এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফাণ্ডরেইজিং আর লবিবাজীর গপ্প

    4z
    অন্যান্য | ২৭ মার্চ ২০১৩ | ২৯৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 233.196.162.157 | ১১ এপ্রিল ২০১৩ ০৬:৫৯600013
  • আচ্ছা ধরা যাক, ফ্রোজেন চিকেনের গল্পটা আপাতত শুধুমাত্র হাইপথেসিস। এখনও প্রুভেন নয়। 4z এটা বললেন, ভারতের কনটেকস্টে। ঘটনাটা একটু পুরোনো।

    এবার তাকানো যাক একটা রিসেন্ট খবরের দিকে, http://www.scmp.com/news/china/article/1210924/jiangsu-h7n9-bird-flu-death-brings-total-eight-police-warn-scams, যার লিংক আগেই দিয়েছি।

    Shanghai authorities are considering a permanent ban on the sale of live poultry in the city, as the death toll from the H7N9 avian flu virus continues to rise.

    জ্যান্ত মুরগীর ওপর পার্মানেন্ট ব্যানের ভাবনা হচ্ছে সাংহাইতে।

    পুরো রিপোর্টটা জুড়ে লাইভ মুরগীর বিরুদ্ধে জেহাদের কথা আছে আবার।

    The director of Shanghai's agriculture commission, Sun Lei , said it would consider a public consultation on a permanent ban for the live-poultry trade, after 20 samples taken from wet markets tested positive for H7N9, according to the Oriental Morning Post.

    তারপর ফ্রোজেন মুর্গীর গুনকীর্তনও আছে।

    Many mainlanders prefer buying live poultry and having it butchered in a market or at home, as they believe the meat is fresher and tastes better.

    However, Sun said that meat kept at temperatures between zero and 4 degrees Celsius "is more tasty than that which is butchered and cooked immediately", because acidity in the meat is reduced by chilling it first.

    এবং এরপর ক্রেতার কুকিং হ্যাবিট বদলানোর অ্যাপীল রয়েছে।

    He acknowledged that banning the sale of live poultry would require consumers to change their cooking habits, but said: "I believe Shanghai residents will make the right choice as long as the chickens are safe and tasty."

    তারপর বেজিংএ এই সেম জিনিষ নিয়ে এক্সপেরিমেন্ট ও তার ব্যর্থতার কথাও রয়েছে।

    Beijing banned all trade in live poultry in 2005, and the ban became permanent in 2006 after the Ministry of Agriculture issued a directive urging big cities to phase out such sales. The directive was not widely followed.

    এই রিপোর্টটা কি ঐ হাইপথেসিসকে একটু সাপোর্ট দিচ্ছে?
  • দ্রি | 233.196.172.253 | ১১ এপ্রিল ২০১৩ ০৭:০৬600014
  • এবং পাইদির যে ইম্পর্ট্যান্ট কনসার্ন, 'ভাইরাস তো ফ্রোজেন চিকেনেও থাকতে পারে', এটা রিপোর্টটা একেবারেই এড়িয়ে গেছে।

    আমার মনে হয়, এখানে ইমপ্লায়েড হল, ফ্রোজেন চিকেনের ম্যানুফ্যাকচারার হবেন রেস্পন্সিব্‌ল, তারা তাদের মুর্গীদের ভ্যাকসিন দেবেন (ভ্যাকসিন ম্যানুফ্যাকচারারের আরো লাভ!)।
  • কৃশানু | 177.124.70.1 | ১১ এপ্রিল ২০১৩ ১০:০৯600015
  • অজানা কত জিনিস জানতে পারছি। নিজেকে পুরো মুরগি মনে হচ্ছে। তবে ফ্রোজেন না লাইভ, ভ্যাক্সিনেটেড না নন-ভ্যাক্সিনেটেড, সেইটা বুঝতে পারছি না।

    আপাতত ভারতে সোয়াইন ফ্লু এর খবর ঘুরছে মার্কেটে।
  • san | 69.144.58.2 | ১১ এপ্রিল ২০১৩ ১০:৪০600016
  • কৃশানুকে ক
  • sch | 125.241.85.175 | ১১ এপ্রিল ২০১৩ ১০:৪৫600017
  • সবাই মিলে মুরগী না খেলেই তো হয় ঃ)
  • san | 69.144.58.2 | ১১ এপ্রিল ২০১৩ ১০:৪৭600018
  • আমি আদৌ মুর্গি খেতে চাইনা , আমি পাঁটা ও শোর খেতে চাই।
    কিন্তু চারপাশে বড়ো স্বাস্থ্যসচেতন জনতা !
  • sosen | 111.63.246.223 | ১২ এপ্রিল ২০১৩ ১৭:৩৬600020
  • জি এম ক্রপ নিয়ে কখনো সময় পেলে আমি দুপহা দিতে পারি। তবে এখননা।
    ফজ্জি , লেখ। পড়ছি। এই ব্যাপারগুলো জানতাম না একেবারেই। তোর লেখা হয়ে গেলে খুঁজে খুঁজে কেসগুলো পর্ব।
  • 4z | 109.227.143.99 | ১৫ এপ্রিল ২০১৩ ০৭:০২600021
  • স্মৃতিতে ব্যাক গ্যীয়ার মেরে ঐ সময়ের কিছু আলোচনা রিওয়াইন্ড করলাম। লিখছি সেগুলো সময় করে। পাই পড়ে বোলো তো তখনও থিওরিটা জমে কি না? কিছুটা দ্রি লিখে দিয়েছেন যদিও অলরেডি।
  • pi | 78.48.231.217 | ১৫ এপ্রিল ২০১৩ ১৮:৫৭600023
  • বার্ড ফ্লুর জন্য ফ্রোজেন চিকেনের ব্যবসা মার খেয়েছে, এমন উদাঃ ও অনেক আছে কিন্তু।
  • pi | 78.48.231.217 | ১৭ এপ্রিল ২০১৩ ০০:২৬600025
  • এখানে নেপালের নিষেধাজ্ঞাটা কি ভারতের ফ্রোজেন চিকেনের উপরেও ? পড়ে সেরকমই মনে হচ্ছে, যদিও স্পষ্ট না। এরকম আর ক'টা দেশ ভারত থেকে রপ্তানিতে ব্যান করেছে ?

    http://www.huffingtonpost.com/2012/12/16/nepal-kfc-frozen-chicken_n_2309546.html
  • দ্রি | 233.196.168.17 | ১৭ এপ্রিল ২০১৩ ০৫:৪৭600026
  • নেপালের নিষেধাজ্ঞাটা ভারতের চিকেনের ওপরেই। রিপোর্টে তাই বলা আছে। বদলে ফ্রোজেন চিকেন আসে ব্রাজিল থেকে। নেপাল সরকার ব্যানটা করেছিল ইনিশিয়ালি বার্ড ফ্লুর কারনে। কিন্তু পরে বার্ড ফ্লু কমে যাওয়ার পরও সেই ব্যানটা তোলে নি। কেন?

    পার্শিয়াল তথ্য হাতে নিয়ে সব 'কেন'র উত্তর দেওয়া মুস্কিল। গেসই সম্বল। এই রিপোর্ট থেকে একটা কথা বোঝা যাচ্ছে। যদিও সরকার ব্যান করেছে, চুপিচুপি ইম্পোর্ট হয়। অর্থাৎ, ব্যানের ইম্পলিমেন্টেশান হয়ত তত টাইট নয়। ট্রাকটদুটোকে আটকেছে সরকার নয়, নেপালের মুরগী চাষীরা। কারন ইন্ডিয়া থেকে ফ্রোজেন চিকেন ইম্পোর্ট করলে তারাই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়।

    এই পুরো গেমে পার্টি কারা? ফ্রোজেন চিকেন ব্যবসায়ী, চিকেন পোলট্রি চাষী, এবং ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার। এর মধ্যে ভ্যাকসিনওয়ালাদের ইন্টারেস্ট আর ফ্রোজেন চিকেন ম্যানুফ্যাকচারারদের ইন্টারেস্ট অ্যালাইন করছে। কিন্তু পোলট্রি ফার্মারদের ইন্টারেস্ট সম্পুর্ণ উল্টো। এছাড়া আরেকটা পার্টি হল সরকার। ভারতে আর চীনে সরকার ফ্রোজেন চিকেন ব্যবসায়ীদের স্বার্থ দেখছে, এবং পোলট্রি ফার্মারদের স্বার্থে আঘাত করছে (হয়ত লবি হিসেবে ফ্রোজেন চিকেন বিক্রেতা বেশী হেভিওয়েট বলে, এবং পুরো ব্যপারটার মধ্যে একটা এপিডেমিকের কাভার রয়েছে বলে প্লটটা পোলট্রি ফার্মাররা সঠিক বুঝতে পারেন না বলে)। নেপালে, অন দা আদার হ্যান্ড লোকাল ফ্রোজেন চিকেন ব্যবসায়ী নেই বলেই মনে হল। ইম্পোর্ট হবে হয় ভারত থেকে, নয় ব্রাজিল থেকে। সেক্ষেত্রে সরকার ভোট ব্যাঙ্ক, অর্থাৎ পোলট্রি ফার্মারদের ইন্টারেস্টই দেখেছে। সেটাই ন্যাচারাল।

    এবং স্ট্র্যাটেজিকভাবে ভ্যাকসিনওয়ালা প্রথমে চীন এবং ভারতেই ঢুকতে চাইছে। কারন এই দুটো দেশ মিলিয়ে সারা পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষ থাকে। নেপালে কটা লোক থাকে? এই মডেলটা ভারত বা চীনে সফল হলে পরে নেপালে ঢুকিয়ে দেওয়া কোন ব্যাপার নয়।

    কিন্তু আনন্দের বিষয়, এই ফ্লু স্কেয়ার করেও, মানুষের বেসিক কনজামশান প্যাটার্ন বদলায় নি। শুধু বার্ড ফ্লু স্কেয়ারের সময় লোকে চিকেন খাওয়া বন্ধ করে। তাতে হয়ত কিছু ছোট পোলট্রি চাষীর খুব ক্ষতিও হয়। কিন্তু স্কেয়ার চলে গেলে লোকে কিন্তু সেই লাইভ চিকেনই খায়। ভারতে এবং চীনে। এই দিক থেকে এই দুই মার্কেটে লাইভ চিকেনের একটা রেজিলিয়েন্স আছে। এর আগের একটা রিপোর্টেও বলা হয়েছিল, ২০০৬ সালে বেজিংএ লাইভ চিকেন ব্যান হয়েছিল। কিন্তু সেটা মানা হয় নি। ক্রেতা এবং বিক্রেতা ওভারহোয়েল্‌মিংলি যদি একটা নিয়ম মানতে না চায়, শুধু নিয়ম করে সেটা আটকানো যায় না।

    কিন্তু কার কি ইন্টারেস্ট সেটা দেখে নিতে হবে। পুশগুলো কোনদিক থেকে আসছে সেটাও মোটামুটি আন্দাজ করা যায়।
  • 4z | 109.227.143.99 | ১৭ এপ্রিল ২০১৩ ০৭:২৩600027
  • এখন মোটামুটি শোষন ২৪x৭ চলছে। লেখার থাকলেও কিছু লিখতে পারছি না। তবে দ্রি আমার যে কথাগুলো বলার ছিল সবই কভার করে দিয়েছেন। একটা বড় করে ধন্যবাদ দ্রিকে।

    আর একটা কথা, ফ্রোজেন চিকেনেও ভাইরাস থাকে এই কথাটা ক'জন জানে? মানে ক্রেতাদের মেজরিটির কাছে কিন্তু এটা কখনও প্রচার করা হয় না। আর লাইভ চিকেন বিক্রেতারা সব সময়ই ফ্রোজেন চিকেন বিক্রেতাদের গলার বড় কাঁটা (আমি এশিয়ান দেশগুলোর কথা বলছি, বিশেষ করে আমাগো উপমহাদেশের কথা যেখানে লোকে বাজার থেকে টাটকা মাংস কাটিয়ে আনতেই বেশি পছন্দ করে), তাই যে কোন অজুহাতে এই কাঁটা ওপড়ানোর চেষ্টা চলতেই থাকে।
  • 4z | 109.227.143.99 | ১৭ এপ্রিল ২০১৩ ০৭:৩১600028
  • দ্রি,

    বার্ড ফ্লুকে হাওয়া দেওয়ার টাইমিংটা দেখুন। আস্তে আস্তে মৃতের সংখ্যা বাড়ছে, ইন্টারন্যাশনাল এক্সপার্টরা প্রত্যাশা মতই পৌঁছে গেছেন ধুনো দিতে। এদিকে পরিযায়ী পাখিদেরও ঘরে ফেরার সময় হল যাদের ডানায় ভর করে ইউরোপে পৌঁছবে ফ্লু ভাইরাস। কদিনের মধ্যে কিছু কেস শোনা যাবে এপারেও। ভ্যাকসিনও তৈরি। যদিও বেশী ছড়াবে সো কলড ডেভেলপিং দেশগুলোতেই। একদম পার্ফেক্ট টাইমিং।

    আলোচনা চলতে থাকুক। সময় পেলে উঁকি মেরে দেখে যাবো। আপাতত পাগল হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি।
  • pi | 78.48.231.217 | ১৭ এপ্রিল ২০১৩ ০৯:০২600029
  • ফোজ্জি, নেপালে কিন্তু ফ্রোজেন চিকেন নিয়েই ঝামেলা করেছিল।
    দ্রি র 'গেস' গুলো দেখলাম, কিন্তু সরকার ঠিক কী ব্যান করেছিল, সেটা জানা দরকার।

    এরকম বেশ কিছু খবর পাবে। যেখানে ফ্রোজেন চিকেন নিয়েও বলা হচ্ছেঃ
    http://webcache.googleusercontent.com/search?q=cache:9zLjcYCOU-wJ:avianinfluenza.org.vn/Detail.aspx%3Flid%3D2%26bvid%3D260+&cd=6&hl=en&ct=clnk&gl=us

    আমি আসলে উল্টোটা খুঁজছি। কনস্পি থিয়োরী নিয়ে কনভিন্সড হবার জন্য। বার্ড ফুলুর মার্কেটে ফ্রোজেন চিকেনের গুণগান করা হয়েছে, এমনি কিছু পাওয়া যায় কিনা।
  • 4z | 209.7.156.145 | ১৮ এপ্রিল ২০১৩ ০২:৫৩600030
  • গুনগান না তবে কিছু অ্যাড মনে হয় এসেছিল কত পরিষ্কার ভাবে প্রসেস করা হয় এরকম কিছু। একজ্যাক্টলি মনে নেই। খুঁজতে হবে। আসলে ঐ সময় তো আর এতো কারবার জানতাম না, এখন স্মৃতিতে ভর করে লিখছি। সময় করে খুঁজে পেলে এখানে দিয়ে দেব।
  • দ্রি | 233.196.215.196 | ১৮ এপ্রিল ২০১৩ ০৩:১৮600031
  • 'সরকার ঠিক কী ব্যান করেছিল?'

    আলোচিত নিউজপেপার রিপোর্টটি যদি বিশ্বাস করতে হয়, তবে

    Nepal has banned chicken from India since bird flu broke out in India four years ago.

    চিকেন ফ্রম ইন্ডিয়া, লাইভ অর ডেড।

    ইন্টারেস্টিং যেটা, ব্যান করল সরকার, কিন্তু সেই ব্যান সরকার (পুলিস) ইমপ্লিমেন্ট করল না। ইমপ্লিমেন্ট করল চিকেন ফার্মাররা।

    আপনার অন্য লিংকটাও ফ্রোজেন চিকেনের ইম্পোর্টের ওপর নিষেধাজ্ঞা। কী ওয়ার্ড ইম্পোর্ট। থাইল্যান্ডের ফ্রোজেন চিকেন কিন্তু থাইল্যান্ডে বারণ নয়। (ধরে নিলাম তাতে ফ্লু ভাইরাস আছে)। বারণ মালয়েশিয়ায়। এই দুটো এক জিনিষ নয়। এক ক্ষেত্রে আপনি নিজেদের দেশের একদল ব্যবসায়ীর অসুবিধে সৃষ্টি করছেন (অন্য কারো সুবিধে করার জন্য)। অন্য ক্ষেত্রে আপনি ইম্পোর্ট আটকিয়ে দেশের ব্যবসায়ীদের সুবিধে করছেন। এই দুটো অ্যাকশানের পারপাস ভিন্ন।

    কথায় বলে, 'নেভার লেট আ ক্রাইসিস গো টো ওয়েস্ট'। ক্রাইসিস হলে সকলেই (সব সরকার/ক্ষমতা) চেষ্টা করে সেটাকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে। কোন সরকার কি করবে সেটা ডিপেন্ড করবে তাদের সাথে কার কিরকম গাঁটছড়া বাঁধা।
  • দ্রি | 233.196.222.144 | ১৮ এপ্রিল ২০১৩ ০৩:৪৪600032
  • এই রকম অবস্থায়, এক্সপ্লিসিটলি ফ্রোজেন চিকেনের গুণগান গাওয়াটা ঠিক ওয়াইজ নয়। কারণ, যারা একটু বেশী অ্যালার্ট তারা প্রশ্ন করতে পারে, ফ্রোজেন চিকেনেও তো ফ্লু ভাইরাস থাকতে পারে। তাই বেটার হল, বারে বারে বলতে থাকো লাইভ চিকেন বেচা বন্ধ, এতগুলো মুর্গী মেরে ফেলা হল, কিন্তু ফ্রোজেন চিকেন নিয়ে চুপ থাকো।

    চীনের নিউজের প্রোগ্রেশানঃ

    মৃতের সংখ্যা ১৪ থেকে বেড়ে দাঁড়ালো ১৬।

    H7N9 bird flu has claimed two more lives in Shanghai, Chinese state media said, bringing the death toll from the disease to 16.

    http://www.scmp.com/news/china/article/1216431/eight-new-china-bird-flu-victims-critical-condition

    Beijing and major eastern Chinese cities have closed live poultry markets and are taking other precautions to limit the spread of the new virus.

    http://www.forbes.com/sites/russellflannery/2013/04/16/h7n9-birdflu-cases-in-china-climb-to-77-as-shanghai-retrospectively-adds-to-total/

    China’s poultry sector has recorded losses of more than 10 billion yuan (HK$12.55 billion) since reports emerged of a new strain of bird flu two weeks ago, an official at the country’s National Poultry Industry Association said on Tuesday.

    Authorities have slaughtered thousands of birds and closed live poultry markets in Shanghai and Beijing in an attempt to reduce the rate of human infection and allay growing fears about the H7N9 virus.

    কিন্তু ডিজায়ার্ড এফেক্টটাও হচ্ছে না।

    “We thought that people would try to avoid domestic chicken, and have more preference for imported chicken, but this is not the case. Across the board, people are being more cautious,” said Sarah Li, director of the USA Poultry & Egg Export Council’s Hong Kong office.

    “According to our importers, (wholesale) sales for both imported and domestic chicken products have declined by 80 per cent.”

    ইউ এস এ পোলট্রি অ্যান্ড এগ এক্সপোর্ট কাউন্সিলের বড় আশা ছিল এই স্কেয়ারে চীনেরা হয়ত একটু বেশী আম্রিকান ফ্রোজেন মুর্গী খাবে। কিন্তু হায়।

    ইন্টারেস্টিং হল লাইভ চিকেন ব্যান করে দেওয়ার পরও চীনের গভর্মেন্ট নাগরিকদের আরো বেশী করে চিকেন খাওয়ার উপদেশ দিচ্ছেন!

    Chinese state media on Monday urged people to keep eating chicken and help revive the poultry industry, which lost 10 billion yuan (US$1.6 billion) in the week after the virus began infecting humans.

    লোকে জীবিত চিকেন কিনতে পারবে না, কিন্তু চিকেন খাবে। তাহলে কি ধরণের চিকেন কেনার কথা বলা হচ্ছে? বিবাহিত?
  • pi | 78.48.231.217 | ১৮ এপ্রিল ২০১৩ ০৩:৫২600034
  • 'ইন্টারেস্টিং যেটা, ব্যান করল সরকার, কিন্তু সেই ব্যান সরকার (পুলিস) ইমপ্লিমেন্ট করল না।'

    সেটা কীকরে জানা গেল ? এখানে তো একটা কেসের কথা বলা হচ্ছে, যেটায় ফাঁকে তালে ভারতের চিকেন ঢুকে পড়েছে, তাও ওরা বলছে ট্যাগ ভুল ছিল। আর সেটা ফার্মাররা ধরেছেন। এটা তো সত্যিই কোন গাফিলতি বা দুর্নীতি হতে পারে, এর মানে সরকার ইম্প্লিমেন্ট করছেনা , তা কীকরে বোঝা গেল ?
  • Ekak | 125.118.40.175 | ১৮ এপ্রিল ২০১৩ ০৩:৫৬600035
  • এই তই তে আমি লিখব । ৫ বচ্ছর ধরে দেখেছি আর সহ্য করেছি এই বার্ড ফ্লুর বিসনেস পলিসি । গোদরেজ কিভাবে ব্যবসা প্রমোট করেছে ভুটান এ । শালা হু এর অনুদান থাকলে থাকলে ভুতের বাপের শ্রাদ্ধ হয় । প্রতিদিন বেগুনি রঙের বার্ড ফ্লু নিরোধক লিকুইড এর ওপর দিয়ে হেঁটে ঢুকতে হত । গাড়ি দাঁড় করিয়ে ১৮০ ডিগ্রী লিকুইড স্প্রে করত !!! লিকছি খোন ।
  • দ্রি | 233.196.220.12 | ১৮ এপ্রিল ২০১৩ ০৪:০২600037
  • গাফিলতি বা দুর্নীতি মানেই (ভালো করে) ইমপ্লিমেন্ট করছে না। যদি জাস্ট দু এক ট্রাক এরকম 'দুর্নীতি' হত, তাহলে কি আপনার মনে হয় চিকেন ফার্মাররা এসে এই ট্রাক আটকাতো? ক্রস বর্ডার ট্রাক আটকানো কি চিকেন ফার্মারদের ডিউটি? তাদের কি আর খেয়ে দেয়ে কাজ নেই?

    ট্যাগে ভুল ছিল একথা তো কেউ বলেনি।

    KFC, the only Western fast-food restaurant in Nepal, says it imports its chicken from Brazil. Kharel says the tags on the cargo showed it came from India.
  • pi | 78.48.231.217 | ১৮ এপ্রিল ২০১৩ ০৪:০৪600039
  • (ভালো করে) ইমপ্লিমেন্ট করছে না।

    ওকে। ভালো করে টা জুড়লে তাও ঠিক আছে ঃ)
    তবে এটা নিয়মিত ঘটনা হলে হাফিংটন পোস্টের রিপোর্টিং এ তার উল্লেখও কিছু আসতো না কি ?
  • দ্রি | 233.196.220.12 | ১৮ এপ্রিল ২০১৩ ০৪:১০600040
  • Cars were searched, and even frozen poultry was confiscated.

    এটা নিয়ে আমার একটাই বক্তব্য। পাবলিসিটি স্টান্ট। 'ইভেন' কথাটা রয়েছে কেন? কেন কোন ডাইরেক্টিভে ফ্রোজেন চিকেন সেলের ওপর ব্যান নেই, কিন্তু লাইভ চিকেন সেলের ওপর আছে?
  • দ্রি | 233.196.220.12 | ১৮ এপ্রিল ২০১৩ ০৪:১৭600041
  • কে এফ সির চিকেন মার খাচ্ছে তো। ইভেন আম্রিকান বার্ড ফ্লু হীন চিকেনের ব্যবসাও মার খাচ্ছে। আশা ছিল লোকে তাদের খাওয়ার প্যাটার্ন বদলাবে। কিন্তু হচ্ছে না।

    কে এফ সির সাথে স্মল চিকেন ফার্মারের একটা তফাত আছে। এইরকম বেশীদিন চলতে থাকলে স্মল চিকেন ফার্মার দেউলিয়া হয়ে যাবে। কে এফ সি অনেক বেশীদিন লস নিতে পারবে। অনেকে দেউলিয়া হয়ে গেলে তখন যে তিকে থাকবে সে মনোপলির চান্স পাবে। কিন্তু বিগ ইফ হল, জদি লোকে ফ্রোজেন চিকেন খায়।
  • দ্রি | 233.196.220.12 | ১৮ এপ্রিল ২০১৩ ০৪:৩৫600042
  • হাফিংটন পোস্ট তো নিজেদের সংবাদদাতা পাঠিয়ে স্টোরিটা করে নি। এপি যেটুকু নিউজ পাঠিয়েছে সেটাই তুলে দিয়েছে। এই ধরণের নিউজে একটা বিষয়ের সব অ্যাসপেক্ট কাভার্ড থাকবে এরকম আশা আমি করি না। অনেক কিছুই না বলা কথা থাকে। রেয়ার সে কথাও বলা নেই, ফ্রিকোয়েন্ট সে কথাও বলা নেই। আপনাকে ভাবতে হবে রেয়ার হতে পারে কিনা। রেয়ার হলে কি চিকেন ফার্মারদের কাছে কি খবর থাকতো কোন ট্রাক কোথা দিয়ে পাস করছে? চিকেনের ব্যাপারীরা কি ট্রাকের খবর রাখে ইউজুয়ালি?
  • দ্রি | 233.196.220.12 | ১৮ এপ্রিল ২০১৩ ০৪:৪৩600043
  • একক, ফাস্ট হ্যান্ড গল্প শুনতে চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন