এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফাণ্ডরেইজিং আর লবিবাজীর গপ্প

    4z
    অন্যান্য | ২৭ মার্চ ২০১৩ | ২৯৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.97.13.243 | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:১৪599980
  • একটা ঘটনা আমি কিছুটা শুনেছি। পুণের ইনফির একটা অফিসে একবার এই ২২০৯-২০১০ নাগাদ নিরাট আগুন লাগে। ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয় একটা বিল্ডিং, পুরো একটা তলা নাকি প্রায় ধ্বসে গেছিল/ এমপ্লয়ীদের প্লেনে করে উড়িয়ে নিয়ে হায়দ্রাবাদে বসিয়ে একমাস না দেড়মাস ধরে কাজ করানো হয়। কিন তু মিডিয়ায় টুঁ শব্দটি হয় নি। আগুনের ব্যপকত্ব অনুসারে ন্যাশনাল মিডিয়ায় খবর হবার কথা।

    সেইসময় পুণেতে সোয়াইন ফ্লু নিয়ে বিরাট হইচই শুরু হয়। আদতে নাকি ঐসময় সোয়াইন ফ্লু অত ব্যপক ছিল না, ফাঁপানো হয়েছিল এই অগ্নিকান্ডটি কভার করার জন্য।
  • | 24.97.13.243 | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:১৫599981
  • *২০০৯ - ২০১০
    বিরাট
  • 4z | 152.176.84.188 | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:২০599982
  • দ্রি,

    বুঝতেই পারছেন পাপী পেট ইত্যাদি... ভবিষ্যতে হয়ত কোন এক দিন ...

    চ্যারিটেবল সংস্থা? ভেটেরানস রিলেটেড সংস্থাগুলো (আম্রিগায়) আর বর্ডারের এপারে বিভিন্ন হেল্থ কণ্ডিশন রিলেটেড সংস্থাগুলো। আর যে ফাউণ্ডেশনগুলোর নাম করলেন এরা পলিটিকাল লেভেলে প্রচণ্ড ইন্ফ্লুয়েনশিয়াল। আর সেই ইন্ফ্লুয়েনস শুধু নিজেদের দেশেই সীমাবদ্ধ নয়। এর বেশি কিছু বলতে পারছি না।

    গ্রীনপীস আর ডব্ল্যুডব্ল্যুএফ অন্য গল্প। জেনেরালি কর্পোগুলোর সঙ্গে সম্পর্ক আদায়-কাঁচকলায় হলেও ব্যাংকগুলোর সঙ্গে এদের আবার খুবই দোস্তি। আর ব্যাংকের সঙ্গে কর্পোদের সম্পর্ক কেমন সেতো সবাই জানে। তাই হেঁ হেঁ বুঝলেন না যো দিখতা হ্যায়...
  • 4z | 152.176.84.188 | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:২২599983
  • দমদি, বার্ড ফ্লু-এর গল্পও তো পাইয়ে দেওয়ার গল্প।
  • 4z | 109.227.143.99 | ১০ এপ্রিল ২০১৩ ২৩:৪৩599984
  • আম্রিগাতে ভেটেরানসদের নামে খুব ভালো রকমের ডোনেশন পাওয়া যায়। সরকার এদের যত কম দেখে, তত কিছু লোকের লাভ।
  • দ্রি | 59.15.179.141 | ১০ এপ্রিল ২০১৩ ২৩:৫৯599985
  • সার্চ দিয়ে দেখছি প্রচুর আছে ভেটারান রিলেটেড সংস্থা! যাস্ট কিউরিওসিটির জন্য একটার ওয়েবসাইটে ঢুকলাম। তার নাম অপারেশান হোমফ্রন্ট।

    এদের ডোনার লিস্টে আছে জে পি মর্গ্যান চেস, ওয়ালমার্ট, হোম ডিপো, টার্বোট্যাক্স, লেক্সমার্ক, অ্যাশলে ফার্নিচার্স, ব্যাঙ্ক অফ অ্যামেরিক, ডিস্কভার, হাগিজ। তবে ডোনার হিসেবে সবচেয়ে খোরাক হল পৃথিবীর সেকেন্ড না থার্ড লার্জেস্ট আর্মস ম্যানুফ্যাকচারার বিএই সিস্টেমস। যারা অস্ত্র বেচে, তারাই আবার সৈন্যদের কল্যাণকামনায় অস্থির।

    কোনদিন খেয়াল করিনি, চ্যারিটির গ্র্যান্ডড্যাডি রেড ক্রসের ডোনার লিস্টটাও দেখলাম। ব্যাঙ্ক অফ অ্যামেরিকা, ক্যাটারপিলার, সিস্কো, সিটি, ট্রিপ্‌ল এ, ডেল, ডিস্কভার, ডিজনি, ফেডেক্স, জিই, এইচ পি, মার্ক, পেপসি, সাউথওয়েস্ট এয়ারলাইন্স, টার্গেট, টিআই, হোম ডিপো, ইউপিএস, ওয়ালমার্ট, ওয়েলস ফার্গো, কে নেই!
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০০:২০599986
  • এবারের বাজেট দেখলেন? @ দ্রি
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০০:২৬599987
  • ইউএস এ আমাদের সব থেকে বড় নন-পলিটিকাল ক্লায়েন্ট একটি ভেটেরানস সংস্থা। চুক্তি অনুযায়ী এরা প্রত্যেক কোয়ার্টারে আমাদের থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট পায়। কত সেটা বলছি না তবে ছোট কিছু সংখ্যা নয়। মজাটা হল সাপ্তাহিক ডোনেশন অ্যামাউন্ট itself সেই ফিক্সড টাকার কম করেও দুগুন। আর সেটা শুধু কল সেন্টার থেকে লোককে ফোন করেই চলে আসে, কোন ইভেন্ট অর্গানাইজ করতে হয় না।
  • দ্রি | 59.15.179.141 | ১১ এপ্রিল ২০১৩ ০০:৩৭599988
  • গ্রীনপীসের বোর্ড অফ ডিরেক্টারে একজন তো সরাসরি ফাইনান্সের লোক, একজন গভর্মেন্ট ফাইনান্স অফিসার্স অ্যাসোশিয়েশান অফ ইউ এসে ছিলেন, স্যান ফ্র্যানসিস্কোর বাজেট হ্যান্ডল করেছেন, একজন জার্মান পেন্সান ফান্ডের সিইও ছিলেন। এছাড়া একজন ব্রাজিলের ফোর্ড ফাউন্ডেশানের হেড ছিলেন। একজন হফম্যান লা রশের হোমড়াোমড়া ছিলেন। এদের ব্যাঙ্ক ফান্ডিংএ কোন অসুবিধা হওয়ার কথা নয়।
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০০:৪২599990
  • হয়ও না। নয়ত একটা কথা ভেবে দেখুন আপনার আমার থেকে এরা কত আর্থিক সাহায্য পায় যে এরা সারা পৃথিবী জুড়ে কাজ চালাতে পারে। এর জন্য অনেক বড় ব্যাকিং লাগে। আর আজ পর্যন্ত কোন ব্যাংক নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেছে?
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০০:৪৫599991
  • যে কোন চ্যারিটেবল ফাউণ্ডেশনের বোর্ডে ফাইনান্সের লোকেরা প্রেফারেন্স পায়। যাতে দরকারের সময় ফান্ড পেতে কোন অসুবিধে না হয়।
  • দ্রি | 59.15.179.141 | ১১ এপ্রিল ২০১৩ ০০:৫১599992
  • হ্যাঁ, বাজেটটাই দেখছি হাঁ করে। এটা পাস করানোর জন্য ওবামা তো রিপাবলিকানদের ডিনার খাওয়াবে বলেছে। ট্যাক্সও আছে, কাটও আছে। হেল্‌থ, সোশাল সিওরিটিতে কাট আছে। এটা তো রিপাবলিকানরা রাজি হয়ে যাবে। ট্যাক্স নিয়ে একটু গাঁইগুঁই করবে।

    তবে ফাইনালি কি হবে সেটা বোধ হয় লবিইস্টরা অলরেডি ঠিক করে রেখেছে। ছোটখাটো একটা নাটকের পর লবিইস্টরা যা বলেছেন তাই হবে।
  • Blank | 213.147.88.194 | ১১ এপ্রিল ২০১৩ ০০:৫৬599993
  • বলে দি যে খুব ইন্টারেস্টিং লাগছে।
  • দ্রি | 59.15.179.141 | ১১ এপ্রিল ২০১৩ ০১:০১599994
  • একদম ঠিক। অনেকেই খুব নাইভলি মনে করেন, সাধারণ মানুষের থেকে ডোনেশান পেয়ে সারা পৃথিবী জুড়ে উড়ে বেড়ানো যায়। ফ্লাইটের কি কম খরচ?

    শুরুর দিকে জুলিয়ান অ্যাসেঞ্জের কাহিনী জখন মিডিয়ায় এসেছিল, তখন চাউর হয়েছিল, তিনি নাকি শুধু ডোনেশানের ভিত্তিতে এতবড় একটা কাজ নামিয়ে দিয়েছেন। আর লোকে খায়ও এইসব গল্পকাহিনী।
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০১:০২599995
  • এবারে ভোটের আগে রিপাবলিকানরা ১ বিলিয়নের মত স্পেন্ড করেছিল। সেটা তো আর আমার আপনার পকেট থেকে যায়নি। যাদের থেকে গেছে তারা যেভাবে হোক আদায় করে তো ছাড়বেই। তার কিছু নমুনা বাজেটে ফুটে বেরোচ্ছে। end of the day you scratch my back i'll scratch yours এটাই তো পলিটিশিয়ানদের মোটো।
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০১:১১599996
  • বেইল আউট গল্পের কি হল? যারা টাকা নিল, ম্যাক্সিমাম খরচ হল বোনাসে। যখন ফেরতের কথা উঠল they simply gave two fingers. ওবামা কি করতে পারল?
  • pi | 172.129.44.120 | ১১ এপ্রিল ২০১৩ ০১:১৬599997
  • বার্ড ফ্লু তে পাইয়ে দেবার গল্পটা একটু শুনি।
  • দ্রি | 59.15.179.141 | ১১ এপ্রিল ২০১৩ ০১:২৪599998
  • ২০০৮ এর বেলাউট? ওটা তো লুটিং। বেসিকালি টাকা প্রিন্ট করে বন্ধু ব্যাঙ্কারদের দিয়ে দিল। আর সেই টাকাটা আমেরিকান ট্যাক্সপেয়ারদের ঘাড়ে ঋণ হয়ে চেপে গেল। সেই ঋণ শোধ করার জন্য এখন ট্যাক্স বাড়ছে আর কাট হচ্ছে। আর টাকাটা যাদের দেওয়া হয়েছিল, তারা নিজেদের বোনাস দিয়েছে, আর বাকিটা স্টক মার্কেটে ঢুকিয়ে আর্টিফিশিয়ালি ইনফ্লেট করে রেখেছে।

    ওবামা বড় বড়, এক্সপেন্সিভ ভেকেশান নিয়েছে। সেদিন এসেছিল, বাইডেনের তিন দিনের হোটেল বিল এসেছিল কয়েক মিলিয়ান ডলার।

    আমার দেখা গ্রেটেস্ট ব্যাঙ্ক রবারি। সাইপ্রাসে যেটা হল সেটাও এরই একটি বনসাই।
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০১:৩০599999
  • সেটাই হচ্ছে কথা। ইলেকশনের সময় যে কর্পোরেট ডোনেশনগুলো আসে, কোন পার্টির বাবার ক্ষমতা নেই সেগুলোকে হজম করে। আর এদের কে চটাবে? সোনার ডিম পাড়া সোনার হাঁস এরা। মুরগী হলাম আমরা আম জনতা।
  • দ্রি | 59.15.179.141 | ১১ এপ্রিল ২০১৩ ০১:৩২600001
  • বার্ড ফ্লুতে পাইয়ে দেওয়া হয়েছে মনে হয় ভ্যাকসিন ম্যানুফ্যাকচারারদের। প্রচুর দেশকে ভয় দেখিয়ে শিশি শিশি ভ্যাকসিন কেনানো হয়েছে।

    একদম 4z যা বললেন সেই ছক। প্রথমে একটা ছোট্ট লো প্রোফাইল খবর ভাসিয়ে দেওয়া হবে। 'সোয়াইন ফ্লুতে ফ্ল্রোরিডায় দু'জন মৃত।' তারপর একটু একটু করে সেই খবরের ইন্টেন্সিটি বাড়ানো হবে। তারপর হু স্টেটমেন্ট দেবে যে এক্ষুনি একে কন্টেন না করতে পারলে এটা এপিডেমিক হয়ে যাবে। তারপর স্যানোফি অ্যাভেন্টিস ঘোষনা করবে তারা সোয়াইন ফ্লুর ভ্যাকসিন বার করে ফেলেছে। ...
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০১:৩৮600002
  • পাই, বার্ড ফ্লু-এর কেসটা আমার শোনা গল্প। সত্যি মিথ্যে জানিনা। তবে অবিশ্বাস করার কোন কারনও দেখি না। এটা আমি শুনেছিলাম আমার এক পরিচিতর কাছে। ভদ্রলোক বলেছিলেন যে প্রত্যেক বছর শীত পড়লে হাঁস-মুরগীর এক ধরনের রোগ হয় (নাম মনে নেই কি রোগ), যার লক্ষণগুলো নাকি মিলে যায় বার্ড ফ্লুএর সঙ্গে। ঐ একই সময়ে মনে হয় গোদরেজ বা এরকম কোন একটা কর্পো ফ্রোজেন চিকেন বেচার ব্যব্সায় ঢুকতে চাইছিল। তার সঙ্গে ছিল কোন এক ফার্মা কোম্পানীর ওষুধ বা ভ্যাক্সিন। সুতরাং গেল গেল রব বাতাসে ছড়িয়ে দাও, গুচ্ছের হাঁস মুরগী মারো, ছোট ব্যব্সায়ীদের মেরে বড় দাদাকে রাস্তা করে দাও।
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০১:৫০600004
  • হ্যাঁ। আর একটা ট্রেন্ড হচ্ছে এই ধরনের ফ্লুএর খবর কিন্তু ইউরোপ বা আমেরিকার থেকে প্রথমে খুব একটা ছড়ায় না। ছড়ায় কোথা থেকে? উপরে দ্রিএর দেওয়া লিংকগুলো দেখুন।

    এর পরে ধীরে ধীরে গেল গেল রবটা চারিদিকে ছড়াবে।
  • pi | 172.129.44.120 | ১১ এপ্রিল ২০১৩ ০১:৫২600005
  • সেই ফ্রোজেন চিকেন কেমন ব্যবসা করেছে জানা আছে ? কারণ এমন ভ্যাকসিনওয়ালা চিকেনের অ্যাড দেওয়া হয়েছে বলে জানিনা, দেশের লোকজন বলতে পারবে।
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০১:৫৯600006
  • ধুর, ভ্যাকসিনওয়ালা চিকেন হতে যাবে কেন? ফার্মা কোম্পানী চাইছিল ভ্যাকসিন বেচতে আর দেশে ফ্রোজেন চিকেনের ব্যবসায় ঢুকতে চাইছিল আর এক বড় দাদা। তো দুজনকেই কিছু কিছু পাইয়ে দেওয়া হল আর কি।

    (তবে ভ্যাকসিনওয়ালা চিকেনের কন্সেপ্টটা পছুন্দ হয়েছে। কেয়া আইডিয়া হ্যায়। যদি কোন ফার্মা কোম্পানিকে বেচতে পারি তো পুরো লাল হয়ে যাব :D)
  • pi | 172.129.44.120 | ১১ এপ্রিল ২০১৩ ০২:০৬600007
  • ওঃ ঃ)

    কিন্তু এই ফ্রোজেন চিকেনের ব্যবসা কি সত্যি বেড়েছে বার্ড ফ্লু এর কারণে ? সেই নিয়ে কোন তথ্য আছে ?
  • pi | 172.129.44.120 | ১১ এপ্রিল ২০১৩ ০২:১১600008
  • তাছাড়া, ভাইরাস তো ফ্রোজেন চিকেনেও থাকতে পারে। মানে এরকম কেসও পাওয়া গেছে। তো, এই বার্ড ফুলু বাবদ ফ্রোজেন চিকেন প্রোমোট করা হচ্ছে, এমনটা হয়েছে কি ?

    এই হিমায়িত মুরগীর কনস্পি থিয়োরিটা কেমন জানি জমছেনা ঃ(
  • 4z | 109.227.143.99 | ১১ এপ্রিল ২০১৩ ০২:১৭600009
  • আরে বোল্লাম তো যে এটা শোনা গল্প। তবে ফ্রোজেন চিকেনটা গল্প কথা হতেই পারে, কিন্তু ফার্মা কম্পানীর কথাটা না।
  • 4z | 209.119.232.215 | ১১ এপ্রিল ২০১৩ ০৫:২৯600012
  • তবে এটাও ঠিক যে ঐ সময় অনেক ছোট পোল্ট্রী ব্যবসায়ী পুরো পথে বসে গেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন