এই গ্র্যান্টি নিশ্চিত করতে আপনি যদি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর কাছে টাকার থলে নিয়ে চলে যান তাহলে যেটা সবার আগে নিশ্চিত হবে তা হল আপনার নামের পাশে একটা ঢ্যাঁড়া পড়ে যাওয়া (বেশিদিনের জন্য নয় অবশ্য কিন্তু খামোখা কাজ হতে দেরি হবে)। তো আপনি বুদ্ধিমান ব্যবসায়ী, আপনি কি আর সেই রিস্ক নেবেন? তাই আপনি আসবেন মিড পয়েন্টের কাছে।
  • 4z | 109.227.143.99 | ০৮ এপ্রিল ২০১৩ ০৩:০৪599975
  • আপাতত কেউ একজন old mcdonald had a farm দেখবেন youtubeএ। তাই আবার পরে লিখব।
  • 4z | 109.227.143.99 | ০৯ এপ্রিল ২০১৩ ০৪:৫৯599976
  • মিড পয়েন্ট আপনার সব ডিটেল্স নেবে, দক্ষিণা নেগোশিয়েট করবে, ফাইনালাইজ করবে তারপর মাঠে খেলতে নামবে। প্রথমে নিজেদের বন্ধু মিডিয়াকে দিয়ে হাওয়ায় একটা হাল্কা করে কন্সার্ন ভাসাবে (in the form of a small news)। এর ইন্টেন্সিটি ধীরে ধীরে সময়ের সঙ্গে বাড়তে থাকবে। একই সঙ্গে চলবে সেনেটর বা কংগ্রেসম্যান ঝাড়াই বাছাইয়ের কাজ। আমাদের দরকার এমন একজনকে যে আপনার হয়ে সেনেটে বা পার্লামেন্টে সওয়াল করবে, আপনার কাজটা নিশ্চিত করবে। সোনায় সোহাগা হয় যদি এই ফার্মের হাতে এমন কোন চ্যারিটি থাকে যারা কমন কজ নিয়ে কাজ করে (আপনার কমন কজ রে ভাই, আম জনতার হতে যাবে কেন? রামোঃ)। তবে এই কাজটা সম্পূর্ণ হতে সময় লাগে। আর যারা এতে ইন্ভলভ্ড তারা মোটামুটি হাতে সময় নিয়েই মাঠে নামে। প্রত্যেকটা ফেজের নিজস্ব টাইমফ্রেম আছে। পরিস্থিতি বুঝে সেগুলোর পরিবর্তনও হয়। এক্দম war planning, কি বলেন?

    বিভিন্ন সময়ে প্ল্যানটাকে এমনভাবে সেট করা হয়, যে সেটা কোইন্সাইড করবে কোন প্রভিন্সিয়াল ইলেকশনের সময়, যাতে পার্টি ফাণ্ড বা ইলেকশন ফাণ্ডে ডোনেশন হিসেবে টাকাটা আসতে পারে। একবার টাকা এসে গেলে তখন শুরু হবে অন্য খেলা পার্লামেন্ট বা সেনেট লেভেলে। আম জনতা ভালো করে কিছু বোঝার আগেই পুরো গল্পটা খেয়ে গেল, আইনে কর্পোর পছন্দের ক্লজ ঢুকে গেল বা খুব সুক্ষভাবে আইন পরিবর্তিত হয়ে গেল। কিছুদিন হইচইএর পর আবার সব শান্ত। ইয়ে পাবলিক হ্যায় সব জানতি হ্যায় কিন্তু মেমরী বড় শর্ট। দুদিনে সব ভুলে যায়।
  • কৃশানু | 177.124.70.1 | ০৯ এপ্রিল ২০১৩ ১১:১২599977
  • গুজ্জব। ভাল্লাগছে পড়তে। চলুক।
  • দ্রি | 59.14.24.165 | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:০২599979
  • দু একটা কনক্রিট এগ্‌জাম্পল হলে ভালো লাগত। কিন্তু সে বোধ হয় সম্ভব নয়। (যদি কোনদিন চাগরী ছাড়েন, তাহলে নাম ধরে ধরে লেখার কথা ভাবতে পারেন)

    পলিটিকাল পার্টি আমরা জানি। মিডিয়া কারা, তাও জানি। চ্যারিটেব্‌ল সংস্থা দুচারটের নাম লেখা যাবে? এগুলোর মধ্যে কি বিভিন্ন ফাউন্ডেশানগুলো (রকাফেলার, ফোর্ড, গেট্‌স) পড়ে? এনভায়রনমেন্টাল গ্রুপগুলো (গ্রীনপীস, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড) পড়ে?

    চলুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন